এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৪: নবজীবনের সূচনা (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৪: নবজীবনের সূচনা (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. মেঘ হতে বৃষ্টির মাধ্যমে পৃথিবীর কঠিন বহিঃস্থরে কি সৃষ্টি হয়?
Ο ক) সমুদ্র
Ο খ) হ্রদ
Ο গ) নদী
Ο ঘ) বিল
 সঠিক উত্তর: (ক)

 ২০২. হার্বাট স্পেনার ছিলেন- i. দার্শনিক ii. গণিতজ্ঞ iii. শিক্ষাবিদ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৩. মানুষের দেহে নিষ্ক্রিয় অঙ্গ হলো-
i. অগ্ন্যাশয়
ii. সিকাম
iii. অ্যাপেন্ডিক্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২০৪. ডারউইন তত্ত্বের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
Ο ক) প্রকরণ
Ο খ) প্রাকৃতিক নির্বাচন
Ο গ) যোগ্যতমের জয়
Ο ঘ) অত্যাধিক হারে বংশবৃদ্ধি
 সঠিক উত্তর: (খ)

 ২০৫. মৎসের হৃৎপিন্ডের প্রকোষ্ঠ কয়টি?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ২০৬. বয়ঃসন্ধিকালে পরিবর্তনের দায়ী কোনটি?
Ο ক) হরমোন
Ο খ) ভিটামিন-সি
Ο গ) প্রোটিন
Ο ঘ) শর্করা
 সঠিক উত্তর: (ক)

 ২০৭. কত বছর বয়সের মেয়েকে বালিকা বলে?
Ο ক) ৫ বছর বয়সের পর
Ο খ) ৮ বছর বয়সের পর
Ο গ) ৭ বছর বয়সের পর
Ο ঘ) ৬ বছর বয়সের পর
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৮. সমংস্থ অঙ্গের-
i. অভ্যন্তরীণ কাঠামো এক
ii. কাজ ভিন্ন ভিন্ন হতে পারে
iii. উৎপত্তি এক ধরনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৯. ব্যাকটেরিয়া তৈরি হয় কোনটি থেকে?
Ο ক) প্রোটোজোয়া
Ο খ) ভাইরাস
Ο গ) প্রোটোভাইরাস
Ο ঘ) প্রোটিন
 সঠিক উত্তর: (খ)

 ২১০. ২৬০ কোটি বছর আগে পৃথিবীর বায়ুমন্ডলে ছিল-
i. হাইড্রোজেন সালফাইড
ii. অ্যামোনিয়া
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২১১. জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে-
i. নিটাম
ii. ইকুজিটাম
iii.গিঙ্কো বাইলোবা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১২. বয়ঃসন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে-
i. স্বরভঙ্গ হওয়া ও গলার স্বর মোটা হওয়া
ii. বুক ও কাঁধ চওড়া হয়ে ওঠা
iii. কোমড়ের হাড় মোটা হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২১৩. অঙ্গ সংস্থানের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের আলোচনাকে কী বলে?
Ο ক) সমসংস্থ অঙ্গ
Ο খ) সমবৃত্তি অঙ্গ
Ο গ) তুলনামূলক অঙ্গসংস্থান
Ο ঘ) আপেক্ষিক অঙ্গসংস্থান
 সঠিক উত্তর: (গ)

 ২১৪. "জীবের প্রয়োজন জীবদেহে কোনো নতুন অঙ্গের উৎপত্তি বা কোন পুরানো অঙ্গের অবলুপ্তি ঘটাতে পারে" এটি কার মতবাদ?
Ο ক) ডারউইন
Ο খ) গ্রেগর মেনডেল
Ο গ) ল্যামার্ক
Ο ঘ) এরিস্টটল
 সঠিক উত্তর: (গ)

 ২১৫. 'Evolveri' শব্দটি কোন ভাষার শব্দ?
Ο ক) গ্রিক
Ο খ) ল্যাটিন
Ο গ) ফরাসি
Ο ঘ) ইংরেজি
 সঠিক উত্তর: (খ)

 ২১৬. মানুষ ও অন্যান্য জীবে পুরুষের ক্ষেত্রে সূচক বর্ণের দ্বারা ক্রোমোজোম প্রকাশ-
i. 2A + XX
ii. 2A + XY
iii. A + XY
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i
Ο গ) ii ও iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ক)

 ২১৭. পুরুষের দেহকোষে কোন অবস্থায় XY ক্রোমোজোম থাকে?
Ο ক) হ্যাপ্লয়েড
Ο খ) ডিপ্লয়েড
Ο গ) ট্রিপ্লয়েড
Ο ঘ) টেট্রাপ্লয়েড
 সঠিক উত্তর: (খ)

 ২১৮. অটোজোমগুলো-
i. ইংরেজি A বণ দ্বারা বুঝনো হয়
ii. সেক্স ক্রোমোজোমের অর্ন্তভূক্ত নয়
iii. শূক্রাণুতে সুপ্ত অবস্থায় থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২১৯. মানুষের কতজোড়া অটোজোম রয়েছে?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ১১
Ο ঘ) ২২
 সঠিক উত্তর: (ঘ)

 ২২০. মানুষের লুপ্তপ্রায় অঙ্গ হচ্ছে-
i. অ্যাপেন্ডিক্স
ii. চক্ষুপত্র
iii. ককসিক্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২২১. কাকে জৈব বিবর্তনের জনক বলা হয়?
Ο ক) ম্যালথাস
Ο খ) হেকেল
Ο গ) ডারউইন
Ο ঘ) ল্যামার্ক
 সঠিক উত্তর: (গ)

 ২২২. একটি সাধারণ পূর্বপুরুষ থেকে ক্রমশ জটিল জীবগুলোর উৎপত্তি ঘটেছে কেন?
Ο ক) বিবর্তনের কারণে
Ο খ) অস্থিবিন্যাস পরিবর্তন
Ο গ) সমবৃত্তীয় অঙ্গ গঠন
Ο ঘ) পরিব্যাপ্তির কারণে
 সঠিক উত্তর: (ক)

 ২২৩. টেস্টটিউব বেবির ক্ষেত্রে-
i. কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটানো হয়
ii. ইনসিটো ফার্টিলাইজেশন করা হয়
iii. ইনভিট্রো ফার্টিলাইজেশন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২২৪. জীবাশ্মের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কী সম্পর্কে জানা যায়?
Ο ক) জীবন্ত জীব
Ο খ) অবলুপ্ত জীব
Ο গ) বিলুপ্ত প্রায় জীব
Ο ঘ) এককোষী জীব
 সঠিক উত্তর: (খ)

 ২২৫. খোঁজ না পাওয়া জীবদের কী বলা হয়?
Ο ক) মিসিং লিংক
Ο খ) কানেকটিং লিংক
Ο গ) জীবন্ত জীবাশ্ম
Ο ঘ) জীবাশ্ম
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. এরিস্টটল বিবর্তনের ধারণা দেন কত সালে?
Ο ক) খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী
Ο খ) খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী
Ο গ) খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী
Ο ঘ) খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী
 সঠিক উত্তর: (গ)

 ২২৭. ল্যামার্কবাদের প্রতিপাদ্য বিষয় কয়টি?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
 সঠিক উত্তর: (গ)

 ২২৮. শৈশবকালের বয়সসীমা কত?
Ο ক) চার বছর
Ο খ) পাঁচ বছর
Ο গ) ছয় বছর
Ο ঘ) সাত বছর
 সঠিক উত্তর: (খ)

 ২২৯. মাসিকের সময় উচিত-
i. নিয়মিত গোসল করা
ii. পুষ্টিকর খাবার খাওয়া
iii. বেশি পরিমাণ পানি পান করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩০. জীবের জন্য কোনটি প্রতিকূল?
Ο ক) বৃষ্টিপাত
Ο খ) খরা
Ο গ) বায়ুপ্রবাহ
Ο ঘ) সূর্যতাপ
 সঠিক উত্তর: (খ)

 ২৩১. বর্তমান বিজ্ঞানীদে মতে নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে-
i. মূল প্রজাতি থেকে পৃথক হয়ে যাওয়ার ফলে
ii. সংকরায়নের ফলে
iii ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধির ফলে.
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩২. ছেলেদের সাধারণত কত বছর বয়সে দাড়ি গোঁফ ওঠে?
Ο ক) ১৪/১৫
Ο খ) ১৫/১৬
Ο গ) ১৬/১৭
Ο ঘ) ১৭/১৮
 সঠিক উত্তর: (গ)

 ২৩৩. কোনটি নিউক্লিয়াস আদি প্রকৃতির?
Ο ক) ছত্রাক
Ο খ) ব্যাকটেরিয়া
Ο গ) প্রোটোজোয়া
Ο ঘ) বহুকোষী জীব
 সঠিক উত্তর: (খ)

 ২৩৪. বিবর্তন কী ধরনের প্রক্রিয়া?
Ο ক) মন্থর
Ο খ) গতিশীল
Ο গ) স্থবির
Ο ঘ) মন্থর্ ও গতিশীল
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৫. কে সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন?
Ο ক) জেনোফেন
Ο খ) অ্যারিস্টটল
Ο গ) ডারউইন
Ο ঘ) ল্যামার্ক
 সঠিক উত্তর: (ক)

 ২৩৬. আর্কিওপটেরিক্সের ছিল-
i. সরীসৃপের মতো পা ও দাঁত
ii. পাখির মতো ডানা ও লেজ
iii. স্তন্যপায়ী মতো লোম দুগ্ধগ্রন্থি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩৭. ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে-
i. দেহের বাইরে শূক্রাণু ও ডিম্বাণুর মিলন হয
ii. স্ত্রীলোকের জরায়ুতে ভ্রূণ প্রতিস্থাপন করা হয়
iii. কৃত্রিম উপায়ে শিশুর জন্ম হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৮. স্বপ্নদোষ হলে-
i. গোসল করে পরিষ্কার হতে হবে
ii. শাক-সবজি ও পানি খেতে হবে
iii. স্বাভাবিক জীবনযাপন করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৯. Evolveri কোন ধরনের শব্দ?
Ο ক) গ্রিক
Ο খ) ল্যাটিন
Ο গ) ইংরেজি
Ο ঘ) পালি
 সঠিক উত্তর: (খ)

 ২৪০. কোন ক্রোমোজোম উপস্থিত থাকলে ছেলে সন্তান হবে?
Ο ক) W
Ο খ) X
Ο গ) Y
Ο ঘ) Z
 সঠিক উত্তর: (গ)

 ২৪১. উত্তর ও মধ্য আমিরিকার কোয়েল পাখি বিলুপ্ত হয়ে যায় কেন?
Ο ক) পরিবেশের সাথে সংগ্রামে
Ο খ) অন্তঃপ্রজাতিক সংগ্রামে
Ο গ) খাদ্যের অভাবে
Ο ঘ) অধিক শীতলতার কারণে
 সঠিক উত্তর: (ক)

 ২৪২. প্লাটিপাস কোন ধরনের প্রাণীদের যোগসূত্র স্থাপন করে?
Ο ক) সন্ধিপদী
Ο খ) সরীসৃপ
Ο গ) পাখি
Ο ঘ) স্তন্যপায়ী
 সঠিক উত্তর: (খ)

 ২৪৩. স্বপ্নদোষ একটি ধরনের বিষয়?
Ο ক) ভয়ের বিষয়
Ο খ) লজ্জার বিষয়
Ο গ) স্বাভাবিক কার্যক্রম
Ο ঘ) অস্বাভাবিক কার্যক্রম
 সঠিক উত্তর: (গ)

 ২৪৪. কোন বিজ্ঞানী সর্বপ্রথম অভিব্যক্তির ওপর বিশ্লেষণী তত্ত্বপ্রতিষ্ঠা করেন?
Ο ক) ডারউইন
Ο খ) স্পেনসার
Ο গ) অ্যারিস্টটল
Ο ঘ) ল্যামার্ক
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৫. ডারউইনের মতে, কোন জীব যোগ্য বলে বিবেচিত হয়?
Ο ক) অধিক শক্তিশালী জীব
Ο খ) স্থলজ জীব
Ο গ) জলজ জীব
Ο ঘ) পরিবেশে অভিযোজিত জীব
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৬. বিজ্ঞানী চার্লস ডারউইন কোন দীপপুঞ্জ পরিভ্রমণ করে 'প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব' পুস্তকটি রচনা করেন?
Ο ক) সেন্ট হেলেনা
Ο খ) জাভা
Ο গ) গ্যালাপ্যাগোস
Ο ঘ) মাদাগাস্কার
 সঠিক উত্তর: (গ)

 ২৪৭. মানুষের দেহকোষ ও জনন কোষ-
i. ডিপ্লয়েড
ii. হ্যাপ্লয়েড
iii. পলিপ্লয়েড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৪৮. বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীর বর্তমান বয়স কত?
Ο ক) প্রায় ৩৫০ কোটি বছর
Ο খ) প্রায় ৪০০ কোটি বয়র
Ο গ) প্রায় ৪৫০ কোটি বছর
Ο ঘ) প্রায় ৫০০ কোটি বছর
 সঠিক উত্তর: (গ)

 ২৪৯. জলজ পাখির পা ক্রমাগত সাঁতার কাটার ফলে লিপ্ত পদে পরিণত হয়েছে কীভাবে?
Ο ক) নখগুলো সংযুক্ত হয়ে
Ο খ) আঙুলগুলো সংযুক্ত হয়ে
Ο গ) আঙুলের পাতলা চামড়া সংযুক্ত হয়ে
Ο ঘ) দুই পা সংযুক্ত হয়ে
 সঠিক উত্তর: (গ)

 ২৫০. হার্বাট স্পেনসার কোন দেশের নাগরিক ছিলেন?
Ο ক) ইংল্যান্ড
Ο খ) সু্‌ইডিশ
Ο গ) অস্ট্রিয়
Ο ঘ) জার্মান
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post