এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৮ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৮ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. ব্যবস্থাপনা হলো-
Ο ক) ক্রেতাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার কৌশল
Ο খ) উৎপাদনকারীর কাছ থেকে ক্রেতার নিকট পণইয় পৌছে দেয়া
Ο গ) কৌশলে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া
Ο ঘ) বাজারে চাহিদা যাচাইয়ের জন্যে পদক্ষেপ গ্রহণ
সঠিক উত্তর: (গ)

৫২. ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করাকে কী বলে?
Ο ক) মূলধন
Ο খ) অর্থায়ন
Ο গ) বাজেট
Ο ঘ) ঋণ
সঠিক উত্তর: (খ)

৫৩. কর্মীদের আদেশ নির্দেশ প্রদানকে কী বলে?
Ο ক) নেতৃত্ব
Ο খ) সংগঠন
Ο গ) নিয়ন্ত্রণ
Ο ঘ) নির্দেশনা
সঠিক উত্তর: (ঘ)

৫৪. কোনটির মাধ্যমে প্রতিষ্ঠনের সকলে মিলেমিশে একটি দলে পরিণত হয়?
Ο ক) নির্দেশনা
Ο খ) প্রেষণাদান
Ο গ) সমন্বয়সাধন
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (গ)

৫৫. নিচের কোনটি ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা?
Ο ক) পরিকল্পনা
Ο খ) সংগঠন
Ο গ) নিয়ন্ত্রণ
Ο ঘ) নির্দেশনা
সঠিক উত্তর: (ক)

৫৬. প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী ও উৎসাহী প্রক্রিয়াকে কী বলা হয়?
Ο ক) নির্দেশনা
Ο খ) সমন্বয়সাধন
Ο গ) প্রেষণা দান
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (গ)

৫৭. অর্থায়নের প্রথম ও প্রধান উৎস কী হতে পারে?
Ο ক) নিজস্ব তহবিল
Ο খ) আত্মীয় স্বজন
Ο গ) কেন্দ্রীয় ব্যাংক
Ο ঘ) বাণিজ্যিক ব্যাংক
সঠিক উত্তর: (ক)

৫৮. প্রতিষ্ঠানের সকল উপকরণ ও সম্পদের ব্যবহার নিশ্চিত করা যায় কীসের মাধ্যমে?
Ο ক) ধারণা
Ο খ) পরিকল্পনা
Ο গ) সমন্বয়
Ο ঘ) নির্দেশনা
সঠিক উত্তর: (খ)

৫৯. নেতৃত্ব কত প্রকার ও কী কী?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (গ)

৬০. ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ সম্পর্কে যথোপযুক্ত উক্তি হলো-
i. ত্রুটি-বিচ্যুতি নির্ণয় করা
ii. সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
iii. প্রতিষ্ঠানের উপাদান সমূহের সমন্বয় সাধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬১. ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনাকে কী বলে?
Ο ক) ব্যবস্থাপনা
Ο খ) পরিকল্পনা
Ο গ) নির্দেশনা
Ο ঘ) প্রেষণা
সঠিক উত্তর: (খ)

৬২. ব্যবস্থাপনার প্রথম কাজ কী?
Ο ক) পরিকল্পনা প্রণয়ন
Ο খ) নিয়ন্ত্রণ
Ο গ) সমন্বয়
Ο ঘ) প্রেষণা
সঠিক উত্তর: (ক)

৬৩. যিনি নেতৃত্ব দেন তাকে কী বলা হয়?
Ο ক) নেতা
Ο খ) পরিচালক
Ο গ) সহকর্মী
Ο ঘ) ব্যবস্থাপক
সঠিক উত্তর: (ক)

৬৪. যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে তাকে কী বলে?
Ο ক) গণতান্ত্রিক নেতৃত্ব
Ο খ) মুক্ত নেতৃত্ব
Ο গ) স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
Ο ঘ) পিতৃসুলভ নেতৃত্ব
সঠিক উত্তর: (ক)

৬৫. নিচের কোন গুণটি না থাকলে নেতা নেতৃত্ব দিতে ব্যর্থ হয়?
Ο ক) প্রখর ব্যক্তিত্ব
Ο খ) সহনশীলতা
Ο গ) সততা
Ο ঘ) সাহস
সঠিক উত্তর: (খ)

৬৬. ব্যবস্থাপনা হলো-
i. পূর্বানুমান ও পরিকল্পনা
ii. সংগঠিতকরণ ও নির্দেশনা
iii. সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৭. নিয়ন্ত্রণের মাধ্যমে নিচের কোন কাজটি করা হয়?
Ο ক) ভবিষ্যৎ বাজেট প্রণয়ন
Ο খ) সমন্বয় সাধন করে
Ο গ) ত্রুটি বিচ্যুতি নির্ণয় করে
Ο ঘ) উৎসাহ প্রদান করে
সঠিক উত্তর: (গ)

৬৮. কর্মীদের নির্দেশনা দানের পূর্বেই জনাব স্বপন কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেছেন। এটি কীরূপ নেতৃত্ব?
Ο ক) গণতান্ত্রিক
Ο খ) স্বৈরতান্ত্রিক
Ο গ) লাগামহীন
Ο ঘ) নেতিবাচক
সঠিক উত্তর: (ক)

৬৯. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
Ο ক) স্যামুয়েল মোর্স
Ο খ) হেনরি ফেওয়েল
Ο গ) রবার্ট জনসন
Ο ঘ) আই. এম. পান্ডে
সঠিক উত্তর: (খ)

৭০. সাধারণত সমবায় ব্যাংক কোন ধরনের ঋণ দিয়ে থাকে?
Ο ক) স্বল্পমেয়াদী
Ο খ) মধ্যমেয়াদী
Ο গ) দীর্ঘমেয়াদী
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

৭১. মি. রফিক একটা প্রতিষ্ঠানের সহকারী মানব সম্পদের ব্যবস্থাপক। কর্মীদের কাজের উৎসাহ বৃদ্ধির উপায় নিয়ে কাজ করছেন। তার কাজটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত?
Ο ক) পরিকল্পনা
Ο খ) সংগঠন
Ο গ) নির্দেশনা
Ο ঘ) প্রেষণা
সঠিক উত্তর: (ঘ)

৭২. প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উত্তম হাতিয়ার কোনটি?
Ο ক) পরিকল্পনা
Ο খ) প্রেষণা
Ο গ) সমন্বয়
Ο ঘ) পূর্বানুমান
সঠিক উত্তর: (ক)

৭৩. ব্যবস্থাপনা একটি কৌশল যার মধ্যে বিদ্যমান-
i. লক্ষ্যার্জনের প্রক্রিয়া বা কৌশল
ii. প্রাতিষ্ঠানিক উপকরণাদির কার্যকর ব্যবহার নিশ্চিত করা
iii. সমন্বিত কর্মপ্রচেষ্টার সাথে সম্পর্কিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৪. ব্যবস্থাপনার প্রাথমিক প্রক্রিয়া কী?
Ο ক) নির্দেশনা
Ο খ) পরিকল্পনা
Ο গ) সংগঠন
Ο ঘ) নেতৃত্ব
সঠিক উত্তর: (খ)

৭৫. ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
Ο ক) পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলি
Ο খ) লক্ষ্য অর্জন করা
Ο গ) লক্ষ্য পূর্বানুমান করা
Ο ঘ) সম্পাদিত কার্যাবলি রক্ষণাবেক্ষণ করা
সঠিক উত্তর: (ক)

৭৬. যিনি নেতৃত্ব দেন তাকে কী বলে?
Ο ক) নেতা
Ο খ) পরিচালক
Ο গ) সহকর্মী
Ο ঘ) ব্যবস্থাপক
সঠিক উত্তর: (ক)

৭৭. কর্মী বাহিনীকে কী সম্পদ বিবেচনা করা হয়?
Ο ক) রাজনৈতিক
Ο খ) মানবিক
Ο গ) অমানবিক
Ο ঘ) রাষ্ট্রীয়
সঠিক উত্তর: (খ)

৭৮. গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে?
Ο ক) ছোট আকারের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য
Ο খ) মাঝারি আকারের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য
Ο গ) বৃহৎ আকারের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য
Ο ঘ) খুব বৃহৎ আকারের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য
সঠিক উত্তর: (ক)

৭৯. কর্মীসংস্থান বলতে বোঝায়?
Ο ক) কর্মী সংগ্রহ করা
Ο খ) কর্মী নির্বাচন করা
Ο গ) কর্মী নিয়োগ করা
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৮০. প্রতিষ্ঠানের সকলকে একত্রিত করা হয় কীসের মাধ্যমে?
Ο ক) প্রেষণা দানের মাধ্যমে
Ο খ) নির্দেশনা দানের মাধ্যমে
Ο গ) সংগঠিতকরণের মাধ্যমে
Ο ঘ) সমন্বয় সাধনের মাধ্যমে
সঠিক উত্তর: (ঘ)

৮১. কোন নেতৃত্বে অধস্তনদের পরামর্শ গ্রহণ করেন?
Ο ক) স্বৈরতান্ত্রিক
Ο খ) গণতান্ত্রিক
Ο গ) মুক্ত
Ο ঘ) আমলাতান্ত্রিক
সঠিক উত্তর: (খ)

৮২. ব্যবসায়-প্রতিষ্ঠানের মানবীয় ও অমানবীয় উপাদানগুলোকে একত্রিতকরণকে কী বলে?
Ο ক) পরিকল্পনা
Ο খ) সংগঠিতকরণ
Ο গ) কর্মীসংস্থান
Ο ঘ) নির্দেশনা দান
সঠিক উত্তর: (খ)

