ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ২: জীবনের জন্য পানি (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. নিচের কোনটি পানির অন্যতম উৎস?
Ο ক) তুষার স্রোত
Ο খ) নদী
Ο গ) খাল
Ο ঘ) ডোবা
সঠিক উত্তর: (ক)
১০২. আমেরিকার এরি হৃদকে কত সালে মরা হৃদ হিসেবে ঘোষণা করা হয়?
Ο ক) ১৮৬০
Ο খ) ১৮৯০
Ο গ) ১৯৫০
Ο ঘ) ১৯৬০
সঠিক উত্তর: (ঘ)
১০৩. বরফের গলনাংক কোনটি?
Ο ক) ০০সে.
Ο খ) ৪০সে.
Ο গ) ৫০সে.
Ο ঘ) ৬০সে.
সঠিক উত্তর: (ক)
১০৪. পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণ কী?
Ο ক) পানির তাপমাত্রা বৃদ্ধি
Ο খ) পানির তাপমাত্রা হ্রাস
Ο গ) জলজ উদ্ভিদের পরিমাণ বৃদ্ধি
Ο ঘ) ময়লা আবর্জনা হ্রাস
সঠিক উত্তর: (ক)
১০৫. জলজ উদ্ভিজসমূহ সালোকসংশ্লেষণের মাধ্যমে পানিতে কোনটির মাত্রা ঠিক রাখে?
Ο ক) অক্সিজেন
Ο খ) হাইড্রোজেন
Ο গ) কার্বন-ডাই-অক্সাইড
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (ক)
১০৬. H2O জীবাণুমুক্ত করা যায়-
i. পরিস্রাবণ পদ্ধতি ব্যবহার করে
ii. ক্লোরিনেশন এর মাধ্যমে
iii. স্ফুটন পদ্ধতি ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০৭. নিচের বাক্যগুলো লক্ষ করো?
i. তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি ক্যান্সার সৃষ্টি করতে পারে
ii. ময়লা আবর্জনা রোগ জীবাণু বহন করে
iii. তাপমাত্রা পানির একটি গুরুত্পূর্ণ মানদন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৮. ঢাকা শহরে দৈনিক কী পরিমাণ বর্জ্য পদার্থ উৎপন্ন হয়?
Ο ক) প্রায় ১০০০ মেট্রিক টন
Ο খ) প্রায় ৫০০ মেট্রিক টন
Ο গ) প্রায় ১০০ মেট্রেক টন
Ο ঘ) প্রায় ৫০০০ মেট্রিক টন
সঠিক উত্তর: (খ)
১০৯. জলীয় দ্রবণ নিরপেক্ষ হলে pH এর মান কোনটি হবে?
Ο ক) ৫
Ο খ) ৬
Ο গ) ৭
Ο ঘ) ৮
সঠিক উত্তর: (গ)
১১০. কোনটি সার্বজনীন দ্রাবক?
Ο ক) H2O
Ο খ) CH2OH
Ο গ) CCI4
Ο ঘ) CH5OH
সঠিক উত্তর: (ক)
১১১. কত সালে রামসার কনভেনশনের সিদ্বান্ত নেওয়া হয়?
Ο ক) ১৯৭২
Ο খ) ১৯৮৭
Ο গ) ১৯৭১
Ο ঘ) ১৮৭১
সঠিক উত্তর: (গ)
১১২. আমেরিকার এরি হ্রদে কোন রাসায়নিক পদার্থ বেড়ে যাওয়ার সেটি মৃত হ্রদে পরিণত হয়েছিল?
Ο ক) ফসফেট
Ο খ) অক্সিজেন
Ο গ) সালফেট
Ο ঘ) ক্লোরিন
সঠিক উত্তর: (ক)
১১৩. খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে-
i. পাতন করা হয়
ii. পানির বাষ্পীভবন ও ঘনীভবন একত্রে করা হয়
iii. পানিকে পরিস্রাবণ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৪. কোন উদ্ভিদ মাটি ও পানিতে জন্মে?
Ο ক) হেলেঞ্চা
Ο খ) টোপাপানা
Ο গ) ক্ষুদিপানা
Ο ঘ) কচুরিপাানা
সঠিক উত্তর: (ক)
১১৫. বাংলাদেশে কত সালে রামসার কনভেনশন চুক্তিতে স্বাক্ষর করে?
Ο ক) ১৯৬১
Ο খ) ১৯৭১
Ο গ) ১৯৭৩
Ο ঘ) ১৯৮২
সঠিক উত্তর: (গ)
১১৬. পানিতে অদ্রবণীয় কোনটি?
Ο ক) মাটি
Ο খ) খাদ্য লবণ
Ο গ) অক্সিজেন
Ο ঘ) কার্বন ডাই-অক্সাইড
সঠিক উত্তর: (ক)
১১৭. প্রাণী ও উদ্ভিদের বসবাসের জন্য নদ-নদীর পানির বর্ণ কেমন হওয়া উত্তম?
Ο ক) লাল বর্ণ
Ο খ) নীল বর্ণ
Ο গ) হলুদ বর্ণ
Ο ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (ঘ)
১১৮. তেজস্ক্রিয় পদার্থ হলো- i. ইউরেনিয়াম ii. থোরিয়াম iii. সিজিয়াম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৯. ১৫-২০ মিনিট ধরে ফুটালে, পানি-
i. জৈব সার
ii. কীটনাশক
iii. রাসায়নিক সার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২০. টিপাই মুখে বাঁধ নির্মাণ করা হলে বাংলাদেশের কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে?
Ο ক) পশ্চিমাঞ্চল
Ο খ) উত্তরাঞ্চল
Ο গ) দক্ষিণাঞ্চল
Ο ঘ) পূর্বাঞ্চল
সঠিক উত্তর: (ঘ)
১২১. জলজ প্রাণী ও উদ্ভিদের দেহে ক্যান্সারের মত রোগ সৃষ্টি করতে পারে কোন পদার্থের উপস্থিতি?
Ο ক) মৌলিক পদার্থ
Ο খ) যৌগিক পদার্থ
Ο গ) তেজস্ক্রিয় পদার্থ
Ο ঘ) দ্রবীভূত অক্সিজেন
সঠিক উত্তর: (গ)
১২২. বোতলজাত পানির কারখানায় কোন প্রক্রিয়ার মাধ্যমে রোগজীবানু মুক্ত করা হয়?
Ο ক) অতি বেগুনি রশ্মি
Ο খ) এক্স রশ্মি
Ο গ) আলফা রশ্মি
Ο ঘ) গামা রশ্মি
সঠিক উত্তর: (ক)
১২৩. কোন নদীর পানির গতিপথ পরিবর্তনের কারণেই বাংলদেশের উত্তরাঞ্চলের অনেক নদী পানিশূণ্য হয়ে পড়েছে?
Ο ক) গঙ্গা
Ο খ) নীলনদ
Ο গ) বরাক
Ο ঘ) বুড়িগঙ্গা
সঠিক উত্তর: (ক)
১২৪. পরিস্রাবণ পদ্ধতিতে ব্যবহার করা হয় কোনটি?
Ο ক) বালির স্তর
Ο খ) ওজোন হ্রাস
Ο গ) ক্লোরিন গ্যাস
Ο ঘ) পাথরের স্তর
সঠিক উত্তর: (ক)
১২৫. জলজ উদ্ভিদসমূহ মূলত কোনটির মাধ্যমে পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে?
Ο ক) মূল
Ο খ) শাখা-প্রশাখা
Ο গ) কান্ড
Ο ঘ) পাতা
সঠিক উত্তর: (ক)
১২৬. ঢাকা শহর থেকে প্রতিদিন কী পরিমাণ বর্জ্য নদীতে গিড়ে পড়ে?
Ο ক) ৫০০ মেট্রিক টন
Ο খ) ৫০০০ মেট্রিক টন
Ο গ) ২৫০ মেট্রিক টন
Ο ঘ) ৫০ মেট্রিক টন
সঠিক উত্তর: (গ)
১২৭. স্ফুটন শুরু হওয়ার পর পানি জীবাণুমুক্ত করতে কতক্ষণ ন্যূনতম ফুটানো প্রয়োজন?
