ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৪: নবজীবনের সূচনা (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. সৃষ্টির শুরুতে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল?
Ο ক) CO2
Ο খ) O2
Ο গ) N2
Ο ঘ) H2O
সঠিক উত্তর: (খ)
৩০২. "পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব এবং দৈহিক পরিবর্তন ঘটে"- এটি কার মতামত?
Ο ক) ল্যামার্ক
Ο খ) রাসেল ওয়ালেস
Ο গ) ডারউইন
Ο ঘ) ওয়াটসন
সঠিক উত্তর: (ক)
৩০৩. Gentum নামক উদ্ভিদে-
i. ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান
ii. একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান
iii. গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩০৪. জীবদেহের আকার পরিবর্তনীয়-কে প্রমাণ করেন?
Ο ক) অ্যারিস্টটল
Ο খ) জেনাফেন
Ο গ) ল্যামার্ক
Ο ঘ) ডারউইন
সঠিক উত্তর: (খ)
৩০৫. জীবের সংখ্যা জ্যামিতিক ও গাণিতিক হারে বৃদ্ধি পায়-এটি কার মতামত?
Ο ক) ল্যামার্ক
Ο খ) ডারউইন
Ο গ) এ্যারিস্টটল
Ο ঘ) ওয়ালো
সঠিক উত্তর: (খ)
৩০৬. রাসায়নিক বিবর্তন-
i. কার্বন ডাই অক্সাইড-মিথেন
ii. অ্যামইনো এসিড
iii. প্রোটিন- নিউক্লিও প্রোটিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৭. প্রথম কোথায় জীবের উদ্ভব হয়েছিল?
Ο ক) সমুদ্রের পানিতে
Ο খ) মাটিতে
Ο গ) ভূ-অভ্যন্তরে
Ο ঘ) বায়ুমন্ডলে
সঠিক উত্তর: (ক)
৩০৮. 'অঙ্গের ব্যবহার ও অপব্যবহার জীবদেহে পরিবর্তন সূচিত করে'-এটি কার মতামত?
Ο ক) ল্যামার্ক
Ο খ) ওয়ালো
Ο গ) ডারউইন
Ο ঘ) ওয়াটসন
সঠিক উত্তর: (ক)
৩০৯. ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংঘটিত সত্যগুলো হলো-
i. অত্যাধিক হারে বংশবৃদ্ধি
ii. সীমিত খাদ্য ও বাসস্থান
iii. প্রাকৃতিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১০. বিবর্তনের ক্ষেত্রে-
i. রাসায়নিক বিবর্তন আগে ও জৈব বিবর্তন পরে ঘটে
ii. জৈব ও রাসায়নিক বিবর্তন একসাথে ঘটে
iii. জৈব বিবর্তনের উপাদানগুলো সজীব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১১. বয়ঃসন্ধিকালে-
i. আবেগ দ্বারা চালিত হয়
ii. বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়
iii. পরনির্ভর হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১২. বিজ্ঞানের কোন শাখা বিলুপ্ত জীব অনুসন্ধানে নিয়োজিত?
Ο ক) বংশগতি বিদ্যা
Ο খ) প্রত্নজীব বিদ্যা
Ο গ) ভ্রুণবিদ্যা
Ο ঘ) বিবর্তন বিদ্যা
সঠিক উত্তর: (খ)
৩১৩. ভ্রূণ হলো-
i. ডিমের ভেতর অবস্থিত শিশু
ii. গর্ভের মধ্যে অবস্থিত শিশু
iii. বীজের মধ্যে অবস্থিত শিশু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৪. বয়ঃসন্ধিকালে ছেলেদের-
i. দাড়ি ও গোঁফ ওঠে
ii. রাতের বেলা ঘুমের মধ্যে বীর্যপাত হয়
iii. কোমড়ের হাড় মোটা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩১৫. কোন ক্রোমোজোম দ্বারা জীবের লিঙ্গ নির্ধারিত হয়?
Ο ক) সেক্স ক্রোমোজোম
Ο খ) অটোজোম
Ο গ) দশ নং ক্রোমোজোম
Ο ঘ) তের নং ক্রোমোজোম
সঠিক উত্তর: (ক)
৩১৬. বিজ্ঞানী চার্লস ডারউইনের মতে-
i. প্রতিটি জীব ও অত্যাধিক হারে বংশবৃদ্ধি করে
ii. প্রতিটি জীব অস্তিত্বের জন্য সংগ্রাম করে
iii. পৃথিবীতে কখনই দুইটি জীব অবিকল এক হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৭. বয়ঃসন্ধিকালে-
i. ছেলেদের চেয়ে মেয়েদের আগে শুরু হয়
ii. বাল্যবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময়
iii. মেয়েদের চেয়ে ছেলেদের আগে শুরু হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১৮. বিজ্ঞানী ল্যামার্কের জৈব বিবর্তন মতবাদের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) এর অন্যতম ভিত্তিমূলক প্রতিপাদ্য পরিবেশের প্রভাবে
Ο খ) এটি সর্বজন স্বীকৃত
Ο গ) অনুকূল প্রকরণ জীবের জীবনসংগ্রামে সহায়ক
Ο ঘ) যোগ্য জীব পরিবেশে টিকে থাকে
সঠিক উত্তর: (ক)
৩১৯. বংশগতি মতবাদ কে দিয়েছেন?
Ο ক) ডারউইন
Ο খ) মেন্ডেল
Ο গ) ল্যামার্ক
Ο ঘ) হেকেল
সঠিক উত্তর: (খ)
৩২০. "Ontogeny repeats phylogeny"- মতবাদটি কার?
Ο ক) ডারউইনের
Ο খ) ল্যামার্কের
Ο গ) স্পেনসার
Ο ঘ) এরিস্টটলের
সঠিক উত্তর: (গ)
৩২১. জীবনের উৎপত্তি হয়েছিল কোথায়?
Ο ক) হাওড়ের পানিতে
Ο খ) নদীর পানিতে
Ο গ) খালের পানিতে
Ο ঘ) সমুদ্রের পানিতে
সঠিক উত্তর: (ঘ)
৩২২. পৃথিবী নামক জ্বলন্ত গ্যাসপিন্ড ক্রমান্বয়ে বিকিরলেন মাধ্যমে ঘনীভূত হয়ে কী অবস্থায় প্রাপ্ত হয়?
Ο ক) পানির
Ο খ) কঠিন
Ο গ) স্তূপাকার
Ο ঘ) তরল
সঠিক উত্তর: (ঘ)
৩২৩. বয়ঃসন্ধিকালে কোন পরিবর্তন অদৃশ্য থাকে?
Ο ক) দৈহিক বা শারীরিক
Ο খ) মানসিক
Ο গ) আচরণগত
Ο ঘ) অভ্যাসগত
সঠিক উত্তর: (ঘ)
৩২৪. সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে কী বলে?
Ο ক) জৈব বিবর্তন
Ο খ) রাসায়নিক বিবর্তন
Ο গ) ভৌত বিবর্তন
Ο ঘ) গৌণ বিবর্তন
সঠিক উত্তর: (ক)
৩২৫. 'Fossil' অর্থ কী?
Ο ক) খনিজ তেল
Ο খ) উদ্ভিদাংশ
Ο গ) জীবাশ্ম
Ο ঘ) অস্থি
সঠিক উত্তর: (গ)
৩২৬. সৃজনশীল কাজের জন্য পরিবর্তিত হয়েছে-
i. মানুষের অগ্রপদ, কোন জিনিস ধরার জন্য
ii. পাখির অগ্রপদ, ওড়ার জন্য
iii. ঘোড়ার অগ্রপদ, দৌড়ানোর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৭. একজোড়া লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম ছাড়া বাকিগুলোকে কী বলে?
Ο ক) সেন্ট্রোসোম
Ο খ) অটোজোম
Ο গ) সেক্স ক্রোমোজোম
Ο ঘ) রাইবোজোম
সঠিক উত্তর: (খ)
৩২৮. মেরুদন্ডী প্রাণিগুলোর ভ্রূণ পর্যবেক্ষণ করলে সাদৃশ্য পরিলক্ষিত হয়-
i. মৎস্য
ii. উভচর
iii. সরীসৃপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৯. অ্যারিস্টটল প্রমাণ করেন-
i. একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত
ii. জীবদেহের আকার অপরিবর্তনীয় নয়
iii. জীবগুলো তাদের পূর্ব পুরুষ থেকে উৎপত্তি লাভ করে বিবর্তনের মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩০. বালব্যবস্থা ও যৌবনকালে মধ্রবর্তী সময় কোনটি?
Ο ক) বয়ঃসন্ধিকাল
Ο খ) কৈশোরকাল
Ο গ) শৈশবকাল
Ο ঘ) বৃদ্ধকাল
সঠিক উত্তর: (ক)
৩৩১. সরীসৃপের হৃৎপিন্ডে-
i. দুটি অলিন্দ থাকে
ii. অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয় থাকে
iii. সর্বমোট পাঁচটি প্রকোষ্ঠ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩২. ডিম্বাণু কয় ধরনের সেক্স্ ক্রোমোজোম পাওয়া যায়?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ক)
৩৩৩. জৈব বিবর্তনের উপাদান-
i. প্রোটোভাইরাস, ভাইরাস
ii. ভাইরাস, ব্যাকটেরিয়া
iii. প্রোটোজোয়া, বহুকোষী জীব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৪. সন্তান ধারণের জন্য মেয়েদের কত বয়স উত্তম?
Ο ক) ২৭ বছর
Ο খ) ২০ বছর
Ο গ) ১৮ বছর
Ο ঘ) ১৬ বছর
সঠিক উত্তর: (খ)
৩৩৫. পৃথিবী সৃষ্টিকালে উদ্ভূত জলীয় বাষ্প তেকে কিসের সৃষ্টি হয়?
Ο ক) পানির
Ο খ) মেঘের
Ο গ) বিদ্যুতের
Ο ঘ) আলোর
সঠিক উত্তর: (খ)
৩৩৬. মেয়েদের ঋতুচক্র কতদিন পর হয়?
Ο ক) ২৫
Ο খ) ২৬
Ο গ) ২৭
Ο ঘ) ২৮
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. মেরু অঞ্চলের প্রাণী কোনটি?
Ο ক) হরিণ
Ο খ) হাতি
Ο গ) বাঘ
Ο ঘ) কুমির
সঠিক উত্তর: (গ)
৩৩৮. নিয়মিত ঋতুস্রাব কী ধরনের লক্ষণ?
Ο ক) সন্তান ধারণের অক্ষমতা
Ο খ) সন্তান মারা যাওয়া
Ο গ) গর্ভপাত করা
Ο ঘ) সন্তান ধারণের সক্ষমতা
সঠিক উত্তর: (ঘ)
অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: রাজীব তার মায়ের সাথে চিড়িয়াখানায় বেড়াতে গেল। সেখানে সে অজগর সাপ দেখে খুব ভয় পেল।
৩৩৯. রাজিবের দেখা প্রাণিটি কোন জাতীয়?
Ο ক) উভচর
Ο খ) সরীসৃপ
Ο গ) পাখি
Ο ঘ) স্তন্যপায়ী
সঠিক উত্তর: (খ)
৩৪০. রাজিবের দেখা প্রাণিটির হৃৎপিন্ডে-
i. দুলি অলিন্দ রয়েছে
ii. তিনটি নিলয় রয়েছে
iii. অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয় রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. সৃষ্টির শুরুতে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল?
Ο ক) CO2
Ο খ) O2
Ο গ) N2
Ο ঘ) H2O
সঠিক উত্তর: (খ)
৩০২. "পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব এবং দৈহিক পরিবর্তন ঘটে"- এটি কার মতামত?
Ο ক) ল্যামার্ক
Ο খ) রাসেল ওয়ালেস
Ο গ) ডারউইন
Ο ঘ) ওয়াটসন
সঠিক উত্তর: (ক)
৩০৩. Gentum নামক উদ্ভিদে-
i. ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান
ii. একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান
iii. গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩০৪. জীবদেহের আকার পরিবর্তনীয়-কে প্রমাণ করেন?
Ο ক) অ্যারিস্টটল
Ο খ) জেনাফেন
Ο গ) ল্যামার্ক
Ο ঘ) ডারউইন
সঠিক উত্তর: (খ)
৩০৫. জীবের সংখ্যা জ্যামিতিক ও গাণিতিক হারে বৃদ্ধি পায়-এটি কার মতামত?
Ο ক) ল্যামার্ক
Ο খ) ডারউইন
Ο গ) এ্যারিস্টটল
Ο ঘ) ওয়ালো
সঠিক উত্তর: (খ)
৩০৬. রাসায়নিক বিবর্তন-
i. কার্বন ডাই অক্সাইড-মিথেন
ii. অ্যামইনো এসিড
iii. প্রোটিন- নিউক্লিও প্রোটিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৭. প্রথম কোথায় জীবের উদ্ভব হয়েছিল?
Ο ক) সমুদ্রের পানিতে
Ο খ) মাটিতে
Ο গ) ভূ-অভ্যন্তরে
Ο ঘ) বায়ুমন্ডলে
সঠিক উত্তর: (ক)
৩০৮. 'অঙ্গের ব্যবহার ও অপব্যবহার জীবদেহে পরিবর্তন সূচিত করে'-এটি কার মতামত?
Ο ক) ল্যামার্ক
Ο খ) ওয়ালো
Ο গ) ডারউইন
Ο ঘ) ওয়াটসন
সঠিক উত্তর: (ক)
৩০৯. ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংঘটিত সত্যগুলো হলো-
i. অত্যাধিক হারে বংশবৃদ্ধি
ii. সীমিত খাদ্য ও বাসস্থান
iii. প্রাকৃতিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১০. বিবর্তনের ক্ষেত্রে-
i. রাসায়নিক বিবর্তন আগে ও জৈব বিবর্তন পরে ঘটে
ii. জৈব ও রাসায়নিক বিবর্তন একসাথে ঘটে
iii. জৈব বিবর্তনের উপাদানগুলো সজীব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১১. বয়ঃসন্ধিকালে-
i. আবেগ দ্বারা চালিত হয়
ii. বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়
iii. পরনির্ভর হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১২. বিজ্ঞানের কোন শাখা বিলুপ্ত জীব অনুসন্ধানে নিয়োজিত?
Ο ক) বংশগতি বিদ্যা
Ο খ) প্রত্নজীব বিদ্যা
Ο গ) ভ্রুণবিদ্যা
Ο ঘ) বিবর্তন বিদ্যা
সঠিক উত্তর: (খ)
৩১৩. ভ্রূণ হলো-
i. ডিমের ভেতর অবস্থিত শিশু
ii. গর্ভের মধ্যে অবস্থিত শিশু
iii. বীজের মধ্যে অবস্থিত শিশু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৪. বয়ঃসন্ধিকালে ছেলেদের-
i. দাড়ি ও গোঁফ ওঠে
ii. রাতের বেলা ঘুমের মধ্যে বীর্যপাত হয়
iii. কোমড়ের হাড় মোটা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩১৫. কোন ক্রোমোজোম দ্বারা জীবের লিঙ্গ নির্ধারিত হয়?
