এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৭: অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৭: অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. কোমল নানীয়সমূহে কি দ্রবীভূত থাকে?
Ο ক) বেকিং সোডা
Ο খ) এসিটিক এসিড
Ο গ) অক্সালিক এসিড
Ο ঘ) সোডিয়াম ক্লোরাইড
 সঠিক উত্তর: (ক)

 ২০২. ফেনফথ্যালিনের অম্লীয় মাধ্যমে বর্ণ কীরূপ?
Ο ক) লাল
Ο খ) কমলা
Ο গ) গোলাপি
Ο ঘ) বর্ণহীন
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৩. গ্যাস্ট্রিকের ব্যথা বা এসিডিটির কারণে আমরা কি খাই?
Ο ক) চুন
Ο খ) চুনাপাথর
Ο গ) এন্টাসিড
Ο ঘ) HCI
 সঠিক উত্তর: (গ)

 ২০৪. কাপড় কাঁচার সোডা-
i. সোডয়াম কার্বনেট
ii. ক্ষার জাতীয় পদার্থ
iii. নীল লিটমাস লাল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. pH এর মান নিয়ন্ত্রণ আবশ্যক-
i. ঔষধে
ii. কলমের কালিতে
iii. খাদ্যদ্রব্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৬. pH এর মান কত এর বেশি হলে মাটির উর্বরতা নষ্ট হয়?
Ο ক) ১.৫
Ο খ) ৯.৫
Ο গ) ২.৫
Ο ঘ) ৮.৫
 সঠিক উত্তর: (খ)

 ২০৭. পাকস্থলীতে খাদ্য হজমের জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) এসিড
Ο খ) ক্ষার
Ο গ) লবণ
Ο ঘ) অক্সিজেন
 সঠিক উত্তর: (ক)

 ২০৮. পাকস্থলীতে এসিডিটি তৈরির কারণ কোনটি?
Ο ক) চকলেট
Ο খ) ভাত
Ο গ) পানি
Ο ঘ) সল্ট
 সঠিক উত্তর: (ক)

 ২০৯. নাজমুল সাহেবের গ্যাস্ট্রিক অর্থাৎ এসিডিটির সমস্যা রয়েছে কারণ-
i. তিনি অতিরিক্ত দুশ্চিন্তা করেন
ii. তিনি নিয়মিত ও সময়মতো খাওয়াদাওয়া করেন না
iii. তার ঠিকমতো ঘুম হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১০. জৈব এসিড সমৃদ্ধ ফল- i. আম ii. জলপাই iii. লেবু নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১১. নিরপেক্ষ জলীয় দ্রবণে pH এর মান কত?
Ο ক) 0
Ο খ) 7
Ο গ) 12
Ο ঘ) 14
 সঠিক উত্তর: (খ)

 ২১২. ক্ষত সারাতে নিম্বের কোন ভিটামিনটি খুবই সহায়ক হিসেবে কাজ করে?
Ο ক) ভিটামিন এ
Ο খ) ভিটামিন বি
Ο গ) ভিটামিন সি
Ο ঘ) ভিটামিন ডি
 সঠিক উত্তর: (গ)

 ২১৩. মৌমাছি হুল ফুটালে কোনটি নিঃসৃত হয়?
Ο ক) মেলিটিন
Ο খ) ফরমিক এসিড
Ο গ) অ্যাপামিন
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৪. বেকিং সোডা কি ধরনের এসিড?
Ο ক) শক্তিশালী এসিড
Ο খ) দুর্বল এসিড
Ο গ) ক্ষারক
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ২১৫. ঘনমাত্রার একক কোনটি?
Ο ক) মোল সংখ্যা
Ο খ) মোল সংখ্যা/লিটার দ্রবণ
Ο গ) মোল সংখ্যা-লিটার দ্রবণ
Ο ঘ) লিটার দ্রবণ
 সঠিক উত্তর: (খ)

 ২১৬. কোনটি এসিডিটি নিস্ক্রিয় করতে পারে?
Ο ক) শিম
Ο খ) এ্যাসপারাগাস
Ο গ) গাজর
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৭. অম্লের বৈশিষ্ট্য হচ্ছে-
i. টক স্বাদযুক্ত
ii. নীল লিটমাসকে লাল করে
iii. অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৮. ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কী উৎপন্ন করে?
Ο ক) এসিড
Ο খ) ক্ষারক
Ο গ) লবণ
Ο ঘ) পানি
 সঠিক উত্তর: (গ)

 ২১৯. বাসাবাড়িতে পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
Ο খ) সোডিয়াম হাইড্রোক্সাইড
Ο গ) সালফিউরিক এসিড
Ο ঘ) হাইড্রোক্লোরিক এসিড
 সঠিক উত্তর: (ক)

 ২২০. পাকস্থলীতে এসিডিটি বাড়িয়ে দেয়-
i. ভাজাপোড়া
ii. তেলুযুক্ত খাবার
iii. চর্বি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২১. নির্দেশক ব্যবহার খুব সহজে কি শনাক্ত করা যায়?
Ο ক) এসিড
Ο খ) লবণ
Ο গ) এসিড ও ক্ষারক
Ο ঘ) রং
 সঠিক উত্তর: (ক)

 ২২২. কোনটি এসিডিটি কমাতে পারে?
Ο ক) পুইঁশাক
Ο খ) চকলেট
Ο গ) মসলাযুক্ত খাবার
Ο ঘ) রসুন
 সঠিক উত্তর: (ক)

 ২২৩. নিচের কোনটি এসিডিটি কমাতে সাহায্য করে?
Ο ক) কিচমিচ
Ο খ) খেজুর
Ο গ) পেপে
Ο ঘ) সবকটি
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৪. নির্দেশক কী?
Ο ক) এক ধরনের পেপার
Ο খ) একটি রাসায়নিক পদার্থ
Ο গ) ছক টেবিল
Ο ঘ) একটি নির্দেশকা
 সঠিক উত্তর: (খ)

 ২২৫. KOH এর সাথে নিচের কোন পদার্থটি সাবান তৈরিতে অপরিহার্য?
Ο ক) সালফিউরিক এসিড
Ο খ) সোডিয়াম স্টিয়ারেট
Ο গ) পটাশিয়াম স্টিয়ারেট
Ο ঘ) তেল বা চর্বি
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৬. বেকিং সোডা ব্যবহারে পাউরুটি ফুলে কেন?
Ο ক) কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বলে
Ο খ) বেশি গরম হয় বলে
Ο গ) এটি পানিকে বাষ্পীভূত করে বলে
Ο ঘ) এটি বায়ু শোষণ করে বলে
 সঠিক উত্তর: (ক)

 ২২৭. এসিডিটির জন্য-
i. দায়ী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ
ii. অধিক পেঁপে খাওয়া উচিত
iii. লেটুসপাতা খাওয়া উচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২২৮. লবণ তৈরি হয়-
i. এসিড ও ক্ষারের বিক্রিয়ায়
ii. পানিতে ক্ষারক দ্রবীভূত হয়ে
iii. ধাতু ও এসিডের বিক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২২৯. প্রোটিনযুক্ত খাবার খেলে পাকস্থলিতে এসিডের পরিমাণ কেমন হবে?
Ο ক) কমে যায়
Ο খ) বেড়ে যায়
Ο গ) স্বাভাবিক থাকে
Ο ঘ) সবকটি
 সঠিক উত্তর: (খ)

 ২৩০. এসিডিটি কমাতে সাহায্য করে-
i. লেটুসপাতা
ii. ফুলকপি
iii. মিষ্টি ভুট্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩১. মিথাইল রেড ক্ষারকে ধারণকৃত রঙ কোনটি?
Ο ক) লাল
Ο খ) হলুদ
Ο গ) গোলাপি
Ο ঘ) বর্ণহীন
 সঠিক উত্তর: (খ)

 ২৩২. কোনটি এসিডটি বাড়ায়?
Ο ক) মসলাযুক্ত খাবার
Ο খ) পুইঁশাক
Ο গ) আদা চা
Ο ঘ) খেজুর
 সঠিক উত্তর: (ক)

 ২৩৩. টয়লেট পরিষ্কারের জন্য যে পরিষ্কারক ব্যবহার করা হয় তার মূল উপাদান কোনটি?
Ο ক) HCI
Ο খ) HNO3
Ο গ) H2SO4
Ο ঘ) সবকটি
 সঠিক উত্তর: (ঘ)

 উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: অপু ও দীপু, দুই ভাই। অপু নিয়মিত দাঁত ব্রাস করলেও দীপু করেন। ফলে দীপুর দাঁতে কালো দাগ পড়ে যায়।

 ২৩৪. কোনটি উৎপন্ন হওয়ার কারণে দীপুর দাঁতে কালো দাগ পড়ে?
Ο ক) এসিড
Ο খ) ক্ষার
Ο গ) লবণ
Ο ঘ) ব্যাকটেরিয়া
 সঠিক উত্তর: (ক)

 ২৩৫. অপু নিয়মিত ব্রাস করার কারণে সংঘটিত বিক্রিয়াটি-
i. একটি প্রশমন বিক্রিয়া
ii. দাঁতকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে
iii. কিছু কিছু ব্যাকটেরিয়া ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post