Ο ক) ৪-৫ মিনিট
Ο খ) ৫-১০ মিনিট
Ο গ) ১৫-২০ মিনিট
Ο ঘ) ২০-২৫ মিনিট
সঠিক উত্তর: (গ)
১২৮. আন্তজার্তিক আইন সমিতির ৫২তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Ο ক) ফুকুসিমায়
Ο খ) ঢাকায়
Ο গ) নিউইয়র্কে
Ο ঘ) হেলসিংকিতে
সঠিক উত্তর: (ঘ)
১২৯. শুধুমাত্র পানিতে জন্মে কোন উদ্ভিদটি?
Ο ক) কলমী
Ο খ) হেলেঞ্চা
Ο গ) কেশরদাম
Ο ঘ) সিংগারা
সঠিক উত্তর: (ঘ)
১৩০. কোনটি দ্বারা পানি দূষিত হয়?
Ο ক) সোডিয়াম
Ο খ) ক্যালসিয়াম
Ο গ) আর্সেনিক
Ο ঘ) খাবার লবণ
সঠিক উত্তর: (গ)
১৩১. অক্সিজেনের পরিমাণ কমলে নিচের কোনটির সমস্যা হয়?
Ο ক) প্রাণীর প্রজনন সমস্যা
Ο খ) প্রাণী বাড়তে পারে না
Ο গ) প্রাণী মারা যায়
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৩২. ১ কিউবিক মিটার পানির ভর কত?
Ο ক) ১০ কেজি
Ο খ) ১০০ কেজি
Ο গ) ১০০০ কেজি
Ο ঘ) ১০০০০ কেজি
সঠিক উত্তর: (গ)
১৩৩. গ্রাভেল বলতে কী বুঝায়?
Ο ক) সিমেন্টের বিকল্প
Ο খ) কংক্রিট
Ο গ) ছিদ্রযুক্ত পদার্থ
Ο ঘ) এক ধরনের ইট
সঠিক উত্তর: (গ)
১৩৪. শহরাঞ্চলে পানি দূষণ প্রতিরোধ করা যেতে পারে-
i. বাসাবাড়ীর ছাদে বৃষ্টির পানি সংগ্রহ করে
ii. গ্রাভেল, জাতীয় ছিদ্রযুক্ত পদার্থ ব্যবহার করে
iii. বড় গর্ত বা খাল তৈরি করে বৃষ্টির পানি ধরে রেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. নিচের কোন ক্ষতিকর পদার্থ পানি দুষণ করে?
Ο ক) অ্যারোসল
Ο খ) পেইন্টস
Ο গ) পরিষ্কারক
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. আমাদের দৈহিক বৃদ্ধি ঘটায় কোনটি?
Ο ক) প্রোটিন
Ο খ) স্নেহ
Ο গ) ভিটামিন-বি
Ο ঘ) ভিটামিন-ডি
সঠিক উত্তর: (ক)
১৩৭. আমাদের দেশের কোন অঞ্চলের জেলার নদী ও ভূগর্ভস্থ পানি লবণাক্ত?
Ο ক) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
Ο খ) পূর্বাঞ্চল
Ο গ) উত্তরঞ্চল
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৩৮. জলজ উদ্ভিদসমূহের জন্ম ও বেড়ে ওঠার জন্য কোনটি অপরিহার্য?
Ο ক) মাটি
Ο খ) খনিজ লবণ
Ο গ) পানি
Ο ঘ) আলো
সঠিক উত্তর: (গ)
১৩৯. জলজ উদ্ভিদসমূহ-
i. পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা সঠিক রাখে
ii. পানি ও মাটি দুজায়গাতেই জন্মাতে পারে
iii. বিশেষ করে শ্যাওলা জলজ প্রাণীদের খাদ্য ভান্ডার হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪০. সালোকসংশ্লেষণের ফলে পানিতে কী তৈরি হয়?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) অক্সিজেন
Ο গ) কার্বন
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (খ)
১৪১. সমুদ্রের উচ্চতা ২ মিটার বাড়লে বাংলাদেশের কত অংশ পানির নিচে চলে যাবে?
Ο ক) এক-তৃতীয়াংশ
Ο খ) দুই-তৃতীয়াংশ
Ο গ) এক-তৃতীয়াংশ
Ο ঘ) দুই-পঞ্চমাংশ
সঠিক উত্তর: (গ)
১৪২. কোনটি দ্বারা পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করা যায়?
Ο ক) আর্সেনিক
Ο খ) অতি বেগুনি রশ্মি
Ο গ) সোডিয়াম লাইট
Ο ঘ) এক্সরে রশ্মি
সঠিক উত্তর: (খ)
১৪৩. পারদ দ্বারা সংঘটিত রোগসমূহ-
i. মস্তিষ্কের বিকল হওয়া
ii. ত্বকের ক্যান্সার
iii. শরীর জ্বালাপোড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪৪. H2O পদার্থটি-
i. উভধর্মী
ii. সার্বজনীন দ্রাবক
iii. ২টি H পরমাণু ও ১টি O পরমাণু দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৫. বাংলাদেশ কেমন দেশ?
Ο ক) কৃষিপ্রধান
Ο খ) শীতপ্রধান
Ο গ) উন্নত
Ο ঘ) অনুন্নত
সঠিক উত্তর: (ক)
১৪৬. পানিতে কোন উপাদানটি বেড়ে গেলে প্রচুর শ্যাওলা জন্মাতে পারে?
Ο ক) গোবর
Ο খ) গাছপালার ধ্বংসাবশেষ
Ο গ) গ্লুকোজ
Ο ঘ) ফসফেট ও নাইট্রোজেন
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. ভূ-পৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা আবৃত?
Ο ক) ২৫
Ο খ) ৫০
Ο গ) ৭৫
Ο ঘ) ৮৫
সঠিক উত্তর: (গ)
১৪৮. কৃষি কোনটির পুনঃআবর্তন পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ?
Ο ক) মাটি
Ο খ) ময়লা
Ο গ) পানি
Ο ঘ) গ্রীজ
সঠিক উত্তর: (গ)
১৪৯. বিকলাঙ্গ হওয়ার জন্য দায়ী মৌলের সংকেত কোনটি?
Ο ক) Si
Ο খ) W
Ο গ) Zn
Ο ঘ) Hg
সঠিক উত্তর: (ঘ)
১৫০. নিচের কোনটি জলজ উদ্ভিদের উদাহরণ?
Ο ক) ওড়িপানা
Ο খ) শাপলা
Ο গ) হেলেঞ্চা
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. নিচের কোনটি পানির অন্যতম উৎস?
Ο ক) তুষার স্রোত
Ο খ) নদী
Ο গ) খাল
Ο ঘ) ডোবা
সঠিক উত্তর: (ক)
১০২. আমেরিকার এরি হৃদকে কত সালে মরা হৃদ হিসেবে ঘোষণা করা হয়?
Ο ক) ১৮৬০
Ο খ) ১৮৯০
Ο গ) ১৯৫০
Ο ঘ) ১৯৬০
সঠিক উত্তর: (ঘ)
১০৩. বরফের গলনাংক কোনটি?
Ο ক) ০০সে.
Ο খ) ৪০সে.
Ο গ) ৫০সে.
Ο ঘ) ৬০সে.
সঠিক উত্তর: (ক)
১০৪. পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণ কী?
Ο ক) পানির তাপমাত্রা বৃদ্ধি
Ο খ) পানির তাপমাত্রা হ্রাস
Ο গ) জলজ উদ্ভিদের পরিমাণ বৃদ্ধি
Ο ঘ) ময়লা আবর্জনা হ্রাস
সঠিক উত্তর: (ক)
১০৫. জলজ উদ্ভিজসমূহ সালোকসংশ্লেষণের মাধ্যমে পানিতে কোনটির মাত্রা ঠিক রাখে?
Ο ক) অক্সিজেন
Ο খ) হাইড্রোজেন
Ο গ) কার্বন-ডাই-অক্সাইড
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (ক)
১০৬. H2O জীবাণুমুক্ত করা যায়-
i. পরিস্রাবণ পদ্ধতি ব্যবহার করে
ii. ক্লোরিনেশন এর মাধ্যমে
iii. স্ফুটন পদ্ধতি ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০৭. নিচের বাক্যগুলো লক্ষ করো?
i. তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি ক্যান্সার সৃষ্টি করতে পারে
ii. ময়লা আবর্জনা রোগ জীবাণু বহন করে
iii. তাপমাত্রা পানির একটি গুরুত্পূর্ণ মানদন্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৮. ঢাকা শহরে দৈনিক কী পরিমাণ বর্জ্য পদার্থ উৎপন্ন হয়?
Ο ক) প্রায় ১০০০ মেট্রিক টন
Ο খ) প্রায় ৫০০ মেট্রিক টন
Ο গ) প্রায় ১০০ মেট্রেক টন
Ο ঘ) প্রায় ৫০০০ মেট্রিক টন
সঠিক উত্তর: (খ)
১০৯. জলীয় দ্রবণ নিরপেক্ষ হলে pH এর মান কোনটি হবে?
Ο ক) ৫
Ο খ) ৬
Ο গ) ৭
Ο ঘ) ৮
সঠিক উত্তর: (গ)
১১০. কোনটি সার্বজনীন দ্রাবক?
Ο ক) H2O
Ο খ) CH2OH
Ο গ) CCI4
Ο ঘ) CH5OH
সঠিক উত্তর: (ক)
১১১. কত সালে রামসার কনভেনশনের সিদ্বান্ত নেওয়া হয়?
Ο ক) ১৯৭২
Ο খ) ১৯৮৭
Ο গ) ১৯৭১
Ο ঘ) ১৮৭১
সঠিক উত্তর: (গ)
১১২. আমেরিকার এরি হ্রদে কোন রাসায়নিক পদার্থ বেড়ে যাওয়ার সেটি মৃত হ্রদে পরিণত হয়েছিল?
Ο ক) ফসফেট
Ο খ) অক্সিজেন
Ο গ) সালফেট
Ο ঘ) ক্লোরিন
সঠিক উত্তর: (ক)
১১৩. খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে-
i. পাতন করা হয়
ii. পানির বাষ্পীভবন ও ঘনীভবন একত্রে করা হয়
iii. পানিকে পরিস্রাবণ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৪. কোন উদ্ভিদ মাটি ও পানিতে জন্মে?
Ο ক) হেলেঞ্চা
Ο খ) টোপাপানা
Ο গ) ক্ষুদিপানা
Ο ঘ) কচুরিপাানা
সঠিক উত্তর: (ক)
১১৫. বাংলাদেশে কত সালে রামসার কনভেনশন চুক্তিতে স্বাক্ষর করে?
Ο ক) ১৯৬১
Ο খ) ১৯৭১
Ο গ) ১৯৭৩
Ο ঘ) ১৯৮২
সঠিক উত্তর: (গ)
১১৬. পানিতে অদ্রবণীয় কোনটি?
Ο ক) মাটি
Ο খ) খাদ্য লবণ
Ο গ) অক্সিজেন
Ο ঘ) কার্বন ডাই-অক্সাইড
সঠিক উত্তর: (ক)
১১৭. প্রাণী ও উদ্ভিদের বসবাসের জন্য নদ-নদীর পানির বর্ণ কেমন হওয়া উত্তম?
Ο ক) লাল বর্ণ
Ο খ) নীল বর্ণ
Ο গ) হলুদ বর্ণ
Ο ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (ঘ)
১১৮. তেজস্ক্রিয় পদার্থ হলো- i. ইউরেনিয়াম ii. থোরিয়াম iii. সিজিয়াম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৯. ১৫-২০ মিনিট ধরে ফুটালে, পানি-
i. জৈব সার
ii. কীটনাশক
iii. রাসায়নিক সার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২০. টিপাই মুখে বাঁধ নির্মাণ করা হলে বাংলাদেশের কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে?
Ο ক) পশ্চিমাঞ্চল
Ο খ) উত্তরাঞ্চল
Ο গ) দক্ষিণাঞ্চল
Ο ঘ) পূর্বাঞ্চল
সঠিক উত্তর: (ঘ)
১২১. জলজ প্রাণী ও উদ্ভিদের দেহে ক্যান্সারের মত রোগ সৃষ্টি করতে পারে কোন পদার্থের উপস্থিতি?
Ο ক) মৌলিক পদার্থ
Ο খ) যৌগিক পদার্থ
Ο গ) তেজস্ক্রিয় পদার্থ
Ο ঘ) দ্রবীভূত অক্সিজেন
সঠিক উত্তর: (গ)
১২২. বোতলজাত পানির কারখানায় কোন প্রক্রিয়ার মাধ্যমে রোগজীবানু মুক্ত করা হয়?
Ο ক) অতি বেগুনি রশ্মি
Ο খ) এক্স রশ্মি
Ο গ) আলফা রশ্মি
Ο ঘ) গামা রশ্মি
সঠিক উত্তর: (ক)
১২৩. কোন নদীর পানির গতিপথ পরিবর্তনের কারণেই বাংলদেশের উত্তরাঞ্চলের অনেক নদী পানিশূণ্য হয়ে পড়েছে?
Ο ক) গঙ্গা
Ο খ) নীলনদ
Ο গ) বরাক
Ο ঘ) বুড়িগঙ্গা
সঠিক উত্তর: (ক)
১২৪. পরিস্রাবণ পদ্ধতিতে ব্যবহার করা হয় কোনটি?
Ο ক) বালির স্তর
Ο খ) ওজোন হ্রাস
Ο গ) ক্লোরিন গ্যাস
Ο ঘ) পাথরের স্তর
সঠিক উত্তর: (ক)
১২৫. জলজ উদ্ভিদসমূহ মূলত কোনটির মাধ্যমে পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে?
Ο ক) মূল
Ο খ) শাখা-প্রশাখা
Ο গ) কান্ড
Ο ঘ) পাতা
সঠিক উত্তর: (ক)
১২৬. ঢাকা শহর থেকে প্রতিদিন কী পরিমাণ বর্জ্য নদীতে গিড়ে পড়ে?
Ο ক) ৫০০ মেট্রিক টন
Ο খ) ৫০০০ মেট্রিক টন
Ο গ) ২৫০ মেট্রিক টন
Ο ঘ) ৫০ মেট্রিক টন
সঠিক উত্তর: (গ)
১২৭. স্ফুটন শুরু হওয়ার পর পানি জীবাণুমুক্ত করতে কতক্ষণ ন্যূনতম ফুটানো প্রয়োজন?
Ο ক) ৪-৫ মিনিট
Ο খ) ৫-১০ মিনিট
Ο গ) ১৫-২০ মিনিট
Ο ঘ) ২০-২৫ মিনিট
সঠিক উত্তর: (গ)
১২৮. আন্তজার্তিক আইন সমিতির ৫২তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Ο ক) ফুকুসিমায়
Ο খ) ঢাকায়
Ο গ) নিউইয়র্কে
Ο ঘ) হেলসিংকিতে
সঠিক উত্তর: (ঘ)
১২৯. শুধুমাত্র পানিতে জন্মে কোন উদ্ভিদটি?
Ο ক) কলমী
Ο খ) হেলেঞ্চা
Ο গ) কেশরদাম
Ο ঘ) সিংগারা
সঠিক উত্তর: (ঘ)
১৩০. কোনটি দ্বারা পানি দূষিত হয়?
Ο ক) সোডিয়াম
Ο খ) ক্যালসিয়াম
Ο গ) আর্সেনিক
Ο ঘ) খাবার লবণ
সঠিক উত্তর: (গ)
১৩১. অক্সিজেনের পরিমাণ কমলে নিচের কোনটির সমস্যা হয়?
Ο ক) প্রাণীর প্রজনন সমস্যা
Ο খ) প্রাণী বাড়তে পারে না
Ο গ) প্রাণী মারা যায়
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৩২. ১ কিউবিক মিটার পানির ভর কত?
Ο ক) ১০ কেজি
Ο খ) ১০০ কেজি
Ο গ) ১০০০ কেজি
Ο ঘ) ১০০০০ কেজি
সঠিক উত্তর: (গ)
১৩৩. গ্রাভেল বলতে কী বুঝায়?
Ο ক) সিমেন্টের বিকল্প
Ο খ) কংক্রিট
Ο গ) ছিদ্রযুক্ত পদার্থ
Ο ঘ) এক ধরনের ইট
সঠিক উত্তর: (গ)
১৩৪. শহরাঞ্চলে পানি দূষণ প্রতিরোধ করা যেতে পারে-
i. বাসাবাড়ীর ছাদে বৃষ্টির পানি সংগ্রহ করে
ii. গ্রাভেল, জাতীয় ছিদ্রযুক্ত পদার্থ ব্যবহার করে
iii. বড় গর্ত বা খাল তৈরি করে বৃষ্টির পানি ধরে রেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. নিচের কোন ক্ষতিকর পদার্থ পানি দুষণ করে?
