ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ২: জীবনের জন্য পানি (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. বালাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ত পানি মূল ভূখন্ডে আনা হয় কেন?
Ο ক) ইলিশ চাষের জন্য
Ο খ) জমির উর্বরতা বৃদ্ধির জন্য
Ο গ) মাটির ক্ষারকতা বৃদ্ধির জন্য
Ο ঘ) চিংড়ি চাষের জন্য
সঠিক উত্তর: (ঘ)
৩০২. সীসা যুক্ত পানি পান করলে-
i. বিতৃষ্ণাবোধ হয়
ii. রক্তশূণ্যতা দেখা দেয়
iii. কিডনী বিকল হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. লবণাক্ত পানি-
i. ইলিশ মাছের ডিমের জন্য ক্ষতিকর
ii. মোট পানির ৯৭ শতাংশ
iii. শিল্পকারখানায় ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৪. পানিবাহিত রোগ-
i. টাইফয়েড, কলেরা
ii. যক্ষ্মা, হাম
iii. আমাশয়, হেপাটাইটিস ‘বি’
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩০৫. পানিতে ফসফেট ও নাইট্রোজেন খুব বেড়ে গেলে কোনটি জন্মায়?
Ο ক) শ্যাওলা
Ο খ) কচুরি পানা
Ο গ) কেশর দাম
Ο ঘ) শাপলা
সঠিক উত্তর: (ক)
৩০৬. সাধারণত পানি-
i. এসিডের উপস্থিতিতে ক্ষার হিসেবে কাজ করে
ii. ক্ষারের উপস্থিতিতে এসিড হিসেবে কাজ করে
iii. ১০০০সেলিসিয়াস-এ বাষ্পে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৭. ভারত কোনটির পানির গতিপথ পরিবর্তন করে শিলিগুড়ি করিডর দিয়ে পশ্চিমাঞ্চলে নেওয়ার পরিকল্পনা করছে?
Ο ক) মেঘনা
Ο খ) করতোয়া
Ο গ) গঙ্গা
Ο ঘ) সুরমা
সঠিক উত্তর: (গ)
৩০৮. রামসার কোথায় অবস্থিত?
Ο ক) ইরাক
Ο খ) ইরান
Ο গ) বাংলাদেশ
Ο ঘ) জাপান
সঠিক উত্তর: (খ)
৩০৯. বাংলাদেশ কেমন দেশ?
Ο ক) কৃষিপ্রধান
Ο খ) শীতপ্রধান
Ο গ) উন্নত
Ο ঘ) অনুন্নত
সঠিক উত্তর: (ক)
৩১০. বাসাবাড়ীর জন্য পানি বিশোধনে সবচেয়ে সহজ ও সাশ্রয়ী প্রক্রিয়া কোনটি?
Ο ক) পরিস্রাবণ
Ο খ) ক্লোরিনেশন
Ο গ) স্ফুটন
Ο ঘ) পাতন
সঠিক উত্তর: (গ)
৩১১. জলজ প্রাণীদে খাদ্যভান্ডার হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) শাপলা
Ο খ) পদ্ম
Ο গ) কলমি
Ο ঘ) শেওলা
সঠিক উত্তর: (ঘ)
৩১২. কোন প্রকার টিস্যুর কোষগুলোর কোষপ্রাচীর অসমভাবে পুরু?
Ο ক) ক্লোরেনকাইমা
Ο খ) স্ক্লেরেনকাইমা
Ο গ) জাইলেম
Ο ঘ) কোলেনকাইমা
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. বিশুদ্ধ পানির স্বাদ কেমন?
Ο ক) সামান্য মিষ্টি স্বাদ
Ο খ) সামান্য নোনতা স্বাদ
Ο গ) স্বাদহীন
Ο ঘ) সামান্য তেঁতোস্বাদ
সঠিক উত্তর: (গ)
৩১৪. কত কিলোমিটার পথ পাড়ি দিয়ে গৃহবধুদের পুকুরে সংগৃহীত পানি আনতে হয়?
Ο ক) ৪-৫ কি.মি.
Ο খ) ৫-৬ কি.মি.
Ο গ) ১-২ কি.মি.
Ο ঘ) ৭-৮কি.মি.
সঠিক উত্তর: (ঘ)
৩১৫. জলজ উদ্ভিদ কীভাবে বংশ বৃদ্ধি করে?
Ο ক) অঙ্গজ উপায়ে
Ο খ) মূলের সাহায্য
Ο গ) বীজের সাহায্য
Ο ঘ) কান্ডের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৩১৬. কোনটি প্রাকৃতিক পানির পুনঃআবর্তন?
Ο ক) ঝরণা
Ο খ) বৃষ্টি
Ο গ) বন্যা
Ο ঘ) ভূমিকম্প
সঠিক উত্তর: (খ)
৩১৭. যে তাপমাত্রায় বরফ গলে যায়, তাকে কী বলে?
Ο ক) গলনাঙ্ক
Ο খ) স্ফুটনাঙ্ক
Ο গ) বাষ্পীভবন
Ο ঘ) স্ফুটন
সঠিক উত্তর: (ক)
৩১৮. ঢাকা শহরে কোন সময় পানির প্রচন্ড অভাব থাকে?
Ο ক) গ্রীষ্মকালে
Ο খ) শীতকালে
Ο গ) বর্ষাকালে
Ο ঘ) শরৎকালে
সঠিক উত্তর: (ক)
৩১৯. ক্ষতিকর ধাতব পদার্থ হচ্ছে- i. পারদ ii. সিসা iii. আর্সেনিক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২০. বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) স্বাদহীন, গন্ধহীন ও নীলাভ বর্ণের
Ο খ) স্বাদযুক্ত, গন্ধহীন ও বর্ণহীন
Ο গ) বর্ণহীন, স্বাদহীন ও গন্ধহীন
Ο ঘ) কটুস্বাদযুক্ত, গন্ধহীন ও বর্ণহীন
সঠিক উত্তর: (গ)
৩২১. নিচের কোনটি পানি দূষণ প্রতিরোধ কৌশল?
Ο ক) জলাভূমি রক্ষা
Ο খ) নদীর পানি কমানো
Ο গ) নদী ভরাট করা
Ο ঘ) পানিতে মাছ চাষ না করা
সঠিক উত্তর: (ক)
৩২২. আমাদের দেশের বেশির ভাগ নদীর উৎপত্তিস্থল কোথায়?
Ο ক) চীন
Ο খ) রাশিয়া
Ο গ) ভারত
Ο ঘ) পাকিস্তান
সঠিক উত্তর: (গ)
৩২৩. ডিটারজেন্ট কারখানা তে কোনটি নির্গত হয়?
Ο ক) সালফেট
Ο খ) ফসফেট
Ο গ) ক্লোরাইড
Ο ঘ) নাইট্রেট
সঠিক উত্তর: (খ)
৩২৪. মিঠা পানিতে লবণাক্ততা বাড়লে-
i. পানিদে দ্রবীভূত অক্সিজেন কমে যায়
ii. জলজ উদ্ভিদের বড় অংশ জন্মাতে পারে না
iii. কৃষি কাজের জন্য অনুপোযাগী হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. পানির pH মান খুব কমে গেলে জলজ প্রাণীর-
i. অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না
ii. দেহাভ্যন্তরে খনিজ পদার্থ কমে যাবে
iii. পানির তলদেশে সাঁতার কাটবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২৬. ভারত সরকার কত সালে গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে?
Ο ক) ১৯৭০
Ο খ) ১৯৭৫
Ο গ) ১৯৮০
Ο ঘ) ১৯৮৫
সঠিক উত্তর: (খ)
৩২৭. নিচের কোনটি জলজ উদ্ভিদ?
Ο ক) নারিকেল গাছ
Ο খ) তাল গাছ
Ο গ) কলমি
Ο ঘ) পাইন গাছ
সঠিক উত্তর: (গ)
৩২৮. পাকশী ব্রিজ কোন নদীর উপর নির্মিত?
Ο ক) যমুনা
Ο খ) মেঘনা
Ο গ) পদ্মা
Ο ঘ) করতোয়া
সঠিক উত্তর: (গ)
৩২৯. বৈশ্বিক উষ্ণতার ফলে কী ঘটে?
Ο ক) পানির তাপমাত্রা হ্রাস পায়
Ο খ) মিঠা পানির লবণাক্ততা হ্রাস পায়
Ο গ) পানিতে দ্রবীভূত অক্সিজেন বৃদ্ধি পায়
Ο ঘ) বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (ঘ)
৩৩০. হিমবাহ ও তুষার স্রোতে শতকরা কতভাগ পানি আছে?
Ο ক) ৫ ভাগ
Ο খ) ৪ ভাগ
Ο গ) ৩ ভাগ
Ο ঘ) ২ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
৩৩১. রামসার কনভেনশন কোথায় অনুষ্ঠিত হয়?
Ο ক) ইরাক
Ο খ) ইরান
Ο গ) সৌদি-আরব
Ο ঘ) দুবাই
সঠিক উত্তর: (খ)
৩৩২. পাহাড়ি ঝর্ণা থেকে নদী কোথায় গিয়ে পড়ে?
Ο ক) নদী
Ο খ) সাগর
Ο গ) ডোবা
Ο ঘ) খাল
সঠিক উত্তর: (খ)
৩৩৩. নিচের কোনিট পানি ও মাটিতে উভয় জায়গায় জন্মায় না?
Ο ক) কলমি
Ο খ) শাপলা
Ο গ) হেলেঞ্চা
Ο ঘ) কেশর দাম
সঠিক উত্তর: (খ)
৩৩৪. কোনটি থেকে জীবন ধ্বংসকারী জীবাণু তৈরি হয়?
Ο ক) সাবান
Ο খ) ময়লা-আর্বজনা
Ο গ) বিশুদ্ধ পানি
Ο ঘ) ডেটল
সঠিক উত্তর: (খ)
৩৩৫. pH দ্বারা কোনটি বোঝায় না?
Ο ক) জলীয় দ্রবণের অম্লতা
Ο খ) জলীয় দ্রবণের ক্ষরীয়তা
Ο গ) জলীয় দ্রবণের নিরপেক্ষতা
Ο ঘ) জলীয় দ্রবণের লবণাক্ত
সঠিক উত্তর: (ঘ)
৩৩৬. তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে পৃথক করার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) পাতন
Ο খ) আংশিক পাতন
Ο গ) স্ফুটন
Ο ঘ) পরিস্রাবণ
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. পানিদে এসিডের পরিমাণ খুব বেড়ে গেলে কোন মৌলটির ঘাটতি জলজ প্রাণিদের দুর্বল করে ফেলে?
Ο ক) N
Ο খ) Na
Ο গ) Ca
Ο ঘ) O
সঠিক উত্তর: (গ)
৩৩৮. কোনটির দ্বারা বোঝা যায় পানি বা জলীয় দ্রবণ এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ?
Ο ক) তাপমাত্রা
Ο খ) সমচাপ
Ο গ) pH
Ο ঘ) শিশিরাঙ্ক
সঠিক উত্তর: (গ)
৩৩৯. নিচের কোন দেশে সুনামি ভয়াবহ আকার ধারণ করেছে?
Ο ক) জাপান
Ο খ) কোরিয়া
Ο গ) রাশিয়া
Ο ঘ) ইতালি
সঠিক উত্তর: (ক)
৩৪০. নদীর নাব্যত কমে গেলে কী অসুবিধা হয়?
Ο ক) পানি দূষিত হয়
Ο খ) নৌযান চলাচলে বিঘ্ন ঘটে
Ο গ) জলজ উদ্ভিদের খাদ্য উৎপাদন ব্যাহত হয়
Ο ঘ) পানি লবণাক্ত হয়ে পড়ে
সঠিক উত্তর: (খ)
৩৪১. জলজ উদ্ভিদ স্থলে জন্মালে কী ঘটত?
Ο ক) মারা যেত
Ο খ) কেবল মূলরোম দিয়ে পানি শোষণ করত
Ο গ) দ্রুত বৃদ্ধি লাভ করত
Ο ঘ) সারাদেহ দিয়ে খনিজ লবণ শোষণ করত
সঠিক উত্তর: (ক)
৩৪২. বৈশ্বিক উষ্ণতার প্রভাবে কী ঘটবে?
Ο ক) সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে
Ο খ) মিঠা পানির পরিমাণ বেড়ে যাবে
Ο গ) মেরু অঞ্চলের বরফ জমতে শুরু করবে
Ο ঘ) নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে
সঠিক উত্তর: (ক)
৩৪৩. একটি পানির নমুনায় pH এর মান ৭, এক্ষেত্রে-
i. নমুনার পানি বিশুদ্ধ মানের
ii. পানির ভিতর দিয়ে তড়িৎ পরিবহন ঘটবে
iii. পানির হিমাংক 00C এর স্ফুটনাংক 1000C
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪৪. ৪০সে. তাপমাত্রায় ১ সি. সি. পানির ভর কত?
Ο ক) ১ মিলিগ্রাম
Ο খ) ২ মিলিগ্রাম
Ο গ) ১০ মিলিগ্রাম
Ο ঘ) ১০০০ মিলিগ্রাম
সঠিক উত্তর: (ঘ)
৩৪৫. কংক্রীটের বদলে আমরা কী ব্যবহার করতে পারি?
Ο ক) গ্রাভেল
Ο খ) ইট
Ο গ) কাঠ
Ο ঘ) পাথর
সঠিক উত্তর: (ক)
৩৪৬. বৃষ্টি হলে নদীর পানি কোন পদার্থ দ্বারা দূষণ কম হয়?
Ο ক) সোডিয়াম
Ο খ) ক্যালসিয়াম
Ο গ) আয়রন
Ο ঘ) ফসফরাস
সঠিক উত্তর: (ঘ)
৩৪৭. কী কারণে বাংলাদেশ বন্যাপ্রবণ দেশ?
Ο ক) জনসংখ্যা
Ο খ) নদী
Ο গ) ভৌগোলিক অবস্থান
Ο ঘ) পরিবেশ
সঠিক উত্তর: (গ)
৩৪৮. কোনটি পানির সংকেত?
Ο ক) H2O
Ο খ) H3O
Ο গ) OH
Ο ঘ) H2O2
সঠিক উত্তর: (ঘ)
৩৪৯. কচুরিপানা জলজ উদ্ভিদ। এটি পানি ও খনিজ লবণ সংগ্রাহে ব্যবহার করে-
i. মূলরোম
ii. কান্ড
iii. সারাদেহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫০. ফিল্টার কোন কাজে ব্যবহার করা হয়?
Ο ক) পানি থেকে ময়লা আবর্জনা দূর করতে
Ο খ) পানির জীবাণু ধ্বংস করতে
Ο গ) পানিকে আর্সেনিকমুক্ত করতে
Ο ঘ) পানির জীবাণু নিস্ক্রিয় করতে
সঠিক উত্তর: (ক)
৩৫১. pH-
i. 6-8 হলে জলজ প্রাণী বেঁচে থাকার জন্য উপযোগী
ii. ৭ এর বেশি হলে পানি ক্ষারীয় হয়
iii. ৭ এর কম হলে পানি এসিডীয় হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫২. pH মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে কোনটি বাইরে চলে আসে?
Ο ক) ম্যাগনেসিয়াম
Ο খ) ক্যালসিয়াম
Ο গ) আয়রন
Ο ঘ) সোডিয়াম
সঠিক উত্তর: (খ)
৩৫৩. কত সালে জাতিসংঘের সাধারণ সভায় পানি ব্যবহারের চুক্তি স্বাক্ষরিত হয়?
Ο ক) ১৯৭৩
Ο খ) ১৯৮৫
Ο গ) ১৯৯৫
Ο ঘ) ১৯৯৭
সঠিক উত্তর: (ঘ)
৩৫৪. ভারত ব্রক্ষপুত্র নদের কোন করিডোর দিয়ে পশ্চিমাঞ্চলের পানি দেওয়ার চিন্তাভাবনা করছে?
Ο ক) নদীয়া
Ο খ) আসাম
Ο গ) ত্রিপুরা
Ο ঘ) শিলিগুড়ি
সঠিক উত্তর: (ঘ)
৩৫৫. মাটিতে ও পানিতে উভয় জায়গাতেই জন্মায় কোনটি?
Ο ক) টোপাপানা
Ο খ) শাপলা
Ο গ) শেওলা
Ο ঘ) কেশরদাম
সঠিক উত্তর: (ঘ)
৩৫৬. পৃথিবীর শতকরা কত ভাগ পানি বরফ আকারে রয়েছে?
Ο ক) ১%
Ο খ) ২%
Ο গ) ৪%
Ο ঘ) ১০%
সঠিক উত্তর: (খ)
৩৫৭. কোন প্রতিষ্ঠানটির উদ্যেগে রামসায় কনেভেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়?
Ο ক) UNESCO
Ο খ) ILO
Ο গ) UN
Ο ঘ) UNICEF
সঠিক উত্তর: (ক)
৩৫৮. মাছ, মাংস, শাক-সবজি প্রভৃতির শতকরা কত ভাগ পানি থাকে?
Ο ক) ৪০-৬০
Ο খ) ৫০-৪০
Ο গ) ৬০-৯০
Ο ঘ) ৩০-৫০
সঠিক উত্তর: (গ)
৩৫৯. সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ সুনামির ভয়াবহতা দেখা যায়-
i. মালয়েশিয়ায়
ii. ইন্দোনেশিয়ায়
iii. জাপানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৬০. কোন পানি বিদ্যুৎ পরিবহন করে না?
Ο ক) বিশুদ্ধ পানি
Ο খ) লবণযুক্ত পানি
Ο গ) এসিডযুক্ত পানি
Ο ঘ) অবিশুদ্ধ পানি
সঠিক উত্তর: (ক)
৩৬১. ভারত কীভাবে বাংলাদেশের পূর্বাঞ্চলকে মরুভূমিতে পরিণত করতে পারে?
Ο ক) গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে
Ο খ) বোমা নিক্ষেপ করে
Ο গ) টিপাইমুখে বাঁধ দিয়ে
Ο ঘ) মিজোরামের বন ধ্বংস করে
সঠিক উত্তর: (গ)
৩৬২. নিচের কোনটি পানি দূষণের কারণ?
Ο ক) পানি পান করা
Ο খ) গোসল করা
Ο গ) পায়খানার বর্জ্য পানি নদ-নদীতে ফেলা
Ο ঘ) বেশি সৃষ্টি হওয়া
সঠিক উত্তর: (গ)
৩৬৩. রক্তশূণ্যতা হয় কোন রাসায়নিক পদার্থের প্রভাবে?
Ο ক) ক্ষার
Ο খ) এসিড
Ο গ) মারকারি
Ο ঘ) সিসা
সঠিক উত্তর: (গ)
৩৬৪. কোনটি তেজস্ক্রিয় পদার্থ?
Ο ক) আর্সেনিক
Ο খ) লেড
Ο গ) মারকারী
Ο ঘ) সিজিয়াম
সঠিক উত্তর: (ঘ)
৩৬৫. কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
Ο ক) সোডিয়াম ক্লোরাইড
Ο খ) গ্লুকোজ
Ο গ) চিনি
Ο ঘ) কার্বন টেট্রাক্লোরাইড
সঠিক উত্তর: (ক)
৩৬৬. পানির অণুর আকৃতি কিরূপ?
i. ক্লাস্টার
ii. ভি আকৃতির
iii. পিরামিড আকৃতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬৭. নদীর পানির গতিপথ পরিবর্তনের কারণ চিংড়ি চাষের জন্য নালা কেটে লবণাক্ত পানি মূল ভূখন্ডে আনা হয়?
Ο ক) মৌলভীবাজার
Ο খ) গাইবান্ধা
Ο গ) কুমিল্লা
Ο ঘ) সাতক্ষীরা
সঠিক উত্তর: (ঘ)
৩৬৮. জলীয় দ্রবণ এসিডিক হলে এর pH মান কোনটি?
Ο ক) ৬
Ο খ) ৭
Ο গ) ৮
Ο ঘ) ৯
সঠিক উত্তর: (ক)
৩৬৯. পানিচক্র না থাকলে-
i. পৃথিবী মরূভূমি হয়ে যেত
ii. বন্যা হয়
iii. ফসল উৎপাদন ব্যাহত হত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭০. নিম্নের কোনটির গলনাঙ্ক ০০সেলসিয়াস?
Ο ক) খাবার লবণ
Ο খ) কেরোসিন
Ο গ) টাংস্টেন
Ο ঘ) বরফ
সঠিক উত্তর: (ঘ)
৩৭১. কৃষির উন্নয়ন ছাড়া দেশের কোনটি সম্ভব?
Ο ক) শিল্পে
Ο খ) সংস্কৃতিতে
Ο গ) ফসল চাষে
Ο ঘ) মাছ চাষে
সঠিক উত্তর: (ক)
৩৭২. মাছ কিসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে?
Ο ক) ফুলকা
Ο খ) মুখছিদ্র
Ο গ) পাখনা
Ο ঘ) লেজ
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * রাজীব, রাকীব এবং রোকেয়া পরস্পর ভাইবোন। পিতার মৃত্যুর পর রাজীব ও রাকীব বাবার সমস্ত সম্পদ দু’ভাগ করে নিয়েছে। কিন্তু বোন রোকেয়াকে কোনো সম্পদ দেয় নি।
৩৭৩. আখলাকে হামীদার কোন গুণের অভাবে রাজীব ও রাকীব এ কাজ করতে উদ্বুদ্ধ হয়েছে?
Ο ক) তাকওয়া
Ο খ) ছবর
Ο গ) সিদক
Ο ঘ) শোকর
সঠিক উত্তর: (ক)
৩৭৪. রাজীব ও রাকীবের কাজের দ্বারা প্রকাশ পেয়েছে-
i. যুলম
ii. অবিচার
iii. প্রতারণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. বালাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ত পানি মূল ভূখন্ডে আনা হয় কেন?
