ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৪ (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪০১. কোম্পানি গঠন করতে যে দলিল প্রস্তুত করতে হবে-
i. স্মারকলিপি
ii. পরিমেল নিয়মাবলি
iii. কাবিননামা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৪০২. প্রাচীনতম ব্যবসায় হিসেবে একমালিকানা ব্যবসায় স্বীকৃত-
i. অনুন্নত দেশে
ii. উন্নত দেশে
iii. উন্নয়নশীল দেশে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) i
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৩. নিচের কোনটি পাবলিক লিমিটেড কোমপানির কার্যারম্ভের জন্য আবশ্যক?
Ο ক) স্মারকলিপি
Ο খ) পরিমেল নিয়মাবলি
Ο গ) মূলধন
Ο ঘ) কার্যারম্ভের অনুমতিপত্র
সঠিক উত্তর: (ঘ)
৪০৪. চুক্তির বিলুপ্তির ফলে অংশীদারি ব্যবসায়ে কোন ধরনের বিলোপসাধন হবে?
Ο ক) ঐচ্ছিক
Ο খ) বাধ্যতামূলক
Ο গ) বিজ্ঞপ্তির
Ο ঘ) আদালতের মাধ্যমে
সঠিক উত্তর: (ঘ)
৪০৫. কোনটি অংশীদারি ব্যবসায় নিবন্ধনের আবেদনপত্রে উল্লেখ করতে হয়?
Ο ক) মূলধনের পরিমাণ
Ο খ) নতুন অংশীদার গ্রহণ
Ο গ) ব্যবসায়ের উদ্দেশ্য
Ο ঘ) বিলোপসাধন পদ্ধতি
সঠিক উত্তর: (গ)
৪০৬. কোন ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতার জন্য জাতীয় সংসদে জবাবদিহি করতে হয়?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) যৌথমূলধনী
Ο ঘ) রাষ্ট্রীয় ব্যবসায়
সঠিক উত্তর: (ঘ)
৪০৭. দেশরক্ষা ও নিরাপত্তার জন্য কোন ধরণের ব্যবসায় স্থাপন করা হয়?
Ο ক) য়ৌথমালিকানার ভিত্তিতে
Ο খ) বেসরকারিভাবে
Ο গ) রাষ্ট্রীয়ভাবে
Ο ঘ) বিদেশি মালিকানার ভিত্তিতে
সঠিক উত্তর: (গ)
৪০৮. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রের সাথে কোনটি উল্লেখ করতে হয়?
i. অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা
ii. অংশীদার হিসেবে ব্যবসায়ে যোগদানের তারিখ
iii. অংশীদারদের মূলধনের বিবরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০৯. পৌরসভা এলাকার উদ্যোক্তাকে কী সংগ্রহ করতে হয়?
Ο ক) ট্রেড লাইসেন্স
Ο খ) প্রত্যয়পত্র
Ο গ) প্রশংসাপত্র
Ο ঘ) নাগরিক সনদ
সঠিক উত্তর: (ক)
৪১০. চুক্তিপত্র সকল অংশীদার কর্তৃক- হতে হয়।
Ο ক) গৃহীত
Ο খ) অনুমোদিত
Ο গ) গ্রহণযোগ্য
Ο ঘ) স্বাক্ষরিত
সঠিক উত্তর: (ঘ)
৪১১. মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা কোন ব্যবসায়ের?
Ο ক) একমালিকানা ব্যবসায়ের
Ο খ) অংশীদারি ব্যবসায়ের
Ο গ) যৌথ মূলধনী ব্যবসায়ের
Ο ঘ) পাইকারি ব্যবসায়ের
সঠিক উত্তর: (গ)
৪১২. কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় সকল বিষয় লিপিবদ্ধ থাকে কোন দলিলে?
Ο ক) স্মারকলিপি
Ο খ) গঠনতন্ত্র
Ο গ) পরিমেল নিয়মাবলি
Ο ঘ) নিবন্ধনপত্রে
সঠিক উত্তর: (গ)
৪১৩. সমবায় বিধিমালা ২০০৪ অনুযায়ী পেশাভিত্তিক সমবায় সমিতি কত ধরণের?
