এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৫: দেখতে হলে আলো চাই (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৫: দেখতে হলে আলো চাই (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তি দূরের বস্তু চোখে দেখে না কেন?
Ο ক) প্রতিবিম্ব রেটিনায় প্রতিফলিত হয়
Ο খ) প্রতিবিম্ব রেটিনায় সামনে গঠিত হয়
Ο গ) প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়
Ο ঘ) প্রতিবিম্ব রেটিনায় গঠিত হয়
 সঠিক উত্তর: (খ)

 ১৫২. চোখের ত্রুুটি কত রকমের হয়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (গ)

 ১৫৩. সাধারণত গাড়িতে দর্পণ থাকে-
i. সামনের দরজার সম্মুখ দিকে দুপাশে দুটি
ii. ভিতরে সামনের দিকে মাঝখানে একটি
iii. ভিতরে পিছনের দিকে মাঝখানে একটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৪. যখন কোন চোখ দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায়না তাকে বলা হয়?
Ο ক) মাইওপিয়া
Ο খ) ক্ষীণদৃষ্টি
Ο গ) দূরদৃষ্টি
Ο ঘ) হ্রস্বদৃষ্টি
 সঠিক উত্তর: (গ)

 ১৫৫. মস্তিষ্ক রেটিনার উল্টো প্রতিবিম্বকে কী করে?
Ο ক) প্রতিফলিত
Ο খ) প্রতিসরিত
Ο গ) আপতিত
Ο ঘ) পুনরায় উল্টো দেয়
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৬. সমতল দর্পণ ব্যবহার করা হয়-
i. সেলুনে
ii. গাড়ীতে
iii. ড্রেসিং টেবিলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৫৭. দর্পণ ও লেন্সের মধ্যে পার্থক্য-
i. প্রথমটি অস্বচ্ছ, দ্বিতীয়টি স্বচ্ছ
ii. প্রথমটি সমতল হয়, দ্বিতীয়টি তা হয় না
iii. দ্বিতীয়টিতে প্রতিসরণ হয়, প্রথমটিতে প্রতিফলন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৮. কোন সময়ে চোখে সানগ্লাস ব্যবহার করা উচিত?
Ο ক) শীতের দিনে
Ο খ) বৃষ্টির দিনে
Ο গ) প্রখর রোদে
Ο ঘ) বর্ষাকালে
 সঠিক উত্তর: (গ)

 ১৫৯. কোনো বস্তু হতে আলো চোখে পড়লে লেন্স দ্বারা কী হয়?
Ο ক) প্রতিফলিত
Ο খ) প্রতিসরিত
Ο গ) আপতিত
Ο ঘ) উল্টে যায়
 সঠিক উত্তর: (খ)

 ১৬০. চোখ ভাল রাখঅর জন্য কী ধরনের সমৃদ্ধ খাবার প্রয়োজন?
Ο ক) আয়োডিন
Ο খ) প্রোটিন
Ο গ) জিংক
Ο ঘ) শর্করা
 সঠিক উত্তর: (গ)

 ১৬১. স্থূলমধ্য লেন্সের-
i. মধ্যভাগ মোটা
ii. প্রাপ্তভাগ মোটা
iii. প্রান্তভাগ সরু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৬২. অভিসারী লেন্সের মত কাজ করে-
i. রেটিনা
ii. চোখের লেন্স
iii. অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৩. দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কী বলে?
Ο ক) দর্পণ
Ο খ) লেন্স
Ο গ) আলোক তল
Ο ঘ) প্রতিফলক
 সঠিক উত্তর: (খ)

 ১৬৪. কোন খাবার চোখকে রোগমু্ক্ত রাখতে সাহায্য করে?
Ο ক) মাছ-মাংস
Ο খ) দুধ-ডিম
Ο গ) ফাস্টফুড
Ο ঘ) গাঢ় শাকসবজি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৫. আলো বায়ু হতে কাঁচ মাধ্যমে প্রবেশ করলে-
i. প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়
ii. প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে সরে যায়
iii. লম্বভাবে আপতিত হলে সোজা বরাবই গমন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৬৬. লেন্সের পৃষ্ঠসমূহ যে গোলকের অংশ তার কেন্দ্রকে কী বলে?
Ο ক) গোলীয় কেন্দ্র
Ο খ) আলোক কেন্দ্র
Ο গ) বক্রতার কেন্দ্র
Ο ঘ) বক্রতার ব্যাসার্ধ
 সঠিক উত্তর: (গ)

 ১৬৭. চোখকে সুস্থ রাখতে বেশি করে খেতে হবে-
i. মিষ্টি আলু
ii. চর্বিযুক্ত মাছ
iii. ব্রকলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৮. দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার চোখের জন্য?
Ο ক) ভালো
Ο খ) উপকারী
Ο গ) ক্ষতিকর
Ο ঘ) তৃপ্তিকর
 সঠিক উত্তর: (গ)

 ১৬৯. 50 cm ফোকাস দূরত্ব সম্পন্ন একটি উত্তল লেন্সের ক্ষমতা কত?
Ο ক) 5 d
Ο খ) -0.5 d
Ο গ) 0.5d
Ο ঘ) - 5 d
 সঠিক উত্তর: (ক)

 ১৭০. ভীড়ের মধ্যে দেখার জন্য ব্যবহৃত যন্ত্রে কোন দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) সমতল দর্পণ
Ο ঘ) উত্তলাবতল দর্পণ
 সঠিক উত্তর: (গ)

 ১৭১. রেটিনার উর আলো পড়লে তাকে তড়িৎ প্রেরণায় পরিণত করে-
i. রড কোষ
ii. অ্যাকুয়াস হিউমার
iii. কোণ কোষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৭২. অসীম দূরত্বের বস্তু হতে নির্গত সমান্তরাল আলোকরশ্মি কোন লেন্সের মধ্য দিয়ে অপসারিত হয়?
Ο ক) উত্তল লেন্স
Ο খ) অবতল লেন্স
Ο গ) স্থূল মধ্য লেন্স
Ο ঘ) অভিসারী লেন্স
 সঠিক উত্তর: (খ)

 ১৭৩. আলো যখনএক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন এর গতিপথ কোথায় পরিবর্তিত হয়?
Ο ক) স্বচ্ছ তলে
Ο খ) বিভেদ তলে
Ο গ) বায়বীয় মাধ্যমে
Ο ঘ) তরল মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

 ১৭৪. লেন্সের ক্ষমতা -4D বলতে বোঝায়-
i. অবতল লেন্স
ii. লেন্স থেকে 25cm দূরে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে
iii. অভিসারী লেন্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৫. দর্পণের বিশেষ ব্যবহার কোনটি?
Ο ক) চশমায়
Ο খ) নিরাপদ ড্রাইভিং এ
Ο গ) দূরবীক্ষণ
Ο ঘ) সাবমেরিনে সৌরশক্তি ব্যবহারে
 সঠিক উত্তর: (খ)

 ১৭৬. অবতল দর্পণ ব্যবহার করা হয়-
i. নাক, কান-গলা পরীক্ষায়
ii. দাঁত পরীক্ষায়
iii. সেলুন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৭. আলো সরলপথে চলে কোন মাধ্যমে?
Ο ক) স্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে
Ο খ) অস্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে
Ο গ) স্বচ্ছ ও অসমসত্ব মাধ্যমে
Ο ঘ) অস্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ১৭৮. হাইপারমেট্রেপিয়া কী?
Ο ক) এক প্রকার চোখের ত্রুটি
Ο খ) শ্রবণ শক্তিজনিত ত্রুটি
Ο গ) রাতকানা রোগের প্রতিশব্দ
Ο ঘ) উচ্চরক্তচাপ
 সঠিক উত্তর: (ক)

 ১৭৯. দাঁতের ডাক্তাররা সাধারণত কোন ধরনের দর্পণ ব্যবহার করেন?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) সমতল দর্পণ
Ο ঘ) সমতলোত্তন দর্পণ
 সঠিক উত্তর: (খ)

 ১৮০. লেন্সের ক্ষমতার এস আই একক কোনটি?
Ο ক) ওয়াট
Ο খ) ডাইঅপ্টার
Ο গ) রেডিয়ান/মিটার
Ο ঘ) কিলোওয়াট
 সঠিক উত্তর: (গ)

 ১৮১. হ্রস্ব দৃষ্টির দীর্ঘতম দূরত্ব কিসের সমান?
Ο ক) বক্রতার ব্যসার্ধ
Ο খ) প্রধান অক্ষ
Ο গ) ফোকাস দূরত্ব
Ο ঘ) ২৫ সে.মি.
 সঠিক উত্তর: (গ)

 ১৮২. লেন্স তৈরি হয়- i. কাঁচ ii. কোয়ার্টজ iii. প্লাস্টিক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৩. রাস্তার বাতিতে কোন দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) উত্তলাবতল দর্পণ
Ο খ) সমতল দর্পণ
Ο গ) অবতল দর্পণ
Ο ঘ) উত্তল দর্পণ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৪. রেটিনা ও চক্ষু নামক স্নায়ু মধ্যবর্তী স্থানে জেলি জাতীয় যে পদার্থ থাকে কী বলে?
Ο ক) অশ্রু
Ο খ) অ্যাকুয়াস হিউমার
Ο গ) ভিট্রিয়াস হিউমার
Ο ঘ) রড
 সঠিক উত্তর: (গ)

 ১৮৫. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে কোন ত্রুটির সৃষ্টি হয়?
Ο ক) হ্রস্ব দৃষ্টি
Ο খ) দীর্ঘ দৃষ্টি
Ο গ) বার্ধক্য দৃষ্টি
Ο ঘ) বিষম দৃষ্টি
 সঠিক উত্তর: (খ)

 ১৮৬. দীর্ঘ দৃষ্টিতে প্রতিসরিত রশ্মিগুলোকে কোনদিকে বর্ধিত করতে হবে?
Ο ক) সামনে
Ο খ) বক্রতার কেন্দ্রে মিলিত হয়
Ο গ) পিছনে
Ο ঘ) ফোকাস দূরত্বে
 সঠিক উত্তর: (গ)

 ১৮৭. গাড়ীর লেন পরিবর্তনের পূর্বে কয়টি দর্পণের দিকে খেয়াল রাখা উচিত?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
 সঠিক উত্তর: (গ)

 ১৮৮. পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করা-
Ο ক) সম্মানজনক
Ο খ) সহজ
Ο গ) বিপদজনক
Ο ঘ) অসম্ভব
 সঠিক উত্তর: (গ)

 ১৮৯. চোখকে রোগমুক্ত রাখতে সহায়তা করে-
Ο ক) মিষ্টি আলু
Ο খ) গাজর
Ο গ) ব্রকাল
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯০. চোখের যে ত্রুটির কারণে চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না তাকে বলে-
Ο ক) দূরদৃষ্টি
Ο খ) নকুলান্ধতা
Ο গ) চালশে
Ο ঘ) ক্ষীণ দৃষ্টি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯১. পাহাড়ি রাস্তার দর্পণ ব্যবহার করা হয়-
i. বিপদজনক বাঁকের অন্যপাশে গাড়ী দেখার জন্য
ii. ড্রাইভারের গতি নিয়ন্ত্রণ করে সর্তকতার গাড়ী চালনোর জন্য
iii. সৌন্দর্য বর্ধনের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯২. লেন পরিবর্তন করার সময় ড্রাইভারকে তিনটি দর্পণেই খেয়াল করতে হয়-
i. পিছনের গাড়ীর অবস্থান বুঝার জন্য
ii. সামনের গাড়ীর অবস্থান বুঝার জন্য
iii. পাশের গাড়ীর অবস্থান বুঝার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯৩. রূপচর্চা এবং দাড়ি কাঁটার জন্য সুবিধাজনক-
Ο ক) অবতল দর্পণ
Ο খ) সমতল দর্পণ
Ο গ) উত্তল দর্পণ
Ο ঘ) দ্বিউত্তল দর্পণ
 সঠিক উত্তর: (ক)

 ১৯৪. স্থূলমধ্য লেন্স বলা হয় নিচের কোনটিকে?
Ο ক) উত্তল লেন্স
Ο খ) অবতল লেন্স
Ο গ) গোলীয় লেন্স
Ο ঘ) প্রিজম
 সঠিক উত্তর: (ক)

 ১৯৫. শিশুর ক্ষেত্রে স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
Ο ক) ২৫ সেমি.
Ο খ) ৫ সেমি.
Ο গ) ২.৫ সেমি.
Ο ঘ) ০.২৫ সেমি.
 সঠিক উত্তর: (খ)

 ১৯৬. দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আলোক রশ্মির দিক পরিবর্তনকে বলা হয় আলোর-
Ο ক) প্রতিফলন
Ο খ) প্রতিসরণ
Ο গ) প্রতিচার
Ο ঘ) সমবর্তন
 সঠিক উত্তর: (খ)

 ১৯৭. চোখকে রোগমুক্ত রাখতে সহায়তা করে-
i. মিষ্টি আলু
ii. গরুর মাংস
iii. গাজর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯৮. ড্রেসিং টিবেলে কি ধরণের দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) অবতলোত্তল দর্পণ
Ο ঘ) অবতল দর্পণ
 সঠিক উত্তর: (ক)

 ১৯৯. চোখের জন্য ক্ষতিকর কোনটি?
Ο ক) বেতার তরঙ্গ
Ο খ) অতি বেগুণি রশ্মি
Ο গ) তাড়িৎচুম্বক তরঙ্গ
Ο ঘ) আলোক তরঙ্গ
 সঠিক উত্তর: (খ)

 ২০০. ভিটামিন এ সমৃদ্ধ খাবারের অভাবে চোখের কি সমস্যা হতে পারে-
Ο ক) চোখ ওঠা
Ο খ) রাতকানা রোগ
Ο গ) চোখের আঁচলি
Ο ঘ) চোখে ছানি পড়া
 সঠিক উত্তর: (খ)

 ২০১. প্রতিসরণাঙ্ক নির্ভর করে-
i. আপতন কোণের ওপর
ii. মাধ্যমদ্বয়ের প্রকৃতির ওপর
iii. আলোর রঙের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২০২. চোখ কীসের মত কাজ করে?
Ο ক) অভিসারী লেন্স
Ο খ) অপসারী লেন্স
Ο গ) গোলীয় লেন্স
Ο ঘ) সমতল লেন্স
 সঠিক উত্তর: (ক)

 ২০৩. দৃষ্টির প্রধান ত্রুটি কয়টি?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (খ)

 ২০৪. নিচের কোনটির কারণে দূরদৃষ্টি ত্রুটি দেখা দেয়-
Ο ক) চোখের অভিসারী লেন্সের ক্ষমতা বেড়ে গেলে
Ο খ) চোখের লেন্সের ফোকাস বেড়ে গেলে
Ο গ) অক্ষি গোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে
Ο ঘ) চোখের অভিসারী ক্ষমতা কমে গেলে
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৫. যখন কোনো চোখ দূরের বস্তু স্পষ্ট দেখে কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না তাকে কী বলে?
Ο ক) দীর্ঘ দৃষ্টি
Ο খ) বিষম দৃষ্টি
Ο গ) বার্ধক্য দৃষ্টি
Ο ঘ) হ্রস্ব দৃষ্টি
 সঠিক উত্তর: (ক)

 ২০৬. লেন্সের ক্ষমতা +4D বলতে কী বোঝায়?
Ο ক) লেন্সটি উত্তল
Ο খ) লেন্সটি অবতল
Ο গ) লেন্সটি গোলীয়
Ο ঘ) লেন্সটি সমতল
 সঠিক উত্তর: (ক)

 ২০৭. আলো সম্পর্কিত সঠিক বাক্য হলো-
i. আলো স্বচ্ছ ও সমস্বত্ত্ব মাধ্যমে সরলপথে চলে
ii. আলোর প্রতিসরণ ঘটে
iii. আলোর প্রতিসরণের সূত্র তিনটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২০৮. অধিকাংশ লেন্সই কিসের তৈরী?
Ο ক) কাচ
Ο খ) প্লাস্টিক
Ο গ) কোয়ার্টজ
Ο ঘ) ডায়মন্ড
 সঠিক উত্তর: (ক)

 অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: আমাদের পঞ্চইন্দ্রিয়ের অন্যতম একটি ইন্দ্রিয় হচ্ছে চোখ। সঠিক খাবার সঠিকভাবে জীবন যাপন এবং সঠিকভাবে আলোর ব্যবহারের মাধ্যমে চোখকে ভাল রাখা যায়।

 ২০৯. নিচের কোনটি উদ্দীপকটি আলোচিত সঙ্গের জন্য ক্ষতিকর?
Ο ক) ধূমপান করা
Ο খ) দিনের বেলায় বই পড়া
Ο গ) বিভিন্ন ফল খাওয়া
Ο ঘ) প্রখর রোদে সানগ্লাস ব্যবহার করা
 সঠিক উত্তর: (ক)

 ২১০. সঠিকভাবে আলোর ব্যবহার কোনটি?
Ο ক) চাঁদের আলোতে বই পড়া
Ο খ) প্রচন্ড আলোর দিকে তাকিয়ে থাকা
Ο গ) স্বল্প আলোতে নিরবিচ্ছিন্ন কাজ করা
Ο ঘ) দিনের বেলায় লেখালেখি করা
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post