Ο ক) ইলিশ চাষের জন্য
Ο খ) জমির উর্বরতা বৃদ্ধির জন্য
Ο গ) মাটির ক্ষারকতা বৃদ্ধির জন্য
Ο ঘ) চিংড়ি চাষের জন্য
সঠিক উত্তর: (ঘ)
৩০২. সীসা যুক্ত পানি পান করলে-
i. বিতৃষ্ণাবোধ হয়
ii. রক্তশূণ্যতা দেখা দেয়
iii. কিডনী বিকল হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. লবণাক্ত পানি-
i. ইলিশ মাছের ডিমের জন্য ক্ষতিকর
ii. মোট পানির ৯৭ শতাংশ
iii. শিল্পকারখানায় ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৪. পানিবাহিত রোগ-
i. টাইফয়েড, কলেরা
ii. যক্ষ্মা, হাম
iii. আমাশয়, হেপাটাইটিস ‘বি’
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩০৫. পানিতে ফসফেট ও নাইট্রোজেন খুব বেড়ে গেলে কোনটি জন্মায়?
Ο ক) শ্যাওলা
Ο খ) কচুরি পানা
Ο গ) কেশর দাম
Ο ঘ) শাপলা
সঠিক উত্তর: (ক)
৩০৬. সাধারণত পানি-
i. এসিডের উপস্থিতিতে ক্ষার হিসেবে কাজ করে
ii. ক্ষারের উপস্থিতিতে এসিড হিসেবে কাজ করে
iii. ১০০০সেলিসিয়াস-এ বাষ্পে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৭. ভারত কোনটির পানির গতিপথ পরিবর্তন করে শিলিগুড়ি করিডর দিয়ে পশ্চিমাঞ্চলে নেওয়ার পরিকল্পনা করছে?
Ο ক) মেঘনা
Ο খ) করতোয়া
Ο গ) গঙ্গা
Ο ঘ) সুরমা
সঠিক উত্তর: (গ)
৩০৮. রামসার কোথায় অবস্থিত?
Ο ক) ইরাক
Ο খ) ইরান
Ο গ) বাংলাদেশ
Ο ঘ) জাপান
সঠিক উত্তর: (খ)
৩০৯. বাংলাদেশ কেমন দেশ?
Ο ক) কৃষিপ্রধান
Ο খ) শীতপ্রধান
Ο গ) উন্নত
Ο ঘ) অনুন্নত
সঠিক উত্তর: (ক)
৩১০. বাসাবাড়ীর জন্য পানি বিশোধনে সবচেয়ে সহজ ও সাশ্রয়ী প্রক্রিয়া কোনটি?
Ο ক) পরিস্রাবণ
Ο খ) ক্লোরিনেশন
Ο গ) স্ফুটন
Ο ঘ) পাতন
সঠিক উত্তর: (গ)
৩১১. জলজ প্রাণীদে খাদ্যভান্ডার হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) শাপলা
Ο খ) পদ্ম
Ο গ) কলমি
Ο ঘ) শেওলা
সঠিক উত্তর: (ঘ)
৩১২. কোন প্রকার টিস্যুর কোষগুলোর কোষপ্রাচীর অসমভাবে পুরু?
Ο ক) ক্লোরেনকাইমা
Ο খ) স্ক্লেরেনকাইমা
Ο গ) জাইলেম
Ο ঘ) কোলেনকাইমা
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. বিশুদ্ধ পানির স্বাদ কেমন?
Ο ক) সামান্য মিষ্টি স্বাদ
Ο খ) সামান্য নোনতা স্বাদ
Ο গ) স্বাদহীন
Ο ঘ) সামান্য তেঁতোস্বাদ
সঠিক উত্তর: (গ)
৩১৪. কত কিলোমিটার পথ পাড়ি দিয়ে গৃহবধুদের পুকুরে সংগৃহীত পানি আনতে হয়?
Ο ক) ৪-৫ কি.মি.
Ο খ) ৫-৬ কি.মি.
Ο গ) ১-২ কি.মি.
Ο ঘ) ৭-৮কি.মি.
সঠিক উত্তর: (ঘ)
৩১৫. জলজ উদ্ভিদ কীভাবে বংশ বৃদ্ধি করে?
Ο ক) অঙ্গজ উপায়ে
Ο খ) মূলের সাহায্য
Ο গ) বীজের সাহায্য
Ο ঘ) কান্ডের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৩১৬. কোনটি প্রাকৃতিক পানির পুনঃআবর্তন?
Ο ক) ঝরণা
Ο খ) বৃষ্টি
Ο গ) বন্যা
Ο ঘ) ভূমিকম্প
সঠিক উত্তর: (খ)
৩১৭. যে তাপমাত্রায় বরফ গলে যায়, তাকে কী বলে?
Ο ক) গলনাঙ্ক
Ο খ) স্ফুটনাঙ্ক
Ο গ) বাষ্পীভবন
Ο ঘ) স্ফুটন
সঠিক উত্তর: (ক)
৩১৮. ঢাকা শহরে কোন সময় পানির প্রচন্ড অভাব থাকে?
Ο ক) গ্রীষ্মকালে
Ο খ) শীতকালে
Ο গ) বর্ষাকালে
Ο ঘ) শরৎকালে
সঠিক উত্তর: (ক)
৩১৯. ক্ষতিকর ধাতব পদার্থ হচ্ছে- i. পারদ ii. সিসা iii. আর্সেনিক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২০. বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) স্বাদহীন, গন্ধহীন ও নীলাভ বর্ণের
Ο খ) স্বাদযুক্ত, গন্ধহীন ও বর্ণহীন
Ο গ) বর্ণহীন, স্বাদহীন ও গন্ধহীন
Ο ঘ) কটুস্বাদযুক্ত, গন্ধহীন ও বর্ণহীন
সঠিক উত্তর: (গ)
৩২১. নিচের কোনটি পানি দূষণ প্রতিরোধ কৌশল?
Ο ক) জলাভূমি রক্ষা
Ο খ) নদীর পানি কমানো
Ο গ) নদী ভরাট করা
Ο ঘ) পানিতে মাছ চাষ না করা
সঠিক উত্তর: (ক)
৩২২. আমাদের দেশের বেশির ভাগ নদীর উৎপত্তিস্থল কোথায়?
Ο ক) চীন
Ο খ) রাশিয়া
Ο গ) ভারত
Ο ঘ) পাকিস্তান
সঠিক উত্তর: (গ)
৩২৩. ডিটারজেন্ট কারখানা তে কোনটি নির্গত হয়?
Ο ক) সালফেট
Ο খ) ফসফেট
Ο গ) ক্লোরাইড
Ο ঘ) নাইট্রেট
সঠিক উত্তর: (খ)
৩২৪. মিঠা পানিতে লবণাক্ততা বাড়লে-
i. পানিদে দ্রবীভূত অক্সিজেন কমে যায়
ii. জলজ উদ্ভিদের বড় অংশ জন্মাতে পারে না
iii. কৃষি কাজের জন্য অনুপোযাগী হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. পানির pH মান খুব কমে গেলে জলজ প্রাণীর-
i. অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না
ii. দেহাভ্যন্তরে খনিজ পদার্থ কমে যাবে
iii. পানির তলদেশে সাঁতার কাটবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২৬. ভারত সরকার কত সালে গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে?
Ο ক) ১৯৭০
Ο খ) ১৯৭৫
Ο গ) ১৯৮০
Ο ঘ) ১৯৮৫
সঠিক উত্তর: (খ)
৩২৭. নিচের কোনটি জলজ উদ্ভিদ?
Ο ক) নারিকেল গাছ
Ο খ) তাল গাছ
Ο গ) কলমি
Ο ঘ) পাইন গাছ
সঠিক উত্তর: (গ)
৩২৮. পাকশী ব্রিজ কোন নদীর উপর নির্মিত?
Ο ক) যমুনা
Ο খ) মেঘনা
Ο গ) পদ্মা
Ο ঘ) করতোয়া
সঠিক উত্তর: (গ)
৩২৯. বৈশ্বিক উষ্ণতার ফলে কী ঘটে?
Ο ক) পানির তাপমাত্রা হ্রাস পায়
Ο খ) মিঠা পানির লবণাক্ততা হ্রাস পায়
Ο গ) পানিতে দ্রবীভূত অক্সিজেন বৃদ্ধি পায়
Ο ঘ) বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (ঘ)
৩৩০. হিমবাহ ও তুষার স্রোতে শতকরা কতভাগ পানি আছে?
Ο ক) ৫ ভাগ
Ο খ) ৪ ভাগ
Ο গ) ৩ ভাগ
Ο ঘ) ২ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
৩৩১. রামসার কনভেনশন কোথায় অনুষ্ঠিত হয়?
Ο ক) ইরাক
Ο খ) ইরান
Ο গ) সৌদি-আরব
Ο ঘ) দুবাই
সঠিক উত্তর: (খ)
৩৩২. পাহাড়ি ঝর্ণা থেকে নদী কোথায় গিয়ে পড়ে?
Ο ক) নদী
Ο খ) সাগর
Ο গ) ডোবা
Ο ঘ) খাল
সঠিক উত্তর: (খ)
৩৩৩. নিচের কোনিট পানি ও মাটিতে উভয় জায়গায় জন্মায় না?
Ο ক) কলমি
Ο খ) শাপলা
Ο গ) হেলেঞ্চা
Ο ঘ) কেশর দাম
সঠিক উত্তর: (খ)
৩৩৪. কোনটি থেকে জীবন ধ্বংসকারী জীবাণু তৈরি হয়?
Ο ক) সাবান
Ο খ) ময়লা-আর্বজনা
Ο গ) বিশুদ্ধ পানি
Ο ঘ) ডেটল
সঠিক উত্তর: (খ)
৩৩৫. pH দ্বারা কোনটি বোঝায় না?
Ο ক) জলীয় দ্রবণের অম্লতা
Ο খ) জলীয় দ্রবণের ক্ষরীয়তা
Ο গ) জলীয় দ্রবণের নিরপেক্ষতা
Ο ঘ) জলীয় দ্রবণের লবণাক্ত
সঠিক উত্তর: (ঘ)
৩৩৬. তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে পৃথক করার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) পাতন
Ο খ) আংশিক পাতন
Ο গ) স্ফুটন
Ο ঘ) পরিস্রাবণ
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. পানিদে এসিডের পরিমাণ খুব বেড়ে গেলে কোন মৌলটির ঘাটতি জলজ প্রাণিদের দুর্বল করে ফেলে?
Ο ক) N
Ο খ) Na
Ο গ) Ca
Ο ঘ) O
সঠিক উত্তর: (গ)
৩৩৮. কোনটির দ্বারা বোঝা যায় পানি বা জলীয় দ্রবণ এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ?
Ο ক) তাপমাত্রা
Ο খ) সমচাপ
Ο গ) pH
Ο ঘ) শিশিরাঙ্ক
সঠিক উত্তর: (গ)
৩৩৯. নিচের কোন দেশে সুনামি ভয়াবহ আকার ধারণ করেছে?
Ο ক) জাপান
Ο খ) কোরিয়া
Ο গ) রাশিয়া
Ο ঘ) ইতালি
সঠিক উত্তর: (ক)
৩৪০. নদীর নাব্যত কমে গেলে কী অসুবিধা হয়?
Ο ক) পানি দূষিত হয়
Ο খ) নৌযান চলাচলে বিঘ্ন ঘটে
Ο গ) জলজ উদ্ভিদের খাদ্য উৎপাদন ব্যাহত হয়
Ο ঘ) পানি লবণাক্ত হয়ে পড়ে
সঠিক উত্তর: (খ)
৩৪১. জলজ উদ্ভিদ স্থলে জন্মালে কী ঘটত?
Ο ক) মারা যেত
Ο খ) কেবল মূলরোম দিয়ে পানি শোষণ করত
Ο গ) দ্রুত বৃদ্ধি লাভ করত
Ο ঘ) সারাদেহ দিয়ে খনিজ লবণ শোষণ করত
সঠিক উত্তর: (ক)
৩৪২. বৈশ্বিক উষ্ণতার প্রভাবে কী ঘটবে?
Ο ক) সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে
Ο খ) মিঠা পানির পরিমাণ বেড়ে যাবে
Ο গ) মেরু অঞ্চলের বরফ জমতে শুরু করবে
Ο ঘ) নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে
সঠিক উত্তর: (ক)
৩৪৩. একটি পানির নমুনায় pH এর মান ৭, এক্ষেত্রে-
i. নমুনার পানি বিশুদ্ধ মানের
ii. পানির ভিতর দিয়ে তড়িৎ পরিবহন ঘটবে
iii. পানির হিমাংক 00C এর স্ফুটনাংক 1000C
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪৪. ৪০সে. তাপমাত্রায় ১ সি. সি. পানির ভর কত?
Ο ক) ১ মিলিগ্রাম
Ο খ) ২ মিলিগ্রাম
Ο গ) ১০ মিলিগ্রাম
Ο ঘ) ১০০০ মিলিগ্রাম
সঠিক উত্তর: (ঘ)
৩৪৫. কংক্রীটের বদলে আমরা কী ব্যবহার করতে পারি?
Ο ক) গ্রাভেল
Ο খ) ইট
Ο গ) কাঠ
Ο ঘ) পাথর
সঠিক উত্তর: (ক)
৩৪৬. বৃষ্টি হলে নদীর পানি কোন পদার্থ দ্বারা দূষণ কম হয়?
Ο ক) সোডিয়াম
Ο খ) ক্যালসিয়াম
Ο গ) আয়রন
Ο ঘ) ফসফরাস
সঠিক উত্তর: (ঘ)
৩৪৭. কী কারণে বাংলাদেশ বন্যাপ্রবণ দেশ?
Ο ক) জনসংখ্যা
Ο খ) নদী
Ο গ) ভৌগোলিক অবস্থান
Ο ঘ) পরিবেশ
সঠিক উত্তর: (গ)
৩৪৮. কোনটি পানির সংকেত?
Ο ক) H2O
Ο খ) H3O
Ο গ) OH
Ο ঘ) H2O2
সঠিক উত্তর: (ঘ)
৩৪৯. কচুরিপানা জলজ উদ্ভিদ। এটি পানি ও খনিজ লবণ সংগ্রাহে ব্যবহার করে-
i. মূলরোম
ii. কান্ড
iii. সারাদেহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫০. ফিল্টার কোন কাজে ব্যবহার করা হয়?
Ο ক) পানি থেকে ময়লা আবর্জনা দূর করতে
Ο খ) পানির জীবাণু ধ্বংস করতে
Ο গ) পানিকে আর্সেনিকমুক্ত করতে
Ο ঘ) পানির জীবাণু নিস্ক্রিয় করতে
সঠিক উত্তর: (ক)
৩৫১. pH-
i. 6-8 হলে জলজ প্রাণী বেঁচে থাকার জন্য উপযোগী
ii. ৭ এর বেশি হলে পানি ক্ষারীয় হয়
iii. ৭ এর কম হলে পানি এসিডীয় হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫২. pH মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে কোনটি বাইরে চলে আসে?
Ο ক) ম্যাগনেসিয়াম
Ο খ) ক্যালসিয়াম
Ο গ) আয়রন
Ο ঘ) সোডিয়াম
সঠিক উত্তর: (খ)
৩৫৩. কত সালে জাতিসংঘের সাধারণ সভায় পানি ব্যবহারের চুক্তি স্বাক্ষরিত হয়?
Ο ক) ১৯৭৩
Ο খ) ১৯৮৫
Ο গ) ১৯৯৫
Ο ঘ) ১৯৯৭
সঠিক উত্তর: (ঘ)
৩৫৪. ভারত ব্রক্ষপুত্র নদের কোন করিডোর দিয়ে পশ্চিমাঞ্চলের পানি দেওয়ার চিন্তাভাবনা করছে?
Ο ক) নদীয়া
Ο খ) আসাম
Ο গ) ত্রিপুরা
Ο ঘ) শিলিগুড়ি
সঠিক উত্তর: (ঘ)
৩৫৫. মাটিতে ও পানিতে উভয় জায়গাতেই জন্মায় কোনটি?
Ο ক) টোপাপানা
Ο খ) শাপলা
Ο গ) শেওলা
Ο ঘ) কেশরদাম
সঠিক উত্তর: (ঘ)
৩৫৬. পৃথিবীর শতকরা কত ভাগ পানি বরফ আকারে রয়েছে?
Ο ক) ১%
Ο খ) ২%
Ο গ) ৪%
Ο ঘ) ১০%
সঠিক উত্তর: (খ)
৩৫৭. কোন প্রতিষ্ঠানটির উদ্যেগে রামসায় কনেভেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়?
Ο ক) UNESCO
Ο খ) ILO
Ο গ) UN
Ο ঘ) UNICEF
সঠিক উত্তর: (ক)
৩৫৮. মাছ, মাংস, শাক-সবজি প্রভৃতির শতকরা কত ভাগ পানি থাকে?
Ο ক) ৪০-৬০
Ο খ) ৫০-৪০
Ο গ) ৬০-৯০
Ο ঘ) ৩০-৫০
সঠিক উত্তর: (গ)
৩৫৯. সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ সুনামির ভয়াবহতা দেখা যায়-
i. মালয়েশিয়ায়
ii. ইন্দোনেশিয়ায়
iii. জাপানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৬০. কোন পানি বিদ্যুৎ পরিবহন করে না?
Ο ক) বিশুদ্ধ পানি
Ο খ) লবণযুক্ত পানি
Ο গ) এসিডযুক্ত পানি
Ο ঘ) অবিশুদ্ধ পানি
সঠিক উত্তর: (ক)
৩৬১. ভারত কীভাবে বাংলাদেশের পূর্বাঞ্চলকে মরুভূমিতে পরিণত করতে পারে?
Ο ক) গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে
Ο খ) বোমা নিক্ষেপ করে
Ο গ) টিপাইমুখে বাঁধ দিয়ে
Ο ঘ) মিজোরামের বন ধ্বংস করে
সঠিক উত্তর: (গ)
৩৬২. নিচের কোনটি পানি দূষণের কারণ?
Ο ক) পানি পান করা
Ο খ) গোসল করা
Ο গ) পায়খানার বর্জ্য পানি নদ-নদীতে ফেলা
Ο ঘ) বেশি সৃষ্টি হওয়া
সঠিক উত্তর: (গ)
৩৬৩. রক্তশূণ্যতা হয় কোন রাসায়নিক পদার্থের প্রভাবে?
Ο ক) ক্ষার
Ο খ) এসিড
Ο গ) মারকারি
Ο ঘ) সিসা
সঠিক উত্তর: (গ)
৩৬৪. কোনটি তেজস্ক্রিয় পদার্থ?
Ο ক) আর্সেনিক
Ο খ) লেড
Ο গ) মারকারী
Ο ঘ) সিজিয়াম
সঠিক উত্তর: (ঘ)
৩৬৫. কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
Ο ক) সোডিয়াম ক্লোরাইড
Ο খ) গ্লুকোজ
Ο গ) চিনি
Ο ঘ) কার্বন টেট্রাক্লোরাইড
সঠিক উত্তর: (ক)
৩৬৬. পানির অণুর আকৃতি কিরূপ?
i. ক্লাস্টার
ii. ভি আকৃতির
iii. পিরামিড আকৃতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬৭. নদীর পানির গতিপথ পরিবর্তনের কারণ চিংড়ি চাষের জন্য নালা কেটে লবণাক্ত পানি মূল ভূখন্ডে আনা হয়?
Ο ক) মৌলভীবাজার
Ο খ) গাইবান্ধা
Ο গ) কুমিল্লা
Ο ঘ) সাতক্ষীরা
সঠিক উত্তর: (ঘ)
৩৬৮. জলীয় দ্রবণ এসিডিক হলে এর pH মান কোনটি?
Ο ক) ৬
Ο খ) ৭
Ο গ) ৮
Ο ঘ) ৯
সঠিক উত্তর: (ক)
৩৬৯. পানিচক্র না থাকলে-
i. পৃথিবী মরূভূমি হয়ে যেত
ii. বন্যা হয়
iii. ফসল উৎপাদন ব্যাহত হত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭০. নিম্নের কোনটির গলনাঙ্ক ০০সেলসিয়াস?
Ο ক) খাবার লবণ
Ο খ) কেরোসিন
Ο গ) টাংস্টেন
Ο ঘ) বরফ
সঠিক উত্তর: (ঘ)
৩৭১. কৃষির উন্নয়ন ছাড়া দেশের কোনটি সম্ভব?
Ο ক) শিল্পে
Ο খ) সংস্কৃতিতে
Ο গ) ফসল চাষে
Ο ঘ) মাছ চাষে
সঠিক উত্তর: (ক)
৩৭২. মাছ কিসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে?
Ο ক) ফুলকা
Ο খ) মুখছিদ্র
Ο গ) পাখনা
Ο ঘ) লেজ
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * রাজীব, রাকীব এবং রোকেয়া পরস্পর ভাইবোন। পিতার মৃত্যুর পর রাজীব ও রাকীব বাবার সমস্ত সম্পদ দু’ভাগ করে নিয়েছে। কিন্তু বোন রোকেয়াকে কোনো সম্পদ দেয় নি।
৩৭৩. আখলাকে হামীদার কোন গুণের অভাবে রাজীব ও রাকীব এ কাজ করতে উদ্বুদ্ধ হয়েছে?
Ο ক) তাকওয়া
Ο খ) ছবর
Ο গ) সিদক
Ο ঘ) শোকর
সঠিক উত্তর: (ক)
৩৭৪. রাজীব ও রাকীবের কাজের দ্বারা প্রকাশ পেয়েছে-
i. যুলম
ii. অবিচার
iii. প্রতারণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science