এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১৫: পদ্য - কপোতাক্ষ নদ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১৫: পদ্য - কপোতাক্ষ নদ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন
বিশ্ববিদ্যালয় ভর্তি
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি মায়ের দুধের সাথে তুলনা করেছেন -
Ο ক) কপোতাক্ষের জলকে
Ο খ) গঙ্গার জলকে
Ο গ) কবির অশ্রুকে
Ο ঘ) স্বদেশের প্রেমরসকে
 সঠিক উত্তর: (ক)

 ২. ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) কাজী নজরুল ইসলাম
Ο গ) জসীমউদদীন
Ο ঘ) মাইকেল মধুসূদন দত্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. ‘ভ্রান্তির ছলনে’ বলতে কবি বুঝিয়েছেন -
i. নিশার স্বপনে
ii. নদীর কলধ্বনি
iii. বঙ্গের সংগীত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪. ‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে!’ - কবির কোন নদের কথা মনে পড়ে?
Ο ক) ব্রহ্মপুত্র
Ο খ) করতোয়া
Ο গ) মেঘনা
Ο ঘ) কপোতাক্ষ
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য কে রচনা করেন?
Ο ক) মাইকেল মধুসূদন দত্ত
Ο খ) কায়কোবাদ
Ο গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) নবীনচন্দ্র সেন
 সঠিক উত্তর: (ক)

 ৬. ‘সনেট’ কবিতার স্রষ্টা কে?
Ο ক) পেত্রার্ক
Ο খ) সেকসপীয়র
Ο গ) জন মিলটন
Ο ঘ) মধুসূদন দত্ত
 সঠিক উত্তর: (ক)

 ৭. ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’ - কবি কোন বিরলে বসে কপোতাক্ষ নদের কথা ভাবেন?
Ο ক) সুদূর ফ্রান্সের ভার্সাই নগরীতে
Ο খ) সুদূর জার্মানির বার্লিন নগরীতে
Ο গ) ফ্রান্সের প্যারিস নগরীতে
Ο ঘ) ইংল্যান্ডের ডাবলিন নগরীতে
 সঠিক উত্তর: (ক)

 ৮. ‘বারি-রূপ কর তুমি।’ এখানে ‘কর’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) কাজ
Ο খ) হাত
Ο গ) রাজস্ব
Ο ঘ) করা
 সঠিক উত্তর: (গ)

 ৯. চতুর্দশপদী কবিতার প্রবর্তক কে?
Ο ক) মাইকেল মধুসূদন দত্ত
Ο খ) বঙ্কিমচন্দ্র চট্ট্যোপাধ্যায়
Ο গ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) বিহারীলাল চক্রবর্তী
 সঠিক উত্তর: (ক)

 ১০. ছন্দ বিবেচনায় ‘কপোতাক্ষ নদ’ কোন ছন্দে লেখা?
Ο ক) মাত্রাবৃত্ত
Ο খ) স্বরবৃত্ত
Ο গ) অক্ষরবৃত্ত
Ο ঘ) অমিত্রাক্ষর ছন্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ১১. ‘কৃষ্ণকুমারী’র সাথে ‘পদ্মাবতী’র সাদৃশ্য মূলত -
i. বিষয়ে
ii. ভাবে
iii. আঙ্গিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১২. ‘বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে’ কবির দেখা দেশ হচ্ছে -
i. ব্রিটেন
ii. ফ্রান্স
iii. ইরাক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
Ο ক) ফ্রান্সে
Ο খ) ইংল্যন্ডে
Ο গ) ইতালিতে
Ο ঘ) আমেরিকায়
 সঠিক উত্তর: (ক)

 ১৪. মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কী?
Ο ক) আগরদাঁড়ি
Ο খ) সাগরদিঘি
Ο গ) সাগরদাঁড়ি
Ο ঘ) নাগরদাঁড়ি
 সঠিক উত্তর: (গ)

 ১৫. ‘মাইকেল’ - এটি কোন ভাষার শব্দ?
Ο ক) আরবি
Ο খ) ইংরেজি
Ο গ) বাংলা
Ο ঘ) হিন্দি
 সঠিক উত্তর: (খ)

 ১৬. মধুসূদনের কাব্যপ্রতিভার যথার্থ স্ফুরণ ঘটে -
Ο ক) বাংলা ভাষায়
Ο খ) ইংরেজি ভাষায়
Ο গ) ফরাসি ভাষায়
Ο ঘ) মাদ্রাজি বাষায়
 সঠিক উত্তর: (ক)

 ১৭. কোথায় অধ্যয়নকালে মধুসূদনের ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগ জন্মে?
Ο ক) সাগরদাঁড়ি স্কুলে
Ο খ) কারমাইকেল কলেজে
Ο গ) প্রেসিডেন্সি কলেজে
Ο ঘ) হিন্দু কলেজে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮. ‘যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-মন্ত্রধ্বনি।’ এই পঙক্তির সাথে কবিমনের সংগতিপূর্ণ ভাবটি হলো -
Ο ক) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
Ο খ) বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
Ο গ) তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
Ο ঘ) সতত, হে নদ, তুমি পড় মোর মনে
 সঠিক উত্তর: (গ)

