এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১৩: গদ্য - বাঙলা শব্দ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১৩: গদ্য - বাঙলা শব্দ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ‘উজ্জ্বল’ এর সমার্থক শব্দ কোনটি?
Ο ক) দীপ্ত
Ο খ) সুপ্ত
Ο গ) রিক্ত
Ο ঘ) দিনমণি
 সঠিক উত্তর: (ক)

 ২. হুমায়ুন আজাদ - এর কাব্যগ্রন্থ হলো -
i. অলৌকিক ইস্টিমার
ii. কাফনে মোড়া অশ্রুবিন্দু
iii. জ্বলো চিতাবাঘ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. বাংলা ভাষার শব্দসম্ভারের প্রচলিত ধাপ কয়টি?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
 সঠিক উত্তর: (গ)

 ৪. গ্রিক ভাষার শব্দ থেকে এসেছে কোনটি?
Ο ক) খাল
Ο খ) খড়
Ο গ) চাঁদ
Ο ঘ) দাম
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. ‘মচ্ছ’ শব্দটির সাথে সাদৃশ্যপূর্ণ শব্দ হলো -
Ο ক) দুগ্ধ
Ο খ) চন্দ
Ο গ) বাঁশি
Ο ঘ) অবিধবা
 সঠিক উত্তর: (খ)

 ৬. ‘তৎসম’ শব্দগুলোর বৈশিষ্ট্য হলো -
i. গুরুগম্ভীর প্রকৃতির
ii. অবয়ব অপরিবর্তনীয়
iii. ব্যবহারিক অর্থে সহজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭. ‘দুদ্ধ’ হলো -
i. ‘দুধ’ - এর প্রাকৃত রূপ
ii. ‘দুধ’ - এর তৎসম রূপ
iii. ‘দুগ্ধ’ - এর প্রাকৃত রূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮. ‘তদ্ভব’ শব্দের অর্থ হলো -
Ο ক) শতম থেকে জন্ম নেয়া
Ο খ) সংস্কৃত থেকে জন্ম নেয়া
Ο গ) প্রাকৃত থেকে জন্ম নেয়া
Ο ঘ) অপভ্রংশ থেকে জন্ম নেয়া
 সঠিক উত্তর: (খ)

 ৯. ‘ঠাকুর’ শব্দটি সংস্কৃত ও প্রাকৃতে কী রূপ লাভ করে?
Ο ক) ঠক্কুর
Ο খ) ঠাক্কুর
Ο গ) ঠাকুর
Ο ঘ) টাগর
 সঠিক উত্তর: (ক)

 ১০. ‘রাত্রি’ শব্দটির বিকলাঙ্গ রূপ হচ্ছে -
Ο ক) রাত্তির
Ο খ) রাতি
Ο গ) রাত্র
Ο ঘ) রাত
 সঠিক উত্তর: (ক)

 ১১. কত রকম শব্দ মিলে বাংলা ভাষার শরীর গড়ে উঠেছে?
Ο ক) ২ রকম
Ο খ) ৩ রকম
Ο গ) ৪ রকম
Ο ঘ) ৫ রকম
 সঠিক উত্তর: (খ)

 ১২. বাংলা বাষায় কতটি শব্দ মৌলিক বা বাংলা শব্দ?
Ο ক) ৫২টি
Ο খ) ৪৪টি
Ο গ) ৯৬টি
Ο ঘ) ৯৮টি
 সঠিক উত্তর: (গ)

 ১৩. ‘দ্রাখমে’ - হলো -
Ο ক) একরকম মুদ্রা
Ο খ) একরকম নকশা
Ο গ) একরকম জাতি
Ο ঘ) একরকম পোশাক
 সঠিক উত্তর: (ক)

 ১৪. বাংলা ভাষায় শতকরা কতটি শব্দ তৎসম?
Ο ক) ৪২টি
Ο খ) ৪৪টি
Ο গ) ৪৬টি
Ο ঘ) ৫২টি
 সঠিক উত্তর: (খ)

 ১৫. ‘লাল নীল দীপাবলি’ গ্রন্থটির রচয়িতা কে?
Ο ক) শামসুর রাহমান
Ο খ) সৈয়দ শামসুল হক
Ο গ) হুমায়ুন আজাদ
Ο ঘ) শাহরিয়ার কবির
 সঠিক উত্তর: (গ)

 ১৬. প্রাকৃতে ‘মাছ’কে কী বলা হয়?
Ο ক) মচ্ছ
Ο খ) মছ্ব
Ο গ) মৎস
Ο ঘ) মৎস্য
 সঠিক উত্তর: (ক)

 ১৭. ‘লাল নীল দীপাবলি’ হুমায়ুন আজাদের কী ধরনের গ্রন্থ?
Ο ক) কাব্যগ্রন্থ
Ο খ) প্রবন্ধ গ্রন্থ
Ο গ) গল্পগ্রন্থ
Ο ঘ) উপন্যাস
 সঠিক উত্তর: (খ)

