এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ২: জীবনের জন্য পানি (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ২: জীবনের জন্য পানি (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. পানিতে সিসা থাকলে নিম্নের কোন প্রভাবটি মানব দেহে দেখা দিতে পারে?
Ο ক) মস্তিষ্কের বিকল হওয়া
Ο খ) বিকলাঙ্গ হওয়া
Ο গ) ফুসফুস ক্যান্সার
Ο ঘ) পাকস্থলীর রোগ
 সঠিক উত্তর: (ক)

 ৫২. জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য উপযোগী নদীর pH এর মান কোনটি হবে?
Ο ক) ৫-৬ এর কাছাকাছি
Ο খ) ৬-৮ এর কাছাকাছি
Ο গ) ৬-৯ এর কাছাকাছি
Ο ঘ) ৮-৯ এর কাছাকাছি
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. বাংলাদেশে পানি দূষণের প্রতিরোধের কৌশল হচ্ছে-
i. জলাভূমি রক্ষা
ii. জনসচেতনতা বৃদ্ধি
iii. নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. দূষিত পানিতে বিদ্যমান ক্ষতিকর ধাতব পদার্থ হলো-
i. মারকারি
ii. সিসা
iii. আর্সেনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৫. নদীতে নাব্যতা হ্রাস পায় কখন?
Ο ক) পানির লবণাক্ত বেড়ে গেলে
Ο খ) পানির pH অস্বাভাবিক কমে গেলে
Ο গ) পানির বর্ণ ও স্বাদ পরিবর্তন হলে
Ο ঘ) পানি ঘোলাটে হলে
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. সাতক্ষীরা বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
Ο ক) দক্ষিণ-পূর্বাঞ্চলে
Ο খ) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
Ο গ) উত্তর-পূর্বাঞ্চলে
Ο ঘ) উত্তর-পশ্চিমাঞ্চলে
 সঠিক উত্তর: (খ)

 ৫৭. জলজ উদ্ভিদসমূহের পানি প্রয়োজন কারণ-
i. এরা সাধারণত অঙ্গজ উপায়ে বংশবিস্তার করে
ii. এদের বেড়ে উঠার জন্য পানির প্রয়োজন
iii. এদের কান্ড ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ খুব নরম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. আমাদের প্রয়োজনীয় প্রোটিনের কত ভাগ আসে মাছ থেকে?
Ο ক) ৯০
Ο খ) ৮০
Ο গ) ৭০
Ο ঘ) ৬০
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. একটি পাত্রে পানি দিয়ে তাপ দিয়ে বাষ্পে ও পরে ঠান্ডা করা হলে প্রক্রিয়াটিকে কী বলা হবে?
Ο ক) স্ফুটন
Ο খ) পরিস্রাবণ
Ο গ) পাতন
Ο ঘ) ক্লোরিনেশন
 সঠিক উত্তর: (গ)

 ৬০. বাংলাদেশে পানি উৎসে হুমকির মধ্যে রয়েছে-
i. জলবায়ু পরিবর্তনজনিত হুমকি
ii. নদীতে বন্যানিয়ন্ত্রণ বাঁধানির্মাণ
iii. অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. সমুদ্রে পানি পানযোগ্য নয় কেন?
Ο ক) প্রচুর জীবাণু থাকে
Ο খ) বিষাক্ত পদার্থ বিদ্যমান
Ο গ) প্রচুর লবণ থাকে
Ο ঘ) এটি স্বাদহীন
 সঠিক উত্তর: (গ)

 ৬২. বর্তমানে বায়ুমন্ডলের গড় তাপমাত্রা ৩০০সে.হলে ১০০বছর আগে তা কত ছিল?
Ο ক) ৩০০সে.
Ο খ) ৩১০সে.
Ο গ) ২৮০সে.
Ο ঘ) ২৯০সে.
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. নিচের কোনটি মরা নদী?
Ο ক) করতোয়া
Ο খ) বিবিয়ানা
Ο গ) শাখা বরাক
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এখানে ফলন বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়-
i. রাসায়নিক সার
ii. জৈব সার
iii. কীটনাশক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. পানিতে কয়টি অক্সিজেন পরমাণু আছে?
Ο ক) ৫টি
Ο খ) ৪টি
Ο গ) ৩টি
Ο ঘ) ১টি
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে কীভাবে?
Ο ক) সালোকসংশ্লেষণ
Ο খ) অভিস্রবণ
Ο গ) ব্যাপন
Ο ঘ) শোষণ
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. মিঠা পানির উৎস হলো- i. নদী ii. পুকুর iii. সমুদ্র নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. নিচের কোনটি মানুষের মৌলিক অধিকার?
Ο ক) গান করা
Ο খ) নাচ করা
Ο গ) শিক্ষা
Ο ঘ) হাঁটা-চলা
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. মাটি ক্ষয় হ্রাস করা যায়-
i. জৈব সার ব্যবহার করে
ii. জমিতে বছরের পর বছর ফসল ফলিয়ে
iii. বেশি করে গাছ লাগিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭০. নদীর নাব্যতা হ্রাসের কারণ কী?
Ο ক) মাটি
Ο খ) তেল
Ο গ) গ্রিজ
Ο ঘ) লবণ
 সঠিক উত্তর: (ক)

 ৭১. পরিস্রাবণে-
i. পানি জীবাণুমুক্ত হয় না
ii. অদ্রবণীয় পদার্থ দূর হয়
iii. আর্সেনিক জাতীয় পদার্থ দূর হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭২. ডাক্তারের মতে, পানির ক্ষতিকর পদার্থের কারণে রমেশের মস্তিষ্ক বিকল হয়েছে। পদার্থটি হলো-
i. মারকারি
ii. সিসা
iii. আর্সেনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৩. বৃষ্টি বা বন্যায় কৃষি জমি প্লাবিত হলে পানি দূষণ ঘটায়-
i. জৈব সার
ii. কীটনাশক
iii. রাসায়নিক সার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৪. পানি কী ধরনের সম্পদ?
Ο ক) কৃত্রিম
Ο খ) প্রাকৃতিক
Ο গ) খনিজ
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া- i. পরিস্রাবণ ii. ক্লোরিনেশন iii. পাতন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. পানিতে ফসফেটের মাত্রা বেড়ে গেলে-
i. উক্ত পানিতে প্রচুর শেওলা জন্মে
ii. জলজ প্রাণীর সংখ্যা বেড়ে যায়
iii. দ্রবীভূত অক্সিজেন কমে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. জলাভূমি সংক্রান্ত কনভেনশন হলো-
i. ডুইসবার্গ কনভেনশন
ii. রামসার কনভেনশন
iii. হেলসিংকি কনভেনশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. পুকুরটিতে জলজ উদ্ভিদের কোন প্রক্রিয়াটি সম্পন্ন হতে পারবে না?
Ο ক) শ্বসন
Ο খ) রেচন
Ο গ) সালোকসংশ্লেষণ
Ο ঘ) দর্শন
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা আবৃত?
Ο ক) ৮০ ভাগ
Ο খ) ৭৫ ভাগ
Ο গ) ৬৫ ভাগ
Ο ঘ) ৬০ ভাগ
 সঠিক উত্তর: (খ)

 ৮০. সাধারণ পানি বিশুদ্ধ করা হয়-
i. পরিস্রাবণ প্রক্রিয়ায়
ii. ক্লোরিনেশন প্রক্রিয়া
iii. পাতন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. কৃষির উন্নয়ন ছাড়া দেশের কোনটি অসম্ভব?
Ο ক) খাওয়া
Ο খ) চলাফেরা
Ο গ) উন্নয়ন
Ο ঘ) আমদানি
 সঠিক উত্তর: (গ)

 ৮২. জাপানের ফুকুশিমা শহরে তেজস্কিয় ঘটনা ক সংঘটিত হয়?
Ο ক) ২০১০ সালে
Ο খ) ২০১২ সালে
Ο গ) ২০১১ সালে
Ο ঘ) ২০০৯ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. মাছ, মাংস, শাকসবজি প্রভৃতিতে শতকরা কত ভাগ পানি থাকে?
Ο ক) ৬৫-৭০ ভাগ
Ο খ) ৬০-৭৫ ভাগ
Ο গ) ৬০-৯০ ভাগ
Ο ঘ) ৭৫-৮০ ভাগ
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. পানির বিশেষ ধর্ম কোনটি?
Ο ক) অজৈব যৌগও অনেক অজৈব যৌগকে দ্রবীভূত করে
Ο খ) অজৈব যৌগও অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
Ο গ) জৈব যৌগও অনেক জৈব যৌগকে দ্রবীভূত করে
Ο ঘ) জৈব যৌগও অনেক জৈব যৌগকে দ্রবীভূত করে
 সঠিক উত্তর: (খ)

 ৮৫. ঔষধ তৈরীর জন্য কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়?
Ο ক) পরিস্রাবণ
Ο খ) ক্লোরিনেশন
Ο গ) স্ফুটন
Ο ঘ) পাতন
 সঠিক উত্তর: (গ)

 ৮৬. Ca (OCI) CI ব্যবহার করা হয কোন পদ্ধতিতে?
Ο ক) পাতন
Ο খ) স্ফুটন
Ο গ) পরিস্রাবণ
Ο ঘ) ক্লোরিনেশন
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. ময়লা-আবর্জনা থেকে কী ধরনের জীবাণু তৈরি হয়?
Ο ক) জীবন ধ্বংসকারী
Ο খ) রোগ সৃষ্টিকারী
Ο গ) জ্বর সৃষ্টিকারী
Ο ঘ) আমাশয় সৃষ্টিকারী
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. নিচের কোনটি পানিতে দ্রবীভূত থাকলে তড়িৎ পরিবহন করে?
Ο ক) NaCI
Ο খ) বিশুদ্ধ H2O
Ο গ) D2O
Ο ঘ) ZnO
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. জাতিসংঘের আন্তজার্তিক আইন কমিশনের তৈরিকৃত চুক্তি কত সালে কনভেনশনরূপে গৃহীত হয়?
Ο ক) ১৯৯৭ সালে
Ο খ) ১৯৯৯ সালে
Ο গ) ১৯৯৬ সালে
Ο ঘ) ১৯৯৮ সালে
 সঠিক উত্তর: (ক)

 ৯০. পানিতে কোনটির পরিমাণ খুব বেশি হলে শরীর জ্বালাপোড়া করে?
Ο ক) পারদ
Ο খ) ক্যালসিয়াম
Ο গ) সিসা
Ο ঘ) আর্সেনিক
 সঠিক উত্তর: (গ)

 ৯১. নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে-
i. পানি প্রবাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে
ii. মনোজ, বড়াল নদী মরে গেছে
iii. পানিসম্পদের মারাত্মক হুমকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯২. পানি বিশুদ্ধকরণ পদ্ধতি হলো-
i. পরিস্রাবণ
ii. ব্রোমিনেশন
iii. ক্লোরিনেশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. আর্সেনিক যে পানিতে থাকে তা পানি পান করলে-
i. বিতৃষ্ণাবোধ হয়
ii. ত্বকের ক্যান্সার হয়
iii. পাকস্থলীর রোগ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য যেসব নদী মরে গেছে সেগুলো হলো-
i. মরিছাপ
ii. হামকুড়া
iii. হরিছর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. মৃত নদী হলো-
i. মনোজ বড়াল, কুমার
ii. মরিছাপ, হরিহর
iii. কপোতাক্ষ, হামকুড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৬. আন্তজার্তিক আইন সমিতি তাদের কততম সম্মেলনে আন্তজার্তিক নদীগুলোর পানির ব্যবহার সম্পর্কে একটি কমিটি রিপোর্ট গ্রহণ করে?
Ο ক) ৫১
Ο খ) ২৫
Ο গ) ১৫
Ο ঘ) ৫২
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৭. বৃষ্টির পানির প্রবাহ কোন অঞ্চলের পানি দূষণের একটি বড় কারণ?
Ο ক) শহরাঞ্চলের
Ο খ) গ্রামাঞ্চলের
Ο গ) মফসলাঞ্চলের
Ο ঘ) সমুদ্র তীরবর্তী অঞ্চলের
 সঠিক উত্তর: (ক)

 ৯৮. HCI এর দ্রবণে পানি কিরূপ?
Ο ক) এসিড
Ο খ) ক্ষার
Ο গ) লবণ
Ο ঘ) নিরপেক্ষ
 সঠিক উত্তর: (খ)

 ৯৯. সোডিয়াম হাইপোক্লোরাইড এর মধ্যে থাকা কোন উপাদানটি পানির রোগ জীবাণু ধ্বংসে সাহায্য করে?
Ο ক) Na
Ο খ) CI
Ο গ) O
Ο ঘ) H
 সঠিক উত্তর: (খ)

 ১০০. pH মান খুব কমে গেলে কোনটি বাঁচাতে পারে না?
Ο ক) পোনা মাছ
Ο খ) রুই মাছ
Ο গ) কাতলা মাছ
Ο ঘ) ইলিশ মাছ
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post