 ১৯. ‘লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।’ এখানে ‘তব’ বলতে কাকে বোঝানো হয়েছে?
Ο ক) কপোতাক্ষকে
Ο খ) বঙ্গদেশকে
Ο গ) বাংলা ভাষাকে
Ο ঘ) বাংলা গানকে
 সঠিক উত্তর: (ক)

 ২০. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কাছে ভ্রান্তির ছলনা হলো -
Ο ক) মায়া-মন্ত্রধ্বনি
Ο খ) নিশার স্বপন
Ο গ) স্নেহের তৃষ্ণা
Ο ঘ) কপোতাক্ষের কলকল ধ্বনি
 সঠিক উত্তর: (ঘ)

 ২১. কোন কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর দেশপ্রেম প্রকাশিত হয়েছে?
Ο ক) তিতাস
Ο খ) কপোতাক্ষ নদ
Ο গ) বাংলা আমার
Ο ঘ) স্বাধীনতা তুমি
 সঠিক উত্তর: (খ)

 ২২. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্ত কোনটি?
Ο ক) বীরাঙ্গনা কাব্য
Ο খ) শর্মিষ্ঠা নাটক
Ο গ) মেঘনাদবধ কাব্য
Ο ঘ) ব্রজাঙ্গনা কাব্য
 সঠিক উত্তর: (গ)

 ২৩. ‘কপোতাক্ষ নদ’ কবিতার ষটক - এর মেলবন্ধন কোনটি?
Ο ক) ঘঙচ-ঘঙচ
Ο খ) কখক-ককখ
Ο গ) গঘ গঘ গঘ
Ο ঘ) কখ কখ কখ
 সঠিক উত্তর: (গ)

 ২৪. ‘নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।’ - এ চিত্রকল্পে যা ফুটে উঠেছে -
Ο ক) ভালোবাসার আকুলতা
Ο খ) বিরহের ব্যাকুলতা
Ο গ) সান্নিধ্যের উদ্বেলতা
Ο ঘ) বিচ্ছেদের প্রতিকূলতা
 সঠিক উত্তর: (ক)

 ২৫. কপোতাক্ষ নদের অন্তরালে অভিব্যক্ত হয়েছে কবির -
i. দেশের প্রতি ভালোবাসা
ii. দেশের প্রতি মমত্ববোধ
iii. বাংলা ভাষার প্রতি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৬. মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক -
i. কৃষ্ণকুমারী, শাহজাহান
ii. বিসর্জন, শর্মিষ্ঠা
iii. কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৭. মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্যগ্রন্থ হলো -
i. ব্রজাঙ্গনা কাব্য
ii. বীরাঙ্গনা কাব্য
iii. চতুর্দশপদী কবিতাবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রজা বলা হয়েছে কাকে?
Ο ক) সমুদ্রকে
Ο খ) কপোতাক্ষ নদকে
Ο গ) বঙ্গজ জনকে
Ο ঘ) বিশ্ববাসীকে
 সঠিক উত্তর: (খ)

 ২৯. ‘আর কি হে হবে দেখা?’ - কবির উক্তিতে উপস্থাপিত হয়েছে তাঁর মনের -
i. মাধুরী
ii. একাগ্রতা
iii. সংশয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩০. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Ο ক) বীরাঙ্গনা
Ο খ) ব্রজাঙ্গনা
Ο গ) চতুর্দশপদী কবিতাবলি
Ο ঘ) মেঘনাদবধ কাব্য
 সঠিক উত্তর: (গ)

 ৩১. কবি মাইকেল মধুসুদন দত্ত কত সালে খ্রিস্টধর্ম গ্রহণ করেন?
Ο ক) ১৮৪৩
Ο খ) ১৮৪৫
Ο গ) ১৮৫০
Ο ঘ) ১৮৫৫
 সঠিক উত্তর: (ক)

 ৩২. ‘মেঘনাদবধ’ কোন ধরনের কাব্য?
Ο ক) নাটক
Ο খ) কাব্য
Ο গ) মহাকাব্য
Ο ঘ) কাহিনী কাব্য
 সঠিক উত্তর: (গ)

 ৩৩. 'Sester' - এর বাংলা রূপ হলো -
Ο ক) অষ্টক
Ο খ) ষষ্টক
Ο গ) অন্ত্যমিল
Ο ঘ) ত্রিপদীকা
 সঠিক উত্তর: (খ)

 ৩৪. সনেটে ষষ্টক হচ্ছে -
Ο ক) প্রথম ছয় চরণের স্তবক
Ο খ) মাঝের ছয় চরণের স্তবক
Ο গ) শেষের ছয় চরণের স্তবক
Ο ঘ) চৌদ্দ চরণের পরবর্তী ছয় চরণের স্তবক
 সঠিক উত্তর: (গ)

