ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৪ (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে হলে কিসের প্রয়োজন হবে?
Ο ক) দক্ষতার
Ο খ) অভিজ্ঞতার
Ο গ) সুনামের
Ο ঘ) অংশীদারের সম্মতির
সঠিক উত্তর: (ঘ)
৩৫২. কোন সংগঠনের সীমাবদ্ধতা দূর করার জন্য কোম্পানি সংগঠনের উদ্ভব হয়েছে?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) একমালিকানা ও অংশীদারি
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (গ)
৩৫৩. ‘অংশীদারি ব্যবসায় বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন ঘটে’-এটি দ্বারা বোঝানো হয়েছে-
i. কোনো অংশীদারের মৃত্যু হলে
ii. কোনো অংশীদার দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হলে
iii. ব্যবসায়ের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫৪. একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজন-
i. ব্যক্তিগত উদ্যোগ
ii. স্বাধীনচেতা মনোভাব
iii. বৃহৎ পুঁজি ও জনবল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫৫. কোনটিকে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান বলা হয়?
Ο ক) স্মারকলিপি
Ο খ) পরিমেল নিয়মাবলি
Ο গ) কার্যারম্ভের অনুমতি
Ο ঘ) বিবরণীপত্র
সঠিক উত্তর: (ক)
৩৫৬. শহরে অংশীদারি ব্যবসায় শুরু করার জন্য কোথা থেকে লাইসেন্স সংগ্রহ করা যায়?
Ο ক) রাজস্ব ভবন
Ο খ) শেয়ার বাজার
Ο গ) সিটি কর্পোরেশন
Ο ঘ) ডাক বিভাগ
সঠিক উত্তর: (গ)
৩৫৭. ‘চা’-এর দোকান সাধারণত কোন জাতীয় সংগঠন?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) সমবায় সমিতি
Ο ঘ) যৌথমূলধনী
সঠিক উত্তর: (ক)
৩৫৮. শিল্প বিপ্লব ঘটে কোন শতাব্দীতে?
Ο ক) সপ্তদশ শতাব্দীতে
Ο খ) অষ্টাদশ শতাব্দীতে
Ο গ) উনবিংশ শতাব্দীর শেষে
Ο ঘ) বিংশ শতাব্দীতে
সঠিক উত্তর: (খ)
৩৫৯. যৌথ মূলধনী ব্যবসায়ের প্রেক্ষিতে লিমিটেড শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত?
Ο ক) দায়ের সঙ্গে
Ο খ) আয়ের সঙ্গে
Ο গ) সদস্য সংখ্যার সাথে
Ο ঘ) আয়-ব্যয়ের সাথে
সঠিক উত্তর: (ক)
৩৬০. জনাব সজল ‘আনিমা ব্রাদার্স’-এর পরিচালক। তিনি কিসের ভিত্তিতে ব্যবসায় পরিচালনা করেন?
Ο ক) আইনের ভিত্তিতে
Ο খ) আওতার ভিত্তিতে
Ο গ) চুক্তির ভিত্তিতে
Ο ঘ) অর্থের ভিত্তিতে
সঠিক উত্তর: (গ)
৩৬১. বাংলাদেশের অংশীদারি ব্যবসায় কত সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়?
Ο ক) ১৯৯৪ সালের
Ο খ) ২০০৪ সালের
Ο গ) ১৯৩২ সালের
Ο ঘ) ১৯৩৪ সালের
সঠিক উত্তর: (গ)
৩৬২. সর্বপ্রথম কোম্পানি আইন কোথায় পাস হয়?
Ο ক) ব্রিটেনে
Ο খ) ফ্রান্সে
Ο গ) ভারতে
Ο ঘ) যুক্তরাষ্ট্রে
সঠিক উত্তর: (ক)
৩৬৩. ‘বাংলাদেশ টেলিভিশন’ ব্যবসায়ের ধরন বিচারে কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
Ο ক) শিল্প
Ο খ) তথ্য
Ο গ) সেবা
Ο ঘ) পরিবহন
সঠিক উত্তর: (গ)
৩৬৪. মি. সিরাজের হাতে পর্যাপ্ত নেই অথচ করতে আগ্রহী। মি. সিরাজের ব্যবসায়র সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র কোনটি?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) যৌথমূলধনী কারবার
Ο গ) রাষ্ট্রীয় কারবার
Ο ঘ) আমদানি-রপ্তানি
সঠিক উত্তর: (ক)
৩৬৫. কোম্পানি গঠনের প্রথম পর্যায় কোনটি?
Ο ক) উদ্যোগ গ্রহণ
Ο খ) দলিলপত্র প্রণয়ন
Ο গ) নিবন্ধন পর্যায়
Ο ঘ) কার্যারম্ভ পর্যায়
সঠিক উত্তর: (ক)
৩৬৬. মোকছেদ ও মোকাম্মেল দুজনে মিলে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেছে। তারা তৃতীয় একটি পক্ষের নিকট ইমরানকে অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয় যদিও সে অংশীদের নয়। ইমরান এ ক্ষেত্রে মৌন্তা অবলম্বন করে। এক্ষেত্রে ইমরানকে কোন ধরনের অংশীদার বলা যাবে?
Ο ক) ঘুমন্ত অংশীদার
Ο খ) নামমাত্র অংশীদার
Ο গ) আচরণে অনুমিত অংশীদার
Ο ঘ) প্রতিবন্ধ অংশীদার
সঠিক উত্তর: (ঘ)
৩৬৭. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রের সাথে কোনটি উল্লেখ করতে হয়?
i. অংশীদারি প্রতিষ্ঠানের নাম
ii. প্রধান কার্যালয়ের ঠিকানা
iii. শাখা কার্যালয় থাকলে সেগুলোর ঠিকানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬৮. জেমস ওয়ার্টের বাষ্পীয় ইঞ্জিন একটি-
Ο ক) শিল্প-বাণিজ্যের স্মারক
Ο খ) শিল্প-বিপ্লবের স্মারক
Ο গ) আধুনিক কৃষি প্রযুক্তি
Ο ঘ) আধুনিক শিল্প প্রযুক্তি
সঠিক উত্তর: (খ)
৩৬৯. পাবলিক লি. কোম্পানির প্রসপেক্টাস জনসাধারণকে অবহিত করার কারণ-
i. জনগণকে কোম্পানি সম্পর্কে অবহিত করা
ii. শেয়ার ডিবেঞ্চার বিক্রয় করা
iii. দেশে বিনিয়োগ বাড়ানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭০. একমালিকানার ভিত্তিতে গড়ে ওঠে-
i. কুটির শিল্পের দোকান
ii. ছোট কাপড়ের দোকান
iii. চায়ের দোকান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭১. উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন সাধিত হয় কেন?
Ο ক) যুদ্ধের কারণে
Ο খ) শিল্প বিপ্লবের কারণে
Ο গ) ডিনামাইট আবিষ্কারের কারণে
Ο ঘ) প্রযুক্তির কারণে
সঠিক উত্তর: (খ)
৩৭২. কোনটি ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য?
i. অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে
ii. চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়
iii. অধিকার থাকা সত্বেও স্বয়ংক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭৩. বাংলাদেশে জাতীয় পর্যায়ে কোন সমবায় সমিতি কাজ করছে?
i. কুমিল্লা শিল্প সমবায় সমিতি লি.
ii. বাংলাদেশ অটোরিক্সা সমবায় ফেডারেশন লি.
iii. ব্রাহ্মণবাড়িয়া মৃৎশিল্প সমবায় সমিতি লি.
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭৪. কোম্পানির শেয়ার কিনে সদস্যপদ লাভের ক্ষেত্রে শেয়ারহোল্ডারের ন্যুনতম বয়স কত হতে হবে?
Ο ক) ১৪ বছর
Ο খ) ১৮ বছর
Ο গ) ২১ বছর
Ο ঘ) ২৫ বছর
সঠিক উত্তর: (খ)
৩৭৫. একমালিকানা ব্যবসায় গঠন করতে-
Ο ক) স্বল্প পুঁজি থাকতে হয়
Ο খ) নিকটে হাটবাজার থাকতে হয়
Ο গ) আইনের ঝামেলা পোহাতে হয় না
Ο ঘ) আইনের ঝামেলা পোহাতে হয়
সঠিক উত্তর: (গ)
৩৭৬. কারা নিজেদের আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য সমবায় সমিতি গঠন করে?
i. নিম্নবিত্তের সমমনা ব্যক্তিগণ
ii. উচ্চবিত্তের সমমনা ব্যক্তিগণ
iii. মধ্যবিত্তের সমমনা ব্যক্তিগণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭৭. অংশীদারি ব্যবসায়ের চুক্তিতে ব্যবসায়ের লাভ-লোকসান অনুপাত উল্লেখ না থাকলে মুনাফা বন্টন হয় কিভাবে?
Ο ক) সমানভাবে
Ο খ) মতামতের ওপর
Ο গ) অগ্রাধিকার ভিত্তিতে
Ο ঘ) মূলধন অনুযায়ী
সঠিক উত্তর: (ক)
৩৭৮. সমাজে একমালিকানা ব্যবসায়ের মর্যাদা খুব কম কেন?
Ο ক) একক মালিক বলে
Ο খ) এর পরিচালনা কেন্দ্রীভূত
Ο গ) আইনগত সত্ত্বার অভাব
Ο ঘ) প্রত্যক্ষ নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (গ)
৩৭৯. বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন কোথায় প্রতিষ্ঠা করা হয়?
Ο ক) ঢাকা
Ο খ) কোলকাতা
Ο গ) করাচি
Ο ঘ) বোম্বে
সঠিক উত্তর: (খ)
৩৮০. ‘বাংলাদেশ বিমান’ ব্যবসায়ের ধরন বিবেচনায় কোন ধরনের ব্যবসায়ের উদাহরণ?
Ο ক) সেবা
Ο খ) শিল্প
Ο গ) পরিবহন
Ο ঘ) জ্বালানি
সঠিক উত্তর: (গ)
৩৮১. একমালিকানা ব্যবসায়ের ব্যক্তিগত সুবিধা কোনটি?
Ο ক) স্বাধীনতা
Ο খ) স্বাল্প মূলধনস
Ο গ) সহজ গঠন
Ο ঘ) গোপনীয়তা
সঠিক উত্তর: (ক)
৩৮২. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনের আবেদনপত্র জমা দিতে হয় কার কাছে?
Ο ক) নিবন্ধকের কাছে
Ο খ) উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে
Ο গ) নিবন্ধন অফিসের পিয়নের কাছে
Ο ঘ) ডাক মন্ত্রণালয়ে
সঠিক উত্তর: (ক)
৩৮৩. আপাতদৃষ্টিতে অংশীদার হলো-
i. মূলধন বিনিয়োগ করে না
ii. অবসর গ্রহণের পর মূলধন উত্তোলন করে না
iii. মূলধনকে ঋণ হিসেবে জমা রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৮৪. স্কুলের সামনে বই খাতার দোকানের ক্ষেত্রে কোনটি বেশি উপযুক্ত?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)
৩৮৫. ইউরোপ ও আমেরিকার ত ভাগ লোক একমালিকানা ব্যবসায়ের সাথে জড়িত?
Ο ক) ৭০%
Ο খ) ৮০%
Ο গ) ৯০%
Ο ঘ) ১০০%
সঠিক উত্তর: (খ)
৩৮৬. নিচের কোনটি একমালিকানা ব্যবসায়ের জন্য উপযোগী?
Ο ক) ছোট হোটেল
Ο খ) লন্ড্রি
Ο গ) সেলুন
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৩৮৭. ব্যবসায় সংগঠন গড়ে উঠেছে কেন?
Ο ক) মানুষের চাহিদা পূরণে
Ο খ) রাজনীতি করতে
Ο গ) জুলুম করতে
Ο ঘ) বিক্রয় করতে
সঠিক উত্তর: (ক)
৩৮৮. পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলে?
Ο ক) ব্যবসায়
Ο খ) বাণিজ্য
Ο গ) শিল্প
Ο ঘ) প্রত্যক্ষ সেবা
সঠিক উত্তর: (ক)
৩৮৯. রচডেল সমবায় সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৮৪২ সালে
Ο খ) ১৮৪৪ সালে
Ο গ) ১৯৫০ সালে
Ο ঘ) ২০০১ সালে
সঠিক উত্তর: (খ)
৩৯০. একমালিকানা ব্যবসায় সীমিত আয়তনের হয় কেন?
Ο ক) স্বল্প পুঁজি ও একক সামর্থ্যের সীমাবদ্ধতার জন্যে
Ο খ) একক মুনাফা ভোগ করায়
Ο গ) প্রত্যক্ষ সম্পর্কের জন্যে
Ο ঘ) অনিশ্চিত স্থায়িত্বের জন্যে
সঠিক উত্তর: (ক)
৩৯১. যৌথ মূলধনী কোম্পানির মালিকগণ লভ্যাংশ পায় কীভাবে?
Ο ক) চুক্তি আনুযায়ী
Ο খ) শেয়ার অনুপাতে
Ο গ) সমান অনুপাতে
Ο ঘ) আইন অনুযায়ী
সঠিক উত্তর: (খ)
৩৯২. আইনগত ঝামেলা সবচেয়ে কম থাকে কোন ধরনের ব্যবসায়ে?
Ο ক) সমবায় সমিতি
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) একমালিকানা ব্যবসায়
Ο ঘ) রাষ্ট্রীয় ব্যবসায়
সঠিক উত্তর: (গ)
৩৯৩. অংশীদারি ব্যবসায় অংশীদারগণ কীভাবে পরিচালনা করে?
i. চুক্তি অনুযায়ী
ii. ব্যক্তিগতভাবে
iii. মালিকের উদ্যোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯৪. পাবলিক লি. কোম্পানি শুরু করতে হলে কোনটি সংগ্রহ করতে হয়?
Ο ক) নিবন্ধনপত্র
Ο খ) ট্রেড লাইসেন্স
Ο গ) প্রত্যয়নপত্র
Ο ঘ) কার্যারম্ভের অনুমতিপত্র
সঠিক উত্তর: (ঘ)
৩৯৫. বেলাল ও রোকন একটি অংশীদারি প্রতিষ্ঠানের সদস্য। তাদের প্রতিবেশী বন্ধু লিয়ন অংশীদার হতে চায়। লিয়ন অংশীদার হতে পারে কীসের ভিত্তিতে?
Ο ক) চুক্তির ভিত্তিতে
Ο খ) সামাজিক মর্যাদার ভিত্তিতে
Ο গ) প্রতিবেশী সম্পর্কের ভিত্তিতে
Ο ঘ) বন্ধু সম্পর্কের ভিত্তিতে
সঠিক উত্তর: (ক)
৩৯৬. পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে তিনটি বক্তব্য নিচে উল্লেখ করা হল-
i. নিবন্ধিত হওয়ার পর এটির কার্যারম্ভ করার কোনো বাধা থাকে না
ii. সর্বনিম্ন সদস্যসংখ্যা ৭ জন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা কোম্পানির শেয়ার দ্বারা সীমাবদ্ধ
iii. শেয়ার ও ডিবেঞ্চার ক্রয়ের জন্য জনসাধারণের উদ্দেশ্যে প্রসপেক্টাস প্রচার করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯৭. মি. ফজলুল ব্যবসায় পরিচালনায় স্থায়ীভাবে অক্ষম হওয়ার কারণে পোল্ট্রি ফার্মটি কোন ধরনের বিলোপ হয়?
Ο ক) বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে
Ο খ) বাধ্যতামূলকভাবে
Ο গ) আদালতের আদেশ অনুসারে
Ο ঘ) স্বেচ্ছায় বিলোপ সাধন
সঠিক উত্তর: (ক)
৩৯৮. নামমাত্র অংশীদারের ক্ষেত্রে কোন উক্তিটি প্রযোজ্য?
Ο ক) মূলধন বিনিয়োগ করে
Ο খ) ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে
Ο গ) অর্থের বিনিময়ে নামের সুনাম ব্যবহারে অনুমিত দেয়
Ο ঘ) নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয়
সঠিক উত্তর: (গ)
৩৯৯. মি. সাকিব ও তার পাঁচ বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করে। এখন তারা ব্যবসায়টি কোম্পানিতে রূপান্তরিত করতে চায়। তবে শেয়ারের মালিকানা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে তাদের গঠিত নতুন সংগঠন কাঠামোটি কী হিসেবে বিবেচিত হবে?
Ο ক) প্রাইভেত লি. কোম্পানি
Ο খ) সংবিধিবদ্ধ কোম্পানি
Ο গ) পাবলিক লি. কোম্পানি
Ο ঘ) সমবায় প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ক)
৪০০. এক মালিকানা ব্যবসায়ের জন্যে খুবই উপযোগী-
i. বহুদিন ধরে স্থায়ী হয় এমন পণ্য
ii. প্রতিনিয়ত রুচি ও ফ্যাশন পরিবর্ত ন হয় এমন পণ্য
iii. ব্যক্তি শিল্পকর্মে যোগসূত্র রয়েছে এমন পণ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে হলে কিসের প্রয়োজন হবে?
Ο ক) দক্ষতার
Ο খ) অভিজ্ঞতার
Ο গ) সুনামের
Ο ঘ) অংশীদারের সম্মতির
সঠিক উত্তর: (ঘ)
৩৫২. কোন সংগঠনের সীমাবদ্ধতা দূর করার জন্য কোম্পানি সংগঠনের উদ্ভব হয়েছে?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) একমালিকানা ও অংশীদারি
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (গ)
৩৫৩. ‘অংশীদারি ব্যবসায় বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন ঘটে’-এটি দ্বারা বোঝানো হয়েছে-
i. কোনো অংশীদারের মৃত্যু হলে
ii. কোনো অংশীদার দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হলে
iii. ব্যবসায়ের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫৪. একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজন-
i. ব্যক্তিগত উদ্যোগ
ii. স্বাধীনচেতা মনোভাব
iii. বৃহৎ পুঁজি ও জনবল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫৫. কোনটিকে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান বলা হয়?
Ο ক) স্মারকলিপি
Ο খ) পরিমেল নিয়মাবলি
Ο গ) কার্যারম্ভের অনুমতি
Ο ঘ) বিবরণীপত্র
সঠিক উত্তর: (ক)
৩৫৬. শহরে অংশীদারি ব্যবসায় শুরু করার জন্য কোথা থেকে লাইসেন্স সংগ্রহ করা যায়?
Ο ক) রাজস্ব ভবন
Ο খ) শেয়ার বাজার
Ο গ) সিটি কর্পোরেশন
Ο ঘ) ডাক বিভাগ
সঠিক উত্তর: (গ)
৩৫৭. ‘চা’-এর দোকান সাধারণত কোন জাতীয় সংগঠন?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) সমবায় সমিতি
Ο ঘ) যৌথমূলধনী
সঠিক উত্তর: (ক)
৩৫৮. শিল্প বিপ্লব ঘটে কোন শতাব্দীতে?
Ο ক) সপ্তদশ শতাব্দীতে
Ο খ) অষ্টাদশ শতাব্দীতে
Ο গ) উনবিংশ শতাব্দীর শেষে
Ο ঘ) বিংশ শতাব্দীতে
সঠিক উত্তর: (খ)
৩৫৯. যৌথ মূলধনী ব্যবসায়ের প্রেক্ষিতে লিমিটেড শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত?
Ο ক) দায়ের সঙ্গে
Ο খ) আয়ের সঙ্গে
Ο গ) সদস্য সংখ্যার সাথে
Ο ঘ) আয়-ব্যয়ের সাথে
সঠিক উত্তর: (ক)
৩৬০. জনাব সজল ‘আনিমা ব্রাদার্স’-এর পরিচালক। তিনি কিসের ভিত্তিতে ব্যবসায় পরিচালনা করেন?
Ο ক) আইনের ভিত্তিতে
Ο খ) আওতার ভিত্তিতে
Ο গ) চুক্তির ভিত্তিতে
Ο ঘ) অর্থের ভিত্তিতে
সঠিক উত্তর: (গ)
৩৬১. বাংলাদেশের অংশীদারি ব্যবসায় কত সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়?
Ο ক) ১৯৯৪ সালের
Ο খ) ২০০৪ সালের
Ο গ) ১৯৩২ সালের
Ο ঘ) ১৯৩৪ সালের
সঠিক উত্তর: (গ)
৩৬২. সর্বপ্রথম কোম্পানি আইন কোথায় পাস হয়?
Ο ক) ব্রিটেনে
Ο খ) ফ্রান্সে
Ο গ) ভারতে
Ο ঘ) যুক্তরাষ্ট্রে
সঠিক উত্তর: (ক)
৩৬৩. ‘বাংলাদেশ টেলিভিশন’ ব্যবসায়ের ধরন বিচারে কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
Ο ক) শিল্প
Ο খ) তথ্য
Ο গ) সেবা
Ο ঘ) পরিবহন
সঠিক উত্তর: (গ)
৩৬৪. মি. সিরাজের হাতে পর্যাপ্ত নেই অথচ করতে আগ্রহী। মি. সিরাজের ব্যবসায়র সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র কোনটি?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) যৌথমূলধনী কারবার
Ο গ) রাষ্ট্রীয় কারবার
Ο ঘ) আমদানি-রপ্তানি
সঠিক উত্তর: (ক)
৩৬৫. কোম্পানি গঠনের প্রথম পর্যায় কোনটি?
Ο ক) উদ্যোগ গ্রহণ
Ο খ) দলিলপত্র প্রণয়ন
Ο গ) নিবন্ধন পর্যায়
Ο ঘ) কার্যারম্ভ পর্যায়
সঠিক উত্তর: (ক)
৩৬৬. মোকছেদ ও মোকাম্মেল দুজনে মিলে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেছে। তারা তৃতীয় একটি পক্ষের নিকট ইমরানকে অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয় যদিও সে অংশীদের নয়। ইমরান এ ক্ষেত্রে মৌন্তা অবলম্বন করে। এক্ষেত্রে ইমরানকে কোন ধরনের অংশীদার বলা যাবে?
Ο ক) ঘুমন্ত অংশীদার
Ο খ) নামমাত্র অংশীদার
Ο গ) আচরণে অনুমিত অংশীদার
Ο ঘ) প্রতিবন্ধ অংশীদার
সঠিক উত্তর: (ঘ)
৩৬৭. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রের সাথে কোনটি উল্লেখ করতে হয়?
i. অংশীদারি প্রতিষ্ঠানের নাম
ii. প্রধান কার্যালয়ের ঠিকানা
iii. শাখা কার্যালয় থাকলে সেগুলোর ঠিকানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬৮. জেমস ওয়ার্টের বাষ্পীয় ইঞ্জিন একটি-
Ο ক) শিল্প-বাণিজ্যের স্মারক
Ο খ) শিল্প-বিপ্লবের স্মারক
Ο গ) আধুনিক কৃষি প্রযুক্তি
Ο ঘ) আধুনিক শিল্প প্রযুক্তি
সঠিক উত্তর: (খ)
৩৬৯. পাবলিক লি. কোম্পানির প্রসপেক্টাস জনসাধারণকে অবহিত করার কারণ-
i. জনগণকে কোম্পানি সম্পর্কে অবহিত করা
ii. শেয়ার ডিবেঞ্চার বিক্রয় করা
iii. দেশে বিনিয়োগ বাড়ানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭০. একমালিকানার ভিত্তিতে গড়ে ওঠে-
i. কুটির শিল্পের দোকান
ii. ছোট কাপড়ের দোকান
iii. চায়ের দোকান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭১. উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন সাধিত হয় কেন?
Ο ক) যুদ্ধের কারণে
Ο খ) শিল্প বিপ্লবের কারণে
Ο গ) ডিনামাইট আবিষ্কারের কারণে
Ο ঘ) প্রযুক্তির কারণে
সঠিক উত্তর: (খ)
৩৭২. কোনটি ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য?
i. অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে
ii. চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়
iii. অধিকার থাকা সত্বেও স্বয়ংক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭৩. বাংলাদেশে জাতীয় পর্যায়ে কোন সমবায় সমিতি কাজ করছে?
i. কুমিল্লা শিল্প সমবায় সমিতি লি.
ii. বাংলাদেশ অটোরিক্সা সমবায় ফেডারেশন লি.
iii. ব্রাহ্মণবাড়িয়া মৃৎশিল্প সমবায় সমিতি লি.
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭৪. কোম্পানির শেয়ার কিনে সদস্যপদ লাভের ক্ষেত্রে শেয়ারহোল্ডারের ন্যুনতম বয়স কত হতে হবে?
Ο ক) ১৪ বছর
Ο খ) ১৮ বছর
Ο গ) ২১ বছর
Ο ঘ) ২৫ বছর
সঠিক উত্তর: (খ)
৩৭৫. একমালিকানা ব্যবসায় গঠন করতে-
Ο ক) স্বল্প পুঁজি থাকতে হয়
Ο খ) নিকটে হাটবাজার থাকতে হয়
Ο গ) আইনের ঝামেলা পোহাতে হয় না
Ο ঘ) আইনের ঝামেলা পোহাতে হয়
সঠিক উত্তর: (গ)
৩৭৬. কারা নিজেদের আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য সমবায় সমিতি গঠন করে?
i. নিম্নবিত্তের সমমনা ব্যক্তিগণ
ii. উচ্চবিত্তের সমমনা ব্যক্তিগণ
iii. মধ্যবিত্তের সমমনা ব্যক্তিগণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৭৭. অংশীদারি ব্যবসায়ের চুক্তিতে ব্যবসায়ের লাভ-লোকসান অনুপাত উল্লেখ না থাকলে মুনাফা বন্টন হয় কিভাবে?
Ο ক) সমানভাবে
Ο খ) মতামতের ওপর
Ο গ) অগ্রাধিকার ভিত্তিতে
Ο ঘ) মূলধন অনুযায়ী
সঠিক উত্তর: (ক)
৩৭৮. সমাজে একমালিকানা ব্যবসায়ের মর্যাদা খুব কম কেন?
Ο ক) একক মালিক বলে
Ο খ) এর পরিচালনা কেন্দ্রীভূত
Ο গ) আইনগত সত্ত্বার অভাব
Ο ঘ) প্রত্যক্ষ নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (গ)
৩৭৯. বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন কোথায় প্রতিষ্ঠা করা হয়?
Ο ক) ঢাকা
Ο খ) কোলকাতা
Ο গ) করাচি
Ο ঘ) বোম্বে
সঠিক উত্তর: (খ)
৩৮০. ‘বাংলাদেশ বিমান’ ব্যবসায়ের ধরন বিবেচনায় কোন ধরনের ব্যবসায়ের উদাহরণ?
Ο ক) সেবা
Ο খ) শিল্প
Ο গ) পরিবহন
Ο ঘ) জ্বালানি
সঠিক উত্তর: (গ)
৩৮১. একমালিকানা ব্যবসায়ের ব্যক্তিগত সুবিধা কোনটি?
Ο ক) স্বাধীনতা
Ο খ) স্বাল্প মূলধনস
Ο গ) সহজ গঠন
Ο ঘ) গোপনীয়তা
সঠিক উত্তর: (ক)
৩৮২. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনের আবেদনপত্র জমা দিতে হয় কার কাছে?
Ο ক) নিবন্ধকের কাছে
Ο খ) উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে
Ο গ) নিবন্ধন অফিসের পিয়নের কাছে
Ο ঘ) ডাক মন্ত্রণালয়ে
সঠিক উত্তর: (ক)
৩৮৩. আপাতদৃষ্টিতে অংশীদার হলো-
i. মূলধন বিনিয়োগ করে না
ii. অবসর গ্রহণের পর মূলধন উত্তোলন করে না
iii. মূলধনকে ঋণ হিসেবে জমা রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৮৪. স্কুলের সামনে বই খাতার দোকানের ক্ষেত্রে কোনটি বেশি উপযুক্ত?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)
৩৮৫. ইউরোপ ও আমেরিকার ত ভাগ লোক একমালিকানা ব্যবসায়ের সাথে জড়িত?
Ο ক) ৭০%
Ο খ) ৮০%
Ο গ) ৯০%
Ο ঘ) ১০০%
সঠিক উত্তর: (খ)
৩৮৬. নিচের কোনটি একমালিকানা ব্যবসায়ের জন্য উপযোগী?
Ο ক) ছোট হোটেল
Ο খ) লন্ড্রি
Ο গ) সেলুন
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৩৮৭. ব্যবসায় সংগঠন গড়ে উঠেছে কেন?
Ο ক) মানুষের চাহিদা পূরণে
Ο খ) রাজনীতি করতে
Ο গ) জুলুম করতে
Ο ঘ) বিক্রয় করতে
সঠিক উত্তর: (ক)
৩৮৮. পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলে?
Ο ক) ব্যবসায়
Ο খ) বাণিজ্য
Ο গ) শিল্প
Ο ঘ) প্রত্যক্ষ সেবা
সঠিক উত্তর: (ক)
৩৮৯. রচডেল সমবায় সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৮৪২ সালে
Ο খ) ১৮৪৪ সালে
Ο গ) ১৯৫০ সালে
Ο ঘ) ২০০১ সালে
সঠিক উত্তর: (খ)
৩৯০. একমালিকানা ব্যবসায় সীমিত আয়তনের হয় কেন?
Ο ক) স্বল্প পুঁজি ও একক সামর্থ্যের সীমাবদ্ধতার জন্যে
Ο খ) একক মুনাফা ভোগ করায়
Ο গ) প্রত্যক্ষ সম্পর্কের জন্যে
Ο ঘ) অনিশ্চিত স্থায়িত্বের জন্যে
সঠিক উত্তর: (ক)
৩৯১. যৌথ মূলধনী কোম্পানির মালিকগণ লভ্যাংশ পায় কীভাবে?
Ο ক) চুক্তি আনুযায়ী
Ο খ) শেয়ার অনুপাতে
Ο গ) সমান অনুপাতে
Ο ঘ) আইন অনুযায়ী
সঠিক উত্তর: (খ)
৩৯২. আইনগত ঝামেলা সবচেয়ে কম থাকে কোন ধরনের ব্যবসায়ে?
Ο ক) সমবায় সমিতি
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) একমালিকানা ব্যবসায়
Ο ঘ) রাষ্ট্রীয় ব্যবসায়
সঠিক উত্তর: (গ)
৩৯৩. অংশীদারি ব্যবসায় অংশীদারগণ কীভাবে পরিচালনা করে?
i. চুক্তি অনুযায়ী
ii. ব্যক্তিগতভাবে
iii. মালিকের উদ্যোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯৪. পাবলিক লি. কোম্পানি শুরু করতে হলে কোনটি সংগ্রহ করতে হয়?
Ο ক) নিবন্ধনপত্র
Ο খ) ট্রেড লাইসেন্স
Ο গ) প্রত্যয়নপত্র
Ο ঘ) কার্যারম্ভের অনুমতিপত্র
সঠিক উত্তর: (ঘ)
৩৯৫. বেলাল ও রোকন একটি অংশীদারি প্রতিষ্ঠানের সদস্য। তাদের প্রতিবেশী বন্ধু লিয়ন অংশীদার হতে চায়। লিয়ন অংশীদার হতে পারে কীসের ভিত্তিতে?
Ο ক) চুক্তির ভিত্তিতে
Ο খ) সামাজিক মর্যাদার ভিত্তিতে
Ο গ) প্রতিবেশী সম্পর্কের ভিত্তিতে
Ο ঘ) বন্ধু সম্পর্কের ভিত্তিতে
সঠিক উত্তর: (ক)
৩৯৬. পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে তিনটি বক্তব্য নিচে উল্লেখ করা হল-
i. নিবন্ধিত হওয়ার পর এটির কার্যারম্ভ করার কোনো বাধা থাকে না
ii. সর্বনিম্ন সদস্যসংখ্যা ৭ জন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা কোম্পানির শেয়ার দ্বারা সীমাবদ্ধ
iii. শেয়ার ও ডিবেঞ্চার ক্রয়ের জন্য জনসাধারণের উদ্দেশ্যে প্রসপেক্টাস প্রচার করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯৭. মি. ফজলুল ব্যবসায় পরিচালনায় স্থায়ীভাবে অক্ষম হওয়ার কারণে পোল্ট্রি ফার্মটি কোন ধরনের বিলোপ হয়?
Ο ক) বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে
Ο খ) বাধ্যতামূলকভাবে
Ο গ) আদালতের আদেশ অনুসারে
Ο ঘ) স্বেচ্ছায় বিলোপ সাধন
সঠিক উত্তর: (ক)
৩৯৮. নামমাত্র অংশীদারের ক্ষেত্রে কোন উক্তিটি প্রযোজ্য?
Ο ক) মূলধন বিনিয়োগ করে
Ο খ) ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে
Ο গ) অর্থের বিনিময়ে নামের সুনাম ব্যবহারে অনুমিত দেয়
Ο ঘ) নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয়
সঠিক উত্তর: (গ)
৩৯৯. মি. সাকিব ও তার পাঁচ বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করে। এখন তারা ব্যবসায়টি কোম্পানিতে রূপান্তরিত করতে চায়। তবে শেয়ারের মালিকানা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে তাদের গঠিত নতুন সংগঠন কাঠামোটি কী হিসেবে বিবেচিত হবে?
Ο ক) প্রাইভেত লি. কোম্পানি
Ο খ) সংবিধিবদ্ধ কোম্পানি
Ο গ) পাবলিক লি. কোম্পানি
Ο ঘ) সমবায় প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ক)
৪০০. এক মালিকানা ব্যবসায়ের জন্যে খুবই উপযোগী-
i. বহুদিন ধরে স্থায়ী হয় এমন পণ্য
ii. প্রতিনিয়ত রুচি ও ফ্যাশন পরিবর্ত ন হয় এমন পণ্য
iii. ব্যক্তি শিল্পকর্মে যোগসূত্র রয়েছে এমন পণ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep