ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১০: গদ্য - শিক্ষা ও মনুষ্যত্ব (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কী করলে সুফল পাওয়া যাবে না?
Ο ক) অন্নবস্ত্রের সমস্যাকে বড় করে তুললে
Ο খ) মনুষ্যত্ববোধে জাগ্রত হলে
Ο গ) শিক্ষার অপ্রয়োজনীয় দিকগুলোর চর্চা করলে
Ο ঘ) মানবসত্তার ঘরে বাস করলে
সঠিক উত্তর: (ক)
২. লোভের ফলে মানুষের -
i. দৈহিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়
ii. আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে ফতুর হয়
iii. আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে জীবন পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে ব্যবহৃত ‘দানাপানি’ শব্দটির গঠন হিসেবে নিচের কোনটি সমর্থন করা যায়?
Ο ক) সন্ধি
Ο খ) উপসর্গ
Ο গ) সমাস
Ο ঘ) প্রত্যয়
সঠিক উত্তর: (গ)
৪. আল কুরআনে কোনটিকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে?
Ο ক) হিংসা করাকে
Ο খ) গিবত করাকে
Ο গ) প্রতারণা করাকে
Ο ঘ) সুদ খাওয়াকে
সঠিক উত্তর: (খ)
৫. মোতাহের হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৯৫৫
Ο খ) ১৯৫৬
Ο গ) ১৯৫৭
Ο ঘ) ১৯৫৮
সঠিক উত্তর: (খ)
৬. ‘অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে’ - এখানে ‘সে’ বলতে বোঝানো হয়েছে -
Ο ক) যার শিক্ষার অভাব
Ο খ) যার মূল্যবোধের অভাব
Ο গ) যার আত্মিক মৃত্যু ঘটে
Ο ঘ) যিনি মৃত্যুবরণ করেছেন
সঠিক উত্তর: (গ)
৭. মোতাহের হোসেন চৌধুরী কোন বিষয়ে এম.এ. পাশ করেন?
Ο ক) বাংলা
Ο খ) ইংরেজি
Ο গ) দর্শন
Ο ঘ) মনোবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
৮. ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না তার কাছে শিক্ষা কী?
Ο ক) অন্তরের ব্যাপার
Ο খ) নিচের ব্যাপার
Ο গ) মনুষ্যত্ববোধের ব্যাপার
Ο ঘ) বাইরের ব্যাপার
সঠিক উত্তর: (ঘ)
৯. মনুষ্যত্ব লাভ করার উপায় -
i. শিক্ষা গ্রহণ
ii. লেফাফাদুরস্তি
iii. অন্নবস্ত্রের সমাধান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০. মানুষ নিজের জীবনকে আলোকিত করে তুলতে পারে -
Ο ক) জৈবিক চাহিদা পূরণ করে
Ο খ) ইন্দ্রিয় ভোগের মাধ্যমে
Ο গ) মুক্তবুদ্ধির চর্চা ও স্বাধীন চিন্তার দ্বারা
Ο ঘ) মানবিক চাহিদা পূরণ করে
সঠিক উত্তর: (গ)
১১. চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা, যেখানে নেই সেখানে -
Ο ক) শান্তি নেই
Ο খ) মুক্তি নেই
Ο গ) মনুষ্যত্ব নেই
Ο ঘ) শিক্ষা নেই
সঠিক উত্তর: (খ)
১২. ‘হামেশা’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) সর্বাধিক
Ο খ) সবখানে
Ο গ) সমধিক
Ο ঘ) সবসময়
সঠিক উত্তর: (ঘ)
১৩. মোতাহের হোসেন চৌধুরীর অনুবাদ গ্রন্থ কোনটি?
Ο ক) সভ্যতা
Ο খ) সংস্কৃতি কথা
Ο গ) রেখাচিত্র
Ο ঘ) ব্যাকরণ মঞ্জরী
সঠিক উত্তর: (ক)
১৪. জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার উপায় কী?
Ο ক) পুস্তক
Ο খ) জ্ঞানার্জন
Ο গ) বিদ্যালয়
Ο ঘ) শিক্ষা
সঠিক উত্তর: (ঘ)
১৫. মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?
Ο ক) নোয়াখালি জেলায়
Ο খ) শরীয়তপুর জেলায়
Ο গ) দিনাজপুর জেলায়
Ο ঘ) ফরিদপুর জেলায়
সঠিক উত্তর: (ক)
১৬. ওপরের তলার কথা মানুষ মনেই আনতে পারে না কেন?
Ο ক) নিচতলাতে সন্তুষ্ট থাকার কারণে
Ο খ) জীবসত্তার ঘরটির বিশৃঙ্খলার কারণে
Ο গ) ওপরের তলায় ওঠা কষ্টকর বলে
Ο ঘ) ওপরের তলা ভালো না হওয়ার
সঠিক উত্তর: (ক)
১৭. মোতাহের হোসেন চৌধুরী কত সালে এম.এ. পাশ করেন?
Ο ক) ১৯৪১
Ο খ) ১৯৪৫
Ο গ) ১৯৪৩
Ο ঘ) ১৯৩৯
সঠিক উত্তর: (গ)
১৮. শিক্ষার মাধ্যমে কীসের বিকাশ ঘটে?
Ο ক) মূল্যবোধের
Ο খ) মনুষ্যত্বের
Ο গ) জ্ঞানের
Ο ঘ) নৈতিক মূল্যবোধের
সঠিক উত্তর: (খ)
১৯. মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৯০২
Ο খ) ১৯০৩
Ο গ) ১৯০৪
Ο ঘ) ১৯০৫
সঠিক উত্তর: (খ)
২০. শিক্ষার সঙ্গে কোন বিষয়টি সবচেয়ে বেশি পরিপূরক?
Ο ক) মূল্যবোধ অর্জন
Ο খ) কর্মক্ষেত্র নির্বাচন
Ο গ) লেফাফাদুরস্তি
Ο ঘ) স্বাধীনতা লাভ
সঠিক উত্তর: (ক)
২১. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে ‘নিচ থেকে ঠেলা’ বলতে কী বোঝায়?
Ο ক) লোভের ফাঁদে পা না দেওয়া
Ο খ) সুশিক্ষার ব্যবস্থা করা
Ο গ) সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা
Ο ঘ) মনুষ্যত্ব অর্জনের পথ প্রশস্ত করা
সঠিক উত্তর: (গ)
২২. আত্মার পতন হয় কীসে?
Ο ক) আলস্য ও অসাধুতায়
Ο খ) অমনোযোগ ও কুঁড়েমিতে
Ο গ) দৃষ্টিহীনতায় ও অমনোযোগে
Ο ঘ) উদ্দীপনা ও প্রত্যয়হীনতায়
সঠিক উত্তর: (ক)
২৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক ক্ষুধা ও তৃষ্ণার কথা ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে?
Ο ক) ক্ষুৎপিপাসা
Ο খ) নিগড়
Ο গ) লেফাফাদুরস্তি
Ο ঘ) আত্মিক দুর্গতি
সঠিক উত্তর: (ক)
২৪. লেখক মুক্তির পূর্বশর্ত হিসাবে চিহ্নিত করেছেন নিচের কোনটি?
Ο ক) অর্থচিন্তার স্বাধীনতা
Ο খ) আত্মপ্রকাশের স্বাধীনতা
Ο গ) বাকপ্রকাশের স্বাধীনতা
Ο ঘ) চলাফেরার স্বাধীনতা
সঠিক উত্তর: (খ)
২৫. মুক্তির আনন্দ পুরোপুরি উপভোগ করা যায় না, যখন মানুষ মগ্ন থাকে -
i. অন্নবস্ত্রের চিন্তায়
ii. শিক্ষা গ্রহণের চিন্তায়
iii. জীবসত্তার চিন্তায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬. ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক কী নয়?
Ο ক) মানুষ
Ο খ) মূর্খ
Ο গ) শিক্ষিত
Ο ঘ) অশিক্ষিত
সঠিক উত্তর: (গ)
২৭. কোন বাঁধনের ফলে মনুষ্যত্বের আহবান মানুষের মর্মে গিয়ে পৌঁছে না?
Ο ক) প্রাণিত্বের
Ο খ) মানবাত্মার
Ο গ) জীবসত্তার
Ο ঘ) আকাঙ্ক্ষার
সঠিক উত্তর: (ক)
২৮. ‘সুমনদের বাড়ি দোতলা’ - এখানে দোতলার সাথে সাদৃশ্য রয়েছে -
Ο ক) মানবসত্তার
Ο খ) জীবসত্তার
Ο গ) প্রাণসত্তার
Ο ঘ) সেবাপরায়ণতার
সঠিক উত্তর: (ক)
২৯. ‘সুখ’ মোতাহের হোসেন চৌধুরী রচিত কোন ধরনের গ্রন্থ?
Ο ক) প্রবন্ধ
Ο খ) অনুবাদ
Ο গ) উপন্যাস
Ο ঘ) মৌলিক
সঠিক উত্তর: (খ)
৩০. আত্মিক মৃত্যু বলতে লেখক কী বুঝিয়েছেন?
i. স্বাভাবিক মৃত্যু
ii. নৈতিক অধঃপতন
iii. মূল্যবোধের অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১. “বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট” - এ উক্তির প্রতিশব্দ কোনটি?
Ο ক) লেফাফাদুরস্তি
Ο খ) মূল্যবোধ
Ο গ) অর্থচিন্তা
Ο ঘ) ক্ষুৎপিপাসা
সঠিক উত্তর: (ক)
৩২. ‘হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করা ফরযের পর আরও একটি ফরয কাজ। উক্তিটি বর্ণিত আছে-
Ο ক) তিরমিযি শরীফে
Ο খ) বুখারি শরীফে
Ο গ) বায়হাকি শরীফে
Ο ঘ) ইবনে মাজাহ
সঠিক উত্তর: (গ)
৩৩. দ্বন্ধ সমাসের উদাহরণ হিসেবে নিচের কোন পদগুলো সমর্থনযোগ্য?
Ο ক) অন্নচিন্তা, স্বর্গতুল্য
Ο খ) স্বর্গতুল্য, দানাপানি
Ο গ) দানাপানি, অন্নবস্ত্র
Ο ঘ) অন্নবস্ত্র, অর্থচিন্তা
সঠিক উত্তর: (গ)
৩৪. মানবসত্তাকে মনুষ্যত্ব বলা গেলে জীবসত্তার পরিপূরক কোনটি?
Ο ক) জীবাত্মা
Ο খ) পরমাত্মা
Ο গ) প্রাণিত্ব
Ο ঘ) মানবাত্মা
সঠিক উত্তর: (গ)
৩৫. মনুষ্যত্বের স্বাদ না পেলে কোন চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে?
Ο ক) অপ্রয়োজনীয়
Ο খ) মনুষ্যত্ববোধের
Ο গ) অন্নবস্ত্রের
Ο ঘ) আত্মিক মৃত্যুর
সঠিক উত্তর: (গ)
৩৬. ‘দুদিক থেকেই কাজ চলা দরকার।’ - এখানে দুদিক বলতে বোঝানো হয়েছে -
i. অন্নবস্ত্রের চিন্তা
ii. বাসস্থানের ব্যবস্থা
iii. মনুষ্যত্ব অর্জনের প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭. বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলে কারাগারকে কী মনে করবে?
i. স্বর্গ
ii. শৃঙ্খল
iii. কারাগার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৮. ‘অর্থসাধনাই জীবনসাধনা নয়।’ - জীবনসাধনা আসলে -
i. জীবনকে সুন্দর করার সাধনা
ii. শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির সাধনা
iii. মনুষ্যত্ব অর্জনের প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৯. ‘মানবসত্তা’ বলতে কী বোঝায়?
Ο ক) মানুষের মন
Ο খ) মানুষের অস্তিত্ব
Ο গ) মানুষের বুদ্ধি
Ο ঘ) মনুষ্যত্ব
সঠিক উত্তর: (খ)
৪০. অর্থচিন্তার নিগড়ে সবাই বন্দি - এ উক্তিটি কোন রচনার?
Ο ক) বই পড়া
Ο খ) রচনার শিল্পগুণ
Ο গ) জাগো গো ভগিনী
Ο ঘ) শিক্ষা ও মনুষ্যত্ব
সঠিক উত্তর: (ঘ)
৪১. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক মুক্তির পূর্বশর্ত ফুটিয়ে তুলেছেন নিচের কোনটির মাধ্যমে?
Ο ক) বুদ্ধির স্বাধীনতা
Ο খ) অর্থের স্বাধীনতা
Ο গ) মিথ্যা বলার স্বাধীনতা
Ο ঘ) পথ চলার স্বাধীনতা
সঠিক উত্তর: (ক)
৪২. মোতাহের হোসেন চৌধুরীর গ্রামের নাম কী?
Ο ক) আলোকদিয়া
Ο খ) সোনামুখী
Ο গ) কাঞ্চনপুর
Ο ঘ) নন্দিগাঁতী
সঠিক উত্তর: (গ)
৪৩. মানুষের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনা জাগ্রত হয় কীসের মাধ্যমে?
Ο ক) শিক্ষা
Ο খ) মনুষ্যত্ব
Ο গ) বিবেক
Ο ঘ) আত্মপ্রকাশ
সঠিক উত্তর: (ক)
৪৪. মুক্তির সাথে সম্পর্কিত বিষয় হচ্ছে -
i. আত্মপ্রকাশের স্বাধীনতা
ii. আত্মবিকাশের স্বাধীনতা
iii. বুদ্ধির স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৫. কোন চিন্তায় বিব্রত হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন?
Ο ক) মানবতাবাদের
Ο খ) অসুস্থতার
Ο গ) অন্নবস্ত্রের
Ο ঘ) সফলতার
সঠিক উত্তর: (গ)
৪৬. মানব জীবনের উন্নয়ন সম্ভব কীভাবে?
Ο ক) কেবল প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি পেলে
Ο খ) সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করলে
Ο গ) অন্নবস্ত্রের সমাধান ও মনুষ্যত্বের স্বাদ পেলে
Ο ঘ) ছোট জিনিসের মোহে বড় জিনিস না হারালে
সঠিক উত্তর: (গ)
৪৭. মানুষের অন্ন-বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কোন দিকে লক্ষ রেখে?
Ο ক) অর্থনৈতিক মুক্তির
Ο খ) আত্মিক মুক্তির
Ο গ) চিন্তার স্বাধীনতা
Ο ঘ) বুদ্ধির স্বাধীনতা
সঠিক উত্তর: (খ)
৪৮. মানুষের মনুষ্যত্বের পরিচয় কোনটি?
Ο ক) জীবনে প্রতিষ্ঠা অর্জন
Ο খ) ক্ষমতার শীর্ষে আরোহণ
Ο গ) মুক্তির বোধ
Ο ঘ) শিক্ষা সম্পূর্ণ করা
সঠিক উত্তর: (গ)
৪৯. কোথায় নজর দিলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না?
Ο ক) রাস্তায়
Ο খ) নিজের ব্যাপার
Ο গ) পায়ের কাঁটার দিকে
Ο ঘ) যানবাহনের দিকে
সঠিক উত্তর: (গ)
৫০. মানুষের অগ্রসরতার জন্য অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি কোন বিষয়ে অগ্রসরতা দরকার?
Ο ক) জীবনের উন্নয়ন
Ο খ) প্রাণিত্বের বাঁধনে বাঁধা
Ο গ) শিক্ষাব্যবস্থা উন্নয়ন
Ο ঘ) মনুষ্যত্বের স্বাদ আহরণ
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কী করলে সুফল পাওয়া যাবে না?
Ο ক) অন্নবস্ত্রের সমস্যাকে বড় করে তুললে
Ο খ) মনুষ্যত্ববোধে জাগ্রত হলে
Ο গ) শিক্ষার অপ্রয়োজনীয় দিকগুলোর চর্চা করলে
Ο ঘ) মানবসত্তার ঘরে বাস করলে
সঠিক উত্তর: (ক)
২. লোভের ফলে মানুষের -
i. দৈহিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়
ii. আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে ফতুর হয়
iii. আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে জীবন পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে ব্যবহৃত ‘দানাপানি’ শব্দটির গঠন হিসেবে নিচের কোনটি সমর্থন করা যায়?
Ο ক) সন্ধি
Ο খ) উপসর্গ
Ο গ) সমাস
Ο ঘ) প্রত্যয়
সঠিক উত্তর: (গ)
৪. আল কুরআনে কোনটিকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে?
Ο ক) হিংসা করাকে
Ο খ) গিবত করাকে
Ο গ) প্রতারণা করাকে
Ο ঘ) সুদ খাওয়াকে
সঠিক উত্তর: (খ)
৫. মোতাহের হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৯৫৫
Ο খ) ১৯৫৬
Ο গ) ১৯৫৭
Ο ঘ) ১৯৫৮
সঠিক উত্তর: (খ)
৬. ‘অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে’ - এখানে ‘সে’ বলতে বোঝানো হয়েছে -
Ο ক) যার শিক্ষার অভাব
Ο খ) যার মূল্যবোধের অভাব
Ο গ) যার আত্মিক মৃত্যু ঘটে
Ο ঘ) যিনি মৃত্যুবরণ করেছেন
সঠিক উত্তর: (গ)
৭. মোতাহের হোসেন চৌধুরী কোন বিষয়ে এম.এ. পাশ করেন?
Ο ক) বাংলা
Ο খ) ইংরেজি
Ο গ) দর্শন
Ο ঘ) মনোবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
৮. ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না তার কাছে শিক্ষা কী?
Ο ক) অন্তরের ব্যাপার
Ο খ) নিচের ব্যাপার
Ο গ) মনুষ্যত্ববোধের ব্যাপার
Ο ঘ) বাইরের ব্যাপার
সঠিক উত্তর: (ঘ)
৯. মনুষ্যত্ব লাভ করার উপায় -
i. শিক্ষা গ্রহণ
ii. লেফাফাদুরস্তি
iii. অন্নবস্ত্রের সমাধান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০. মানুষ নিজের জীবনকে আলোকিত করে তুলতে পারে -
Ο ক) জৈবিক চাহিদা পূরণ করে
Ο খ) ইন্দ্রিয় ভোগের মাধ্যমে
Ο গ) মুক্তবুদ্ধির চর্চা ও স্বাধীন চিন্তার দ্বারা
Ο ঘ) মানবিক চাহিদা পূরণ করে
সঠিক উত্তর: (গ)
১১. চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা, যেখানে নেই সেখানে -
Ο ক) শান্তি নেই
Ο খ) মুক্তি নেই
Ο গ) মনুষ্যত্ব নেই
Ο ঘ) শিক্ষা নেই
সঠিক উত্তর: (খ)
১২. ‘হামেশা’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) সর্বাধিক
Ο খ) সবখানে
Ο গ) সমধিক
Ο ঘ) সবসময়
সঠিক উত্তর: (ঘ)
১৩. মোতাহের হোসেন চৌধুরীর অনুবাদ গ্রন্থ কোনটি?
Ο ক) সভ্যতা
Ο খ) সংস্কৃতি কথা
Ο গ) রেখাচিত্র
Ο ঘ) ব্যাকরণ মঞ্জরী
সঠিক উত্তর: (ক)
১৪. জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার উপায় কী?
Ο ক) পুস্তক
Ο খ) জ্ঞানার্জন
Ο গ) বিদ্যালয়
Ο ঘ) শিক্ষা
সঠিক উত্তর: (ঘ)
১৫. মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?
Ο ক) নোয়াখালি জেলায়
Ο খ) শরীয়তপুর জেলায়
Ο গ) দিনাজপুর জেলায়
Ο ঘ) ফরিদপুর জেলায়
সঠিক উত্তর: (ক)
১৬. ওপরের তলার কথা মানুষ মনেই আনতে পারে না কেন?
Ο ক) নিচতলাতে সন্তুষ্ট থাকার কারণে
Ο খ) জীবসত্তার ঘরটির বিশৃঙ্খলার কারণে
Ο গ) ওপরের তলায় ওঠা কষ্টকর বলে
Ο ঘ) ওপরের তলা ভালো না হওয়ার
সঠিক উত্তর: (ক)
১৭. মোতাহের হোসেন চৌধুরী কত সালে এম.এ. পাশ করেন?
Ο ক) ১৯৪১
Ο খ) ১৯৪৫
Ο গ) ১৯৪৩
Ο ঘ) ১৯৩৯
সঠিক উত্তর: (গ)
১৮. শিক্ষার মাধ্যমে কীসের বিকাশ ঘটে?
Ο ক) মূল্যবোধের
Ο খ) মনুষ্যত্বের
Ο গ) জ্ঞানের
Ο ঘ) নৈতিক মূল্যবোধের
সঠিক উত্তর: (খ)
১৯. মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৯০২
Ο খ) ১৯০৩
Ο গ) ১৯০৪
Ο ঘ) ১৯০৫
সঠিক উত্তর: (খ)
২০. শিক্ষার সঙ্গে কোন বিষয়টি সবচেয়ে বেশি পরিপূরক?
Ο ক) মূল্যবোধ অর্জন
Ο খ) কর্মক্ষেত্র নির্বাচন
Ο গ) লেফাফাদুরস্তি
Ο ঘ) স্বাধীনতা লাভ
সঠিক উত্তর: (ক)
২১. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে ‘নিচ থেকে ঠেলা’ বলতে কী বোঝায়?
Ο ক) লোভের ফাঁদে পা না দেওয়া
Ο খ) সুশিক্ষার ব্যবস্থা করা
Ο গ) সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা
Ο ঘ) মনুষ্যত্ব অর্জনের পথ প্রশস্ত করা
সঠিক উত্তর: (গ)
২২. আত্মার পতন হয় কীসে?
Ο ক) আলস্য ও অসাধুতায়
Ο খ) অমনোযোগ ও কুঁড়েমিতে
Ο গ) দৃষ্টিহীনতায় ও অমনোযোগে
Ο ঘ) উদ্দীপনা ও প্রত্যয়হীনতায়
সঠিক উত্তর: (ক)
২৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক ক্ষুধা ও তৃষ্ণার কথা ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে?
Ο ক) ক্ষুৎপিপাসা
Ο খ) নিগড়
Ο গ) লেফাফাদুরস্তি
Ο ঘ) আত্মিক দুর্গতি
সঠিক উত্তর: (ক)
২৪. লেখক মুক্তির পূর্বশর্ত হিসাবে চিহ্নিত করেছেন নিচের কোনটি?
Ο ক) অর্থচিন্তার স্বাধীনতা
Ο খ) আত্মপ্রকাশের স্বাধীনতা
Ο গ) বাকপ্রকাশের স্বাধীনতা
Ο ঘ) চলাফেরার স্বাধীনতা
সঠিক উত্তর: (খ)
২৫. মুক্তির আনন্দ পুরোপুরি উপভোগ করা যায় না, যখন মানুষ মগ্ন থাকে -
i. অন্নবস্ত্রের চিন্তায়
ii. শিক্ষা গ্রহণের চিন্তায়
iii. জীবসত্তার চিন্তায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬. ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক কী নয়?
Ο ক) মানুষ
Ο খ) মূর্খ
Ο গ) শিক্ষিত
Ο ঘ) অশিক্ষিত
সঠিক উত্তর: (গ)
২৭. কোন বাঁধনের ফলে মনুষ্যত্বের আহবান মানুষের মর্মে গিয়ে পৌঁছে না?
Ο ক) প্রাণিত্বের
Ο খ) মানবাত্মার
Ο গ) জীবসত্তার
Ο ঘ) আকাঙ্ক্ষার
সঠিক উত্তর: (ক)
২৮. ‘সুমনদের বাড়ি দোতলা’ - এখানে দোতলার সাথে সাদৃশ্য রয়েছে -
Ο ক) মানবসত্তার
Ο খ) জীবসত্তার
Ο গ) প্রাণসত্তার
Ο ঘ) সেবাপরায়ণতার
সঠিক উত্তর: (ক)
২৯. ‘সুখ’ মোতাহের হোসেন চৌধুরী রচিত কোন ধরনের গ্রন্থ?
Ο ক) প্রবন্ধ
Ο খ) অনুবাদ
Ο গ) উপন্যাস
Ο ঘ) মৌলিক
সঠিক উত্তর: (খ)
৩০. আত্মিক মৃত্যু বলতে লেখক কী বুঝিয়েছেন?
i. স্বাভাবিক মৃত্যু
ii. নৈতিক অধঃপতন
iii. মূল্যবোধের অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১. “বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট” - এ উক্তির প্রতিশব্দ কোনটি?
Ο ক) লেফাফাদুরস্তি
Ο খ) মূল্যবোধ
Ο গ) অর্থচিন্তা
Ο ঘ) ক্ষুৎপিপাসা
সঠিক উত্তর: (ক)
৩২. ‘হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করা ফরযের পর আরও একটি ফরয কাজ। উক্তিটি বর্ণিত আছে-
Ο ক) তিরমিযি শরীফে
Ο খ) বুখারি শরীফে
Ο গ) বায়হাকি শরীফে
Ο ঘ) ইবনে মাজাহ
সঠিক উত্তর: (গ)
৩৩. দ্বন্ধ সমাসের উদাহরণ হিসেবে নিচের কোন পদগুলো সমর্থনযোগ্য?
Ο ক) অন্নচিন্তা, স্বর্গতুল্য
Ο খ) স্বর্গতুল্য, দানাপানি
Ο গ) দানাপানি, অন্নবস্ত্র
Ο ঘ) অন্নবস্ত্র, অর্থচিন্তা
সঠিক উত্তর: (গ)
৩৪. মানবসত্তাকে মনুষ্যত্ব বলা গেলে জীবসত্তার পরিপূরক কোনটি?
Ο ক) জীবাত্মা
Ο খ) পরমাত্মা
Ο গ) প্রাণিত্ব
Ο ঘ) মানবাত্মা
সঠিক উত্তর: (গ)
৩৫. মনুষ্যত্বের স্বাদ না পেলে কোন চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে?
Ο ক) অপ্রয়োজনীয়
Ο খ) মনুষ্যত্ববোধের
Ο গ) অন্নবস্ত্রের
Ο ঘ) আত্মিক মৃত্যুর
সঠিক উত্তর: (গ)
৩৬. ‘দুদিক থেকেই কাজ চলা দরকার।’ - এখানে দুদিক বলতে বোঝানো হয়েছে -
i. অন্নবস্ত্রের চিন্তা
ii. বাসস্থানের ব্যবস্থা
iii. মনুষ্যত্ব অর্জনের প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭. বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলে কারাগারকে কী মনে করবে?
i. স্বর্গ
ii. শৃঙ্খল
iii. কারাগার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৮. ‘অর্থসাধনাই জীবনসাধনা নয়।’ - জীবনসাধনা আসলে -
i. জীবনকে সুন্দর করার সাধনা
ii. শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির সাধনা
iii. মনুষ্যত্ব অর্জনের প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৯. ‘মানবসত্তা’ বলতে কী বোঝায়?
Ο ক) মানুষের মন
Ο খ) মানুষের অস্তিত্ব
Ο গ) মানুষের বুদ্ধি
Ο ঘ) মনুষ্যত্ব
সঠিক উত্তর: (খ)
৪০. অর্থচিন্তার নিগড়ে সবাই বন্দি - এ উক্তিটি কোন রচনার?
Ο ক) বই পড়া
Ο খ) রচনার শিল্পগুণ
Ο গ) জাগো গো ভগিনী
Ο ঘ) শিক্ষা ও মনুষ্যত্ব
সঠিক উত্তর: (ঘ)
৪১. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক মুক্তির পূর্বশর্ত ফুটিয়ে তুলেছেন নিচের কোনটির মাধ্যমে?
Ο ক) বুদ্ধির স্বাধীনতা
Ο খ) অর্থের স্বাধীনতা
Ο গ) মিথ্যা বলার স্বাধীনতা
Ο ঘ) পথ চলার স্বাধীনতা
সঠিক উত্তর: (ক)
৪২. মোতাহের হোসেন চৌধুরীর গ্রামের নাম কী?
Ο ক) আলোকদিয়া
Ο খ) সোনামুখী
Ο গ) কাঞ্চনপুর
Ο ঘ) নন্দিগাঁতী
সঠিক উত্তর: (গ)
৪৩. মানুষের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনা জাগ্রত হয় কীসের মাধ্যমে?
Ο ক) শিক্ষা
Ο খ) মনুষ্যত্ব
Ο গ) বিবেক
Ο ঘ) আত্মপ্রকাশ
সঠিক উত্তর: (ক)
৪৪. মুক্তির সাথে সম্পর্কিত বিষয় হচ্ছে -
i. আত্মপ্রকাশের স্বাধীনতা
ii. আত্মবিকাশের স্বাধীনতা
iii. বুদ্ধির স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৫. কোন চিন্তায় বিব্রত হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন?
Ο ক) মানবতাবাদের
Ο খ) অসুস্থতার
Ο গ) অন্নবস্ত্রের
Ο ঘ) সফলতার
সঠিক উত্তর: (গ)
৪৬. মানব জীবনের উন্নয়ন সম্ভব কীভাবে?
Ο ক) কেবল প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি পেলে
Ο খ) সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করলে
Ο গ) অন্নবস্ত্রের সমাধান ও মনুষ্যত্বের স্বাদ পেলে
Ο ঘ) ছোট জিনিসের মোহে বড় জিনিস না হারালে
সঠিক উত্তর: (গ)
৪৭. মানুষের অন্ন-বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কোন দিকে লক্ষ রেখে?
Ο ক) অর্থনৈতিক মুক্তির
Ο খ) আত্মিক মুক্তির
Ο গ) চিন্তার স্বাধীনতা
Ο ঘ) বুদ্ধির স্বাধীনতা
সঠিক উত্তর: (খ)
৪৮. মানুষের মনুষ্যত্বের পরিচয় কোনটি?
Ο ক) জীবনে প্রতিষ্ঠা অর্জন
Ο খ) ক্ষমতার শীর্ষে আরোহণ
Ο গ) মুক্তির বোধ
Ο ঘ) শিক্ষা সম্পূর্ণ করা
সঠিক উত্তর: (গ)
৪৯. কোথায় নজর দিলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না?
Ο ক) রাস্তায়
Ο খ) নিজের ব্যাপার
Ο গ) পায়ের কাঁটার দিকে
Ο ঘ) যানবাহনের দিকে
সঠিক উত্তর: (গ)
৫০. মানুষের অগ্রসরতার জন্য অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি কোন বিষয়ে অগ্রসরতা দরকার?
Ο ক) জীবনের উন্নয়ন
Ο খ) প্রাণিত্বের বাঁধনে বাঁধা
Ο গ) শিক্ষাব্যবস্থা উন্নয়ন
Ο ঘ) মনুষ্যত্বের স্বাদ আহরণ
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Bangla1