 ৩৫. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি পড়ার পর জুবায়ের নদটিকে স্বচক্ষে দেখতে চায়। তাকে কোথায় যেতে হবে?
Ο ক) সিরাজগঞ্জ
Ο খ) রাজশাহী
Ο গ) যশোর
Ο ঘ) সিলেট
 সঠিক উত্তর: (গ)

 ৩৬. ‘জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে’ - এই কথাটির অর্থ কী?
Ο ক) আত্মপ্রবঞ্চনার সান্ত্বনা
Ο খ) নিজেকে প্রবোধ দেওয়া
Ο গ) সম্মোহিত হওয়া
Ο ঘ) স্মৃতি রোমন্থনে সুখানুভব
 সঠিক উত্তর: (ক)

 ৩৭. চতুর্দশপদী কবিতার স্তবক কয়টি?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) ছয়টি
 সঠিক উত্তর: (ক)

 ৩৮. কত সালে মাইকেল মধুসূদন দত্ত পরলোকগমন করেন?
Ο ক) ১৮৮৩
Ο খ) ১৮৭৩
Ο গ) ১৮৭৬
Ο ঘ) ১৮৮৬
 সঠিক উত্তর: (খ)

 ৩৯. কোথায় বসে কবি ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনা করেন?
Ο ক) ভার্সাই নগরীতে
Ο খ) বার্লিন নগরীতে
Ο গ) প্যারিস নগরীতে
Ο ঘ) লন্ডন নগরীতে
 সঠিক উত্তর: (ক)

 ৪০. কপোতাক্ষ নদের কাছে কবির মিনতির মাঝে তাঁর মনের কোন পরিচয় পাওয়া যায়?
Ο ক) হতাশা
Ο খ) গভীর অনুরাগ
Ο গ) তীব্র অভিমান
Ο ঘ) হাহাকার
 সঠিক উত্তর: (খ)

 ৪১. কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কবির কাছে কেমন?
Ο ক) ভ্রান্তির ছলনা
Ο খ) নিশার স্বপন
Ο গ) বঙ্গের সংগীত
Ο ঘ) মায়া মন্ত্রধ্বনি
 সঠিক উত্তর: (ক)

 ৪২. ‘একান্ত নিরিবিলি’ বোঝাতে ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি কোন শব্দটি ব্যবহার করেছেন?
Ο ক) ছলনে
Ο খ) বিরলে
Ο গ) যেমতি
Ο ঘ) সতত
 সঠিক উত্তর: (খ)

 ৪৩. কপোতাক্ষ নদ কবিতায় মোট মাত্রা সংখ্যা কত?
Ο ক) ১৮২টি
Ο খ) ১৯৬টি
Ο গ) ২১০টি
Ο ঘ) ২২৪টি
 সঠিক উত্তর: (খ)

 ৪৪. ‘সখা-রীতে তার নাম’ এখানে সখা কে?
Ο ক) বঙ্গজ জন
Ο খ) বঙ্গদেশ
Ο গ) কপোতাক্ষ নদ
Ο ঘ) মাইকেল মধুসূদন দত্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫. হিন্দু কলেজে অধ্যয়নকালে মাইকেল মধুসূদন দত্তের কোন ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র অনুরাগ জন্মেছিল?
Ο ক) স্পেনিশ ভাষা ও সাহিত্য
Ο খ) ইংরেজি ভাষা ও সাহিত্য
Ο গ) ফরাসি ভাষা ও সাহিত্য
Ο ঘ) ফারসি ভাষা ও সাহিত্য
 সঠিক উত্তর: (খ)

 ৪৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?
Ο ক) দেশপ্রেম
Ο খ) প্রকৃতিপ্রীতি
Ο গ) নদীর প্রতি মমতা
Ο ঘ) শৈশবস্মৃতি
 সঠিক উত্তর: (ক)

 ৪৭. মাইলেক মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন ১৯৭৩ সালের -
Ο ক) ২৫ মার্চ
Ο খ) ১৭ জুন
Ο গ) ২৯ জুন
Ο ঘ) ৩০ জুন
 সঠিক উত্তর: (গ)

 ৪৮. কোথায় বসবাসকালে কবির মনে জন্মভূমির বেদনাবিধুর স্মৃতি জেগে ওঠে?
Ο ক) কলকাতায়
Ο খ) যুক্তরাজ্যে
Ο গ) ফ্রান্সে
Ο ঘ) মাদ্রাজে
 সঠিক উত্তর: (গ)

 ৪৯. "Visions of the past" - কাব্যের রচয়িতা কে?
Ο ক) জসীমউদদীন
Ο খ) কাজী ওয়াদুদ আহমেদ
Ο গ) মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ) মোতাহের হোসেন চৌধুরী
 সঠিক উত্তর: (গ)

 ৫০. ইংরেজি ‘সনেট’ এর বাংলা পরিভাষা কী?
Ο ক) মৃদু ধ্বনি
Ο খ) প্রতিধ্বনি
Ο গ) চতুর্দশপদী কবিতা
Ο ঘ) সপ্তদশপদী কবিতা
 সঠিক উত্তর: (গ)



প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post