এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৩: হৃদযন্ত্রের যত কথা (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ৩: হৃদযন্ত্রের যত কথা (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. মানুষের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (গ)

 ১০২. অ্যাওর্টার উৎপত্তিস্থল কোনটি?
Ο ক) ডান ভেন্ট্রেকল
Ο খ) বাম ভেন্ট্রেকল
Ο গ) ডান অ্যাট্রিয়াম
Ο ঘ) বাম অ্যাট্রিয়াম
 সঠিক উত্তর: (খ)

 ১০৩. রক্তের অ্যান্টিজেনের ভিত্তিতে পৃথিবীতে কয় ধরনের মানুষ বিরাজ করছে?
Ο ক) ৬ ধরনের
Ο খ) ৫ ধরনের
Ο গ) ৩ ধরনের
Ο ঘ) ৪ ধরনের
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৪. হৃদপেশি নির্মিত ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত অঙ্গ কোনটি?
Ο ক) যকৃত
Ο খ) হৃৎপিন্ড
Ο গ) ফুসফুস
Ο ঘ) পাকস্থলি
 সঠিক উত্তর: (খ)

 ১০৫. অ্যাট্রিয়ামে সিস্টোল হলে ভেন্টেকলে - হয়।
Ο ক) সিস্টোল
Ο খ) ডায়াস্টোল
Ο গ) লাব
Ο ঘ) ডাব
 সঠিক উত্তর: (খ)

 ১০৬. শ্বেতরক্ত কণিকা কোন প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে?
Ο ক) সাইটোসিস
Ο খ) ফ্যাগোসাইটোসিস
Ο গ) এন্টিজেন
Ο ঘ) ফাইব্রিন
 সঠিক উত্তর: (খ)

 ১০৭. অণুচক্রিকা থেকে নিঃসৃত পদার্থের নাম কী?
Ο ক) ফাইব্রিনোজেন
Ο খ) থ্রম্বিন
Ο গ) থ্রম্বোপ্লাসটিন
Ο ঘ) ভিটামিন
 সঠিক উত্তর: (গ)

 ১০৮. কলাকোষকে পুষ্টি দ্রব্য সরবরাহ করে-
i. রক্তকণিকা
ii. শাখা ধমনি
iii. ধমনি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১০৯. রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত?
Ο ক) ৫০-৬০ gm/dl
Ο খ) ৮০-১০০ mg/dl
Ο গ) ১০০-২০০ mg/dl
Ο ঘ) ২০০-৩০০ mg/dl
 সঠিক উত্তর: (গ)

 ১১০. অণুচক্রিকার অস্বাভাবিকতায় সৃষ্ট রোগ-
i. পারপুরা
ii. থ্রম্বসিসা
iii. অ্যানিমিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১১. রক্তনালির অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে - বলে?
Ο ক) অ্যানিমিয়া
Ο খ) লিউকোমিয়া
Ο গ) থ্যালসিমিয়া
Ο ঘ) থ্রম্বোসিস
 সঠিক উত্তর: (ঘ)

 ১১২. কতগুলো শিরার একত্রে অবস্থানকে কী বলে?
Ο ক) উপশিরা
Ο খ) মহাশিরা
Ο গ) ধমনি
Ο ঘ) উপ-ধমনি
 সঠিক উত্তর: (খ)

 ১১৩. কোনটি অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে?
Ο ক) লোহিত রক্তকণিকা
Ο খ) শ্বেত রক্তকণিকা
Ο গ) অনুচক্রিকা
Ο ঘ) নিউরন
 সঠিক উত্তর: (খ)

 ১১৪. রক্ত কণিকা অনুপস্থিত কোনটিতে?
Ο ক) রক্ত রস
Ο খ) প্লাজমা
Ο গ) সিরাম
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (গ)

 ১১৫. অণুচক্রিকার প্রধান কাজ-
Ο ক) ফ্যাগোসাইটোসিস
Ο খ) রক্ততঞ্চন
Ο গ) এলার্জি প্রতিরোধ
Ο ঘ) অ্যান্টিবডি তৈরি
 সঠিক উত্তর: (খ)

 ১১৬. রক্ত চাপ বলতে বুঝায়-
Ο ক) শিরার রক্তচাপ
Ο খ) কৈশিক জালিকার রক্তচাপ
Ο গ) ধমনির রক্ত চাপ
Ο ঘ) ভেনাক্যাভার রক্ত চাপ
 সঠিক উত্তর: (গ)

 ১১৭. কোন প্রাণীদের নিউক্লিয়াসবিহীন লোহিত রক্তকণিকা?
Ο ক) মাছের
Ο খ) সরীসৃপদের
Ο গ) প্লীহাতে
Ο ঘ) হৃৎপিন্ডে
 সঠিক উত্তর: (গ)