Ο ক) ১৫ ধরনের
Ο খ) ২০ ধরনের
Ο গ) ৩০ ধরনের
Ο ঘ) ২৫ ধরনের
সঠিক উত্তর: (খ)
৪১৪. রবিউল একজন রাজমিস্ত্রি। তিনি কোন সমবায় সমিতির সদস্য হবেন?
Ο ক) কৃষক সমবায়
Ο খ) শ্রমজীবি সমবায়
Ο গ) তাঁতি সমবায়
Ο ঘ) হকার্স সমবায়
সঠিক উত্তর: (খ)
৪১৫. অংশীদারি ব্যবসায়ের আবির্ভাব ঘটার কারণ-
i. মূলধনের যোগান
ii. ব্যক্তিগত সামর্থের সীমাবদ্ধতার অবসান
iii. বৃহদায়তন ব্যবসায়ের সুযোগ-সুবিধা ভোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১৬. প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালকের সংখ্যা ন্যুনতম কতজন?
Ο ক) ২ জন
Ο খ) ৩ জন
Ο গ) ৪ জন
Ο ঘ) ৫ জন
সঠিক উত্তর: (ক)
৪১৭. অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন করার সময় যে আবেদনপত্র দাখিল করতে হয় উক্ত পত্রটিতে-
i. অংশীদারদের মনোনীত যেকোনো একজন কর্তৃক স্বাক্ষর করতে হয়
ii. সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়
iii. যথাযথভাবে পূরণপূর্বক তারিখ ও স্বাক্ষর প্রদান করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
৪১৮. তথ্য মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় ব্যবসায়গুলো হলো-
i. বাংলাদেশ বেতার
ii. বাংলাদেশ টেলিভিশন
iii. বাংলাদেশ বিমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১৯. জয় একটি ডেভেলপমেন্ট প্রকল্পের অংশীদার। সে মূলধন বিনিয়োগ করে লাভ-ক্ষতি গ্রহণ করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। জয়কে কোন প্রকৃতির অংশীদার বলা যায়?
Ο ক) সাধারণ অংশীদার
Ο খ) কর্মী অংশীদার
Ο গ) নিস্ক্রিয় অংশীদার
Ο ঘ) নামমাত্র অংশীদার
সঠিক উত্তর: (গ)
৪২০. প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কী সংগ্রহ করতে হয়?
Ο ক) প্রত্যয়নপত্র
Ο খ) অনুমতিপত্র
Ο গ) আবেদনপত্র
Ο ঘ) ট্রেড লাইসেন্স
সঠিক উত্তর: (ক)
৪২১. অংশীদারি ব্যবসায়ে কোন ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই?
Ο ক) সদস্য সংখ্যা
Ο খ) পরিচালনা
Ο গ) চুক্তি
Ο ঘ) নিবন্ধন
সঠিক উত্তর: (ঘ)
৪২২. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার?
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ঘ)
৪২৩. অংশীদারি ব্যবসায়ের লাভ-লোকসান কী অনুযায়ী বন্টিত হয়?
Ο ক) চুক্তি
Ο খ) স্বারকলিপি
Ο গ) ট্রেড লাইসেন্স
Ο ঘ) নিবন্ধন
সঠিক উত্তর: (ক)
৪২৪. সমবায় সমিতির কোন সদস্য এর শেয়ার মূলধনের কত অংশের অধিক মূল্যের শেয়ার ক্রয় করতে পারবে না?
Ο ক) ১/৪ অংশ
Ο খ) ১/৩ অংশ
Ο গ) ১/২ অংশ
Ο ঘ) ১/৫ অংশ
সঠিক উত্তর: (ঘ)
৪২৫. অংশীদারি ব্যবসায়ের জন্য কোনটি অপরিহার্য?
