এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১: উন্নততর জীবনধারা (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১: উন্নততর জীবনধারা (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২৫১. চিনি ও লবণের ঘন দ্রবণ জীবাণুদের কোন প্রক্রিয়ায় অণুজীবগুলোকে ধ্বংস করে?
Ο ক) ব্যাপন
Ο খ) অভিস্রবণ
Ο গ) প্রস্বেদন
Ο ঘ) বহিঃঅভিস্রবণ
 সঠিক উত্তর: (ঘ)

২৫২. কোনটি টমেটোর সসকে দ্রুত নষ্ট করে ফেলে?
Ο ক) ইস্ট
Ο খ) পেনিসিলিন
Ο গ) ব্যাকটেরিয়া
Ο ঘ) ভাইরাস
 সঠিক উত্তর: (ক)

 ২৫৩. কোনটি খাদ্যের মুখ্য উপাদান?
Ο ক) ভিটামিন
Ο খ) শর্করা
Ο গ) পানি
Ο ঘ) খনিজ লবণ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৪. জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) আত্তীকরণ
Ο খ) পরিপাক
Ο গ) ‌শ্বসন
Ο ঘ) প্রস্বেদন
 সঠিক উত্তর: (খ)

 ২৫৫. সূর্যালোকের অতিবেগুণি রশ্মির সহায়তায় মানুষের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়?
Ο ক) ভিটামিন 'A'
Ο খ) ভিটামিন 'C'
Ο গ) ভিটামিন 'D'
Ο ঘ) ভিটামিন 'E'
 সঠিক উত্তর: (গ)

 ২৫৬. সুষম খাদ্যের তালিকায় থাকা প্রয়োজন-
i. দেহর্গঠনকারী খাদ্য
ii. শক্তি ও তাপ সরবরাহকারী খাদ্য
iii. প্রতিরক্ষামূলক খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৭. দেহে কোনটির পরিমাণ কমে গেল রক্তশূণ্যতা রোগ হয়?
Ο ক) কোবালামিন
Ο খ) পিরিডক্সিন
Ο গ) হিমোগ্লোবিন
Ο ঘ) ইসুলিন
 সঠিক উত্তর: (গ)

 ২৫৮. দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচক হলো-
Ο ক) BME
Ο খ) BSI
Ο গ) MBI
Ο ঘ) BMI (Body Mass Index)
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৯. প্রত্যেক মানুসের কমপক্ষে দৈনিক কতঘন্টা ঘুমের প্রয়োজন?
Ο ক) 4
Ο খ) 6
Ο গ) 10
Ο ঘ) 12
 সঠিক উত্তর: (খ)

 ২৬০. মানসিক অবসাদ ও ক্লান্তি কোন ভিটামিনের অভাজনিত লক্ষণ?
Ο ক) রিবোফ্ল্যাভিন
Ο খ) থায়ামিন
Ο গ) পিরিডক্সিন
Ο ঘ) কোবালামিন
 সঠিক উত্তর: (খ)

 ২৬১. স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে-
i. ভিটামিন-ডি
ii. ভিটামিন-ই
iii. ভিটামিন-কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর:

 ২৬২. ত্বক, হাড়, দাঁত ইত্যাদির কোষসমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথুনি প্রদান করে-
Ο ক) শর্করা
Ο খ) আমিষ
Ο গ) ভিটামিন সি
Ο ঘ) ভিটামিন ই
 সঠিক উত্তর: (গ)

 ২৬৩. প্রতি গ্রাম শর্করা জারণে কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়?
Ο ক) ৩.১
Ο খ) ৪.১
Ο গ) ৫.১
Ο ঘ) ৬.১
 সঠিক উত্তর: (খ)

 ২৬৪. খাদ্যের সহায়ক উপাদান হচ্ছে- i. শর্করা ii. ভিটামিন iii. খনিজ লবণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৬৫. ভিটামিন 'A' ক্যপসুল খেয়ে কোন রোগ নিরাময় করা যায়?
Ο ক) আলসার
Ο খ) অ্যাানিমিয়া
Ο গ) রাতকানা
Ο ঘ) মেরাসমাস
 সঠিক উত্তর: (গ)

 ২৬৬. ধুমপানের ফলে নিচের কোন রোগটি হয়?
Ο ক) পোলিও
Ο খ) আমাশয়
Ο গ) ফুসফুসে ক্যান্সার
Ο ঘ) জন্ডিস
 সঠিক উত্তর: (গ)

 ২৬৭. ফল পাকাতে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হচ্ছে?
Ο ক) পটাসিয়াম
Ο খ) ক্যালসিয়াম কার্বাইড
Ο গ) সোডিয়াম ফসফেট
Ο ঘ) নাইট্রিক এসিড
 সঠিক উত্তর: (খ)

