এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৪: নবজীবনের সূচনা (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৪: নবজীবনের সূচনা (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. ডারউইন কত সালে মারা যান?
Ο ক) ১৮৮০
Ο খ) ১৮৮১
Ο গ) ১৮৮২
Ο ঘ) ১৮৮৩
 সঠিক উত্তর: (গ)

 ১০২. একটি সরিষা গাছ থেকে বছরে কতটি বীজ জন্মায়?
Ο ক) ৭,৩০,০০০টি
Ο খ) ৭,২৫,০০০টি
Ο গ) ৭,২০,০০০টি
Ο ঘ) ৭,৪০,০০০টি
 সঠিক উত্তর: (ক)

 ১০৩. প্লাটিপাস একটি-
i. স্তন্যপ্রায়ী
ii. সন্ধিপদ প্রাণী
iii. জীবান্ত জীবাশ্মের উদাহরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১০৪. বয়ঃসন্ধিকালে ছেলেরা আকর্ষণবোধ করে কার প্রতি?
Ο ক) ছেলেদের প্রতি
Ο খ) নপুংসক
Ο গ) শিশুদের প্রতি
Ο ঘ) মেয়েদের প্রতি
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৫. বহুকোষী জীব হলো- i. উদ্ভিদ ii. প্রাণি iii. প্রোটোজোয়া নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৬. সন্তান পুত্র-কন্যা হওয়ার ব্যাপারটি নির্ধারণ করে?
Ο ক) পিতা
Ο খ) মাতা
Ο গ) প্রকৃতি
Ο ঘ) চেয়ারম্যান
 সঠিক উত্তর: (গ)

 ১০৭. ডিম্বাণু সবসময়-বিশিষ্ট।
Ο ক) X ক্রোমোজোম
Ο খ) Y ক্রোমোজোম
Ο গ) A ক্রোমোজোম
Ο ঘ) B ক্রোমোজোম
 সঠিক উত্তর: (ক)

 ১০৮. বয়ঃসন্ধিকালের প্রধান পরিবর্তনগুলো হচ্ছে-
i. শারীরিক
ii. মানসিক
iii. আচরণগত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৯. স্ত্রী স্যামন মাছ প্রজনন ঋতুতে কতটি ডিম পাড়ে?
Ο ক) ২ কোটি
Ο খ) ৪ কোটি
Ο গ) ৫ কোটি
Ο ঘ) ৩ কোটি
 সঠিক উত্তর: (ঘ)

 ১১০. নিচের কোনটির জীবাশ্মা পরীক্ষা করে প্রমাণ করা গেছে সরীসৃপ থেকে পাখির উৎপত্তি হয়েছে?
Ο ক) প্লাটিপাস
Ο খ) আর্কিওপটেরিক্স
Ο গ) লাংফিস
Ο ঘ) ডাইনোসরস
 সঠিক উত্তর: (খ)

 ১১১. বিবর্তন সম্পর্কিত মতবাদ-
i. ল্যামার্কবাদ
ii. ডারউইনবাদ
iii. সাম্রাজ্যবাদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১২. অ্যামাইনো এসিড ও নিউক্লিক এসিড মিলিত হয়ে কী উৎপন্ন করে?
Ο ক) নিউক্লিওপ্রোটিন
Ο খ) এস্টার
Ο গ) কার্বক্সিলিক এসিড
Ο ঘ) ফ্যাট
 সঠিক উত্তর: (ক)

 ১১৩. কোনটি স্ত্রীলোক নির্দেশক ক্রোমোজোম?
Ο ক) A + XY
Ο খ) A + XX
Ο গ) 2A + XY
Ο ঘ) 2A + XX
 সঠিক উত্তর: (গ)

 ১১৪. মেয়েদের বয়ঃসন্ধিকাল-
i. ৮-১৩ বছর বয়সের মধ্যে শুরু হয়
ii. সাধারণত ছেলেদের চেয়ে আগে শুরু হয়
iii. দুটি হরমোনের প্রভাবে শুরু হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৫. টেস্টটিউব বেবির জন্য প্রয়োজন-
i. শুক্রাণু ও ডিম্বাণু
ii. ইনভিট্রো ফার্টিলাইজেশন
iii. বিশেষ ধরনের পালন মাধ্যম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৬. মহিলাদের দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় কোন সেক্স ক্রোমোজোমটি থাকে?
Ο ক) AA
Ο খ) XX
Ο গ) XY
Ο ঘ) YY
 সঠিক উত্তর: (খ)

 ১১৭. ব্যাঙ্গের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ১১৮. প্রাণ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কোন যৌগটি তৈরি হয়?
Ο ক) প্রোটিন
Ο খ) গ্লুকোজ
Ο গ) অ্যামাইনো এসিড
Ο ঘ) ফ্যাটি এসিড
 সঠিক উত্তর: (গ)

 ১১৯. প্রথম আর্বিভূত জীবক্রম কীরূপ ছিল?
Ο ক) অতি অনুন্নত
Ο খ) অনুন্নত
Ο গ) আদি
Ο ঘ) উন্নত
 সঠিক উত্তর: (খ)

 ১২০. মেয়দের কখন ঋতুস্রাব শুরু হয়?
Ο ক) ৯-১২ বছরে
Ο খ) ৮-১৮ বছরে
Ο গ) ১৬-২০ বছরে
Ο ঘ) ১০-১৭ বছরে
 সঠিক উত্তর: (ঘ)

 ১২১. বাংলাদেমের মহিলাদের সাধারণত কখন ঋতুস্রাব বন্ধ হয়ে যায়?
Ο ক) ৩৮-৪৫ বছরে বয়সে
Ο খ) ৪০-৪২ বছর বয়সে
Ο গ) ৪৫-৫৫ বছর বয়সে
Ο ঘ) ৫০-৬০ বছর বয়সে
 সঠিক উত্তর: (গ)

 ১২২. সমসংস্থ অঙ্গের উদাহরণ নয় কোনটি?
Ο ক) পাকির ডানা
Ο খ) বাদুড়ের ডানা
Ο গ) ঘোড়ার অগ্রপদ
Ο ঘ) মানুষের সিকাম
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৩. জীবজগতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
Ο ক) প্রায় ৩ লক্ষ
Ο খ) প্রায় ৪ লক্ষ
Ο গ) প্রায় ৫ লক্ষ
Ο ঘ) প্রায় ১০ লক্ষ
 সঠিক উত্তর: (খ)

 ১২৪. কত বছর বয়সকে বাল্যকাল বলি?
Ο ক) ৭-১০
Ο খ) ৬-১০
Ο গ) ৮-১১
Ο ঘ) ৬-১১
 সঠিক উত্তর: (খ)

 ১২৫. পৃথিবীর প্রাণ সৃষ্টির শুরুতে উৎপন্ন হয়-
i. অ্যামাইনো এসিড যৌগ
ii. নিউক্লিক এসিড যৌগ
iii. ফ্যাটি এসিড যৌগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২৬. পাখির অগ্রপদ কোন কাজে ব্যবহৃত হয়?
Ο ক) উড়ার কাজে
Ο খ) হাঁটার কাজে
Ο গ) খাদ্য সংগ্রহের কাজে
Ο ঘ) আত্মরক্ষার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ১২৭. কোনো জীবকে কয় পর্যায়ে সংগ্রাম পরিলক্ষিত হয় তাকে কী বলে?
Ο ক) প্রকরণ
Ο খ) অভিব্যক্তি
Ο গ) বিবর্তন
Ο ঘ) বংশগতি
 সঠিক উত্তর: (ক)

 ১২৮. কত বছর আগে পৃথিবীর বায়ুমন্ডল O2 বিহীন ছিল?
Ο ক) ২০০ কোটি বছর
Ο খ) ৩৬০ কোটি বছর
Ο গ) প্রায় ২৬০ কোটি বছর
Ο ঘ) প্রায় ৩০০ কোটি বছর
 সঠিক উত্তর: (গ)

 ১২৯. ল্যামার্কের মতে জিরাফের সুদীর্ঘ গ্রীবার কাজ হলো-
i. উঁচু গাছ হতে ফল সংগ্রহ
ii. উঁচু গাছ হতে পাতা সংগ্রহ
iii. গাফের ডালে বসা প্রাণী শিকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. তিমি সাঁতারের জন্য কোনটি ব্যবহার করে?
Ο ক) অগ্রপদ
Ο খ) পশ্চাৎপদ
Ο গ) ফ্লিপার
Ο ঘ) পাখনা
 সঠিক উত্তর: (গ)

 ১৩১. কে সর্বপ্রথম ইভোলিউশন শব্দটি ব্যবহার করেন?
Ο ক) অ্যারিস্টটল
Ο খ) হার্বাট স্পেনসার
Ο গ) ডারউইন
Ο ঘ) ল্যামার্ক
 সঠিক উত্তর: (খ)

 ১৩২. অ্যামাইনো এসিড ও নিউক্লিও এসিড উৎপন্ন হয়-
i. বজ্রপাতের ফলে
ii. ঘূর্ণিঝড়ের ফলে
iii. অতিবেগুণী রশ্মির ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৩. বয়ঃসন্ধিকালে মেয়েদের দেহে প্রভাব ঘটে-
i. ইস্ট্রোজেন হরমোনের
ii. টেস্টোস্টেরন হরমোনের
iii. প্রজেস্টেরন হরমোনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৪. Philosophic Xoologic বইটির লেখক কে?
Ο ক) হার্বাট স্পেনসার
Ο খ) মেনডেল
Ο গ) ল্যামার্ক
Ο ঘ) ডারউইন
 সঠিক উত্তর: (গ)

 ১৩৫. বিলুপ্ত টেরিডোস্পার্ম নামক উদ্ভিদের জীবাশ্মে-
i. ফার্নের বৈশিষ্ট্য দেখা যায়
ii. গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়
iii. ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৬. ডারউইনবাদের প্রতিপাদ্য বিষয় নয় কোনটি?
Ο ক) অস্তিত্বের জন্য সংগ্রাম
Ο খ) অর্জিত বৈশিষ্ট্যের বংশনুসরণ
Ο গ) যোগ্যতমের জয়
Ο ঘ) প্রাকৃতিক নির্বাচন
 সঠিক উত্তর: (খ)

 ১৩৭. 'অনজোজেনি রিপিটস ফাইলোজেনি' কার ভাষ্য?
Ο ক) জেনোফেন
Ο খ) অ্যারিস্টটল
Ο গ) হেকেল
Ο ঘ) ল্যামার্ক
 সঠিক উত্তর: (গ)

 ১৩৮. জলজ পাখির লিপ্ত পদ কোন মতবাদকে সমর্থন করে?
Ο ক) ল্যামার্কবাদ
Ο খ) ডারউইনবাদ
Ο গ) মেন্ডেলবাদ
Ο ঘ) সংকরায়ণ
 সঠিক উত্তর: (ক)

 ১৩৯. স্বাভাবিক শিশু থেকে টেস্টটিউব বেবির পার্থক্যকারী বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) প্রাথমিক ভ্রূণ জরায়ুতে উৎপন্ন হয়
Ο খ) প্রাথমিক ভ্রুণ পালন মাধ্যমে উৎপন্ন হয়
Ο গ) ভ্রুণ পালন মাধ্যমে বেড়ে ওঠে
Ο ঘ) শ্রুক্রানুর প্রয়োজন হয় না
 সঠিক উত্তর: (খ)

 ১৪০. মানুসের জীবন শুরু হয় মাতৃগর্ভের কী থেকে?
Ο ক) ভ্রূণ থেকে
Ο খ) জাইগোট
Ο গ) শুক্রাণু
Ο ঘ) ডিম্বাণু
 সঠিক উত্তর: (খ) 

 ১৪১. ফিলোসোফিক 'জুওলজিক' বইটির রচয়িতা কে?
Ο ক) হেকেল
Ο খ) মেন্ডেল
Ο গ) ল্যামার্ক
Ο ঘ) ডারউইন
 সঠিক উত্তর: (গ)

 ১৪২. মানুসের কিশোর কালের বিস্তৃতি কত?
Ο ক) ১০-১৯
Ο খ) ১০-২০
Ο গ) ১০-২২
Ο ঘ) ১৮-২০
 সঠিক উত্তর: (ক)

 ১৪৩. বাদুর ও চামচিকার ডানা-
i. উৎপত্তি ও গঠনগত দিক থেকে ভিন্নরকম
ii. পরিবেশের প্রভাবে একই রকম কাজ করে
iii. বিবর্তনকে সমর্থন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৪. বয়ঃসন্ধিকালে প্রধানত কত রকম পরিবর্তন দেখা দেয়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (খ)

 ১৪৫. কোনটি থেকে প্রোটোভাইরাস তৈরি হয়?
Ο ক) ভাইরাস
Ο খ) ব্যাকটেরিয়া
Ο গ) প্রোপোভাইরাস
Ο ঘ) মিথেন
 সঠিক উত্তর: (খ)

 ১৪৬. সময়ের সাথে জীবের পরিবর্তনের কারণে নতুন কোনো প্রজাতি সৃষ্টি হলে তাকে কী বলে?
Ο ক) আবর্তন
Ο খ) বিবর্তন
Ο গ) জৈব বিবর্তন
Ο ঘ) অভিব্যক্তি
 সঠিক উত্তর: (গ)

 ১৪৭. প্রশান্ত মহাসাগরে কোন দীপপুঞ্জ অবস্থিত?
Ο ক) হিমালয় দ্বীপপুঞ্জ
Ο খ) তাজিংডং বিজয়
Ο গ) চিটাগাং হিলস
Ο ঘ) গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৮. কোন অবস্থায় একটি প্রাণীর ভ্রূণকে সনাক্ত করা অসম্ভব?
Ο ক) মধ্যবর্তী
Ο খ) প্রাথমিক
Ο গ) প্রান্তিক
Ο ঘ) সমাপ্তিজলীয়
 সঠিক উত্তর: (খ)

 ১৪৯. সন্তান গর্ভে আসে কোন দুটির মিলনে?
Ο ক) শুক্রাণু-শুক্রাণু
Ο খ) শুক্রাণু-ডিম্বাণু
Ο গ) ডিম্বাণু-ডিম্বাণু
Ο ঘ) ডিম্বাণু-জাইগোট
 সঠিক উত্তর: (খ)

 ১৫০. মূল প্রজাতি থেকে কোনো জীবের পৃথক হয়ে যাওয়াকে কী বলে?
Ο ক) Isolation
Ο খ) Hybridization
Ο গ) Polypliody
Ο ঘ) Separation
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post