এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ২: জীবনের জন্য পানি (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ২: জীবনের জন্য পানি (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. পানিবাহিত রোগ নয় কোনটি?
Ο ক) নিউমোনিয়া
Ο খ) টাইফয়েড জ্বর
Ο গ) কলেরা
Ο ঘ) আমাশয়
 সঠিক উত্তর: (ক)

 ২০২. গত ১০০ বছরে পৃথিবীর বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ কত?
Ο ক) ০.৫০ সেলিসিয়াস
Ο খ) ১০ সেলিসিয়াস
Ο গ) ১.৫০ সেলসিয়াস
Ο ঘ) ২০ সেলসিয়াস
 সঠিক উত্তর: (খ)

 ২০৩. খাদ্য প্রস্তুত ও উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা কোনটির প্রধান কাজ?
Ο ক) কোলেনকাইমা
Ο খ) প্যারেনকাইমা
Ο গ) স্ক্লেরেনকাইমা
Ο ঘ) স্ক্লেরাইড
 সঠিক উত্তর: (ক)

 ২০৪. পৃথিবীর যত পানি আছে তার কত ভাগের উৎস সমুদ্র?
Ο ক) ৮০ ভাগ
Ο খ) ৯০ ভাগ
Ο গ) ১০০ ভাগ
Ο ঘ) ৭০ ভাগ
 সঠিক উত্তর: (খ)

 ২০৫. পৃথিবীর ৯০ ভাগ পানি ধারণকারী উৎস-
i. সমুদ্র
ii. এর পানি পানের অযোগ্য
iii. Saline water
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৬. সিসা-
i. মেজাজ খিটখিটে করে
ii. রক্ত শূণ্যতা সৃষ্টি করে
iii. পাকস্থলির রোগ তৈরি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২০৭. ওষুধ তৈরির জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন হয়। এক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) স্ফুটন পদ্ধতি
Ο খ) ক্লোরিনেশন পদ্ধতি
Ο গ) পাতন পদ্ধতি
Ο ঘ) পরিস্রাবণ পদ্ধতি
 সঠিক উত্তর: (গ)

 ২০৮. কোনটি পানি ও মাটি দুই জায়গাতেই জন্মে থাকে?
Ο ক) টোপাপানা
Ο খ) সিংগারা
Ο গ) হাইড্রিলা
Ο ঘ) কেশরদাম
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৯. পানি ঘোলাটে হলে-
i. জলজ উদ্ভিসমূহের সালোকসংশ্লেষণ বাঁধাগ্রস্ত হয়
ii. জলজ প্রাণী ঠিকমত খাবার সংগ্রহ করতে পারে না
iii. পানির pH এর মান খুব বেশি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২১০. বিশুদ্ধ পানি-
i. স্বাদহীন, গন্ধহীন ও বর্ণহীন হয়
ii. তড়িৎ বহন করে না
iii. নিরপেক্ষ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১১. বুড়িগঙ্গার পানি দূষণের প্রধান কারণ কোনটি?
Ο ক) সার কারখানা
Ο খ) কাগজ তৈরি কারখানা
Ο গ) চামড়া তৈরির কারখানা
Ο ঘ) চিনি কল
 সঠিক উত্তর: (গ)

 ২১২. পানিতে আর্সেনিক থাকলে কী রোগ হয়?
Ο ক) বিতৃষ্ণাবোধ
Ο খ) রক্তশূণ্যতা
Ο গ) কিডনী বিকল
Ο ঘ) ত্বক ও ফুসফুসের ক্যান্সার
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৩. ‘এরি হ্রদ ঘোষণার ১০ বছর পর আবার প্রাণীর অস্তিত্ব ফিরে পেল কেন?
Ο ক) ফসফরাসযুক্ত করার ফলে
Ο খ) ফসফরাসমুক্ত করার ফলে
Ο গ) সালফারমুক্ত করার ফলে
Ο ঘ) ক্লোরিনমুক্ত করার ফলে
 সঠিক উত্তর: (খ)

 ২১৪. রামসার কনভেনশন সংশোধন করা হয়-
i. ১৯৮২ সালে
ii. ১৯৭১ সালে
iii. ১৯৮৭ সালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২১৫. বোতলজাত পানির কারখানায় কোন পদ্ধতিতে পানিকে রোগজীবাণুমুক্ত করা হয়?
Ο ক) পরিস্রাবণ
Ο খ) স্ফুটন
Ο গ) পাতন
Ο ঘ) ক্লোরিনেশন
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৬. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মিঠা পানির উৎস কোনটি?
Ο ক) ঝর্ণার পানি
Ο খ) বৃষ্টির পানি
Ο গ) ভূ-গর্ভস্থ পানি
Ο ঘ) নলকূপের পানি
 সঠিক উত্তর: (খ)

