এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৩: হৃদযন্ত্রের যত কথা (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৩: হৃদযন্ত্রের যত কথা (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. রক্তের তরল অংশকে কী বলে?
Ο ক) শ্বেতকণিকা
Ο খ) অণুচক্রিকা
Ο গ) প্লাজমা
Ο ঘ) পানি
 সঠিক উত্তর: (গ)

 ১৫২. রক্তকণিকা প্রধানত কত রকমের?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ১৫৩. মেরুদন্ডী প্রাণিদেহের রক্তের বর্ণ কেমন?
Ο ক) লাল
Ο খ) সাদা
Ο গ) হলুদ
Ο ঘ) বর্ণহীন
 সঠিক উত্তর: (ক)

 ১৫৪. নিচের কোনটিতে কখনোই নিউক্লিয়াস থাকে না?
Ο ক) লোহিত কণিকা
Ο খ) বেসেফিল
Ο গ) অণুচক্রিকা
Ο ঘ) মনোসাইট
 সঠিক উত্তর: (গ)

 ১৫৫. গুরু মস্তিষ্খের রক্তনালিকায় রক্ত জমাটি বাঁধলে তাকে কী বলে?
Ο ক) সেরিব্রাল থ্রম্বোসিস
Ο খ) করোনারি থ্রম্বোসিস
Ο গ) পারপুরা
Ο ঘ) অ্যানিমিয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৫৬. সিরামের বৈশিষ্ট্য হলো-
i. এটি রক্তরসের অপর নাম
ii. এর বর্ণ হালকা হলুদ
iii. এতে রক্তকণিকা থাকে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৫৭. রক্তরসে উপস্থিতি জৈব পদার্থ কোনটি?
Ο ক) পটাসিয়াম
Ο খ) ভিটামিন
Ο গ) লৌহ
Ο ঘ) আয়োডিন
 সঠিক উত্তর: (খ)

 ১৫৮. শিশুদের বিশ্রাম অবস্থায় প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয়?
Ο ক) ৬০-১০০
Ο খ) ৮০-১০০
Ο গ) ১০০-১২০
Ο ঘ) ১০০-১৪০
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৯. স্বাভাবিক রক্তে-
i. নিউট্রোফিল ৪০-৭৫%
ii. ইওসিনোফিল ১-৬%
iii. বেসোফিল ২-১০%
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬০. একজন সুস্থ পুরুষের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ-
Ο ক) ১৪-১৬ mg/dl
Ο খ) ৬-১০ mg/dl
Ο গ) ১২-১৪ mg/dl
Ο ঘ) ৭-১৩ mg/dl
 সঠিক উত্তর: (ক)

 ১৬১. ডায়াবেটিস রোগীদের কোন খাবার সম্পূর্ণ ছাড়তে হবে?
Ο ক) টক খাবার
Ο খ) মিষ্টি খাবার
Ο গ) প্রোটিন খাবার
Ο ঘ) চর্বিযুক্ত খাবার
 সঠিক উত্তর: (খ)

 ১৬২. Rh- মহিলার সঙ্গে Rh+ পুরুষের বিয়ে হলে তাদের ১ম সন্তান কোনটি হবে?
Ο ক) Rh-
Ο খ) Rh+
Ο গ) Rh বিহীন
Ο ঘ) Rh+-
 সঠিক উত্তর: (খ)

 ১৬৩. কোন রোগে লিউকোসাইটোসিস অবস্থার সৃষ্টি হয়?
Ο ক) নিউমোনিয়া
Ο খ) রাতকানা
Ο গ) জন্ডিস
Ο ঘ) ডেঙ্গুজ্বর
 সঠিক উত্তর: (ক)

 ১৬৪. কোনটি বংশগত রোগ?
Ο ক) পলিসাইথিমিয়া
Ο খ) লিউকোসাইটোসিস
Ο গ) থ্রম্বোসাইটোসিস
Ο ঘ) থ্যালাসিমিয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৫. শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
Ο ক) ১-৫
Ο খ) ৫-১০
Ο গ) ১-১৫
Ο ঘ) ১২০
 সঠিক উত্তর: (গ)

 ১৬৬. রক্তচাপ নির্ভর করে-
i. হৃৎপিন্ডের কার্যকারিতার উপর
ii. রক্তের ঘনত্বের উপর
iii. ধমনির দৈর্ঘ্যের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬৭. দ্রুত সুতার মতো জালিকা তৈরি করে কোনটি?
Ο ক) ফাইব্রিন
Ο খ) থ্রমবিন
Ο গ) থ্রম্বোপ্লাসটিন
Ο ঘ) গ্রামুলোসাইট
 সঠিক উত্তর: (ক)

 ১৬৮. শরীরের জন্য ক্ষতিকর-
Ο ক) LDL
Ο খ) HDL
Ο গ) FDL
Ο ঘ) CO2
 সঠিক উত্তর: (ক)

 ১৬৯. হিমোগ্লোবিনের অভাবে কোন রোগ হয়?
Ο ক) রাতকানা
Ο খ) অ্যানিমিয়া
Ο গ) জন্ডিস
Ο ঘ) লিউকেমিয়া
 সঠিক উত্তর: (খ)

 ১৭০. শ্বেতরক্ত কণিকার সংখ্যা কত হলে নিউমোনিয়া দেখা দেয়?
Ο ক) ১০,০০০-২০,০০০
Ο খ) ২০,০০০-৩০,০০০
Ο গ) ৩০,০০০-৪০,০০০
Ο ঘ) ৩৫,০০০-৪৫,০০০
 সঠিক উত্তর: (খ)

 ১৭১. কোনো অ্যান্টিবডি নাই - গ্রুপের রক্তে?
Ο ক) এ
Ο খ) বি
Ο গ) ও
Ο ঘ) এবি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭২. ধমনির মধ্য দিয়ে প্রবাহকালে রক্ত ধমনির প্রাচীরে যে পার্শ্চচাপ সৃষ্টি করে তাকে কী বলে?
Ο ক) রক্তচাপ
Ο খ) হার্টবিট
Ο গ) পালস
Ο ঘ) হৃদস্পন্দন
 সঠিক উত্তর: (ক)

 ১৭৩. রক্তরসের কাজগুলো হলো-
i. রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান পরিবহন
ii. রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা
iii. হরমোন পরিবহন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৪. আকার, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্তবাহিকা-
Ο ক) ২ ধরনের
Ο খ) ৩ ধরনের
Ο গ) ৪ ধরনের
Ο ঘ) ৫ ধরনের
 সঠিক উত্তর: (খ)

 ১৭৫. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় কোন ক্ষেত্রে?
Ο ক) পলিসাইথিমিয়া
Ο খ) অ্যানিমিয়া
Ο গ) লিউকোমিয়া
Ο ঘ) পারপুরা
 সঠিক উত্তর: (খ)

 ১৭৬. অ্যান্টি Rh ফ্যাক্টরের ফলে কোন রোগ সৃষ্টি হতে পারে?
Ο ক) নিউমোনিয়া
Ο খ) হুপিং কাশি
Ο গ) জন্ডিস
Ο ঘ) ক্যান্সার
 সঠিক উত্তর: (গ)

 ১৭৭. রক্তেরক্তকণিকার পরিমাণ শতকরা-
Ο ক) ৫৪%
Ο খ) ৫৫%
Ο গ) ৪৪%
Ο ঘ) ৪৫%
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৮. ধমনির স্থিতিস্থাপকতা কমে গেলে তাকে কী বলে?
Ο ক) Arteriosclerosis
Ο খ) Osteoporosis
Ο গ) Anemia
Ο ঘ) Heart attack
 সঠিক উত্তর: (ক)

 ১৭৯. বিয়ের পূর্বে বর ও কনের রক্ত পরীক্ষা করা উচিত কেন?
Ο ক) সুস্থতা জানার জন্য
Ο খ) একই রক্তগ্রুপ রাখার জন্য
Ο গ) সঠিক Rh ফ্যাক্টর বজায় রাখার জন্য
Ο ঘ) ভিন্ন রক্তগ্রুপ বজায় রাখার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ১৮০. মানুষের রক্তকোষের কয় ধরনের অ্যান্টিজেন আছে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ক)

 ১৮১. কখন রক্তের শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি পায়?
Ο ক) দেহ সুস্থ থাকা অবস্থায়
Ο খ) জীবাণু দ্বারা আক্রান্ত হলে
Ο গ) বিশ্রামকালে
Ο ঘ) কঠোর পরিশ্রমের সময়
 সঠিক উত্তর: (খ)

 ১৮২. দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে-
Ο ক) রক্তরস
Ο খ) লোহিত কণিকা
Ο গ) শ্বেত কণিকা
Ο ঘ) অণুচক্রিকা
 সঠিক উত্তর: (খ)

 ১৮৩. হৃদপিন্ডের অ্যাট্রিয়াম অথবা ভেন্ট্রেকলের সংকোচন ক্ষমতা লোপকে কী বলা হয়?
Ο ক) হার্ট ব্লক
Ο খ) হার্ট অ্যাটাক
Ο গ) হার্ট ফেলিউর
Ο ঘ) হার্ট উইক
 সঠিক উত্তর: (গ)

 ১৮৪. অ্যানিমিয়া কেন হয়?
Ο ক) লোহিত কণিকার সংখ্যা বেড়ে গেলে
Ο খ) শ্বেত কণিকার সংখ্যা কমে গেলে
Ο গ) অণুচক্রিকার সংখ্যা কমে গেলে
Ο ঘ) হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৫. অণুচক্রিকাকে ইংরেজিতে কী বলে?
Ο ক) গ্রানুলোসাইট
Ο খ) অ্যাগ্রানুলোসাইট
Ο গ) থ্রম্বোসাইট
Ο ঘ) প্লেইটলেট
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৬. শাহেদের রক্তের গ্রুপ বি। দুর্ঘটনায় তার রক্তের প্রয়োজন সে রক্ত গ্রহণ করতে পারে-
i. বি রক্ত গ্রুপের ব্যক্তি থেকে
ii. এবি রক্ত গ্রুপের ব্যক্তি থেকে
iii. ও রক্ত গ্রুপের ব্যক্তি থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৮৭. কোন রোগে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যায়?
Ο ক) নিউমোনিয়া
Ο খ) জন্ডিস
Ο গ) টাইফয়েড
Ο ঘ) চর্মরোগ
 সঠিক উত্তর: (ক)

 ১৮৮. হৃৎস্পন্দন পর পর সংঘটিত ঘটনার সমষ্টি-
Ο ক) হার্ট অ্যাটাক
Ο খ) কার্নিয়েক চক্র
Ο গ) কার্ডিয়াক চক্র
Ο ঘ) খাদ্য চক্র
 সঠিক উত্তর: (গ)

 ১৮৯. হৃৎপিন্ড সংকুচিত হলে কোনটি ঘটে?
Ο ক) রক্ত শিরাপথে হৃৎপিন্ড ফিরে আসে
Ο খ) পালমোনারি শিরা বিশুদ্ধ রক্ত বহন করে
Ο গ) পালমোনারি পথে সারা দেহে ছড়িয়ে পড়ে
Ο ঘ) পালমোনারি ধমনি রক্তশূণ্য হয়
 সঠিক উত্তর: (গ)

 ১৯০. ডান ভেন্ট্রিকল থেকে কোনটি উৎপত্তি হয়?
Ο ক) অ্যাওর্টা
Ο খ) অ্যাট্রিয়াম
Ο গ) পালমোনারী ধমনি
Ο ঘ) কৈশিক জালিকা
 সঠিক উত্তর: (গ)

 ১৯১. রক্তকণিকার ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) রক্তরসে দ্রবীভূত থাকে
Ο খ) রক্তকণিকা রক্তরস ধারণ করে
Ο গ) সকল রক্তকণিকা অভিন্ন
Ο ঘ) রক্তকণিকা রক্তরসে ভাসমান থাকে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯২. অ্যামিবার মতো আকার পরিবর্তনের সক্ষম কোনটি?
Ο ক) রক্তরস
Ο খ) শ্বেতরক্তকণিকা
Ο গ) লোহিত রক্ত কণিকা
Ο ঘ) অণুচক্রিকা
 সঠিক উত্তর: (খ)

 ১৯৩. ধমনি ও শিরার সংযোগস্থল জালিকাকারে বিন্যস্ত হয়ে কোনটি গঠন করে?
Ο ক) কৈশিক জালিকা
Ο খ) পালমোনারি ধমনি
Ο গ) রক্তরস
Ο ঘ) পালমোনারি শিরা
 সঠিক উত্তর: (ক)

 ১৯৪. কোনটির নিউক্লিয়াস বৃক্কাকার?
Ο ক) এরিথ্রোসাইট
Ο খ) থ্রম্বোসাইট
Ο গ) মনোসাইট
Ο ঘ) বেসোফিল
 সঠিক উত্তর: (গ)

 ১৯৫. লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য-
i. হিমোগ্লোবিন নামজক রঞ্জক পদার্থ থাকে
ii. অক্সিজেন পরিবহন করে
iii. বিভজিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯৬. হৃৎপিন্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কী বলে?
Ο ক) ডায়াস্টোল
Ο খ) সিস্টোল
Ο গ) লাব
Ο ঘ) ডাব
 সঠিক উত্তর: (খ)

 ১৯৭. জৈব পদার্থের অর্ন্তভূক্ত কোনটি?
Ο ক) লিম্ফোসাইট
Ο খ) সিউট্রোফিল
Ο গ) মোনোসাইট
Ο ঘ) সিরাম ইউরিয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৮. কোনটি দানাহীন শ্বেত রক্তকণিকা?
Ο ক) নিউট্রোফিল
Ο খ) ইওসিনোফিল
Ο গ) বেসোফিল
Ο ঘ) মনোসাইট
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৯. প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘন মিলিমিটার লোহিত রক্ত কণিকার সংখ্যা কত?
Ο ক) ৪.৫-৫.৫ লাখ
Ο খ) ৩-৫ লাখ
Ο গ) ৮০-৯০ লাখ
Ο ঘ) ৪-৫ লাখ
 সঠিক উত্তর: (ঘ)

 ২০০. কোনো অ্যান্টিজেন নাই - গ্রুপের রক্তে?
Ο ক) এ
Ο খ) বি
Ο গ) ও
Ο ঘ) এবি
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post