এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৭ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৭ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. কুটির শিল্প কয়টি সময়ে সেবা কার্য পরিচালনা করতে পারে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৫২. মি. অজিত একটি অটোমোবাইল সার্ভিসিং-এর মালিক। তার এ শিল্প কোন ধরনের?
Ο ক) সেবা শিল্প
Ο খ) উত্তপাদনমুখী শিল্প
Ο গ) নির্মাণ শিল্প
Ο ঘ) উত্তোলন শিল্প
সঠিক উত্তর: (ক)

৫৩. ক্ষুদ্র ও কুটির শিল্পের উত্তপাদন ব্যয় কোনটির জন্যে কম হয়?
Ο ক) সহজ শর্তে মূলধন পাওয়া যায় বলে
Ο খ) কাঁচামাল সহ্জলভ্য বলে
Ο গ) পণ্যের চাহিদ থাকে বলে
Ο ঘ) শ্রমিকের পর্যাপ্ত যোগান রয়েছে বলে
সঠিক উত্তর: (খ)

৫৪. কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো গড়ে ওঠে-
i. স্বল্প মূলধন ও স্থানীয় কাঁচামালের ভিত্তিতে
ii. ব্যক্তিগত নৈপুন্য ও সৃজনশীলতার ভিত্তিতে
iii. আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫৫. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে-
i. নিজের শ্রম ও মেধা খাটিয়ে
ii. স্থানীয় কাঁচামাল ব্যবহার করে
iii. দক্ষ শ্রমিক নিয়োগ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৫৬. নিরঞ্জন দাস তার গ্রামের বাড়িতে মাটি দিয়ে হাড়ি, কলস, ফুলের টব ও বিভিন্ন ধরনের খেলনা তৈরি করে জীবিকা নির্বাহ করে। নিরঞ্জনের শিল্পটি কোন ধরনের শিল্প?
Ο ক) মৃৎ শিল্প
Ο খ) হস্ত শিল্প
Ο গ) খেলনা শিল্প
Ο ঘ) ক্ষুদ্র শিল্প
সঠিক উত্তর: (ক)

৫৭. ক্ষুদ্র শিল্প বলতে নিম্নের কোনটিকে বোঝায়?
Ο ক) যে শিল্প প্রতিষ্ঠানে ১০০ জন শ্রমিক নিয়োজিত
Ο খ) ১০ কোটি টাকার বেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠান
Ο গ) স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন বাবদ ব্যয় ৫ লক্ষ থেকে ১ কোটি টাকা
Ο ঘ) পরিবারের সদস্যদের নিয়ে গঠিত শিল্প প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)

৫৮. মি. রঞ্জন একটি কলম তৈরি কারখানা স্থাপন করলেন। সেখানে ৩০ জন শ্রমিক কাজ করে। মি. রঞ্জনের শিল্পটি কোন ধরনের?
Ο ক) কুটির শিল্প
Ο খ) ক্ষুদ্র শিল্প
Ο গ) মাঝারি শিল্প
Ο ঘ) সেবা শিল্প
সঠিক উত্তর: (গ)

৫৯. কোন শিল্পে স্বল্প মূলধন, ছোটখাটো ধরনের যন্ত্রপাতি ও সাধারণ কাঁচামাল ব্যবহৃত হয়?
Ο ক) বৃহৎ শিল্পে
Ο খ) পোশাক শিল্পে
Ο গ) কুটির শিল্পে
Ο ঘ) মাঝারি শিল্পে
সঠিক উত্তর: (গ)

৬০. সুফিয়ান একটি টেক্সটাইল শিল্পের মালিক। তার বাজার তথ্য প্রয়োজন-
i. পণ্য উৎপাদনে
ii. পণ্য বাজারজাতকরণে
iii. পণ্য সরবরাহের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬১. যে শিল্প প্রতিষ্ঠানে ২৫০ জনের অধিক শ্রমিক নিয়োজিত থাকে তাকে কী বলে?
Ο ক) মাঝারি শিল্প
Ο খ) বৃহৎ শিল্প
Ο গ) ক্ষুদ্র শিল্প
Ο ঘ) সেবামূলক শিল্প
সঠিক উত্তর: (খ)

৬২. বাংলাদেশের ঐতিহ্য বলা হয় কোন শিল্পকে?
Ο ক) কুটির শিল্প
Ο খ) জাহাজ শিল্প
Ο গ) বন শিল্প
Ο ঘ) মাঝারি শিল্প
সঠিক উত্তর: (ক)

৬৩. যে শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ কোটির অধিক কিন্তু ৩০ কোটির টাকার মধ্যে থাকে সে শিল্পকে কী শিল্প বলে?
Ο ক) বিপণন শিল্প
Ο খ) ক্ষুদ্র শিল্প
Ο গ) মাঝারি শিল্প
Ο ঘ) বৃহৎ শিল্প
সঠিক উত্তর: (গ)

৬৪. মাদুর তৈরি কোন শিল্পের অন্তর্ভুক্ত?
Ο ক) ক্ষুদ্র শিল্প
Ο খ) কুটির শিল্প
Ο গ) সেবা শিল্প
Ο ঘ) বৃহদায়তন শিল্প
সঠিক উত্তর: (খ)

৬৫. কোনটিতে অমিল পরিলক্ষিত হয়?
Ο ক) বস্ত্র শিল্প
Ο খ) সিমেন্ট শিল্প
Ο গ) পর্যটন শিল্প
Ο ঘ) চিনি শিল্প
সঠিক উত্তর: (গ)

৬৬. বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. কুটির শিল্প
ii. ক্ষুদ্র শিল্প
iii. বৃহৎ শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৭. কর্মংস্থানের বড় ক্ষেত্র কোনটি?
Ο ক) বৃহৎ শিল্প
Ο খ) বৈদেশিক শিল্প
Ο গ) সরকারি চাকরি
Ο ঘ) মাঝারি শিল্প
সঠিক উত্তর: (ঘ)

৬৮. মি. রাজন একটি সিমেন্ট কারখানার মালিক। তার সিমেন্ট কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) কুটির
Ο খ) বৃহৎ
Ο গ) সেবা
Ο ঘ) উৎপাদনমুখী
সঠিক উত্তর: (ঘ)

৬৯. সুধীর দাস কামরাঙ্গীরচরে একটি চামড়া শিল্প প্রতিষ্ঠা করে। তার এ শিল্পটি কোন ধরনের?
Ο ক) উৎপাদন শিল্প
Ο খ) সেবা শিল্প
Ο গ) কুটির শিল্প
Ο ঘ) মাঝারি শিল্প
সঠিক উত্তর: (ক)

৭০. মোট জাতীয় উৎপাদনে ২০১০-২০১১ আর্থিক বছরে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান কত?
Ο ক) ৫.১৪%
Ο খ) ৫.১৮%
Ο গ) ৫.২৬%
Ο ঘ) ৫.২৯%
সঠিক উত্তর: (ঘ)

৭১. কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূলে প্রতিস্থাপন ব্যয় ৩০ কোটি টাকার অধিক হলে তাকে কী বলে?
Ο ক) উৎপাদনমুখী বৃহৎ শিল্প
Ο খ) সেবামূ্লক বৃহৎ শিল্প
Ο গ) মাঝারি শিল্প
Ο ঘ) ক্ষুদ্র শিল্প
সঠিক উত্তর: (ক)

৭২. বাংলাদেশের বৃহৎ শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. সার শিল্প, সিমেন্ট শিল্প, কাগজ শিল্প
ii. বিদ্যুৎ শিল্প, গার্মেন্টস শিল্প, ইস্পাত শিল্প
iii. প্রকৌশল শিল্প, ঔষধ তৈরি শিল্প, পাট ও পাটজাত শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৩. ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে-
i. কাঁচামাল ক্রয় নিশ্চিত করা গেলে
ii. উৎপাদন নিশ্চিত করা গেলে
iii. উতপাদিত পণ্যের বাজার নিশ্চিত করা গেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৭৪. বাংলাদেশের কুটির শিল্প প্রধানত কী ভিত্তিক?
Ο ক) মূলধন
Ο খ) সঞ্চয়
Ο গ) পরিবার
Ο ঘ) শ্রম
সঠিক উত্তর: (গ)

৭৫. যেসব উৎপাদন মুখী শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপণ ব্যয়সহ ৫০ লক্ষ থেকে ১০ কোটি টাকা মূলধন থাকে তাকে কোন শিল্প বলে?
Ο ক) ক্ষুদ্র শিল্প
Ο খ) কুটির শিল্প
Ο গ) বৃহৎ শিল্প
Ο ঘ) মাঝারি শিল্প
সঠিক উত্তর: (ক)

৭৬. ক্ষুদ্র শিল্প সম্পর্কে উপযুক্ত তথ্য হলো-
i. দেশজ কাঁচামাল, উপযুক্ত শ্রমিক ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা যায়
ii. বৃহদায়তন শিল্পের কাঠামো শক্তিশালীকরণে সহায়তা করায় এর নিজস্ব কাঠামো দুর্বল থেকে যায়
iii. বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্পায়নে এ শিল্পের গুরুত্ব অপরিসীম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৭৭. শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হলে কার পৃষ্ঠপোষকতা প্রয়োজন?
Ο ক) উদ্যোক্তার
Ο খ) ব্যাংকের
Ο গ) সরকারের
Ο ঘ) প্রভাবশালী ব্যক্তির
সঠিক উত্তর: (গ)

৭৮. ক্ষুদ্র ও কুটির শিল্পে কাজ করার ফলে-
i. শিক্ষার সুযোগ সৃষ্টি হয়
ii. পরিবারের সচ্ছলতা বৃদ্ধি পায়
iii. দরিদ্রতা দূরীভূত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৭৯. ক্ষুদ্র ও কুটির শিল্প কোন ধরনের দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) শিল্পোন্নত দেশের
Ο খ) উন্নত দেশের
Ο গ) অনুন্নত দেশের
Ο ঘ) উন্নয়নশীল দেশের
সঠিক উত্তর: (ঘ)

৮০. বস্ত্র শিল্প কোন ধরনের শিল্প?
Ο ক) উৎপাদনমুখী শিল্প
Ο খ) সেবা শিল্প
Ο গ) কুটির শিল্প
Ο ঘ) প্রত্যক্ষ সেবা শিল্প
সঠিক উত্তর: (ক)

৮১. মেহেদী আশুলিয়াতে একটি চানাচুর তৈরির কারখানা স্থাপন করেন। কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) হস্তশিল্প
Ο খ) মূল শিল্প
Ο গ) খাদ্য শিল্প
Ο ঘ) ঝিনুক শিল্প
সঠিক উত্তর: (গ)

৮২. দেশের কত ভাগ কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্গত?
Ο ক) ৬৬ ভাগ
Ο খ) ৭৬ ভাগ
Ο গ) ৮৬ ভাগ
Ο ঘ) ৯৬ ভাগ
সঠিক উত্তর: (ঘ)

৮৩. গোলাপজল তৈরি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) কুটির শিল্প
Ο খ) তাঁত শিল্প
Ο গ) নির্মাণ শিল্প
Ο ঘ) মাঝারি শিল্প
সঠিক উত্তর: (ক)

নিচের উদ্দীপকটি পড় এবং ২টি প্রশ্নের উত্তর দাও। আব্দুর রহিম ধানমন্ডিতে একটি কনসালটেন্সি ফার্মে চাকরি করতেন। কর্তৃপক্ষের সাথে মতের অমিল হওয়ায় চাকরি ছেড়ে দেন। অন্য কোথাও চাকরি না খুঁজে তিনি নিজেই মতিঝিলে একটি কনসালটেন্সি ফার্ম স্থাপন করেন এবং বর্তমানে তার প্রতিষ্ঠানটি বেশ সুনাম ছড়িয়েছে।

৮৪. আব্দুর রহিমের প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প?
Ο ক) ক্ষুদ্র শিল্প
Ο খ) মাঝারি শিল্প
Ο গ) সেবা শিল্প
Ο ঘ) বৃহৎ শিল্প
সঠিক উত্তর: (গ)

৮৫. আব্দুর রহিমের সাফল্য লাভের পিছনে কোনটির ভূমিকা অধিক?
Ο ক) পেশগত অভিজ্ঞতা
Ο খ) মূলধন যোগান ও ব্যবহারের ক্ষমতা
Ο গ) ব্যবসায়ের অভিজ্ঞতা
Ο ঘ) সাফল্য লাভের তীব্র আকাঙ্খা
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post