এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৩: হৃদযন্ত্রের যত কথা (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৩: হৃদযন্ত্রের যত কথা (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. হৃৎপিন্ডকে সংকোচনে সাহায্য করে-
Ο ক) অ্যাট্রিয়াম
Ο খ) ভেন্ট্রেকল
Ο গ) অ্যাওর্টা
Ο ঘ) পেরিকার্ডিয়াল ফ্লুইড
 সঠিক উত্তর: (ঘ)

 ২০২. হিমোগ্লোবিনে কোন মৌলটি বিদ্যমান?
Ο ক) লৌহ
Ο খ) সোডিয়াম
Ο গ) ম্যাগনেসিয়াম
Ο ঘ) পারদ
 সঠিক উত্তর: (ক)

 ২০৩. মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা কোন আকৃতির?
Ο ক) দ্বি-উত্তল চাকতি
Ο খ) দ্বি-অবতল চাকতি
Ο গ) উত্তলাবতল চাকতি
Ο ঘ) হেপাটোসইট
 সঠিক উত্তর: (গ)

 ২০৪. কোনটি হেপারিন নিঃসৃত করে?
Ο ক) বেসোফিল
Ο খ) মনোসাইট
Ο গ) ইওসিনোফিল
Ο ঘ) নিউট্রোফিল
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. হিস্টাসিন নিঃসৃত করে- i. নিউট্রোফিল ii. ইওসিনোফিল iii. বেসোফিল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২০৬. থ্যালসিমিয়া রোগীকে প্রতি কত মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
Ο ক) দুই মাস
Ο খ) তিন মাস
Ο গ) চার মাস
Ο ঘ) ছয় মাস
 সঠিক উত্তর: (খ)

 ২০৭. বিশ্রামে ছোটদের পলিস রেট কত?
Ο ক) ৬০-১০০/মি.
Ο খ) ৮০-১০/মি.
Ο গ) ১০০-১৪০/মি.
Ο ঘ) ১০০-১২০/মি.
 সঠিক উত্তর: (গ)

 ২০৮. প্লেগ রোগ সৃষ্টির কারণ-
Ο ক) অণুচক্রিকার সংখ্যা কমে যাওয়া
Ο খ) অণুচক্রিকার সংখ্যা বেড়ে যাওয়া
Ο গ) শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যাওয়া
Ο ঘ) লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়া
 সঠিক উত্তর: (গ)

 ২০৯. সুমীর বাবার রক্তের গ্রুপ এবি। অসুস্থ অবস্থায় প্রয়োজন তাকে প্রয়োগ করা যাবে-
i. এ,বি গ্রুপের রক্ত
ii. এবি গ্রুপের রক্ত
iii. ও গ্রুপের রক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১০. কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়-
Ο ক) উপশিরা
Ο খ) মহাশিরা
Ο গ) ধমনি
Ο ঘ) শাখা ধমনি
 সঠিক উত্তর: (ক)

 ২১১. রক্ত চাপ নির্ণয়ের যন্ত্র-
Ο ক) স্টেথোস্কোপ
Ο খ) স্ফিগমোম্যানোমিটার
Ο গ) ব্যারোমিটার
Ο ঘ) ল্যাকটোমিটার
 সঠিক উত্তর: (খ)

 ২১২. বহিরাগত যে প্রোটিন রক্তে অ্যান্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে সেই প্রোটিনকে কী বলে?
Ο ক) অ্যান্টিজেন
Ο খ) সিরাম
Ο গ) রক্তরস
Ο ঘ) পাজমা
 সঠিক উত্তর: (ক)

 ২১৩. রক্তরসের কাজ হলো-
Ο ক) অম্লের পরিমাণ বৃদ্ধি করা
Ο খ) ক্ষারের পরিমাণ কমিয়ে ফেলা
Ο গ) অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট করা
Ο ঘ) অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করা
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৪. লোহিত রক্ত কণিকাগুলো উৎপন্ন হয় কেথায়?
Ο ক) অস্থিমজ্জায়
Ο খ) হৃৎপিন্ডে
Ο গ) ফুসফুসে
Ο ঘ) রক্তরসে
 সঠিক উত্তর: (ক)

 ২১৫. প্লাজমা হতে সিরামের পার্থক্যকারী বৈশিষ্ট্য-
i. রং হলুদ
ii. রক্তরসে কণিকা থাকে
iii. সিরামে রক্তকণিকা অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২১৬. কত সালে ডা. কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ প্রবর্তন করেন?
Ο ক) ১৮০০
Ο খ) ১৮৫০
Ο গ) ১৯০০
Ο ঘ) ১৯৫০
 সঠিক উত্তর: (গ)

 ২১৭. রক্তের সাধারণ কাজ হলো-
i. নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থকে বৃক্কে পডরিবণ করা
ii. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা
iii. ফুসফুস থেকে টিস্যুকোষে অক্সিজেন পরিবহণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৮. একজন রোগীর রক্তের গ্রুপ এ। তার রক্তের প্রয়োজন। সে নিম্নের কোন গ্রুপের রক্ত গ্রহণ করবে?
Ο ক) বি+
Ο খ) ও
Ο গ) এবি
Ο ঘ) বি-
 সঠিক উত্তর: (খ)

 ২১৯. কোন কোষে হিমোগ্লোবিন থাকে?
Ο ক) লিউকোসাইট
Ο খ) থ্রম্বোসাইট
Ο গ) এরিথ্রোসাইট
Ο ঘ) হেপাটোসাইট
 সঠিক উত্তর: (গ)

 ২২০. দানাহীন শ্বেত রক্তকণিকাকে কী বলা হয়?
Ο ক) গ্রানুলোসাইট
Ο খ) অ্যাগ্রানুলোসাইট
Ο গ) উত্তসাইট
Ο ঘ) হেপাটোসাইট
 সঠিক উত্তর: (খ)

 ২২১. রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য-
i. সুষম খাদ্য গ্রহণ করতে হবে
ii. চর্বিযুক্ত খাদ্য বর্জন করতে হবে
iii. অতিরিক্ত লবণ খেতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২২২. সর্বজনীন দাতা গ্রুপ কোনটি?
Ο ক) এ
Ο খ) বি
Ο গ) ও
Ο ঘ) এবি
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৩. রক্তে অ্যান্টিজেন আবিষ্কার করেন কে?
Ο ক) মাইকেল এডানসন
Ο খ) থমাস হান্ট মর্গান
Ο গ) কার্ল ল্যান্ডস্টেইনার
Ο ঘ) ওয়ালথার ফ্লেমিং
 সঠিক উত্তর: (গ)

 ২২৪. লিম্ফোসাইট কোথায় তৈরি হয়?
Ο ক) অস্থিমজ্জায়
Ο খ) পেশীতে
Ο গ) টনসিলে
Ο ঘ) যকৃতে
 সঠিক উত্তর: (গ)

 ২২৫. হৃৎপিন্ডের পেরিকার্ডিয়াম পর্দা কয় স্তরবিশিষ্ট?
Ο ক) একস্তর
Ο খ) দ্বিস্তর
Ο গ) ত্রিস্তর
Ο ঘ) চার স্তর
 সঠিক উত্তর: (খ)

 ২২৬. স্টেথোস্কোপের সাহায্য শোনা হৃদস্পন্দনের শব্দকে বলা হয়-
Ο ক) হৃদস্পন্দন
Ο খ) হার্ট-বিট
Ο গ) হার্ট-অ্যাটাক
Ο ঘ) হার্ট সাউন্ড
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৭. লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়াকে কী বলে?
Ο ক) অ্যানিমিয়া
Ο খ) লিউকোমিয়া
Ο গ) পলিসাইথিমিয়া
Ο ঘ) লিউকোসাইটোসিস
 সঠিক উত্তর: (গ)

 ২২৮. শ্বেত রক্তকণিকার গড় আয়ু-
Ο ক) ১-৫ দিন
Ο খ) ১-১০ দিন
Ο গ) ১-১৫ দিন
Ο ঘ) ১-২০ দিন
 সঠিক উত্তর: (গ)

 ২২৯. রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দেয় কোনটি?
Ο ক) হেপারিন
Ο খ) হিস্টারিন
Ο গ) অ্যান্টিবডি
Ο ঘ) এনজাইম
 সঠিক উত্তর: (ক)

 ২৩০. রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তাকে কী বলে?
Ο ক) লিউকেমিয়া
Ο খ) অ্যানিমিয়া
Ο গ) ডায়াবেটিস
Ο ঘ) পারপুরা
 সঠিক উত্তর: (গ)

 ২৩১. ফারেনহাইট তাপ বৃদ্ধির জন্য পালস রেট বাড়ে-
Ο ক) ১০/মি.
Ο খ) ১৫/মি.
Ο গ) ২০/মি.
Ο ঘ) ২৫/মি.
 সঠিক উত্তর: (ক)

 ২৩২. ধমনি পরিবহন করে-
Ο ক) বিশুদ্ধ রক্ত
Ο খ) দূষিত রক্ত
Ο গ) বর্জ্য পদার্থ
Ο ঘ) রক্তরস
 সঠিক উত্তর: (ক)

 ২৩৩. হৃদপিন্ডের করোনারি রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধাকে কী বলে?
Ο ক) আটারিওস্কেলেরোসিস
Ο খ) করোনারি থ্রম্বোসিস
Ο গ) সেরিব্রাল থ্রম্বোসিস
Ο ঘ) মধুমেহ
 সঠিক উত্তর: (খ)

 ২৩৪. সাধারণত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃদপিন্ডে ফিসে আসে?
Ο ক) অক্সিজেনসমৃদ্ধ রক্ত
Ο খ) নাইট্রোজেনসমৃদ্ধ রক্ত
Ο গ) ক্যালসিয়ামসমৃদ্ধ রক্ত
Ο ঘ) কার্বন ডাইঅক্সাইডসমৃদ্ধ রক্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৫. কবিরের রক্তের গ্রুপ এ হলে তার রক্তে কোন অ্যান্টিজেন থাকবে?
Ο ক) এ
Ο খ) এ, বি
Ο গ) এ
Ο ঘ) কোনো অ্যান্টিজেন থাকবে না
 সঠিক উত্তর: (গ)

 ২৩৬. থ্যালসিমিয়া রোগটি সাধারণত কখন শনাক্ত হয়?
Ο ক) ভ্রুণ অবস্থায়
Ο খ) শিশু অবস্থায়
Ο গ) পূর্ণাঙ্গ অবস্থায়
Ο ঘ) মৃত্যুর পূর্বে
 সঠিক উত্তর: (খ)

 ২৩৭. রক্ত বাহিকার ভেতরে রক্তকে জমাট বার্ধতে বাধা দেয় কোনটি?
Ο ক) নিউট্রোফিল
Ο খ) বেসোফিল
Ο গ) ইওসিনোফিল
Ο ঘ) মনোসাইট
 সঠিক উত্তর: (খ)

 ২৩৮. অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত পদার্তের নাম কী?
Ο ক) কোলেস্টেরল
Ο খ) অ্যামোনিয়া
Ο গ) ইউরিক এসিড
Ο ঘ) হরমোন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৯. রক্ত সংবহন তন্ত্রের অংশসমুহ-
i. রক্ত
ii. হৃদপিন্ড
iii. রক্ত বাহিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪০. ও গ্রুপের রক্ত জমাট বাঁধিয়ে দেয়-
i. এ বি গ্রুপের রক্তকে
ii. বি গ্রুপের রক্তকে
iii. এ গ্রুপের রক্তকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪১. কোনটির সংকোচন ও প্রসারণ সারাদেহে রক্ত সঞ্চালন ঘটায়?
Ο ক) হৃৎপিন্ড
Ο খ) ধমনি
Ο গ) শিরা
Ο ঘ) ফুসফুস
 সঠিক উত্তর: (ক)

 ২৪২. হৃৎপিন্ডের স্পন্দকে কী বলে?
Ο ক) হার্ট বিট
Ο খ) হার্ট অ্যাটাক
Ο গ) হার্ট ফেইলিউর
Ο ঘ) ইসিজি
 সঠিক উত্তর: (ক)

 ২৪৩. ধমনি শাখা-প্রশাখার বিভক্ত হয়ে কী গঠন করে?
Ο ক) অ্যার্টোরিওল
Ο খ) অ্যাওর্টা
Ο গ) অ্যাট্রিয়াম
Ο ঘ) কৈশিক জালিকা
 সঠিক উত্তর: (ক)

 ২৪৪. কোন যন্ত্রের সাহায্য হার্টবিট অনুভব করা যায়?
Ο ক) স্টেথোস্কোপ
Ο খ) স্ফিগমোম্যানোমিটার
Ο গ) অলটিমিটার
Ο ঘ) গ্যালভানোমিটার
 সঠিক উত্তর: (ক)

 ২৪৫. একটি হৃদস্পন্দন সম্পন্ন হতে কত সেকেন্ড সময় লাগে?
Ο ক) ০.৫
Ο খ) ০.৬
Ο গ) ০.৭
Ο ঘ) ০.৮
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৬. নিচের কোন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে?
Ο ক) বেসোফিল
Ο খ) ইওসিনোফিল
Ο গ) নিউট্রোফিল
Ο ঘ) লিম্ফোসাইট
 সঠিক উত্তর: (গ)

 ২৪৭. হৃদপিন্ড বেষ্টনকারী পর্দার নাম কী?
Ο ক) পেরিকার্ডিয়াম
Ο খ) অ্যাট্রিয়াম
Ο গ) ভেন্ট্রিকল
Ο ঘ) ভেনক্যাভা
 সঠিক উত্তর: (ক)

 ২৪৮. ভেন্ট্রিকলের সিস্টোল অবস্থায় কোনটি ঘটে?
Ο ক) বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে
Ο খ) ট্রাইকাসপিড কপাটিকা খোলা থাকে
Ο গ) সেমিলুনার কপাটিকা বন্ধ থাকে
Ο ঘ) সেমিলুনার কপাটিকা খোলা থাকে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৯. নিচের কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে?
Ο ক) এরিথ্রোসাইট
Ο খ) থ্রম্বোসাইট
Ο গ) লিউকোসাইট
Ο ঘ) মনোসাইট
 সঠিক উত্তর: (গ)

 ২৫০. পালস রেট ৬০ এর কম হয় কোন রোগের ক্ষেত্রে?
Ο ক) নিউমোনিয়া
Ο খ) হুপিং কাশি
Ο গ) ক্যান্সার
Ο ঘ) জন্ডিস
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post