এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১১: গদ্য - মমতাদি (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১১: গদ্য - মমতাদি (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ‘মমতাদি’ গল্পে লেখক মমতাদির গেটের কাছে পাকড়াও করেছিলেন মমতাদিকে -
Ο ক) বাগান দেখানোর জন্য
Ο খ) বাড়ি দেখানোর জন্য
Ο গ) রান্নাঘর দেখানোর জন্য
Ο ঘ) পোষা পাখি দেখানোর জন্য
 সঠিক উত্তর: (গ)

 ২. মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল?
Ο ক) ১০ টাকা
Ο খ) ১২ টাকা
Ο গ) ১৫ টাকা
Ο ঘ) ১৮ টাকা
 সঠিক উত্তর: (গ)

 ৩. মানিক বন্দ্যোপাধ্যায় মোট কতটি উপন্যাস রচনা করেন?
Ο ক) বিশটি
Ο খ) পঁচিশটি
Ο গ) চল্লিশটিরও বেশি
Ο ঘ) পঞ্চাশটিরও অধিক
 সঠিক উত্তর: (ঘ)

 ৪. মমতাদির সঙ্গে কথা বলার জন্য ছটফট করছে কে?
Ο ক) বাড়ির বড়কর্তা
Ο খ) বাড়ির মেঝকর্তা
Ο গ) বাড়ির সেজকর্তা
Ο ঘ) বাড়ির ছোটকর্তা
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. মমতাদির শাড়ির পাড়টি কেমন ছিল?
Ο ক) বিবর্ণ সবুজ
Ο খ) বিবর্ণ নীল
Ο গ) বিবর্ণ হলুদ
Ο ঘ) বিবর্ণ লাল
 সঠিক উত্তর: (ঘ)

 ৬. ‘কাজগুলিকে সে আপনার করে নিল’ - এ চিত্রকল্পে মমতাদি চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
Ο ক) স্বল্পভাষ স্বভাব
Ο খ) কাজের প্রতি মনোযোগ
Ο গ) কাজের প্রতি আন্তরিকতা
Ο ঘ) কাজ নিয়ে মাতামাতি
 সঠিক উত্তর: (গ)

 ৭. ‘পরনে সেলাই করা ময়লা শাড়ি’ - মমতার এই বসনের সাথে সংগতি রয়েছে -
i. দরিদ্রতার
ii. অভাবের
iii. রুচিহীনতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮. ‘বেশি আস্কারা দিও না, জ্বালিয়ে মারবে।’ এখানে আস্কারার সাথে সাদৃশ্যপূর্ণ হলো -
i. স্নেহ
ii. প্রশ্রয়
iii. তিরস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯. মমতাদির ট্রাঙ্ক দুটির একটি রং চটে গেছে আর একটির -
Ο ক) ডালা ভাঙ্গা
Ο খ) কোণা ভাঙ্গা
Ο গ) তালা ভাঙ্গা
Ο ঘ) হুক ভাঙ্গা
 সঠিক উত্তর: (গ)

 ১০. ‘রাঁধুনী’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
Ο ক) সমাস
Ο খ) প্রত্যয়
Ο গ) উপসর্গ
Ο ঘ) সন্ধি
 সঠিক উত্তর: (খ)

 ১১. ‘অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না’ - মমতাদিকে একথা বলার কারন হলো -
i. মমতাদি কাজে কর্মে নিপুণ
ii. মমতাদির অসৎ উদ্দেশ্য নেই
iii. মমতাদির মধ্যে শৃঙ্খলা রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১২. মমতাদি ঘরে ব্যস্ত হয়ে ঢুকে কী করল?
Ο ক) ছেলেটির গায়ে হাত দিল
Ο খ) ছেলেটির মাথায় হাত দিল
Ο গ) ছেলেটির পায়ে হাত দিল
Ο ঘ) ছেলেটির পিঠে হাত দিল
 সঠিক উত্তর: (ক)

 ১৩. খোকাকে মমতাদির আপ্যায়ন ছিল -
Ο ক) গরিবি প্রকাশ
Ο খ) কৃতজ্ঞতার প্রকাশ
Ο গ) যথাসামর্থ্য আপ্যায়ন
Ο ঘ) আপ্যায়ন ছিল না
 সঠিক উত্তর: (গ)

 ১৪. মমতাদি কেন আবশ্যক জোর দিয়ে নিজেকে রাঁধুনী বলেছিলেন?
Ο ক) লজ্জা ঢাকতে
Ο খ) কাজের সুবিধার্থে
Ο গ) আত্মসম্মান ঢাকতে
Ο ঘ) রান্না করবে তাই
 সঠিক উত্তর: (গ)

 ১৫. ‘তার গালে চড় মারার অধিকার একজন মানুষের আঠারো আনা আছে।’ এ বাক্যটি আমাদেরকে মনে করিয়ে দেয় -
i. স্বামীত্বের দাম্ভিকতা
ii. অধিকারের যথাযথ ব্যবহার
iii. নির্যাতনের নিষ্ঠুরতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৬. ছেলেটির বাড়িতে মমতাদির কততম চাকরি ছিল?
Ο ক) চতুর্থ
Ο খ) তৃতীয়
Ο গ) দ্বিতীয়
Ο ঘ) প্রথম
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭. খোকা শীতের সকালের রোদে বসে কী করছিল?
Ο ক) ফুলকপি কুটছিল
Ο খ) স্কুলের পড়া করছিল
Ο গ) দাবা খেলছিল
Ο ঘ) ছবি আঁকছিল
 সঠিক উত্তর: (খ)

 ১৮. খোকা মমতাদিকে কী দেখাতে চেয়েছিল?
Ο ক) বাড়ি
Ο খ) বাগান বাড়ি
Ο গ) রান্নাঘর
Ο ঘ) খোকার শোবার ঘর
 সঠিক উত্তর: (গ)

 ১৯. বিক্রমপুর অঞ্চলটি কোন জেলায় অবস্থিত?
Ο ক) নারায়ণগঞ্জ
Ο খ) মুন্সিগঞ্জ
Ο গ) মানিকগঞ্জ
Ο ঘ) নরসিংদি
 সঠিক উত্তর: (খ)

 ২০. ‘মমতাদি’ গল্পে লেখক কী করতে ব্যস্ত হয়ে উঠেছিলেন?
Ο ক) মা’র সাথে গল্প করতে
Ο খ) মমতাদির সাথে ভাব করতে
Ο গ) মমতাদির কথা বলতে
Ο ঘ) মমতাদির বাড়ি যেতে
 সঠিক উত্তর: (খ)

 ২১. শোবার ঘরকে অন্য ঘরের চেয়ে মান দেওয়া হয়েছে কেন?
Ο ক) সাথে রান্নাঘর আছে বলে
Ο খ) এক শিট আয়রনের ছাদ বলে
Ο গ) ঘরে দুটি জানালা আছে বলে
Ο ঘ) ঘরটি অনেক চওড়া বলে
 সঠিক উত্তর: (গ)

 ২২. মমতাদিকে সবাই ভালোবাসত -
i. সে কাজকর্মে দক্ষ
ii. সে অসহায় মেয়ে
iii. সে মমতাময়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৩. মমতাদি কত নম্বর বাড়িতে থাকে?
Ο ক) সতেরো নম্বর
Ο খ) একুশ নম্বর
Ο গ) সাতাশ নম্বর
Ο ঘ) সাঁইত্রিশ নম্বর
 সঠিক উত্তর: (গ)

 ২৪. ‘তুমি রাঁধুনী?’ প্রশ্নটি কার?
Ο ক) মায়ের
Ο খ) ছেলেটির
Ο গ) স্বামীর
Ο ঘ) ছোটকর্তার
 সঠিক উত্তর: (ক)

 ২৫. “হঠাৎ সে তরকারী নামাতে ভারি ব্যস্ত হয়ে পড়ল” - কে?
Ο ক) দুর্গা
Ο খ) সর্বজয়া
Ο গ) মমতাদি
Ο ঘ) লক্ষ্মী বউটি
 সঠিক উত্তর: (গ)

 ২৬. ‘পরদিন থেকে সে আর আসত না।’ - কথাটিতে ফুটে উঠেছে -
i. মমতাদির অহংকার
ii. মমতাদির আত্মসম্মান
iii. মমতাদির সাহস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৭. ‘মমতাদি’ কেমন ঘরের নারী?
Ο ক) বনেদি ঘরের
Ο খ) মর্যাদাসম্পন্ন ঘরের
Ο গ) বামুন ঘরের
Ο ঘ) বস্তিঘরের
 সঠিক উত্তর: (খ)

 ২৮. মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসটি রচনা করেন?
Ο ক) ১৯ বছর
Ο খ) ২০ বছর
Ο গ) ২১ বছর
Ο ঘ) ২২ বছর
 সঠিক উত্তর: (গ)

 ২৯. মমতাদি অপরের বাড়িতে কাজ নেয় -
i. সংসারে অভাব বলে
ii. স্বামীর চাকরি নেই বলে
iii. বাড়তি রোজগারের আশায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩০. ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘পদ্মানদীর মাঝি’ গ্রন্থ দুটির মধ্যে সাদৃশ্য রয়েছে -
i. লেখকের
ii. প্রেক্ষাপটের
iii. আঙ্গিকের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩১. মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী?
Ο ক) প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়
Ο খ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
Ο গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
Ο ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
 সঠিক উত্তর: (খ)

 ৩২. বাড়ির কুটুমরা কী নিয়ে এসেছিল?
Ο ক) রসগোল্লা আর চমচম
Ο খ) রসগোল্রা আর সন্দেশ
Ο গ) রসগোল্লা আর লাড্ডু
Ο ঘ) রসগোল্রা আর সরভাজা
 সঠিক উত্তর: (খ)

 ৩৩. লেখকদের বাড়িতে কে একগাদা রসগোল্লা আর সন্দেশ নিয়ে এসেছিল?
Ο ক) মমতাদি
Ο খ) কুটুম
Ο গ) অবনী
Ο ঘ) মমতাদির স্বামী
 সঠিক উত্তর: (খ)

 ৩৪. বেলা কয়টা পর্যন্ত মমতাদির একটা কাশির শব্দও শোনা গেল না?
Ο ক) সাড়ে নয়টা পর্যন্ত
Ο খ) সাড়ে দশটা পর্যন্ত
Ο গ) সাড়ে এগারোটা পর্যন্ত
Ο ঘ) সাড়ে বারটা পর্যন্ত
 সঠিক উত্তর: (খ)

 ৩৫. মর্যাদাসম্পন্ন ঘরের নারী হয়েও অন্যের বাড়িতে কাজ নিতে বের হওয়াকে ‘মমতাদি’ গল্পে কোন উপমা দ্বারা প্রকাশ করা হয়েছে?
Ο ক) পর্দা ঠেলে বাইরে বের হওয়া
Ο খ) চমকে মুখ লাল হওয়া
Ο গ) নিঃসংকোচ আবেদন
Ο ঘ) এই তার প্রথম চাকরি
 সঠিক উত্তর: (ক)

 ৩৬. ‘ভাবিস না, তোকে খুব ভালোবাসবে’ - এ কথা বলার কারণ হলো -
Ο ক) মমতাদি ছেলেটিকে ভালোবাসবে
Ο খ) ছেলেটির সকল উৎকন্ঠা দূর হবে
Ο গ) ছেলেটির অসহায় হয়ে তাকাবে না
Ο ঘ) ছেলেটি মাকে প্রশ্ন করা বন্ধ করবে
 সঠিক উত্তর: (খ)

 ৩৭. স্বামীর চাকরি হওয়ার পরও মমতাদি চাকরি ছেড়ে চলে গেল না কেন?
Ο ক) বেশি টাকার লোভে
Ο খ) স্নেহ-মায়ার বন্ধন অটুট রাখতে
Ο গ) স্বামীর আদেশ পালনের জন্য
Ο ঘ) খোকাকে দেখাশুনার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. ‘কোনো দ্বিধা দ্বন্ধ ছাড়াই অনিন তার বাবার বন্ধুর কাছে একশ টাকা চেয়ে বসল।’ - এ পঙক্তির সাথে সাদৃশ্য রয়েছে মমতাদির -
Ο ক) নিঃসঙ্কোচ আবেদনের
Ο খ) মায়না আবদারের
Ο গ) কর্মদক্ষতার
Ο ঘ) স্নেহপরায়ণতার
 সঠিক উত্তর: (ক)

 ৩৯. জীবনময় লেনের মান যমালয়ের পথ ভাবার কারণ কী?
Ο ক) খুব দূরুহ পথ বলে
Ο খ) খুব নোংরা পথ বলে
Ο গ) এপথে বিপদ আছে বলে
Ο ঘ) পথে অন্ধকার আছে বলে
 সঠিক উত্তর: (খ)

 ৪০. রান্নাঘরের চটগুলি কীসের ধোঁয়ায় কয়লার বর্ণ পেয়েছে?
Ο ক) খড়ির ধোঁয়ায়
Ο খ) ঘুটের ধোঁয়ায়
Ο গ) তুষের ধোঁয়ায়
Ο ঘ) কয়লার ধোঁয়ায়
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১. মমতাদির গালে চড়ের দাগ প্রমাণ কার স্বামীর সংসারে সে ছিল -
i. নির্যাতিতা
ii. লাঞ্ছিতা
iii. মহীয়সী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪২. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘সরীসৃপ’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
Ο ক) ১৯৩৬
Ο খ) ১৯৩৭
Ο গ) ১৯৩৮
Ο ঘ) ১৯৩৯
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩. ‘মমতাদি’ গল্পের সহানুভূতিশীল মানুষ হলো - i. মমতাদি ii. মা iii. খোকা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪. ‘বামুনদি’ শব্দের পরিপূর্ণ রূপ কী?
Ο ক) বামুনের দিদি
Ο খ) ব্রাহ্মণ দিদি
Ο গ) বামুন বৌদি
Ο ঘ) ব্রাহ্মণ বৌদি
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি কোন গ্রামে?
Ο ক) মালবদিয়া
Ο খ) মাধবনগর
Ο গ) মানিকনগর
Ο ঘ) গাঁওদিয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬. ‘সীমান্ত’ শব্দটি ‘মমতাদি’ গল্পে কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) শির
Ο খ) সিন্ধুর
Ο গ) সিঁথি
Ο ঘ) সীমানা
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. মমতাদির স্বামীর কত মাস চাকরি নেই?
Ο ক) তিন মাস
Ο খ) চার মাস
Ο গ) পাঁচ মাস
Ο ঘ) ছয় মাস
 সঠিক উত্তর: (খ)

 ৪৮. মমতাদি খোকাকে কমলালেবু ছাড়া কিছুই খেতে দেয়নি কারণ -
i. ঘরে মুড়ি ছাড়া আর কিছু ছিল না
ii. দোকানে সব অখাদ্য
iii. কমলাই ছিল সামর্থ্যের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৯. ‘মমতাদি’ গল্পে কে রান্না ছাড়া ছোট ছোট কাজও করবে?
Ο ক) রাঁধুনি
Ο খ) বামুনদি
Ο গ) মমতাদি
Ο ঘ) বামুন ঠাকুর
 সঠিক উত্তর: (গ)

 ৫০. মমতাদিকে দেখে কে নিজেদের বাড়ির একজন মনে করে?
Ο ক) ছেলেটির মা
Ο খ) ছেলেটি নিজে
Ο গ) বাড়ির মানুষ
Ο ঘ) পাড়ার লোক
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post