 ১১৮. কোন প্রাণীর রক্তের রং লাল?
Ο ক) তেলাপোকা
Ο খ) ব্যাঙ
Ο গ) ঘাসফড়িং
Ο ঘ) জোঁক
 সঠিক উত্তর: (খ)

 ১১৯. হৃৎপিন্ডের আকৃতি কেমন?
Ο ক) গোলাকার
Ο খ) সর্পিলাকার
Ο গ) ত্রিকোণাকার
Ο ঘ) বর্গাকার
 সঠিক উত্তর: (গ)

 ১২০. রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ?
Ο ক) লোহিত কণিকা
Ο খ) অণুচক্রিকা
Ο গ) শ্বেত কণিকা
Ο ঘ) লসিকা কোষ
 সঠিক উত্তর: (খ)

 ১২১. বিশ্রামে থাকা অবস্থায় পালস বা হার্ট-বিটের স্বাভাবিক গতি প্রতি মিনিটে-
i. প্রাপ্তবয়স্ক : ৮০-১১০ বার
ii. ছোটদের : ৮০-১০০ বার
iii. শিশুদের : ১০০-১৪০
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২২. বহিরাগত অযাচিত যে প্রোটিন রক্তে অ্যান্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে তাকে কী বলে?
Ο ক) অ্যান্টিবডি
Ο খ) হরমোন
Ο গ) এনজাইম
Ο ঘ) অ্যান্টিজেন
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৩. হৃৎপিন্ডের করোনারি রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধাকে কী বলে?
Ο ক) আর্টারিওস্কেলেরোসিস
Ο খ) করোনারি থ্রম্বোসিস
Ο গ) সেরিব্রাল থ্রম্বোসিস
Ο ঘ) মধুমেহ
 সঠিক উত্তর: (খ)

 ১২৪. হার্ট অ্যাটাক কেন হয়?
Ο ক) পালমোনরি শিরা বন্ধ হয়ে গেলে
Ο খ) পালমোনারি ধমনি বন্ধ হয়ে গেলে
Ο গ) অ্যাওর্টার প্রাচীর পুরু হয়ে গেলে
Ο ঘ) করোনারি ধমনি বন্ধ হয়ে গেলে
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৫. একটি হৃদস্পন্দন সময় লাগে-
Ο ক) ০.৬ সেকেন্ড
Ο খ) ০.৭ সেকেন্ড
Ο গ) ০.৮ সেকেন্ড
Ο ঘ) ০.৯ সেকেন্ড
 সঠিক উত্তর: (গ)

 ১২৬. কোনটির নির্দিষ্ট কোন আকার নাই?
Ο ক) লোহিত রক্তকণিকা
Ο খ) শ্বেত রক্তকণিকা
Ο গ) অনুচক্রিকা
Ο ঘ) ডিম্বাণু
 সঠিক উত্তর: (খ)

 ১২৭. হাইপার টেনশন প্রতিরোধে দৈনিক কত ঘন্টা ঘুমানো উচিত?
Ο ক) ৪-৬ ঘন্টা
Ο খ) ৭-৮ ঘন্টা
Ο গ) ৮-১০ ঘন্টা
Ο ঘ) ১০-১২ ঘন্টা
 সঠিক উত্তর: (খ)

 ১২৮. স্নেহ ও প্রোটিনের যৌগ হলো-
Ο ক) স্নেহ প্রোটিন
Ο খ) লাইপোপ্রোটিন
Ο গ) হাইপো প্রোটিন
Ο ঘ) অযৃগ্ম প্রোটিন
 সঠিক উত্তর: (খ)

 ১২৯. র্থ্যালসিমিয়া রোগীকে প্রতি কত মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
Ο ক) দুই মাস
Ο খ) তিন মাস
Ο গ) চার মাস
Ο ঘ) ছয় মাস
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. ডায়াবেটিস বেশি হয়ে থাকে-
i. দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলে
ii. বাবা অথবা মায়ের ডায়াবেটিস থাকলে
iii. শারীরিক পরিশ্রম না করলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩১. সারাদেহে রক্ত সংবহিত হওয়ার কারণ-
Ο ক) হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ
Ο খ) ফুসফুসের সংকোচন ও প্রসারণ
Ο গ) শিরার সংকোচন ও প্রসারণ
Ο ঘ) শিরা ও ধমনীর সংকোচন ও প্রসারণ
 সঠিক উত্তর: (ক)

 ১৩২. পূর্ণবয়স্ক পুরুষদেহে লোহিত রক্ত কণিকা বিদ্যমান-
Ο ক) ৪-৫ লাখ
Ο খ) ৪.৫-৫.৫ লাখ
Ο গ) ৮০-৯০ লাখ
Ο ঘ) ৬০-৭০ লাখ
 সঠিক উত্তর: (খ)

 ১৩৩. রক্তে কোনটির মাত্রা বেড়ে গেলে ডায়াবেটিস মেলিটাস হয়?
Ο ক) কোলেস্টেরল
Ο খ) গ্লুকোজ
Ο গ) অ্যামিনো অ্যাসিড
Ο ঘ) গ্লিসারল
 সঠিক উত্তর: (খ)

 ১৩৪. মানব দেহের প্রতি ঘনি মিলিমিটার রক্তে শ্বেত কণিকার পরিমাণ-
Ο ক) ২-৪ হাজার
Ο খ) ৪-৮ হাজার
Ο গ) ৪-১০ হাজার
Ο ঘ) ৫-১০ হাজার
 সঠিক উত্তর: (গ)

 ১৩৫. রক্তে অণুচক্রিকার সংখ্যা বেড়ে যাওযাকে বলে-
Ο ক) অ্যানিমিয়া
Ο খ) লিকোমিয়া
Ο গ) লিউকোসাইটোসিস
Ο ঘ) থ্রম্বোসাইটোসিস
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৬. কোন রোগটি মানুষের অটোজোমে অবস্থিত-প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে?
Ο ক) পারপুরা
Ο খ) লিউকোমিয়া
Ο গ) থ্যালাসিমিয়া
Ο ঘ) অ্যানিমিয়া
 সঠিক উত্তর: (গ)

 ১৩৭. প্লাজমার কাজ কোনটি?
Ο ক) অক্সিজেন পরিবহন করা
Ο খ) অ্যালার্জি প্রতিরোধ করা
Ο গ) পুষ্টিদ্রব্য পরিবহন করা
Ο ঘ) আয়রনের সমতা রক্ষা করা
 সঠিক উত্তর: (গ)

 ১৩৮. রক্তকণিকা বিদ্যমান- i. রক্ত রস ii. প্লাজমাতে iii. সিরামে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৯. আঘাতপ্রাপ্ত টিস্যুর অণুচক্রিকা ভেঙে গঠিত পদার্থ হলো-
Ο ক) থ্রম্বোপ্লাসটিন
Ο খ) থ্রম্বিন
Ο গ) ফাইব্রিন
Ο ঘ) প্রথ্রমবিন
 সঠিক উত্তর: (ক)

 ১৪০. রক্তে শ্বেত রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধির ফলে কী কী রোগ সৃষ্টি হতে পারে?
i. নিউমোনিয়া
ii. হুপিং কাশি
iii. ব্লাড ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪১. রক্তরসের রক্তকণিকাগুলো- থাকে।
Ο ক) ডুবন্ত
Ο খ) ভাসমান
Ο গ) নিমজ্জিত
Ο ঘ) ঘুমন্ত
 সঠিক উত্তর: (খ)

 ১৪২. রক্তের কাজ-
i. হরমোন পরিবহন
ii. দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ
iii. শ্বাসকার্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৩. ডায়াবেটিসের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
Ο ক) শুধু ওষুধ দ্বারা এর নিয়ন্ত্রণ সম্ভব
Ο খ) দৈহিক পরিশ্রম ক্ষতিকর
Ο গ) শর্করা উপযুক্ত খাদ্য
Ο ঘ) প্রোটিনসমৃদ্ধ খাদ্য খাওয়া উচিত
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৪. গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেত কণিকাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
 সঠিক উত্তর: (ক)

 ১৪৫. রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে কী ঘটে?
i. LDL এর উপাদান বেড়ে যায়
ii. LDL এর পরিমাণ কমে যায়
iii. HDL এর পরিবহন কমে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪৬. ডান অ্যাট্রিয়ামের সাথে কোনটি যুক্ত থাকে?
Ο ক) ভেনাক্যাভা
Ο খ) পালমোনারি শিরা
Ο গ) পালমোনারি ধমনি
Ο ঘ) অ্যাওর্টা
 সঠিক উত্তর: (ক)

 ১৪৭. রক্তের উপাদানগুলো হলো- i. রক্তরস ii. সিরাম iii. রক্ত কণিকা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪৮. অ্যান্টিজেনের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ইহার অপর নাম অ্যাগ্লুটিনোজেন
ii. অ্যাগ্লুটিনিন
iii. ইহার ভিত্তিতে পৃথিবীতে চার ধরনের মানুষ বিরাজ করছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৯. অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত পদার্থের নাম কী?
Ο ক) কোলেস্টেরল
Ο খ) অ্যামিানিয়া
Ο গ) ইউরিক এসিড
Ο ঘ) হরমোন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫০. কোনটি বিপাকজনিত রোগ?
Ο ক) ডায়াবেটিস
Ο খ) ডেঙ্গুজ্বর
Ο গ) ম্যালেরিয়া
Ο ঘ) জন্ডিস
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post