ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১: উন্নততর জীবনধারা (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. ভিটামিন ডি এর উৎস কোনটি?
Ο ক) ডিমের কুসুম
Ο খ) গাজর
Ο গ) ফুলকপি
Ο ঘ) লেটুস পাতা
সঠিক উত্তর: (ক)
৩৫২. পুষ্টির ইংরেজি শব্দ কী?
Ο ক) Nutriceae
Ο খ) Nuclear
Ο গ) Nutrtion
Ο ঘ) Nucleus
সঠিক উত্তর: (গ)
৩৫৩. কোন খনিজ পদার্থটির অভাবে রক্ত তঞ্চনে বিঘ্ন ঘটে?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) পটাসিয়াম
Ο গ) শক্তি উৎপাদনে
Ο ঘ) রোগ প্রতিরোধে
সঠিক উত্তর: (খ)
৩৫৪. পাম তেল কোন ভিটামিন এর উত্তম উৎস?
Ο ক) ভিটামিন-ই
Ο খ) ভিটামিন-ডি
Ο গ) ভিটামিন-সি
Ο ঘ) ভিটামিন-কে
সঠিক উত্তর: (ক)
৩৫৫. বমিভাব দেখা দেয় কোনটির অভাবে?
Ο ক) থায়ামিন
Ο খ) রাইবোফ্ল্যাভিন
Ο গ) ভিটামিন-সি
Ο ঘ) পিরিডক্সিন
সঠিক উত্তর: (ঘ)
৩৫৬. ১০০ গ্রাম ওজেনের শোল মাছ থেকে কী পরিমাণের শক্তি পাওয়া যায়?
Ο ক) ৯৪ ক্যালরি
Ο খ) ১৭৩ ক্যালরি
Ο গ) ১৭৬ ক্যালরি
Ο ঘ) ২৭৬ ক্যালরি
সঠিক উত্তর: (গ)
৩৫৭. শর্করার পুষ্টিগত গুরুত্ব হলো-
i. শর্করা দহনে ৪.১ কিলোক্যালরি শক্তি উৎপন্ন করে
ii. শর্করা থোকে লিপিড ও প্রোটিন সংশ্লেষ হয়
iii. নিউক্লিয় এসিড গঠনে অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫৮. কোষের নিউক্লিয় অ্যাসিড হচ্ছে- i. DNA ii. RNA iii. ATP নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৫৯. আমাদের দেহে কোন খাবারকে প্রধান হিসেবে বিবেচনা করা হয়?
Ο ক) সকালের
Ο খ) দুপুরের
Ο গ) বিকালের
Ο ঘ) রাতের
সঠিক উত্তর: (খ)
৩৬০. নিচের কোনট ড্রাগ আসক্তির কারণ?
Ο ক) অপরিচ্ছন্ন থাকা
Ο খ) মানসিক যন্ত্রণা লাঘব করার জন্য
Ο গ) খেলাধুলা
Ο ঘ) পড়াশুনা
সঠিক উত্তর: (খ)
৩৬১. ভিটামিন 'A' এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কোন রোগটি হয়ে থাকে?
Ο ক) রাতকানা
Ο খ) জেরপথ্যালমিয়া
Ο গ) অ্যানিমিয়া
Ο ঘ) কোয়াশিয়রকর
সঠিক উত্তর: (খ)
৩৬২. শরীরের পানি শতকরা কত ভাগ কমে গেলে সংজ্ঞা লোপ পায়?
Ο ক) ৮
Ο খ) ৫
Ο গ) ২
Ο ঘ) ১০
সঠিক উত্তর: (ঘ)
৩৬৩. দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ কোনটি ছাড়া চলতে পারে না?
Ο ক) পানি
Ο খ) লৌহ
Ο গ) ক্যালসিয়াম
Ο ঘ) গ্লুকোজ
সঠিক উত্তর: (ক)
৩৬৪. জেরপৃথ্যালমিয়া কী ধরনের রোগ?
Ο ক) পাকস্থলীর আলসার
Ο খ) চোখের কর্নিয়ার আলসার
Ο গ) রক্তশূণ্যতা
Ο ঘ) মেরাসমাসের প্রাথমিক পর্যায়
সঠিক উত্তর: (খ)
৩৬৫. ভিটামিন 'E' এর প্রধান উৎস কী?
