এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৭: অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৭: অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. এসিড ও ক্ষারক বৈশিষ্ট্যে পরস্পরের কীরূপ?
Ο ক) অভিন্নধর্মী
Ο খ) ভিন্নধর্মী
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) বিপরীতধর্মী
 সঠিক উত্তর: (ঘ)

 ১০২. অতিরিক্ত এসিড বা ক্ষার যোগ করলে-
i. অণুজীব মারা যায়
ii. গাছপালার জৈবিক কার্যকলাপ ব্যাহত হয়
iii. pH অস্বাভাবিক হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৩. পাকস্থলীর এসিডিটি নিয়ন্ত্রণ রাখার জন্য করা উচিত?
Ο ক) অধিক পেয়াজ, রসুন সমৃদ্ধ খাবার গ্রহণ করা
Ο খ) অধিক মাত্রায় ঘুমানো
Ο গ) অধিক চা, কফি পান করা
Ο ঘ) দুশ্চিন্তামুক্ত থাকা
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৪. ক্ষারক লাল লিটমাসকে কী করে?
Ο ক) নীল
Ο খ) কালো
Ο গ) হলুদ
Ο ঘ) গোলাপী
 সঠিক উত্তর: (ক)

 ১০৫. ক্ষারকের মধ্যে লিটমাস দ্রবনের রং?
Ο ক) নীল
Ο খ) লাল
Ο গ) হলুদ
Ο ঘ) গোলাপি
 সঠিক উত্তর: (ক)

 ১০৬. শক্তিশালী এসিড-
i. শরীরে পড়লে ক্ষত সৃষ্টি হয়
ii. কাপড়ে পড়লে পুড়ে যায়
iii. টয়লেট পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৭. আভিধানিক অর্থে pH এর অর্থ কী?
Ο ক) হাইড্রোজেনের ক্ষমতা
Ο খ) হাইড্রোজেন আয়নের প্রাবল্য
Ο গ) হাইড্রোক্সিল আয়নের ক্ষমতা
Ο ঘ) হাইড্রাইভ আয়নের ক্ষমতা
 সঠিক উত্তর: (খ)

 ১০৮. কোমল পানীয়তে থাকে কোনটি?
Ο ক) প্রোটিন
Ο খ) HCI
Ο গ) সোডিয়াম বাইকার্বনেট
Ο ঘ) হাইড্রোজেন
 সঠিক উত্তর: (গ)

 ১০৯. কোন দ্রবণের pH এর মান 7 এর বেশী হলে লাল লিটমাস পেপার কোন বর্ণ ধারণ করে?
Ο ক) লাল
Ο খ) নীল
Ο গ) গোলাপী
Ο ঘ) বেগুণী
 সঠিক উত্তর: (খ)

 ১১০. মানুষের শরীরে ঝলসে যায় কোনটির জন্য?
Ο ক) অ্যাসকরবিক এসিড
Ο খ) সাইট্রিক এসিড
Ο গ) নাইট্রিক এসিড
Ο ঘ) সোডিয়াম বাই কার্বনেট
 সঠিক উত্তর: (গ)

 ১১১. মানুষের মুখের ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন এসিড-
i. দাঁতের এনামেল নষ্ট করে
ii. টুথপেস্ট দ্বারা প্রশমিত হয়
iii. টুথপেস্টের ক্ষারের সাথে ক্রিয়ার লবণ উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১২. কোনিট দুর্বল এসিড?
Ο ক) সালফিউরিক এসিড
Ο খ) নাইট্রিক এসিড
Ο গ) সাইট্রিক এসিড
Ο ঘ) হাইড্রোক্লারিক এসিড
 সঠিক উত্তর: (গ)

 ১১৩. তুঁতে ব্যবহার করা হয়-
i. শৈবালের উৎপাদন রোধ করতে
ii. শিল্পকারখানায় প্রভাবক হিসেবে
iii. কৃষিজমিতে ব্যকটেরিয়া প্রতিরোধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৪. কোন দ্রবণের pH এর মান 7 এর কম হলে নীল লিটমাস পেপার কোন বর্ণ ধারণ করে?
Ο ক) লাল
Ο খ) নীল
Ο গ) গোলাপী
Ο ঘ) বেগুণী
 সঠিক উত্তর: (ক)

 ১১৫. pH মানের উপর ভিত্তি করে মাটি কত রকমের হতে পারে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (খ)

 ১১৬. পাকস্থলীর এসিডিটি বেড়ে যেতে পারে-
i. অম্লীয় পানীয় খালি পেটে পান করলে
ii. পেয়াজ, রসুন ইত্যাদি মসলাযুক্ত খাবার কম খেলে
iii. চা, কফি জাতীয় পানীয় পান করলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১১৭. লাল লিটমাস কাগজ ক্ষারকে কী রং ধারণ করে?
Ο ক) নীল
Ο খ) হলুদ
Ο গ) গোলাপি
Ο ঘ) বর্ণহীন
 সঠিক উত্তর: (ক)

 ১১৮. এসিডিটি কমাতে সাহায্য করে-
i. পুঁইশাক
ii. তৈলযুক্ত ও চর্বি জাতীয় খাবার
iii. নিয়মিত ঘুম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৯. মাটির pH সাধারণ কত হয়?
Ο ক) ৪-৮
Ο খ) ৮-১২
Ο গ) ১২-১৬
Ο ঘ) ৪-৬
 সঠিক উত্তর: (ক)

 ১২০. আমাদের ত্বকের pH কত?
Ο ক) ৪-৭
Ο খ) ৪-৫
Ο গ) ৪-৬
Ο ঘ) ৪-৮
 সঠিক উত্তর: (গ)

 ১২১. এসিড ছোড়ার আইন বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন হিসেবে কত সালে পাস হয়?
Ο ক) ১৯৭৫
Ο খ) ১৯৮৫
Ο গ) ১৯৯৫
Ο ঘ) ২০০০
 সঠিক উত্তর: (গ)

 ১২২. জীবাণুমূলক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) টেবিল লবণ
Ο খ) টেস্টিং সল্ট
Ο গ) ফিটকিরি
Ο ঘ) গ্লুবার লবণ
 সঠিক উত্তর: (গ)

 ১২৩. বেকিং সোডা-
i. ক্ষারজাতীয় পদার্থ
ii. বদহজম সমস্যার সমাধান দেয়
iii. পাকস্থলীতে এসিডিটি বাড়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১২৪. সমীক্ষায় দেখা গেছে এসিড সন্ত্রাসের শিকার হন-
Ο ক) স্কুল ছাত্রী
Ο খ) কলেজ ছাত্রী
Ο গ) গৃহবধু
Ο ঘ) সবকটি
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৫. ক্ষারক-
i. এসিডের সাথে বিক্রিয়ায় লবণ উৎপন্ন করে
ii. পানিতে হাইড্রোক্সাইড আয়ন দেয়
iii. পানিতে হাইড্রোজেন আয়ন দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১২৬. মাটি সাধারণত হতে পারে- i. অম্লীয় ii. ক্ষারীয় iii. নিরপেক্ষ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৭. জলীয় দ্রবনে আংশিকভাবে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন (H) উৎপন্ন করে তাকে কি বলে?
Ο ক) শক্তিশালী এসিড
Ο খ) দুর্বল এসিড
Ο গ) খনিজ লবণ
Ο ঘ) ক্ষারক
 সঠিক উত্তর: (খ)

 ১২৮. ধমনীর রক্তের pH হল-
Ο ক) প্রায় ৭.৮
Ο খ) প্রায় ৭.৮
Ο গ) প্রায় ৭.২
Ο ঘ) প্রায় ৮.৪
 সঠিক উত্তর: (খ)

 ১২৯. তীব্র এসিড জলীয় দ্রবণে-
i. সম্পূর্ণরূপে বিয়োজিত হয়
ii. আংশিক বিয়োজিত হয়
iii. সম পরিমাণ হাইড্রোজেন আয়ন দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩০. pH নির্ণয় ও নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়-
i. আলোকচিত্র সংক্রান্ত রাসায়নিক বিক্রিয়ায়
ii. রং তৈরি ও ব্যবহারে
iii. ধাতব পদার্থের ইলেকট্রোপ্লোটিং এ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩১. অ্যাসিডিটি জন্য দায়ী- i. মাংস ii. পোলাও iii. বিরিয়ানী নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩২. পাকস্থলিতে এসিডিটি বাড়ায়-
i. ভেজা পোড়া
ii. তৈলযুক্ত ও চর্বি জাতীয় খাবার
iii. নিয়মিত ঘুম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৩. মৌমাছি হুল ফুটালে নিঃসৃত হয়-
i. মেলিটিন
ii. ক্যালসিয়াম
iii. অ্যাপামিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৪. ডিটারজেন্ট তৈরিতে অণুতে কত অণু পানি উপস্থিত থাকে?
Ο ক) পাঁচ
Ο খ) দশ
Ο গ) তের
Ο ঘ) চব্বিশ
 সঠিক উত্তর: (খ)

 ১৩৫. কাপড় কাচার সাবানের উপাদান কোনটি?
Ο ক) পটাসিয়াম হাইড্রোক্সাইড
Ο খ) সোডিয়াম হাইড্রোক্সাইড
Ο গ) অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
Ο ঘ) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
 সঠিক উত্তর: (খ)

 ১৩৬. বেকিং সোডার তাপ দিলে কী উৎপন্ন হয়?
Ο ক) কার্বন ডাইঅক্সাইড
Ο খ) হাইড্রোজেন
Ο গ) অক্সিজেন
Ο ঘ) কার্বন
 সঠিক উত্তর: (ক)

 ১৩৭. কেক, বিস্কুট বা পাউরুটি ফোলাতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) টেস্টিং সল্ট
Ο খ) বেকিং সোডা
Ο গ) এসিটিক এসিড
Ο ঘ) ল্যাকটিক এসিড
 সঠিক উত্তর: (খ)

 ১৩৮. ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়?
Ο ক) নিউমোনিয়া
Ο খ) সিফিলিস
Ο গ) রাতকানা
Ο ঘ) স্কার্ভি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৯. বাসাবাড়িতে পরিষ্কারক হিসেবে কি ব্যবহৃত হয়?
Ο ক) সোডিয়াম হাইড্রক্সাইড
Ο খ) অ্যামোনিয়াম হাইড্রক্সাইড
Ο গ) পটাসিয়াম হাইড্রক্সাইড
Ο ঘ) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড
 সঠিক উত্তর: (খ)

 ১৪০. পাকস্থলীতে এসিডিটির কারণ-
i. অনিয়মিত ঘুম
ii. অতিরিক্ত চকলেট খাওয়া
iii. পেঁপে জাতীয় ফল খাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪১. নিরপেক্ষ দ্রবণে ক্ষার যোগ করতে থাকলে pH মানের কীরূপ পরিবর্তন ঘটে?
Ο ক) বাড়তে থাকে
Ο খ) কমতে থাকে
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) সামান্য বাড়ে
 সঠিক উত্তর: (ক)

 ১৪২. বাজারে প্রাপ্ত প্রসাধনী সামগ্রীতে pH মান কত লেখা থাকে?
Ο ক) ৫.৫
Ο খ) ৬.৫
Ο গ) ৪.৫
Ο ঘ) ৫.৬
 সঠিক উত্তর: (ক)

 ১৪৩. দুর্বল এসিড-
i. দ্রবণে আংশিক বিয়োজিত হয়
ii. অক্সালিক এসিড
iii. অজৈব যৌগও হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৪. আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি pH হল-
Ο ক) চার
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ১৪৫. কোনটি খেলে এসিড কমে?
Ο ক) পেয়াজ
Ο খ) রসুন
Ο গ) আদা চা
Ο ঘ) চকলেট
 সঠিক উত্তর: (গ)

 ১৪৬. বেকিং সোডার অন্য নাম কি?
Ο ক) সোডিয়াম বাইকার্বোনেট
Ο খ) সোডিয়াম অক্সালাই
Ο গ) সোডিয়াম ফরমেট
Ο ঘ) সোডিয়াম সিলিকেট
 সঠিক উত্তর: (ক)

 ১৪৭. রনির এসিডিটির সমস্যা প্রায়ই দেখা যায়। খাদ্য হিসেবে তাকে কোনটি গ্রহণ করতে হবে?
Ο ক) গাজর
Ο খ) তৈলাক্ত খাবার
Ο গ) মাখন
Ο ঘ) চা
 সঠিক উত্তর: (ক)

 ১৪৮. টেস্টিং সল্ট কোনটি?
Ο ক) ক্যালসিয়াম ক্লোরাইড
Ο খ) সোডিয়াম ক্লোরাইড
Ο গ) সোডিয়াম গ্লুটামেট
Ο ঘ) ম্যাগনেসিয়াম ক্লোরাইড
 সঠিক উত্তর: (গ)

 ১৪৯. বোলতা ও বিচ্ছুর হুলে কি থাকে?
Ο ক) হিস্টামিন
Ο খ) মেলিটিন
Ο গ) অ্যাপামিন
Ο ঘ) ক্যালামিন
 সঠিক উত্তর: (ক)

 ১৫০. মৌমাছি হুল ফুটালে আমরা কি লোশন ব্যবহার করি?
Ο ক) ক্যালামিন
Ο খ) পেনিসিলিন
Ο গ) পেভিশন
Ο ঘ) সবকটি
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post