ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৩: হৃদযন্ত্রের যত কথা (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. হৃদপেশির ক্রিয়া পদ্ধতি লিপিদ্ধ করার যন্ত্রকে কী বলে?
Ο ক) ECG
Ο খ) ব্যারোমিটার
Ο গ) থার্মোমিটার
Ο ঘ) ল্যাকটোমিটার
সঠিক উত্তর: (ক)
৩০২. অ্যাট্রিয়াম অথবা ভেন্ট্রিকলের সংকোচ ক্ষমতা লোপ পাওয়াকে কী বলে?
Ο ক) হার্টব্লক
Ο খ) হার্ট ফেইলিউর
Ο গ) হার্ট অ্যাটাক
Ο ঘ) হার্টসাউন্ড
সঠিক উত্তর: (খ)
৩০৩. কোন শ্বেত রক্তকণিকা সর্বাপেক্ষা কম পরিমানে থাকে?
Ο ক) নিউট্রোফিল
Ο খ) ইওসিনোফিল
Ο গ) মনোসাইট
Ο ঘ) বেসোফিল
সঠিক উত্তর: (ঘ)
৩০৪. শিশুদের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?
Ο ক) ৬০-৭০ লক্ষ
Ο খ) ৬৫-৭৫ লক্ষ
Ο গ) ৭০-৮০ লক্ষ
Ο ঘ) ৮০-৯০ লক্ষ
সঠিক উত্তর: (ক)
৩০৫. রেসাস ফ্যাক্টরের সংকেত কী?
Ο ক) Rh
Ο খ) RH
Ο গ) rh
Ο ঘ) rH
সঠিক উত্তর: (ক)
৩০৬. বড় নিউক্লিয়াস যুক্ত ছোট দানাহীন শ্বেত কণিকার নাম কী?
Ο ক) লিম্ফোসাইট
Ο খ) মনোসাইট
Ο গ) বেসোফিল
Ο ঘ) প্লেইট লেট
সঠিক উত্তর: (ক)
৩০৭. রক্তে রক্তরসের পরিমাণ কতটুকু?
Ο ক) ৪৫%
Ο খ) ৫০%
Ο গ) ৫৫%
Ο ঘ) ৬০%
সঠিক উত্তর: (গ)
৩০৮. শিশুদের দেহের লোহিত কণিকার সংখ্যা-
Ο ক) ৫০-৬০
Ο খ) ৬০-৭০
Ο গ) ৭০-৮০
Ο ঘ) ৮০-৯০
সঠিক উত্তর: (খ)
৩০৯. একজন মানুষের রক্তের গ্রুপ এ হলে রক্তে কোনটি থাকবে?
Ο ক) এ অ্যান্টিজেন
Ο খ) বি অ্যান্টিজেন
Ο গ) এ অ্যান্টিবডি
Ο ঘ) ও অ্যান্টিবডি
সঠিক উত্তর: (ক)
৩১০. ডায়াবেটিস রোগের লক্ষণ-
i. ঘন ঘন প্রস্রাব হওয়া
ii. চামড়া শুকিয়ে যাওয়া
iii. ক্ষুধামন্দা হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১১. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে-
i. মনোসাইট
ii. বেসোফিল
iii. নিউট্রোফিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১২. পূর্ণবয়স্ক পুরুষ দেহে প্রতিঘন মিলিমিটার রক্তে লোহিত কনিকার সংখ্যা-
Ο ক) ৮০-৯০ লাখ
Ο খ) ৪-৫ লাখ
Ο গ) ৬০-৭০ লাখ
Ο ঘ) ৪.৫-৫.৫ লাখ
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. দুই ধরনের অ্যান্টিবডি পাওয়া যায় কোন গ্রুপের রক্তে?
Ο ক) A
Ο খ) B
Ο গ) AB
Ο ঘ) O
সঠিক উত্তর: (ঘ)
৩১৪. রক্তে কোনটির আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়?
Ο ক) কোলেস্টেরল
Ο খ) গ্লুকোজ
Ο গ) অ্যামিনো এসিড
Ο ঘ) গ্লিসারল
সঠিক উত্তর: (ক)
৩১৫. হৃৎপিন্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে কী বলে?
