এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৪: নবজীবনের সূচনা (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৪: নবজীবনের সূচনা (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. হরমোন উৎপাদন হয় কোন প্রক্রিয়া?
Ο ক) ঔষুধ গ্রহণের মাধ্যমে
Ο খ) স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে
Ο গ) শাক সবজি গ্রহণের মাধ্যমে
Ο ঘ) খেলাধুলার মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

 ৫২. ড. পেট্রুসির-
i. টেস্টটিউব বেবি সফলতা অর্জন করেনি
ii. টেস্টটিউব বেবিটি মাত্র ২৭ দিন বেঁচে ছিল
iii. মাধ্যমে টেস্টটিউব বেরি সূচনা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে ছেলেদের-
i. গলার স্বর ভারী হয়
ii. কোমরের হাড় মোটা হয়
iii. মুখে দাড়ি ও গোঁফ গজায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. জিমন্যেস্পার্ম হল-
i. ব্যক্তবীজী উদ্ভিদ
ii. গুপ্তবীজী উদ্ভিদ
iii. ফার্ন জাতীয় উদ্ভিদ হতে উদ্ভূত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. আচরণগত পরিবর্তন-
i. দুঃসাহসিক
ii. প্রাপ্তবয়স্কদের মত আচরণ
iii. আলাদা ব্যক্তিত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. প্রোটোজোয়া-
i. তে সর্বপ্রথম আদি প্লাস্টিড দেখা যায়
ii. সৃষ্টি হয় ব্যাকটেরিয়া হতে
iii. তে সর্বপ্রথম সুগঠিত নিউক্লিয়াস দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. প্লাটিপাস-
i. এর দেহ লোমে ঢাকা
ii. ডিম পাড়ে
iii. শাবককে স্তন্য পান করায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত জোড়া?
Ο ক) ২২
Ο খ) ২৩
Ο গ) ২৪
Ο ঘ) ২৬
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. জিরাফের সুদীঘ গ্রীবা খুব উঁচু গাছ থেকে পাতা সংগ্রহের জন্য, এটি কার মত?
Ο ক) ডারউইন
Ο খ) ল্যামার্ক
Ο গ) থিওফ্রাস্টাস
Ο ঘ) পেট্রুসি
 সঠিক উত্তর: (খ)

 ৬০. মেয়েদের ঋতুস্রাব শুরু হয় কত বয়সের মধ্যে?
Ο ক) ৯-১৩ বছর
Ο খ) ৯-১৪ বছর
Ο গ) ৯-১৫ বছর
Ο ঘ) ৯-১১ বছর
 সঠিক উত্তর: (ক)

 ৬১. অপরিণত বয়সে গর্ভধারণের ফলে গর্ভবস্থায়-
i. রক্তক্ষরণ
ii. শরীরে পানি আসা
iii. খুব বেশি ব্যথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. ছেলেদের শরীরে শুক্রাণু তৈরি হয় কত বছরে?
Ο ক) ১৩-১৫ বছর
Ο খ) ১৩-১৮ বছর
Ο গ) ১৩-১৭ বছর
Ο ঘ) ১৩-২০ বছর
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া কী ধরনের পরিবর্তন?
Ο ক) শারীরিক
Ο খ) আচরণগত
Ο গ) অভ্যাসগত
Ο ঘ) মানসিক
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. বাল্যবস্থা ও যৌবনের মধ্যবর্তী সময়-
i. বয়ঃসন্ধিকাল
ii. ছেলেদের ১০-১৯ বছর
iii. মেয়েদের ৯-১৩ বছর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা নির্দেশ করে?
Ο ক) ব্যাকটেরিয়া
Ο খ) প্রোটোজোয়া
Ο গ) প্রোটোভাইরাস
Ο ঘ) ভাইরাস
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. এক-একজনের বয়ঃসন্ধিকালে সময়টা আলাদা হতে পারে-
i. স্থানের তারতম্যের কারণে
ii. খাদ্য গ্রহণের পরিমাণ ও মানের তারতম্যের কারণে
iii. হরমোনের তারতম্যের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. টেস্টটিউব বেবি তৈরির শুক্রাণু ও ডিম্বাণুর মিলন কোথায় ঘটানো হয়?
Ο ক) দেহের ভিতরে
Ο খ) জরায়ুতে
Ο গ) মিলন হয় না
Ο ঘ) দেহের বাইরে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. বজ্রপাতের ফলে ও অতিবেগুণি রশ্মির প্রভাবে কোনটি ঘটে?
Ο ক) বিভিন্ন গ্যাসের অক্সিজেন দহন
Ο খ) হাইড্রোজেন ও অক্সিজেন মিলে পানি তৈরি হয়
Ο গ) জৈব বিবর্তন
Ο ঘ) অ্যামাইনো এসিড ও নিউক্লিক এসিড উৎপন্ন হয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. কোনগুলো সমসংস্থ অঙ্গ?
Ο ক) তিমির ফ্লিপার, সিলের অগ্রপদ, মানুষের হাত
Ο খ) পতঙ্গের ডানা, বাদুরের ডানা, চামচিকার ডানা
Ο গ) বানরের লেজ, তিমির ফ্লিপার, গরুর কান
Ο ঘ) পাকির ডানা, পতঙ্গের ডানা, ঘোড়ার লেজ
 সঠিক উত্তর: (ক)

 ৭০. কোনটি জীবাশ্মা উদ্ভিদের উদাহরণ?
Ο ক) টেরিস
Ο খ) সেমিবারবুলা
Ο গ) স্পাইরোগাইরা
Ο ঘ) ইকুইজিটাম
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. আধুনিক মানুষের ধারণা হচ্ছে, জীব সৃষ্টির মূলেই রয়েছে কী?
Ο ক) আবর্তন
Ο খ) জীবাশ্মা
Ο গ) বিবর্তন
Ο ঘ) কোষ
 সঠিক উত্তর: (গ)

 ৭২. কোন সময়কালে বালক ও বালিকার শরীর যথাক্রমে পুরুষ ও নারীর শরীরে পরিণত হতে শুরু করে?
Ο ক) শৈশবকালে
Ο খ) বয়ঃসন্ধিকালে
Ο গ) বাল্যকালে
Ο ঘ) যৌবনকালে
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমন্ডলে যে গ্যাসটি ছিল তা হলো-
i. অক্সিজেন
ii. হাইড্রোজেন
iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. জীবের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমকে কী বলে?
Ο ক) অটোজোম
Ο খ) সেক্স ক্রোমোজোম
Ο গ) X ক্রোমোজোম
Ο ঘ) Y ক্রোমোজোম
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. যে প্রক্রিয়ায় সরলতার জীবের পরিবর্তন দ্বারা জটিল ও উন্নততর নতুন প্রজাতির সৃষ্টি হয় তাকে বলা হয়?
i. বিবর্তন
ii. অভিব্যক্তি
iii. অভিযোজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. বিবর্তনের আলোচনায় মূলত কয়টি বিষয়কে প্রতিষ্ঠিত করার প্রয়াস দেখা যায়?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের প্রভাব নারীর-
i. দ্রুত দৈহিক বৃদ্ধি হয়
ii. কোমরের হাড় মোটা হয়
iii. ঋতুস্রাব শুরু হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. কোনটি সরীসৃপ জাতীয় প্রাণী?
Ο ক) লিমুনাস
Ο খ) প্লাটিপাস
Ο গ) স্ফোনোডন
Ο ঘ) নিটাম
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. দৈহিক পরিবর্তন হলো-
i. শরীরে দৃঢ়তা আসা
ii. বীর্যপাত হওয়া
iii. দ্রুত লম্বা হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. কত বছর পূর্বে পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয়?
Ο ক) ৪৫০ কোটি
Ο খ) ৩৫০ কোটি
Ο গ) ২৫০ কোটি
Ο ঘ) ১৫০ কোটি
 সঠিক উত্তর: (খ)

 ৮১. ইস্ট্রেজেন ও প্রজেস্টেরন হরমোনের প্রভাব মেয়েদের শরীরের কী ধরনের পরিবর্তন হয়?
Ο ক) মাসিক বা ঋতুস্রাব
Ο খ) মাথাব্যথা হয়
Ο গ) গলার স্বর ভারী হয়
Ο ঘ) লোম গজানো
 সঠিক উত্তর: (ক)

 ৮২. দেহের বাইরে ডিম্বাণু ও শ্রুক্রাণু মিলন ঘটানোকে কী বলে?
Ο ক) টেস্টটিউব বেবি
Ο খ) ইনভিট্রো ফার্টিলাইজেশন
Ο গ) গর্ভধারণ
Ο ঘ) গর্ভপাত
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. Origin of Species by meansw of natural Seleetion' কত সালে প্রকাশিত হয়?
Ο ক) ১৮৫৯
Ο খ) ১৮৬০
Ο গ) ১৮৬১
Ο ঘ) ১৮৬২
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. কৃত্রিম উপায়ে শিশু জন্মদানে অবদান রাখেন-
i. ড. চার্লস
ii. ড. প্যাট্রিক স্টেপটো
iii. ড. রবার্ট এডওয়ার্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. জীবন্ত জীবাশ্ম কোনটি?
Ο ক) লিমুলাস
Ο খ) আর্কিওপটেরিক্স
Ο গ) টেরিডোস্পার্ম
Ο ঘ) ডাইনোসর
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. ১০ বছর বয়সের পরে কত বছর ধরে মেয়ে ও ছেলেদের শরীরে নানা রকম পরিবর্তন আসে?
Ο ক) ৪-৫ বছর
Ο খ) ৫-৬ বছর
Ο গ) ৩-৪ বছর
Ο ঘ) ৪-৬ বছর
 সঠিক উত্তর: (গ)

 ৮৭. বিবর্তক শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
Ο ক) Evolveri
Ο খ) Evoli
Ο গ) Evolotionist
Ο ঘ) Evolve
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. লিমুলাস হল-
i. একটি বিলুপ্ত প্রাণী
ii. জীবন্ত জীবাশ্মা
iii. সন্ধিপদ প্রাণী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৯. মেয়েদের বয়ঃসন্ধিকালে-
i. মাসিক বা ঋতুস্রাব হয়
ii. সাদাস্রাব হয়
iii. বীর্যপাত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯০. মেরুদন্ডী ভ্রুণে থাকে না কোনটি?
Ο ক) লেজ
Ο খ) ফুলকা
Ο গ) নটোকর্ড
Ο ঘ) ফুসফুস
 সঠিক উত্তর: (ঘ)

 ৯১. সৃস্টির শুরুতে পৃথিবী কোন অবস্থায় ছিল?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাসীয়
Ο ঘ) ঘণীভূত
 সঠিক উত্তর: (গ)

 ৯২. মেয়েদের মাসিক হয়-
i. টেস্টোসটেরন হরমোনের কারণে
ii. প্রোজেস্টেরন হরমোনের কারণে
iii. ইস্ট্রোজেন হরমোনের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯৩. গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি-
i. X ক্রোমোজোম বিশিষ্ট শূক্রাণুর সাথে হয় তাহলে কন্যা সন্তান হয়
ii. Y ক্রোমোজোম বিশিষ্ট শূক্রাণুর সাথে হয় তাহলে পুত্র সন্তান হবে
iii. A ক্রোমোজোম এর সাথে হয় তাহলে কন্যা সন্তান হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. মানুসের ককসিক্স কোন ধরনের অঙ্গ?
Ο ক) সমবৃত্ত
Ο খ) সমসংস্থ
Ο গ) লুপ্তপ্রায়
Ο ঘ) পূর্নাঙ্গ
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. বয়ঃসন্ধিকালে ছেলেদের-
i. দ্রুত ওজন বৃদ্ধি পায়
ii. স্বপ্নদোষ শুরু হয়
iii. কন্ঠস্বর পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৬. সংযোগকারী জীব হল- i. প্লাটিপাস ii. Gnetum iii. লিমুলাস নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. ২৬০ কোটি বছর পূর্বে কোন গ্যাসটি পৃথিবীতে ছিল না?
Ο ক) মিথেন
Ο খ) অ্যামোনিয়া
Ο গ) হাইড্রোজেন সালফাইড
Ο ঘ) অক্সিজেন
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. স্ত্রীলোকের ক্রোমোজোম হলো 2A + XY দ্বারা প্রকাশ করা হয়। শুক্রাণুর গঠন কোনটি?
Ο ক) AY
Ο খ) YY
Ο গ) AA
Ο ঘ) AX
 সঠিক উত্তর: (ক)

 ৯৯. জেনোফেন প্রমাণ করেন-
i. অতীত ও বর্তমান যুগের জীবদেহের গঠনে যথেষ্ট পার্থক্য রয়েছে
ii. একটি শ্রেণির অপর শ্রেণি থেকে উন্নত
iii. জীবদেহের আকার অপরিবর্তনীয় নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০০. প্রজনন অঙ্গের আশপাশে চুলকানি বা ঘা হলে-
i. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে
ii. ডাক্তারের পরামর্শ নিতে হবে
iii. কবিরাজি ওষুধ খেতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post