এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৫ (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৫ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হল-
i. ফ্রানসাইজর ও ফ্রানসাইজারের মধ্যে চুক্তিপত্র
ii. ব্রান্ডেড পণ্য বা সেবা
iii. ফ্রানসাইজার কর্তৃক মনিটরিং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০২. নৌ বিমার চুক্তির দলিল কে কী বলা হয়?
Ο ক) নৌ বিমাপত্র
Ο খ) অঙ্গীকারনামা
Ο গ) বিশেষ বিমাপত্র
Ο ঘ) ভাসমান বিমাপত্র
সঠিক উত্তর: (ক)

১০৩. ফ্রানসাইজিং চুক্তিতে উল্লেখ থাকে-
i. ফ্রানসাইজিং ফ্রানসাইজরের গহণযোগ্য পণ্য বিক্রয় করবে
ii. ব্যবসায় ফ্রানসাইজির মানদন্ড অনুযায়ী না হলে চুক্তিপত্র বাতিল হবে
iii. ফ্রানসাইজি অবশ্যই প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করতে রাজি থাকবেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১০৪. বিমা ব্যবসায়ের সাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্ম্যুক্ত। কারণ-
i. প্রিমিয়ামের অর্থ পরিশোধের জন্যে বিমাগ্রহীতা সঞ্চয় করে, যা পরে উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়
ii. বিমা ব্যবসায় দরিদ্র জনগণকে ঋণ প্রদাপন করে তাদেরকে জাতীয় অর্থনীতির সাথে সম্পৃক্ত করে
iii. বিমার ওপর নির্ভর করে অনেক ঝুঁকিপূর্ণ শিল্প ও বানিজ্য গড়ে ওঠে ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১০৫. কপিরাইট হল ব্যবসায় উদ্যোক্তাদের-
Ο ক) ব্যয়
Ο খ) আয়
Ο গ) দায়
Ο ঘ) সম্পদ
সঠিক উত্তর: (ঘ)

১০৬. কোন কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরই ব্যবসায় শুরু করতে পারে?
Ο ক) যৌথমূলধনী
Ο খ) অংশীদারি
Ο গ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
Ο ঘ) পাবলিক লিমিটেড কোম্পানি
সঠিক উত্তর: (গ)

১০৭. কে রেজিস্টার্ড ট্রেডমার্কটি ব্যবহারের একচ্ছত্র অধিকার সংরক্ষণ করেন?
Ο ক) পরিচালক
Ο খ) সরকার
Ο গ) মালিক
Ο ঘ) দেশের জনগণ
সঠিক উত্তর: (গ)

১০৮. বাংলাদেশে কোন কপিরাইট আইনটি প্রচলিত আছে?
Ο ক) ২০০০
Ο খ) ২০০১
Ο গ) ২০০২
Ο ঘ) ২০০৩
সঠিক উত্তর: (ক)

১০৯. ফ্রানসাইজিং এর মাধ্যমে ব্যবসায় করার সুবিধা হলো-
i. ব্র্যান্ডের পণ্য বাজারজাতকরণ
ii. কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা
iii. যে কোনো সময়ে অর্থায়নের ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১০. একটি কোম্পানি প্রকৃতপক্ষে জন্মলাভ করে কখন?
Ο ক) নিবন্ধনপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে
Ο খ) নিবন্ধনপত্র পাওয়ার আগে
Ο গ) নিবন্ধনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে
Ο ঘ) নিবন্ধনপত্র পাওয়ার কিছু সময় পর
সঠিক উত্তর: (ক)

১১১. নিচের কোনটি বুদ্ধিবৃত্তিক সম্পদ?
Ο ক) যন্ত্রপাতি
Ο খ) কম্পিউটার
Ο গ) আসবাবপত্র
Ο ঘ) কপিরাইট
সঠিক উত্তর: (ঘ)

১১২. ফ্রানসাইজিং চুক্তি বলে ফ্রানসাইজর কখন চুক্তি বাতিল করতে পারে?
Ο ক) ফ্রানসাইজির কার্য অধিকার দেয়ার আগেই ফ্রানসাইজার ফি দাবি করলে
Ο খ) ফ্রানসাইজরের মানদন্ড অনুযায়ী ব্যবসায় সফল না হলে
Ο গ) ব্যবসায়ের এলাকা নির্ধারণ, অবকাঠামো নির্মাণ করতে না পারলে
Ο ঘ) ফ্রানসাইজরের প্রেরিত পণ্য অধিক মূল্যে বিক্রয় করলে
সঠিক উত্তর: (খ)

১১৩. কখন অন্যের জীবরে ওপর বিমা করা যায়?
Ο ক) মুনাফার সম্ভাবনা থাকলে
Ο খ) চূড়ান্ত সদ্বিশ্বাস থাকলে
Ο গ) প্রিমিয়াম পাওয়ার সম্ভাবনা থাকলে
Ο ঘ) বিমাযোগ্য স্বার্থ থাকলে
সঠিক উত্তর: (ঘ)

১১৪. বিমা ব্যবসায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখে-
i. বৈদেশিক বাণিজ্যের ঝুঁকি বহন করে এর প্রসারে সহায়তা করে
ii. প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ উৎপাদন উদ্দেশ্যে বিনিয়োগ করে শিল্পায়নে সহায়তা কর
iii. প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ ঋণ হিসেবে বিতরণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১৫. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা যায়-
i. ৭ বছরের জন্য
ii. মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে ১০ বছরের জন্য
iii. অনির্দিষ্টকাল পর্যন্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

১১৬. কোন ঝুঁকিটিতে অমিল পরিলক্ষিত হয়?
Ο ক) চুরি-ডাকাতি
Ο খ) অপহরণ
Ο গ) ছিনতাই
Ο ঘ) অতি বৃষ্টিপাত
সঠিক উত্তর: (ঘ)

১১৭. বিএসটিআই কর্তৃপক্ষের ক্ষমতা হলো-
i. পণ্যের মান নির্ধারণ
ii. প্রদত্ত মান চিহ্ন সাময়িকভাবে বাতিল করা
iii. প্রদত্ত মান চিহ্ন স্থায়ীভাবে বাতিল করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১৮. কপিরাইট আইন চুক্তিপত্রে উল্লেখ থাকে-
i. মেয়াদ
ii. রেজিস্ট্রেশন
iii. রয়েলটির পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১১৯. কিসের মাধ্যমে আবিষ্কারককে তার স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্যে একচেটিয়া মালিকানা প্রদান করা হয়?
Ο ক) ট্রেডমার্ক
Ο খ) লাইসেন্স
Ο গ) ট্রেডমার্ক
Ο ঘ) পেটেন্ট
সঠিক উত্তর: (ঘ)

১২০. বর্তমানে কোন পদ্ধতিতে ব্যবসায় স্থঅপন ও পরিচালনা জনপ্রিয় হয়ে উঠেছে?
Ο ক) ফ্রানসাইজিং
Ο খ) ইউনিটি
Ο গ) একমালিকানা
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (ক)

১২১. মেধাসম্পদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কোনটি?
i. ব্যবসায়ে প্রয়োগ উপযোগী আবিষ্কার
ii. সাহিত্য ও শিল্পকর্ম
iii. নকশা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২২. বিমা ব্যবসায়ে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কোনটি?
Ο ক) জীবন বিমা
Ο খ) বিশ্বস্ততা বিমা
Ο গ) দাঙ্গা বিমা
Ο ঘ) শস্যবিমা
সঠিক উত্তর: (ক)

১২৩. বিমা একপ্রকার কী?
Ο ক) ঝুঁকি
Ο খ) দলিল
Ο গ) ব্যবসায়
Ο ঘ) বিধান
সঠিক উত্তর: (গ)

১২৪. পৌর এলাকার ব্যবসায়ের ক্ষেত্রে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়?
Ο ক) ইউনিয়ন পরিষদ
Ο খ) পৌর কর্তৃপক্ষ
Ο গ) উপজেলা প্রশাসন
Ο ঘ) জেলা প্রশাসন
সঠিক উত্তর: (খ)

১২৫. যে কোনো ধরনের জাহাজ সংক্রান্ত বিমা কোন বিমার অন্তর্ভুক্ত?
Ο ক) জাহাজ বিমা
Ο খ) নৌ বিমা
Ο গ) দুর্ঘটনা বিমা
Ο ঘ) শস্য বিমা
সঠিক উত্তর: (খ)

১২৬. কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়-
i. সাহিত্য
ii. শিল্পকর্ম
iii. সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২৭. ফ্রানসাইজার কেএফসি হচ্ছে-
Ο ক) আমেরিকার
Ο খ) ইরানের
Ο গ) ইরাকের
Ο ঘ) সুদানের
সঠিক উত্তর: (ক)

১২৮. কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়?
Ο ক) পাবলিক লিমিটেড কোম্পানি
Ο খ) সমবায় সমিতি
Ο গ) অংশীদারি ব্যবসায়
Ο ঘ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
সঠিক উত্তর: (গ)

১২৯. পরিচালকের যোগ্যতাসূচটক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি সংক্রান্ত দলিল কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) প্রাইভেট লি. কোম্পানি
Ο খ) ঘরোয়া পরিমিত দায়সম্পন্ন কোম্পানি
Ο গ) পাবলিক লি. কোম্পানি
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

১৩০. ব্যবসায়, শিল্পে বা বাণিজ্যে প্রয়োগ উপযোগী- মেধাসম্পদের অন্তর্ভুক্ত।
i. আবিষ্কার
ii. সাহিত্য ও শিল্পকর্ম
iii. প্রতীক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩১. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রত্যেক স্তরেই কিছু-না-কিছু বিদ্যমান।
Ο ক) লাভ
Ο খ) লোকসান
Ο গ) ঝুঁকি
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

১৩২. বিমা এক প্রকার কী?
Ο ক) ব্যবসায়
Ο খ) চুক্তি
Ο গ) ঝুঁকি
Ο ঘ) দলিল
সঠিক উত্তর: (ক)

১৩৩. জনাব অর্ক ২০০০ সালে ১০ বছর মেয়াদি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্যে ‘X’ কোম্পানির সাথে জীবন বিমা করেন। ২০১১ সালে জনাব অর্কের মৃত্যু ঘটলে তার পরিবারের সদস্যরা ‘X’ কোম্পানির নিকট থেকে কত টাকা পাবেন?
Ο ক) পাঁচ লক্ষ টাকা
Ο খ) দশ লক্ষ টাকা
Ο গ) বারো লক্ষ টাকা
Ο ঘ) কিছুই পাবেন না
সঠিক উত্তর: (ঘ)

১৩৪. ব্যবসায়ের ঝুঁকি হলো- i. ঝড় ii. সাইক্লোন iii. অপহরণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩৫. ব্যবসায় উদ্যোক্তাদের বুদ্ধিভিত্তিক সম্পদ হল-
i. কপিরাইট
ii. পেটেন্ট
iii. ট্রেডমার্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩৬. বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণে বিমা সহায়তা করে-
i. জাহাজ ভাড়া বিমা করে
ii. পণ্যদ্রব্য বিমা করে
iii. জাহাজ বিমা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩৭. যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দুর্ঘটনাজনিত ক্ষতির জন্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে তাকে কী বলে?
Ο ক) বিনিয়োগ
Ο খ) বিমা
Ο গ) সঞ্চয়
Ο ঘ) মূলধন
সঠিক উত্তর: (খ)

১৩৮. কত সালের কোম্পানি আইন অনুযায়ী একটি যৌথমূলধনী কোম্পানিকে নিবন্ধন করা হয়?
Ο ক) ১৮৮১ সালের
Ο খ) ১৯৩২ সালের
Ο গ) ১৯৯৪ সালের
Ο ঘ) ১৯৬৫ সালের
সঠিক উত্তর: (গ)

১৩৯. প্রাইভেট লি. কোম্পানির নিবন্ধন করার জন্য নির্ধারিত ফিসহ নিবন্ধকের নিকট জমা দিতে হয়-
i. স্মারকলিপির এক কপি
ii. পরিমেল নিয়মাবলির এক কপি
iii. পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

১৪০. পেটেন্ট ধারণার উৎপত্তির কারণ কী?
Ο ক) উদ্ভাবক যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে
Ο খ) উদ্ভাবক যাতে অধিক মুনাফা অর্জন করতে পারে
Ο গ) প্রকৃত উদ্ভাবক যাতে কেনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়
Ο ঘ) উদ্ভাবক যাতে জনকল্যাণে সরকার সহযোগিতা করতে পারে
সঠিক উত্তর: (গ)

১৪১. বাংলাদেশে কপিরাইট আইন ২০০০ সর্বশেষ কত সালে সংশোধিত করা হয়?
Ο ক) ২০০০
Ο খ) ২০০২
Ο গ) ২০০৩
Ο ঘ) ২০০৫
সঠিক উত্তর: (ঘ)

১৪২. ঝুঁকিজনিত ক্ষতিপূরণ পাওয়ার প্রধান উপায় কী?
Ο ক) ব্যাংক
Ο খ) ঋণ
Ο গ) বিমা
Ο ঘ) প্রিমিয়াম
সঠিক উত্তর: (গ)

১৪৩. একটি কোম্পানি প্রকৃত পক্ষে জন্মলাভ করে কখন?
Ο ক) নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে
Ο খ) নিবন্ধন পত্র জমা দেওয়ার সাথে সাথে
Ο গ) যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের সাথে সাথে
Ο ঘ) কার্যারম্ভের অনুমতি পাওয়ার সাথে সাথে
সঠিক উত্তর: (ক)

১৪৪. পণ্যের মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি?
Ο ক) বিএসটিআই
Ο খ) বিসিক
Ο গ) বেসিক
Ο ঘ) বিটাক
সঠিক উত্তর: (ক)

১৪৫. পৌর এলাকায় প্রণয়ণের শেষ ধাপ কোনটি?
Ο ক) পৌর কর্তৃপক্ষ
Ο খ) ইউনিয়ন পরিষদ
Ο গ) উপজেলা প্রশাসন
Ο ঘ) জেলা প্রশাসন
সঠিক উত্তর: (ক)

১৪৬. বাংলাদেশে কত সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু আছে?
Ο ক) ১৯০১ সালের
Ο খ) ১৯১১ সালের
Ο গ) ১৯২১ সালের
Ο ঘ) ১৯৩১ সালের
সঠিক উত্তর: (খ)

১৪৭. কোনো প্রতিষ্ঠান না থাকলে ঝুঁকির আশঙ্কায় অনেক ব্যবসায়ীকে প্রাথমিক পর্যায়েই ব্যবসায় বন্ধ করে দিতে হতো?
Ο ক) বিএসটিআই
Ο খ) বিসিক
Ο গ) বিটাক
Ο ঘ) বিমাকারী প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ঘ)

১৪৮. কোনটি ক্ষতিপূরণের চুক্তি নয়?
Ο ক) নৌ বিমা
Ο খ) অগ্নি বিমা
Ο গ) দূর্ঘটনা বিমা
Ο ঘ) জীবন বিমা
সঠিক উত্তর: (ঘ)

১৪৯. প্রত্যেক দেমেই বিমার কদর বেড়ে চলেছে। কারণ-
i. দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্যে
ii. অর্থনৈতিক উন্নয়নের জন্যে
iii. শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৫০. প্রাইভেট লিমিটেড কোম্পানি কী পাওয়ার পর পরই কার্যাম্ভ করতে পারে?
Ο ক) ট্রেড লাইসেন্স
Ο খ) অনুমতি পত্র
Ο গ) সম্মতিসূচক পত্র
Ο ঘ) নিবন্ধন পত্র
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post