Ο ক) সিস্টোল
Ο খ) ডায়াস্টোল
Ο গ) অ্যাট্রিয়াস
Ο ঘ) ভেন্ট্রিকল
সঠিক উত্তর: (খ)
৩১৬. কত শতাংশ মানুষের রক্তের গ্রুপ এবি?
Ο ক) ৯%
Ο খ) ৩%
Ο গ) ৪২%
Ο ঘ) ৪৬%
সঠিক উত্তর: (খ)
৩১৭. ডায়াবেটিস রোগের লক্ষণ-
i. ওজন বেড়ে যাওয়া
ii. ঘন ঘন প্রস্রাব হওয়া
iii. দেরিতে ক্ষত শুকানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩১৮. রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে?
Ο ক) লোহিত রক্তকণিকা
Ο খ) রক্তরস
Ο গ) শ্বেতরক্তকণিকা
Ο ঘ) অণুচক্রিকা
সঠিক উত্তর: (খ)
৩১৯. প্রতি মিনিটে পালসের গতি ৬০ এর কম হয় কখন?
Ο ক) জন্ডিস হলে
Ο খ) জ্বর হলে
Ο গ) পরিশ্রম হলে
Ο ঘ) ভয় পেলে
সঠিক উত্তর: (ক)
৩২০. কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে কোথায়?
Ο ক) প্লীহা ও যকৃতে
Ο খ) যকৃত ও মগজে
Ο গ) কিডনী ও পেশীতে
Ο ঘ) রক্ত ও পেশীতে
সঠিক উত্তর: (খ)
৩২১. পরিণত মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায়-
Ο ক) এক লক্ষ
Ο খ) দেড় লক্ষ
Ο গ) দুই লক্ষ
Ο ঘ) আড়াই লক্ষ
সঠিক উত্তর: (ঘ)
৩২২. রক্তনালির ভিতরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কী বলে?
Ο ক) থ্রম্বোসিস
Ο খ) থ্রম্বোসাইটোসিস
Ο গ) লিউকোসাইটোসিস
Ο ঘ) সাইটোলাইসিস
সঠিক উত্তর: (ক)
৩২৩. রক্তরস বা প্লাজমার জৈব পদার্থ হলো-
i. গ্লুকোজ, অ্যামিনো এসিড
ii. ফাইব্রিনোজেন, অ্যালবুমিন
iii. ক্যালসিয়াম, কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২৪. হাইপার টেনশনজনিত রোগ কোনটি?
Ο ক) ক্যান্সার
Ο খ) হুপিং কাশি
Ο গ) স্ট্রোক
Ο ঘ) থ্যালাসিমিয়া
সঠিক উত্তর: (গ)
৩২৫. কোনটি দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ড প্রবেশ করে?
Ο ক) পালমোনারি ধমনি
Ο খ) পালমোনারি শিরা
Ο গ) অ্যাওর্টা
Ο ঘ) ভেনাক্যাভা
সঠিক উত্তর: (খ)
৩২৬. থ্যালসিমিয়ার প্রধান কারণ কী?
Ο ক) রক্তশূণ্যতা
Ο খ) অণুচক্রিকার সংখ্যা বৃদ্ধি
Ο গ) শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি
Ο ঘ) অণুচক্রিকার সংখ্যা হ্রাস
সঠিক উত্তর: (ক)
৩২৭. মানব ভ্রূণে বিদ্যমান লোহিত রক্ত কণিকার সংখ্যা কত?
Ο ক) ৪-৫ লাখ
Ο খ) ৪.৫-৫.৫ লাখ
Ο গ) ৬০-৭০ লাখ
Ο ঘ) ৮০-৯০ লাখ
সঠিক উত্তর: (ঘ)
৩২৮. শ্বেত কণিকার সংখ্যা বেড়ে কত হলে তাকে ব্লাড ক্যান্সার বলে?
