এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১: উন্নততর জীবনধারা (১০)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ১: উন্নততর জীবনধারা (১০) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৪৫১. লৌহেরপ্রাণিজ উৎস- i. দুধ, পনির ii. মাছ, মাংস iii. ডিম, যকৃত নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৫২. ১০০ গ্রাম ছানা থেকে কী পরিমাণের আমিষ পাওয়া যায়?
Ο ক) ১৮.৩ গ্রাম
Ο খ) ২৬.৫ গ্রাম
Ο গ) ৬.৯ গ্রাম
Ο ঘ) ৩.২ গ্রাম
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৩. অস্ভাভাবিক BMI কোনটি?
Ο ক) ১৯-২৪
Ο খ) ২৫ এর অধিক
Ο গ) ২০-২৫
Ο ঘ) ৩০ এর অধিক
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৪. অপাচ্য প্রকৃতির শর্করা কোনটি?
Ο ক) সেলুলোজ
Ο খ) ফ্রুকটোজ
Ο গ) সুক্রোজ
Ο ঘ) গ্লুকোজ
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৫. গর্ভবতী মহিলাদের সুষম খাদ্য তালিকায় কোন গুলোর আধিক্য থাকা জরুরী?
Ο ক) শ্বেতসার, পানি ও আয়োডিন
Ο খ) প্রোটিন, ভিটামিন ও পানি
Ο গ) প্রোটিন, ক্যালসিয়াম ও আয়োডিন
Ο ঘ) ভিটামিন, পানি ও স্নেহ পদার্থ
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৬. কোনটি লোহিত রক্তকণিকায় সঞ্চিত থাকে?
Ο ক) ফসফরাস
Ο খ) ক্যালসিয়াম
Ο গ) ভিটামিন-বি১২
Ο ঘ) লৌহ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৭. এইচআইভি মানবদেহে সংক্রমিত হতে পারে-
i. আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণের মাধ্যমে
ii. অবৈধ যৌন সম্পর্কের মাধ্যমে
iii. আক্রান্ত মায়ের দুধ পানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৮. চিনি কোনটির উপাদান?
Ο ক) ফ্রুকটোজ
Ο খ) গ্লুকোজ
Ο গ) সেলুলোজ
Ο ঘ) সুক্রোজ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৯. খাদ্য উপাদান আমিষ-
i. অ্যামাইনো এসিডের জটিল যৌগ
ii. উদ্ভিদ ও প্রাণী থেকে পাওয়া যায়
iii. কোষের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬০. ভিটামিন-বি সংখ্যায় কয়টি?
Ο ক) চারটি
Ο খ) ছয়টি
Ο গ) আটটি
Ο ঘ) বারটি
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬১. ভিটামিন A এর অভাবে যা হতে পারে-
i. চোখের কর্ণিয়াতে আলসার
ii. পুরোপুরি অন্ধ
iii. ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬২. নিচের কোনটি বেনজোয়িক এসিডের লবণ?
Ο ক) Propionic acid
Ο খ) Sodium benzoate
Ο গ) Sorbic acid
Ο ঘ) Sulfuric acid
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৩. Ripen ব্যবহারের কতদিন পর ফল বাজারজাত করা উচিত?
Ο ক) ৪-৫ দিন
Ο খ) ৬-৭ দিন
Ο গ) ২-৩ দিন
Ο ঘ) ৭-৮ দিন
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৪. কোনটি চর্বি জমা রোধ ও সুস্থ ত্বক বজায় রাখে?
Ο ক) ভিটামিন 'A'
Ο খ) ভিটামিন 'B'
Ο গ) ভিটামিন 'C'
Ο ঘ) ভিটামিন 'E'
 সঠিক উত্তর:

 ৪৬৫. স্নেহ, আমিষ ও অ্যামাইনো এসিড বিপাক কাজে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
Ο ক) ভিটামিন-এ
Ο খ) ভিটামিন-সি
Ο গ) ভিটামিন-বি
Ο ঘ) ভিটামিন-ই
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৬. খাদ্যের কাজ-
i. জীবদেহের বৃদ্ধি গঠন
ii. শক্তি উৎপাদন, তাপ উৎপাদন
iii. রোগ প্রতিরোধ, দেহের সুস্থতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৭. কোনটি ব্যতীত আমরা বাঁচতে পারি না?
Ο ক) তাপ
Ο খ) খাদ্য
Ο গ) খনিজ লবণ
Ο ঘ) নাইট্রোজেন
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৮. দেহের অস্থি, পাখির পালক, পশুর শিং কী দিয়ে তৈরি?
Ο ক) শর্করা
Ο খ) প্রোটিন
Ο গ) ভিটামিন
Ο ঘ) পানি
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৯. লৌহ রক্তের একটি প্রধান উপাদান। কারণ-
i. লৌহ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে
ii. অস্থিমজ্জা এবং লোহিত কণিকায় এটি সঞ্চিত থাকে
iii. এর অভাবে রিকেটস রোগ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৭০. একমাত্র প্রাণিজ উৎস হতে কোন ভিটামিন পাওয়া যায়?
Ο ক) ভিটামিন এ
Ο খ) ভিটামিন ডি
Ο গ) ভিটামিন সি
Ο ঘ) ভিটামিন ডি
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭১. শুকনো ফল ও টিনজাত খাদ্যে কোন ভিটামিন থাকে না?
Ο ক) সি
Ο খ) এ
Ο গ) ডি
Ο ঘ) বি
 সঠিক উত্তর: (ক)

 ৪৭২. টক জাতীয় ফলের কাজ-
i. রিকেটস প্রতেরোধ
ii. মাড়ি ফুলে ওঠা প্রতিরোধ
iii. স্কার্ভি প্রতিরোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৩. জৈব প্রকৃতির যৌগিক পদার্থ কোনটি?
Ο ক) প্রোটিন
Ο খ) সেলুলোজ
Ο গ) ভিটামিন
Ο ঘ) খনিজ লবণ
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৪. প্রাণিজ স্নেহের উঃস হলো- i. চর্বি ii. বাদাম iii. মাখন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৫. আম, কলাতে রয়েছে- i. সুক্রোজ ii. ফ্রুকটোজ iii. সেলুলোজ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৬. ধূমপান করার ফলে কোন রোগটি হওয়ার সম্ভবনা থাকে?
Ο ক) বেরিবেরি রোগ
Ο খ) পাকস্থলিতে ক্যান্সার
Ο গ) স্নায়ুতন্ত্রের অবক্ষয়
Ο ঘ) হাম
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৭. মানুষের দেহের মোট ওজনের পরিমাণে সবচেয়ে বেশি-
Ο ক) লৌহ
Ο খ) ফসফরাস
Ο গ) আয়োডিন
Ο ঘ) ক্যালসিয়াম
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭৮. দেহে ভিটামিন 'D' এর অভাব হলে কী হবে?
i. ওজন হ্রাাস পাবে
ii. হৃদযন্ত্রের দৃর্বলতা দেখা দিবে
iii. দাঁতের গঠন ব্যাহত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৯. তৈল সাধারণ তাপমাত্রায় কেমন থাকে?
Ο ক) কঠিন
Ο খ) বায়বীয়
Ο গ) তরল
Ο ঘ) অর্ধতরল
 সঠিক উত্তর: (গ)

 ৪৮০. ড্রাগকে সাধারণ ভাষায় আমরা কী বলি?
Ο ক) নেশা
Ο খ) মাদক
Ο গ) আফিম
Ο ঘ) চরস
 সঠিক উত্তর: (খ)

 ৪৮১. প্রতিদিন কী পরিমাণে আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত?
Ο ক) ১০-২০ গ্রাম
Ο খ) ১৫-২০ গ্রাম
Ο গ) ১৫-২৫ গ্রাম
Ο ঘ) ২০-৩০ গ্রাম
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮২. ফাস্ট ফুডে কোনগুলো প্রচুর পরিমাণ থাকে?
Ο ক) শর্করা ও চর্বি
Ο খ) উদ্ভিজ্জ, চর্বি ও চিনি
Ο গ) প্র্রাণিজ চর্বি ও চিনি
Ο ঘ) স্নেহ পদার্থ ও ভিটামিন
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৩. আহারে পর্যাপ্ত পরিমাণে কোনটি থাকলে ফসফরাসের অভাব হয় না?
Ο ক) লৌহ ও ফসফরাস
Ο খ) শর্করা ও ক্যালসিয়াম
Ο গ) প্রোটিন ও ক্যালসিয়াম
Ο ঘ) স্নেহ ও ফসফরাস
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৪. কোনটির তীব্র অভাবে স্কার্ভি রোগ হয়?
Ο ক) ভিটামিন 'A'
Ο খ) ভিটামিন 'C'
Ο গ) ভিটামিন B2
Ο ঘ) ভিটামিন B12
 সঠিক উত্তর: (খ)

 ৪৮৫. চর্মরোগ প্রতিরোধ দৈনিক মোট ক্যালরির শতকরা কত ভাগ লাইমোলেনিক এসিড সংবলিত স্নেহ পদার্থ গ্রহণ করা উচিত?
Ο ক) ১-২ ভাগ
Ο খ) ৩-৪ ভাগ
Ο গ) ৪-৫ ভাগ
Ο ঘ) ৩-৫ ভাগ
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৬. একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক পানি পান করা উচিত-
Ο ক) ২-৩ লিটার
Ο খ) ৩-৪ লিটার
Ο গ) ৪-৫ লিটার
Ο ঘ) ২-৪ লিটার
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৭. রিবোফ্ল্যাভিনের অভাবজনিত রোগ কোনটি?
Ο ক) চোখ দিয়ে পানি পড়া
Ο খ) খাওয়ায় অরুচি
Ο গ) ওজনহীনতা
Ο ঘ) অ্যানিমিয়া
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৮. কোনটি ক্যালসিয়ামের প্রাণিজ উৎস?
Ο ক) যকৃত
Ο খ) রুই মাছ
Ο গ) দুধ
Ο ঘ) খাসির মাংস
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৯. টক্সিন কী?
Ο ক) তেতো
Ο খ) মিষ্টি
Ο গ) বিষ
Ο ঘ) টক
 সঠিক উত্তর: (গ)

 ৪৯০. কোন দেশে সর্বপ্রথম এইডস চিহ্নিত হয়?
Ο ক) আফ্রিকা
Ο খ) ল্যাটিন আমেরিকা
Ο গ) ইউরোপের
Ο ঘ) মধ্যপ্রাচ্যের
 সঠিক উত্তর: (ক)

 ৪৯১. পানির অভাবজনিত রোগ কোনটি?
Ο ক) স্কার্ভি
Ο খ) রক্তশূন্যতা
Ο গ) রাতকানা
Ο ঘ) এসিডোসিস
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯২. কোনটি খাদ্য নিঃসরণে ও বাষ্পীভবনের দ্বারা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে?
Ο ক) রক্তরস
Ο খ) পানি
Ο গ) ফসফরাস
Ο ঘ) পটাসিয়াম
 সঠিক উত্তর: (খ)

 ৪৯৩. আমিষের পরিচয় অ্যামাইনো এসিড দিয়ে কারণ-
i. অ্যামাইনো এসিড হচ্ছে আমিষ গঠনের একক
ii. আমিষ দেহে পরিপাক হওয়ার পর অ্যামাইনো এসিডে পরিণত হয়
iii. মানবদেহে এ পর্যন্ত ২৫ ধরনের অ্যামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৯৪. খাদ্য সংরক্ষণের পদ্ধতি হচ্ছে-
i. শুষ্ককরণ
ii. রেফ্রিজারেশন
iii. সংরক্ষক দ্রব্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯৫. দেহে ফসফরাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-
i. নিউক্লিয় এসিড, নিউক্লিয় প্রোটিন তৈরিতে
ii. শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে
iii. হিমোগ্লোবিন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৯৬. কোষের গঠন এবং কার্যাবলি কোনটির সাহায্য নিয়ন্ত্রিত হয়?
Ο ক) ফ্যাট
Ο খ) কার্বোহাইড্রেট
Ο গ) ফ্রুকটোজ
Ο ঘ) প্রোটিন
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯৭. ত্বক ও চোখের কর্নিয়াকে স্বাভাবিক ও সজীব রাখতে কোন ভিটামিন প্রয়োজন?
Ο ক) ভিটামিন 'B'
Ο খ) ভিটামিন 'A'
Ο গ) ভিটামিন 'C'
Ο ঘ) ভিটামিন 'D'
 সঠিক উত্তর: (খ)

 ৪৯৮. নয়ন দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছে। তার পরিবার মাদাকের উপর তার আসক্তি কমাতে পারে-
i. তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে
ii. ওষুধ সেবন করিয়ে
iii. বিশেষ কোনো কাজে নিয়োজিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 অুনচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: রিমা মাঝে মাঝে সর্দি কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে নিয়মিত দুধ পান করতে বলেন।

 ৪৯৯. দুধে কি জাতীয় উপাদান রয়েছে? i. খনিজ লবণ ii. পানি iii. প্রোটিন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫০০. ডাক্তারেরে পরামর্শে রিাম নিয়মিত দুধ পান করে। এর কারণ দুধ পান করতে-
i. দেহে-রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে
ii. দেহে শক্তি বৃদ্ধি পাবে
iii. কখনো সর্দি ও কাশি হবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post