 ২৬৮. শিশু এবং বাড়ন্ত বালক-বালিকাদের প্রতি কেজি দৈহিক ওজনে কী পরিমাণ প্রোটিন গ্রহণে সুপারিশ করা হয়েছে?
Ο ক) ২-৩ গ্রাম
Ο খ) ৩-৪ গ্রাম
Ο গ) ২-৪ গ্রাম
Ο ঘ) ১-৩ গ্রাম
 সঠিক উত্তর: (খ)

 ২৬৯. একজন প্রাপ্তবয়স্ক পুরুষের রক্তে লৌহের প্রয়োজন-
Ο ক) ২৮ gm
Ο খ) ১২ gm
Ο গ) ৯ gm
Ο ঘ) ১০ gm
 সঠিক উত্তর: (গ)

 ২৭০. স্নায়ু ও মস্তিষ্কের কাজ, প্রজনন সম্পন্ন করার জন্য খাদ্য কোনটির উপস্থিতি অতি আবশ্যক?
Ο ক) ভিটামিন 'A'
Ο খ) ভিটামিন B কমপ্লেক্স
Ο গ) নিয়াসিন
Ο ঘ) থায়ামিন
 সঠিক উত্তর: (খ)

 ২৭১. কোন শর্করাটি প্রাণিজ উৎস?
Ο ক) দুধ
Ο খ) শাক-সবজি
Ο গ) পেপে
Ο ঘ) ভুট্টা
 সঠিক উত্তর: (ক)

 ২৭২. ধূমপানে ফলে মানবদেহে যে ধরনের রোগ হয়-
i. ফুসফুসে ক্যান্সার
ii. ল্যারিংক্স
iii. অ্যানিমিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৭৩. ভিটামিন-সি এর অভাবে-
i. অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না
ii. ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়
iii. দাঁতের মাড়ি ফুলে দাঁতের এনামেল উঠে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৪. গর্ভবতী স্ক্রী লোকের প্রত্যহ ক্যালসিয়াম প্রয়োজন-
Ο ক) ৬০০-৮০০ gm
Ο খ) ৮০০-১০০০ gm
Ο গ) ১০০০ gm
Ο ঘ) ১২০০ gm
 সঠিক উত্তর: (গ)

 ২৭৫. সবচেয়ে মারাত্মক ড্রাগ কোনটি?
Ο ক) আফিম
Ο খ) হেরোইন
Ο গ) ম্যারিজুয়ানা
Ο ঘ) কোকেন
 সঠিক উত্তর: (খ)

 ২৭৬. একজন ৫৭ কেজি ওজনকারী ব্যক্তির প্রোটিন চাহিদা হবে-
Ο ক) ১০০ গ্রাম
Ο খ) ৮০ গ্রাম
Ο গ) ৫৭ গ্রাম
Ο ঘ) ৭৫ গ্রাম
 সঠিক উত্তর: (গ)

 ২৭৭. ভিটামিন 'D' এর আধিক্যের কারণে বৃক্ক, হৃৎপিন্ড ও ধমনিতে কোনটি জমা হতে থাকে?
Ο ক) ফসফরাস
Ο খ) ক্যালসিয়াম
Ο গ) পটাসিয়াম
Ο ঘ) লৌহ
 সঠিক উত্তর: (খ)

 ২৭৮. HIV এক ধরনের-
Ο ক) ছত্রাক
Ο খ) রক্তকণিকা
Ο গ) বিশেষ ভাইরাস
Ο ঘ) ব্যাকটেরিয়া
 সঠিক উত্তর: (গ)

 ২৭৯. কো-এনজাইম মূলত কী?
Ο ক) প্রোটিন
Ο খ) নন প্রোটিন
Ο গ) ফ্রাট
Ο ঘ) কার্বহাইড্রেট
 সঠিক উত্তর: (খ)

 ২৮০. চর্বি কী?
Ο ক) সম্পৃক্ত ফ্যাটি এসিড
Ο খ) অসম্পৃক্ত ফ্যাটি এসিড
Ο গ) সাইট্রিক এসিড
Ο ঘ) পাইরুভিক এসিড
 সঠিক উত্তর: (ক)

 ২৮১. রাফেজ হচ্ছে শস্যদানা, ফল, সবজির অপাচ্য তন্তুময় অংশ। এর ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) দেহে চর্বির পরিমাণ বৃদ্ধি করে
Ο খ) স্থূলতা বৃদ্ধি করে
Ο গ) ক্ষুধার প্রবণতা বাড়ায়
Ο ঘ) হৃদরোগ প্রতিরোধ করে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮২. মাদকাসক্ত ব্যক্তির মধ্যে কোন লক্ষণ প্রকাশ পায়?
Ο ক) কর্মবিমুখ ও হতাশা
Ο খ) চুল পড়ে যাওয়া
Ο গ) রক্তশূণ্যতা
Ο ঘ) মুখে ক্ষত সৃষ্টি হওয়া
 সঠিক উত্তর: (ক)

 ২৮৩. রিবোফ্ল্যাভিন ভিটামিন উপস্থিত-
Ο ক) মাছে
Ο খ) আটায়
Ο গ) সবুজ-শাক-সবজিতে
Ο ঘ) ডালে
 সঠিক উত্তর: (গ)

 ২৮৪. ড্রাগের উপর কোন ব্যাক্তির আসক্তি জন্মাতে পারে-
i. হতাশা ও দূর করার জন্যে
ii. পারিবারিক অশান্তির জন্যে
iii. অধিক লেখাপড়া করার জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮৫. মানবদেহে স্নেহে পদার্থের কাজ-
i. সর্বাধিক তাপ ও শক্তি উৎপন্ন করে
ii. দেহের পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে
iii. চর্মরোগ প্রতিরোধ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৬. স্থূল দেহের অধিকারীদের BMI-
Ο ক) ২০-২৫
Ο খ) ১৯-২৩
Ο গ) ২৫ এর অধিক
Ο ঘ) ৩০ এর অধিক
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৭. কবুতরের পেশির মাংসে কোনটি থাকে?
Ο ক) ফ্রুকটোজ
Ο খ) অক্সিজেন
Ο গ) কাবোর্হাইড্রেট
Ο ঘ) গ্লাইকোজেন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৮. খনিজ লবণের কাজ হলো-
i. দেহের গঠন উপাদান অংশ নেয়
ii. পেশি সংকোচনে সহায়তা করে না
iii. বিভিন্ন এনজাইম সক্রিয় রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৮৯. দেহের স্বাভাবিক গঠন ও বর্ধন সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে কোনটি?
Ο ক) ভিটামিন-ডি
Ο খ) ভিটামিন-এ
Ο গ) ভিটামিন-সি
Ο ঘ) ভিটামিন-কে
 সঠিক উত্তর: (খ)

 ২৯০. অস্থি ও দাঁত গঠন করা কোনটির প্রধান কাজ?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) লৌহ
Ο গ) ফসফরাস
Ο ঘ) ম্যাগনেসিয়াম
 সঠিক উত্তর: (গ)

 ২৯১. লবণের দ্রবণকে কী বলে?
Ο ক) ব্রাইন
Ο খ) ব্রেইন
Ο গ) ক্রেইন
Ο ঘ) ব্রাউন
 সঠিক উত্তর: (ক)

 ২৯২. ধূমপান ও তামাকজাত পদার্থের নিয়ন্ত্রণে-
i. সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে
ii. তামাক দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করতে হবে
iii. যত্রতত্র ধুমপান করা নিষিদ্ধ করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৯৩. রক্তের একটি প্রধান উপাদান-
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) লৌহ
Ο গ) ফসফরাস
Ο ঘ) নাইট্রোজেন
 সঠিক উত্তর: (খ)

 ২৯৪. ফল দ্রুত পাকাতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) Ripen
Ο খ) Ethylene
Ο গ) Ripen & Ethylene
Ο ঘ) Sodium benzoate
 সঠিক উত্তর: (গ)

 ২৯৫. নিচের কোনটি থেকে ভিটামিন-সি প্রচুর পরিমাণে পাওয়া যায়?
Ο ক) পনির
Ο খ) কাঁঠাল
Ο গ) কলমিশাক
Ο ঘ) মুলাশাক
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৬. খাদ্যের সহায়ক উপাদান হচ্ছে- i. প্রোটিন ii. খনিজ লবণ iii. ফ্যাট নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৯৭. ঘি, মাখন, বিভিন্ন ধরনের তেল, যথা-বাদাম, সরিষা, ইত্যাদি প্রথম শ্রেণির স্নেহজাতীয় খাদ্য। কারণ-
Ο ক) এতে শতকরা ১০০ ভাগ স্নেহ পদার্থ থাকে
Ο খ) এতে শতকরা ৮০-৯০ ভাগ স্নেহ পদার্থ থাকে
Ο গ) এতে শতকরা ৬০-৭০ ভাগ স্নেহ পদার্থ থাকে
Ο ঘ) এতে কোনো প্রকার স্নেহ পদার্থ থাকে না
 সঠিক উত্তর: (ক)

 ২৯৮. রাফেজ প্রতিরোধ করে- i. কোষ্ঠকাঠিন্য ii. হৃদরোগ iii. ডায়াবেটিস নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৯৯. শর্করা দহনে কী পরিমাণে শক্তি উৎপন্ন হয়?
Ο ক) ২.৬ কিলোক্যালরি
Ο খ) ৪.২ কিলোক্যালরি
Ο গ) ৪.১ কিলোক্যালরি
Ο ঘ) ৩.৮ কিলোক্যালরি
 সঠিক উত্তর: (গ)

 ৩০০. ফুসফুসে ক্যান্সার দেখা দেওয়ার কত দিনের মধ্যে রোগী মৃত্যুবরণ করে?
Ο ক) ৮-১২ মাস
Ο খ) ২-৫ বছর
Ο গ) ৪ বছর
Ο ঘ) ৫ বছর
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post