Ο ক) স্থায়িত্ব
Ο খ) চুক্তিপত্র
Ο গ) অস্তিত্ব
Ο ঘ) আইনগত সত্তা
সঠিক উত্তর: (খ)
৪২৬. চুক্তিপত্র বলা হয় কোনটিকে?
Ο ক) লিথিত চুক্তিকে
Ο খ) অলিখিত চুক্তিকে
Ο গ) মৌখিক চুক্তিকে
Ο ঘ) অনিবন্ধিত চুক্তিকে
সঠিক উত্তর: (ক)
৪২৭. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন হলো-
i. অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন
ii. অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন
iii. অংশীদারদের স্থাবর সম্পত্তি নিবন্ধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪২৮. একটি টেক্সটাইল মিলের অংশীদার প্রিয়তা। সড়ক দুর্ঘটনায় প্রিয়তা পঙ্গু হয়ে যায় ফলে চিরতরে প্রতিষ্ঠানে কর্তব্য পালনে অসমর্থ হয়। প্রতিষ্ঠানটির বিলোপসাধন হবে কীভাবে?
Ο ক) বাধ্যতামূলক বিলোপসাধন
Ο খ) বিজ্ঞপ্তির দ্বারা বিলোপসাধন
Ο গ) আদলতের মাধ্যমে বিলোপসাধন
Ο ঘ) সকল অংশীদারের সম্মতিক্রমে
সঠিক উত্তর: (গ)
৪২৯. একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
i. মালিকই পুঁজি সরবরাহ করেন এবং ঝুঁকি বহন করেন
ii. মালিক বা স্বত্বাধিকারী একের অধিক হতে পারে না
iii. মালিক নিজেই ব্যবসায়ের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে থাকেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৩০. যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
i. পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবসায় পরিচালিত হয়
ii. কোম্পানি ব্যবসায়ের পরিচালনা ও ব্যবস্থাপনায় গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করা হয়
iii. আইনের দ্বারা সৃষ্ট বলে এ ব্যবসায়টি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩১. সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত হয়-
i. উত্তর আমেরিকা
ii. পশ্চিম ইউরোপ
iii. জাপান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩২. পেশাদারী ব্যবসায়ের ক্ষেত্রে কোন ব্যবসায় সংগঠন উপযুক্ত?
Ο ক) অংশীদারি
Ο খ) সমবায়
Ο গ) কোম্পানি
Ο ঘ) একমালিকানা
সঠিক উত্তর: (ঘ)
৪৩৩. একমালিকানা ব্যবসায় গঠন করতে নিচের কোনটি সর্বাগ্রে প্রয়োজন?
Ο ক) স্বল্প মূলধন
Ο খ) ট্রেড লাইসেন্স
Ο গ) ব্যক্তিগত উদ্যোগ
Ο ঘ) দোকানঘর ভাড়া করা
সঠিক উত্তর: (গ)
৪৩৪. যৌখমূলধনী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দলিলপত্র-
i. স্মারকলিপি
ii. চুক্তিপত্র
iii. পরিমেল নিয়মাবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩৫. চুক্তিতে কিছু উল্লেখ না থাকলে অংশীদারি ব্যবসায়ের লাভ-লোকসান কীভাবে বন্টিত হবে?
Ο ক) অসমহারে
Ο খ) সমহারে
Ο গ) মূলধন অনুপাতে
Ο ঘ) অবন্টিত থাকবে
সঠিক উত্তর: (খ)
৪৩৬. ‘সকল অংশীদারের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপসাধনই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন’ এটি ১৯৩২ সালের অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে?
Ο ক) ৬৮ ধারায়
Ο খ) ৩৯ ধারায়
Ο গ) ৩৮ ধারায়
Ο ঘ) ৭৮ ধারায়
সঠিক উত্তর: (খ)
৪৩৭. ২০০১ সালের সমবায় আইনে কত ধরণের সমবায় সমিতির কথা উল্লেখ আছে?
