এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৪ (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৪ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২৫১. রহিমা বাশঁ ও বেতের শিল্প কর্মে পারদর্শী। তার জন্যে কোন ধরনের ব্যবসায় সংগঠন সবচেয়ে উপযুক্ত?
Ο ক) অংশীদারি ব্যবসায়
Ο খ) একমালিকান ব্যবসায়
Ο গ) কোম্পনি সংগঠন
Ο ঘ) সমবায় সমিতি
 সঠিক উত্তর: (খ)

 ২৫২. এক বা একাধিক অংশীদার লিখিত বিজ্ঞপ্তি দ্বারা অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটালে তাকে কি বলে?
Ο ক) আদালতের মাধ্যমে বিলোপসাধন
Ο খ) বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপসাধন
Ο গ) বিজ্ঞপ্তি দ্বারা ঐচ্ছিক বিলোপসাধন
Ο ঘ) বাধ্যতামূলক বিলোপসাধন
 সঠিক উত্তর: (গ)

 ২৫৩. ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে?
Ο ক) ১৮৪৪ সালে
Ο খ) ১৮৪৬ সালে
Ο গ) ১৮৪৮ সালে
Ο ঘ) ১৮৫০ সালে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৪. আপাতদৃষ্টিতে অংশীদারের বৈশিষ্ট্য কোনটি?
i. ব্যবসায় থেকে অবসর গ্রহণ করার পরও মূলধন উত্তোলন করেন না
ii. প্রকৃতপক্ষে এ জাতীয় ব্যক্তিগণ ব্যবসায়ের পাওনাদার
iii. চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৫৫. চুক্তির বিলুপ্তির ফল অংশীদারি ব্যবসায় কোন ধরণের বিলোপসাধন হবে?
Ο ক) ঐচ্ছিক
Ο খ) বাধ্যতামূলক
Ο গ) বিজ্ঞপ্তির
Ο ঘ) আদালতের মাধ্যমে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫৬. সমাজের নির্যাতিত নিশ্পেষিত জনগোষ্ঠীর আদর্শ সংগঠন কোনটি?
Ο ক) একমালিকানা
Ο খ) রাষ্ট্রীয়
Ο গ) সমবায়
Ο ঘ) জোট
 সঠিক উত্তর: (গ)

 ২৫৭. কোম্পানি ব্যবসায়ের সদস্যদের দায় কীরূপ?
Ο ক) অসীম
Ο খ) সীমিত
Ο গ) নির্দিষ্ট
Ο ঘ) অপ্রতুল
 সঠিক উত্তর: (খ)

 ২৫৮. অংশীদার হতে হলে প্রযোজ্য-
i. সকল অংশীদারকে অর্থ সরবরাহ করতে হবে
ii. মূলধন সরবরাহ ছাড়াও অংশীদার হওয়া যায়
iii. সাবলক ও সুস্থ ব্যক্তি হতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৫৯. একমালিকানা ব্যবসায় গঠন করতে-
i. ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়
ii. নিকটে হাট-বাজার ধাকতে হয়
iii. আইনের ঝামেলা পোহাতে হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ২৬০. বাংলাদেশের সমবায় আইন কত সালের?
Ο ক) ২০০০ সালে
Ο খ) ২০০১ সালে
Ο গ) ২০০৪ সালে
Ο ঘ) ২০০৫ সালে
 সঠিক উত্তর: (খ)

 ২৬১. যৌথমূলধনী কোম্পানি কী নামে পরিচালিত হয়?
Ο ক) কোম্পানির নিজ নামে
Ο খ) অন্যনামে
Ο গ) কোনো ব্যক্তির নামে
Ο ঘ) উপরের কোনোটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ২৬২. সমবায়ের শাব্দিক অর্থ হল-
i. সম্মিলিত কাজ
ii. সম্মিলিত উদ্যোগ
iii. সম্মিলিত সাধনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৬৩. বর্তমানে বাংলাদেশের সকল কোম্পানি ব্যবসায় কতসালের আইন অনুযায়ী পরিচলিত হচ্ছে?
Ο ক) ১৯১৩ সালের
Ο খ) ১৯৩১ সালের
Ο গ) ১৯৪৪ সালের
Ο ঘ) ১৯৯৪ সালের
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৪. যৌথমূলধনী ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ-
i. ব্যাংকিং ব্যবসায়
ii. বিমা ব্যবসায়
iii. পরিবহন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৫. ব্যবসায় পরিবারে দ্বিতীয় সদস্য কোনটি?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) যৌথমূলধনী
Ο ঘ) রাষ্ট্রীয়
 সঠিক উত্তর: (খ)

 ২৬৬. অংশীদারি ব্যবসায়ের ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়-
i. সিটি কর্পোরেশন থেকে
ii. জেলা কমিশনার থেকে
iii. পৌরসভা থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৬৭. মূলধন বিনিয়োগ না করে যদি কোন ব্যক্তি নিজের দক্ষতা, পরিশ্রম ব্যবসায়ে বিনিয়োগ করে তবে তাকে কী বলে?
Ο ক) সাধারণ অংশীদার
Ο খ) কর্মী অংশীদার
Ο গ) নামমাত্র অংশীদার
Ο ঘ) ঘুমন্ত অংশীদার
 সঠিক উত্তর: (গ)

