ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৫: দেখতে হলে আলো চাই (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. আলোর প্রতিসরণের ক্ষেত্রে মাধ্যম দুটির বিভেদতলে কোন আলোর গতিপথ পরিবর্তিত হয়?
Ο ক) লম্বভাবে আপতিত হয় বলে
Ο খ) সমান্তরালভাবে আপতিত হয় বলে
Ο গ) তির্যকভাবে আপতিত হয় বলে
Ο ঘ) মাধ্যম দুটির আলোকীয় ঘনত্ব সমান বলে
সঠিক উত্তর: (গ)
১০২. নিচের কোনটিকে দৃষ্টির প্রধান ত্রুটি বলা হয়?
Ο ক) ক্ষীণ দৃষ্টি এবং দূরদৃষ্টি
Ο খ) চালশে বং নকুলান্ধতা
Ο গ) ক্ষীণদৃষ্টি এবং চালশে
Ο ঘ) দূর দৃষ্টি এবং নকুলান্ধতা
সঠিক উত্তর: (ক)
১০৩. আলোক রশ্মি সর্বদা সরলরেখার চলার জন্য কেমন মধ্যম প্রয়োজন?
Ο ক) স্বচ্ছ ও অসমসত্ব
Ο খ) অস্বচ্ছ ও সমসত্ব
Ο গ) অস্বচ্ছ ও অসমসত্ব
Ο ঘ) স্বচ্ছ ও সমসত্ব
সঠিক উত্তর: (ঘ)
১০৪. স্বাভাবিক বয়স্ক ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত?
Ο ক) ৫০ সে.মি.
Ο খ) ২৫ সে.মি.
Ο গ) ১৫ সে.মি.
Ο ঘ) ৫ সে.মি.
সঠিক উত্তর: (খ)
১০৫. একগুচ্ছ আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে কী বলে?
Ο ক) কাজ
Ο খ) বল
Ο গ) ক্ষমতা
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (গ)
১০৬. চোখের লেন্স দ্বারা প্রতিসরিত আলোক রশ্মি রেটিনার ওপর কীরূপ বিশ্ব গঠন করে?
Ο ক) উল্টো
Ο খ) সোজা
Ο গ) সদ
Ο ঘ) অসদ
সঠিক উত্তর: (ক)
১০৭. উত্তল লেন্সে আলোক রশ্মি কোন পৃষ্ঠে আপতিত হয়?
Ο ক) অবতল পৃষ্ঠে
Ο খ) উত্তল পৃষ্ঠে
Ο গ) সমতল পৃষ্ঠে
Ο ঘ) সব পৃষ্ঠে
সঠিক উত্তর: (খ)
১০৮. চোখ ভাল রাখার উপায় হচ্ছে-
i. সঠিক পুষ্টি গ্রহণ
ii. সঠিক জীবনধারা অনুসরণ
iii. পর্যাপ্ত আলো ব্যবহার করে দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৯. দীর্ঘদৃষ্টির দূর করা যায়-
i. অবতল লেন্সের চশমা ব্যবহার করে
ii. উত্তল লেন্সের চশমা ব্যবহার করে
iii. চোখের ফোকাস দূরত্ব দীর্ঘ দৃষ্টির দূরত্বের সমান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১০. চোখ দূরের বস্তু দেখতে পায় না কখন?
Ο ক) বার্ধক্য দৃষ্টি
Ο খ) হ্রস্ব দৃষ্টি
Ο গ) দীর্ঘ দৃষ্টি
Ο ঘ) বিষম দৃষ্টি
সঠিক উত্তর: (গ)
১১১. প্রধান অক্ষ থেকে প্রদান ফোকাস পর্যন্ত দূরত্বকে কী বলে?
Ο ক) ফোকাস দূরত্ব
Ο খ) বক্রতার ব্যাসর্ধ
Ο গ) আলোক কেন্দ্র
Ο ঘ) প্রধান অক্ষ
সঠিক উত্তর: (ক)
১১২. রেটিনার রড কোষের কাজ হলো-
i. বস্তু
ii. নড়াচড়া ও রডের পার্থক্য বুঝিয়ে দেয়া
iii. আলো হ্রাস বুঝিয়ে দেয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৩. লেন্সের ক্ষমতা -2D বলতে কী বোঝায়?
Ο ক) লেন্সটি উত্তল
Ο খ) লেন্সটি অবতল
Ο গ) লেন্সটি গোলীয়
Ο ঘ) লেন্সটি সমতল
সঠিক উত্তর: (খ)
১১৪. অপর্যাপ্ত আলো ক্ষতিকর কোনটির জন্য?
Ο ক) কান
Ο খ) গলা
Ο গ) চোখ
Ο ঘ) নাক
সঠিক উত্তর: (গ)
১১৫. এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে কী বলে?
Ο ক) সবাবর্তন
Ο খ) প্রতিসরাঙ্ক
Ο গ) ব্যাতিচার
Ο ঘ) বিচ্ছুরণ
সঠিক উত্তর: (খ)
১১৬. ঘন মাধ্যমে আলোর বেগ হালকা মাধ্যমের তুলনায় কীরূপ?
Ο ক) কম
Ο খ) বেশি
Ο গ) সমান
Ο ঘ) দ্বিগুণ
সঠিক উত্তর: (ক)
১১৭. কোন ক্ষেত্রে অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয়?
Ο ক) দীর্ঘদৃষ্টির প্রতিকারে
Ο খ) সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চোখকে রক্ষ করতে
Ο গ) ক্ষীণদৃষ্টির প্রতিকারে
Ο ঘ) চালশে রোগ নিরাময়ে
সঠিক উত্তর: (গ)
১১৮. দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয়-
Ο ক) সমল দর্পণ
Ο খ) গোলীয় দর্পণ
Ο গ) লেন্স
Ο ঘ) প্রিজম
সঠিক উত্তর: (গ)
১১৯. একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যাথা করে। তার কী ধরনের চমশা ব্যবহার করতে হবে?
Ο ক) উত্তল
Ο খ) অবতল
Ο গ) সমতলাবতল
Ο ঘ) সমতলোত্তল
সঠিক উত্তর: (ক)
১২০. স্পষ্ট দর্পণের নিকটতম বিন্দুকে দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি দেখতে পায় না কেন?
Ο ক) প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়ায়
Ο খ) প্রতিবিম্ব রেটিনায় গঠিত হওয়ায়
Ο গ) প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হওয়ায়
Ο ঘ) প্রতিবিম্ব অসীম দূরত্বে গঠিত হওয়ায়
সঠিক উত্তর: (গ)
১২১. চোখকে রোগমুক্ত রাখে-
i. ফ্যাটি এসিড যুক্ত খাবার
ii. ভিটামিন এ, সি, ও ই সমৃদ্ধ খাবার
iii. জিংক সমৃদ্ধ খাবার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২২. অপর্যাপ্ত আলো চোখের জন্য ক্ষতিকর কেন?
Ο ক) রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়
Ο খ) চক্ষু পেশীর উপর চাড় পড়ে
Ο গ) রড কোষ সংবেদনশীল হয়
Ο ঘ) অতি বেগুণী রশ্মি প্রতিহত করতে পারে না
সঠিক উত্তর: (খ)
১২৩. ড্রাইভারকে তার হাত সর্বদা হুইলে রেখে তাকাতে হয় রাস্তার-
i. সামনের দিকে
ii. পিছনের দিকে
iii. উপরের দিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৪. বিনা শ্রান্তিতে চোখ সবচেয়ে কাছের যে বিন্দুকে স্পষ্ট দেখতে পায়-
i. ঐ বিন্দু হলো স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু
ii. চোখ হতে এ বিন্দুর দূরত্ব হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব
iii. বয়স ভেদে ঐ বিন্দুর দূরত্ব পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৫. উক্ত রাস্তার অদৃশ্য বাঁক কত কোণে তে পারে?
Ο ক) ৬00
Ο খ) ৩00
Ο গ) ৯00
Ο ঘ) ১২00
সঠিক উত্তর: (গ)
১২৬. চোখের লেন্স রেটিনার উপর কোন বস্তুর যে বিম্ব গঠন করে সেটি কোন ধরনের হয়?