Ο ক) ৩ ধরণের
Ο খ) ৫ ধরণের
Ο গ) ৭ ধরণের
Ο ঘ) ৪ ধরণের
সঠিক উত্তর: (ক)
৪৩৮. মালিকানার ভিতিতে ব্যবসায় কত প্রকার?
Ο ক) ৩ প্রকার
Ο খ) ৪ প্রকার
Ο গ) ৫ প্রকার
Ο ঘ) ৬ প্রকার
সঠিক উত্তর: (গ)
৪৩৯. ফেরিওয়ালা ও ভ্রাম্যমান দোকান কোন ব্যবসায়ের অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয়?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) যৌথ মূলধ নী ব্যবসায়
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (ক)
৪৪০. একমালিকানা ব্যবসায় গঠন করা যায়-
i. গ্রামে-গঞ্জে
ii. হাটে-বাজারে
iii. রাস্তার পাশে কিংবা নিজ বাড়িতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৪১. ড. আক্তার হামিদের নেতৃত্বে পানি উন্নয়ন একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯১৮ সালে
Ο খ) ১৯৫৯ সালে
Ο গ) ১৯৬৯ সালে
Ο ঘ) ১৯৬৮ সালে
সঠিক উত্তর: (খ)
৪৪২. কতজন তাঁতি মিলে সমবায় সমিতি গঠন করেন?
Ο ক) ৩৫ জন
Ο খ) ২৮ জন
Ο গ) ২৫ জন
Ο ঘ) ২০ জন
সঠিক উত্তর: (খ)
৪৪৩. সর্বপ্রথম কোম্পানী আইন পাস হয় কত সালে?
Ο ক) ১৮৩৪ সালে
Ο খ) ১৮৪৪ সালে
Ο গ) ১৯৩৪ সালে
Ο ঘ) ১৯৫৪ সালে
সঠিক উত্তর: (খ)
৪৪৪. কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারীদের বলে-
Ο ক) প্রবর্তক
Ο খ) পরিচালক
Ο গ) মালিক
Ο ঘ) ব্যবস্থাপক
সঠিক উত্তর: (ক)
৪৪৫. একটি অংশীদারি ব্যবসায় নিবন্ধনের জন্য প্রয়োজন-
i. অংশীদারি প্রতিষ্ঠানের নাম
ii. ব্যবসায়ের উদ্দেশ্য
iii. মূলধনের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৪৬. আক তার হামিদ খান ক র্তৃক প্রতিষ্ঠিত বার্ড (BARD) কোন আন্দোলনকে জনপ্রিয়তা দান করে?
Ο ক) স্বাধীনতা
Ο খ) দাসত্ব
Ο গ) সমবায়
Ο ঘ) পুজিঁবাদ
সঠিক উত্তর: (গ)
৪৪৭. সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি?
Ο ক) অংশীদারি
Ο খ) একমালিকানা
Ο গ) সমবায়
Ο ঘ) যৌথ মূলধনী
সঠিক উত্তর: (খ)
৪৪৮. ‘বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন’ সম্পর্কে অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে?
Ο ক) ৩৯ ধারায়
Ο খ) ৪০ ধারায়
Ο গ) ৪১ ধারায়
Ο ঘ) ৪২ ধারায়
সঠিক উত্তর: (ঘ)
৪৪৯. সমবায় সমিতির ক্ষেত্রে সঠিক তথ্য হলো-
i. সমবায় সমিতি একটি স্বেচ্ছাপ্রণোদিত প্রতিষ্ঠান
ii. সমবায় সমিতির নিবন্ধন বাধ্যতামূলক নয়
iii. সমবায় সমিতি পৃথক ও স্বাধীন সত্তার অধিকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৫০. জনাব রুপন অগ্রণী হসপিটাল লি. –এর ১০,০০০ টাকার শেয়ার ক্রয় করেছেন। জনাব রুপন উক্ত কোম্পানির কাছে কত টাকার দায়বদ্ধ থাকবে?
Ο ক) ৫,০০০ টাকা
Ο খ) ১০,০০০ টাকা
Ο গ) ১৫,০০০ টাকা
Ο ঘ) ২০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪০১. কোম্পানি গঠন করতে যে দলিল প্রস্তুত করতে হবে-
i. স্মারকলিপি
ii. পরিমেল নিয়মাবলি
iii. কাবিননামা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৪০২. প্রাচীনতম ব্যবসায় হিসেবে একমালিকানা ব্যবসায় স্বীকৃত-
i. অনুন্নত দেশে
ii. উন্নত দেশে
iii. উন্নয়নশীল দেশে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) i
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৩. নিচের কোনটি পাবলিক লিমিটেড কোমপানির কার্যারম্ভের জন্য আবশ্যক?
Ο ক) স্মারকলিপি
Ο খ) পরিমেল নিয়মাবলি
Ο গ) মূলধন
Ο ঘ) কার্যারম্ভের অনুমতিপত্র
সঠিক উত্তর: (ঘ)
৪০৪. চুক্তির বিলুপ্তির ফলে অংশীদারি ব্যবসায়ে কোন ধরনের বিলোপসাধন হবে?
Ο ক) ঐচ্ছিক
Ο খ) বাধ্যতামূলক
Ο গ) বিজ্ঞপ্তির
Ο ঘ) আদালতের মাধ্যমে
সঠিক উত্তর: (ঘ)
৪০৫. কোনটি অংশীদারি ব্যবসায় নিবন্ধনের আবেদনপত্রে উল্লেখ করতে হয়?
Ο ক) মূলধনের পরিমাণ
Ο খ) নতুন অংশীদার গ্রহণ
Ο গ) ব্যবসায়ের উদ্দেশ্য
Ο ঘ) বিলোপসাধন পদ্ধতি
সঠিক উত্তর: (গ)
৪০৬. কোন ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতার জন্য জাতীয় সংসদে জবাবদিহি করতে হয়?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) যৌথমূলধনী
Ο ঘ) রাষ্ট্রীয় ব্যবসায়
সঠিক উত্তর: (ঘ)
৪০৭. দেশরক্ষা ও নিরাপত্তার জন্য কোন ধরণের ব্যবসায় স্থাপন করা হয়?
Ο ক) য়ৌথমালিকানার ভিত্তিতে
Ο খ) বেসরকারিভাবে
Ο গ) রাষ্ট্রীয়ভাবে
Ο ঘ) বিদেশি মালিকানার ভিত্তিতে
সঠিক উত্তর: (গ)
৪০৮. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রের সাথে কোনটি উল্লেখ করতে হয়?
i. অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা
ii. অংশীদার হিসেবে ব্যবসায়ে যোগদানের তারিখ
iii. অংশীদারদের মূলধনের বিবরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০৯. পৌরসভা এলাকার উদ্যোক্তাকে কী সংগ্রহ করতে হয়?
Ο ক) ট্রেড লাইসেন্স
Ο খ) প্রত্যয়পত্র
Ο গ) প্রশংসাপত্র
Ο ঘ) নাগরিক সনদ
সঠিক উত্তর: (ক)
৪১০. চুক্তিপত্র সকল অংশীদার কর্তৃক- হতে হয়।
Ο ক) গৃহীত
Ο খ) অনুমোদিত
Ο গ) গ্রহণযোগ্য
Ο ঘ) স্বাক্ষরিত
সঠিক উত্তর: (ঘ)
৪১১. মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা কোন ব্যবসায়ের?
Ο ক) একমালিকানা ব্যবসায়ের
Ο খ) অংশীদারি ব্যবসায়ের
Ο গ) যৌথ মূলধনী ব্যবসায়ের
Ο ঘ) পাইকারি ব্যবসায়ের
সঠিক উত্তর: (গ)
৪১২. কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় সকল বিষয় লিপিবদ্ধ থাকে কোন দলিলে?
Ο ক) স্মারকলিপি
Ο খ) গঠনতন্ত্র
Ο গ) পরিমেল নিয়মাবলি
Ο ঘ) নিবন্ধনপত্রে
সঠিক উত্তর: (গ)
৪১৩. সমবায় বিধিমালা ২০০৪ অনুযায়ী পেশাভিত্তিক সমবায় সমিতি কত ধরণের?
Ο ক) ১৫ ধরনের
Ο খ) ২০ ধরনের
Ο গ) ৩০ ধরনের
Ο ঘ) ২৫ ধরনের
সঠিক উত্তর: (খ)
৪১৪. রবিউল একজন রাজমিস্ত্রি। তিনি কোন সমবায় সমিতির সদস্য হবেন?
Ο ক) কৃষক সমবায়
Ο খ) শ্রমজীবি সমবায়
Ο গ) তাঁতি সমবায়
Ο ঘ) হকার্স সমবায়
সঠিক উত্তর: (খ)
৪১৫. অংশীদারি ব্যবসায়ের আবির্ভাব ঘটার কারণ-
i. মূলধনের যোগান
ii. ব্যক্তিগত সামর্থের সীমাবদ্ধতার অবসান
iii. বৃহদায়তন ব্যবসায়ের সুযোগ-সুবিধা ভোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১৬. প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালকের সংখ্যা ন্যুনতম কতজন?
Ο ক) ২ জন
Ο খ) ৩ জন
Ο গ) ৪ জন
Ο ঘ) ৫ জন
সঠিক উত্তর: (ক)
৪১৭. অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন করার সময় যে আবেদনপত্র দাখিল করতে হয় উক্ত পত্রটিতে-
i. অংশীদারদের মনোনীত যেকোনো একজন কর্তৃক স্বাক্ষর করতে হয়
ii. সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়
iii. যথাযথভাবে পূরণপূর্বক তারিখ ও স্বাক্ষর প্রদান করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)
৪১৮. তথ্য মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় ব্যবসায়গুলো হলো-
i. বাংলাদেশ বেতার
ii. বাংলাদেশ টেলিভিশন
iii. বাংলাদেশ বিমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪১৯. জয় একটি ডেভেলপমেন্ট প্রকল্পের অংশীদার। সে মূলধন বিনিয়োগ করে লাভ-ক্ষতি গ্রহণ করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। জয়কে কোন প্রকৃতির অংশীদার বলা যায়?
Ο ক) সাধারণ অংশীদার
Ο খ) কর্মী অংশীদার
Ο গ) নিস্ক্রিয় অংশীদার
Ο ঘ) নামমাত্র অংশীদার
সঠিক উত্তর: (গ)
৪২০. প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কী সংগ্রহ করতে হয়?
Ο ক) প্রত্যয়নপত্র
Ο খ) অনুমতিপত্র
Ο গ) আবেদনপত্র
Ο ঘ) ট্রেড লাইসেন্স
সঠিক উত্তর: (ক)
৪২১. অংশীদারি ব্যবসায়ে কোন ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই?
Ο ক) সদস্য সংখ্যা
Ο খ) পরিচালনা
Ο গ) চুক্তি
Ο ঘ) নিবন্ধন
সঠিক উত্তর: (ঘ)
৪২২. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার?
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ঘ)
৪২৩. অংশীদারি ব্যবসায়ের লাভ-লোকসান কী অনুযায়ী বন্টিত হয়?
Ο ক) চুক্তি
Ο খ) স্বারকলিপি
Ο গ) ট্রেড লাইসেন্স
Ο ঘ) নিবন্ধন
সঠিক উত্তর: (ক)
৪২৪. সমবায় সমিতির কোন সদস্য এর শেয়ার মূলধনের কত অংশের অধিক মূল্যের শেয়ার ক্রয় করতে পারবে না?
Ο ক) ১/৪ অংশ
Ο খ) ১/৩ অংশ
Ο গ) ১/২ অংশ
Ο ঘ) ১/৫ অংশ
সঠিক উত্তর: (ঘ)
৪২৫. অংশীদারি ব্যবসায়ের জন্য কোনটি অপরিহার্য?
Ο ক) স্থায়িত্ব
Ο খ) চুক্তিপত্র
Ο গ) অস্তিত্ব
Ο ঘ) আইনগত সত্তা
সঠিক উত্তর: (খ)
৪২৬. চুক্তিপত্র বলা হয় কোনটিকে?
Ο ক) লিথিত চুক্তিকে
Ο খ) অলিখিত চুক্তিকে
Ο গ) মৌখিক চুক্তিকে
Ο ঘ) অনিবন্ধিত চুক্তিকে
সঠিক উত্তর: (ক)
৪২৭. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন হলো-
i. অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন
ii. অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন
iii. অংশীদারদের স্থাবর সম্পত্তি নিবন্ধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪২৮. একটি টেক্সটাইল মিলের অংশীদার প্রিয়তা। সড়ক দুর্ঘটনায় প্রিয়তা পঙ্গু হয়ে যায় ফলে চিরতরে প্রতিষ্ঠানে কর্তব্য পালনে অসমর্থ হয়। প্রতিষ্ঠানটির বিলোপসাধন হবে কীভাবে?
Ο ক) বাধ্যতামূলক বিলোপসাধন
Ο খ) বিজ্ঞপ্তির দ্বারা বিলোপসাধন
Ο গ) আদলতের মাধ্যমে বিলোপসাধন
Ο ঘ) সকল অংশীদারের সম্মতিক্রমে
সঠিক উত্তর: (গ)
৪২৯. একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
i. মালিকই পুঁজি সরবরাহ করেন এবং ঝুঁকি বহন করেন
ii. মালিক বা স্বত্বাধিকারী একের অধিক হতে পারে না
iii. মালিক নিজেই ব্যবসায়ের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে থাকেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৩০. যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
i. পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবসায় পরিচালিত হয়
ii. কোম্পানি ব্যবসায়ের পরিচালনা ও ব্যবস্থাপনায় গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করা হয়
iii. আইনের দ্বারা সৃষ্ট বলে এ ব্যবসায়টি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩১. সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত হয়-
i. উত্তর আমেরিকা
ii. পশ্চিম ইউরোপ
iii. জাপান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩২. পেশাদারী ব্যবসায়ের ক্ষেত্রে কোন ব্যবসায় সংগঠন উপযুক্ত?
Ο ক) অংশীদারি
Ο খ) সমবায়
Ο গ) কোম্পানি
Ο ঘ) একমালিকানা
সঠিক উত্তর: (ঘ)
৪৩৩. একমালিকানা ব্যবসায় গঠন করতে নিচের কোনটি সর্বাগ্রে প্রয়োজন?
Ο ক) স্বল্প মূলধন
Ο খ) ট্রেড লাইসেন্স
Ο গ) ব্যক্তিগত উদ্যোগ
Ο ঘ) দোকানঘর ভাড়া করা
সঠিক উত্তর: (গ)
৪৩৪. যৌখমূলধনী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দলিলপত্র-
i. স্মারকলিপি
ii. চুক্তিপত্র
iii. পরিমেল নিয়মাবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩৫. চুক্তিতে কিছু উল্লেখ না থাকলে অংশীদারি ব্যবসায়ের লাভ-লোকসান কীভাবে বন্টিত হবে?
Ο ক) অসমহারে
Ο খ) সমহারে
Ο গ) মূলধন অনুপাতে
Ο ঘ) অবন্টিত থাকবে
সঠিক উত্তর: (খ)
৪৩৬. ‘সকল অংশীদারের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপসাধনই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন’ এটি ১৯৩২ সালের অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে?
Ο ক) ৬৮ ধারায়
Ο খ) ৩৯ ধারায়
Ο গ) ৩৮ ধারায়
Ο ঘ) ৭৮ ধারায়
সঠিক উত্তর: (খ)
৪৩৭. ২০০১ সালের সমবায় আইনে কত ধরণের সমবায় সমিতির কথা উল্লেখ আছে?
Ο ক) ৩ ধরণের
Ο খ) ৫ ধরণের
Ο গ) ৭ ধরণের
Ο ঘ) ৪ ধরণের
সঠিক উত্তর: (ক)
৪৩৮. মালিকানার ভিতিতে ব্যবসায় কত প্রকার?
