এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১৪: পদ্য - আমার সন্তান (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১৪: পদ্য - আমার সন্তান (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন
বিশ্ববিদ্যালয় ভর্তি
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ঈশ্বরী পাটুনী অন্নপূর্ণাকে কীসের উপরে পা রাখতে বলে?
Ο ক) নৌকার পাটাতনে
Ο খ) পানি সেচার পাত্রের উপরে
Ο গ) পাটুনীর কোলের উপর
Ο ঘ) বৈঠার উপর
 সঠিক উত্তর: (খ)

 ২. ‘সত্যপীরের পাঁচালী’ কার লেখা?
Ο ক) ভারতচন্দ্র রায়গুণাকর
Ο খ) আবদুল হাকিম
Ο গ) শামসুর রাহমান
Ο ঘ) আহসান হাবীব
 সঠিক উত্তর: (ক)

 ৩. ভবানন্দ মজুমদারের বাড়ি যাওয়ার আগে অন্নপূর্ণা কার বাড়িতে ছিলেন?
Ο ক) হরিহোড়ের বাড়িতে
Ο খ) ঈশ্বরীর বাড়িতে
Ο গ) অজ্ঞাত একজনের বাড়িতে
Ο ঘ) স্বামীর বাড়িতে
 সঠিক উত্তর: (ক)

 ৪. চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে পূজা হয় -
i. দেবী সরস্বতীর
ii. দেবী অন্নপূর্ণার
iii. দেবী দুর্গার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫. দেবী অন্নপূর্ণা স্বামীর নাম বলেন নি -
i. ঈশ্বরী পাটুনী চিনে ফেলবে
ii. সমাজের ভয়ে
iii. স্বামী সম্মানীয় বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬. কী জানতে না পারলে ঈশ্বরী পাটুনী কুলবধূকে পার করতে পারবে না?
Ο ক) পরিচয়
Ο খ) বয়স
Ο গ) ওজন
Ο ঘ) মালপত্রের হিসাব
 সঠিক উত্তর: (ক)

 ৭. অন্নপূর্ণা ঈশ্বরীকে কী বলে ডাক দিলেন?
Ο ক) মাঝি ভাই
Ο খ) ঘাটে কে আছে
Ο গ) পার কর
Ο ঘ) পাটুনী দাদা
 সঠিক উত্তর: (গ)

 ৮. ভারতচন্দ্র রায়গুণাকর কোন শতাব্দীর কবি?
Ο ক) ষোড়শ শতাব্দীর
Ο খ) সপ্তদশ শতাব্দীর
Ο গ) অষ্টাদশ শতাব্দীর
Ο ঘ) ঊনবিংশ শতাব্দীর
 সঠিক উত্তর: (গ)

 ৯. ‘আমার সন্তান’ কবিতায় বাঙালি পিতার যে বৈশিষ্ট্য দেখা যায় তা হলো -
i. নিজ স্বার্থ ত্যাগ
ii. উদার মানসিকতা
iii. নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০. দেবীর পদস্পর্শে সেঁউতী কীসে পরিণত হলো?
Ο ক) রূপায়
Ο খ) খাঁটি সোনায়
Ο গ) হীরায়
Ο ঘ) দস্তায়
 সঠিক উত্তর: (খ) 

 ১১. দেবীকে পার করার ক্ষেত্রে ঈশ্বরী ভয় পেয়েছে -
Ο ক) দেবতাকে
Ο খ) প্রতিপক্ষকে
Ο গ) মানুষের অপবাদকে
Ο ঘ) পরিবারকে
 সঠিক উত্তর: (গ)

 ১২. দুধে-ভাতে থাকা বলতে বোঝায় -
i. কোনো অভাবে না থাকা
ii. সব সময় শুধু দুধ আর ভাত খেয়ে থাকা
iii. দুধ বিক্রি করে ভাত খাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩. চৈত্র মাসের কোন তিথিতে অন্নপূর্ণার পূজা হয়?
Ο ক) ৬ষ্ঠী
Ο খ) ৭মী
Ο গ) ৮মী
Ο ঘ) ৯মী
 সঠিক উত্তর: (গ)

 ১৪. ঈশ্বরী পাটুনী বামাস্বর শুনে নৌকা পাড়ে নিয়ে এসেছিল কেন?
Ο ক) কুলবধূ একা দাঁড়িয়ে ছিল বলে
Ο খ) কুলবধূ পাটুনীর পরিচিত ছিল বলে
Ο গ) কুলবধূ অসুস্থ ছিল বলে
Ο ঘ) কুলবধূ দাঁড়িয়ে কাঁদছিল বলে
 সঠিক উত্তর: (ক)

 ১৫. দেবী স্বামীর নাম বলা এড়িয়ে গেলেন -
i. সংস্কারের দোহাই দিয়ে
ii. কৌশলের আশ্রয়ে
iii. সত্য কথা বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬. পাটুনী তরী তাড়াতাড়ি ভিড়ালেন কেন?
Ο ক) স্ত্রীকন্ঠ শুনে
Ο খ) দুর্গাকে দেখে
Ο গ) অন্নপূর্ণাকে দেখে
Ο ঘ) ঈশ্বরীকে দেখে
 সঠিক উত্তর: (ক)

 ১৭. ঈশ্বরী দেবীকে কোথায় পা রাখতে বলল?
Ο ক) ঘাটে
Ο খ) সেঁউতীতে
Ο গ) গলুইয়ে
Ο ঘ) মাস্তুলে
 সঠিক উত্তর: (খ)

 ১৮. ‘ছাড়াইতে নারি দেবী কহিলা হাসিয়া’ - এখনে ‘নারি’ শব্দের সমার্থক হলো -
Ο ক) মহিলা
Ο খ) রমণী
Ο গ) নড়াচড়া
Ο ঘ) না পেরে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯. দেবীর ছলাকলা বুঝে পাটুনীর চোখে জল এসে পড়ে -
i. ভয়ে
ii. ভক্তিতে
iii. লজ্জায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২০. ‘সেঁউতী উপরে রাখ ও রাঙা চরণ।’ এখানে কার রাঙা চরণের কথা বলা হয়েছে?
Ο ক) ঈশ্বরী পাটুনীর
Ο খ) পাটুনীর স্বামীর
Ο গ) পাটুনীর সন্তানের
Ο ঘ) দেবী অন্নপূর্ণার
 সঠিক উত্তর: (ঘ)

 ২১. কার নাম নারী মুখে আনে না?
Ο ক) স্বামীর
Ο খ) দেবরের
Ο গ) ননদের
Ο ঘ) বাবার
 সঠিক উত্তর: (ক)

 ২২. ‘সত্যপীরের পাঁচালী’ কোন ধরনের রচনা?
Ο ক) কাব্য
Ο খ) নাটক
Ο গ) উপন্যাস
Ο ঘ) ছোটগল্প
 সঠিক উত্তর: (ক)

 ২৩. ‘গঙ্গাষ্টক’ কার লেখা?
Ο ক) ভারতচন্দ্র রায়গুণাকর
Ο খ) হেমচন্দ্র সেন
Ο গ) রঙ্গলাল সেন
Ο ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
 সঠিক উত্তর: (ক)

 ২৪. কৃষ্ণচন্দ্র রায় কোথাকার রাজা ছিলেন?
Ο ক) বহরমপুর
Ο খ) মুর্শিদাবাদ
Ο গ) নবদ্বীপ
Ο ঘ) রোহিঙ্গাঙ
 সঠিক উত্তর: (গ)

 ২৫. খেয়া হলো -
Ο ক) পারাপারের নৌকা
Ο খ) খেয়ালের বশে
Ο গ) খইয়ের পাত্র
Ο ঘ) খাবারের পাত্র
 সঠিক উত্তর: (ক)

 ২৬. তট, কূল, পাড়, ধার এগুলো কোন শব্দের সমার্থক শব্দ?
Ο ক) তীর
Ο খ) তর্ক
Ο গ) তাক
Ο ঘ) তুলা
 সঠিক উত্তর: (ক)

 ২৭. পূর্বমুখে সুখে গজগমনে কে চলল?
Ο ক) অন্নপূর্ণা
Ο খ) পাটনী
Ο গ) ভবানন্দ
Ο ঘ) হরিহোড়
 সঠিক উত্তর: (ক)

 ২৮. নারী কন্ঠের সাথে সাদৃশ্যপূর্ণ শব্দ হলো -
Ο ক) উত্তরিলা
Ο খ) ফেরফার
Ο গ) কুলবধূ
Ο ঘ) বামাস্বর
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯. ‘গাঙ্গিনী’ শব্দের প্রতিশব্দ কোনটি?
Ο ক) স্রোতস্বিনী
Ο খ) উর্মি
Ο গ) পারাবার
Ο ঘ) কল্লোলিত
 সঠিক উত্তর: (ক)

 ৩০. পাটুনীর জীবনের মূল লক্ষ্য কী?
Ο ক) নিঃস্বার্থভাবে সন্তানের মঙ্গল কামনা
Ο খ) খেয়া পারাপার করে জীবিকা নির্বাহ
Ο গ) স্বার্থপর নারী
Ο ঘ) পারলৌকিক মুক্তি
 সঠিক উত্তর: (ক)

 ৩১. ‘ত্বরায়’ অর্থ হলো -
Ο ক) সেখানে
Ο খ) তীরে
Ο গ) ধীরে
Ο ঘ) তাড়াতাড়ি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২. দেবী অন্নপূর্ণা কোন্দলের কারণে হরিহোড়ের বাড়ি ছেড়ে আসা প্রমাণ করে -
i. অন্নপূর্ণা শান্তিপ্রিয়
ii. অন্নপূর্ণা কলহ পছন্দ করেন না
iii. অন্নপূর্ণা স্বার্থপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩. পাটুনী নিজেকে দেবীর সাক্ষাৎ লাভের অনুপযুক্ত মনে করেছে, কেননা -
i. সে প্রার্থনা করতে জানে না
ii. সে জ্ঞানী নয়
iii. সে ধ্যান করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪. ভারতচন্দ্র কার সভা-কবি ছিলেন?
Ο ক) রাজা হরিশচন্দ্রের
Ο খ) রাজা বিধানচন্দ্রের
Ο গ) রাজা চাঁদরায়ের
Ο ঘ) রাজা কৃষ্ণচন্দ্র রায়ের
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. ‘মানসিংহ ও ভবানন্দ’ উপাখ্যান সম্পাদনা করেছেন -
Ο ক) মুনীর চৌধুরী ও আহমদ শরীফ
Ο খ) মুহম্মদ শহীদুল্লাহ ও ওয়াকিল আহমদ
Ο গ) গোলাম মুরশিদ ও মযহারুল হক
Ο ঘ) আব্দুল হাই ও আনোয়ার পাশা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬. ঈশ্বরী পাটুনী প্রণাম করে - i. দেবীকে ii. জোড় হাতে iii. অঙ্গ লুটিয়ে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৭. ‘আমার সন্তান’ কবিতায় দুধে ভাতে থাকা বলতে বোঝায় -
i. অভাব না থাকা
ii. শুধু দুধ ভাত থাকা
iii. সম্পদশালী হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৮. বামাস্বর শুনে ঈশ্বরী পাটুনী তাড়াতাড়ি নৌকা পাড়ে নিয়ে আসেন, কারণ -
i. বিপদে না পড়লে কোনো কুলবধূর একা আসার কথা না
ii. বামাস্বর শুনে ভেবেছেন সুখ-দুঃখের আলাপ করা যাবে
iii. নদীর পারে এর আগে কখনো বামাস্বর শোনেন নি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৯. অন্নপূর্ণা সম্পর্কে প্রযোজ্য হলো -
i. কাশীতে অধিষ্ঠান
ii. বিদ্যাদাত্রী
iii. অন্নদাত্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪০. পাটনী কাকে বলে?
Ο ক) যে খেয়া পারাপার করে
Ο খ) পাটালি গুড় বানায় যে
Ο গ) যে নৌকায় মালামাল পার করে
Ο ঘ) যে পাটের মাশুল আদায় করে
 সঠিক উত্তর: (ক)

 ৪১. ত্বরায় নৌকা আনলে ঈশ্বরী পাটুনী কোন স্বর শুনতে পেল?
Ο ক) পুরুষের কন্ঠ
Ο খ) বামাস্বর
Ο গ) পাখির কলরব
Ο ঘ) বাঘের স্বর
 সঠিক উত্তর: (খ)

 ৪২. ‘নাগাষ্টক’ - এর সাথে ভারতচন্দ্রের সাদৃষ্য কীসে?
Ο ক) রচয়িতা হিসেবে
Ο খ) শাসক হিসেবে
Ο গ) উপাধি হিসেবে
Ο ঘ) স্বামী হিসেবে
 সঠিক উত্তর: (ক)

 ৪৩. ঈশ্বরী পাটুনীর আশীর্বাদ প্রার্থনার মধ্যে কী প্রতীয়মান হয়?
Ο ক) নিঃস্বার্থ মনোভাব
Ο খ) লোভী মনোবৃত্তি
Ο গ) সুযোগ সন্ধানী
Ο ঘ) সুবিধাবাদী
 সঠিক উত্তর: (ক)

 ৪৪. ‘সুখ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) সন্তোষ
Ο খ) অভিনন্দিত
Ο গ) সানন্দে
Ο ঘ) যন্ত্রণা
 সঠিক উত্তর: (ক)

 ৪৫. ‘আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে।’ এ বাক্যে ‘কাশী’ হলো -
i. শীর্ষস্থান
ii. পুণ্যস্থান
iii. তীর্থস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬. ঈশ্বরী পাটুনী কীভাবে অন্নপূর্ণার কাছে আশীর্বাদ চায়?
Ο ক) মাথা সোজা রেখে
Ο খ) মাথা নত করে
Ο গ) জোড় হাতে
Ο ঘ) চোখের জলে
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. ভারতচন্ত্র রায় গুণাকর কোন ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন?
Ο ক) সংস্কৃত ও ফার্সি
Ο খ) পালি ও উর্দু
Ο গ) বাংলা ও হিন্দি
Ο ঘ) পর্তুগিজ ও গুজরাটি
 সঠিক উত্তর: (ক)

 ৪৮. ‘ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনী’ - এখানে শেষোক্ত ‘ঈশ্বরী’ বলতে কাকে বোঝানো হয়েছে?
Ο ক) অন্নপূর্ণা
Ο খ) মাঝি
Ο গ) লক্ষ্মী
Ο ঘ) সরস্বতী
 সঠিক উত্তর: (খ)

 ৪৯. ‘এ ত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়।’ পাটুনীর এ ভাবনার কারণ কী?
Ο ক) অন্নপূর্ণার কমল কান্তি
Ο খ) অন্নপূর্ণার চোখের জ্যোতি
Ο গ) অন্নপূর্নার দেবীসুলব আচরণ
Ο ঘ) পদস্পর্শে সেঁউতি সোনায় পরিণত হওয়ায়
 সঠিক উত্তর: (ঘ)

 ৫০. নিচের কোন পঙক্তিটিতে দেবী অন্নপূর্ণার প্রতি ঈশ্বরী পাটুনীর ভক্তি প্রকাশ পেয়েছে?
Ο ক) কাঠের সেঁউতী মোর হৈলা অষ্টাপদ
Ο খ) তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার
Ο গ) আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে
Ο ঘ) ভয় করি কি জানি কে দিবে ফেরফার
 সঠিক উত্তর: (খ)



প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )
শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post