৮৩. কোন ধরনের নেতাকে অধস্তনরা সম্মান করে?
Ο ক) দৈহিক সামর্থ্যবান
Ο খ) প্রখর ব্যক্তিত্বের অধিকারী
Ο গ) সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসম্পন্ন
Ο ঘ) অভিজ্ঞতাসম্পন্ন
সঠিক উত্তর: (খ)

৮৪. যেকোনো প্রতিষ্ঠানের জন্য কী প্রয়োজন?
Ο ক) দালনকোঠা
Ο খ) জমিজমা
Ο গ) অর্থ
Ο ঘ) নেতার
সঠিক উত্তর: (গ)

৮৫. নিচের কোনটির ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজতর হয়?
Ο ক) সংগঠিতকরণ
Ο খ) প্রেষণা
Ο গ) নেতৃত্ব দান
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ক)

৮৬. ব্যবস্থাপনার অন্যান্য ভিত্তি কোনটি?
Ο ক) সংগঠন
Ο খ) নেতৃত্ব
Ο গ) নিয়ন্ত্রণ
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (ঘ)

৮৭. কর্মীদের মতামত নিয়ে যে নেতৃত্ব পরিচালিত হয় তাকে কোন ধরনের নেতৃত্ব বলে?
Ο ক) মুক্ত
Ο খ) গণতান্ত্রিক
Ο গ) স্বৈরতান্ত্রিক
Ο ঘ) আমলাতান্ত্রিক
সঠিক উত্তর: (খ)

৮৮. কোনটি কর্মীদের আন্তঃব্যক্তিক সম্পর্ক ও যোগাযোগ নির্দেশ করে?
Ο ক) নির্দেশনা
Ο খ) নিয়ন্ত্রণ
Ο গ) সংগঠন
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (গ)

৮৯. নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার কততম ধাপ?
Ο ক) প্রথম
Ο খ) চতুর্থ
Ο গ) ষষ্ঠ
Ο ঘ) সপ্তম বা শেষ
সঠিক উত্তর: (ঘ)

৯০. নিচের কোনটি দ্বারা কর্মীগণ দায়িত্ব পালনে আগ্রহী হয়?
Ο ক) প্রেষণা
Ο খ) নেতৃত্ব
Ο গ) নির্দেশনা
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ক)

৯১. অন্য লোকদের সামর্থকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতা ও কৌশলকে কী বলা হয়?
Ο ক) ব্যবস্থাপনা
Ο খ) পরিকল্পনা
Ο গ) সংগঠন
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ক)

৯২. স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) কর্মীদের কাছ থেকে শর্তহীন আনুগত্য পাওয়ার প্রত্যাশা
Ο খ) নেতা অধীনদের চিন্তা চেতনাসম্পন্ন একটি সততা হিসেবে গণ্য করা
Ο গ) নেতা একক সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেও তা করে না
Ο ঘ) নেতা অধস্তনদের সামনের দিকে এগিয়ে নিতে আগ্রহী থাকে
সঠিক উত্তর: (ক)

৯৩. কিসের ফলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়?
Ο ক) পরিকল্পনার
Ο খ) প্রেষণার
Ο গ) নিয়ন্ত্রণের
Ο ঘ) নির্দেশনার
সঠিক উত্তর: (খ)

৯৪. নিচের কোনটি কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি করে?
Ο ক) প্রশিক্ষণ
Ο খ) সংগঠন
Ο গ) পুরস্কার প্রদান
Ο ঘ) ধন্যবাদ জ্ঞাপন
সঠিক উত্তর: (ক)

৯৫. কোন কাজ করার পূর্বে ঐ কাজের ধারণা ঠিক করাকে কী বলে?
Ο ক) চিন্তা
Ο খ) পরিকল্পনা
Ο গ) সংগঠন
Ο ঘ) বাস্তবায়ন
সঠিক উত্তর: (খ)

নিচের উদ্দীপকটি পড় এবং ২টি প্রশ্নের উত্তর দাও। মি. পাপন পাইকারি বিক্রেতা। উৎপাদক ও আমদানিকারকের নিকট থেকে মাল কিনে তিনি বিক্রয় করেন। তার লেনদেন ভালো। ব্যাংক কর্মকর্তারা তাকে ঋণ দিতে আগ্রহী। কিন্তু তার ব্যাংক ঋণের তেমন প্রয়োজন পড়ে না।

৯৬. মি. পাপনের কোন ধরনের মূলধন বেশি দরকার পড়ে?
Ο ক) স্বল্পমেয়াদী
Ο খ) মধ্যমেয়াদী
Ο গ) মধ্য ও দীর্ঘমেয়াদী
Ο ঘ) দীর্ঘমেয়াদী
সঠিক উত্তর: (ক)

৯৭. মি. রকিব সাধারণত যেই উৎস থেকে অর্থসংস্থানে করেন তা হল-
i. নিজস্ব মূলধন
ii. ব্যবসায় ঋণ
iii. এন.জি.ও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post