এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৮: আমাদের সম্পদ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৮: আমাদের সম্পদ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. কয়লার প্রকারভেদ-
i. অ্যানথ্রাসাইট
ii. বিটুমিনাস
iii. লিমোনাইট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০২. pH মান-
i. ৭ এর বেশি হলে মাটি ক্ষারীয় হয়
ii. ৭ এর কম হলে মাটি এসিডীয় হয়
iii. ৭ হলে তা ফসল চাষের জন্য ভালো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৩. ডোবা ও আর্দ্র এলাকার সাধারণত কোন মাটি পাওয়া যায়?
Ο ক) খড়ি মাটি
Ο খ) পিটি মাটি
Ο গ) কাঁদামাটি
Ο ঘ) পলিমাটি
 সঠিক উত্তর: (খ)

 ১০৪. নিচের কোনটি পানিবাহিত মাটি?
Ο ক) দোআঁশ মাটি
Ο খ) কাদা মাটি
Ο গ) পলি মাটি
Ο ঘ) খড়ি মাটি
 সঠিক উত্তর: (গ)

 ১০৫. রাসায়নিক সার ব্যবহারে কী ঘটে?
Ο ক) মাটির পানি ধারণক্ষমতা বাড়ে
Ο খ) উপকারী অণুজীব ধ্বংস হয়
Ο গ) গাছ পালা নষ্ট হয়
Ο ঘ) মাটিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়
 সঠিক উত্তর: (খ)

 ১০৬. কয়লা উত্তোলনের পদ্ধতি কয়টি?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. বাংলাদেশে শতকরা কত ভাগ প্রাকৃতিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়?
Ο ক) ২০ ভাগ
Ο খ) ৫১ভাগ
Ο গ) ৩০ ভাগ
Ο ঘ) ১১ ভাগ
 সঠিক উত্তর: (খ)

 ১০৮. ঘাস কাটার সময় কী লক্ষ্য করা উচিত?
Ο ক) ঘাস যাতে অনেক বড় না থাকে
Ο খ) গোড়াসহ যাতে কাটা হয়
Ο গ) মাটিতে যাতে ঘাস অবশিষ্ট না থাকে
Ο ঘ) কাটার পড়ে ঘাস যাতে অনেক ছোট না হয়ে যায়
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৯. জমিতে রাসায়নিক সারের বদলে কোন ধরনের সার ব্যবহার করা উত্তম?
Ο ক) ইউরিয়া সার
Ο খ) জৈব সার
Ο গ) পটাশ সার
Ο ঘ) ফসফেট সার
 সঠিক উত্তর: (খ)

 ১১০. আলু চাষের জন্য মাটির pH এর মান কত?
Ο ক) ৫-৬
Ο খ) ৭-৮
Ο গ) ৮-৯
Ο ঘ) ৯-১০
 সঠিক উত্তর: (ক)

 ১১১. অধাতু হলেও দ্যুতি আছে কোন খনিজের?
Ο ক) হীরা
Ο খ) গ্রাফাইট
Ο গ) কয়লা
Ο ঘ) গ্যাস
 সঠিক উত্তর: (ক)

 ১১২. পলি মাটিতে-
i. বিদ্যমান কণাগুলো দানাদার, মসৃণ
ii. জৈব ও খনিজ পদার্থ থাকে
iii. পানি ধারণক্ষমতা সবচেয়ে কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৩. খনিজ পদার্থ কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ১১৪. অণুজীবের জন্য ক্ষতিকর কোনটি?
Ο ক) আয়রন
Ο খ) ম্যাগনেসিয়াম
Ο গ) মারকারি
Ο ঘ) সোডিয়াম
 সঠিক উত্তর: (গ)

 ১১৫. সামান্য বৃষ্টিপাতের জলাবদ্ধতা সৃষ্টি কোন ধরনের মাটিতে?
Ο ক) কাদা মাটিতে
Ο খ) পলি মাটি
Ο গ) বেলে মাটি
Ο ঘ) দোআঁশ মাটি
 সঠিক উত্তর: (ক)

 ১১৬. মানুষের মলমুত্র মাটিকে দূষিত করে কেন?
Ο ক) রোগ সৃষ্টিকারী জীবাণু থাকায়
Ο খ) নাইট্রোজেনের উপস্থিতি থাকায়
Ο গ) পচনশীল জৈব পদার্থ থাকায়
Ο ঘ) অদ্রবণীয় পদার্থের উপস্থিতি থাকায়
 সঠিক উত্তর: (ক)

 ১১৭. বালু মাটির পানি ধারণ ক্ষমতা কম। এর প্রভাবে-
i. বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হয়
ii. শিকড় পচে ফসল উৎপাদন ব্যাবহত
iii. গ্রীষ্মকালে উদ্ভিদের পানির স্বল্পতা দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১১৮. উচ্চ তেজস্ক্রিয় ফলে-
i. রেডন উৎপন্ন হয়
ii. গাছপালা মরে যায়
iii. মানুষের রোগ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৯. পলিমাটি অত্যন্ত উর্বর। কিন্তু অতিরিক্ত পলি ( যেমন-নদী ভাঙনের ফলে সৃষ্ট পলির) প্রভাব কী?
Ο ক) মাটির উৎপাদন স্তরকে ঢেকে দেয়
Ο খ) মাটির স্তরবিন্যাস ধ্বংস করে দেয়
Ο গ) মাটির রাসায়নিক সংযুক্তি নষ্ট করে
Ο ঘ) মাটির ভৌত গুণাগুণ বিনষ্ট করে
 সঠিক উত্তর: (ক)

 ১২০. কোন প্রকার মাটির পানি ধারন ক্ষমতা সবচেয়ে কম?
Ο ক) বালু মাটি
Ο খ) পলিমাটি
Ο গ) কাঁদামাটি
Ο ঘ) দোআঁশ মাটি
 সঠিক উত্তর: (ক)

 ১২১. রেডন, রেডিয়াম, থোরিয়াম-
i. সবই তেজস্ক্রিয় পদার্থ
ii. প্রাণিদেহে ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে
iii. মাটির উর্বরতা শক্তি নষ্ট করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২২. গাছ পানি গ্রহণ করে নিম্নোক্ত অঙ্গের সাহায্য-
i. শিকড়
ii. স্টোমাটা
iii. বাকলের মাঝে ফাঁটল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. রেডিও এবং কাচ তৈরিতে অভিন্ন খনিজ পদার্থ ব্যবহৃত হয়। এক্ষেত্রে দ্রব্যগুলো কোন পদার্থ দিয়ে তৈরি করা হয়?
Ο ক) কোয়ার্টজ
Ο খ) ট্যালক
Ο গ) মাইকা
Ο ঘ) ফেলসপার
 সঠিক উত্তর: (ক)

 ১২৪. সাম্প্রতিককালে পাহাড় ধসে কোন এলাকার অনেক প্রাণহানি হয়েছে?
Ο ক) সিলেট
Ο খ) রাঙামাটি
Ο গ) খাগড়াছড়ি
Ο ঘ) চট্রগ্রাম
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৫. শিল্প কারখানার কতভাগ প্রাকৃতিক গ্যাসে প্রয়োজন?
Ο ক) ২২%
Ο খ) ১৫%
Ο গ) ১১%
Ο ঘ) ৫%
 সঠিক উত্তর: (ক)

 ১২৬. ওপেন পিট মাইনিং এর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে-
i. এতে নিম্নমানের কয়লা পাওয়া যাবে
ii. কয়লার স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবে
iii. ব্যাপক আকারে মাটি খনন করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১২৭. পলিমাটিতে খনিজ পদার্থ থাকে-
Ο ক) অতি ক্ষুদ্র পরিমাণ
Ο খ) অনেক বেশি পরিমাণ
Ο গ) বেশি পরিমাণ
Ο ঘ) সামান্য পরিমাণ
 সঠিক উত্তর: (ক)

 ১২৮. আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়?
Ο ক) ৫০
Ο খ) ৫১
Ο গ) ৫২
Ο ঘ) ৫৩
 সঠিক উত্তর: (খ)

 ১২৯. বিটুমিনাস এ কার্বনের পরিমাণ কত?
Ο ক) ৪০-৫০%
Ο খ) ৫০-৬০%
Ο গ) ৫০-৮০%
Ο ঘ) ৬০-৯৫%
 সঠিক উত্তর: (গ)

 ১৩০. পলি মাটির বৈশিষ্ট্য-
i. কণাগুলো ছোট
ii. উর্বর প্রকৃতির
iii. উদ্ভিদের পুষ্টিকর উপাদান থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩১. নিচের কোনটিকে মাটি দূষণের কারণ বললে ভুল হবে?
Ο ক) ভারী বৃষ্টিপাত
Ο খ) নদীর পানির স্রোত
Ο গ) ঝড়ো বাতাস
Ο ঘ) নদীর পাড়ের নিচে লাগানো
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩২. কোন মাটিতে ফসল চাষের জন্য জৈব সার প্রয়োগে অত্যাবশ্যকীয়?
Ο ক) বালিমাটি
Ο খ) পলিমাটি
Ο গ) দোআঁশমাটি
Ο ঘ) কাঁদামাটি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৩. মাটির pH এর মান কত হলে যব ভাল উৎপাদন হয়?
Ο ক) ৫
Ο খ) ৬
Ο গ) ৭
Ο ঘ) ৮
 সঠিক উত্তর: (গ)

 ১৩৪. ডোবা ও আর্দ্র এলাকায় কোন ধরনের মাটি পাওয়া যায়?
Ο ক) খড়িমাটি
Ο খ) পিটি মাটি
Ο গ) পলিমাটি
Ο ঘ) বালু মাটি
 সঠিক উত্তর: (খ)

 ১৩৫. বেশিরভাগ খনিজ পদার্থ-
i. মাটি ও শিলাতে তরল অবস্থায় পাওয়া যায়
ii. নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তিতে থাকে
iii. ধাতব ও অধাতব দুটোই হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৬. মাটিতে বিদ্যমান অজৈব খনিজ পদার্থ কোনটি?
Ο ক) মিথেন
Ο খ) হিউমাস
Ο গ) পেট্রোল
Ο ঘ) কোয়ার্টাজ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৭. টপ সায়েল-
i. স্তরের মাটি বালুময়
ii. মাটির ২য় স্তর
iii. স্তরে হিউমাসের পরিমাণ বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৮. তুমি পানি দূষণের কারণগুলো সম্পর্কে জ্ঞান। এর সাথে মাটি দূষণ কীভাবে সম্পর্কযুক্ত?
Ο ক) বেশির ভাগ ক্ষেত্রে পানি ও মাটি দূষণের কারণ অভিন্ন
Ο খ) সমভূমি এলাকার পানি ও মাটি দূষণের কারণ অভিন্ন
Ο গ) অল্পকিছু ক্ষেত্রে পানি ও মাটি দূষণের কারণ অভিন্ন
Ο ঘ) বনভূমি এলাকায় পানি ও মাটি দূষণের কারণ অভিন্ন
 সঠিক উত্তর: (ক)

 ১৩৯. খনিজ পদার্থসমূহ সাধারণত কী রূপ হয়?
Ο ক) তরল
Ο খ) দানাদার
Ο গ) অকঠিন
Ο ঘ) হিমায়িত
 সঠিক উত্তর: (খ)

 ১৪০. নিচের তথ্যগুলো লক্ষ করো-
i. মাটি তৈরি হয় শিলা থেকে
ii. মাটিকে মূলত চার ভাগে ভাগ করা হয়ে থাকে
iii. মাটিতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪১. মাটি ক্ষয়ের ফলে-
i. মাটির উর্বরতা ধ্বংস হয়
ii. মাটির নিচের খনিজ বাইরে বের হয় আসে
iii. মাটি ধ্বংস প্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪২. তেজস্ক্রিয় পদার্থ দ্বারা মাটি দূষণের পরিণতি হচ্ছে-
i. মাটির উর্বরতা বিণষ্ট হওয়া
ii. প্রাণিদেহে ক্যান্সারের সৃষ্টি হওয়া
iii. গাছপালা মরে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৩. গহনা ও ধাতব মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) Ag
Ο খ) Fe
Ο গ) Za
Ο ঘ) Sio2
 সঠিক উত্তর: (ক)

 ১৪৪.
Ο ক)
Ο খ)
Ο গ)
Ο ঘ)
 সঠিক উত্তর:

 ১৪৫. ধাতুর জৈব লবণে বিদ্যমান- i. আয়োডিন ii. ক্যালসিয়াম iii. পটাসিয়াম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৪৬. হীরা কী তৈরিতে ব্যবহৃত হয়?
Ο ক) গহনা
Ο খ) খেলনা
Ο গ) শোপিস
Ο ঘ) পেন্সিল
 সঠিক উত্তর: (ক)

 ১৪৭. ইউরিয়া সারের কাঁচামাল কোনটি?
Ο ক) ইথেন
Ο খ) প্রোপেন
Ο গ) বিউটেন
Ο ঘ) মিথেন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৮. কোন মাটিতে সূক্ষ্ম রান্ধ্র বিদ্যমান?
Ο ক) পলিমাটি
Ο খ) বালি মাটি
Ο গ) এঁটেল মাটি
Ο ঘ) কাদা মাটি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৯. হিউমাস এর রং কী?
Ο ক) লালচে
Ο খ) খয়েরী
Ο গ) কালচে
Ο ঘ) সবুজাভ
 সঠিক উত্তর: (গ)

 ১৫০. প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়। এক্ষেত্রে কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
Ο ক) গ্যাসের বর্ণ পরীক্ষা করে
Ο খ) গ্যাসের গঠন পরীক্ষা করে
Ο গ) গ্যাসের উষ্ণতা নির্ণয় করে
Ο ঘ) গ্যাসের চাপ নির্ণয় করে
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post