Ο ক) শাক-সবজি
Ο খ) ডিমের কুসুম
Ο গ) মটরশুটি
Ο ঘ) তুলা বীজের তেল
সঠিক উত্তর: (ক)
৩৬৬. একমাত্র প্রাণিজ উৎস থেকে পাওয়া যায়-
i. ভিটামিন 'A'
ii. ভিটামিন 'D'
iii. ভিটামিন 'K'
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৬৭. অস্থি ও দাঁতের গঠন শক্ত রাখতে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) ফসফরাস
Ο গ) লৌহ
Ο ঘ) ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: (ক)
৩৬৮. ১০০ গ্রাম মুরগির মাংসের শক্তিমূল্য কত?
Ο ক) ১০৯ ক্যালরি
Ο খ) ১১৮ ক্যালরি
Ο গ) ২৫.৯ ক্যালরি
Ο ঘ) ১৭৬ ক্যালরি
সঠিক উত্তর: (ক)
৩৬৯. ছোলা কোন শ্রেণির খাদ্য?
Ο ক) মাংস
Ο খ) সবজি ও ফল
Ο গ) দুধ
Ο ঘ) শস্যদানা
সঠিক উত্তর: (ক)
৩৭০. ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হয় কোনটির অভাবে?
Ο ক) ভিটামিন-সি
Ο খ) ভিটামিন-এ
Ο গ) ভিটামিন-ডি
Ο ঘ) ভিটামিন-ই
সঠিক উত্তর: (খ)
৩৭১. খাদ্যে ভিটামিন B কমপ্লেক্সের উপস্থিতি অতি আবশ্যক কারণ-
i. পেলেগ্রা রোগ হতে রক্ষা করে
ii. রক্তশূন্যতা থেকে রক্ষা করে
iii. অ্যানিমিয়া থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭২. কোনটি দৈহিক ওজনের কতভাগ পানি?
Ο ক) ৪৫-৬০ %
Ο খ) ৬০-৭৫ %
Ο গ) ৭৫-৮০ %
Ο ঘ) ৮০-৮৫%
সঠিক উত্তর: (খ)
৩৭৩. কোনটি প্রাণিজ আমিষের উদাহরণ?
Ο ক) ডাল
Ο খ) বাদাম
Ο গ) ছানা
Ο ঘ) মটরশুঁটি
সঠিক উত্তর: (গ)
৩৭৪. তামাকে কোন বিষাক্ত পদার্থটি উপস্থিত?
Ο ক) থায়ামিন
Ο খ) নিয়াসিন
Ο গ) কোবালামিন
Ο ঘ) নিকোটিন
সঠিক উত্তর: (ঘ)
৩৭৫. জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয়-
Ο ক) পরিপাকের দ্বারা
Ο খ) উৎসেচক দ্বারা
Ο গ) আলোর দ্বারা
Ο ঘ) তাপের দ্বারা
সঠিক উত্তর: (খ)
৩৭৬. কোনটি কারণে ত্বকে রঞ্জক পদার্থ জমতে শুরু হয়?
Ο ক) পেলেগ্রা রোগ
Ο খ) রক্তশূণ্যতা
Ο গ) অ্যানিমিয়া চোখ
Ο ঘ) জন্ডিস
সঠিক উত্তর: (ক)
৩৭৭. প্রাণিজ স্নেহ পদার্থের উৎস কোনটি?
Ο ক) বাদাম
Ο খ) পনির
Ο গ) সরিষা
Ο ঘ) মুরগির যকৃৎ
সঠিক উত্তর: (খ)
৩৭৮. কোন গাছের পাতা শুকিয়ে তামাক তৈরি হয়?
Ο ক) Adhatoda vasica
Ο খ) Nicotiana tabacum
Ο গ) Melia azaditachta
Ο ঘ) Dutura metel
সঠিক উত্তর: (খ)
৩৭৯. কোনটি পানির কাজ?
Ο ক) অস্থি ও দাঁত গঠনে সাহায্য করে
Ο খ) খাদ্য পরিপাক ও পরিশোষণে সাহায্য করে
Ο গ) রক্ত তঞ্চন প্রক্রিয়ায় সাহায্য করে
Ο ঘ) রোগ প্রতিরোধে সাহায্য করে
সঠিক উত্তর: (খ)
৩৮০. একজন প্রাপ্তবয়স্ক ব্যাক্তির দৈনিক চাহিদা তার দৈহিক ওজনের প্রতি কিলোগ্রামের জন্য-
Ο ক) ২ গ্রাম
Ο খ) ১ গ্রাম
Ο গ) ৩ গ্রাম
Ο ঘ) ৫ গ্রাম
সঠিক উত্তর: (খ)
৩৮১. গর্ভবতী স্ক্রীলোকের প্রত্যহ কতটুকু ক্যালসিয়াম দরকার?
Ο ক) ১০০০ mg
Ο খ) ২০০০ mg
Ο গ) ৩০০০ mg
Ο ঘ) ৪০০০ mg
সঠিক উত্তর: (ক)
৩৮২. বয়সন্ধিকালের তরুণদের সুষম খাদ্যের সবকয়টি উপাদানই দরকার হয় কারণ তারা-
Ο ক) খেলাধুলা করা
Ο খ) দ্রুত বড় হয়
Ο গ) বেশি সক্রিয় থাকে
Ο ঘ) প্রচুর পড়াশুনা করে
সঠিক উত্তর: (খ)
৩৮৩. নিচের কোনটি মাদকাসক্তির উল্লেখযোগ্য লক্ষণ?
Ο ক) সবসময় অগোছালোভাব
Ο খ) পরিচ্ছন্ন থাকা
Ο গ) লেখাপড়ায় মনোযোগী
Ο ঘ) কর্মমুখী হওয়া
সঠিক উত্তর: (ক)
৩৮৪. আমিষ সম্পর্কে তথ্য হলো-
i. এটি অ্যামিনো এসিডের জটিল যৌগ
ii. প্রাণিদেহে পাওয়া যায়
iii. দেহ গঠনকারী খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮৫. উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় প্রকার?
Ο ক) ৩ প্রকার
Ο খ) ২ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (খ)
৩৮৬. কোনটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে?
Ο ক) পানি
Ο খ) লৌহ
Ο গ) আমিষ
Ο ঘ) ভিটামিন
সঠিক উত্তর: (ক)
৩৮৭. ১০০ গ্রাম চিংড়ি মাছে কী পরিমাণ প্রোটিন থাকে?
Ο ক) ২১.৮ গ্রাম
Ο খ) ২১.৯ গ্রাম
Ο গ) ১৯.২ গ্রাম
Ο ঘ) ১৯.১ গ্রাম
সঠিক উত্তর: (ঘ)
৩৮৮. Propionic acid এর লবণ ব্যবহার করে কোনটিকে সংরক্ষণ করা হয়?
Ο ক) বেকারি সামগ্রী
Ο খ) সস
Ο গ) মাছ
Ο ঘ) শাকসবজি
সঠিক উত্তর: (ক)
৩৮৯. খাদ্যে শর্করার অভাব হলে কোন কর্মশক্তি উৎপন্ন করে-
Ο ক) অক্সিজেন
Ο খ) মনোস্যাকারাইড
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) গ্লাইকোজেন
সঠিক উত্তর: (ঘ)
৩৯০. কোন ভিটামিনের অভাবে চোখে ছানি পড়ে?
Ο ক) রিবোফ্ল্যাভিন
Ο খ) থায়ামিন
Ο গ) কোবালামিন
Ο ঘ) নিয়াসিন
সঠিক উত্তর: (ক)
৩৯১. দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাবে দেহের-
i. সঞ্চিত প্রোটিন বৃদ্ধির প্রাপ্ত হয়
ii. সঞ্চিত প্রোটিন ক্ষয়প্রাপ্ত হয়
iii. ওজন হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৯২. ভিটামিন 'E' এর উত্তম উৎস কোনটি?
Ο ক) সূর্য বীজের তেল
Ο খ) এন্টি অক্সিডেন্ট
Ο গ) এন্টিজেন তৈরি করে
Ο ঘ) রেটিনায় আলসার সৃষ্টিকারী
সঠিক উত্তর: (খ)
৩৯৩. দেহ পরিপোষক খাদ্য হচ্ছে- i. প্রোটিন ii. শর্করা iii. ফ্যাট নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯৪. ইস্ট ছত্রাক কোন খাবার দ্রুত নষ্ট করে ফেলে?
Ο ক) ফলের রস
Ο খ) গোল আলু
Ο গ) কুমড়া
Ο ঘ) মিষ্টি আলু
সঠিক উত্তর: (ক)
৩৯৫. লৌহের প্রাণিজ উৎস হচ্ছে- i. পনির ii. মাংস iii. মাছ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৯৬. পূর্ণবয়স্ক মহিলার দৈনিক সুষম খাদ্য তালিকায় কত গ্রাম চাল থাকা উচিত?
Ο ক) ৪৪
Ο খ) ৫৮
Ο গ) ৮৮
Ο ঘ) ১১৬
সঠিক উত্তর: (ক)
৩৯৭. কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়?
Ο ক) আঙুর
Ο খ) কলা
Ο গ) ধান
Ο ঘ) ফ্রুকটোজ
সঠিক উত্তর: (ঘ)
৩৯৮. দাঁত ও মাড়ি শক্ত রাখে কোন ভিটামিন?
Ο ক) বি-২
Ο খ) বি-১
Ο গ) সি
Ο ঘ) এ
সঠিক উত্তর: (গ)
৩৯৯. কোন ভিটামিনের অভাবে রক্তশূণ্যতা দেখা দেয়?
Ο ক) রাইবোফ্ল্যঅভিন
Ο খ) নিয়াসিন
Ο গ) পিরিডক্সিন
Ο ঘ) কোবালামিন
সঠিক উত্তর: (ঘ)
৪০০. প্রাণিদেহে পানি রয়েছে শতকরা-
Ο ক) ২০-৩০ ভাগ
Ο খ) ৪০-৫০ ভাগ
Ο গ) ৫০-৬০ ভাগ
Ο ঘ) ৬০-৭৫ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. ভিটামিন ডি এর উৎস কোনটি?
Ο ক) ডিমের কুসুম
Ο খ) গাজর
Ο গ) ফুলকপি
Ο ঘ) লেটুস পাতা
সঠিক উত্তর: (ক)
৩৫২. পুষ্টির ইংরেজি শব্দ কী?
Ο ক) Nutriceae
Ο খ) Nuclear
Ο গ) Nutrtion
Ο ঘ) Nucleus
সঠিক উত্তর: (গ)
৩৫৩. কোন খনিজ পদার্থটির অভাবে রক্ত তঞ্চনে বিঘ্ন ঘটে?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) পটাসিয়াম
Ο গ) শক্তি উৎপাদনে
Ο ঘ) রোগ প্রতিরোধে
সঠিক উত্তর: (খ)
৩৫৪. পাম তেল কোন ভিটামিন এর উত্তম উৎস?
Ο ক) ভিটামিন-ই
Ο খ) ভিটামিন-ডি
Ο গ) ভিটামিন-সি
Ο ঘ) ভিটামিন-কে
সঠিক উত্তর: (ক)
৩৫৫. বমিভাব দেখা দেয় কোনটির অভাবে?
Ο ক) থায়ামিন
Ο খ) রাইবোফ্ল্যাভিন
Ο গ) ভিটামিন-সি
Ο ঘ) পিরিডক্সিন
সঠিক উত্তর: (ঘ)
৩৫৬. ১০০ গ্রাম ওজেনের শোল মাছ থেকে কী পরিমাণের শক্তি পাওয়া যায়?
Ο ক) ৯৪ ক্যালরি
Ο খ) ১৭৩ ক্যালরি
Ο গ) ১৭৬ ক্যালরি
Ο ঘ) ২৭৬ ক্যালরি
সঠিক উত্তর: (গ)
৩৫৭. শর্করার পুষ্টিগত গুরুত্ব হলো-
i. শর্করা দহনে ৪.১ কিলোক্যালরি শক্তি উৎপন্ন করে
ii. শর্করা থোকে লিপিড ও প্রোটিন সংশ্লেষ হয়
iii. নিউক্লিয় এসিড গঠনে অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫৮. কোষের নিউক্লিয় অ্যাসিড হচ্ছে- i. DNA ii. RNA iii. ATP নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৫৯. আমাদের দেহে কোন খাবারকে প্রধান হিসেবে বিবেচনা করা হয়?
Ο ক) সকালের
Ο খ) দুপুরের
Ο গ) বিকালের
Ο ঘ) রাতের
সঠিক উত্তর: (খ)
৩৬০. নিচের কোনট ড্রাগ আসক্তির কারণ?
Ο ক) অপরিচ্ছন্ন থাকা
Ο খ) মানসিক যন্ত্রণা লাঘব করার জন্য
Ο গ) খেলাধুলা
Ο ঘ) পড়াশুনা
সঠিক উত্তর: (খ)
৩৬১. ভিটামিন 'A' এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কোন রোগটি হয়ে থাকে?
Ο ক) রাতকানা
Ο খ) জেরপথ্যালমিয়া
Ο গ) অ্যানিমিয়া
Ο ঘ) কোয়াশিয়রকর
সঠিক উত্তর: (খ)
৩৬২. শরীরের পানি শতকরা কত ভাগ কমে গেলে সংজ্ঞা লোপ পায়?
Ο ক) ৮
Ο খ) ৫
Ο গ) ২
Ο ঘ) ১০
সঠিক উত্তর: (ঘ)
৩৬৩. দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ কোনটি ছাড়া চলতে পারে না?
Ο ক) পানি
Ο খ) লৌহ
Ο গ) ক্যালসিয়াম
Ο ঘ) গ্লুকোজ
সঠিক উত্তর: (ক)
৩৬৪. জেরপৃথ্যালমিয়া কী ধরনের রোগ?
Ο ক) পাকস্থলীর আলসার
Ο খ) চোখের কর্নিয়ার আলসার
Ο গ) রক্তশূণ্যতা
Ο ঘ) মেরাসমাসের প্রাথমিক পর্যায়
সঠিক উত্তর: (খ)
৩৬৫. ভিটামিন 'E' এর প্রধান উৎস কী?
Ο ক) শাক-সবজি
Ο খ) ডিমের কুসুম
Ο গ) মটরশুটি
Ο ঘ) তুলা বীজের তেল
সঠিক উত্তর: (ক)
৩৬৬. একমাত্র প্রাণিজ উৎস থেকে পাওয়া যায়-
i. ভিটামিন 'A'
ii. ভিটামিন 'D'
iii. ভিটামিন 'K'
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৬৭. অস্থি ও দাঁতের গঠন শক্ত রাখতে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) ফসফরাস
Ο গ) লৌহ
Ο ঘ) ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: (ক)
৩৬৮. ১০০ গ্রাম মুরগির মাংসের শক্তিমূল্য কত?
Ο ক) ১০৯ ক্যালরি
Ο খ) ১১৮ ক্যালরি
Ο গ) ২৫.৯ ক্যালরি
Ο ঘ) ১৭৬ ক্যালরি
সঠিক উত্তর: (ক)
৩৬৯. ছোলা কোন শ্রেণির খাদ্য?
Ο ক) মাংস
Ο খ) সবজি ও ফল
Ο গ) দুধ
Ο ঘ) শস্যদানা
সঠিক উত্তর: (ক)
৩৭০. ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হয় কোনটির অভাবে?
Ο ক) ভিটামিন-সি
Ο খ) ভিটামিন-এ
Ο গ) ভিটামিন-ডি
Ο ঘ) ভিটামিন-ই
সঠিক উত্তর: (খ)
৩৭১. খাদ্যে ভিটামিন B কমপ্লেক্সের উপস্থিতি অতি আবশ্যক কারণ-
i. পেলেগ্রা রোগ হতে রক্ষা করে
ii. রক্তশূন্যতা থেকে রক্ষা করে
iii. অ্যানিমিয়া থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭২. কোনটি দৈহিক ওজনের কতভাগ পানি?
Ο ক) ৪৫-৬০ %
Ο খ) ৬০-৭৫ %
Ο গ) ৭৫-৮০ %
Ο ঘ) ৮০-৮৫%
সঠিক উত্তর: (খ)
৩৭৩. কোনটি প্রাণিজ আমিষের উদাহরণ?
Ο ক) ডাল
Ο খ) বাদাম
Ο গ) ছানা
Ο ঘ) মটরশুঁটি
সঠিক উত্তর: (গ)
৩৭৪. তামাকে কোন বিষাক্ত পদার্থটি উপস্থিত?
Ο ক) থায়ামিন
Ο খ) নিয়াসিন
Ο গ) কোবালামিন
Ο ঘ) নিকোটিন
সঠিক উত্তর: (ঘ)
৩৭৫. জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয়-
Ο ক) পরিপাকের দ্বারা
Ο খ) উৎসেচক দ্বারা
Ο গ) আলোর দ্বারা
Ο ঘ) তাপের দ্বারা
সঠিক উত্তর: (খ)
৩৭৬. কোনটি কারণে ত্বকে রঞ্জক পদার্থ জমতে শুরু হয়?
Ο ক) পেলেগ্রা রোগ
Ο খ) রক্তশূণ্যতা
Ο গ) অ্যানিমিয়া চোখ
Ο ঘ) জন্ডিস
সঠিক উত্তর: (ক)
৩৭৭. প্রাণিজ স্নেহ পদার্থের উৎস কোনটি?
Ο ক) বাদাম
Ο খ) পনির
Ο গ) সরিষা
Ο ঘ) মুরগির যকৃৎ
সঠিক উত্তর: (খ)
৩৭৮. কোন গাছের পাতা শুকিয়ে তামাক তৈরি হয়?
Ο ক) Adhatoda vasica
Ο খ) Nicotiana tabacum
Ο গ) Melia azaditachta
Ο ঘ) Dutura metel
সঠিক উত্তর: (খ)
৩৭৯. কোনটি পানির কাজ?
Ο ক) অস্থি ও দাঁত গঠনে সাহায্য করে
Ο খ) খাদ্য পরিপাক ও পরিশোষণে সাহায্য করে
Ο গ) রক্ত তঞ্চন প্রক্রিয়ায় সাহায্য করে
Ο ঘ) রোগ প্রতিরোধে সাহায্য করে
সঠিক উত্তর: (খ)
৩৮০. একজন প্রাপ্তবয়স্ক ব্যাক্তির দৈনিক চাহিদা তার দৈহিক ওজনের প্রতি কিলোগ্রামের জন্য-
Ο ক) ২ গ্রাম
Ο খ) ১ গ্রাম
Ο গ) ৩ গ্রাম
Ο ঘ) ৫ গ্রাম
সঠিক উত্তর: (খ)
৩৮১. গর্ভবতী স্ক্রীলোকের প্রত্যহ কতটুকু ক্যালসিয়াম দরকার?
Ο ক) ১০০০ mg
Ο খ) ২০০০ mg
Ο গ) ৩০০০ mg
Ο ঘ) ৪০০০ mg
সঠিক উত্তর: (ক)
৩৮২. বয়সন্ধিকালের তরুণদের সুষম খাদ্যের সবকয়টি উপাদানই দরকার হয় কারণ তারা-
Ο ক) খেলাধুলা করা
Ο খ) দ্রুত বড় হয়
Ο গ) বেশি সক্রিয় থাকে
Ο ঘ) প্রচুর পড়াশুনা করে
সঠিক উত্তর: (খ)
৩৮৩. নিচের কোনটি মাদকাসক্তির উল্লেখযোগ্য লক্ষণ?
Ο ক) সবসময় অগোছালোভাব
Ο খ) পরিচ্ছন্ন থাকা
Ο গ) লেখাপড়ায় মনোযোগী
Ο ঘ) কর্মমুখী হওয়া
সঠিক উত্তর: (ক)
৩৮৪. আমিষ সম্পর্কে তথ্য হলো-
i. এটি অ্যামিনো এসিডের জটিল যৌগ
ii. প্রাণিদেহে পাওয়া যায়
iii. দেহ গঠনকারী খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮৫. উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় প্রকার?
Ο ক) ৩ প্রকার
Ο খ) ২ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (খ)
৩৮৬. কোনটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে?
Ο ক) পানি
Ο খ) লৌহ
Ο গ) আমিষ
Ο ঘ) ভিটামিন
সঠিক উত্তর: (ক)
৩৮৭. ১০০ গ্রাম চিংড়ি মাছে কী পরিমাণ প্রোটিন থাকে?
Ο ক) ২১.৮ গ্রাম
Ο খ) ২১.৯ গ্রাম
Ο গ) ১৯.২ গ্রাম
Ο ঘ) ১৯.১ গ্রাম
সঠিক উত্তর: (ঘ)
৩৮৮. Propionic acid এর লবণ ব্যবহার করে কোনটিকে সংরক্ষণ করা হয়?
Ο ক) বেকারি সামগ্রী
Ο খ) সস
Ο গ) মাছ
Ο ঘ) শাকসবজি
সঠিক উত্তর: (ক)
৩৮৯. খাদ্যে শর্করার অভাব হলে কোন কর্মশক্তি উৎপন্ন করে-
Ο ক) অক্সিজেন
Ο খ) মনোস্যাকারাইড
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) গ্লাইকোজেন
সঠিক উত্তর: (ঘ)
৩৯০. কোন ভিটামিনের অভাবে চোখে ছানি পড়ে?
Ο ক) রিবোফ্ল্যাভিন
Ο খ) থায়ামিন
Ο গ) কোবালামিন
Ο ঘ) নিয়াসিন
সঠিক উত্তর: (ক)
৩৯১. দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাবে দেহের-
i. সঞ্চিত প্রোটিন বৃদ্ধির প্রাপ্ত হয়
ii. সঞ্চিত প্রোটিন ক্ষয়প্রাপ্ত হয়
iii. ওজন হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৯২. ভিটামিন 'E' এর উত্তম উৎস কোনটি?
Ο ক) সূর্য বীজের তেল
Ο খ) এন্টি অক্সিডেন্ট
Ο গ) এন্টিজেন তৈরি করে
Ο ঘ) রেটিনায় আলসার সৃষ্টিকারী
সঠিক উত্তর: (খ)
৩৯৩. দেহ পরিপোষক খাদ্য হচ্ছে- i. প্রোটিন ii. শর্করা iii. ফ্যাট নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯৪. ইস্ট ছত্রাক কোন খাবার দ্রুত নষ্ট করে ফেলে?
Ο ক) ফলের রস
Ο খ) গোল আলু
Ο গ) কুমড়া
Ο ঘ) মিষ্টি আলু
সঠিক উত্তর: (ক)
৩৯৫. লৌহের প্রাণিজ উৎস হচ্ছে- i. পনির ii. মাংস iii. মাছ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৯৬. পূর্ণবয়স্ক মহিলার দৈনিক সুষম খাদ্য তালিকায় কত গ্রাম চাল থাকা উচিত?
Ο ক) ৪৪
Ο খ) ৫৮
Ο গ) ৮৮
Ο ঘ) ১১৬
সঠিক উত্তর: (ক)
৩৯৭. কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়?
Ο ক) আঙুর
Ο খ) কলা
Ο গ) ধান
Ο ঘ) ফ্রুকটোজ
সঠিক উত্তর: (ঘ)
৩৯৮. দাঁত ও মাড়ি শক্ত রাখে কোন ভিটামিন?
Ο ক) বি-২
Ο খ) বি-১
Ο গ) সি
Ο ঘ) এ
সঠিক উত্তর: (গ)
৩৯৯. কোন ভিটামিনের অভাবে রক্তশূণ্যতা দেখা দেয়?
Ο ক) রাইবোফ্ল্যঅভিন
Ο খ) নিয়াসিন
Ο গ) পিরিডক্সিন
Ο ঘ) কোবালামিন
সঠিক উত্তর: (ঘ)
৪০০. প্রাণিদেহে পানি রয়েছে শতকরা-
Ο ক) ২০-৩০ ভাগ
Ο খ) ৪০-৫০ ভাগ
Ο গ) ৫০-৬০ ভাগ
Ο ঘ) ৬০-৭৫ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Science