Ο ক) সোজা
Ο খ) উল্টো
Ο গ) বস্তুর সমান
Ο ঘ) বস্তুর চেয়ে বড়
সঠিক উত্তর: (খ)
১২৭. চোখ ভার রাখার জন্য-
i. আবছা আলো ব্যবহার করতে হবে
ii. পর্যাপ্ত আলো ব্যবহার করতে হবে
iii. বিরতি দিয়ে বই পড়তে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৮. নিচের কোনটি দূরের বস্তু কিন্তু কাছের বস্তু না দেখতে পাওয়ার ত্রুটি নয়-
Ο ক) দূরদৃষ্টি
Ο খ) হাইপারমেট্রোমিয়া
Ο গ) দীর্ঘদৃষ্টি
Ο ঘ) মাইওপিয়া
সঠিক উত্তর: (ঘ)
১২৯. কোন বস্তু হতে আগত আলোকরশ্মি-
i. চক্ষু লেন্স দ্বারা প্রতিসরতি হয়
ii. রেটিনায় বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত করে
iii. মস্তিষ্কে রেটিনার প্রতিবিম্বকে উল্টো করে গঠন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩০. মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কী বলে?
Ο ক) আলোর ব্যাতিচার
Ο খ) আলোর প্রতিফলন
Ο গ) আলোর প্রতিসরণ
Ο ঘ) আলোর সমাবর্তন
সঠিক উত্তর: (গ)
১৩১. আলোর প্রতিসরণ সূত্রের ক্ষেত্রে-
i. নির্দিষ্ট রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ধ্রুব
ii. বিভিন্ন রঙের জন্য প্রতিসরাঙ্কের মাত্রা বিভিন্ন হয়
iii. যেকোন মাধ্যমের জন্য আপতন কোণ প্রতিসরণ কোণের মাইনের অনুপাত ধ্রুব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩২. বিনা শ্রান্তিতে সবচেয়ে কাছে যে বিন্দুতে চোখ স্পষ্ট দেখে তাকে বলা হয় স্পষ্ট দৃষ্টির-
Ο ক) শূন্য বিন্দু
Ο খ) দূর বিন্দু
Ο গ) নিকট বিন্দু
Ο ঘ) নিকটতম বিন্দু
সঠিক উত্তর: (গ)
১৩৩. কোন ব্যক্তি 10 cm ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করেন। লেন্সটির ক্ষমতা কত ডাইঅপ্টার?
Ο ক) -10 d
Ο খ) 10 d
Ο গ) 2d
Ο ঘ) 5d
সঠিক উত্তর: (ক)
১৩৪. স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলো গমন করে-
Ο ক) আঁকাবাঁকা পথে
Ο খ) সরল পথে
Ο গ) উঁচু নিচু পথে
Ο ঘ) বন্ধুর পথে
সঠিক উত্তর: (খ)
১৩৫. কোন খাবার চোখকে রোগমুক্ত রাখে?
Ο ক) আরু
Ο খ) পটল
Ο গ) মিষ্টি আলু
Ο ঘ) বেগুন
সঠিক উত্তর: (গ)
১৩৬. মস্তিষ্ক রেটিনার সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে-
Ο ক) সোজা করে
Ο খ) উল্টো করে
Ο গ) বাঁকা করে
Ο ঘ) একই ভাবে রাখে
সঠিক উত্তর: (খ)
১৩৭. আলোর প্রতিসরণের ক্ষেত্রে-
i. আলো বিভেদতলে লম্বভাবে আপতিত হয়
ii. বিভেদ তলে আলোর গতির পরিবর্তন হয়
iii. বিভেদ তলে আলো তীর্যকভাবে আপতিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩৮. লেন্সের ক্ষমতার প্রচলিত একক কী?
Ο ক) ডাইঅপ্টার
Ο খ) মিটার
Ο গ) ওয়াট
Ο ঘ) কিলোওয়াট
সঠিক উত্তর: (ক)
১৩৯. পাহাড়ী রাস্তার বিপদজনক বাঁকে কেন দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) ড্রাইভারের চেহারা দেখার জন্য
Ο খ) আয়নার প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য
Ο গ) ড্রাইভারের সাবধান হওয়ার জন্য
Ο ঘ) ড্রাইভারের দ্রুত গাড়ী চালানোর জন্য
সঠিক উত্তর: (গ)
১৪০. রড ও কোন নামক স্নায়ু তন্ত্র দ্বারা চোখের কোন অংশ গঠিত?
Ο ক) কর্ণিয়া
Ο খ) রেটিনা
Ο গ) চক্ষু লেন্স
Ο ঘ) কোণ কোষ
সঠিক উত্তর: (খ)
১৪১. গাড়ী পেছানোর দরকার হলে ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হবে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)
১৪২. গাড়ীতে লেন পরিবর্তন করার সময় ড্রাইভারকে কয়টি দর্পণের দিকে খেয়াল রাখতে হবে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) একটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
১৪৩. লেন্সের ক্ষমতা -4D বলতে বোঝায়-
i. লেন্সটি অবতল
ii. লেন্সটি প্রধান অক্ষের ২৫ cm দূরের কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে
iii. লেন্সটি প্রধান অক্ষের 4 m দূরের কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪৪. আলো তীর্যকভাবে হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মির কি ঘটে?
Ο ক) অভিলম্ব থেকে দূরে সরে যায়
Ο খ) অভিলম্বের দিকে বেঁকে যায়
Ο গ) অভিলম্ব বরাবর চলে যায়
Ο ঘ) আপতিত রশ্মি বরাবর চলে যায়
সঠিক উত্তর: (খ)
১৪৫. +2d ক্ষমতার একটি লেন্সের ফোকাস দূরত্ব?
Ο ক) 0.2 m উত্তল
Ο খ) 0.5 m উত্তল
Ο গ) 0.5 m অবতল
Ο ঘ) 0.2 m অবতল
সঠিক উত্তর: (খ)
১৪৬. গাড়ীর সামনের দরজার সম্মুখদিকে দু পাশে কয়টি দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
১৪৭. চোখকে রোগমুক্ত রাখার জন্য বেশী করে খেতে হবে-
Ο ক) গোল আলু
Ο খ) মূলা
Ο গ) মিষ্টি আলু
Ο ঘ) যব
সঠিক উত্তর: (গ)
১৪৮. দর্পণ ব্যবহার করা হয়-
i. চেহারা দেখতে
ii. নিরাপদ ড্রাইভিং এ গাড়িতে
iii. পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. দীর্ঘ দৃষ্টির কারণ হলো-
i. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পাওয়া
ii. অক্ষি গোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া
iii. চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫০. ঝুমা শ্রেণীকক্ষের পেছনে বসলে ব্ল্যাক বোর্ডের লেখা স্পষ্টভাবে দেখতে পায় না। ঝুমার চোখের ত্রুটিটি কোন ধরনের?
Ο ক) দীর্ঘদৃষ্টি
Ο খ) দূরদৃষ্টি
Ο গ) চালশে
Ο ঘ) মাইওপিয়া
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. আলোর প্রতিসরণের ক্ষেত্রে মাধ্যম দুটির বিভেদতলে কোন আলোর গতিপথ পরিবর্তিত হয়?
Ο ক) লম্বভাবে আপতিত হয় বলে
Ο খ) সমান্তরালভাবে আপতিত হয় বলে
Ο গ) তির্যকভাবে আপতিত হয় বলে
Ο ঘ) মাধ্যম দুটির আলোকীয় ঘনত্ব সমান বলে
সঠিক উত্তর: (গ)
১০২. নিচের কোনটিকে দৃষ্টির প্রধান ত্রুটি বলা হয়?
Ο ক) ক্ষীণ দৃষ্টি এবং দূরদৃষ্টি
Ο খ) চালশে বং নকুলান্ধতা
Ο গ) ক্ষীণদৃষ্টি এবং চালশে
Ο ঘ) দূর দৃষ্টি এবং নকুলান্ধতা
সঠিক উত্তর: (ক)
১০৩. আলোক রশ্মি সর্বদা সরলরেখার চলার জন্য কেমন মধ্যম প্রয়োজন?
Ο ক) স্বচ্ছ ও অসমসত্ব
Ο খ) অস্বচ্ছ ও সমসত্ব
Ο গ) অস্বচ্ছ ও অসমসত্ব
Ο ঘ) স্বচ্ছ ও সমসত্ব
সঠিক উত্তর: (ঘ)
১০৪. স্বাভাবিক বয়স্ক ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত?
Ο ক) ৫০ সে.মি.
Ο খ) ২৫ সে.মি.
Ο গ) ১৫ সে.মি.
Ο ঘ) ৫ সে.মি.
সঠিক উত্তর: (খ)
১০৫. একগুচ্ছ আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে কী বলে?
Ο ক) কাজ
Ο খ) বল
Ο গ) ক্ষমতা
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (গ)
১০৬. চোখের লেন্স দ্বারা প্রতিসরিত আলোক রশ্মি রেটিনার ওপর কীরূপ বিশ্ব গঠন করে?
Ο ক) উল্টো
Ο খ) সোজা
Ο গ) সদ
Ο ঘ) অসদ
সঠিক উত্তর: (ক)
১০৭. উত্তল লেন্সে আলোক রশ্মি কোন পৃষ্ঠে আপতিত হয়?
Ο ক) অবতল পৃষ্ঠে
Ο খ) উত্তল পৃষ্ঠে
Ο গ) সমতল পৃষ্ঠে
Ο ঘ) সব পৃষ্ঠে
সঠিক উত্তর: (খ)
১০৮. চোখ ভাল রাখার উপায় হচ্ছে-
i. সঠিক পুষ্টি গ্রহণ
ii. সঠিক জীবনধারা অনুসরণ
iii. পর্যাপ্ত আলো ব্যবহার করে দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৯. দীর্ঘদৃষ্টির দূর করা যায়-
i. অবতল লেন্সের চশমা ব্যবহার করে
ii. উত্তল লেন্সের চশমা ব্যবহার করে
iii. চোখের ফোকাস দূরত্ব দীর্ঘ দৃষ্টির দূরত্বের সমান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১০. চোখ দূরের বস্তু দেখতে পায় না কখন?
Ο ক) বার্ধক্য দৃষ্টি
Ο খ) হ্রস্ব দৃষ্টি
Ο গ) দীর্ঘ দৃষ্টি
Ο ঘ) বিষম দৃষ্টি
সঠিক উত্তর: (গ)
১১১. প্রধান অক্ষ থেকে প্রদান ফোকাস পর্যন্ত দূরত্বকে কী বলে?
Ο ক) ফোকাস দূরত্ব
Ο খ) বক্রতার ব্যাসর্ধ
Ο গ) আলোক কেন্দ্র
Ο ঘ) প্রধান অক্ষ
সঠিক উত্তর: (ক)
১১২. রেটিনার রড কোষের কাজ হলো-
i. বস্তু
ii. নড়াচড়া ও রডের পার্থক্য বুঝিয়ে দেয়া
iii. আলো হ্রাস বুঝিয়ে দেয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৩. লেন্সের ক্ষমতা -2D বলতে কী বোঝায়?
Ο ক) লেন্সটি উত্তল
Ο খ) লেন্সটি অবতল
Ο গ) লেন্সটি গোলীয়
Ο ঘ) লেন্সটি সমতল
সঠিক উত্তর: (খ)
১১৪. অপর্যাপ্ত আলো ক্ষতিকর কোনটির জন্য?
Ο ক) কান
Ο খ) গলা
Ο গ) চোখ
Ο ঘ) নাক
সঠিক উত্তর: (গ)
১১৫. এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে কী বলে?
Ο ক) সবাবর্তন
Ο খ) প্রতিসরাঙ্ক
Ο গ) ব্যাতিচার
Ο ঘ) বিচ্ছুরণ
সঠিক উত্তর: (খ)
১১৬. ঘন মাধ্যমে আলোর বেগ হালকা মাধ্যমের তুলনায় কীরূপ?
Ο ক) কম
Ο খ) বেশি
Ο গ) সমান
Ο ঘ) দ্বিগুণ
সঠিক উত্তর: (ক)
১১৭. কোন ক্ষেত্রে অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয়?
Ο ক) দীর্ঘদৃষ্টির প্রতিকারে
Ο খ) সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চোখকে রক্ষ করতে
Ο গ) ক্ষীণদৃষ্টির প্রতিকারে
Ο ঘ) চালশে রোগ নিরাময়ে
সঠিক উত্তর: (গ)
১১৮. দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয়-
Ο ক) সমল দর্পণ
Ο খ) গোলীয় দর্পণ
Ο গ) লেন্স
Ο ঘ) প্রিজম
সঠিক উত্তর: (গ)
১১৯. একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যাথা করে। তার কী ধরনের চমশা ব্যবহার করতে হবে?
Ο ক) উত্তল
Ο খ) অবতল
Ο গ) সমতলাবতল
Ο ঘ) সমতলোত্তল
সঠিক উত্তর: (ক)
১২০. স্পষ্ট দর্পণের নিকটতম বিন্দুকে দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি দেখতে পায় না কেন?
Ο ক) প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়ায়
Ο খ) প্রতিবিম্ব রেটিনায় গঠিত হওয়ায়
Ο গ) প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হওয়ায়
Ο ঘ) প্রতিবিম্ব অসীম দূরত্বে গঠিত হওয়ায়
সঠিক উত্তর: (গ)
১২১. চোখকে রোগমুক্ত রাখে-
i. ফ্যাটি এসিড যুক্ত খাবার
ii. ভিটামিন এ, সি, ও ই সমৃদ্ধ খাবার
iii. জিংক সমৃদ্ধ খাবার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২২. অপর্যাপ্ত আলো চোখের জন্য ক্ষতিকর কেন?
Ο ক) রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়
Ο খ) চক্ষু পেশীর উপর চাড় পড়ে
Ο গ) রড কোষ সংবেদনশীল হয়
Ο ঘ) অতি বেগুণী রশ্মি প্রতিহত করতে পারে না
সঠিক উত্তর: (খ)
১২৩. ড্রাইভারকে তার হাত সর্বদা হুইলে রেখে তাকাতে হয় রাস্তার-
i. সামনের দিকে
ii. পিছনের দিকে
iii. উপরের দিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৪. বিনা শ্রান্তিতে চোখ সবচেয়ে কাছের যে বিন্দুকে স্পষ্ট দেখতে পায়-
i. ঐ বিন্দু হলো স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু
ii. চোখ হতে এ বিন্দুর দূরত্ব হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব
iii. বয়স ভেদে ঐ বিন্দুর দূরত্ব পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৫. উক্ত রাস্তার অদৃশ্য বাঁক কত কোণে তে পারে?
Ο ক) ৬00
Ο খ) ৩00
Ο গ) ৯00
Ο ঘ) ১২00
সঠিক উত্তর: (গ)
১২৬. চোখের লেন্স রেটিনার উপর কোন বস্তুর যে বিম্ব গঠন করে সেটি কোন ধরনের হয়?
Ο ক) সোজা
Ο খ) উল্টো
Ο গ) বস্তুর সমান
Ο ঘ) বস্তুর চেয়ে বড়
সঠিক উত্তর: (খ)
১২৭. চোখ ভার রাখার জন্য-
i. আবছা আলো ব্যবহার করতে হবে
ii. পর্যাপ্ত আলো ব্যবহার করতে হবে
iii. বিরতি দিয়ে বই পড়তে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৮. নিচের কোনটি দূরের বস্তু কিন্তু কাছের বস্তু না দেখতে পাওয়ার ত্রুটি নয়-
Ο ক) দূরদৃষ্টি
Ο খ) হাইপারমেট্রোমিয়া
Ο গ) দীর্ঘদৃষ্টি
Ο ঘ) মাইওপিয়া
সঠিক উত্তর: (ঘ)
১২৯. কোন বস্তু হতে আগত আলোকরশ্মি-
i. চক্ষু লেন্স দ্বারা প্রতিসরতি হয়
ii. রেটিনায় বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত করে
iii. মস্তিষ্কে রেটিনার প্রতিবিম্বকে উল্টো করে গঠন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩০. মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কী বলে?
Ο ক) আলোর ব্যাতিচার
Ο খ) আলোর প্রতিফলন
Ο গ) আলোর প্রতিসরণ
Ο ঘ) আলোর সমাবর্তন
সঠিক উত্তর: (গ)
১৩১. আলোর প্রতিসরণ সূত্রের ক্ষেত্রে-
i. নির্দিষ্ট রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ধ্রুব
ii. বিভিন্ন রঙের জন্য প্রতিসরাঙ্কের মাত্রা বিভিন্ন হয়
iii. যেকোন মাধ্যমের জন্য আপতন কোণ প্রতিসরণ কোণের মাইনের অনুপাত ধ্রুব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩২. বিনা শ্রান্তিতে সবচেয়ে কাছে যে বিন্দুতে চোখ স্পষ্ট দেখে তাকে বলা হয় স্পষ্ট দৃষ্টির-
Ο ক) শূন্য বিন্দু
Ο খ) দূর বিন্দু
Ο গ) নিকট বিন্দু
Ο ঘ) নিকটতম বিন্দু
সঠিক উত্তর: (গ)
১৩৩. কোন ব্যক্তি 10 cm ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করেন। লেন্সটির ক্ষমতা কত ডাইঅপ্টার?
Ο ক) -10 d
Ο খ) 10 d
Ο গ) 2d
Ο ঘ) 5d
সঠিক উত্তর: (ক)
১৩৪. স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলো গমন করে-
Ο ক) আঁকাবাঁকা পথে
Ο খ) সরল পথে
Ο গ) উঁচু নিচু পথে
Ο ঘ) বন্ধুর পথে
সঠিক উত্তর: (খ)
১৩৫. কোন খাবার চোখকে রোগমুক্ত রাখে?
Ο ক) আরু
Ο খ) পটল
Ο গ) মিষ্টি আলু
Ο ঘ) বেগুন
সঠিক উত্তর: (গ)
১৩৬. মস্তিষ্ক রেটিনার সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে-
Ο ক) সোজা করে
Ο খ) উল্টো করে
Ο গ) বাঁকা করে
Ο ঘ) একই ভাবে রাখে
সঠিক উত্তর: (খ)
১৩৭. আলোর প্রতিসরণের ক্ষেত্রে-
i. আলো বিভেদতলে লম্বভাবে আপতিত হয়
ii. বিভেদ তলে আলোর গতির পরিবর্তন হয়
iii. বিভেদ তলে আলো তীর্যকভাবে আপতিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩৮. লেন্সের ক্ষমতার প্রচলিত একক কী?
Ο ক) ডাইঅপ্টার
Ο খ) মিটার
Ο গ) ওয়াট
Ο ঘ) কিলোওয়াট
সঠিক উত্তর: (ক)
১৩৯. পাহাড়ী রাস্তার বিপদজনক বাঁকে কেন দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) ড্রাইভারের চেহারা দেখার জন্য
Ο খ) আয়নার প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য
Ο গ) ড্রাইভারের সাবধান হওয়ার জন্য
Ο ঘ) ড্রাইভারের দ্রুত গাড়ী চালানোর জন্য
সঠিক উত্তর: (গ)
১৪০. রড ও কোন নামক স্নায়ু তন্ত্র দ্বারা চোখের কোন অংশ গঠিত?
Ο ক) কর্ণিয়া
Ο খ) রেটিনা
Ο গ) চক্ষু লেন্স
Ο ঘ) কোণ কোষ
সঠিক উত্তর: (খ)
১৪১. গাড়ী পেছানোর দরকার হলে ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হবে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)
১৪২. গাড়ীতে লেন পরিবর্তন করার সময় ড্রাইভারকে কয়টি দর্পণের দিকে খেয়াল রাখতে হবে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) একটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
১৪৩. লেন্সের ক্ষমতা -4D বলতে বোঝায়-
i. লেন্সটি অবতল
ii. লেন্সটি প্রধান অক্ষের ২৫ cm দূরের কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে
iii. লেন্সটি প্রধান অক্ষের 4 m দূরের কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪৪. আলো তীর্যকভাবে হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মির কি ঘটে?
Ο ক) অভিলম্ব থেকে দূরে সরে যায়
Ο খ) অভিলম্বের দিকে বেঁকে যায়
Ο গ) অভিলম্ব বরাবর চলে যায়
Ο ঘ) আপতিত রশ্মি বরাবর চলে যায়
সঠিক উত্তর: (খ)
১৪৫. +2d ক্ষমতার একটি লেন্সের ফোকাস দূরত্ব?
Ο ক) 0.2 m উত্তল
Ο খ) 0.5 m উত্তল
Ο গ) 0.5 m অবতল
Ο ঘ) 0.2 m অবতল
সঠিক উত্তর: (খ)
১৪৬. গাড়ীর সামনের দরজার সম্মুখদিকে দু পাশে কয়টি দর্পণ ব্যবহার করা হয়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
১৪৭. চোখকে রোগমুক্ত রাখার জন্য বেশী করে খেতে হবে-
Ο ক) গোল আলু
Ο খ) মূলা
Ο গ) মিষ্টি আলু
Ο ঘ) যব
সঠিক উত্তর: (গ)
১৪৮. দর্পণ ব্যবহার করা হয়-
i. চেহারা দেখতে
ii. নিরাপদ ড্রাইভিং এ গাড়িতে
iii. পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. দীর্ঘ দৃষ্টির কারণ হলো-
i. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পাওয়া
ii. অক্ষি গোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া
iii. চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫০. ঝুমা শ্রেণীকক্ষের পেছনে বসলে ব্ল্যাক বোর্ডের লেখা স্পষ্টভাবে দেখতে পায় না। ঝুমার চোখের ত্রুটিটি কোন ধরনের?
Ο ক) দীর্ঘদৃষ্টি
Ο খ) দূরদৃষ্টি
Ο গ) চালশে
Ο ঘ) মাইওপিয়া
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science