ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৫ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. কোনো বিশেষ পণ্যকে বাজারে প্রচলিত অনুরূপ পণ্য থেকে আলাদা করতে চাইলে কিসের প্রয়োজন?
Ο ক) উৎপাদন প্রতিষ্ঠানের নাম নিবন্ধন
Ο খ) পণ্য নিবন্ধন
Ο গ) পণ্যের মান নিবন্ধন
Ο ঘ) পণ্যের প্রতীক নিবন্ধন
সঠিক উত্তর: (ঘ)
১৫২. জনাব এবাদুল্লাহ একটি জীবনবীমা পলিসি খোলেন। তবে নির্দিষ্ট মেয়াদের পর তিনি জীবিত থাকেন। এক্ষেত্রে কোনটি ঘটবে?
Ο ক) তিনি প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন
Ο খ) তিনি লাভসহ প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন
Ο গ) তিনি কোনো অর্থ ফেরত পাবেন না
Ο ঘ) বিমাকারীর নির্দিষ্ট অংশ কেটে রেখে বাকি অর্থ ফেরত দিবে
সঠিক উত্তর: (খ)
১৫৩. উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্যে কোন প্রতিষ্ঠান প্রয়োজনীয় সহযোগিত করে থাকে?
Ο ক) বিটাক
Ο খ) বিএসটিআই
Ο গ) বেসিক বিসিক
Ο ঘ) বেসিক বিসিক
সঠিক উত্তর: (খ)
১৫৪. নৌবিমা করা হয়-
i. জলদস্যুর ঝুঁকি এড়ানোর জন্যে
ii. ঝড়-ঝঞ্ঝার ঝুঁকি এড়ানোর জন্যে
iii. অগ্নিজনিত ঝুঁকি হ্রাস করার জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৫. কোন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না?
Ο ক) জীবন বীমা
Ο খ) অগ্নি বীমা
Ο গ) বিশ্বস্ততা বিমা
Ο ঘ) শস্যবিমা
সঠিক উত্তর: (ক)
১৫৬. কোন ব্যবসায়ের প্রধান লক্ষ্য সদস্যদের কল্যাণ সাধন করা?
Ο ক) অংশীদারি
Ο খ) কোম্পানি
Ο গ) কারবারি জোট
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. বিমাকারী প্রতিষ্ঠান কীসের বিনিময়ে ক্ষতির জন্যে ক্ষতিপূরণ দিয়ে থাকে?
Ο ক) প্রাপ্ত প্রিমিয়ামের বিনিময়ে
Ο খ) ঋণ গ্রহণের বিনিময়ে
Ο গ) কমিশনের বিনিময়ে
Ο ঘ) অগ্রিম গ্রহণের বিনিময়ে
সঠিক উত্তর: (ক)
১৫৮. পেটেন্টের উদ্দেশ্য হলো-
i. উদ্ভাবককে একচ্ছত্র মালিকানা প্রদান
ii. বাজারে উদ্ভাবিত পণ্য বিক্রয়ের নিশ্চয়তা প্রদান
iii. অসাধু ব্যবসায়ীদের দ্বারা ক্ষতির আশঙ্কা রোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৯. অগ্নিকান্ড, জাহাজ ডুবি, মূল্যহ্রাস বা অন্য কোন দুর্ঘটনাজনিত কারণে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী তা পূরণ করার মাধ্যমে কোনটি সংঘটিত হয়?
Ο ক) চূড়ান্ত সদ্বিশ্বাস সৃষ্টি হয়
Ο খ) বিমা চুক্তি শুরু হয়
Ο গ) ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়
Ο ঘ) মুদ্রাস্ফীতি রোধ হয়
সঠিক উত্তর: (গ)
১৬০. কী কারণে জনাব শাহেদ তার স্ত্রীর জীবন বিমা করতে সমর্থ হলেন?
Ο ক) চূড়ান্ত সদ্বিশ্বাস থাকায়
Ο খ) ক্ষতিপূরণের শর্ত থাকায়
Ο গ) প্রতিদানের সম্মতি থাকায়
Ο ঘ) বিমাযোগ্য স্বার্থ থাকায়
সঠিক উত্তর: (ঘ)
১৬১. পণ্যের প্রতীক রেজিস্ট্রেশনের জন্যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম কী?
Ο ক) বেসিক
Ο খ) বিসিক
Ο গ) বিটাক
Ο ঘ) বিএসটিআই
সঠিক উত্তর: (ঘ)
১৬২. নিচের কোনটি ফ্রানসাইজিং ব্যবসায়ের অসুবিধা নয়?
Ο ক) চুক্তি বাতিলের সম্ভাবনা
Ο খ) অধিক বিনিয়োগ
Ο গ) কড়া মনিটরিং
Ο ঘ) অধিক হারে কর প্রদান
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের কারণ কী?
Ο ক) নির্ধারিত মান অনুযায়ী পণ্য তৈরি না করা
Ο খ) নির্ধারিত সংখ্যার চেয়ে কম পণ্য তৈরি করা
Ο গ) নির্ধারিত মূল্যের কম মূল্যে পণ্য বিক্রয় করা
Ο ঘ) নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি পণ্য তৈরি করা
সঠিক উত্তর: (ক)
১৬৪. যে বিমায় নদী ও সামুদ্রিক যাত্রা থেকে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে কী বলা হয়?
Ο ক) নৌ বিমা
Ο খ) দূর্ঘটনা বিমা
Ο গ) জীবন বিমা
Ο ঘ) বিশ্বস্ততা বিমা
সঠিক উত্তর: (ক)
১৬৫. প্রাইভেট লি. কোম্পানির নিবন্ধনের আবেদন করতে ন্যুনতম কতজন প্রর্তকের প্রয়োজন?
Ο ক) দুই জন
Ο খ) তিন জন
Ο গ) চার জন
Ο ঘ) সাত জন
সঠিক উত্তর: (ক)
১৬৬. কোন আইন সম্পর্কে জ্ঞান থাকলে উদ্যোক্তার ব্যবসায় পরিচালনা সহজতর হয়?
i. শ্রমিক নিয়োগসংক্রান্ত আইন
ii. কারখানা আইন
iii. ব্যবসায় ঝুঁকি মোকাবিলা আইন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. বিমা (Insurance)- এর উদ্ভব হয়েছে-
i. দূর্ঘটনা মোকাবিলার লক্ষ্যে
ii. দূর্ঘটনা বন্ধ করার লক্ষ্যে
iii. আর্থিক নিরাপত্তার লক্ষ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. বাংলাদেশে কত সালে পেটেন্ট ও ডিজাইন আইন চালু হয়?
Ο ক) ১৯১১
Ο খ) ১৯২১
Ο গ) ১২৯
Ο ঘ) ১৯৪৫
সঠিক উত্তর: (ক)
১৬৯. প্রতীকের মূল বিষয় কী?
Ο ক) পণ্যকে চেনা
Ο খ) পণ্যের স্বাতন্ত্র্যতা
Ο গ) পণ্যের সামঞ্জস্যতা
Ο ঘ) পণ্যের প্রচার
সঠিক উত্তর: (খ)
১৭০. কোন কারণে ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন হয়?
i. প্রাকৃতিক কারণে
ii. অপ্রাকৃতিক কারণে
iii. জনসংখ্যা বৃদ্ধির কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭১. নিচের কোনটি প্রতীকের অন্তর্ভুক্ত নয়?
Ο ক) মোড়ক
Ο খ) ডিভাইস
Ο গ) শিরোনাম
Ο ঘ) লেবেল
সঠিক উত্তর: (ক)
১৭২. বিএসটিআই এর উদ্দেশ্য হলো-
i. জাতীয় পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা
ii. স্থানীয় পর্যায়ে পণ্যের মানের ব্যব হার নিশ্চিত করা
iii. আন্তর্জাতিক পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৩. বর্তমানে বাংলাদেশে চালু ট্রেডমার্ক আইনটি কত সালের?
Ο ক) ১৯৪০
Ο খ) ১৯৯৯
Ο গ) ২০০৯
Ο ঘ) ২০১১
সঠিক উত্তর: (ক)
১৭৪. অগ্নিকান্ড, জাহাজডুবি, ম্যূহ্রাস বা অন্য কোনো দূর্ঘটনাজনিত কারণে ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হলে বিমাকারী তা পূরণ করার মাধ্যমে কোনটি সংঘটিত হয়?
Ο ক) চূড়ান্ত সদ্বিশ্বাস সৃষ্টি হয়
Ο খ) বিমা চুক্তি শুরু হয়
Ο গ) ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারিত হয়
Ο ঘ) মুদ্রাস্ফীতি রোধ হয়
সঠিক উত্তর: (গ)
১৭৫. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় কত বছরের জন্য?
Ο ক) পাঁচ বছর
Ο খ) সাত বছর
Ο গ) নয় বছর
Ο ঘ) এগার বছর
সঠিক উত্তর: (খ)
১৭৬. বৈদেশিক ব্যবসায়ের ঝুঁকির কারণ-
i. মূল্য প্রাপ্তিতে অনিশ্চয়তা
ii. পণ্য প্রেরণে বিলম্ব
iii. পণ্য সংগ্রহে বিলম্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. প্রতীক/ট্রেডমার্ক ব্যবহারের অধিকার লঙ্ঘিত হলে কীভাবে প্রতিকার পাওয়া যায়?
Ο ক) স্থানীয় প্রশাসনের কাছে বিচার চেয়ে
Ο খ) নিবন্ধকের কাছে বিচার চেয়ে
Ο গ) আদালতে মামলা করে
Ο ঘ) রেজিস্টারের কাছে বিচার চেয়ে
সঠিক উত্তর: (গ)
১৭৮. অংশীদারি কারবার নিবন্ধনের জন্য নির্ধারিত ফরমে কয়টি নিয়ম থাকে?
Ο ক) পাঁচটি
Ο খ) চারটি
Ο গ) সাতটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. বিমার ক্ষেত্রে বিমাকৃত বিষয়ের ক্ষতিপূরণের জন্য বা নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য যে পক্ষ স্বীকৃত হয় তাকে কী বলা হয়?
Ο ক) বিমাকারী
Ο খ) বিমাগ্রহীতা
Ο গ) বিমাচুক্তি
Ο ঘ) বিমার এজেন্ট
সঠিক উত্তর: (ক)
১৮০. দেশের একটি প্রসিদ্ধ ইন্সুরেন্স কোম্পানি বছর শেষে প্রিমিয়াম হিসেবে ৫,০০,০০০টাকা পেল। প্রাপ্ত টাকা কোম্পানি কী করে?
Ο ক) নিজের কাছে গচ্ছিত রাখে
Ο খ) সরকারের নিকট জমা দেয়
Ο গ) ব্যাংকে জমা রাখে
Ο ঘ) বিনিয়োগ করে
সঠিক উত্তর: (ঘ)
১৮১. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা?
Ο ক) খাদ্য
Ο খ) অর্থ
Ο গ) শিল্প
Ο ঘ) প্রতিরক্ষা
সঠিক উত্তর: (গ)
১৮২. কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক?
i. অংশীদারি
ii. লিমিটেড কোম্পানি
iii. পাবলিক লিমিটেড কোম্পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. কী কারণে কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হতে পারে?
Ο ক) নির্ধারিত সংখ্যার চেয়ে কম পণ্য উৎপাদন করা
Ο খ) নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি পণ্য উৎপাদন করা
Ο গ) প্রতিযোগীদের চেয়ে ও কমমূল্যে পণ্য বিক্রয় করা
Ο ঘ) নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন না করা
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. বিমা ব্যবসায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখে-
i. বৈদেশিক বাণিজ্যের ঝুঁকি বহন করে এর প্রসারে সহায়তা করে
ii. প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ উৎপাদন উদ্দেশ্যে বিনিয়োগ করে শিল্পায়নে সহায়তা করা
iii. প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ ঋণ হিসেবে বিতরণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৫. কোন প্রতিষ্ঠান না থাকলে ঝুঁকির আশঙ্কায় অনেক ব্যবসায়ীকে প্রাথমিক পর্যায়েই ব্যবসায় বন্ধ করে দিতে হতো?
Ο ক) বিএসটিআই
Ο খ) বিসিক
Ο গ) বিটাক
Ο ঘ) বিমাকারী প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. দেশের একটি প্রসিদ্ধ ইন্স্যুরেন্স কোম্পানি বছর শেষে প্রিমিয়াম হিসাবে ৫,০০,০০০ টাকা পেল। প্রাপ্ত টাকা কোম্পানি কী করে?
Ο ক) নিজের কাছে গচ্ছিত রাখে
Ο খ) সরকারের নিকট জমা দেয়
Ο গ) ব্যাংকে জমা রাখে
Ο ঘ) বিনিয়োগ করে
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের আইন বাতিল করা হয়-
i. শর্ত লঙ্ঘন করলে
ii. চুক্তি ভঙ্গের কারণে
iii. নবায়ন না করলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়- i. নাটক ii. প্রবন্ধ iii. চিত্রকর্ম নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৯. উপমহাদেশে কত সালে প্রথম কপিরাইট আইন প্রণীত হয়?
Ο ক) ১৯০৮ সালে
Ο খ) ১৯০৯ সালে
Ο গ) ১৯১৯ সালে
Ο ঘ) ১৯১২ সালে
সঠিক উত্তর: (ঘ)
১৯০. পৌর এলাকার বাহিরে ব্যবসায় করলে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?
Ο ক) জেলা প্রশাসকের নিকট থেকে
Ο খ) পৌর কমিশনারের নিকট থেকে
Ο গ) সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
Ο ঘ) থানা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে
সঠিক উত্তর: (ক)
১৯১. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
Ο ক) ব্র্যান্ডেড পণ্য
Ο খ) পণ্যের স্বীকৃত মান
Ο গ) অর্থ উপার্জন
Ο ঘ) পুজিঁ সরবরাহ
সঠিক উত্তর: (গ)
১৯২. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র (Partarnership Deed)নিবন্ধিত হওয়া-
i. ঐচ্ছিক ব্যাপার
ii. বাধ্যতামূলক
iii. আদালত কর্তৃক গ্রহণযোগ্য হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. ব্যক্তির জীব বা সম্পত্তি বিনাসের ঝুঁকি কোন ধরণের বিমার আওতাভুক্ত?
Ο ক) জীবন বিমা
Ο খ) দূর্ঘটনা বিমা
Ο গ) দাঙ্গা বিমা
Ο ঘ) বিশ্বস্ততা বিমা
সঠিক উত্তর: (খ)
১৯৪. বাংলাদেশে কোন সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু হয়েছে?
Ο ক) ১৯০১
Ο খ) ১৯১১
Ο গ) ২০০১
Ο ঘ) ২০১১
সঠিক উত্তর: (খ)
১৯৫. কোনো বিশেষ পণ্যকে বাজারে প্রচলিত অনুরূপ পণ্য থেকে আলাদা করতে চাইলে কীসের প্রয়োজন?
Ο ক) পণ্যের প্রতীক নিবন্ধন
Ο খ) পণ্য নিবন্ধন
Ο গ) পণ্যের মান নিবন্ধন
Ο ঘ) উৎপাদন প্রতিষ্ঠান নিবন্ধন
সঠিক উত্তর: (ক)
১৯৬. কোন উদ্দেশ্যে ব্যবসায় অধিকার সকলের রয়েছে?
i. জীবিকা অর্জনের উদ্দেশ্যে
ii. মুনাফা অর্জনের উদ্দেশ্যে
iii. রাজনৈতিক সুবিধা অর্জনের উদ্দেশ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৭. কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়- i. সাহিত্য ii. শিল্পকর্ম iii. গল্প নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. ফ্রান সাইজিং চুক্তিতে কয়টি বিষয় অন্তর্ভূক্ত থাকে?
Ο ক) পাঁচটি
Ο খ) সাতটি
Ο গ) নয়টি
Ο ঘ) এগারটি
সঠিক উত্তর: (খ)
১৯৯. অগ্নি বিমা করা হয়-
i. পণ্যের জন্যে
ii. কারখানার জন্যে
iii. ঘরবাড়ির জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০০. লেখকের জীবনকালীন ও মৃত্যুর পর কতবছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে?
Ο ক) ১০ বছর
Ο খ) ২০ বছর
Ο গ) ৪০ বছর
Ο ঘ) ৬০ বছর
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. কোনো বিশেষ পণ্যকে বাজারে প্রচলিত অনুরূপ পণ্য থেকে আলাদা করতে চাইলে কিসের প্রয়োজন?
Ο ক) উৎপাদন প্রতিষ্ঠানের নাম নিবন্ধন
Ο খ) পণ্য নিবন্ধন
Ο গ) পণ্যের মান নিবন্ধন
Ο ঘ) পণ্যের প্রতীক নিবন্ধন
সঠিক উত্তর: (ঘ)
১৫২. জনাব এবাদুল্লাহ একটি জীবনবীমা পলিসি খোলেন। তবে নির্দিষ্ট মেয়াদের পর তিনি জীবিত থাকেন। এক্ষেত্রে কোনটি ঘটবে?
Ο ক) তিনি প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন
Ο খ) তিনি লাভসহ প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন
Ο গ) তিনি কোনো অর্থ ফেরত পাবেন না
Ο ঘ) বিমাকারীর নির্দিষ্ট অংশ কেটে রেখে বাকি অর্থ ফেরত দিবে
সঠিক উত্তর: (খ)
১৫৩. উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্যে কোন প্রতিষ্ঠান প্রয়োজনীয় সহযোগিত করে থাকে?
Ο ক) বিটাক
Ο খ) বিএসটিআই
Ο গ) বেসিক বিসিক
Ο ঘ) বেসিক বিসিক
সঠিক উত্তর: (খ)
১৫৪. নৌবিমা করা হয়-
i. জলদস্যুর ঝুঁকি এড়ানোর জন্যে
ii. ঝড়-ঝঞ্ঝার ঝুঁকি এড়ানোর জন্যে
iii. অগ্নিজনিত ঝুঁকি হ্রাস করার জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৫. কোন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না?
Ο ক) জীবন বীমা
Ο খ) অগ্নি বীমা
Ο গ) বিশ্বস্ততা বিমা
Ο ঘ) শস্যবিমা
সঠিক উত্তর: (ক)
১৫৬. কোন ব্যবসায়ের প্রধান লক্ষ্য সদস্যদের কল্যাণ সাধন করা?
Ο ক) অংশীদারি
Ο খ) কোম্পানি
Ο গ) কারবারি জোট
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. বিমাকারী প্রতিষ্ঠান কীসের বিনিময়ে ক্ষতির জন্যে ক্ষতিপূরণ দিয়ে থাকে?
Ο ক) প্রাপ্ত প্রিমিয়ামের বিনিময়ে
Ο খ) ঋণ গ্রহণের বিনিময়ে
Ο গ) কমিশনের বিনিময়ে
Ο ঘ) অগ্রিম গ্রহণের বিনিময়ে
সঠিক উত্তর: (ক)
১৫৮. পেটেন্টের উদ্দেশ্য হলো-
i. উদ্ভাবককে একচ্ছত্র মালিকানা প্রদান
ii. বাজারে উদ্ভাবিত পণ্য বিক্রয়ের নিশ্চয়তা প্রদান
iii. অসাধু ব্যবসায়ীদের দ্বারা ক্ষতির আশঙ্কা রোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৯. অগ্নিকান্ড, জাহাজ ডুবি, মূল্যহ্রাস বা অন্য কোন দুর্ঘটনাজনিত কারণে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী তা পূরণ করার মাধ্যমে কোনটি সংঘটিত হয়?
Ο ক) চূড়ান্ত সদ্বিশ্বাস সৃষ্টি হয়
Ο খ) বিমা চুক্তি শুরু হয়
Ο গ) ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়
Ο ঘ) মুদ্রাস্ফীতি রোধ হয়
সঠিক উত্তর: (গ)
১৬০. কী কারণে জনাব শাহেদ তার স্ত্রীর জীবন বিমা করতে সমর্থ হলেন?
Ο ক) চূড়ান্ত সদ্বিশ্বাস থাকায়
Ο খ) ক্ষতিপূরণের শর্ত থাকায়
Ο গ) প্রতিদানের সম্মতি থাকায়
Ο ঘ) বিমাযোগ্য স্বার্থ থাকায়
সঠিক উত্তর: (ঘ)
১৬১. পণ্যের প্রতীক রেজিস্ট্রেশনের জন্যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম কী?
