এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১: উন্নততর জীবনধারা (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১: উন্নততর জীবনধারা (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. ফুলের মধুতে পাওয়া যায় কোনটি?
Ο ক) গ্লুকোজ
Ο খ) ফ্রুকটোজ
Ο গ) সুক্রোজ
Ο ঘ) ল্যাকটোজ
 সঠিক উত্তর: (খ)

 ১৫২. কোনটি দেহের পুষ্টি সাধন করে?
Ο ক) খাদ্য
Ο খ) ভিটামিন
Ο গ) গ্লুকোজ
Ο ঘ) খনিজ লবণ
 সঠিক উত্তর: (ক)

 ১৫৩. স্নেহে দ্রবণীয় ভিটামিন হলো-
i.ভিটামিন 'B' কমপ্লেক্স
ii.ভিটামিন 'C'
iii.ভিটামিন 'A'
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৫৪. ছাগলের দুধে কোন জাতীয় শর্করা থাকে?
Ο ক) গ্লুকোজ
Ο খ) শ্বেতসার
Ο গ) ল্যাকটোজ
Ο ঘ) ফ্রুকটোজ
 সঠিক উত্তর: (গ)

 ১৫৫. ভিটামিন D এর ক্ষেত্রে প্রযোজ্য-
i. মানুষের ত্বকে সংশ্লেষিত হয়
ii. ডিমের কুসুম, দুধ ও মাখন এর প্রধান উৎস
iii. তৈলাক্ত মাছে ভিটামিন D পাওয়া যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৬. ভিটামিন 'C' এর অভাব পূরণ করতে আমাদের প্রয়োজন-
Ο ক) প্রতিদিন টক জাতীয় খাদ্য গ্রহণ করা
Ο খ) খাদ্যে শর্করা পরিমাণ বাড়িয়ে দেওয়া
Ο গ) প্রতিদিন দুধ পান করা
Ο ঘ) মাছ ও মাংস খাওয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৫৭. আমে থাকে- i. ফ্রুকটোজ ii. সুক্রোজ iii. সেলুলোজ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৫৮. ত্বক, হাঁড়, দাঁত ইত্যাদির কোষসমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথুনি প্রদান করে-
Ο ক) শর্করা
Ο খ) স্নেহ পদার্থ
Ο গ) ভিটামিন 'C'
Ο ঘ) পাইরিডক্সিন
 সঠিক উত্তর: (গ)

 ১৫৯. লৌহের উদ্ভিজ্জ উৎস কোনটি?
Ο ক) মাছ
Ο খ) নিমপাতা
Ο গ) মাংস
Ο ঘ) যকৃৎ
 সঠিক উত্তর: (খ)

 ১৬০. শর্করা যেসব খাদ্য উপাদান গ্রহণে সহায়তা করে সেগুলো হচ্ছে-
i. খজিন লবণ
ii. আমিষ
iii. ভিটামিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬১. থায়ামিন (B1) এর অভাবজনিত রোগ হলো-
i. স্নায়ুর দুর্বলতা
ii. মুখে ও জিবে ঘা
iii. ওজনহীনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৬২. কোনটি দেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য অতি আবশ্যক?
Ο ক) প্রাণিজ প্রোটিন
Ο খ) উদ্ভিজ্জ প্রোটিন
Ο গ) স্নেহ পদার্থ
Ο ঘ) কার্বোহাইড্রেট
 সঠিক উত্তর: (গ)

 ১৬৩. ১০০ গ্রাম ভেটকি মাছের শক্তিমূল্য কত?
Ο ক) ১৪.৬ ক্যালরি
Ο খ) ৬৭ ক্যালরি
Ο গ) ৭৯ ক্যালরি
Ο ঘ) ১১১ ক্যালরি
 সঠিক উত্তর: (গ)

 ১৬৪. জীবকে জীবনীশক্তি প্রদান করে কোনটি?
Ο ক) তাপ
Ο খ) আলো
Ο গ) পানি
Ο ঘ) খাদ্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৫. কোনটি স্নেহ জাতীয় খাদ্যের উৎস?
Ο ক) আখ
Ο খ) মটর
Ο গ) মিষ্টি কুমড়া
Ο ঘ) চিনাবাদাম
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৬. গর্ভবতী মহিলাদের দেহে দৈনিক থায়ামিনের চাহিদা কত?
Ο ক) ১.২-১.৫ মিলিগ্রাম
Ο খ) ১.৫-১.৭ মিলিগ্রাম
Ο গ) ০.৫-০.৭ মিলিগ্রাম
Ο ঘ) ১.৩-১.৮ মিলিগ্রাম
 সঠিক উত্তর: (খ)

 ১৬৭. উৎপত্তিগতভাবে আমিষ কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ১৬৮. মাদকাসক্তির পরিবেশগত কারণ কোনটি?
Ο ক) বেকারত্ব
Ο খ) অল্প বয়সে স্কুলে যা্ওয়া
Ο গ) ভালো সহচর্য
Ο ঘ) পড়াশুনা ভাল করা
 সঠিক উত্তর: (খ)

 ১৬৯. একজন গর্ভবতী স্ত্রী ও দুগ্ধদাতা মায়ের দেহে লৌহের প্রয়োজন-
Ο ক) ৮-১০ gm
Ο খ) ১২-১৪ gm
Ο গ) ১০ gm
Ο ঘ) ১২ gm
 সঠিক উত্তর: (গ)

 ১৭০. সকল প্রকার পরিবেশে জীবনকে মানিয়ে চলাই জীবনের-
Ο ক) সাফল্য
Ο খ) কৃতিত্ব
Ο গ) ফল
Ο ঘ) ধর্ম
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭১. ভিটামিন-ই এর উল্লেখযোগ্য উৎস হচ্ছে-
i. লেটুস পাতা
ii. সূর্যমুখী বীজের তেল
iii. মাখন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭২. ক্যালসিয়ামের অভাবে বয়স্ক মহিলাদের কী রোগ হয়?
Ο ক) রিকেটস
Ο খ) অস্টিওম্যালেসিয়া
Ο গ) ম্যারাসমাস
Ο ঘ) অ্যানিমিয়া
 সঠিক উত্তর: (খ)

 ১৭৩. সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন পাওয়া যায় কোনটি থেকে?
Ο ক) শিং মাছ
Ο খ) ডিম
Ο গ) দুধ
Ο ঘ) রুই মাছ
 সঠিক উত্তর: (ক)

 ১৭৪. অধিক পুষ্টিমূল্য বিশিষ্ট প্রোটিন জাতীয় খাদ্য-
i. ডাল, সয়াবনি
ii. মটরশুটি বীজ, ভুট্টা
iii. পালংশাক, নটেশাক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৫. সূর্যালোকের অতিবেগুণি রশ্নির সহায়তার মানুষের ত্বকে কোন ভিটামিন সংশোষিত হয়?
Ο ক) ভিটামিন সি
Ο খ) ভিটামিন এ
Ο গ) ভিটামিন ডি
Ο ঘ) ভিটামিন ই
 সঠিক উত্তর: (গ)

 ১৭৬. কোন গঠনে সহায়তকারী ভিটামিন কোনটি?
Ο ক) ভিটামিন এ
Ο খ) ভিটামিন সি
Ο গ) ভিটামিন ডি
Ο ঘ) ভিটামিন ই
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৭. কোনটির শক্তিমূল্য সবচেয়ে বেশি?
Ο ক) গরুর দুধ
Ο খ) দুই
Ο গ) শিং
Ο ঘ) ইলিশ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৮. কোনটি প্রাণিজ স্নেহ?
Ο ক) পাম
Ο খ) পনির
Ο গ) নারকেল
Ο ঘ) তিসি
 সঠিক উত্তর: (খ)

 ১৭৯. সুষম খাদ্যে প্রয়োজনীয় উপাদানগুলো উপযৃুক্ত পরিমাপে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ নয়?
Ο ক) যৌন পার্থক্য
Ο খ) দৈহিক অবস্থা
Ο গ) শ্রমের পরিমাণ
Ο ঘ) শারীরিক প্রতিবন্ধকতা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮০. মাদক আসক্তি নিয়ন্ত্রেণে কী পদক্ষেপ নেয়া উচিত?
Ο ক) মাদক সেবন, বিক্রয় বন্ধ করা
Ο খ) প্রতিবছর জরিপ করা
Ο গ) গণশিক্ষার ব্যবস্থা করা
Ο ঘ) সামাজিক মেলামেশা বন্ধ করা
 সঠিক উত্তর: (ক)

 ১৮১. শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে সাহায্য করে কোনটি?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) লৌহ
Ο গ) পানি
Ο ঘ) ফসফরাস
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮২. কোনটি অস্থি ও দন্তের একটি প্রধান উপাদান?
Ο ক) লৌহ
Ο খ) ক্যালসিয়াম
Ο গ) ফসফরাস
Ο ঘ) পানি
 সঠিক উত্তর: (খ)

 ১৮৩. ভিটামিন B কমপ্লেক্সের মধ্যে গুরুত্বপূর্ণ-
i. থায়ামিন (B1)
ii. পাইরিডক্সিন (B6)
iii. রিবোফ্ল্যোভিন (B2)
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৪. দেহে ভিটামিন সি এর অভাব পূরণে প্রয়োজন-
Ο ক) প্রদিতিন মাছ মাংস খাওয়া
Ο খ) প্রতিদিন টাটকা টক জাতীয় খাদ্য গ্রহণ
Ο গ) প্রতিদিন দুধ ডিম খাওয়া
Ο ঘ) প্রতিদিন মিষ্টি জাতীয় খাদ্য গ্রহণ
 সঠিক উত্তর: (খ)

 ১৮৫. ভিটামিন 'C' আছে- i. শুকনা ফলে ii. আমলকিতে iii. কাঁচা মরিচে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৮৬. কোনটি প্রাণিজ উৎসে অল্প পরিমাণে থাকে?
Ο ক) ভিটামিন-ই
Ο খ) থায়ামিন
Ο গ) নিকোটিনিক এসিড
Ο ঘ) পিরিডক্সিন
 সঠিক উত্তর: (খ)

 ১৮৭. একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির প্রত্যহ ফসফরাস প্রয়োজন-
Ο ক) ৫ gm
Ο খ) ১০ gm
Ο গ) ৬ gm
Ο ঘ) ৮ gm
 সঠিক উত্তর: (খ)

 ১৮৮. ধুমপানের ফলে-
i. ঠোঁট ও মুখে ক্যান্সার হতে পারে
ii. ব্রংকাইটিস হতে পারে
iii. গলা ও মূত্রথলির ক্যান্সার হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৯. শরীরে ক্যালসিয়ামের অভাব হলে-
i. শিশুদের দাঁত দেরীতে ওঠে
ii. চোখ ফ্যাকাসে হয়ে যায়
iii. অস্টিওম্যালেসিয়া রোগ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯০. স্নেহ পদার্থের ভালো উৎস হচ্ছে-
i. কাজু বাদাম
ii. পেস্তা বাদাম
iii. চিনাবাদাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯১. নিচের কোনটিতে ভিটামিন এ পাওয়া যায়?
Ο ক) গরুর দুধে
Ο খ) বৃক্ক
Ο গ) ছত্রাক
Ο ঘ) মাংস
 সঠিক উত্তর: (ক)

 ১৯২. খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে মাপা হয়-
i. ক্যালরি হিসেবে
ii. জুল হিসেবে
iii. কিলোক্যালরি হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯৩. ১০০ গ্রাম মাগুর মাছে-
i. শক্তির মূল্য হচ্ছে ৮৬ ক্যালরি
ii. শক্তির মূল্য হচ্ছে ৮৬ ক্যালরি
iii. প্রোটিনের পরিমাণ হচ্ছে ১৫ গ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯৪. AIDS কত সালে প্রথম চিন্হিত হয়?
Ο ক) ১৮৮১
Ο খ) ১৮৯৩
Ο গ) ১৯৮১
Ο ঘ) ১৯২৩
 সঠিক উত্তর: (গ)

 ১৯৫. শর্করার স্বল্পতা নিম্বোক্ত কোন উপাদানগুলোর বিয়োজন ত্বরান্বিত করে?
Ο ক) গ্লাইকোজেন, ভিটামিন, চর্বি
Ο খ) আমিষ, চর্বি, সঞ্নিত গ্লাইকোজেন
Ο গ) আমিষ, চর্বি, ভিটামিন
Ο ঘ) সঞ্চিত গ্লাইকোজেন, ভিটামিন, চর্বি
 সঠিক উত্তর: (খ)

 ১৯৬. ভিটামিনের অভাবজনিত রোগ হলো-
i. রাতকানা
ii. বেরিবেরি
iii. পেলেগ্রা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৭. সুষম খাদ্যের পিরামিযে শর্করা স্থান কোনটি?
Ο ক) উপরের স্তরে
Ο খ) নিচু স্তরে
Ο গ) দ্বিতীয় স্তরে
Ο ঘ) তৃতীয় স্তরে
 সঠিক উত্তর: (খ)

 ১৯৮. একজন ব্যাক্তির ওজন ৮০ কেজি হলে তার প্রাত্যহিক প্রোটিন চাহিদা কত হবে?
Ο ক) ৮০ গ্রাম
Ο খ) ১০০ গ্রাম
Ο গ) ৪০ গ্রাম
Ο ঘ) ২০ গ্রাম
 সঠিক উত্তর: (ক)

 ১৯৯. আমাদের দৈনিক খাদ্যে কোন উপাদানটির পরিমাণ সবচেয়ে বেশি?
Ο ক) প্রোটিন
Ο খ) স্নেহ
Ο গ) শর্করা
Ο ঘ) ভিটামিন
 সঠিক উত্তর: (গ)

 ২০০. আমিষের অভাবে কোন রোগটি হয়?
Ο ক) ম্যারাসমাস
Ο খ) কিটোসিস
Ο গ) রিকেটস
Ο ঘ) স্কার্ভি
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post