Ο ক) অ্যারোসল
Ο খ) পেইন্টস
Ο গ) পরিষ্কারক
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. আমাদের দৈহিক বৃদ্ধি ঘটায় কোনটি?
Ο ক) প্রোটিন
Ο খ) স্নেহ
Ο গ) ভিটামিন-বি
Ο ঘ) ভিটামিন-ডি
সঠিক উত্তর: (ক)
১৩৭. আমাদের দেশের কোন অঞ্চলের জেলার নদী ও ভূগর্ভস্থ পানি লবণাক্ত?
Ο ক) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
Ο খ) পূর্বাঞ্চল
Ο গ) উত্তরঞ্চল
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৩৮. জলজ উদ্ভিদসমূহের জন্ম ও বেড়ে ওঠার জন্য কোনটি অপরিহার্য?
Ο ক) মাটি
Ο খ) খনিজ লবণ
Ο গ) পানি
Ο ঘ) আলো
সঠিক উত্তর: (গ)
১৩৯. জলজ উদ্ভিদসমূহ-
i. পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা সঠিক রাখে
ii. পানি ও মাটি দুজায়গাতেই জন্মাতে পারে
iii. বিশেষ করে শ্যাওলা জলজ প্রাণীদের খাদ্য ভান্ডার হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪০. সালোকসংশ্লেষণের ফলে পানিতে কী তৈরি হয়?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) অক্সিজেন
Ο গ) কার্বন
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (খ)
১৪১. সমুদ্রের উচ্চতা ২ মিটার বাড়লে বাংলাদেশের কত অংশ পানির নিচে চলে যাবে?
Ο ক) এক-তৃতীয়াংশ
Ο খ) দুই-তৃতীয়াংশ
Ο গ) এক-তৃতীয়াংশ
Ο ঘ) দুই-পঞ্চমাংশ
সঠিক উত্তর: (গ)
১৪২. কোনটি দ্বারা পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করা যায়?
Ο ক) আর্সেনিক
Ο খ) অতি বেগুনি রশ্মি
Ο গ) সোডিয়াম লাইট
Ο ঘ) এক্সরে রশ্মি
সঠিক উত্তর: (খ)
১৪৩. পারদ দ্বারা সংঘটিত রোগসমূহ-
i. মস্তিষ্কের বিকল হওয়া
ii. ত্বকের ক্যান্সার
iii. শরীর জ্বালাপোড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪৪. H2O পদার্থটি-
i. উভধর্মী
ii. সার্বজনীন দ্রাবক
iii. ২টি H পরমাণু ও ১টি O পরমাণু দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৫. বাংলাদেশ কেমন দেশ?
Ο ক) কৃষিপ্রধান
Ο খ) শীতপ্রধান
Ο গ) উন্নত
Ο ঘ) অনুন্নত
সঠিক উত্তর: (ক)
১৪৬. পানিতে কোন উপাদানটি বেড়ে গেলে প্রচুর শ্যাওলা জন্মাতে পারে?
Ο ক) গোবর
Ο খ) গাছপালার ধ্বংসাবশেষ
Ο গ) গ্লুকোজ
Ο ঘ) ফসফেট ও নাইট্রোজেন
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. ভূ-পৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা আবৃত?
Ο ক) ২৫
Ο খ) ৫০
Ο গ) ৭৫
Ο ঘ) ৮৫
সঠিক উত্তর: (গ)
১৪৮. কৃষি কোনটির পুনঃআবর্তন পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ?
Ο ক) মাটি
Ο খ) ময়লা
Ο গ) পানি
Ο ঘ) গ্রীজ
সঠিক উত্তর: (গ)
১৪৯. বিকলাঙ্গ হওয়ার জন্য দায়ী মৌলের সংকেত কোনটি?
Ο ক) Si
Ο খ) W
Ο গ) Zn
Ο ঘ) Hg
সঠিক উত্তর: (ঘ)
১৫০. নিচের কোনটি জলজ উদ্ভিদের উদাহরণ?
Ο ক) ওড়িপানা
Ο খ) শাপলা
Ο গ) হেলেঞ্চা
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science