এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৫ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৫ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. জনাব এবাদুল্লাহ একটি জীবন বিমা পলিসি খোলেন। তবে নির্দিষ্ট মেয়াদের পর তিনি জীবিত থাকেন। এক্ষেত্রে কোনটি ঘটবে?
Ο ক) তিনি কোন অর্থ ফেরত পাবেন না
Ο খ) তিনি লাভসহ প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন
Ο গ) তিনি প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন
Ο ঘ) বিমাকারীর নির্দিষ্ট অংশ কেটে রেখে বাকি অর্থ ফেরত দিবে
সঠিক উত্তর: (খ)

৫২. KFC কোন দেশের প্রতিষ্ঠান?
Ο ক) জাপান
Ο খ) জার্মান
Ο গ) আমেরিকা
Ο ঘ) কানাডা
সঠিক উত্তর: (গ)

৫৩. পণ্যের প্রতীক রেজিস্ট্রেশন এর জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি?
Ο ক) বিএসটিআই
Ο খ) বেসিক
Ο গ) বিসিক
Ο ঘ) বিটাক
সঠিক উত্তর: (ক)

৫৪. পেটেন্টের মাধ্যমে মালিকানা প্রদানের ক্ষেত্রে কাদের মধ্যে চুক্তি হয়?
Ο ক) পণ্যের উদ্ভাবক ও সরকার
Ο খ) নিবন্ধক ও উদ্ভাবক
Ο গ) নিবন্ধক ও সরকার
Ο ঘ) নিবন্ধক ও আবিষ্কারক
সঠিক উত্তর: (ক)

৫৫. আবিষ্কারকে পেটেন্ট প্রদানের উদ্দেশ্য হলো-
i. নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি তৈরি করতে পারবে না
ii. নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না
iii. নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি বিক্রয় করতে পারবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৬. চুক্তি অনুযায়ী বিমাগ্রহীতা যে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিমাকারীকে প্রদান করে তাকে কী বলা হয়?
Ο ক) প্রিমিয়াম
Ο খ) দত্তাংশ
Ο গ) চাঁদা
Ο ঘ) সেবা ফী
সঠিক উত্তর: (ক)

৫৭. মেধাসম্পদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কোনটি?
i. প্রতীক
ii. নাম
iii. স্বাক্ষর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৮. ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূরীকরণের হাতিয়ার হিসেবে বিমার সামগ্রিক উন্নয়ন বলতে কোনটিকে বোঝায়?
Ο ক) ব্যক্তি ও পারিবারিক জীবন বিমার গুরুত্বকে বোঝায়
Ο খ) অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে বিমার গুরুত্বকে বোঝায়
Ο গ) শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নে বিমার গুরুত্বকে বোঝায়
Ο ঘ) নৌ, অগ্নি ও জীবন বিমার গুরুত্বকে বোঝায়
সঠিক উত্তর: (গ)

৫৯. খ্যাতনামা কোনো কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে কী বলে?
Ο ক) পেটেন্ট
Ο খ) ফ্রানসাইজিং
Ο গ) ট্রেডমার্ক
Ο ঘ) কপিরাইট
সঠিক উত্তর: (খ)

৬০. ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সুবিধা হলো-
i. পণ্যের মালিককে একচ্ছত্র স্বত্ব প্রদান
ii. আইনগত প্রতিকার
iii. কর অবকাশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬১. কোনটি পেটেন্টের উদ্দেশ্য?
i. শিল্পোদ্যোক্তার পরিশ্রমলব্ধ উদ্ভাবন নকল করে যাতে অন্য কেউ তৈরি করতে না পারে
ii. উদ্ভাবককে একচ্ছত্র মালিকানা প্রদান
iii. উদ্ভাবককে মুনাফার নিশ্চয়তা প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬২. ব্যবসায়ের জন্য অত্যন্ত সহায়ক কী?
Ο ক) অর্থ
Ο খ) ব্যাংক
Ο গ) বিমা
Ο ঘ) পরিবহন
সঠিক উত্তর: (গ)

৬৩. ফ্রানসাইজিং চুক্তির বলে ফ্রানসাইজর কখন চুক্তি বাতিল করতে পারে?
Ο ক) ফ্রানসাইজির কার্য অধিকার দেওয়ার আগেই ফ্রানসাইজার ফি দাবি করলে
Ο খ) ফ্রানসাইজরের মানদন্ড অনুযায়ী ব্যবসায় সফল না হলে
Ο গ) ফ্রানসাইজরের প্রেরিত পণ্য অধিক মূল্যে বিক্রয় করলে
Ο ঘ) ব্যবসায়ের এলাকা নির্ধারণ, অবকাঠামো নির্মাণ করতে না পারলে
সঠিক উত্তর: (খ)

৬৪. ফ্রাইসাইজিং এর অসুবিধা হলো-
i. কঠোর মনিটরিং
ii. বেশি পরিমাণ বিনিয়োগ
iii. ব্যবসায় সংক্রান্ত পরামর্শ নেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৫. নৌ বিমা করা হয়-
i. জলদস্যুর ঝুঁকি এড়ানোর জন্যে
ii. ঝড়-ঝঞ্ঝার ঝুঁকি এড়ানোর জন্যে
iii. অগ্নিজনিত ঝুঁকি হ্রাস করার জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৬. ব্যক্তির জীবন বা সম্পত্তি বিনাশের ঝুঁকি কোন বিমার আওতাভুক্ত?
Ο ক) জীবন বিমা
Ο খ) নৌ বিমা
Ο গ) অগ্নি বিমা
Ο ঘ) দুর্ঘটনা বিমা
সঠিক উত্তর: (ক)

৬৭. অগ্নি বিমা করা হয়-
i. পণ্যের জন্যে
ii. কারখানার জন্যে
iii. ঘরবাড়ির জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৮. কোন তারিখ থেকে বিশ্ব মেধাসম্পদ দিবস পালন করা হয়?
Ο ক) ২০ এপ্রিল
Ο খ) ২৬ এপ্রিল
Ο গ) ২৫ মে
Ο ঘ) ৫ মে
সঠিক উত্তর: (খ)

৬৯. কয়টি কারণে ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন হয়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৭০. পরিবারের কর্তার জীবন বিমা করা থাকলে তার অকাল মৃত্যুতে কে ক্ষতিপূরণ পাবে?
Ο ক) তার স্ত্রী
Ο খ) তার সন্তানেরা
Ο গ) তার মনোনীত ব্যক্তি
Ο ঘ) তার পিতা
সঠিক উত্তর: (গ)

৭১. প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আবেদনপত্রের সাথে কোন দলিলটি না থাকলেও চলে?
Ο ক) স্মারকলিপির একটি কপি
Ο খ) পরিচালক হিসেবে কাজ করার সম্মতিসূচক পত্র
Ο গ) আইনের ধারা পালনের ঘোষণাপত্র
Ο ঘ) প্রস্তাবিত মূলধনের বিবরণ
সঠিক উত্তর: (খ)

৭২. বিমা ব্যবসায়ের সবচেয়ে জনপ্রিয় কোনটি?
Ο ক) জীবন বিমা
Ο খ) নৌ বিমা
Ο গ) অগ্নি বিমা
Ο ঘ) দুর্ঘটনা বিমা
সঠিক উত্তর: (ক)

৭৩. সারা বিশ্ব কত তারিখে মেধাসম্পদ দিবস হিসেবে পালন করে?
Ο ক) ২৪ এপ্রিল
Ο খ) ২৬ এপ্রিল
Ο গ) ২৪ মে
Ο ঘ) ২৬ মে
সঠিক উত্তর: (খ)

৭৪. ফ্রানসাইজিং চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
Ο ক) ফ্রানসাইজর ও ফ্রান সাইজি
Ο খ) ফ্রানসাইজ র ও সরকার
Ο গ) ফ্রানসাইজি ও সরকার
Ο ঘ) ফ্রানসাইজি ও ক্রেতা
সঠিক উত্তর: (ক)

৭৫. কোন কোম্পানির জন্য ব্যবসায় আরম্ভ করার পূর্বে কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করা প্রয়োজন?
Ο ক) পাবলিক লিমিটেড কোম্পানি
Ο খ) একমালিকানা ব্যবসায়
Ο গ) সমবায় ব্যবসায়
Ο ঘ) অংশীদারি ব্যবসায়
সঠিক উত্তর: (ক)

৭৬. বিমার প্রয়োজন হয়-
i. ভবিষ্যত অনিশ্চয়তার জন্যে
ii. বর্তমানে স্বচ্ছলভাবে চলার জন্যে
iii. ভবিষ্যতে সঞ্চয়ের জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৭৭. একমালিকানা ব্যবসায়ের ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়-
i. পৌর এলাকার ভিতর হলে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে
ii. পৌর এলাকার বাইরে হলে জেলা প্রশাসনের কাছ থেকে
iii. পৌর এলাকার বাইরে হলে ইউনিয়ন পরিষদ থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৭৮. বর্তমানে বাংলাদেশে কোন বিমা আইন চালু রয়েছে?
Ο ক) বিমা আইন ২০০৯
Ο খ) বিমা আইন ২০১০
Ο গ) বিমা আইন ২০১১
Ο ঘ) বিমা আইন ২০১২
সঠিক উত্তর: (খ)

৭৯. কোন বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ নির্ণয় করা দুঃসাধ্য?
Ο ক) অগ্নি বিমা
Ο খ) শস্য বিমা
Ο গ) জীবন বিমা
Ο ঘ) নৌ বিমা
সঠিক উত্তর: (গ)

৮০. ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো-
Ο ক) চুক্তিপত্র
Ο খ) ব্রান্ডেড
Ο গ) স্বীকৃত মান ও প্রক্রিয়া যাচাই
Ο ঘ) বিক্রয় বৃদ্ধি
সঠিক উত্তর: (ক)

৮১. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কী?
Ο ক) উৎপাদন
Ο খ) বাজারজাতকরণ
Ο গ) মুনাফা অর্জন
Ο ঘ) চুক্তি
সঠিক উত্তর: (ঘ)

৮২. কোনো লেখক ও প্রশাকের মধ্যে বই মুদ্রণ ও বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি হলে তাকে কী বলে?
Ο ক) কপিরাইট চুক্তি
Ο খ) পেটেন্ট চুক্তি
Ο গ) ট্রেডমার্ক চুক্তি
Ο ঘ) ফ্রানসাইজিং চুক্তি
সঠিক উত্তর: (ক)

৮৩. কোনটি ব্যবসায়ের প্রাকৃতিক ঝুঁকি?
i. অতিবৃষ্টি
ii. সিডর
iii. ডাকাতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮৪. কোন বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের জন্য সব দেশেই আইনগত বিধি বিধান রয়েছে?
Ο ক) আসবাবপত্র
Ο খ) যন্ত্রপাতি
Ο গ) পেটেন্ট
Ο ঘ) অফিস সরঞ্জাম
সঠিক উত্তর: (গ)

৮৫. মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কত বছরের জন্য নবায়ন করা যায়?
Ο ক) ২ বছর
Ο খ) ৫ বছর
Ο গ) ১০ বছর
Ο ঘ) ১২ বছর
সঠিক উত্তর: (গ)

৮৬. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
Ο ক) অর্থ
Ο খ) শিল্প
Ο গ) সংস্থাপন
Ο ঘ) আইন
সঠিক উত্তর: (খ)

৮৭. কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়-
i. গল্প, নাটক, প্রবন্ধ
ii. কবিতা, জাতীয় সাহিত্য কর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র
iii. সঙ্গীত, যন্ত্রসংগীত, ভাস্কর্য, স্থাপত্য কলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৮. ব্রবসায়ী বা সাধারণ লোক চুরি, ডাকাতি ইত্যাদি দ্বারা ক্ষতিগ্রস্থ হয়। এ ধরণের ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ পাওয়ার নিমিত্তে কোন ধরনের বিমা করা হয়?
Ο ক) দূর্ঘটনা বিমা
Ο খ) সততা বিমা
Ο গ) ক্ষতিপূরণ বিমা
Ο ঘ) অপহরণ বিমা
সঠিক উত্তর: (ক)

৮৯. পেটেন্ট কোন ধরনের সম্পদ?
Ο ক) মেধা সম্পদ
Ο খ) চলতি সম্পদ
Ο গ) স্থানীয় সম্পদ
Ο ঘ) দৃশ্যমান সম্পদ
সঠিক উত্তর: (ক)

৯০. পাবলিক লি. কোম্পানির জন্যে ন্যুনতম কতজন প্রর্তকের প্রয়োজন?
Ο ক) দুই জন
Ο খ) পাঁচ জন
Ο গ) সাত জন
Ο ঘ) দশ জন
সঠিক উত্তর: (গ)

৯১. ওয়াহিদ সাহেব তার অবর্ত মানে পরিবারের আর্থিক অবস্থা নিয়ে চিন্তিত হওয়ায় তিনি একটি জীবন বিমা করলেন। এটি বিমার কোন ধরনের চুক্তি?
Ο ক) ক্ষতিপূরণের চুক্তি
Ο খ) পারিবারিক নিরাপত্তার চুক্তি
Ο গ) অভাব মোচনের চুক্তি
Ο ঘ) সঞ্চয় বৃদ্ধির চুক্তি
সঠিক উত্তর: (খ)

৯২. পাবলিক লি. কোম্পানির জন্য সাধারণত সংগ্রহ করতে হয়-
i. স্মারকলিপি
ii. পরিমেল নিয়মাবলি
iii. ট্রেড লাইসেন্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

৯৩. বিমা করা থাকলে ক্ষতি হলে কে ক্ষতিপূরণ প্রদান করে?
Ο ক) বিমাকারী
Ο খ) বিমাগ্রহীতা
Ο গ) বিমা প্রতিষ্ঠান
Ο ঘ) সরকার
সঠিক উত্তর: (গ)

৯৪. অন্যের নামে বরাদ্দকৃত প্রতীক কোনো ব্যক্তি ব্যবহার করতে চাইলে কার অনুমতি প্রয়োজন?
Ο ক) রেজিস্টারের
Ο খ) প্রশাসনের
Ο গ) রেজিস্টার্ড মালিকের
Ο ঘ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
সঠিক উত্তর: (গ)

৯৫. ফ্রানসাইজিং চুক্তিতে উল্লেখ থাকে-
i. ফ্রানসাইজিং ফ্রানসাইজারের গ্রহণযোগ্য পণ্য বিক্রয় করবে
ii. ব্যবসায় ফ্রানসাইজির মানদন্ড অনুযায়ী না হলে চুক্তিপত্র বাতিল হবে
iii. ফ্রানসাইজিং অবশ্যই প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করতে রাজি থাকবেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৯৬. আবিষ্কারকে পেটেন্ট প্রদানের অর্থ হল নির্দিষ্ট সময়ে অন্য কেউ যাতে-
i. এটি তৈরি করতে না পারে
ii. এটি ব্যবহার করতে না পারে
iii. এটি বিক্রয় করতে না পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৭. কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক?
Ο ক) অংশীদারি কারবার
Ο খ) একমালিকানা কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) পাইকারি কারবার
সঠিক উত্তর: (গ)

৯৮. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) তিনটি
Ο খ) সাতটি
Ο গ) নয়টি
Ο ঘ) এগারটি
সঠিক উত্তর: (ক)

৯৯. বুদ্ধিবৃত্তিক সম্পদকে বিবেচনা করা হয়-
i. ব্যবসায় উদ্যোগের গবেষণার ফসল হিসেবে
ii. ব্যবসায়ের অতি মূল্যবান সম্পদ হিসেবে
iii. মালিকের সম্পত্তি হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০০. একমালিকানা ব্যবসায়ের নিবন্ধন ও লাইসেন্স সংগ্রহ করতে হয়-
i. পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
ii. নিবন্ধকের নিকট থেকে
iii. জেলা প্রশাসকের নিকট থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post