 ১৮. ‘মচ্ছ’ শব্দটির সাথে বৈসাদৃশ্যপূর্ণ শব্দ হলো -
i. চন্দ্র
ii. হত্থ
iii. ডিঙ্গি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৯. চাকর, চাকু, দারোগা - এ শব্দগুলো কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Ο ক) ওলন্দাজ
Ο খ) তুর্কি
Ο গ) পাঞ্জাবি
Ο ঘ) ফরাসি
 সঠিক উত্তর: (খ)

 ২০. ‘কুটুম’ শব্দটি সংস্কৃতে কোন রূপ ধারণ করে?
Ο ক) টুকুম
Ο খ) কুটুম্ব
Ο গ) ঘট
Ο ঘ) কট
 সঠিক উত্তর: (গ)

 ২১. ‘বাঙলা শব্দ’ প্রবন্ধে লেখক ‘তীর্থযাত্রী’ বলেছেন -
Ο ক) বাংলা ভাষার আগত শব্দভান্ডারকে
Ο খ) ভাষাতাত্ত্বিকগণকে
Ο গ) আর্যসম্প্রদায়কে
Ο ঘ) কবি-সাহিত্যিকগণকে
 সঠিক উত্তর: (ক)

 ২২. যেসব শব্দের সমন্বয়ে বাংলা ভাষার শরীর গড়ে উঠেছে -
i. তৎসম
ii. অর্ধতৎসম
iii. তদ্ভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩. তদ্ভব শব্দকে বাংলা ভাষার প্রাণ বলা হয়, কারণ -
i. বাংলা ভাষার সব শব্দই তদ্ভব শব্দ
ii. বাংলা ভাষার বেশির ভাগ শব্দই তদ্ভব শব্দ
iii. তদ্ভব ভাষা ছাড়া বাংলা ভাষা অসম্ভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৪. সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে কোনটি?
Ο ক) তৎসম শব্দ
Ο খ) অর্ধ-তৎসম শব্দ
Ο গ) তদ্ভব শব্দ
Ο ঘ) বিদেশি শব্দ
 সঠিক উত্তর: (গ)

 ২৫. ‘জ্বলো চিতাবাঘ’ হুমায়ুন আজাদের কী ধরনের গ্রন্থ?
Ο ক) উপন্যাস
Ο খ) গদ্যগ্রন্থ
Ο গ) কাব্যগ্রন্থ
Ο ঘ) গবেষণা গ্রন্থ
 সঠিক উত্তর: (গ)

 ২৬. ‘বাংলা ভাষার শরীর’ - দ্বারা লেখক বুঝিযেছেন -
i. ভাষার আঙ্গিক
ii. ভাষার সমৃদ্ধি
iii. ভাষার ব্যাকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৭. ‘বাঙলা শব্দ’ প্রবন্ধে শব্দভান্ডারের কয়টি ভাগ নিয়ে আলোচনা করা হয়েছে?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) দুটি
 সঠিক উত্তর: (খ)

 ২৮. সংস্কৃত ভাষার অপর নাম হলো -
Ο ক) প্রাচীন ভারতীয় আর্য ভাষা
Ο খ) মধ্য ভারতীয় আর্য ভাষা
Ο গ) নব্য ভারতীয় আর্য ভাষা
Ο ঘ) ইন্দো-ইউরোপীয় ভাষা
 সঠিক উত্তর: (ক)

 ২৯. প্রাকৃত শব্দের উদাহরণ হলো - i. মচ্ছ ii. বাঁশি iii. অবিহবা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩০. ‘সুড়ঙ্গ’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
Ο ক) সুড়িঙ্গম
Ο খ) সুরিংকস
Ο গ) সুরুংগস
Ο ঘ) সুহিংকস
 সঠিক উত্তর: (খ)

 ৩১. সংস্কৃত কিছু শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে প্রাকৃতে ঢুকে আর বদল না হয়েই বাংলায় প্রবেশ করে। তাদেরকে কী বলে?
Ο ক) তদ্ভব
Ο খ) সংস্কৃত
Ο গ) তৎসম
Ο ঘ) অর্ধতৎসম
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২. ‘সরঙ্গ/সুরুঙ্গ’ হলো ‘সুড়ঙ্গ’ এর -
i. সংস্কৃত রূপ
ii. প্রাকৃত রূপ
iii. আর্য রূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৩. রূপগত দিক থেকে ‘কৃষ্ণ’ শব্দটির সাথে সাদৃশ্য রয়েছে কোন শব্দটির?
Ο ক) বংশী
Ο খ) খল্ল
Ο গ) তিগির
Ο ঘ) দুদ্ধ
 সঠিক উত্তর: (ক)

 ৩৪. ‘মৎস্য’ কোন জাতীয় শব্দ?
Ο ক) সংস্কৃত
Ο খ) প্রাকৃত
Ο গ) তদ্ভব
Ο ঘ) অর্ধ-তৎসম
 সঠিক উত্তর: (ক)

 ৩৫. ‘পেট’ কোন ভাষার শব্দ?
Ο ক) তামিল
Ο খ) মলয়ালি
Ο গ) সংস্কৃত
Ο ঘ) গুজরাটি
 সঠিক উত্তর: (ক)

 ৩৬. ‘তিগির’ কোন ভাষার শব্দ?
Ο ক) তামিল
Ο খ) গ্রিক
Ο গ) তুর্কি
Ο ঘ) ফার্সি
 সঠিক উত্তর: (গ)

 ৩৭. নিচের কোন গুচ্ছ তদ্ভব শব্দ?
Ο ক) চন্দ্র, সূর্য, গ্রহ
Ο খ) আইন, আদালত, পুলিশ
Ο গ) চোখ, নাক, মাথা
Ο ঘ) লাল, নীল, সবুজ
 সঠিক উত্তর: (গ)

 ৩৮. ‘খাল’ শব্দটি তামিল ভাষার কোন শব্দ থেকে এসেছে?
Ο ক) খল্প
Ο খ) কল্প
Ο গ) কাল
Ο ঘ) খল
 সঠিক উত্তর: (গ)

 ৩৯. হুমায়ুন আজাদের লিখিত গ্রন্থ -
i. বাক্যতত্ত্ব
ii. বাংলা সাহিত্যের কথা
iii. কাফনে মোড়া অশ্রুবিন্দু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪০. ‘সসহর’ ও ‘রএণি’ শব্দগুলো হলো -
Ο ক) সংস্কৃত শব্দ
Ο খ) প্রাকৃত শব্দ
Ο গ) অর্ধ-তৎসম শব্দ
Ο ঘ) পুরনো বাংলা শব্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১. হুমায়ুন আজাদের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ কোনটি?
Ο ক) যাদুকরের মৃত্যু
Ο খ) প্রাগৈতিহাসিক
Ο গ) সরীসৃপ
Ο ঘ) তারিণী মাঝি
 সঠিক উত্তর: (ক)

 ৪২. মার্জিত পরিবেশে কোন শব্দ ব্যবহার করা হয় না?
Ο ক) তৎসম শব্দ
Ο খ) অর্ধ-তৎসম শব্দ
Ο গ) তদ্ভব শব্দ
Ο ঘ) বিদেশি শব্দ
 সঠিক উত্তর: (খ)

 ৪৩. ‘সুড়ঙ্গ’ শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে?
Ο ক) তামিল
Ο খ) ফরাসি
Ο গ) গ্রিক
Ο ঘ) ফারসি
 সঠিক উত্তর: (গ)

 ৪৪. বাংলা শব্দের সঠিক বিবর্তন কোনটি?
Ο ক) সংস্কৃত > প্রাকৃত > বাংলা
Ο খ) প্রাকৃত > সংস্কৃত > বাংলা
Ο গ) সংস্কৃত > বাংলা > প্রাকৃত
Ο ঘ) বাংলা > প্রাকৃত
 সঠিক উত্তর: (ক)

 ৪৫. ‘কেষ্ট’ ও ‘রঙিন’ এ শব্দ দুটোকে বিকলাঙ্গ বলা হয় কেন?
Ο ক) এ দুটো সংস্কৃত শব্দ
Ο খ) এ দুটো প্রাকৃতের অবিকশিত রূপ
Ο গ) এ দুটো তদ্ভব শব্দ বলে
Ο ঘ) এ দুটোর উৎস অজ্ঞাত বলে
 সঠিক উত্তর: (খ)

 ৪৬. ‘ডাঙ্গা’ শব্দটির সাথে বৈাসদৃশ্য রয়েছে কোন শব্দটির
Ο ক) ঝোল
Ο খ) ঢোল
Ο গ) ঢেঁকি
Ο ঘ) খিদে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭. ‘ঠক্কুর’ হলো ‘ঠাকুর’ - এর -
i. সংস্কৃত রূপ
ii. বিকৃত রূপ
iii. প্রাকৃত রূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৮. বাংলা শব্দ সৃষ্টির সঠিক বিবর্তন হলো -
Ο ক) সংস্কৃত > প্রাকৃত > বাংলা
Ο খ) সতম > সংস্কৃত > বাংলা
Ο গ) সংস্কৃত > সমত > বাংলা
Ο ঘ) প্রাকৃত > সংস্কৃত > বাংলা
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. কোনটি হুমায়ুন আজাদ - এর গল্পগ্রন্থ?
Ο ক) যাদুকরের মত্যু
Ο খ) অনুঢ়া পূর্ণিমা
Ο গ) সব কিছু ভেঙে পড়ে
Ο ঘ) অলৌকিক ইস্টিমার
 সঠিক উত্তর: (ক)

 ৫০. হুমায়ুন আজাদ কোন বিভাগে অধ্যাপনা করেন?
Ο ক) ইংরেজি
Ο খ) ইতিহাস
Ο গ) বাংলা
Ο ঘ) দর্শন
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post