 ২১৭. কঠিন বর্জ্য কত দিনের মধ্যে পচতে শুরু করে?
Ο ক) ১-২
Ο খ) ২-৩
Ο গ) ৩-৪
Ο ঘ) ৪-৫
 সঠিক উত্তর: (ক)

 ২১৮. পানিকে ভালোভাবে ফুটালে জীবাণু-
Ο ক) মারা মাছ
Ο খ) বেঁচে থাকে
Ο গ) ভেসে উঠে
Ο ঘ) ডুবে যায়
 সঠিক উত্তর: (ক)

 ২১৯. বিশুদ্ধ পানির-
i. স্ফুটনাঙ্ক ৯৯.৯৮০ সেলসিয়াস
ii. হিমাঙ্ক ০০ সেলিসিয়াস
iii. pH এর মান ৭
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২০. পারদের প্রভাবে কোন রোগটি হতে পারে?
Ο ক) বিকলাঙ্গ হওয়া
Ο খ) জ্বর
Ο গ) কলেরা
Ο ঘ) আামাশয়
 সঠিক উত্তর: (ক)

 ২২১. পানির স্ফুটনাংক কত?
Ο ক) ৮৫.৮৮0 সে.
Ο খ) ৯০.৯৮0 সে.
Ο গ) ৯৫.৯৮0 সে.
Ο ঘ) ৯৯.৯৮0 সে.
 সঠিক উত্তর: (ঘ)

 ২২২. পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে-
i. গোবর
ii. গ্লুকোজ
iii. চিনি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৩. আমাদের বেড়ে ওঠার অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
Ο ক) প্রোটিন
Ο খ) স্নেহ
Ο গ) ভিটামিন-বি
Ο ঘ) ভিটামিন-ডি
 সঠিক উত্তর: (ক)

 ২২৪. পুকুরটি পানিতে দ্রবীভূত থাকতে পারে- i. মাটি ii. বালি iii. গ্রিজ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২২৫. জলজ উদ্ভিদ হচ্ছে- i. পদ্ম ii. কচুরিপানা iii. হেলেঞ্চা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৬. জলজ উদ্ভিদসমূহ সাধারণ কিরূপ বংশবিস্তার করে?
Ο ক) যৌন উপায়ে
Ο খ) অঙ্গজ উপায়ে
Ο গ) স্পোরের সাহায্য
Ο ঘ) বীজের মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

 ২২৭. নদীতে লঞ্চ, স্টিমারের আটকে পড়ার কারণ কী?
Ο ক) নাব্যতা হ্রাস
Ο খ) নাব্যতা বৃদ্ধি
Ο গ) নদীর গভীরতা
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ২২৮. সিসার প্রভাবে নিচের কোনটি হতে পারে?
Ο ক) ত্বকের ক্যান্সার
Ο খ) বিকলাঙ্গ হওয়া
Ο গ) রক্তশূণ্যতা
Ο ঘ) কলেরা
 সঠিক উত্তর: (গ)

 ২২৯. পানির তাপমাত্রা বেড়ে গেলে পানিতে কোনটির পরিমাণ কমে যায়?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) নাইট্রোজেন
Ο গ) অক্সিজেন
Ο ঘ) ফ্লোরিন
 সঠিক উত্তর: (গ)

 ২৩০. কোন পানি কৃষি কাজের জন্য উপযোগী নয়?
Ο ক) মিঠাপানি
Ο খ) খর পানি
Ο গ) লবণাক্ত পানি
Ο ঘ) এসিডযুক্ত পানি
 সঠিক উত্তর: (গ)

 ২৩১. কৃষিজমিতে ব্যবহৃত অজৈব সার হচ্ছে-
i. নাইট্রেট
ii. ফসফেট
iii. গোবর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩২. পানিবাহিত রোগ হচ্ছে-
i. টাইফয়েড জ্বর
ii. কলেরা
iii. সংক্রামক হেপাটাইটিস -বি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৩. কোনটি জলজ উদ্ভিদ?
Ο ক) শ্যাওলা
Ο খ) হরতকি
Ο গ) ক্যাকটাস
Ο ঘ) সেগুন
 সঠিক উত্তর: (ক)

 ২৩৪. কত সালে বাংলাদেশে রামসার কনভেনশন সমঝোতা চুক্তিতে সম্মতি স্বাক্ষর করে?
Ο ক) ১৯৯৭
Ο খ) ১৯৯৮
Ο গ) ১৯৮২
Ο ঘ) ১৯৭৩
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৫. ফসলের ধরন পরিবর্তন করে কোনটি করা যায়?
Ο ক) দূষণ
Ο খ) দূষণ রোধ
Ο গ) উর্বরতা বৃদ্ধি
Ο ঘ) রাশিয়া
 সঠিক উত্তর: (খ)

 ২৩৬. নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) অক্সিজেন
Ο গ) রেডন
Ο ঘ) ক্লোরিন
 সঠিক উত্তর: (গ)

 ২৩৭. আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয়?
Ο ক) রক্তশূণ্যতা
Ο খ) পাকস্থলির রোগ
Ο গ) শরীর জ্বালাপোড়া
Ο ঘ) কিডনি বিকল হওয়া
 সঠিক উত্তর: (খ)

 ২৩৮. পানিতে প্রচুর লবণ থাকলে তাকে কী বলে?
Ο ক) মিঠা পানি
Ο খ) খর পানি
Ο গ) লোনা পানি
Ο ঘ) সাবান পানি
 সঠিক উত্তর: (গ)

 ২৩৯. খাদ্য, বস্ত্র বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা-
i. প্রতিটিই পানি উপর নির্ভরশীল
ii. পানির সাথে সম্পর্কিত নয়
iii. প্রভৃতির ন্যায পানিও মানুষের মৌলিক অধিকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৪০. ক্লোরিনেশন প্রক্রিয়ায় কোনটি ব্যবহার করা যায়?
Ο ক) সোডিয়াম ক্লোরাইড
Ο খ) সোডিয়াম হাইপোক্লোরাইড
Ο গ) সোডিয়াম বাই ক্লোরাইড
Ο ঘ) হাইড্রোজেন ক্লোরাইড
 সঠিক উত্তর: (খ)

 ২৪১. পানির সবচেয়ে বড় উৎস কোনটি?
Ο ক) ঝর্ণা
Ο খ) সমুদ্র
Ο গ) নদী-নালা
Ο ঘ) পুকুর
 সঠিক উত্তর: (খ)

 ২৪২. সর্বপ্রথম কত সালে আন্তজার্তিক নদী কনভেনশন অনুষ্ঠিত হয়?
Ο ক) ১৯৬১
Ο খ) ১৯৬৬
Ο গ) ১৯৭১
Ο ঘ) ১৯৭৩
 সঠিক উত্তর: (খ)

 ২৪৩. নদীর পানি দূষণের অন্যতম কারণ কোনটি?
Ο ক) বৃষ্টির পানি
Ο খ) যানবাহন চলা
Ο গ) কীটনাশক ব্যবহার
Ο ঘ) শিল্প-কারখানার সৃষ্ট বর্জ্য পানি
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৪. গঙ্গার পানির গতিপথ পরিবর্তনের জন্য বাংলাদেশের কোন অঞ্চলের নদী পানিশূণ্য হয়ে পড়ছে?
Ο ক) উত্তরাঞ্চল
Ο খ) পশ্চিমাঞ্চল
Ο গ) পূর্বাঞ্চল
Ο ঘ) দক্ষিণাঞ্চল
 সঠিক উত্তর: (ক)

 ২৪৫. নিচের কোনর দেশের জনসংখ্যা জলবায়ু শরণার্থীতে পরিণত হয়েছে?
Ο ক) বাংলাদেশ
Ο খ) মালদ্বীপ
Ο গ) ইতালি
Ο ঘ) ইংল্যান্ড
 সঠিক উত্তর: (খ)

 ২৪৬. পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমতে পারে-
i. পানি ঘোলাটে হলে
ii. পানিতে তেল, গ্রীজ ইত্যাদি উপস্থিত থাকলে
iii. শ্যাওলা জাতীয় উদ্ভিদ মরে গেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৭. ইউরেনিয়াম, থেরিয়াম, সিজিয়াম, রেডন-
i. তেজস্ক্রিয় পদার্থ এরে উদাহরণ
ii. নদীর পানিতে থাকলে জলজপ্রাণীর দেহে ক্যান্সার সৃষ্টি করে
iii. শ্বাস-প্রশ্বাস জনিত রোগ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৮. পানির অণু ক্লাস্টার তা কীভাবে জানা যায়?
Ο ক) আধুনিক প্রযুক্তির মাধ্যমে
Ο খ) দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে
Ο গ) স্পর্শ পরীক্ষার মাধ্যমে
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ক)

 ২৪৯. কীসের মাধ্যমে মাছ অক্সিজেন গ্রহণ করে?
Ο ক) মুখ
Ο খ) ফুলকা
Ο গ) নাক
Ο ঘ) ত্বক
 সঠিক উত্তর: (খ)

 ২৫০. ক্লোরিনেশন-
i. এর ফলে পানি জীবাণুমুক্ত হয়
ii. প্রক্রিয়ায় NaOCI ব্যবহৃত হয়
iii. প্রক্রিয়ায় O3গ্যাস ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post