ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৮: আমাদের সম্পদ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. সাবসয়েল স্তরের মাটি-
i. শিলাচূর্নে ভরপুর
ii. খনিজ পদার্থ সমৃদ্ধ
iii. জৈব পদার্থ সমৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫২. পেট্রোলিয়াম হচ্ছে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জ্বালানিং,এটির ক্ষেত্রে-
i. আংশিক পাতন করলে ডিজেল কেরোসিন পাওয়া যায়
ii. প্রাকৃতিক গ্যাসরে কূপে একটি পাওয়া যেতে পারে
iii. লিগনাইট, বিটুমিন, অ্যানথ্রাসাসাইট এই তিনভাগে ভাগ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৩. বায়বায়ন বলতে কী বোঝায়?
Ο ক) মাটি ও বায়ুতে গ্যাসের পারস্পরিক বিনিময়
Ο খ) মাটি ও পানিতে গ্যাসের পারস্পরিক বিনিময়
Ο গ) বায়ু ও পানিতে গ্যাসের পারস্পরিক বিনিময়
Ο ঘ) জৈব ও অজৈব গ্যাসের সমসত্ত্ব মিশ্রণ
সঠিক উত্তর: (ক)
১৫৪. খনি থেকে প্রাপ্ত তেলে হাইড্রোকার্বনের সাথে মূলত কোন উপাদানটি মিশ্রিত থাকে?
Ο ক) অক্সিজেন
Ο খ) পারদ
Ο গ) সালফার
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (গ)
১৫৫. আমাদের দেশে উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের-
i. শতকরা ১ ভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
ii. শতকরা ৫ ভাগ অপচয় হয়
iii. ২০০৩ সাল থেকে জ্বালানি হিসেবে যানবাহনে ব্যবহৃত হচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. খড়ি মাটি-
i. ক্ষারীয় প্রকৃতির
ii. দ্রুত শুকিয়ে যায়
iii. জৈব পদার্থ পূর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৭. খনিজ পদার্থ-
i. অধিকাংশ ক্ষেত্রে কঠিন অবস্থায় পাওয়া যায়
ii. ধাতব ও অধাতব দুই অবস্থাতে পাওয়া যায়
iii. সাধারণত দানাদার বা কেলাসাকার হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. বায়বায়ন সবচেয়ে বেশি হয় কোনটিতে?
Ο ক) বালু মাটি
Ο খ) পলি মাটি
Ο গ) কাদামাটি
Ο ঘ) দোঁআশ মাটি
সঠিক উত্তর: (ক)
১৫৯. উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) প্রস্বেদন
Ο খ) সালোকসংশ্লেষণ
Ο গ) ইমবাইবিশন
Ο ঘ) অভিস্রবণ
সঠিক উত্তর: (খ)
১৬০. বৃষ্টি হলে কোন জায়গায় মাটি ক্ষয় বেশি হয়?
Ο ক) নিচু জমি
Ο খ) পতিত জমি
Ο গ) পুকুরের পাড়
Ο ঘ) ঢালু জমি
সঠিক উত্তর: (ঘ)
১৬১. আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন গ্যাসের প্রধান উৎস কোনটি?
Ο ক) গাছপালা
Ο খ) বৃষ্টির পানি
Ο গ) মাটি
Ο ঘ) বায়ুমন্ডল
সঠিক উত্তর: (ক)
১৬২. মাটিতে থাকা গ্যাস কোথায় যায়?
Ο ক) মানুষ গ্রহণ করে
Ο খ) গাছ গ্রহণ করে
Ο গ) স্ট্রাটোস্ফিয়ারে যায়
Ο ঘ) বায়ুমন্ডলে যায়
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. সাম্প্রতিককালে বাংলাদেশের কোন এলাকায় পাহাড় ধসে প্রাণহানি ঘটছে?
Ο ক) সিলেট এলাকায়
Ο খ) বান্দরবান এলাকায়
Ο গ) রংপুর এলাকায়
Ο ঘ) চট্রগ্রাম এলাকায়
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. তেজস্ক্রিয় পদার্থ- i. সিজিয়াম ii. রেডন iii. ইউরেনিয়াম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৫. নিচের কোন pH মান নিরপেক্ষ pH মান?
Ο ক) pH=4.00
Ο খ) pH=5.00
Ο গ) pH=7.00
Ο ঘ) pH=9.00
সঠিক উত্তর: (গ)
১৬৬. ফাকা স্থান বা রন্ধ্র ছাড়াও পানি কোন অবস্থায় মাটিতে থাকতে পারে?
Ο ক) গ্যাসীয় অবস্থায়
Ο খ) বরফ অবস্থায়
Ο গ) হিউমাস দ্বারা শোষিত হয়ে
Ο ঘ) কোনটাই নয়
সঠিক উত্তর: (গ)
১৬৭. সালফার তৈরির জন্য কোন খনিজ পদার্থটি ব্যবহৃত হয়?
Ο ক) কোয়ার্টজ
Ο খ) সিলভার
Ο গ) পাইরাইটস
Ο ঘ) মাইকা
সঠিক উত্তর: (গ)
১৬৮. বালু মাটির-
i. পানির ধারণক্ষমতা বেশি
ii. কণাগুলো আকারে বড় থাকে
iii. জৈব পদার্থ পূর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৯. খনিজ পদার্থের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে?
Ο ক) মাটি গঠনের উপর
Ο খ) মাটি গভীরতার উপর
Ο গ) পানির উপস্থিতির উপর
Ο ঘ) খনিজে বিদ্যমান উপাদানের উপর
সঠিক উত্তর: (ঘ)
১৭০. pH এর মান ৫-৬ হলে-
i. আলুর উৎপাদন ভাল হয়
ii. মাটি এসিডিক প্রকৃতির হয়
iii. মাটি এসিডিক ভাল হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭১. কোন মাটিতে অন্যসব মাটি থেকে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে?
Ο ক) পিটি মাটি
Ο খ) পলি মাটি
Ο গ) খড়ি মাটি
Ο ঘ) দোআঁশ মাটি
সঠিক উত্তর: (ঘ)
১৭২. উদ্ভিদদেহের প্রয়োজনীয় পুষ্টির জন্য প্রচুর পানির দরকার। উদ্ভিদ তার আশপাশের পরিবেশ থেকে এই পানি গ্রহণ করে। এক্ষেত্রে পানির উৎস হিসেবে বিবেচ্য-
i. মাটি
ii. বায়ু
iii. নদী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৩. কোথায় শোষিথ পানি সহজে গাছপালায় স্থানান্তরিত হয় না?
Ο ক) হিউমাসে
Ο খ) মাটিতে
Ο গ) মূলরোমে
Ο ঘ) মূলের উপরের অংশে
সঠিক উত্তর: (ক)
১৭৪. প্রক্রিয়াকরণ প্লান্টে কয়লা থেকে পৃথক করা হয়-
i. ময়লা
ii. শিলাকণা
iii. ছাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. নিচের কোন বিষাক্ত পদার্থ মাটিতে বসবাসকারী উপকারী অণুজীবসমূহকে মেরে ফেলে?
Ο ক) নাইট্রোজেন
Ο খ) কার্বন হাইঅক্সাইড
Ο গ) মারকারি
Ο ঘ) সালফার ডাইঅক্সাইড
সঠিক উত্তর: (গ)
১৭৬. কোন মাটিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা নেই?
Ο ক) বালু মাটি
Ο খ) পলি মাটি
Ο গ) কাদা মাটি
Ο ঘ) দোআঁশ মাটি
সঠিক উত্তর: (ক)
১৭৭. হিউমাসসহ অন্যান্য জৈব পদার্থ পাওয়া যায় কোন স্তরে?
Ο ক) হরাইজোন এ স্তরে
Ο খ) হরাইজোন বি স্তরে
Ο গ) হরাইজোন সি স্তরে
Ο ঘ) হরাইজোন ডি স্তরে
সঠিক উত্তর: (ক)
১৭৮. কোন ধরনের পানি সহজে গাছপালায় স্থানান্তরিত হয় না?
Ο ক) রন্ধ্রের পানি
Ο খ) নিচের স্তরের পানি
Ο গ) হিউমাস দ্বারা শোষিত পানি
Ο ঘ) কোনটাই নয়
সঠিক উত্তর: (গ)
১৭৯. কয়লার স্তর অনেক গভীরে হলে তা উত্তোলনে কোন প্রক্রিয়াটি উপযুক্ত?
Ο ক) পাইপলাইন সিস্টেম
Ο খ) ওপেন এন্ডেড সিস্টেম
Ο গ) ওপেন পিট মাইনিং
Ο ঘ) ভূ-গর্ভস্থ মাইনিং
সঠিক উত্তর: (ঘ)
১৮০. মরুভূমিতে কয়টি বিশেষ প্রজাতির গাছ জন্মায়?
Ο ক) ১-২টি
Ο খ) ২-৩টি
Ο গ) ৩-৪টি
Ο ঘ) ৪-৫টি
সঠিক উত্তর: (ক)
১৮১. কয়লার উৎপত্তিগত উপাদান- i. ফার্ন ii. শৈবাল iii. গুল্ম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮২. মাটির উর্বরতা নষ্ট হয়-
i. কৃষিকাজে উন্নত প্রযুক্তির ব্যবহারে
ii. জলাভূমি ভরাটের ফলে
iii. মানুষ ও পাখির বিষ্টার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. মাটিতে বিদ্যমান পদার্থসমূহ- i. খনিজ পদার্থ ii. জৈব পদার্থ iii. পানি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. শতকরা কতভাগ প্রাকৃতিক গ্যাস জ্বালানি ক্ষেত্রে ব্যবহৃত হয়?
Ο ক) ১১
Ο খ) ২২
Ο গ) ৩১
Ο ঘ) ৫১
সঠিক উত্তর: (ক)
১৮৫. প্রাকৃতিক গ্যাস তৈরি হয় নিচের কোনটি থেকে?
Ο ক) জমিতে ছিটানো সার থেকে
Ο খ) বায়ুমন্ডলের গ্যাস থেকে
Ο গ) মৃত গাছপালা ও উদ্ভিদ থেকে
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
১৮৬. পটি মাটি তৈরি হয় মূলত কোন পদার্থ থেকে?
Ο ক) জৈব পদার্থ
Ο খ) খনিজ পদার্থ
Ο গ) বায়বীয় পদার্থ
Ο ঘ) অজৈব পদার্থ
সঠিক উত্তর: (ক)
১৮৭. প্রোপেন ও বিউটেন স্বাভাবিক চাপ ও উষ্নতায় গ্যাসীয় হলেও এগুলোর প্রেট্রোলিয়ামের অন্তভূর্ক্ত করার কারণ কী?
Ο ক) নিম্ন চাপ এগুলো কঠিন
Ο খ) উচ্চ চাপে এগুলো তরল
Ο গ) উচ্চ চাপে এগুলো কঠিন
Ο ঘ) নিম্ন চাপে এগুলো তরল
সঠিক উত্তর: (খ)
১৮৮. কার্বনযুক্ত স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত জৈব পদার্থ-
i. পিট
ii. উচ্চচাপে ও তাপে পরিবর্তিত হয়ে কয়লায় পরিণত হয়
iii. আংশিক পাতন প্রক্রিয়ায় পরিশোধিত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৯. খড়িমাটি কী প্রকৃতির?
Ο ক) এসিডিক
Ο খ) ক্ষারীয়
Ο গ) কাদাযুক্ত
Ο ঘ) বালুযুক্ত
সঠিক উত্তর: (খ)
১৯০. উদ্ভিদ কোষের প্রোটোপ্লজোমে শতকরা পানির পরিমাণ কত?
Ο ক) ৫০-৬০ ভাগ
Ο খ) ৫০-৭০ ভাগ
Ο গ) ৫০-৭৫ ভাগ
Ο ঘ) ৮৫-৯৫ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
১৯১. সবচেয়ে নরম খনিজ কোনটি?
Ο ক) হীরা
Ο খ) ট্যালক
Ο গ) সিলিকা
Ο ঘ) চুনাপাথর
সঠিক উত্তর: (খ)
১৯২. প্রাকৃতিক গ্যাস ব্যবহারে আমাদের সচেতন হতে হবে কেন?
Ο ক) প্রাকৃতিক গ্যাস আমাদের জাতীয় গৌরব বলে
Ο খ) গ্যাস শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় বলে
Ο গ) গ্যাসের পরিমাণ নির্দিষ্ট ও সীমিত বলে
Ο ঘ) গ্যাসের জ্বালানিরূপে চাহিদা যথেষ্ট বলে
সঠিক উত্তর: (গ)
১৯৩. কোনটি জীবাশ্মা জ্বালানি নয়?
Ο ক) গ্যাস
Ο খ) খনিজ
Ο গ) কয়লা
Ο ঘ) গোবর
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. কার্বনের রূপভেদ- i. Graphite ii. Diamond iii. Gold নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৫. কোন মাটিকে পানিযুক্ত মাটি নিয়ে ঘষলে মসৃণ অণুভূত হয়?
Ο ক) বালিমাটি
Ο খ) এঁটেল মাটি
Ο গ) পলিমাটি
Ο ঘ) কাদামাটি
সঠিক উত্তর: (গ)
১৯৬. নিচের কোনটি অধাতব খনিজ পদার্থ?
Ο ক) তামা
Ο খ) সোনা
Ο গ) রূপা
Ο ঘ) মাইকা
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. মাটিতে পানি না থাকলে সবচেয়ে বড় সমস্যা কী দেখা দেয়?
Ο ক) সেচ দেওয়া লাগে
Ο খ) কেঁচো বাঁচে না
Ο গ) গাছ জন্মায় না
Ο ঘ) মরুময়তা দেখা দেয়
সঠিক উত্তর: (গ)
১৯৮. মাটি পানি ধরে রাখার ক্ষমতা নির্ভর করে কিসের উপর?
Ο ক) মাটির রন্ধ্রের উপর
Ο খ) মাটির খনিজ পদার্থের উপর
Ο গ) মাটিতে সারের পরিমাণের উপর
Ο ঘ) মাটিতে গাছের পরিমাণের উপর
সঠিক উত্তর: (ক)
১৯৯. মাটির ২য় স্তরকে কী বলে?
Ο ক) উপসয়েল
Ο খ) সাবসয়েল
Ο গ) সারফেস সয়েল
Ο ঘ) হিউমাস
সঠিক উত্তর: (খ)
২০০. মাটিতে কোন ধাতুর লবণ পাওয়া যায় না?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) ম্যাগনেসিয়াম
Ο গ) পটাসিয়াম
Ο ঘ) লিথিয়াম
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. সাবসয়েল স্তরের মাটি-
i. শিলাচূর্নে ভরপুর
ii. খনিজ পদার্থ সমৃদ্ধ
iii. জৈব পদার্থ সমৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫২. পেট্রোলিয়াম হচ্ছে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জ্বালানিং,এটির ক্ষেত্রে-
i. আংশিক পাতন করলে ডিজেল কেরোসিন পাওয়া যায়
ii. প্রাকৃতিক গ্যাসরে কূপে একটি পাওয়া যেতে পারে
iii. লিগনাইট, বিটুমিন, অ্যানথ্রাসাসাইট এই তিনভাগে ভাগ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৩. বায়বায়ন বলতে কী বোঝায়?
Ο ক) মাটি ও বায়ুতে গ্যাসের পারস্পরিক বিনিময়
Ο খ) মাটি ও পানিতে গ্যাসের পারস্পরিক বিনিময়
Ο গ) বায়ু ও পানিতে গ্যাসের পারস্পরিক বিনিময়
Ο ঘ) জৈব ও অজৈব গ্যাসের সমসত্ত্ব মিশ্রণ
সঠিক উত্তর: (ক)
১৫৪. খনি থেকে প্রাপ্ত তেলে হাইড্রোকার্বনের সাথে মূলত কোন উপাদানটি মিশ্রিত থাকে?
Ο ক) অক্সিজেন
Ο খ) পারদ
Ο গ) সালফার
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (গ)
১৫৫. আমাদের দেশে উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের-
i. শতকরা ১ ভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
ii. শতকরা ৫ ভাগ অপচয় হয়
iii. ২০০৩ সাল থেকে জ্বালানি হিসেবে যানবাহনে ব্যবহৃত হচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. খড়ি মাটি-
i. ক্ষারীয় প্রকৃতির
ii. দ্রুত শুকিয়ে যায়
iii. জৈব পদার্থ পূর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৭. খনিজ পদার্থ-
i. অধিকাংশ ক্ষেত্রে কঠিন অবস্থায় পাওয়া যায়
ii. ধাতব ও অধাতব দুই অবস্থাতে পাওয়া যায়
iii. সাধারণত দানাদার বা কেলাসাকার হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. বায়বায়ন সবচেয়ে বেশি হয় কোনটিতে?
Ο ক) বালু মাটি
Ο খ) পলি মাটি
Ο গ) কাদামাটি
Ο ঘ) দোঁআশ মাটি
সঠিক উত্তর: (ক)
১৫৯. উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) প্রস্বেদন
Ο খ) সালোকসংশ্লেষণ
Ο গ) ইমবাইবিশন
Ο ঘ) অভিস্রবণ
সঠিক উত্তর: (খ)
১৬০. বৃষ্টি হলে কোন জায়গায় মাটি ক্ষয় বেশি হয়?
Ο ক) নিচু জমি
Ο খ) পতিত জমি
Ο গ) পুকুরের পাড়
Ο ঘ) ঢালু জমি
সঠিক উত্তর: (ঘ)
১৬১. আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন গ্যাসের প্রধান উৎস কোনটি?
Ο ক) গাছপালা
Ο খ) বৃষ্টির পানি
Ο গ) মাটি
Ο ঘ) বায়ুমন্ডল
সঠিক উত্তর: (ক)
১৬২. মাটিতে থাকা গ্যাস কোথায় যায়?
Ο ক) মানুষ গ্রহণ করে
Ο খ) গাছ গ্রহণ করে
Ο গ) স্ট্রাটোস্ফিয়ারে যায়
Ο ঘ) বায়ুমন্ডলে যায়
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. সাম্প্রতিককালে বাংলাদেশের কোন এলাকায় পাহাড় ধসে প্রাণহানি ঘটছে?
Ο ক) সিলেট এলাকায়
Ο খ) বান্দরবান এলাকায়
Ο গ) রংপুর এলাকায়
Ο ঘ) চট্রগ্রাম এলাকায়
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. তেজস্ক্রিয় পদার্থ- i. সিজিয়াম ii. রেডন iii. ইউরেনিয়াম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৫. নিচের কোন pH মান নিরপেক্ষ pH মান?
Ο ক) pH=4.00
Ο খ) pH=5.00
Ο গ) pH=7.00
Ο ঘ) pH=9.00
সঠিক উত্তর: (গ)
১৬৬. ফাকা স্থান বা রন্ধ্র ছাড়াও পানি কোন অবস্থায় মাটিতে থাকতে পারে?
Ο ক) গ্যাসীয় অবস্থায়
Ο খ) বরফ অবস্থায়
Ο গ) হিউমাস দ্বারা শোষিত হয়ে
Ο ঘ) কোনটাই নয়
সঠিক উত্তর: (গ)
১৬৭. সালফার তৈরির জন্য কোন খনিজ পদার্থটি ব্যবহৃত হয়?
Ο ক) কোয়ার্টজ
Ο খ) সিলভার
Ο গ) পাইরাইটস
Ο ঘ) মাইকা
সঠিক উত্তর: (গ)
১৬৮. বালু মাটির-
i. পানির ধারণক্ষমতা বেশি
ii. কণাগুলো আকারে বড় থাকে
iii. জৈব পদার্থ পূর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৯. খনিজ পদার্থের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে?
Ο ক) মাটি গঠনের উপর
Ο খ) মাটি গভীরতার উপর
Ο গ) পানির উপস্থিতির উপর
Ο ঘ) খনিজে বিদ্যমান উপাদানের উপর
সঠিক উত্তর: (ঘ)
১৭০. pH এর মান ৫-৬ হলে-
i. আলুর উৎপাদন ভাল হয়
ii. মাটি এসিডিক প্রকৃতির হয়
iii. মাটি এসিডিক ভাল হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭১. কোন মাটিতে অন্যসব মাটি থেকে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে?
Ο ক) পিটি মাটি
Ο খ) পলি মাটি
Ο গ) খড়ি মাটি
Ο ঘ) দোআঁশ মাটি
সঠিক উত্তর: (ঘ)
১৭২. উদ্ভিদদেহের প্রয়োজনীয় পুষ্টির জন্য প্রচুর পানির দরকার। উদ্ভিদ তার আশপাশের পরিবেশ থেকে এই পানি গ্রহণ করে। এক্ষেত্রে পানির উৎস হিসেবে বিবেচ্য-
i. মাটি
ii. বায়ু
iii. নদী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৩. কোথায় শোষিথ পানি সহজে গাছপালায় স্থানান্তরিত হয় না?
Ο ক) হিউমাসে
Ο খ) মাটিতে
Ο গ) মূলরোমে
Ο ঘ) মূলের উপরের অংশে
সঠিক উত্তর: (ক)
১৭৪. প্রক্রিয়াকরণ প্লান্টে কয়লা থেকে পৃথক করা হয়-
i. ময়লা
ii. শিলাকণা
iii. ছাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. নিচের কোন বিষাক্ত পদার্থ মাটিতে বসবাসকারী উপকারী অণুজীবসমূহকে মেরে ফেলে?
Ο ক) নাইট্রোজেন
Ο খ) কার্বন হাইঅক্সাইড
Ο গ) মারকারি
Ο ঘ) সালফার ডাইঅক্সাইড
সঠিক উত্তর: (গ)
১৭৬. কোন মাটিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা নেই?
Ο ক) বালু মাটি
Ο খ) পলি মাটি
Ο গ) কাদা মাটি
Ο ঘ) দোআঁশ মাটি
সঠিক উত্তর: (ক)
১৭৭. হিউমাসসহ অন্যান্য জৈব পদার্থ পাওয়া যায় কোন স্তরে?
Ο ক) হরাইজোন এ স্তরে
Ο খ) হরাইজোন বি স্তরে
Ο গ) হরাইজোন সি স্তরে
Ο ঘ) হরাইজোন ডি স্তরে
সঠিক উত্তর: (ক)
১৭৮. কোন ধরনের পানি সহজে গাছপালায় স্থানান্তরিত হয় না?
Ο ক) রন্ধ্রের পানি
Ο খ) নিচের স্তরের পানি
Ο গ) হিউমাস দ্বারা শোষিত পানি
Ο ঘ) কোনটাই নয়
সঠিক উত্তর: (গ)
১৭৯. কয়লার স্তর অনেক গভীরে হলে তা উত্তোলনে কোন প্রক্রিয়াটি উপযুক্ত?
Ο ক) পাইপলাইন সিস্টেম
Ο খ) ওপেন এন্ডেড সিস্টেম
Ο গ) ওপেন পিট মাইনিং
Ο ঘ) ভূ-গর্ভস্থ মাইনিং
সঠিক উত্তর: (ঘ)
১৮০. মরুভূমিতে কয়টি বিশেষ প্রজাতির গাছ জন্মায়?
Ο ক) ১-২টি
Ο খ) ২-৩টি
Ο গ) ৩-৪টি
Ο ঘ) ৪-৫টি
সঠিক উত্তর: (ক)
১৮১. কয়লার উৎপত্তিগত উপাদান- i. ফার্ন ii. শৈবাল iii. গুল্ম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮২. মাটির উর্বরতা নষ্ট হয়-
i. কৃষিকাজে উন্নত প্রযুক্তির ব্যবহারে
ii. জলাভূমি ভরাটের ফলে
iii. মানুষ ও পাখির বিষ্টার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. মাটিতে বিদ্যমান পদার্থসমূহ- i. খনিজ পদার্থ ii. জৈব পদার্থ iii. পানি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. শতকরা কতভাগ প্রাকৃতিক গ্যাস জ্বালানি ক্ষেত্রে ব্যবহৃত হয়?
Ο ক) ১১
Ο খ) ২২
Ο গ) ৩১
Ο ঘ) ৫১
সঠিক উত্তর: (ক)
১৮৫. প্রাকৃতিক গ্যাস তৈরি হয় নিচের কোনটি থেকে?
Ο ক) জমিতে ছিটানো সার থেকে
Ο খ) বায়ুমন্ডলের গ্যাস থেকে
Ο গ) মৃত গাছপালা ও উদ্ভিদ থেকে
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
১৮৬. পটি মাটি তৈরি হয় মূলত কোন পদার্থ থেকে?
Ο ক) জৈব পদার্থ
Ο খ) খনিজ পদার্থ
Ο গ) বায়বীয় পদার্থ
Ο ঘ) অজৈব পদার্থ
সঠিক উত্তর: (ক)
১৮৭. প্রোপেন ও বিউটেন স্বাভাবিক চাপ ও উষ্নতায় গ্যাসীয় হলেও এগুলোর প্রেট্রোলিয়ামের অন্তভূর্ক্ত করার কারণ কী?
Ο ক) নিম্ন চাপ এগুলো কঠিন
Ο খ) উচ্চ চাপে এগুলো তরল
Ο গ) উচ্চ চাপে এগুলো কঠিন
Ο ঘ) নিম্ন চাপে এগুলো তরল
সঠিক উত্তর: (খ)
১৮৮. কার্বনযুক্ত স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত জৈব পদার্থ-
i. পিট
ii. উচ্চচাপে ও তাপে পরিবর্তিত হয়ে কয়লায় পরিণত হয়
iii. আংশিক পাতন প্রক্রিয়ায় পরিশোধিত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৯. খড়িমাটি কী প্রকৃতির?
Ο ক) এসিডিক
Ο খ) ক্ষারীয়
Ο গ) কাদাযুক্ত
Ο ঘ) বালুযুক্ত
সঠিক উত্তর: (খ)
১৯০. উদ্ভিদ কোষের প্রোটোপ্লজোমে শতকরা পানির পরিমাণ কত?
Ο ক) ৫০-৬০ ভাগ
Ο খ) ৫০-৭০ ভাগ
Ο গ) ৫০-৭৫ ভাগ
Ο ঘ) ৮৫-৯৫ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
১৯১. সবচেয়ে নরম খনিজ কোনটি?
Ο ক) হীরা
Ο খ) ট্যালক
Ο গ) সিলিকা
Ο ঘ) চুনাপাথর
সঠিক উত্তর: (খ)
১৯২. প্রাকৃতিক গ্যাস ব্যবহারে আমাদের সচেতন হতে হবে কেন?
Ο ক) প্রাকৃতিক গ্যাস আমাদের জাতীয় গৌরব বলে
Ο খ) গ্যাস শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় বলে
Ο গ) গ্যাসের পরিমাণ নির্দিষ্ট ও সীমিত বলে
Ο ঘ) গ্যাসের জ্বালানিরূপে চাহিদা যথেষ্ট বলে
সঠিক উত্তর: (গ)
১৯৩. কোনটি জীবাশ্মা জ্বালানি নয়?
Ο ক) গ্যাস
Ο খ) খনিজ
Ο গ) কয়লা
Ο ঘ) গোবর
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. কার্বনের রূপভেদ- i. Graphite ii. Diamond iii. Gold নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৫. কোন মাটিকে পানিযুক্ত মাটি নিয়ে ঘষলে মসৃণ অণুভূত হয়?
Ο ক) বালিমাটি
Ο খ) এঁটেল মাটি
Ο গ) পলিমাটি
Ο ঘ) কাদামাটি
সঠিক উত্তর: (গ)
১৯৬. নিচের কোনটি অধাতব খনিজ পদার্থ?
Ο ক) তামা
Ο খ) সোনা
Ο গ) রূপা
Ο ঘ) মাইকা
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. মাটিতে পানি না থাকলে সবচেয়ে বড় সমস্যা কী দেখা দেয়?
Ο ক) সেচ দেওয়া লাগে
Ο খ) কেঁচো বাঁচে না
Ο গ) গাছ জন্মায় না
Ο ঘ) মরুময়তা দেখা দেয়
সঠিক উত্তর: (গ)
১৯৮. মাটি পানি ধরে রাখার ক্ষমতা নির্ভর করে কিসের উপর?
Ο ক) মাটির রন্ধ্রের উপর
Ο খ) মাটির খনিজ পদার্থের উপর
Ο গ) মাটিতে সারের পরিমাণের উপর
Ο ঘ) মাটিতে গাছের পরিমাণের উপর
সঠিক উত্তর: (ক)
১৯৯. মাটির ২য় স্তরকে কী বলে?
Ο ক) উপসয়েল
Ο খ) সাবসয়েল
Ο গ) সারফেস সয়েল
Ο ঘ) হিউমাস
সঠিক উত্তর: (খ)
২০০. মাটিতে কোন ধাতুর লবণ পাওয়া যায় না?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) ম্যাগনেসিয়াম
Ο গ) পটাসিয়াম
Ο ঘ) লিথিয়াম
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science