এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৭: অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৭: অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. pH মান-
i. ৭ এর সমান হলে দ্রবণ নিরপেক্ষ
ii. ৭ এর কম হলে দ্রবণ ক্ষারীয়
iii. ৭ এর বেশি হলে দ্রবণ এসিডীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. এসিডধর্মী খাদ্য কোনটি?
Ο ক) গাজর
Ο খ) ব্রকলি
Ο গ) মাখন
Ο ঘ) অ্যাসপারাগাস
 সঠিক উত্তর: (গ)

 ৫৩. লেবুতে উপস্থিত এসিডসমূহ-
i. খাদ্য পরিপাক সাহায্য করে
ii. AI এর সাথে বিক্রিয়া করে
iii. নীল লিটমাস পেপারকে লাল করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. টুথপেস্টের কোনটি ব্যবহৃত হয় না?
Ο ক) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
Ο খ) বেকিং সোডা
Ο গ) টেট্রা সোডিয়াম পাইরো ফসফেট
Ο ঘ) হাইড্রোক্লোরিক এসিড
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৫. এসিড ছোড়ার সর্বোচ্চ শাস্তি কোনটি?
Ο ক) মৃত্যুদন্ড
Ο খ) যাবজ্জীবন জেল
Ο গ) অর্থদন্ড
Ο ঘ) ১০ বছরের জেল
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. কোনো দ্রবণের ক্ষেত্রে-
i. pH = 7 হলে জলীয় দ্রবণটি নিরপেক্ষ
ii. pH = 3 হলে জলীয় দ্রবণটি অম্লীয়
iii. pH = 12 হলে জলীয় দ্রবণটি ক্ষারীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. ফেনলফথ্যালিন ক্ষারকে ধারণকৃত রঙ কোনটি?
Ο ক) সবুজ
Ο খ) লাল
Ο গ) আসমানী
Ο ঘ) গোলাপি
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. জিহ্বার লালার pH কত থাকলে কার্যকর ভূমিকা পালন করে?
Ο ক) ৬.৭
Ο খ) ৭.৭
Ο গ) ৬.৬
Ο ঘ) ৮.৮
 সঠিক উত্তর: (গ)

 ৫৯. হিস্টামিন কি ধরনের পদার্থ?
Ο ক) এসিড
Ο খ) লবণ
Ο গ) ক্ষারক
Ο ঘ) প্রোটিন
 সঠিক উত্তর: (গ)

 ৬০. মাটি এসিডিক হয় কখন?
Ο ক) pH ৩ এর কম হলে
Ο খ) pH ৩ এর বেশি হলে
Ο গ) pH মান ৩ হলে
Ο ঘ) pH মান ২ হলে
 সঠিক উত্তর: (খ)

 ৬১. ক্ষারক কোনটিকে প্রশমিত করে?
Ο ক) ক্ষার
Ο খ) এসিড
Ο গ) লবণ
Ο ঘ) সোডা
 সঠিক উত্তর: (খ)

 ৬২. নবজন্ম নেওয়া শিশুর ত্বকের pH কত?
Ο ক) 7.4
Ο খ) 7
Ο গ) 9.5
Ο ঘ) 6.6
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. বোলতা ও বিচ্ছুর হুলে কী ধরনের রাসায়নিক পদার্থ থাকে?
Ο ক) এসিডীয়
Ο খ) প্রশম
Ο গ) ক্ষারকীয়
Ο ঘ) লবণ জাতীয়
 সঠিক উত্তর: (গ)

 ৬৪. ত্বকের pH এর মান ৬.৫ থেকে বেশি হলে ত্বকে-
i. এলার্জি হয়
ii. কোমলতা নষ্ট হয়
iii. ব্যাকটেরিয়া আক্রমণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. মিথাইল অরেঞ্জ নির্দেশকের রঙ কোনটি?
Ο ক) কমলা
Ο খ) লাল
Ο গ) হলুদ
Ο ঘ) নীল
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. শিশুদের ত্বকের pH কত?
Ο ক) ৭
Ο খ) ৮
Ο গ) ৯
Ο ঘ) ১০
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. কোন পদার্থ এসিড, ক্ষার না নিরপেক্ষ জানার জন্য কি ব্যবহার করা হয়?
Ο ক) নির্দেশক
Ο খ) pH
Ο গ) লবণ
Ο ঘ) এসিড
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. সকল ক্ষারক লাল লিটমাস কাগজের রঙ পরিবর্তন করে-
Ο ক) লাল
Ο খ) নীল
Ο গ) গোলাপি
Ο ঘ) হলুদ
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. যেসব প্রাণী কামড়ালে এসিড নিঃসৃত হয়- i. পিঁপড়া ii. মৌমাছি iii. কুকুর নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭০. জলীয় দ্রবণে প্রায় সম্পর্ণরূপে বিয়োজিত হয়ে H আয়ন উৎপন্ন করে তাকে ক বলে?
Ο ক) শক্তিশালী এসিড
Ο খ) দুর্বল এসিড
Ο গ) ক্ষারক
Ο ঘ) লবণ
 সঠিক উত্তর: (ক)

 ৭১. পানিতে দ্রবীভূত ক্ষারককে কী বলে?
Ο ক) ক্ষার
Ο খ) এসিড
Ο গ) লবণ
Ο ঘ) পানি
 সঠিক উত্তর: (ক)

 ৭২. কোনটি শক্তিশালী এসিড?
Ο ক) অ্যাসিটিক এসিড
Ο খ) সাইট্রিকক এসিড
Ο গ) নাইট্রিক এসিড
Ο ঘ) অক্সালিক এসিড
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. পাকস্থলীর pH এর কী পরিমাণ হেরফের হলে বদহজমের সৃষ্টি হয়?
Ο ক) প্রায় ৫
Ο খ) প্রায় ৪
Ο গ) প্রায় ০.৫
Ο ঘ) প্রায় ০.৪
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. নিচের কোন লবণটি পানিতে দ্রবীভূত হয় না?
Ο ক) ক্যালসিয়াম ক্লোরাইড
Ο খ) সোডিয়াম ক্লোরাইড
Ο গ) ম্যাগনেসিয়াম ক্লোরাইড
Ο ঘ) ক্যালসিয়াম কার্বোনেট
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. বোরহানী বা দই এর মধ্যে কোন ধরনের এসিড থাকে?
Ο ক) এসিটিক এসিড
Ο খ) সাইট্রিক এসিড
Ο গ) ল্যাকটিক এসিড
Ο ঘ) অক্সালিক এসিড
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. আম, জলপাইয়ের আচার সংরক্ষণে কোন এসিড ব্যবহার করা হয়?
Ο ক) এসিটিক এসিড
Ο খ) সাইট্রিক এসিড
Ο গ) নাইট্রিক এসিড
Ο ঘ) সালফিউরিক এসিড
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. কোনটি ক্ষারীয় পানীয়?
Ο ক) পানি
Ο খ) চুনের পানি
Ο গ) মদ
Ο ঘ) তরমুজের রস
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. পাউরুটি ফোলানোর জন্য দায়ী কোন গ্যাস?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) কার্বন মনোক্সাইড
Ο গ) কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) অক্সিজেন
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. মিথাইল রেড নির্দেশক রঙ-
Ο ক) সবুজ
Ο খ) হলুদ
Ο গ) লাল
Ο ঘ) গোলাপি
 সঠিক উত্তর: (গ)

 ৮০. কোনটি টেস্টিং নামে পরিচিত?
Ο ক) সোডিয়াম ক্লোরাইড
Ο খ) সোডিয়াম গ্লুটামেট
Ο গ) ক্যালসিয়াম ক্লোরাইড
Ο ঘ) সিলভার ক্লোরাইড
 সঠিক উত্তর: (খ)

 ৮১. বিচ্ছুর হুলে কোনটি আছে?
Ο ক) হিস্টামিন
Ο খ) এড্রিনালিন
Ο গ) ভিনাইল এসিটেট
Ο ঘ) মেলিটিন
 সঠিক উত্তর: (ক)

 ৮২. কোনটি জৈব এসিড না হলেও দুর্বল এসিড?
Ο ক) সালফিউরিক এসিড
Ο খ) কার্বোনিক এসিড
Ο গ) হাইড্রোক্লোরিক এসিড
Ο ঘ) নাইট্রিক এসিড
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. এসিডসমূহ পানিতে কি ধরনের আয়ন তৈরি করে?
Ο ক) হাইড্রোঅক্সাইড (OH)
Ο খ) হাইড্রোজেন আয়ন (H)
Ο গ) সালফেট আয়ন
Ο ঘ) নাইট্রেট আয়ন
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. কোনো কারণে পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে গেলে তাকে কি বলে?
Ο ক) এসিড
Ο খ) ক্ষারক
Ο গ) এসিডিটি
Ο ঘ) ক্ষারকত্ব
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. এসিডধর্মী ফল কোনটি?
Ο ক) তেঁতুল
Ο খ) কিশমিশ
Ο গ) খেজুর
Ο ঘ) পিচ
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. বিচ্ছু হুল ফুটালে প্রচন্ড জ্বালা নিবারণের জন্য যে মলম ব্যবহার করা হয় তাতে কি থাকে?
Ο ক) সালফিউরিক এসিড
Ο খ) সাইট্রিক এসিড
Ο গ) হাইড্রোক্লোরিক এসিড
Ο ঘ) নাইট্রিক এসিড
 সঠিক উত্তর: (গ)

 ৮৭. এসিডের মধ্যে ফেনোফথ্যালিন এর রং-
Ο ক) লাল
Ο খ) নীল
Ο গ) বর্নহীন
Ο ঘ) গোলাপি
 সঠিক উত্তর: (গ)

 ৮৮. কোমল পানীয় খাওয়া উচিত কোনটি খেলে?
Ο ক) উচ্চ প্রোটিন যুক্ত
Ο খ) ভিটামিন সি
Ο গ) ভিনেগার
Ο ঘ) কেক
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. নিচের তথ্যগুলো লক্ষ করো-
i. ভিনেগার এসিটিক এসিড থাকে
ii. ভিটামিন সি এর অভাবে স্কার্ভি নামক রোগ হয়
iii. বোরহানি বা দই এ ল্যাকটিক এসিড থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯০. আমার যে সমস্ত পানীয় ও ফলের রস পান করি সেগুলো কি ধরনের পদার্থ?
Ο ক) অম্লীয়
Ο খ) ক্ষারীয়
Ο গ) লবণ
Ο ঘ) সবকটি
 সঠিক উত্তর: (ক)

 ৯১. শক্ত সাবান, তরল সাবান কি ধরনের পদার্থ থেকে তৈরি?
Ο ক) এসিড
Ο খ) ক্ষারক
Ο গ) প্লাস্টিক
Ο ঘ) কাচ
 সঠিক উত্তর: (খ)

 ৯২. মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর কোনটি?
Ο ক) সাইট্রিক এসিড
Ο খ) হাইড্রোক্লোরিক এসিড
Ο গ) ল্যাকটিক এসিড
Ο ঘ) এসিটিক এসিড
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. মৌমাছির হুলে যে রাসায়নিক পদার্থ বিদ্যমান-
i. হিস্টামিন
ii. ফরমিক এসিড
iii. অ্যাপামিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. পানীয় খাওয়ার পর পাকস্থলীতে বেকিং সোডার সাথে কার বিক্রিয়া ঘটে?
Ο ক) সালফিউরিক এসিড
Ο খ) হাইড্রোক্লোরিক এসিড
Ο গ) নাইট্রিক এসিড
Ο ঘ) সাইট্রিক এসিড
 সঠিক উত্তর: (খ)

 ৯৫. জলপাই দ্বারা আচারে কী এসিড থাকে?
Ο ক) বেকিং সোডা
Ο খ) সোডিয়াম বাইকার্বনেট
Ο গ) ভিনেগার
Ο ঘ) এসকরবিক এসিড
 সঠিক উত্তর: (গ)

 ৯৬. বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন ১৯৯৫ অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি-
Ο ক) ৫ বছর জেল
Ο খ) ১০ বছর জেল
Ο গ) ২ বছর জেল
Ο ঘ) মৃত্যুদন্ড
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৭. পাকস্থলীর pH এর মান কিরূপ পরিবর্তন হলে বদহজম সৃষ্টি হতে পারে?
Ο ক) 0.2
Ο খ) 0.3
Ο গ) 0.4
Ο ঘ) 0.5
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. মাটির এসিডিটি প্রশমিত করেও উর্বরতা ফিরিয়ে আনে-
i. চুন
ii. স্ল্যাক লাইম
iii. চুনাপাথর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৯. এসকরবিক এসিড কোন জাতীয় ভিটামিন?
Ο ক) ভিটামিন-সি
Ο খ) ভিটামিন-ডি
Ο গ) ভিটামিন-এ
Ο ঘ) ভিটামিন-বি
 সঠিক উত্তর: (ক)

 ১০০. প্রোটিনকে হজম করার জন্য পাকস্থলিতে pH এর মান কত থাকা প্রয়োজন?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post