Ο ক) বেসিক
Ο খ) বিসিক
Ο গ) বিটাক
Ο ঘ) বিএসটিআই
সঠিক উত্তর: (ঘ)
১৬২. নিচের কোনটি ফ্রানসাইজিং ব্যবসায়ের অসুবিধা নয়?
Ο ক) চুক্তি বাতিলের সম্ভাবনা
Ο খ) অধিক বিনিয়োগ
Ο গ) কড়া মনিটরিং
Ο ঘ) অধিক হারে কর প্রদান
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের কারণ কী?
Ο ক) নির্ধারিত মান অনুযায়ী পণ্য তৈরি না করা
Ο খ) নির্ধারিত সংখ্যার চেয়ে কম পণ্য তৈরি করা
Ο গ) নির্ধারিত মূল্যের কম মূল্যে পণ্য বিক্রয় করা
Ο ঘ) নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি পণ্য তৈরি করা
সঠিক উত্তর: (ক)
১৬৪. যে বিমায় নদী ও সামুদ্রিক যাত্রা থেকে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে কী বলা হয়?
Ο ক) নৌ বিমা
Ο খ) দূর্ঘটনা বিমা
Ο গ) জীবন বিমা
Ο ঘ) বিশ্বস্ততা বিমা
সঠিক উত্তর: (ক)
১৬৫. প্রাইভেট লি. কোম্পানির নিবন্ধনের আবেদন করতে ন্যুনতম কতজন প্রর্তকের প্রয়োজন?
Ο ক) দুই জন
Ο খ) তিন জন
Ο গ) চার জন
Ο ঘ) সাত জন
সঠিক উত্তর: (ক)
১৬৬. কোন আইন সম্পর্কে জ্ঞান থাকলে উদ্যোক্তার ব্যবসায় পরিচালনা সহজতর হয়?
i. শ্রমিক নিয়োগসংক্রান্ত আইন
ii. কারখানা আইন
iii. ব্যবসায় ঝুঁকি মোকাবিলা আইন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. বিমা (Insurance)- এর উদ্ভব হয়েছে-
i. দূর্ঘটনা মোকাবিলার লক্ষ্যে
ii. দূর্ঘটনা বন্ধ করার লক্ষ্যে
iii. আর্থিক নিরাপত্তার লক্ষ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. বাংলাদেশে কত সালে পেটেন্ট ও ডিজাইন আইন চালু হয়?
Ο ক) ১৯১১
Ο খ) ১৯২১
Ο গ) ১২৯
Ο ঘ) ১৯৪৫
সঠিক উত্তর: (ক)
১৬৯. প্রতীকের মূল বিষয় কী?
Ο ক) পণ্যকে চেনা
Ο খ) পণ্যের স্বাতন্ত্র্যতা
Ο গ) পণ্যের সামঞ্জস্যতা
Ο ঘ) পণ্যের প্রচার
সঠিক উত্তর: (খ)
১৭০. কোন কারণে ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন হয়?
i. প্রাকৃতিক কারণে
ii. অপ্রাকৃতিক কারণে
iii. জনসংখ্যা বৃদ্ধির কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭১. নিচের কোনটি প্রতীকের অন্তর্ভুক্ত নয়?
Ο ক) মোড়ক
Ο খ) ডিভাইস
Ο গ) শিরোনাম
Ο ঘ) লেবেল
সঠিক উত্তর: (ক)
১৭২. বিএসটিআই এর উদ্দেশ্য হলো-
i. জাতীয় পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা
ii. স্থানীয় পর্যায়ে পণ্যের মানের ব্যব হার নিশ্চিত করা
iii. আন্তর্জাতিক পর্যায়ে পণ্যের মানের ব্যবহার নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৩. বর্তমানে বাংলাদেশে চালু ট্রেডমার্ক আইনটি কত সালের?
Ο ক) ১৯৪০
Ο খ) ১৯৯৯
Ο গ) ২০০৯
Ο ঘ) ২০১১
সঠিক উত্তর: (ক)
১৭৪. অগ্নিকান্ড, জাহাজডুবি, ম্যূহ্রাস বা অন্য কোনো দূর্ঘটনাজনিত কারণে ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হলে বিমাকারী তা পূরণ করার মাধ্যমে কোনটি সংঘটিত হয়?
Ο ক) চূড়ান্ত সদ্বিশ্বাস সৃষ্টি হয়
Ο খ) বিমা চুক্তি শুরু হয়
Ο গ) ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারিত হয়
Ο ঘ) মুদ্রাস্ফীতি রোধ হয়
সঠিক উত্তর: (গ)
১৭৫. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় কত বছরের জন্য?
Ο ক) পাঁচ বছর
Ο খ) সাত বছর
Ο গ) নয় বছর
Ο ঘ) এগার বছর
সঠিক উত্তর: (খ)
১৭৬. বৈদেশিক ব্যবসায়ের ঝুঁকির কারণ-
i. মূল্য প্রাপ্তিতে অনিশ্চয়তা
ii. পণ্য প্রেরণে বিলম্ব
iii. পণ্য সংগ্রহে বিলম্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. প্রতীক/ট্রেডমার্ক ব্যবহারের অধিকার লঙ্ঘিত হলে কীভাবে প্রতিকার পাওয়া যায়?
Ο ক) স্থানীয় প্রশাসনের কাছে বিচার চেয়ে
Ο খ) নিবন্ধকের কাছে বিচার চেয়ে
Ο গ) আদালতে মামলা করে
Ο ঘ) রেজিস্টারের কাছে বিচার চেয়ে
সঠিক উত্তর: (গ)
১৭৮. অংশীদারি কারবার নিবন্ধনের জন্য নির্ধারিত ফরমে কয়টি নিয়ম থাকে?
Ο ক) পাঁচটি
Ο খ) চারটি
Ο গ) সাতটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. বিমার ক্ষেত্রে বিমাকৃত বিষয়ের ক্ষতিপূরণের জন্য বা নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য যে পক্ষ স্বীকৃত হয় তাকে কী বলা হয়?
Ο ক) বিমাকারী
Ο খ) বিমাগ্রহীতা
Ο গ) বিমাচুক্তি
Ο ঘ) বিমার এজেন্ট
সঠিক উত্তর: (ক)
১৮০. দেশের একটি প্রসিদ্ধ ইন্সুরেন্স কোম্পানি বছর শেষে প্রিমিয়াম হিসেবে ৫,০০,০০০টাকা পেল। প্রাপ্ত টাকা কোম্পানি কী করে?
Ο ক) নিজের কাছে গচ্ছিত রাখে
Ο খ) সরকারের নিকট জমা দেয়
Ο গ) ব্যাংকে জমা রাখে
Ο ঘ) বিনিয়োগ করে
সঠিক উত্তর: (ঘ)
১৮১. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা?
Ο ক) খাদ্য
Ο খ) অর্থ
Ο গ) শিল্প
Ο ঘ) প্রতিরক্ষা
সঠিক উত্তর: (গ)
১৮২. কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক?
i. অংশীদারি
ii. লিমিটেড কোম্পানি
iii. পাবলিক লিমিটেড কোম্পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. কী কারণে কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হতে পারে?
Ο ক) নির্ধারিত সংখ্যার চেয়ে কম পণ্য উৎপাদন করা
Ο খ) নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি পণ্য উৎপাদন করা
Ο গ) প্রতিযোগীদের চেয়ে ও কমমূল্যে পণ্য বিক্রয় করা
Ο ঘ) নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন না করা
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. বিমা ব্যবসায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখে-
i. বৈদেশিক বাণিজ্যের ঝুঁকি বহন করে এর প্রসারে সহায়তা করে
ii. প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ উৎপাদন উদ্দেশ্যে বিনিয়োগ করে শিল্পায়নে সহায়তা করা
iii. প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ ঋণ হিসেবে বিতরণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৫. কোন প্রতিষ্ঠান না থাকলে ঝুঁকির আশঙ্কায় অনেক ব্যবসায়ীকে প্রাথমিক পর্যায়েই ব্যবসায় বন্ধ করে দিতে হতো?
Ο ক) বিএসটিআই
Ο খ) বিসিক
Ο গ) বিটাক
Ο ঘ) বিমাকারী প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. দেশের একটি প্রসিদ্ধ ইন্স্যুরেন্স কোম্পানি বছর শেষে প্রিমিয়াম হিসাবে ৫,০০,০০০ টাকা পেল। প্রাপ্ত টাকা কোম্পানি কী করে?
Ο ক) নিজের কাছে গচ্ছিত রাখে
Ο খ) সরকারের নিকট জমা দেয়
Ο গ) ব্যাংকে জমা রাখে
Ο ঘ) বিনিয়োগ করে
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের আইন বাতিল করা হয়-
i. শর্ত লঙ্ঘন করলে
ii. চুক্তি ভঙ্গের কারণে
iii. নবায়ন না করলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়- i. নাটক ii. প্রবন্ধ iii. চিত্রকর্ম নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৯. উপমহাদেশে কত সালে প্রথম কপিরাইট আইন প্রণীত হয়?
Ο ক) ১৯০৮ সালে
Ο খ) ১৯০৯ সালে
Ο গ) ১৯১৯ সালে
Ο ঘ) ১৯১২ সালে
সঠিক উত্তর: (ঘ)
১৯০. পৌর এলাকার বাহিরে ব্যবসায় করলে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?
Ο ক) জেলা প্রশাসকের নিকট থেকে
Ο খ) পৌর কমিশনারের নিকট থেকে
Ο গ) সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
Ο ঘ) থানা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে
সঠিক উত্তর: (ক)
১৯১. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
Ο ক) ব্র্যান্ডেড পণ্য
Ο খ) পণ্যের স্বীকৃত মান
Ο গ) অর্থ উপার্জন
Ο ঘ) পুজিঁ সরবরাহ
সঠিক উত্তর: (গ)
১৯২. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র (Partarnership Deed)নিবন্ধিত হওয়া-
i. ঐচ্ছিক ব্যাপার
ii. বাধ্যতামূলক
iii. আদালত কর্তৃক গ্রহণযোগ্য হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. ব্যক্তির জীব বা সম্পত্তি বিনাসের ঝুঁকি কোন ধরণের বিমার আওতাভুক্ত?
Ο ক) জীবন বিমা
Ο খ) দূর্ঘটনা বিমা
Ο গ) দাঙ্গা বিমা
Ο ঘ) বিশ্বস্ততা বিমা
সঠিক উত্তর: (খ)
১৯৪. বাংলাদেশে কোন সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু হয়েছে?
Ο ক) ১৯০১
Ο খ) ১৯১১
Ο গ) ২০০১
Ο ঘ) ২০১১
সঠিক উত্তর: (খ)
১৯৫. কোনো বিশেষ পণ্যকে বাজারে প্রচলিত অনুরূপ পণ্য থেকে আলাদা করতে চাইলে কীসের প্রয়োজন?
Ο ক) পণ্যের প্রতীক নিবন্ধন
Ο খ) পণ্য নিবন্ধন
Ο গ) পণ্যের মান নিবন্ধন
Ο ঘ) উৎপাদন প্রতিষ্ঠান নিবন্ধন
সঠিক উত্তর: (ক)
১৯৬. কোন উদ্দেশ্যে ব্যবসায় অধিকার সকলের রয়েছে?
i. জীবিকা অর্জনের উদ্দেশ্যে
ii. মুনাফা অর্জনের উদ্দেশ্যে
iii. রাজনৈতিক সুবিধা অর্জনের উদ্দেশ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৭. কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়- i. সাহিত্য ii. শিল্পকর্ম iii. গল্প নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. ফ্রান সাইজিং চুক্তিতে কয়টি বিষয় অন্তর্ভূক্ত থাকে?
Ο ক) পাঁচটি
Ο খ) সাতটি
Ο গ) নয়টি
Ο ঘ) এগারটি
সঠিক উত্তর: (খ)
১৯৯. অগ্নি বিমা করা হয়-
i. পণ্যের জন্যে
ii. কারখানার জন্যে
iii. ঘরবাড়ির জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০০. লেখকের জীবনকালীন ও মৃত্যুর পর কতবছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে?
Ο ক) ১০ বছর
Ο খ) ২০ বছর
Ο গ) ৪০ বছর
Ο ঘ) ৬০ বছর
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep