এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১২: গদ্য - সাহিত্যের রূপ ও রীতি (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১২: গদ্য - সাহিত্যের রূপ ও রীতি (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. সফোক্লিসের ‘ইডিপাস’ পড়ে সিঁথির মাঝে এক ধরনের ভালো লাগা সৃষ্টি হলো কিন্তু তখন সে হাসতে পারছিল না বরং তার চোখে হালকা অশ্রুর আভাস পাচ্ছিল। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে ইডিপাসকে সাহিত্যের কোন রূপ বলা যায়?
Ο ক) ভক্তিমূলক গীতিকাব্য
Ο খ) ট্র্যাজেডি
Ο গ) প্রহসন
Ο ঘ) দর্শনাশ্রয়ী কবিতা
 সঠিক উত্তর: (খ)

 ২. ‘নাহি তত্ত্ব নাহি উপদেশ’ - এর পরের চরণ কোনটি?
Ο ক) নাহি বর্ণনার ছটা
Ο খ) প্রত্যহ যেতেছে ভাসি
Ο গ) অন্তরে অতৃপ্তি রবে
Ο ঘ) শেষ হয়ে হইল না শেষ
 সঠিক উত্তর: (গ)

 ৩. একই সঙ্গে নাট্যকার ও অভিনেতা ছিলেন -
Ο ক) দীনবন্ধু মিত্র
Ο খ) গিরিশচন্দ্র ঘোষ
Ο গ) মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
 সঠিক উত্তর: (খ)

 ৪. বঙ্কিমচন্দ্রের প্রধান সৃষ্টিকর্ম নয় -
i. গান
ii. কবিতা
iii. উপন্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫. “বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাতার উদ্দেশ্য সেই কাব্যই গীতিকাব্য।” - উক্তিটি কার?
Ο ক) রবীন্দ্রনাথের
Ο খ) বঙ্কিমচন্দ্রের
Ο গ) শরৎচন্দ্রের
Ο ঘ) মাইকেল মধুসূদন দত্তের
 সঠিক উত্তর: (খ)

 ৬. যেগুলোর সমন্বয়ে উপন্যাসের প্লট বা আখ্যানভাগ তৈরি হয়ে ওঠে -
i. গল্প
ii. চরিত্র
iii. সংলাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭. বাংলা নাটকের যুগন্ধর পুরুষ কে?
Ο ক) দীনবন্ধু মিত্র
Ο খ) মাইকেল মধুসূদন দত্ত
Ο গ) গিরিশচন্দ্র ঘোষ
Ο ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
 সঠিক উত্তর: (গ)

 ৮. ‘কপালকুন্ডলা’ উপন্যাসের নামকরণ করা হয়েছে -
i. নায়িকার নামানুসারে
ii. নায়িকার ভাগ্যের পরিণতি অনুসারে
iii. বিষয়বস্তু অনুসারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯. কোন বাঙালি ঔপন্যাসিক রচিত উপন্যাস এখন পর্যন্ত সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয়?
Ο ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ο খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ο ঘ) হুমায়ুন আহমেদ
 সঠিক উত্তর: (গ)

 ১০. সংস্কৃত আলঙ্কারিকদের মতে কাব্য কয় ধরনের?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ক)

 ১১. হায়াৎ মামুদ কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) হুগলী জেলার মৌড়া গ্রামে
Ο খ) কলকাতায়
Ο গ) ফেনী জেলার মজুপুর গ্রামে
Ο ঘ) পশ্চিম বঙ্গের মালদলে
 সঠিক উত্তর: (ক)

 ১২. কোন চরিত্রটি পৌরাণিক?
Ο ক) শূর্পণখা
Ο খ) শেক্সপীয়ার
Ο গ) শাজাহান
Ο ঘ) শ্রীশচন্দ্র দাস
 সঠিক উত্তর: (ক)

 ১৩. কোন কাব্যে যুদ্ধ বিগ্রহের চিত্র ফুটে ওঠে?
Ο ক) গীতি
Ο খ) শোকগাথায়
Ο গ) মহাকাব্যে
Ο ঘ) ভক্তিমূলক কবিতায়
 সঠিক উত্তর: (গ)

 ১৪. বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন কোনটি?
Ο ক) চর্যাপদ
Ο খ) রামায়ণ
Ο গ) মহাভারত
Ο ঘ) বৈষ্ণব কবিতাবলি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫. সাহিত্যের সকল শাখার ভিতরে কোনটি সরাসরি সমাজকে ও পাঠকগোষ্ঠীকে প্রভাবিত করতে সক্ষম হয়?
Ο ক) কবিতা
Ο খ) উপন্যাস
Ο গ) গল্প
Ο ঘ) নাটক
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬. ‘চন্দ্রশেখর’ নাটকটির রচয়িতা কে?
Ο ক) দ্বিজেন্দ্রলাল রায়
Ο খ) গিরিশচন্দ্র ঘোষ
Ο গ) ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ
Ο ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭. ছোটগল্পের বহু ঘটনা সমাবেশ বা বহু পাত্র-পাত্রীর ভিড় সম্ভবপর নয় কেন?
Ο ক) আরম্ভ নাটকীয় বলে
Ο খ) উপসংহার নাটকীয় বলে
Ο গ) আকারে ছোট বলে
Ο ঘ) বর্ণনা কম বলে
 সঠিক উত্তর: (গ)

 ১৮. পাঠক সমাজে উপন্যাস জনপ্রিয়তার শীর্ষে কেন?
Ο ক) গদ্যসাহিত্য
Ο খ) কাব্যসাহিত্য
Ο গ) উপন্যাস
Ο ঘ) ছোটগল্প
 সঠিক উত্তর: (খ)

 ১৯. মঙ্গলকাব্যে গল্প বা কাহিনীই প্রাধান্য পেলেও তা কাব্য কেন?
Ο ক) ছন্দের কারণে
Ο খ) উপমার কারণে
Ο গ) অলঙ্কারের কারণে
Ο ঘ) ভাবের কারণে
 সঠিক উত্তর: (ক)

 ২০. হায়াৎ মামুদ - এর পিতার নাম কী?
Ο ক) ডা. এ.টি.এ.এম. মোয়াজ্জেম
Ο খ) মুহম্মদ শমসের আলী
Ο গ) কলিম উদ্দীন
Ο ঘ) সৈয়দ আব্দুল আলী
 সঠিক উত্তর: (খ) 

 ২১. নাটককে প্রধানত কোন কাব্যের পর্যায়ভুক্ত ভাবা হয়?
Ο ক) দৃশ্যকাব্য
Ο খ) শ্রব্যকাব্য
Ο গ) গীতিকাব্য
Ο ঘ) মহাকাব্য
 সঠিক উত্তর: (ক)

 ২২. বৈষ্ণব কবিতাবলি কোন যুগের নিদর্শন?
Ο ক) প্রাচীন যুগের
Ο খ) অন্ধকার যুগের
Ο গ) ঐতিহাসিক যুগের
Ο ঘ) আধুনিক যুগের
 সঠিক উত্তর: (গ)

 ২৩. ‘যা নেই ভারতে তা নেই ভারতে’ - মন্তব্যটি কোনটি সম্পর্কে?
Ο ক) গীতিকবিতা
Ο খ) ছোটগল্প
Ο গ) মহাকাব্য
Ο ঘ) কাহিনীকাব্য
 সঠিক উত্তর: (গ)

 ২৪. শিমুল সাহেব উপন্যাস রচনা করতে চান। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে তাকে কোন ভাষা ব্যবহার করতে হবে?
Ο ক) গদ্য ভাষা
Ο খ) কাব্যিক ভাষা
Ο গ) ছন্দের ভাষা
Ο ঘ) কবিতার ভাষা
 সঠিক উত্তর: (ক)

 ২৫. ‘গল্পপাঠ শেষ করেও পাঠক কাহিনীর সমাপ্তি খুঁজে’ বক্তব্যটি ধারণ করে যে পঙক্তি -
i. ঘটনার ঘনঘটা
ii. শেষ হয়ে হইল না শেষ
iii. অন্তরে অতৃপ্তি রবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৬. পল্লির ভাব কল্পনা লক্ষ করা যায় যে কবির মধ্যে -
Ο ক) জসীমউদদীন
Ο খ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο গ) শামসুর রাহমান
Ο ঘ) নির্মলেন্দু গুন
 সঠিক উত্তর: (ক)

 ২৭. হায়াৎ মামুদের মাতার নাম কী?
Ο ক) আয়েশা বেগম
Ο খ) আমিনা বেগম
Ο গ) আয়েশা খাতুন
Ο ঘ) আমিনা খাতুন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮. ‘নকশীকাঁথার মাঠ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Ο ক) নজরুল ইসলাম
Ο খ) জসীমউদদীন
Ο গ) জীবনানন্দ দাশ
Ο ঘ) সৈয়দ শামসুল হক
 সঠিক উত্তর: (খ)

 ২৯. যাদের জন্য ছোটগল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নয় -
i. যারা কোথায় আরম্ভ করতে হয় তা জানে না
ii. যারা কোথায় সমাপ্তির রেখা টানতে হয় তা জানে না
iii. যাদের শিল্পদৃষ্টি নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০. ‘স্বগত সংলাপ’ গ্রন্থটির রচয়িতা কে?
Ο ক) হায়াৎ মামুদ
Ο খ) শেখ আজিজুল হক
Ο গ) মাইকেল মধুসুদন দত্ত
Ο ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
 সঠিক উত্তর: (ক)

 ৩১. কো নাট্যকার বাংলা নাটকের মোড় নানাদিকে ঘুড়িয়ে দিয়েছেন?
Ο ক) মাইকেল মধুসূদন দত্ত
Ο খ) দীনবন্ধু মিত্র
Ο গ) অমৃতলাল বসু
Ο ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২. পৌরাণিক কাহিনী ‘রামায়ণ’ এর মূল বিষয় কী?
Ο ক) সীতার বনবাস জীবন
Ο খ) শূর্পণখার সম্মান রক্ষার চেষ্টা
Ο গ) রাম ও রাবণের মধ্যে যুদ্ধ
Ο ঘ) রামের প্রতি লক্ষণের ভালোবাসা
 সঠিক উত্তর: (গ)

 ৩৩. বেল লেতর শব্দটি কোন ভাষার?
Ο ক) ল্যাটিন
Ο খ) গ্রিক
Ο গ) পর্তুগিজ
Ο ঘ) ফরাসি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪. গীতিকবিতা সাধারণত যে ধরনের হয়ে থাকে -
i. ভক্তিমূলক
ii. প্রেমমূলক
iii. স্বদেশপ্রীতিমূলক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) প৭াচ
Ο ঘ) ছয়
 সঠিক উত্তর: (ক)

 ৩৬. বঙ্কিমচন্দ্রের সমকালে ইতিহাস আশ্রিত উপন্যাসে আর কে রচনা করেছিল?
Ο ক) রমেশচন্দ্র দত্ত
Ο খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ο গ) সমরেশ বসু
Ο ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
 সঠিক উত্তর: (ক)

 ৩৭. বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবারি প্রতিষ্ঠান কোনটি?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
Ο গ) পাবলিক লিমিটেড কোম্পানি
Ο ঘ) সমবায় সংগঠন
 সঠিক উত্তর: (ক)

 ৩৮. কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে হায়াৎ মামুদ অবসর গ্রহণ করেন?
Ο ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
Ο খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Ο গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
Ο ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
 সঠিক উত্তর: (খ)

 ৩৯. মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানর উদাহরন কোনটি?
Ο ক) বিদ্যালয়
Ο খ) হাসপাতাল
Ο গ) দর্জির দোকান
Ο ঘ) বাংলাদেশ রেলওয়ে
 সঠিক উত্তর: (গ)

 ৪০. ‘অরূপরতন’ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের রচনা?
Ο ক) কবিতা
Ο খ) প্রবন্ধ
Ο গ) নাটক
Ο ঘ) উপন্যাস
 সঠিক উত্তর: (গ)

 ৪১. কোন দ্বীপকে লঙ্কা দ্বীপ বলা হয়?
Ο ক) সুমাত্রা
Ο খ) সিংহল
Ο গ) মালয়
Ο ঘ) দারুচিনি
 সঠিক উত্তর: (খ)

 ৪২. নাটক সাধারণত কয় অঙ্কে বিভক্ত থাকে?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
 সঠিক উত্তর: (গ)

 ৪৩. ‘কিশোর বাংলা অভিযান’ গ্রন্থের লেখক কে?
Ο ক) আনিসুজ্জামান
Ο খ) হায়াৎ মামুদ
Ο গ) হুমায়ুন আজাদ
Ο ঘ) কবীর চৌধুরী
 সঠিক উত্তর: (খ)

 ৪৪. নাটককে দৃশ্যকাব্য বলা হয় কেন?
Ο ক) নাটকে রস উপলব্ধির বিষয়টি জড়িত বলে
Ο খ) সমাজজীবনের দর্পন তাই
Ο গ) মানবজীবনের চিত্রণ
Ο ঘ) নাটক দেখা হয় বলে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫. পারিবারিক অর্থায়নে উপযুক্ত ব্যবহার প্রয়োজন কেন?
Ο ক) তহবিল সীমাবদ্ধ বলে
Ο খ) তহবিল অসীম বলে
Ο গ) সঞ্চয় অপরিহার্জ বলে
Ο ঘ) ঋণ গ্রহণ কঠিন বলে
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. এরিস্টটলের বক্তব্য মতে কমেডির বৈশিষ্ট্য -
i. এটি কাউকে পীড়ন করে না
ii. ব্যাথা দেয় না
iii. এটি হাস্যরস সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭. হায়াৎ মামুদ খ্যাতি লাভ করেন -
Ο ক) কবিতা ও প্রবন্ধে
Ο খ) গবেষণা ও প্রবন্ধে
Ο গ) নাটক ও প্রবন্ধে
Ο ঘ) গবেষণা ও কবিতায়
 সঠিক উত্তর: (খ)

 ৪৮. প্রাচীন ও মধ্যযুগে যে কারণে উপন্যাস রচিত হয়নি -
i. তখন গদ্যভাষা প্রচলিত ছিল না
ii. তখন কাহিনীধর্মী রচনা রচিত হতো না
iii. সকল সাহিত্যই তখন পদ্যভাষায় লেখা হত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৯. মাইকেল মধুসূদন তার কোন রচনায় মহাকাব্যের চূড়ান্ত রূপ প্রকাশ করেন?
Ο ক) তিলোত্তমাসম্ভব কাব্য
Ο খ) ব্রজাঙ্গনা কাব্য
Ο গ) মেঘনাদবধ কাব্য
Ο ঘ) বীরাঙ্গনা কাব্য
 সঠিক উত্তর: (গ)

 ৫০. হায়াৎ মামুদ ঢাকার কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন?
Ο ক) ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল
Ο খ) মেদিনীপুর জেলা স্কুল
Ο গ) ঢাকা কলেজিয়েট স্কুর
Ο ঘ) ভোলাহাট রামেশ্বরী ইনস্টিটিউশন
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post