এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৬ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৬ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. চিহ্নিত প্রকল্প ধারণাগুলোর কোনটির যাচাই সময় ও ব্যয় সাপেক্ষ ব্যাপার?
Ο ক) সম্ভাব্যতা
Ο খ) সঠিকতা
Ο গ) বাস্তবতা
Ο ঘ) গ্রহণযোগ্যতা
সঠিক উত্তর: (ক)

৫২. মুনাফা অর্জনের সম্ভাবনায় কয়টি লক্ষ্য অন্তর্ভূক্ত?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)

৫৩. প্রাকৃতিক পরিবেশ শিল্পের কোনটি যোগান দেয়?
Ο ক) মূলধন
Ο খ) কাঁচামাল
Ο গ) ভোক্তা
Ο ঘ) যন্ত্রপাতি
সঠিক উত্তর: (খ)

৫৪. পরিকল্পনা একটি ব্যবসায়ের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার চিত্রকে সুস্পষ্টভাবে তুলে ধরে-
i. ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছে
ii. সরকারের কাছে
iii. পুঁজি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫৫. ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের জন্যে বিভিন্ন প্রকার তথ্যের প্রয়োজন। এসব তথ্যের উৎস হলো-
i. অর্থনৈতিক জরিপ
ii. শিল্প জরিপ রিপোর্ট
iii. আদমশুমারি রিপোর্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৬. বাজার চাহিদা প্রয়োজন হয়-
i. জরিপ ও গবেষণার মাধ্যমে পণ্যের চাহিদা জানতে
ii. ক্রেতাদের দৃষ্টিভঙ্গি ও আগ্রহ জানতে
iii. বাজারে প্রতিযোগীদের সংখ্যা জানতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৭. সামষ্টিক নির্বাচনের উপাদান হলো-
i. জনসংখ্যা বিষয়ক
ii. বাণিজ্য বিষয়ক
iii. অর্থনৈতক বিষয়ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৮. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব কয়টি?
Ο ক) চারটি
Ο খ) পাঁচটি
Ο গ) ছয়টি
Ο ঘ) সাতটি
সঠিক উত্তর: (ক)

৫৯. শহিদুল ইসলাম একজন বিনিয়োগকারী। কোনো ব্যবসায়ীকে ঋণদানের পূর্বে তিনি কোনটি বিশ্লেষণ করেন?
Ο ক) পরিকল্পনা
Ο খ) বাজেটিং
Ο গ) ব্যবসায় নীতি
Ο ঘ) বাণিজ্যিক নীতি
সঠিক উত্তর: (ক)

৬০. উদ্যোক্তাকে ঋণদানের পূর্বে ঋণদাতা কোনটি বিশ্লেষন করে থাকে?
Ο ক) ব্যবসায় পরিকল্পনা
Ο খ) ব্যবস্থাপনা
Ο গ) নীতি নির্ধারণ
Ο ঘ) সংগঠন
সঠিক উত্তর: (ক)

৬১. রেজওয়ান তার ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে সরকারি সহায়তা গ্রহণ করতে চান। সরকারি সুবিধা পেতে তার কোনটি সুবিধা হবে?
Ο ক) ব্যবসায় পরিকল্পনা
Ο খ) ব্যাংক ঋণ
Ο গ) বিদেশি ঋণ
Ο ঘ) বাণিজ্যিক আইন
সঠিক উত্তর: (ক)

৬২. মি. নওশাদ প্রকল্পের মোট ব্যয়, চলতি পুঁজি, নগদান প্রবাহ সংযোজনের মাধ্যমে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করেন। মি. নওশাদের প্রকল্প প্রণয়নের এ বিষয়গুলোকে কী বলে?
Ο ক) প্রচারণা
Ο খ) আর্থিক বিবরণী
Ο গ) বিপণন
Ο ঘ) ব্যবস্থাপনা
সঠিক উত্তর: (খ)

৬৩. সুচিন্তিত কর্মপদ্ধতি বলা হয় কোনটিকে?
Ο ক) পরিকল্পনা
Ο খ) প্রকল্প
Ο গ) প্রেষণা
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (খ)

৬৪. ব্যবসায়ের ধারণা মূল্যায়ন করা হয় কোন পদ্ধতিতে?
Ο ক) ম্যাক্রোস্ক্রিনিং
Ο খ) মাইক্রোস্ক্রিনিং
Ο গ) পরিকল্পনা
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ক)

৬৫. ভোক্তার আয় কোন পরিবেশের উপাদান?
Ο ক) রাজনৈতিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) সামাজিক
Ο ঘ) আইনগত
সঠিক উত্তর: (খ)

৬৬. নিহাল ও তার পাঁচ বন্ধু মিলে খুলনা বাণিজ্য মেলায় একটি দোকান দিল। দোকানে যখন যে বসত নিজেদের ইচ্ছামত খরচ করত। মেলা শেষে দেখা গেল তাদের তেমন কোন সাফল্য আসে নি। কোন কারণে তাদের সাফল্য আসে নি?
Ο ক) সুষ্ঠু পরিকল্পনার অভাবে
Ο খ) সুষ্ঠু তদারকির অভাব
Ο গ) কর্মচারীদের অবহেলায়
Ο ঘ) নিজেদের অসচেতনতায়
সঠিক উত্তর: (ক)

৬৭. প্রকল্প ধারণা চিহ্নিত করার সময় কোনটির ওপর দৃষ্টি রাখা প্রয়োজন?
i. বিদ্যমান পণ্যের অসুবিধা
ii. নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ
iii. নিজের বয়স
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৮. প্রকল্প পরিকল্পনা প্রতিবেদনে থাকতে হবে-
i. কাঁচামালের ধরন
ii. কাঁচামালের সহজলভ্যতা
iii. কাঁচামালের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৯. সম-আয়-ব্যয় বিন্দু বলতে বোঝায়-
i. যে বিন্দুতে বিক্রয় ও উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হলেও স্থায়ী ব্যয়ের কোনো পরিবর্তন হয় না
ii. যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে ব্যবসায়ের আয় ও ব্যয় সমান হয়
iii. উৎপাদন বা বিক্রয়ের এমন একটি পরিমাণ যা দ্বারা ব্যবসায়ের লাভ বা লোকসান কিছুই বোঝা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭০. ব্যবসায় পরিকল্পনার ক্ষেত্রে বাঞ্ছনীয় কোনটি?
Ο ক) শব্দ-বাহুল্যতা
Ο খ) টেকনিক্যাল শব্দ বাহুল্যতা
Ο গ) সংক্ষিপ্ততা
Ο ঘ) দুর্বোধ্যতা
সঠিক উত্তর: (গ)

৭১. মানুষের আয় বৃদ্ধি পেলে কীসের জন্যে অধিক অর্থ ব্যয় করে?
Ο ক) ভোগ বিলাসের
Ο খ) প্রসাধনীর
Ο গ) গৃহস্থালির আরাম-আয়েশের
Ο ঘ) নিত্য প্রয়োজনীয় দ্রব্যের
সঠিক উত্তর: (গ)

৭২. ব্যবসায় পরিকল্পনার তথ্য কেমন হওয়া উচিত?
Ο ক) স্পষ্ট
Ο খ) বিস্তারিত
Ο গ) কৌশলগত
Ο ঘ) অস্পষ্ট
সঠিক উত্তর: (ক)

৭৩. রফিক সাহেব একজন ইঞ্জিনিয়ার। তিনি বিল্ডিং তৈরির পূর্বে নীল নকশা প্রণয়ন করেন। এটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত?
Ο ক) পরিকল্পনা
Ο খ) নিয়ন্ত্রণ
Ο গ) নির্দেশনা
Ο ঘ) সংগঠন
সঠিক উত্তর: (ক)

৭৪. ব্যবসায় প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি?
Ο ক) প্রকল্প নির্বাচন
Ο খ) প্রকল্পের সম্ভাব্যতা যাচাই
Ο গ) প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাই
Ο ঘ) ব্যবসায় প্রকল্প প্রতিবেদন প্রণয়ন
সঠিক উত্তর: (ঘ)

৭৫. শিল্পনীতিতে কর অবকাশ সুবিধা প্রদান করায় জনাব হাসান রংপুরে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলেন। তার এ সিদ্ধান্ত কোন পরিবেশের সাথে জড়িত?
Ο ক) সাংস্কৃতিক পরিবেশ
Ο খ) প্রাকৃতিক পরিবেশ
Ο গ) রাজনৈতিক পরিবেশ
Ο ঘ) আইনগত পরিবেশ
সঠিক উত্তর: (ঘ)

৭৬. একটি প্রকল্পের নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজন-
i. ব্যষ্টিক নির্বাচন
ii. ভৌগলিক নির্বাচন
iii. সামষ্টিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৭. মূলধন ব্যয় ব্যষ্টিক নির্বাচনের কোন উপাদানের উদাহরণ?
Ο ক) আর্থিক দিক
Ο খ) বাজারজাতকরণের দিক
Ο গ) কারিগরি দিক
Ο ঘ) প্রযুক্তি ও যান্ত্রিক দিক
সঠিক উত্তর: (ক)

৭৮. কোনটি পরিকল্পনার গুরুত্ব প্রকাশ করে?
i. ব্যবসায় পরিচালনার দিকনির্দেশনা দান
ii. মূলধন সংগ্রহ ও বিনিয়োগে সহযোগিতা
iii. সিদ্ধান্ত গ্রহণে সহায়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৯. প্রকল্প ধারণা মূল্যায়নের ধাপকে কী বলে?
Ο ক) প্রকল্পের সম্ভাব্যতা যাচাই
Ο খ) প্রকল্প নির্বাচন
Ο গ) প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাই
Ο ঘ) প্রকল্প ধারণা মূল্যায়ন
সঠিক উত্তর: (গ)

৮০. প্রকল্পের সংক্ষিপ্ত তালিকা থেকে কীসের মাধ্যমে একটি প্রকল্প চূড়ান্তভাবে নির্বাচন করা যায়?
Ο ক) ম্যাক্রোস্ক্রিনিং-এর মাধ্যমে
Ο খ) মাইক্রোস্ক্রিনিং-এর মাধ্যমে
Ο গ) বাজার গবেষণার মাধ্যমে
Ο ঘ) তথ্য সংগ্রহের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)

৮১. প্রকল্প সম্পর্কে কোন উক্তিটি যথার্থ?
i. প্রকল্প নির্দিষ্ট সময়ে শুরু হয়
ii. পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরিসমাপ্তি ঘটে
iii. নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত পরিকল্পিত কর্মসূচি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮২. পণ্যের মূল্য নির্ধারণ কোন কাজের অংশ?
Ο ক) বিক্রয়িকতা
Ο খ) ব্যক্তিক বিক্রয়
Ο গ) বাজার জরিপ
Ο ঘ) বাজার সম্ভাব্যতা যাচাই
সঠিক উত্তর: (গ)

৮৩. সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্যে উদ্যোক্তাকে কোনটি প্রস্তুত করতে হয়?
Ο ক) চূড়ান্ত হিসাব
Ο খ) রেওয়ামিল
Ο গ) জাবেদা
Ο ঘ) নগদান প্রবাহ বিবরণী
সঠিক উত্তর: (ঘ)

৮৪. ওয়ানুর রহমানের একটি কাপড়ের দোকান আছে। তিনি এটি সম্প্রসারণ করতে চান। এই সিদ্ধান্তকে কী বলা হবে?
Ο ক) ম্যাক্রোস্ক্রিনিং
Ο খ) মাইক্রোস্ক্রিনিং
Ο গ) ধারণা মূল্যায়ন
Ο ঘ) প্রকল্প
সঠিক উত্তর: (ঘ)

৮৫. ব্যবসায়ের ব্যবস্থাপনার দলে কাকে অন্তর্ভূক্ত করতে হবে?
Ο ক) অপরিচিত ব্যক্তিকে
Ο খ) পরিচিত ব্যক্তিকে
Ο গ) বিশেষ সদস্যকে
Ο ঘ) ভোক্তাকে
সঠিক উত্তর: (খ)

৮৬. নতুন প্রকল্প ধারণার উৎস কোনটি?
i. অর্থনৈতিক ও শিল্প জরিপ প্রতিবেদন
ii. গবেষণা মূলক প্রতিবেদন
iii. বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকাশনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৭. পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন-
i. ব্যক্তি জীবনে
ii. প্রাতিষ্ঠানিক জীবনে
iii. রাষ্ট্রীয় জীবনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৮. ব্যবসায় পরিকল্পনায় অন্তর্ভূক্ত করতে হবে-
i. বাজার আকর্ষণীয়তা
ii. আর্থিক পরিকল্পনার সার-সংক্ষেপ
iii. ব্যবসায় ভবিষ্যত সম্ভাবনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৯. মাইক্রোস্ক্রিনিং-এর উপাদান কোনটি?
Ο ক) পণ্যের চাহিদা
Ο খ) কারিগরি দিক
Ο গ) জনসংখ্যা বিষয়ক
Ο ঘ) জীবন নির্বাহের খরচ
সঠিক উত্তর: (খ)

৯০. একটি সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করতে কোন ধরনের পদক্ষেপ নেয়া বাঞ্ছনীয়?
Ο ক) ইচ্ছামত
Ο খ) পরিকল্পিত
Ο গ) ধারাবাহিক
Ο ঘ) রিপোর্ট অনুযায়ী
সঠিক উত্তর: (গ)

৯১. ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রথম পদক্ষেপ কোনটি?
Ο ক) প্রকল্পের সম্ভাব্যতা যাচাই
Ο খ) প্রকল্প নির্বাচন
Ο গ) প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাই
Ο ঘ) প্রকল্প ধারণা চিহ্নিতকরণ
সঠিক উত্তর: (ঘ)

৯২. ব্যবসায় পরিকল্পনা কোন সমস্যার আলোচনা করে?
Ο ক) অতীত সমস্যা
Ο খ) বর্তমান সমস্যা
Ο গ) বৈদেশিক সমস্যা
Ο ঘ) দেশীয় সমস্যা
সঠিক উত্তর: (খ)

৯৩. উদ্যোক্তার নিয়ন্ত্রণ বহির্ভূত উপাদানগুলো হলো-
i. জনসংখ্যা
ii. অর্থনৈতিক
iii. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৪. ব্যষ্টিক নির্বাচনের মধ্য পড়ে-
i. অর্থনৈতিক ও রাজনৈতিক দিক
ii. কারিগরি ও বাজারজাতকরণ দিক
iii. বাণিজ্যিক ও আর্থিক দিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৫. শাহানা তার বুটিক শিল্পকে সম্প্রসারণ করতে চায়। এজন্য তাকে সহায়তা করবে কোনটি?
Ο ক) প্রেষণা
Ο খ) মাইক্রোস্ক্রিনিং
Ο গ) ম্যাক্রোস্ক্রিনিং
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (ঘ)

৯৬. পরিকল্পনা প্রণয়ন করা হয় কেন?
Ο ক) লক্ষ্যার্জনের উপায় ঠিক করার জন্যে
Ο খ) অর্থসংস্থানের উৎস বের করার জন্যে
Ο গ) বিক্রয়মূল্য নির্ধারন করার জন্যে
Ο ঘ) লোকসানের হাত হতে রক্ষা করার জন্যে
সঠিক উত্তর: (ক)

৯৭. ব্যবসায় পরিচালনার ধরন কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৯৮. সাংস্কৃতিক পরিবেশের মাধ্যমে কোনটি জানা যায়?
Ο ক) জনসংখ্যা বৃদ্ধির হার
Ο খ) জনসংখ্যা প্রবৃধির হার
Ο গ) কারিগরি শিক্ষার হার
Ο ঘ) শিক্ষার হার
সঠিক উত্তর: (ঘ)

৯৯. নিয়ন সাহেব পণ্যের বাজার প্রবেশের কৌশল নির্ধারণ করতে চান। এজন্য তার বাজার জরিপের কেমন বিবরণ প্রয়োজন হবে?
Ο ক) সংক্ষিপ্ত
Ο খ) আংশিক
Ο গ) বিস্তারিত
Ο ঘ) পূর্ণাঙ্গ
সঠিক উত্তর: (ক)

১০০. কোন কাজের জন্যে ব্যবসায় পরিকল্পনা একটি উত্তম দলিল হিসেবে কাজ করে?
Ο ক) পরিচালনার জন্যে
Ο খ) মূলধন সংগ্রহের জন্যে
Ο গ) বাস্তবায়নের জন্যে
Ο ঘ) ব্যবস্থাপনার জন্যে
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post