Ο ক) ৪০,০০০-৮০,০০০
Ο খ) ৫০,০০০-১,০০,০০০
Ο গ) ৩৫,০০০-৭২,০০০
Ο ঘ) ৪০,০০০-৯০,০০০
সঠিক উত্তর: (খ)
৩২৯. মানুষের লোহিত রক্তকণিকার আয়ু-
Ο ক) ৪ মাস
Ο খ) ৫ মাস
Ο গ) ৬ মাস
Ο ঘ) ৭ মাস
সঠিক উত্তর: (ক)
৩৩০. ও গ্রুপের রক্তের অধিকারী মানুষ-
Ο ক) ৩%
Ο খ) ৯%
Ο গ) ৪২%
Ο ঘ) ৪৬%
সঠিক উত্তর: (ঘ)
৩৩১. থ্যালসিমিয়া রোগে রোগীকে কত মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
Ο ক) ২ মাস
Ο খ) ৩ মাস
Ο গ) ৪ মাস
Ο ঘ) ৫ মাস
সঠিক উত্তর: (খ)
৩৩২. প্রোটিনধর্মী জৈব পদার্থগুলো হলো-
i. গ্লুকোজ
ii. অ্যালবুমিন
iii. প্রোথ্রম্বিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩৩. অ্যান্টিবডির অপর নাম হলো-
Ο ক) অ্যাগ্লুটিনোজেন
Ο খ) অ্যাগ্লুটিনিন
Ο গ) নিউট্রোফিল
Ο ঘ) বেসোফিল
সঠিক উত্তর: (খ)
অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: পলির বাবা আজকাল সামান্য পরিশ্রমে বেশ ক্লান্তি ও দুর্বলতা বোধ করেন। তাঁর ঘন ঘন প্রস্রাব হয়। যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাচ্ছে। তাই তিনি ডাক্তারের পরামর্শ নিলেন।
৩৩৪. পলির বাবার কোন রোগের লক্ষণ দেখা দিয়েছে?
Ο ক) উচ্চ রক্তচাপ
Ο খ) ডায়াবেটিস
Ο গ) প্লেগ
Ο ঘ) থ্যালসিমিয়া
সঠিক উত্তর: (খ)
৩৩৫. পলির বাবা কীভাবে রোগটি নিয়ন্ত্রণে রাখতে পারেন?
Ο ক) নিয়মিত ব্যায়াম করে
Ο খ) চর্বিযুক্ত খাবার খেয়ে
Ο গ) ১০-১২ ঘন্টা ঘুমিয়ে
Ο ঘ) স্টেরয়েড ওষুধ সেবন করে
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. হৃদপেশির ক্রিয়া পদ্ধতি লিপিদ্ধ করার যন্ত্রকে কী বলে?
Ο ক) ECG
Ο খ) ব্যারোমিটার
Ο গ) থার্মোমিটার
Ο ঘ) ল্যাকটোমিটার
সঠিক উত্তর: (ক)
৩০২. অ্যাট্রিয়াম অথবা ভেন্ট্রিকলের সংকোচ ক্ষমতা লোপ পাওয়াকে কী বলে?
Ο ক) হার্টব্লক
Ο খ) হার্ট ফেইলিউর
Ο গ) হার্ট অ্যাটাক
Ο ঘ) হার্টসাউন্ড
সঠিক উত্তর: (খ)
৩০৩. কোন শ্বেত রক্তকণিকা সর্বাপেক্ষা কম পরিমানে থাকে?
Ο ক) নিউট্রোফিল
Ο খ) ইওসিনোফিল
Ο গ) মনোসাইট
Ο ঘ) বেসোফিল
সঠিক উত্তর: (ঘ)
৩০৪. শিশুদের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?
Ο ক) ৬০-৭০ লক্ষ
Ο খ) ৬৫-৭৫ লক্ষ
Ο গ) ৭০-৮০ লক্ষ
Ο ঘ) ৮০-৯০ লক্ষ
সঠিক উত্তর: (ক)
৩০৫. রেসাস ফ্যাক্টরের সংকেত কী?
Ο ক) Rh
Ο খ) RH
Ο গ) rh
Ο ঘ) rH
সঠিক উত্তর: (ক)
৩০৬. বড় নিউক্লিয়াস যুক্ত ছোট দানাহীন শ্বেত কণিকার নাম কী?
Ο ক) লিম্ফোসাইট
Ο খ) মনোসাইট
Ο গ) বেসোফিল
Ο ঘ) প্লেইট লেট
সঠিক উত্তর: (ক)
৩০৭. রক্তে রক্তরসের পরিমাণ কতটুকু?
Ο ক) ৪৫%
Ο খ) ৫০%
Ο গ) ৫৫%
Ο ঘ) ৬০%
সঠিক উত্তর: (গ)
৩০৮. শিশুদের দেহের লোহিত কণিকার সংখ্যা-
Ο ক) ৫০-৬০
Ο খ) ৬০-৭০
Ο গ) ৭০-৮০
Ο ঘ) ৮০-৯০
সঠিক উত্তর: (খ)
৩০৯. একজন মানুষের রক্তের গ্রুপ এ হলে রক্তে কোনটি থাকবে?
Ο ক) এ অ্যান্টিজেন
Ο খ) বি অ্যান্টিজেন
Ο গ) এ অ্যান্টিবডি
Ο ঘ) ও অ্যান্টিবডি
সঠিক উত্তর: (ক)
৩১০. ডায়াবেটিস রোগের লক্ষণ-
i. ঘন ঘন প্রস্রাব হওয়া
ii. চামড়া শুকিয়ে যাওয়া
iii. ক্ষুধামন্দা হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১১. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে-
i. মনোসাইট
ii. বেসোফিল
iii. নিউট্রোফিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১২. পূর্ণবয়স্ক পুরুষ দেহে প্রতিঘন মিলিমিটার রক্তে লোহিত কনিকার সংখ্যা-
Ο ক) ৮০-৯০ লাখ
Ο খ) ৪-৫ লাখ
Ο গ) ৬০-৭০ লাখ
Ο ঘ) ৪.৫-৫.৫ লাখ
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. দুই ধরনের অ্যান্টিবডি পাওয়া যায় কোন গ্রুপের রক্তে?
Ο ক) A
Ο খ) B
Ο গ) AB
Ο ঘ) O
সঠিক উত্তর: (ঘ)
৩১৪. রক্তে কোনটির আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়?
Ο ক) কোলেস্টেরল
Ο খ) গ্লুকোজ
Ο গ) অ্যামিনো এসিড
Ο ঘ) গ্লিসারল
সঠিক উত্তর: (ক)
৩১৫. হৃৎপিন্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে কী বলে?
Ο ক) সিস্টোল
Ο খ) ডায়াস্টোল
Ο গ) অ্যাট্রিয়াস
Ο ঘ) ভেন্ট্রিকল
সঠিক উত্তর: (খ)
৩১৬. কত শতাংশ মানুষের রক্তের গ্রুপ এবি?
Ο ক) ৯%
Ο খ) ৩%
Ο গ) ৪২%
Ο ঘ) ৪৬%
সঠিক উত্তর: (খ)
৩১৭. ডায়াবেটিস রোগের লক্ষণ-
i. ওজন বেড়ে যাওয়া
ii. ঘন ঘন প্রস্রাব হওয়া
iii. দেরিতে ক্ষত শুকানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩১৮. রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে?
Ο ক) লোহিত রক্তকণিকা
Ο খ) রক্তরস
Ο গ) শ্বেতরক্তকণিকা
Ο ঘ) অণুচক্রিকা
সঠিক উত্তর: (খ)
৩১৯. প্রতি মিনিটে পালসের গতি ৬০ এর কম হয় কখন?
Ο ক) জন্ডিস হলে
Ο খ) জ্বর হলে
Ο গ) পরিশ্রম হলে
Ο ঘ) ভয় পেলে
সঠিক উত্তর: (ক)
৩২০. কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে কোথায়?
Ο ক) প্লীহা ও যকৃতে
Ο খ) যকৃত ও মগজে
Ο গ) কিডনী ও পেশীতে
Ο ঘ) রক্ত ও পেশীতে
সঠিক উত্তর: (খ)
৩২১. পরিণত মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায়-
Ο ক) এক লক্ষ
Ο খ) দেড় লক্ষ
Ο গ) দুই লক্ষ
Ο ঘ) আড়াই লক্ষ
সঠিক উত্তর: (ঘ)
৩২২. রক্তনালির ভিতরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কী বলে?
Ο ক) থ্রম্বোসিস
Ο খ) থ্রম্বোসাইটোসিস
Ο গ) লিউকোসাইটোসিস
Ο ঘ) সাইটোলাইসিস
সঠিক উত্তর: (ক)
৩২৩. রক্তরস বা প্লাজমার জৈব পদার্থ হলো-
i. গ্লুকোজ, অ্যামিনো এসিড
ii. ফাইব্রিনোজেন, অ্যালবুমিন
iii. ক্যালসিয়াম, কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২৪. হাইপার টেনশনজনিত রোগ কোনটি?
Ο ক) ক্যান্সার
Ο খ) হুপিং কাশি
Ο গ) স্ট্রোক
Ο ঘ) থ্যালাসিমিয়া
সঠিক উত্তর: (গ)
৩২৫. কোনটি দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ড প্রবেশ করে?
Ο ক) পালমোনারি ধমনি
Ο খ) পালমোনারি শিরা
Ο গ) অ্যাওর্টা
Ο ঘ) ভেনাক্যাভা
সঠিক উত্তর: (খ)
৩২৬. থ্যালসিমিয়ার প্রধান কারণ কী?
Ο ক) রক্তশূণ্যতা
Ο খ) অণুচক্রিকার সংখ্যা বৃদ্ধি
Ο গ) শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি
Ο ঘ) অণুচক্রিকার সংখ্যা হ্রাস
সঠিক উত্তর: (ক)
৩২৭. মানব ভ্রূণে বিদ্যমান লোহিত রক্ত কণিকার সংখ্যা কত?
Ο ক) ৪-৫ লাখ
Ο খ) ৪.৫-৫.৫ লাখ
Ο গ) ৬০-৭০ লাখ
Ο ঘ) ৮০-৯০ লাখ
সঠিক উত্তর: (ঘ)
৩২৮. শ্বেত কণিকার সংখ্যা বেড়ে কত হলে তাকে ব্লাড ক্যান্সার বলে?
Ο ক) ৪০,০০০-৮০,০০০
Ο খ) ৫০,০০০-১,০০,০০০
Ο গ) ৩৫,০০০-৭২,০০০
Ο ঘ) ৪০,০০০-৯০,০০০
সঠিক উত্তর: (খ)
৩২৯. মানুষের লোহিত রক্তকণিকার আয়ু-
Ο ক) ৪ মাস
Ο খ) ৫ মাস
Ο গ) ৬ মাস
Ο ঘ) ৭ মাস
সঠিক উত্তর: (ক)
৩৩০. ও গ্রুপের রক্তের অধিকারী মানুষ-
Ο ক) ৩%
Ο খ) ৯%
Ο গ) ৪২%
Ο ঘ) ৪৬%
সঠিক উত্তর: (ঘ)
৩৩১. থ্যালসিমিয়া রোগে রোগীকে কত মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
Ο ক) ২ মাস
Ο খ) ৩ মাস
Ο গ) ৪ মাস
Ο ঘ) ৫ মাস
সঠিক উত্তর: (খ)
৩৩২. প্রোটিনধর্মী জৈব পদার্থগুলো হলো-
i. গ্লুকোজ
ii. অ্যালবুমিন
iii. প্রোথ্রম্বিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩৩. অ্যান্টিবডির অপর নাম হলো-
Ο ক) অ্যাগ্লুটিনোজেন
Ο খ) অ্যাগ্লুটিনিন
Ο গ) নিউট্রোফিল
Ο ঘ) বেসোফিল
সঠিক উত্তর: (খ)
অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: পলির বাবা আজকাল সামান্য পরিশ্রমে বেশ ক্লান্তি ও দুর্বলতা বোধ করেন। তাঁর ঘন ঘন প্রস্রাব হয়। যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাচ্ছে। তাই তিনি ডাক্তারের পরামর্শ নিলেন।
৩৩৪. পলির বাবার কোন রোগের লক্ষণ দেখা দিয়েছে?
Ο ক) উচ্চ রক্তচাপ
Ο খ) ডায়াবেটিস
Ο গ) প্লেগ
Ο ঘ) থ্যালসিমিয়া
সঠিক উত্তর: (খ)
৩৩৫. পলির বাবা কীভাবে রোগটি নিয়ন্ত্রণে রাখতে পারেন?
Ο ক) নিয়মিত ব্যায়াম করে
Ο খ) চর্বিযুক্ত খাবার খেয়ে
Ο গ) ১০-১২ ঘন্টা ঘুমিয়ে
Ο ঘ) স্টেরয়েড ওষুধ সেবন করে
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science