Ο ক) ৩ প্রকার
Ο খ) ৪ প্রকার
Ο গ) ৫ প্রকার
Ο ঘ) ৬ প্রকার
সঠিক উত্তর: (গ)
৪৩৯. ফেরিওয়ালা ও ভ্রাম্যমান দোকান কোন ব্যবসায়ের অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয়?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) যৌথ মূলধ নী ব্যবসায়
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (ক)
৪৪০. একমালিকানা ব্যবসায় গঠন করা যায়-
i. গ্রামে-গঞ্জে
ii. হাটে-বাজারে
iii. রাস্তার পাশে কিংবা নিজ বাড়িতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৪১. ড. আক্তার হামিদের নেতৃত্বে পানি উন্নয়ন একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯১৮ সালে
Ο খ) ১৯৫৯ সালে
Ο গ) ১৯৬৯ সালে
Ο ঘ) ১৯৬৮ সালে
সঠিক উত্তর: (খ)
৪৪২. কতজন তাঁতি মিলে সমবায় সমিতি গঠন করেন?
Ο ক) ৩৫ জন
Ο খ) ২৮ জন
Ο গ) ২৫ জন
Ο ঘ) ২০ জন
সঠিক উত্তর: (খ)
৪৪৩. সর্বপ্রথম কোম্পানী আইন পাস হয় কত সালে?
Ο ক) ১৮৩৪ সালে
Ο খ) ১৮৪৪ সালে
Ο গ) ১৯৩৪ সালে
Ο ঘ) ১৯৫৪ সালে
সঠিক উত্তর: (খ)
৪৪৪. কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারীদের বলে-
Ο ক) প্রবর্তক
Ο খ) পরিচালক
Ο গ) মালিক
Ο ঘ) ব্যবস্থাপক
সঠিক উত্তর: (ক)
৪৪৫. একটি অংশীদারি ব্যবসায় নিবন্ধনের জন্য প্রয়োজন-
i. অংশীদারি প্রতিষ্ঠানের নাম
ii. ব্যবসায়ের উদ্দেশ্য
iii. মূলধনের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৪৬. আক তার হামিদ খান ক র্তৃক প্রতিষ্ঠিত বার্ড (BARD) কোন আন্দোলনকে জনপ্রিয়তা দান করে?
Ο ক) স্বাধীনতা
Ο খ) দাসত্ব
Ο গ) সমবায়
Ο ঘ) পুজিঁবাদ
সঠিক উত্তর: (গ)
৪৪৭. সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি?
Ο ক) অংশীদারি
Ο খ) একমালিকানা
Ο গ) সমবায়
Ο ঘ) যৌথ মূলধনী
সঠিক উত্তর: (খ)
৪৪৮. ‘বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন’ সম্পর্কে অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে?
Ο ক) ৩৯ ধারায়
Ο খ) ৪০ ধারায়
Ο গ) ৪১ ধারায়
Ο ঘ) ৪২ ধারায়
সঠিক উত্তর: (ঘ)
৪৪৯. সমবায় সমিতির ক্ষেত্রে সঠিক তথ্য হলো-
i. সমবায় সমিতি একটি স্বেচ্ছাপ্রণোদিত প্রতিষ্ঠান
ii. সমবায় সমিতির নিবন্ধন বাধ্যতামূলক নয়
iii. সমবায় সমিতি পৃথক ও স্বাধীন সত্তার অধিকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৫০. জনাব রুপন অগ্রণী হসপিটাল লি. –এর ১০,০০০ টাকার শেয়ার ক্রয় করেছেন। জনাব রুপন উক্ত কোম্পানির কাছে কত টাকার দায়বদ্ধ থাকবে?
Ο ক) ৫,০০০ টাকা
Ο খ) ১০,০০০ টাকা
Ο গ) ১৫,০০০ টাকা
Ο ঘ) ২০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep