ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৪ (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. কৃত্রিম সত্ত্বার অধিকারী কোনো ব্যবসায় সংগঠনকে বলা হয়?
Ο ক) যৌথমূলধনী
Ο খ) অংশীদারি
Ο গ) সমবায়
Ο ঘ) একমালিকানা
সঠিক উত্তর: (ক)
৩০২. পল্লী উন্নয়ন একাডেমী বা BARD এর প্রতিষ্ঠাতা কে?
Ο ক) ড. মিজানুর
Ο খ) আবুল মকসুদ
Ο গ) জিন্নাত আরা
Ο ঘ) ড. আক্তার হামিদ খান
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. স্বল্প মূলধন নিয়ে যেসব একমালিকান ব্যবসায় গঠন করা যায় সেগুলো হলো-
i. পানের দোকান
ii. সবজির দোকান
iii. ঔষধের দোকান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৪. রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়-
i. রাষ্ট্র প্রধানের অধ্যাদেশে
ii. সংসদে বিল পাসের মাধ্যমে
iii. জাতীয় করনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৫. একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে কী বলে?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) আত্মকর্মসংস্থান
Ο ঘ) ক্ষুদ্র ব্যবসায়
সঠিক উত্তর: (ক)
৩০৬. মি. করিম X কোম্পানির প্রতিটি ১,০০০ টাকা দামের ৫ টি শেয়ার ক্রয় করেন। কোম্পানিতে তার দায়ের সীমা কত?
Ο ক) ১,০০০ টাকা
Ο খ) ৫,০০০ টাকা
Ο গ) ১০,০০০ টাকা
Ο ঘ) ৫০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
৩০৭. কোন ব্যবসায়টি শিল্প মন্ত্রণালয়ের অধীনে?
i. বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা
ii. বাংলাদেশ বস্ত্রকল সংস্থা
iii. বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৮. প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনটি পাওয়ার পর কার্যারম্ভ করতে পারে?
Ο ক) স্মারকলিপি
Ο খ) পরিমেল নিয়মাবলি
Ο গ) নিবন্ধনপত্র
Ο ঘ) কার্যারম্ভের অনুমতি
সঠিক উত্তর: (গ)
৩০৯. মি. জুয়েল তার বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজন মিলে ২৫ সদস্যবিশিষ্ট একটি ফার্মাসিটিউক্যাল লি. গঠন করলেন। এটি কোন ধরনের কোম্পানি সংগঠন?
Ο ক) অসীম দায়বিশিষ্ট কোম্পানি
Ο খ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
Ο গ) পাবলিক লিমিটেড কোম্পানি
Ο ঘ) সীমিত দায়বিশিষ্ট কোম্পানি
সঠিক উত্তর: (খ)
৩১০. ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাস হয়?
Ο ক) ১৭৫০ সালে
Ο খ) ১৯৫০ সালে
Ο গ) ১৮৫০ সালে
Ο ঘ) ১৮৪৪ সালে
সঠিক উত্তর: (গ)
৩১১. বাংলাদেশের মানুষ কাদের দ্বারা বঞ্চনার স্বীকার হচ্ছে?
Ο ক) শিল্পপতি
Ο খ) কৃষক
Ο গ) দালাল শ্রেণি
Ο ঘ) শিক্ষক
সঠিক উত্তর: (গ)
৩১২. মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে হলে কীসের প্রয়োজন হবে?
Ο ক) দক্ষতার
Ο খ) অভিজ্ঞতার
Ο গ) সুনামের
Ο ঘ) অংশীদারদের সম্মতির
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. রচডেল সমবায় সমিতি কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ইংল্যান্ড
Ο খ) আমেরিকা
Ο গ) জাপান
Ο ঘ) রাশিয়া
সঠিক উত্তর: (ক)
৩১৪. বৃহদায়তন ব্যবসার পাশাপাশি একমালিকানা সংগঠন টিকে থাকার কারণ-
Ο ক) স্বল্প পুঁজি ও গোপনীয়তা রক্ষা
Ο খ) সহজ গঠন ও কম ঝুঁকি
Ο গ) নমনীয়তা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ঘ)
৩১৫. কোন ধরণের অংশীদারি ব্যবসায়ে বাধ্যতামূলক বিলোপসাধন ঘটে?
Ο ক) অনশীদাররা ঝগড়া করলে
Ο খ) কোনো অংশীদার ব্যবসায় পরিচালনার কাজ না করলে
Ο গ) কোনো অংশীদারে মৃত্যু হলে
Ο ঘ) সকল অংশীদার বা একজন ছাড়া সকল অংশীদার দেউলিয়া হলে
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. প্রাইভেট লি. কোম্পানির সর্বনিম্ন সদস্যসংখ্যা কতজন?
Ο ক) ২ জন
Ο খ) ৫ জন
Ο গ) ৭ জন
Ο ঘ) ৯ জন
সঠিক উত্তর: (খ)
৩১৭. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত?
Ο ক) ২০জন
Ο খ) ৫০জন
Ο গ) ১০জন
Ο ঘ) ৩০জন
সঠিক উত্তর: (গ)
৩১৮. মালিকানা হতে ব্যবস্থানা আলাদা কোন ব্যবসায়ের?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) যৌথমূলধনী ব্যবসায়
Ο ঘ) পাইকারি ব্যবসায়
সঠিক উত্তর: (গ)
৩১৯. কোন অংশীদার ব্যবসায় হতে অর্থ উত্তোলন করতে ব্যর্থ হয়?
Ο ক) সাধারণ অংশীদার
Ο খ) বিশেষ অংশীদার
Ο গ) সীমিত অংশীদার
Ο ঘ) নামমাত্র অংশীদার
সঠিক উত্তর: (গ)
৩২০. সাধারণত প্রাইভেট লি. কোম্পানি গঠিত হয়-
i. আত্মীয়স্বজন দ্বারা
ii. বন্ধুবান্ধব দ্বারা
iii. পরিচিত ব্যক্তি দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২১. প্রাইভেট লি. কোম্পানির নিবন্ধন করার জন্য নির্ধারিত ফিসহ নিবন্ধকের নিকট জমা দিতে হয়-
i. স্মারকলিপির এক কপি
ii. পরিমেল নিয়মাবলির এক কপি
iii. পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২২. শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে তার জন্যে কোম্পানি সংগঠনের প্রয়োজন-
i. অধিক মূলধন ও দক্ষ ব্যবস্থাপনা
ii. কোম্পানির স্বতঃস্ফূর্ত কার্যধারায় বিঘ্ন সৃষ্টিকারী আইনের কঠোরতা হ্রাস করা
iii. মালিকানার সাথে ব্যবস্থাপনা যুক্তকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২৩. ব্যবসায় শুরু করার পূর্বে সমবায় সমিতির লাইসেন্স সংগ্রহ করার কারণ কী?
Ο ক) সদস্যদের দায়িত্ব বন্টন করতে
Ο খ) কার্যারম্ভের অনুমতি পত্রের জন্যে
Ο গ) ব্যবসায়ের আইনগত বৈধতা প্রদানের জন্যে
Ο ঘ) কাচাঁমাল সংগ্রহের জন্যে
সঠিক উত্তর: (গ)
৩২৪. রহিম, করিম এবং সেলিম একটি অংশীদারি ব্যবসায় শুরু করে এবং একটি অংশীদারি চুক্তি করে। রহিম অন্যান্য অংশীদারের চেয়ে দ্বিগুন মূলধন প্রদান করে। বছর শেষে ব্যবসায় ১,০০,০০০ টাকা ক্ষতি সম্মুখীন হয়। ব্যবসায়ের এসব ক্ষতি কীভাবে বন্টিত হবে?
Ο ক) সমানভাবে সবার মাঝে বন্টন করা হবে
Ο খ) অংশীদারদের সাথে বছর শেষে আলাপ-আলোচনার মাধ্যমে
Ο গ) অংশীদারি চুক্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী
Ο ঘ) যে পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয়েছে তার ভিত্তিতে
সঠিক উত্তর: (গ)
৩২৫. কোম্পানি গঠনের দলিলপত্র প্রণয়ন পর্যায়ে উদ্যোক্তাগণ যে গুরত্বপূর্ণ দলিল প্রণয়ন করেন, তা হলো-
i. স্মারকলিপি
ii. বিবরণপত্র
iii. পরিমেল নিয়মাবলী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২৬. কোন আইনে অংশীদারি ব্যবসায়ের চুক্তি ও নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয় নি?
Ο ক) ১৯৩২ সালে অংশীদারি আইনে
Ο খ) ২০০৪ সালে অংশীদারি আইনে
Ο গ) ১৯৯৭ সালে অংশীদারি আইনে
Ο ঘ) ১৯৩৪ সালে অংশীদারি আইনে
সঠিক উত্তর: (ক)
৩২৭. রূপক বাংলাবাজারে অবস্থিত অনন্য বুক হাউজের কর্ণধার। একজন দেনাদারের কাছ থেকে ২ লক্ষ টাকা পাওনা আদায়ে ব্যর্থ হয়েও তিনি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে অপারগ। এর কারণ কী?
Ο ক) একমালিকানা ব্যবসায় কৃত্রিম সত্ত্বার অধিকারী নয় বলে
Ο খ) স্বল্প মূলধন নিয়ে গঠিত বলে
Ο গ) সীমিত দায়ের অধিকারী হওয়ায়
Ο ঘ) কোনো অংশীদারি না থাকায়
সঠিক উত্তর: (ক)
৩২৮. বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপসাধন হতে পারে-
i. কোনো অংশীদারের মৃত্যু হলে
ii. কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে
iii. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২৯. পৌর এলাকার বাইরে ব্যবসায় করলে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?
Ο ক) জেলা প্রশাসকের নিকট থেকে
Ο খ) পৌর কমিশনারের নিকট থেকে
Ο গ) সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
Ο ঘ) থানা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে
সঠিক উত্তর: (ক)
৩৩০. ২০০১ সালের সমবায় আইনে যেসব সমবায় সমিতি উল্লেখ আছে সেগুলো হলো-
i. প্রাথমিক সমবায় সমিতি
ii. কেন্দ্রীয় সমবায় সমিতি
iii. জাতীয় সমবায় সমিতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩১. বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থা বিবেচনায় কোন ধরনের ব্যবসায় সবচেয়ে উপযোগী?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)
৩৩২. অংশীদারি ব্যবসায়ের সদস্যসংখ্যা-
i. সাধারণ ব্যবসায়ে ২ থেকে ২০ জন
ii. সাধারণ ব্যবসায়ে ৭ থেকে ২০ জন
iii. ব্যাংকিং ব্যবসায়ে ২ থেকে ১০ জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৩. পাবলিক লিমিটেড কোম্পানির জন্য সাধারণত প্রস্তুত করতে হয়-
i. স্মারকলিপি
ii. পরিমেল নিয়মাবলি
iii. ট্রেড লাইসেন্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩৪. বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সমবায় সমিতির নাম কী?
Ο ক) বাংলাদেশ মৎস্য উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি.
Ο খ) বাংলাদেশ মৃৎশিল্প সমবায় ইউনিয়ন লি.
Ο গ) বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি.
Ο ঘ) বাংলাদেশ তাঁত শিল্প সমবায় ইউনিয়ন লি.
সঠিক উত্তর: (গ)
৩৩৫. দর্জিগিরি, ফটোগ্রাফি প্রভৃতিতে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ রয়েছে বিধায় কোন ভিত্তিতে এরূপ ব্যবসায় স্থাপন উপযোগী?
Ο ক) একমালিকানার ভিত্তিতে
Ο খ) অংশীদারি ভিত্তিতে
Ο গ) সমবায়ের ভিত্তিতে
Ο ঘ) যৌথ মালিকানার ভিত্তিতে
সঠিক উত্তর: (ক)
৩৩৬. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন ব্যবসায়ের জন্য সুবিধাজনক?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) যৌথমুলধনী
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (ক)
৩৩৭. কোন ব্যবসায়ের ক্ষেত্রে মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা?
Ο ক) অংশীদারি ব্যবসায়
Ο খ) কোম্পানি ব্যবসায়
Ο গ) একমালিকানা ব্যবসায়
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (খ)
৩৩৮. কোনটি যৌথমূলধনী কোমপানির বৈশিষ্ট্য?
i. আইন দ্বারা সৃষ্ট
ii. কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী
iii. সীমিত দায়সম্পন্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৯. অংশীদারি ব্যবসায়ের চুক্তি হতে পারে-
i. লিখিত
ii. নিবন্ধিত
iii. অলিখিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪০. অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হল-
i. লাভ-লোকসান বন্টন
ii. সীমাহীন দায়
iii. সসীম দায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪১. প্রস্তাবিত সমবায় সমিতিকে পালন করতে হয়-
i. সমিতিতে প্রাপ্ত বয়স্ক ও সুস্থ মস্তিষ্কের কম পক্ষের ১০ জন সদস্য থাকতে হবে
ii. সমিতির স্বতন্ত্র নাম এবং সীমিত দায় সমিতির ক্ষেত্রে লিমিটেড শব্দটি থাকতে হবে
iii. উপবিধিতে সমিতির উদ্দেশ্যাবলি সুস্পষ্টভাবে বর্ণনা থাকতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪২. কোনটি একমালিকানা ব্যবসায় নয়?
Ο ক) চিত্রকর্মের ব্যবসায়
Ο খ) ফার্নিচারের ব্যবসায়
Ο গ) আর্থিক ব্যবসায়
Ο ঘ) স্বর্ণের ব্যবসায়
সঠিক উত্তর: (গ)
৩৪৩. কোনটি ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য?
i. অংশীদারদের দায় অসীম
ii. ব্যবসায়ে কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ নয়
iii. অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৪. উদ্যোগ গ্রহণ পর্যায়ে কোম্পানি গঠনে আগ্রহী ব্যক্তিগণ কী কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন?
i. কোম্পানির সম্ভাব্য নাম
ii. কোম্পানির ধরন
iii. মূলধরনের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৫. রহিম, করিম এবং সেলিম একটি অঅংশীদারি ব্যবসায় শুরু করে এবং অংশীদারি চুক্তি করে। রহিম অন্যান্য অংশীদারের প্রদত্ত মূলধনের দ্বিগুণ মূলধন প্রদান করে। বছর শেষে ব্যবসায়টি ১,০০,০০০ টাকা ক্ষতির সম্মুখীন হয় এ ক্ষতি কীভাবে বন্টিত হবে?
Ο ক) সমানভাবে সবার মাঝে বন্টন করা হবে
Ο খ) অংশীদারের সঙ্গে বছরের শেষে আলাপ আলোচনার মাধ্যমে
Ο গ) অংশীদারি চুক্তিতে উল্লিখিত শর্ত অনুযায়ী
Ο ঘ) যে পরিমাণ মুলধন তারা বিনিয়োগ করেছে তার ভিত্তিতে
সঠিক উত্তর: (গ)
৩৪৬. অংশীদারি ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি?
i. আমদানি রপ্তানি ব্যবসায়
ii. ঠিকাদারি ব্যবসায়
iii. পোল্ট্রি ফার্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৭. REPS- এর সম্প্রসারিত রূপ কী?
Ο ক) Rochdale Equity Pioneers Society
Ο খ) Rochdale Excess Pemium Society
Ο গ) Rochdale Equitable Pioneers Society
Ο ঘ) Rochdale Equal Pioneers Society
সঠিক উত্তর: (গ)
৩৪৮. রাষ্ট্রীয় ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে কোথায় জবাবদিহিতা করতে হয়?
Ο ক) মন্ত্রিপরিষদ বৈঠকে
Ο খ) রাষ্ট্রপতির কাছে
Ο গ) জাতীয় সংসদে
Ο ঘ) প্রধানমন্ত্রীর কাছে
সঠিক উত্তর: (গ)
৩৪৯. ‘ অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে মর্যাদা থেকে নয়।‘ এটি কত সালের অংশীদারি আইনে উল্লেখ আছে?
Ο ক) ১৯১৩ সাল
Ο খ) ১৯৩২ সাল
Ο গ) ১৯৯৪ সাল
Ο ঘ) ২০১০ সাল
সঠিক উত্তর: (খ)
৩৫০. মাগুরা জেলার কতিপয় বেগুন ব্যবসায়ী একটি সমবায় সমিতি গঠন করেন। প্রত্যেক বেগুন ব্যবসায়ী কত ভাগ শেয়ার ক্রয় করতে পারবেন?
Ο ক) ১/২ ভাগ
Ο খ) ১/৩ ভাগ
Ο গ) ১/৪ ভাগ
Ο ঘ) ১/৫ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩০১. কৃত্রিম সত্ত্বার অধিকারী কোনো ব্যবসায় সংগঠনকে বলা হয়?
Ο ক) যৌথমূলধনী
Ο খ) অংশীদারি
Ο গ) সমবায়
Ο ঘ) একমালিকানা
সঠিক উত্তর: (ক)
৩০২. পল্লী উন্নয়ন একাডেমী বা BARD এর প্রতিষ্ঠাতা কে?
Ο ক) ড. মিজানুর
Ο খ) আবুল মকসুদ
Ο গ) জিন্নাত আরা
Ο ঘ) ড. আক্তার হামিদ খান
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. স্বল্প মূলধন নিয়ে যেসব একমালিকান ব্যবসায় গঠন করা যায় সেগুলো হলো-
i. পানের দোকান
ii. সবজির দোকান
iii. ঔষধের দোকান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০৪. রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়-
i. রাষ্ট্র প্রধানের অধ্যাদেশে
ii. সংসদে বিল পাসের মাধ্যমে
iii. জাতীয় করনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৫. একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে কী বলে?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) আত্মকর্মসংস্থান
Ο ঘ) ক্ষুদ্র ব্যবসায়
সঠিক উত্তর: (ক)
৩০৬. মি. করিম X কোম্পানির প্রতিটি ১,০০০ টাকা দামের ৫ টি শেয়ার ক্রয় করেন। কোম্পানিতে তার দায়ের সীমা কত?
Ο ক) ১,০০০ টাকা
Ο খ) ৫,০০০ টাকা
Ο গ) ১০,০০০ টাকা
Ο ঘ) ৫০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
৩০৭. কোন ব্যবসায়টি শিল্প মন্ত্রণালয়ের অধীনে?
i. বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা
ii. বাংলাদেশ বস্ত্রকল সংস্থা
iii. বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৮. প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনটি পাওয়ার পর কার্যারম্ভ করতে পারে?
Ο ক) স্মারকলিপি
Ο খ) পরিমেল নিয়মাবলি
Ο গ) নিবন্ধনপত্র
Ο ঘ) কার্যারম্ভের অনুমতি
সঠিক উত্তর: (গ)
৩০৯. মি. জুয়েল তার বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজন মিলে ২৫ সদস্যবিশিষ্ট একটি ফার্মাসিটিউক্যাল লি. গঠন করলেন। এটি কোন ধরনের কোম্পানি সংগঠন?
Ο ক) অসীম দায়বিশিষ্ট কোম্পানি
Ο খ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
Ο গ) পাবলিক লিমিটেড কোম্পানি
Ο ঘ) সীমিত দায়বিশিষ্ট কোম্পানি
সঠিক উত্তর: (খ)
৩১০. ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাস হয়?
Ο ক) ১৭৫০ সালে
Ο খ) ১৯৫০ সালে
Ο গ) ১৮৫০ সালে
Ο ঘ) ১৮৪৪ সালে
সঠিক উত্তর: (গ)
৩১১. বাংলাদেশের মানুষ কাদের দ্বারা বঞ্চনার স্বীকার হচ্ছে?
Ο ক) শিল্পপতি
Ο খ) কৃষক
Ο গ) দালাল শ্রেণি
Ο ঘ) শিক্ষক
সঠিক উত্তর: (গ)
৩১২. মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে হলে কীসের প্রয়োজন হবে?
Ο ক) দক্ষতার
Ο খ) অভিজ্ঞতার
Ο গ) সুনামের
Ο ঘ) অংশীদারদের সম্মতির
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. রচডেল সমবায় সমিতি কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ইংল্যান্ড
Ο খ) আমেরিকা
Ο গ) জাপান
Ο ঘ) রাশিয়া
সঠিক উত্তর: (ক)
৩১৪. বৃহদায়তন ব্যবসার পাশাপাশি একমালিকানা সংগঠন টিকে থাকার কারণ-
Ο ক) স্বল্প পুঁজি ও গোপনীয়তা রক্ষা
Ο খ) সহজ গঠন ও কম ঝুঁকি
Ο গ) নমনীয়তা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ঘ)
৩১৫. কোন ধরণের অংশীদারি ব্যবসায়ে বাধ্যতামূলক বিলোপসাধন ঘটে?
Ο ক) অনশীদাররা ঝগড়া করলে
Ο খ) কোনো অংশীদার ব্যবসায় পরিচালনার কাজ না করলে
Ο গ) কোনো অংশীদারে মৃত্যু হলে
Ο ঘ) সকল অংশীদার বা একজন ছাড়া সকল অংশীদার দেউলিয়া হলে
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. প্রাইভেট লি. কোম্পানির সর্বনিম্ন সদস্যসংখ্যা কতজন?
Ο ক) ২ জন
Ο খ) ৫ জন
Ο গ) ৭ জন
Ο ঘ) ৯ জন
সঠিক উত্তর: (খ)
৩১৭. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত?
Ο ক) ২০জন
Ο খ) ৫০জন
Ο গ) ১০জন
Ο ঘ) ৩০জন
সঠিক উত্তর: (গ)
৩১৮. মালিকানা হতে ব্যবস্থানা আলাদা কোন ব্যবসায়ের?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) যৌথমূলধনী ব্যবসায়
Ο ঘ) পাইকারি ব্যবসায়
সঠিক উত্তর: (গ)
৩১৯. কোন অংশীদার ব্যবসায় হতে অর্থ উত্তোলন করতে ব্যর্থ হয়?
Ο ক) সাধারণ অংশীদার
Ο খ) বিশেষ অংশীদার
Ο গ) সীমিত অংশীদার
Ο ঘ) নামমাত্র অংশীদার
সঠিক উত্তর: (গ)
৩২০. সাধারণত প্রাইভেট লি. কোম্পানি গঠিত হয়-
i. আত্মীয়স্বজন দ্বারা
ii. বন্ধুবান্ধব দ্বারা
iii. পরিচিত ব্যক্তি দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২১. প্রাইভেট লি. কোম্পানির নিবন্ধন করার জন্য নির্ধারিত ফিসহ নিবন্ধকের নিকট জমা দিতে হয়-
i. স্মারকলিপির এক কপি
ii. পরিমেল নিয়মাবলির এক কপি
iii. পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩২২. শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে তার জন্যে কোম্পানি সংগঠনের প্রয়োজন-
i. অধিক মূলধন ও দক্ষ ব্যবস্থাপনা
ii. কোম্পানির স্বতঃস্ফূর্ত কার্যধারায় বিঘ্ন সৃষ্টিকারী আইনের কঠোরতা হ্রাস করা
iii. মালিকানার সাথে ব্যবস্থাপনা যুক্তকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২৩. ব্যবসায় শুরু করার পূর্বে সমবায় সমিতির লাইসেন্স সংগ্রহ করার কারণ কী?
Ο ক) সদস্যদের দায়িত্ব বন্টন করতে
Ο খ) কার্যারম্ভের অনুমতি পত্রের জন্যে
Ο গ) ব্যবসায়ের আইনগত বৈধতা প্রদানের জন্যে
Ο ঘ) কাচাঁমাল সংগ্রহের জন্যে
সঠিক উত্তর: (গ)
৩২৪. রহিম, করিম এবং সেলিম একটি অংশীদারি ব্যবসায় শুরু করে এবং একটি অংশীদারি চুক্তি করে। রহিম অন্যান্য অংশীদারের চেয়ে দ্বিগুন মূলধন প্রদান করে। বছর শেষে ব্যবসায় ১,০০,০০০ টাকা ক্ষতি সম্মুখীন হয়। ব্যবসায়ের এসব ক্ষতি কীভাবে বন্টিত হবে?
Ο ক) সমানভাবে সবার মাঝে বন্টন করা হবে
Ο খ) অংশীদারদের সাথে বছর শেষে আলাপ-আলোচনার মাধ্যমে
Ο গ) অংশীদারি চুক্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী
Ο ঘ) যে পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয়েছে তার ভিত্তিতে
সঠিক উত্তর: (গ)
৩২৫. কোম্পানি গঠনের দলিলপত্র প্রণয়ন পর্যায়ে উদ্যোক্তাগণ যে গুরত্বপূর্ণ দলিল প্রণয়ন করেন, তা হলো-
i. স্মারকলিপি
ii. বিবরণপত্র
iii. পরিমেল নিয়মাবলী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২৬. কোন আইনে অংশীদারি ব্যবসায়ের চুক্তি ও নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয় নি?
Ο ক) ১৯৩২ সালে অংশীদারি আইনে
Ο খ) ২০০৪ সালে অংশীদারি আইনে
Ο গ) ১৯৯৭ সালে অংশীদারি আইনে
Ο ঘ) ১৯৩৪ সালে অংশীদারি আইনে
সঠিক উত্তর: (ক)
৩২৭. রূপক বাংলাবাজারে অবস্থিত অনন্য বুক হাউজের কর্ণধার। একজন দেনাদারের কাছ থেকে ২ লক্ষ টাকা পাওনা আদায়ে ব্যর্থ হয়েও তিনি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে অপারগ। এর কারণ কী?
Ο ক) একমালিকানা ব্যবসায় কৃত্রিম সত্ত্বার অধিকারী নয় বলে
Ο খ) স্বল্প মূলধন নিয়ে গঠিত বলে
Ο গ) সীমিত দায়ের অধিকারী হওয়ায়
Ο ঘ) কোনো অংশীদারি না থাকায়
সঠিক উত্তর: (ক)
৩২৮. বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপসাধন হতে পারে-
i. কোনো অংশীদারের মৃত্যু হলে
ii. কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে
iii. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩২৯. পৌর এলাকার বাইরে ব্যবসায় করলে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?
Ο ক) জেলা প্রশাসকের নিকট থেকে
Ο খ) পৌর কমিশনারের নিকট থেকে
Ο গ) সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
Ο ঘ) থানা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে
সঠিক উত্তর: (ক)
৩৩০. ২০০১ সালের সমবায় আইনে যেসব সমবায় সমিতি উল্লেখ আছে সেগুলো হলো-
i. প্রাথমিক সমবায় সমিতি
ii. কেন্দ্রীয় সমবায় সমিতি
iii. জাতীয় সমবায় সমিতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩১. বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থা বিবেচনায় কোন ধরনের ব্যবসায় সবচেয়ে উপযোগী?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)
৩৩২. অংশীদারি ব্যবসায়ের সদস্যসংখ্যা-
i. সাধারণ ব্যবসায়ে ২ থেকে ২০ জন
ii. সাধারণ ব্যবসায়ে ৭ থেকে ২০ জন
iii. ব্যাংকিং ব্যবসায়ে ২ থেকে ১০ জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৩. পাবলিক লিমিটেড কোম্পানির জন্য সাধারণত প্রস্তুত করতে হয়-
i. স্মারকলিপি
ii. পরিমেল নিয়মাবলি
iii. ট্রেড লাইসেন্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩৪. বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সমবায় সমিতির নাম কী?
Ο ক) বাংলাদেশ মৎস্য উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি.
Ο খ) বাংলাদেশ মৃৎশিল্প সমবায় ইউনিয়ন লি.
Ο গ) বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি.
Ο ঘ) বাংলাদেশ তাঁত শিল্প সমবায় ইউনিয়ন লি.
সঠিক উত্তর: (গ)
৩৩৫. দর্জিগিরি, ফটোগ্রাফি প্রভৃতিতে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ রয়েছে বিধায় কোন ভিত্তিতে এরূপ ব্যবসায় স্থাপন উপযোগী?
Ο ক) একমালিকানার ভিত্তিতে
Ο খ) অংশীদারি ভিত্তিতে
Ο গ) সমবায়ের ভিত্তিতে
Ο ঘ) যৌথ মালিকানার ভিত্তিতে
সঠিক উত্তর: (ক)
৩৩৬. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন ব্যবসায়ের জন্য সুবিধাজনক?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) যৌথমুলধনী
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (ক)
৩৩৭. কোন ব্যবসায়ের ক্ষেত্রে মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা?
Ο ক) অংশীদারি ব্যবসায়
Ο খ) কোম্পানি ব্যবসায়
Ο গ) একমালিকানা ব্যবসায়
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (খ)
৩৩৮. কোনটি যৌথমূলধনী কোমপানির বৈশিষ্ট্য?
i. আইন দ্বারা সৃষ্ট
ii. কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী
iii. সীমিত দায়সম্পন্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩৯. অংশীদারি ব্যবসায়ের চুক্তি হতে পারে-
i. লিখিত
ii. নিবন্ধিত
iii. অলিখিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪০. অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হল-
i. লাভ-লোকসান বন্টন
ii. সীমাহীন দায়
iii. সসীম দায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪১. প্রস্তাবিত সমবায় সমিতিকে পালন করতে হয়-
i. সমিতিতে প্রাপ্ত বয়স্ক ও সুস্থ মস্তিষ্কের কম পক্ষের ১০ জন সদস্য থাকতে হবে
ii. সমিতির স্বতন্ত্র নাম এবং সীমিত দায় সমিতির ক্ষেত্রে লিমিটেড শব্দটি থাকতে হবে
iii. উপবিধিতে সমিতির উদ্দেশ্যাবলি সুস্পষ্টভাবে বর্ণনা থাকতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪২. কোনটি একমালিকানা ব্যবসায় নয়?
Ο ক) চিত্রকর্মের ব্যবসায়
Ο খ) ফার্নিচারের ব্যবসায়
Ο গ) আর্থিক ব্যবসায়
Ο ঘ) স্বর্ণের ব্যবসায়
সঠিক উত্তর: (গ)
৩৪৩. কোনটি ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য?
i. অংশীদারদের দায় অসীম
ii. ব্যবসায়ে কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ নয়
iii. অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৪৪. উদ্যোগ গ্রহণ পর্যায়ে কোম্পানি গঠনে আগ্রহী ব্যক্তিগণ কী কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন?
i. কোম্পানির সম্ভাব্য নাম
ii. কোম্পানির ধরন
iii. মূলধরনের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৫. রহিম, করিম এবং সেলিম একটি অঅংশীদারি ব্যবসায় শুরু করে এবং অংশীদারি চুক্তি করে। রহিম অন্যান্য অংশীদারের প্রদত্ত মূলধনের দ্বিগুণ মূলধন প্রদান করে। বছর শেষে ব্যবসায়টি ১,০০,০০০ টাকা ক্ষতির সম্মুখীন হয় এ ক্ষতি কীভাবে বন্টিত হবে?
Ο ক) সমানভাবে সবার মাঝে বন্টন করা হবে
Ο খ) অংশীদারের সঙ্গে বছরের শেষে আলাপ আলোচনার মাধ্যমে
Ο গ) অংশীদারি চুক্তিতে উল্লিখিত শর্ত অনুযায়ী
Ο ঘ) যে পরিমাণ মুলধন তারা বিনিয়োগ করেছে তার ভিত্তিতে
সঠিক উত্তর: (গ)
৩৪৬. অংশীদারি ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি?
i. আমদানি রপ্তানি ব্যবসায়
ii. ঠিকাদারি ব্যবসায়
iii. পোল্ট্রি ফার্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪৭. REPS- এর সম্প্রসারিত রূপ কী?
Ο ক) Rochdale Equity Pioneers Society
Ο খ) Rochdale Excess Pemium Society
Ο গ) Rochdale Equitable Pioneers Society
Ο ঘ) Rochdale Equal Pioneers Society
সঠিক উত্তর: (গ)
৩৪৮. রাষ্ট্রীয় ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে কোথায় জবাবদিহিতা করতে হয়?
Ο ক) মন্ত্রিপরিষদ বৈঠকে
Ο খ) রাষ্ট্রপতির কাছে
Ο গ) জাতীয় সংসদে
Ο ঘ) প্রধানমন্ত্রীর কাছে
সঠিক উত্তর: (গ)
৩৪৯. ‘ অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে মর্যাদা থেকে নয়।‘ এটি কত সালের অংশীদারি আইনে উল্লেখ আছে?
Ο ক) ১৯১৩ সাল
Ο খ) ১৯৩২ সাল
Ο গ) ১৯৯৪ সাল
Ο ঘ) ২০১০ সাল
সঠিক উত্তর: (খ)
৩৫০. মাগুরা জেলার কতিপয় বেগুন ব্যবসায়ী একটি সমবায় সমিতি গঠন করেন। প্রত্যেক বেগুন ব্যবসায়ী কত ভাগ শেয়ার ক্রয় করতে পারবেন?
Ο ক) ১/২ ভাগ
Ο খ) ১/৩ ভাগ
Ο গ) ১/৪ ভাগ
Ο ঘ) ১/৫ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep