ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৪: নবজীবনের সূচনা (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. ড. পেট্রুসির প্রথম টেস্টটিউব বেবির কত বছর পর সফল টেস্টটিউব বেবি জন্মায়?
Ο ক) ১৬
Ο খ) ১৭
Ο গ) ১৮
Ο ঘ) ১৯
সঠিক উত্তর: (ঘ)
১৫২. 'অনটোজেনি রিপিটস ফাইলোজেনি'-উক্তিটি কার?
Ο ক) এরিস্টটলের
Ο খ) জৈব অভিব্যক্তি
Ο গ) বিবর্তন
Ο ঘ) পরিব্যাপ্তি
সঠিক উত্তর: (ক)
১৫৩. 'Evolution' শব্দটির অর্থ কী?
Ο ক) উৎপত্তি
Ο খ) পরিবর্তন
Ο গ) ক্রমবিকাশ
Ο ঘ) বৈচিত্র্য
সঠিক উত্তর: (গ)
১৫৪. জীবাশ্মা হলো ভূগর্ভের শিলাস্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের-
i. প্রস্তরীভূত দেহ
ii. দেহছাপ
iii. প্রস্তরীভূত অঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. চার্লস ডারউইন এর রচিত 'প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব' পুস্তকটি যে বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত-
i. উদ্ভিদের বৈশিষ্ট্য
ii. প্রাণিকূলের বৈশিষ্ট্য
iii. জীবাশ্মের বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৬. অটোজোমকে সংক্ষেপে কী দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) A
Ο খ) B
Ο গ) X
Ο ঘ) Y
সঠিক উত্তর: (ক)
১৫৭. জীবের খাদ্য ও বাসস্থান সীমিত কেন?
Ο ক) ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ বলে
Ο খ) জীবের সংখ্যা অধিক বলে
Ο গ) জীবের খাদ্য নির্দিষ্ট বলে
Ο ঘ) জীবভেদে বাসস্থান ভিন্ন বলে
সঠিক উত্তর: (ক)
১৫৮. ডারউইন কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) ইংল্যান্ডের স্রাসবেরি
Ο খ) আমেরিকার নিউইয়র্কে
Ο গ) ব্রাজিলের রিও ডি জেনিরো
Ο ঘ) ইতালির রোমে
সঠিক উত্তর: (ক)
১৫৯. বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হল-
i. ঋতুস্রাব শুরু হওয়া
ii. গলার স্বর মোটা হওয়া
iii. কোমড়ের হাড় মোটা হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬০. ছেলে ও মেয়েদের শারীরিক পরিবর্তনের পাশাপাশি কোন পরিবর্তন হয়?
Ο ক) মানসিক
Ο খ) চিন্তাশীল
Ο গ) অভ্যাসগত
Ο ঘ) দৈহিক
সঠিক উত্তর: (ক)
১৬১. কোন অঙ্গবিশিষ্ট জীবগুলোর উৎপত্তি একই পূর্বপুরুষ হতে ঘটছে বলে বিবর্তনবিদগণ মনে করেন?
Ο ক) সমবৃত্তি অঙ্গ
Ο খ) সমসংস্থ অঙ্গ
Ο গ) লু্প্তপ্রায় অঙ্গ
Ο ঘ) বিশেষ অঙ্গ
সঠিক উত্তর: (ক)
১৬২. শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে ছেলে সন্তান হলে কোনটি ঠিক?
Ο ক) XX
Ο খ) XZ
Ο গ) AX
Ο ঘ) XY
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. টেস্টটিউব বেবি উৎপাদনে পর্যায়ক্রমে পদ্ধতিগুলোর নাম-
i. Culture medium-এ শূক্রাণুর ও ডিম্বাণুর মিলন
ii. পালন মাধ্যমে প্রাথমিক ভ্রূণ উৎপাদন
iii. ভ্রূণকে স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৪. পাখির হৃৎপিন্ড কয়টি নিলয় রয়েছে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)
১৬৫. জৈব বিবর্তনের জনক কে?
Ο ক) ল্যামার্ক
Ο খ) ডারউইন
Ο গ) এরিস্টটল
Ο ঘ) মেন্ডেল
সঠিক উত্তর: (খ)
১৬৬. জীব সৃষ্টির শুরুতে পৃথিবীর বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে ছিল-
i. হাইড্রোজেন সালফাইড
ii. কার্বন ডাই-অক্সাইড
iii. জলীয় বাষ্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. পুরুষের শূক্রাণু-
i. X ক্রোমোজোম বিষিষ্ট
ii. ক্রোমোজোম বিশিষ্ট
iii. A ক্রোমোজোম বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৮. কত বছর আগে পৃথিবীর বায়ুমন্ডল O2 বিহীন ছিল?
Ο ক) ২০০ কোটি বছর
Ο খ) ৩৬০ কোটি বছর
Ο গ) প্রায় ২৬০ কোটি বছর
Ο ঘ) প্রায় ৩০০ কোটি বছর
সঠিক উত্তর: (গ)
১৬৯. বায়োলজি শব্দটির প্রতিষ্ঠাতা কে?
Ο ক) ল্যামার্ক
Ο খ) ডারউইন
Ο গ) অ্যারিস্টটল
Ο ঘ) থিওফ্রাসটাস
সঠিক উত্তর: (ক)
১৭০. কোন অণু থেকে প্রাণের উদ্ভব হয়?
Ο ক) নিউক্লিওপ্রোটিন
Ο খ) নাইট্রোজেন
Ο গ) অ্যামাইনো এসিড
Ο ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (ক)
১৭১. কোনটি খুব স্বাভাবিক ঘটনা?
Ο ক) গর্ভপাত
Ο খ) রক্তপাত
Ο গ) কর্ণপাত
Ο ঘ) বীর্যপাত
সঠিক উত্তর: (ঘ)
১৭২. স্তন্যপায়ীর হৃৎপিন্ড চারটি প্রকোষ্ঠযুক্ত-
i. তিনটি নিলয়
ii. দুইটি অলিন্দ
iii. দুইটি নিলয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭৩. গর্ভধারণের লক্ষণ-
i. বমি হওয়া
ii. পেট ব্যাথা হওয়া
iii. মাথা ঘোরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৪. নতুন প্রজাতি সৃষ্টি হয়-
i. অর্জিত বৈশিষ্ট্যের ভিত্তিতে
ii. সংকরায়নের ফলে
iii. ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধির ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭৫. ছেলেমেয়েরা বয়ঃসন্ধিকালে-
i. কল্পনাপ্রবণ হয়
ii. আকর্ষণপ্রবণ হয়
iii. পরিপাটি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. স্ত্রীলোকের জরায়ুতে কী প্রতিস্থাপন করে শিশুর জন্ম হয়?
Ο ক) ডিম্বাণু
Ο খ) শুক্রাণু
Ο গ) প্রাথমিক ভ্রুণ
Ο ঘ) Blood
সঠিক উত্তর: (গ)
১৭৭. সরীসৃপ থেকে পাখির উৎপত্তি এর প্রমাণ বহন করে কোনটি?
Ο ক) লিমুলাস
Ο খ) প্লাটিপাস
Ο গ) আর্কিওপটেরিক্স
Ο ঘ) স্ফোনোডন
সঠিক উত্তর: (গ)
১৭৮. জীবন্ত জীবাশ্মা- i. লিমুলাস ii. ইকুইজিটাম iii. আর্কিওপাটেরিক্স নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৯. নিচের কোনগুলো লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হিসেবে পরিচিত?
Ο ক) A ও X
Ο খ) A ও Y
Ο গ) A ও Z
Ο ঘ) X ও Y
সঠিক উত্তর: (ঘ)
১৮০. বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে-
i. শরীরে গঠন প্রাপ্তবয়স্কদের মতো হয়ে ওঠা
ii. শরীরে বিভিন্ন অংশে লোম গজানো
iii. প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮১. মানুষের অটোজোম সংখ্যা কত?
Ο ক) ৪৬টি
Ο খ) ৪৪টি
Ο গ) ৩৪টি
Ο ঘ) ২২টি
সঠিক উত্তর: (খ)
১৮২. সাপের পা বিলুপ্ত হয়েছে-
i. পায়ের অতিরিক্ত ব্যবহারের ফলে
ii. খোলস আবির্ভাবের কারণে
iii. ক্রমাগত পায়ের অব্যবহারের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৩. মানসিক পরিবর্তন-
i. আবেগ দ্বারা চালিত হওয়া
ii. ছেলেমেয়েদের মধ্যে সম্পর্কের কৌতূহল
iii. প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. ল্যামার্কবাদের প্রতিপাদ্য বিষয় কোনটি?
Ο ক) অস্তিত্বের জন্য সংগ্রাম
Ο খ) অর্জিত বৈশিষ্ট্যর বংশনুসরণ
Ο গ) যোগ্যতমের জয়
Ο ঘ) প্রাকৃতিক নির্বাচন
সঠিক উত্তর: (খ)
১৮৫. ক্লোরিফিল-
i. সবুজ বর্ণকণিকা
ii. পানি গ্রহণের সাহায্য করে
iii. খাদ্য তৈরিতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৬. অভিব্যক্তি একটি-
i. ধীর প্রক্রিয়া
ii. অবিরাম প্রক্রিয়া
iii. গতিশীল প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. অপরিণত বয়সে সন্তান আসলে তার অবস্থা কী হয়?
Ο ক) রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়
Ο খ) লোহিত কণিকার সংখ্যা বেড়ে যায়
Ο গ) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়
Ο ঘ) রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়
সঠিক উত্তর: (গ)
১৮৮. কোন পানিতে সর্বপ্রথম জীবের উৎপত্তি হয়েছিল?
Ο ক) নদীর
Ο খ) ঝরণার
Ο গ) সমুদ্রের
Ο ঘ) পুকুরের
সঠিক উত্তর: (গ)
১৮৯. টেস্টটিউব বেবি লুইস ব্রাউন কত সালে জন্মগ্রহণ করে?
Ο ক) ১৯৭৬
Ο খ) ১৯৭৭
Ο গ) ১৯৭৮
Ο ঘ) ১৯৭৯
সঠিক উত্তর: (গ)
১৯০. "জীবজগতের বিভিন্ন জীব এবং একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত"- এটি কে প্রমাণ করেন?
Ο ক) হার্বাট স্পেনসার
Ο খ) জেনোফেন
Ο গ) ডারউইন
Ο ঘ) অ্যারিস্টটল
সঠিক উত্তর: (ঘ)
১৯১. জীবদের সন্ধান পাওয়া যায় না-
i. missing link
ii. হৃদ যৌজিক
iii. যোজক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯২. কোষ বিভাজনের সময় কোষে ক্রোমোসোম সংখ্যা বৃদ্ধিকে কী বলে?
Ο ক) Hybridization
Ο খ) Polyploidy
Ο গ) Isolation
Ο ঘ) Cell doubling
সঠিক উত্তর: (খ)
১৯৩. ডারউইনের মতে জীবকে কয়টি পর্যায়ে সংগ্রাম করতে হয়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (গ)
১৯৪. স্ফোনোডন কোন ধরনের প্রাণী?
Ο ক) সন্ধিপদী
Ο খ) সরীসৃপ
Ο গ) পাখি
Ο ঘ) স্তন্যপায়ী
সঠিক উত্তর: (খ)
১৯৫. একটি মেয়ের ও ছেলের যথাক্রমে ন্যূনতম বিয়ের বয়স কত হওয়া উচিত?
Ο ক) ১৮ ও ২০
Ο খ) ২১ ও ১৮
Ο গ) ১৮ ও ২১
Ο ঘ) ২০ ও ২৫
সঠিক উত্তর: (গ)
১৯৬. গর্ভধারণের ফলে ১ম কয়েক মাস মেয়েদের শরীরে কোন অস্বস্তিকর লক্ষণ দেখা যায়?
Ο ক) চোখ ওঠা
Ο খ) বার বার ভেসে যাওয়া
Ο গ) বমি হওয়া
Ο ঘ) বার বার বাথরুমে যাওয়া
সঠিক উত্তর: (গ)
১৯৭. সফল টেস্টটিউব বেবি লুইস ব্রাউন কোথায় জন্মগ্রহণ করে?
Ο ক) ইতালিতে
Ο খ) ইংল্যান্ডে
Ο গ) আমেরিকায়
Ο ঘ) অস্ট্রেলিয়ায়
সঠিক উত্তর: (খ)
১৯৮. অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয় থাকে কোনটিতে?
Ο ক) মাছে
Ο খ) ব্যাঙ্গে
Ο গ) পাখিতে
Ο ঘ) সরীসৃপে
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. আবহাওয়া, স্থান ছাড়াও বয়ঃসন্ধিকালে প্রভাব ফেলে কোনটি?
Ο ক) লেখাপড়া
Ο খ) জামা কাপড়
Ο গ) শ্বাস গ্রহণ
Ο ঘ) খাদ্য
সঠিক উত্তর: (ঘ)
২০০. কোনটি থেকে প্রোটোভাইরাস সৃষ্টি হয়?
Ο ক) ভাইরাস
Ο খ) নিউক্লিয় এসিড
Ο গ) নিউক্লিওপ্রোটিন
Ο ঘ) ব্যকটেরিয়া
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. ড. পেট্রুসির প্রথম টেস্টটিউব বেবির কত বছর পর সফল টেস্টটিউব বেবি জন্মায়?
Ο ক) ১৬
Ο খ) ১৭
Ο গ) ১৮
Ο ঘ) ১৯
সঠিক উত্তর: (ঘ)
১৫২. 'অনটোজেনি রিপিটস ফাইলোজেনি'-উক্তিটি কার?
Ο ক) এরিস্টটলের
Ο খ) জৈব অভিব্যক্তি
Ο গ) বিবর্তন
Ο ঘ) পরিব্যাপ্তি
সঠিক উত্তর: (ক)
১৫৩. 'Evolution' শব্দটির অর্থ কী?
Ο ক) উৎপত্তি
Ο খ) পরিবর্তন
Ο গ) ক্রমবিকাশ
Ο ঘ) বৈচিত্র্য
সঠিক উত্তর: (গ)
১৫৪. জীবাশ্মা হলো ভূগর্ভের শিলাস্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের-
i. প্রস্তরীভূত দেহ
ii. দেহছাপ
iii. প্রস্তরীভূত অঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. চার্লস ডারউইন এর রচিত 'প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব' পুস্তকটি যে বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত-
i. উদ্ভিদের বৈশিষ্ট্য
ii. প্রাণিকূলের বৈশিষ্ট্য
iii. জীবাশ্মের বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৬. অটোজোমকে সংক্ষেপে কী দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) A
Ο খ) B
Ο গ) X
Ο ঘ) Y
সঠিক উত্তর: (ক)
১৫৭. জীবের খাদ্য ও বাসস্থান সীমিত কেন?
Ο ক) ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ বলে
Ο খ) জীবের সংখ্যা অধিক বলে
Ο গ) জীবের খাদ্য নির্দিষ্ট বলে
Ο ঘ) জীবভেদে বাসস্থান ভিন্ন বলে
সঠিক উত্তর: (ক)
১৫৮. ডারউইন কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) ইংল্যান্ডের স্রাসবেরি
Ο খ) আমেরিকার নিউইয়র্কে
Ο গ) ব্রাজিলের রিও ডি জেনিরো
Ο ঘ) ইতালির রোমে
সঠিক উত্তর: (ক)
১৫৯. বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হল-
i. ঋতুস্রাব শুরু হওয়া
ii. গলার স্বর মোটা হওয়া
iii. কোমড়ের হাড় মোটা হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬০. ছেলে ও মেয়েদের শারীরিক পরিবর্তনের পাশাপাশি কোন পরিবর্তন হয়?
Ο ক) মানসিক
Ο খ) চিন্তাশীল
Ο গ) অভ্যাসগত
Ο ঘ) দৈহিক
সঠিক উত্তর: (ক)
১৬১. কোন অঙ্গবিশিষ্ট জীবগুলোর উৎপত্তি একই পূর্বপুরুষ হতে ঘটছে বলে বিবর্তনবিদগণ মনে করেন?
Ο ক) সমবৃত্তি অঙ্গ
Ο খ) সমসংস্থ অঙ্গ
Ο গ) লু্প্তপ্রায় অঙ্গ
Ο ঘ) বিশেষ অঙ্গ
সঠিক উত্তর: (ক)
১৬২. শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে ছেলে সন্তান হলে কোনটি ঠিক?
Ο ক) XX
Ο খ) XZ
Ο গ) AX
Ο ঘ) XY
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. টেস্টটিউব বেবি উৎপাদনে পর্যায়ক্রমে পদ্ধতিগুলোর নাম-
i. Culture medium-এ শূক্রাণুর ও ডিম্বাণুর মিলন
ii. পালন মাধ্যমে প্রাথমিক ভ্রূণ উৎপাদন
iii. ভ্রূণকে স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৪. পাখির হৃৎপিন্ড কয়টি নিলয় রয়েছে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)
১৬৫. জৈব বিবর্তনের জনক কে?
Ο ক) ল্যামার্ক
Ο খ) ডারউইন
Ο গ) এরিস্টটল
Ο ঘ) মেন্ডেল
সঠিক উত্তর: (খ)
১৬৬. জীব সৃষ্টির শুরুতে পৃথিবীর বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে ছিল-
i. হাইড্রোজেন সালফাইড
ii. কার্বন ডাই-অক্সাইড
iii. জলীয় বাষ্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. পুরুষের শূক্রাণু-
i. X ক্রোমোজোম বিষিষ্ট
ii. ক্রোমোজোম বিশিষ্ট
iii. A ক্রোমোজোম বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৮. কত বছর আগে পৃথিবীর বায়ুমন্ডল O2 বিহীন ছিল?
Ο ক) ২০০ কোটি বছর
Ο খ) ৩৬০ কোটি বছর
Ο গ) প্রায় ২৬০ কোটি বছর
Ο ঘ) প্রায় ৩০০ কোটি বছর
সঠিক উত্তর: (গ)
১৬৯. বায়োলজি শব্দটির প্রতিষ্ঠাতা কে?
Ο ক) ল্যামার্ক
Ο খ) ডারউইন
Ο গ) অ্যারিস্টটল
Ο ঘ) থিওফ্রাসটাস
সঠিক উত্তর: (ক)
১৭০. কোন অণু থেকে প্রাণের উদ্ভব হয়?
Ο ক) নিউক্লিওপ্রোটিন
Ο খ) নাইট্রোজেন
Ο গ) অ্যামাইনো এসিড
Ο ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (ক)
১৭১. কোনটি খুব স্বাভাবিক ঘটনা?
Ο ক) গর্ভপাত
Ο খ) রক্তপাত
Ο গ) কর্ণপাত
Ο ঘ) বীর্যপাত
সঠিক উত্তর: (ঘ)
১৭২. স্তন্যপায়ীর হৃৎপিন্ড চারটি প্রকোষ্ঠযুক্ত-
i. তিনটি নিলয়
ii. দুইটি অলিন্দ
iii. দুইটি নিলয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭৩. গর্ভধারণের লক্ষণ-
i. বমি হওয়া
ii. পেট ব্যাথা হওয়া
iii. মাথা ঘোরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৪. নতুন প্রজাতি সৃষ্টি হয়-
i. অর্জিত বৈশিষ্ট্যের ভিত্তিতে
ii. সংকরায়নের ফলে
iii. ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধির ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭৫. ছেলেমেয়েরা বয়ঃসন্ধিকালে-
i. কল্পনাপ্রবণ হয়
ii. আকর্ষণপ্রবণ হয়
iii. পরিপাটি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. স্ত্রীলোকের জরায়ুতে কী প্রতিস্থাপন করে শিশুর জন্ম হয়?
Ο ক) ডিম্বাণু
Ο খ) শুক্রাণু
Ο গ) প্রাথমিক ভ্রুণ
Ο ঘ) Blood
সঠিক উত্তর: (গ)
১৭৭. সরীসৃপ থেকে পাখির উৎপত্তি এর প্রমাণ বহন করে কোনটি?
Ο ক) লিমুলাস
Ο খ) প্লাটিপাস
Ο গ) আর্কিওপটেরিক্স
Ο ঘ) স্ফোনোডন
সঠিক উত্তর: (গ)
১৭৮. জীবন্ত জীবাশ্মা- i. লিমুলাস ii. ইকুইজিটাম iii. আর্কিওপাটেরিক্স নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৯. নিচের কোনগুলো লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হিসেবে পরিচিত?
Ο ক) A ও X
Ο খ) A ও Y
Ο গ) A ও Z
Ο ঘ) X ও Y
সঠিক উত্তর: (ঘ)
১৮০. বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে-
i. শরীরে গঠন প্রাপ্তবয়স্কদের মতো হয়ে ওঠা
ii. শরীরে বিভিন্ন অংশে লোম গজানো
iii. প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮১. মানুষের অটোজোম সংখ্যা কত?
Ο ক) ৪৬টি
Ο খ) ৪৪টি
Ο গ) ৩৪টি
Ο ঘ) ২২টি
সঠিক উত্তর: (খ)
১৮২. সাপের পা বিলুপ্ত হয়েছে-
i. পায়ের অতিরিক্ত ব্যবহারের ফলে
ii. খোলস আবির্ভাবের কারণে
iii. ক্রমাগত পায়ের অব্যবহারের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৩. মানসিক পরিবর্তন-
i. আবেগ দ্বারা চালিত হওয়া
ii. ছেলেমেয়েদের মধ্যে সম্পর্কের কৌতূহল
iii. প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. ল্যামার্কবাদের প্রতিপাদ্য বিষয় কোনটি?
Ο ক) অস্তিত্বের জন্য সংগ্রাম
Ο খ) অর্জিত বৈশিষ্ট্যর বংশনুসরণ
Ο গ) যোগ্যতমের জয়
Ο ঘ) প্রাকৃতিক নির্বাচন
সঠিক উত্তর: (খ)
১৮৫. ক্লোরিফিল-
i. সবুজ বর্ণকণিকা
ii. পানি গ্রহণের সাহায্য করে
iii. খাদ্য তৈরিতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৬. অভিব্যক্তি একটি-
i. ধীর প্রক্রিয়া
ii. অবিরাম প্রক্রিয়া
iii. গতিশীল প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. অপরিণত বয়সে সন্তান আসলে তার অবস্থা কী হয়?
Ο ক) রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়
Ο খ) লোহিত কণিকার সংখ্যা বেড়ে যায়
Ο গ) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়
Ο ঘ) রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়
সঠিক উত্তর: (গ)
১৮৮. কোন পানিতে সর্বপ্রথম জীবের উৎপত্তি হয়েছিল?
Ο ক) নদীর
Ο খ) ঝরণার
Ο গ) সমুদ্রের
Ο ঘ) পুকুরের
সঠিক উত্তর: (গ)
১৮৯. টেস্টটিউব বেবি লুইস ব্রাউন কত সালে জন্মগ্রহণ করে?
Ο ক) ১৯৭৬
Ο খ) ১৯৭৭
Ο গ) ১৯৭৮
Ο ঘ) ১৯৭৯
সঠিক উত্তর: (গ)
১৯০. "জীবজগতের বিভিন্ন জীব এবং একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত"- এটি কে প্রমাণ করেন?
Ο ক) হার্বাট স্পেনসার
Ο খ) জেনোফেন
Ο গ) ডারউইন
Ο ঘ) অ্যারিস্টটল
সঠিক উত্তর: (ঘ)
১৯১. জীবদের সন্ধান পাওয়া যায় না-
i. missing link
ii. হৃদ যৌজিক
iii. যোজক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯২. কোষ বিভাজনের সময় কোষে ক্রোমোসোম সংখ্যা বৃদ্ধিকে কী বলে?
Ο ক) Hybridization
Ο খ) Polyploidy
Ο গ) Isolation
Ο ঘ) Cell doubling
সঠিক উত্তর: (খ)
১৯৩. ডারউইনের মতে জীবকে কয়টি পর্যায়ে সংগ্রাম করতে হয়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (গ)
১৯৪. স্ফোনোডন কোন ধরনের প্রাণী?
Ο ক) সন্ধিপদী
Ο খ) সরীসৃপ
Ο গ) পাখি
Ο ঘ) স্তন্যপায়ী
সঠিক উত্তর: (খ)
১৯৫. একটি মেয়ের ও ছেলের যথাক্রমে ন্যূনতম বিয়ের বয়স কত হওয়া উচিত?
Ο ক) ১৮ ও ২০
Ο খ) ২১ ও ১৮
Ο গ) ১৮ ও ২১
Ο ঘ) ২০ ও ২৫
সঠিক উত্তর: (গ)
১৯৬. গর্ভধারণের ফলে ১ম কয়েক মাস মেয়েদের শরীরে কোন অস্বস্তিকর লক্ষণ দেখা যায়?
Ο ক) চোখ ওঠা
Ο খ) বার বার ভেসে যাওয়া
Ο গ) বমি হওয়া
Ο ঘ) বার বার বাথরুমে যাওয়া
সঠিক উত্তর: (গ)
১৯৭. সফল টেস্টটিউব বেবি লুইস ব্রাউন কোথায় জন্মগ্রহণ করে?
Ο ক) ইতালিতে
Ο খ) ইংল্যান্ডে
Ο গ) আমেরিকায়
Ο ঘ) অস্ট্রেলিয়ায়
সঠিক উত্তর: (খ)
১৯৮. অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয় থাকে কোনটিতে?
Ο ক) মাছে
Ο খ) ব্যাঙ্গে
Ο গ) পাখিতে
Ο ঘ) সরীসৃপে
সঠিক উত্তর: (ঘ)
১৯৯. আবহাওয়া, স্থান ছাড়াও বয়ঃসন্ধিকালে প্রভাব ফেলে কোনটি?
Ο ক) লেখাপড়া
Ο খ) জামা কাপড়
Ο গ) শ্বাস গ্রহণ
Ο ঘ) খাদ্য
সঠিক উত্তর: (ঘ)
২০০. কোনটি থেকে প্রোটোভাইরাস সৃষ্টি হয়?
Ο ক) ভাইরাস
Ο খ) নিউক্লিয় এসিড
Ο গ) নিউক্লিওপ্রোটিন
Ο ঘ) ব্যকটেরিয়া
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science