Ο ক) সেক্স ক্রোমোজোম
Ο খ) অটোজোম
Ο গ) দশ নং ক্রোমোজোম
Ο ঘ) তের নং ক্রোমোজোম
সঠিক উত্তর: (ক)
৩১৬. বিজ্ঞানী চার্লস ডারউইনের মতে-
i. প্রতিটি জীব ও অত্যাধিক হারে বংশবৃদ্ধি করে
ii. প্রতিটি জীব অস্তিত্বের জন্য সংগ্রাম করে
iii. পৃথিবীতে কখনই দুইটি জীব অবিকল এক হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩১৭. বয়ঃসন্ধিকালে-
i. ছেলেদের চেয়ে মেয়েদের আগে শুরু হয়
ii. বাল্যবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময়
iii. মেয়েদের চেয়ে ছেলেদের আগে শুরু হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১৮. বিজ্ঞানী ল্যামার্কের জৈব বিবর্তন মতবাদের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) এর অন্যতম ভিত্তিমূলক প্রতিপাদ্য পরিবেশের প্রভাবে
Ο খ) এটি সর্বজন স্বীকৃত
Ο গ) অনুকূল প্রকরণ জীবের জীবনসংগ্রামে সহায়ক
Ο ঘ) যোগ্য জীব পরিবেশে টিকে থাকে
সঠিক উত্তর: (ক)
৩১৯. বংশগতি মতবাদ কে দিয়েছেন?
Ο ক) ডারউইন
Ο খ) মেন্ডেল
Ο গ) ল্যামার্ক
Ο ঘ) হেকেল
সঠিক উত্তর: (খ)
৩২০. "Ontogeny repeats phylogeny"- মতবাদটি কার?
Ο ক) ডারউইনের
Ο খ) ল্যামার্কের
Ο গ) স্পেনসার
Ο ঘ) এরিস্টটলের
সঠিক উত্তর: (গ)
৩২১. জীবনের উৎপত্তি হয়েছিল কোথায়?
Ο ক) হাওড়ের পানিতে
Ο খ) নদীর পানিতে
Ο গ) খালের পানিতে
Ο ঘ) সমুদ্রের পানিতে
সঠিক উত্তর: (ঘ)
৩২২. পৃথিবী নামক জ্বলন্ত গ্যাসপিন্ড ক্রমান্বয়ে বিকিরলেন মাধ্যমে ঘনীভূত হয়ে কী অবস্থায় প্রাপ্ত হয়?
Ο ক) পানির
Ο খ) কঠিন
Ο গ) স্তূপাকার
Ο ঘ) তরল
সঠিক উত্তর: (ঘ)
৩২৩. বয়ঃসন্ধিকালে কোন পরিবর্তন অদৃশ্য থাকে?
Ο ক) দৈহিক বা শারীরিক
Ο খ) মানসিক
Ο গ) আচরণগত
Ο ঘ) অভ্যাসগত
সঠিক উত্তর: (ঘ)
৩২৪. সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে কী বলে?
Ο ক) জৈব বিবর্তন
Ο খ) রাসায়নিক বিবর্তন
Ο গ) ভৌত বিবর্তন
Ο ঘ) গৌণ বিবর্তন
সঠিক উত্তর: (ক)
৩২৫. 'Fossil' অর্থ কী?
Ο ক) খনিজ তেল
Ο খ) উদ্ভিদাংশ
Ο গ) জীবাশ্ম
Ο ঘ) অস্থি
সঠিক উত্তর: (গ)
৩২৬. সৃজনশীল কাজের জন্য পরিবর্তিত হয়েছে-
i. মানুষের অগ্রপদ, কোন জিনিস ধরার জন্য
ii. পাখির অগ্রপদ, ওড়ার জন্য
iii. ঘোড়ার অগ্রপদ, দৌড়ানোর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৭. একজোড়া লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম ছাড়া বাকিগুলোকে কী বলে?
Ο ক) সেন্ট্রোসোম
Ο খ) অটোজোম
Ο গ) সেক্স ক্রোমোজোম
Ο ঘ) রাইবোজোম
সঠিক উত্তর: (খ)
৩২৮. মেরুদন্ডী প্রাণিগুলোর ভ্রূণ পর্যবেক্ষণ করলে সাদৃশ্য পরিলক্ষিত হয়-
i. মৎস্য
ii. উভচর
iii. সরীসৃপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৯. অ্যারিস্টটল প্রমাণ করেন-
i. একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত
ii. জীবদেহের আকার অপরিবর্তনীয় নয়
iii. জীবগুলো তাদের পূর্ব পুরুষ থেকে উৎপত্তি লাভ করে বিবর্তনের মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৩০. বালব্যবস্থা ও যৌবনকালে মধ্রবর্তী সময় কোনটি?
Ο ক) বয়ঃসন্ধিকাল
Ο খ) কৈশোরকাল
Ο গ) শৈশবকাল
Ο ঘ) বৃদ্ধকাল
সঠিক উত্তর: (ক)
৩৩১. সরীসৃপের হৃৎপিন্ডে-
i. দুটি অলিন্দ থাকে
ii. অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয় থাকে
iii. সর্বমোট পাঁচটি প্রকোষ্ঠ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩২. ডিম্বাণু কয় ধরনের সেক্স্ ক্রোমোজোম পাওয়া যায়?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ক)
৩৩৩. জৈব বিবর্তনের উপাদান-
i. প্রোটোভাইরাস, ভাইরাস
ii. ভাইরাস, ব্যাকটেরিয়া
iii. প্রোটোজোয়া, বহুকোষী জীব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৪. সন্তান ধারণের জন্য মেয়েদের কত বয়স উত্তম?
Ο ক) ২৭ বছর
Ο খ) ২০ বছর
Ο গ) ১৮ বছর
Ο ঘ) ১৬ বছর
সঠিক উত্তর: (খ)
৩৩৫. পৃথিবী সৃষ্টিকালে উদ্ভূত জলীয় বাষ্প তেকে কিসের সৃষ্টি হয়?
Ο ক) পানির
Ο খ) মেঘের
Ο গ) বিদ্যুতের
Ο ঘ) আলোর
সঠিক উত্তর: (খ)
৩৩৬. মেয়েদের ঋতুচক্র কতদিন পর হয়?
Ο ক) ২৫
Ο খ) ২৬
Ο গ) ২৭
Ο ঘ) ২৮
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. মেরু অঞ্চলের প্রাণী কোনটি?
Ο ক) হরিণ
Ο খ) হাতি
Ο গ) বাঘ
Ο ঘ) কুমির
সঠিক উত্তর: (গ)
৩৩৮. নিয়মিত ঋতুস্রাব কী ধরনের লক্ষণ?
Ο ক) সন্তান ধারণের অক্ষমতা
Ο খ) সন্তান মারা যাওয়া
Ο গ) গর্ভপাত করা
Ο ঘ) সন্তান ধারণের সক্ষমতা
সঠিক উত্তর: (ঘ)
অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: রাজীব তার মায়ের সাথে চিড়িয়াখানায় বেড়াতে গেল। সেখানে সে অজগর সাপ দেখে খুব ভয় পেল।
৩৩৯. রাজিবের দেখা প্রাণিটি কোন জাতীয়?
Ο ক) উভচর
Ο খ) সরীসৃপ
Ο গ) পাখি
Ο ঘ) স্তন্যপায়ী
সঠিক উত্তর: (খ)
৩৪০. রাজিবের দেখা প্রাণিটির হৃৎপিন্ডে-
i. দুলি অলিন্দ রয়েছে
ii. তিনটি নিলয় রয়েছে
iii. অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয় রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science