 ২৬৮. বর্তমানে বাংলাদেশের সমবায় সমিতি কীভাবে পরিচালিত হচ্ছে?
Ο ক) ১৯৯৪ সালের সমবায় সমিতি আইন ও ২০০৪ সালের সমবায় বিধিমালা দ্বারা
Ο খ) ২০০১ সালের সমবায় সমিতি আইন ও ২০০৪ সালের সমবায় বিধিমালা দ্বারা
Ο গ) ১৯৯৪ সালের সমবায় সমিতি আইন ও ২০০৫ সালের সমবায় বিধিমালা দ্বারা
Ο ঘ) ২০০১ সালের সমবায় সমিতি আইন ও ২০০৫ সালের সমবায় বিধিমালা দ্বারা
 সঠিক উত্তর: (খ)

 ২৬৯. একমালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা-
Ο ক) সীমিত মূলধন
Ο খ) সীমিত আয়তন
Ο গ) অসীম দায়
Ο ঘ) কৃত্রিম সত্ত্বাহীনতা
 সঠিক উত্তর: (গ)

 ২৭০. রচডেল সমবায় সমিতির উৎপত্তি স্থান কোনটি?
Ο ক) বেলজিয়াম
Ο খ) ফ্রান্স
Ο গ) ঘানা
Ο ঘ) ইংল্যান্ড
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭১. কোম্পানি গঠন প্রক্রিয়া কয়টি?
Ο ক) ৩ টি
Ο খ) ৪ টি
Ο গ) ৫ টি
Ο ঘ) ৬ টি
 সঠিক উত্তর: (খ)

 ২৭২. কোন সমাজব্যবস্থায় নিম্নবিত্তের লোকজন শোষিত শ্রেণিতে পরিণত হয়?
Ο ক) পুঁজিবাদী সমাজব্যবস্থায়
Ο খ) ইসলামিক অর্থব্যবস্থায়
Ο গ) মিশ্র অর্থব্যবস্থায়
Ο ঘ) সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়
 সঠিক উত্তর: (ক)

 ২৭৩. কোন সংগঠনের শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়?
Ο ক) প্রাইভেট লি. কোম্পানি
Ο খ) ব্যবসায় সংগঠন
Ο গ) অংশীদারি সংগঠন
Ο ঘ) সমবায় সংগঠন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৪. সমবায় সমিতির ব্যবস্থাপনার কার্যাবলি কাদের ওপর ন্যস্ত থাকে?
Ο ক) সদস্যদের ওপর
Ο খ) ব্যবস্থাপনার পর্ষদের ওপর
Ο গ) উদ্যোক্তাদের ওপর
Ο ঘ) অভিজ্ঞ সদস্যদের ওপর
 সঠিক উত্তর: (খ)

 ২৭৫. একমালিকানা ব্যবসায়ের সাথে অংশীদারি ব্যবসায়ের যেসব ক্ষেত্রে মিল রয়েছে সেগুলো হলো-
i. সদস্য সংখ্যা
ii. সহজ গঠন
iii. আইনগত সুবিধা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৭৬. মি. আবিরের বেইলী স্টার মার্কেটে দুটি স্বর্ণের দোকান আছে । তার জন্যে একমালিকানা ব্যবসায় উপযুক্ত। কারণ-
i. এ ব্যবসায়ে আবিরের প্রত্যক্ষ তদারকি অপরিহার্য
ii. এ ধরনের ব্যবসায়ে কম ঝুঁকি রয়েছে বলে
iii. এ ধরনের ব্যবসায়ে ব্যক্তিক শিল্পকর্মের যোগ রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৭৭. একমালিকানা ব্যবসায় গঠন করা-
Ο ক) জটিল
Ο খ) সহজ
Ο গ) অত্যন্ত সহজ
Ο ঘ) অত্যন্ত জটিল
 সঠিক উত্তর: (গ)

 ২৭৮. পাবলিক লিমিটেড সম্পর্কে যথোপযুক্ত উক্তি হলো-
i. নিবন্ধিত হওয়ার পর এর কার্যারম্ভ করার কোনো বাধা থাকে না
ii. সর্বনিম্ন সদস্য সংখ্যা৭ জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কোম্পানির শেয়ার দ্বারা সীমাবদ্ধ
iii. শেয়ার ও ডিবেঞ্চার ক্রয়ের জন্যে জনসাধারণের উদ্দেশ্যে প্রসপেক্টাস প্রচার করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৭৯. জনাব সিদ্দিকুর একটি অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠানের একজন অংশীদার। তিনি কত টাকার বেশী পাওনা আদায়ের জন্য মামলা আদায় করতে পারেন না?
Ο ক) ১০০ টাকার বেশি
Ο খ) ১০০০ টাকার বেশি
Ο গ) ২০০০ টাকার বেশি
Ο ঘ) ৪০০০ টাকার বেশি
 সঠিক উত্তর: (ক)

 ২৮০. ‘তাঁতি’ কোন ভিত্তিক পেশার উদাহরণ?
Ο ক) চাকরি
Ο খ) গ্রাম
Ο গ) শহর
Ο ঘ) নগর
 সঠিক উত্তর: (খ)

 ২৮১. নিচের কোনটি অনুসারে লাভ-লোকসানের ঝুঁকি বহন করা হয়?
i. চুক্তি অনুসারে
ii. মূলধনের অনুপাতে
iii. লাখ অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮২. ইতি জুয়েলার্স একটি অংশীদারি ফার্ম। ফার্মটি নিবন্ধন করা হয়নি। ফলে অংশীদাররা সুবিধা হতে বঞ্চিত হবেন-
i. পাওনা আদায়ে বাধা
ii. তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা
iii. অপ্র অংশীদারদের বিরুদ্ধে মামলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৩. সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে-
i. চুক্তিপত্র
ii. উপবিধি
iii. বিবরণ পত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৮৪. সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূচনা হয় কোথায়?
Ο ক) রাশিয়া
Ο খ) দক্ষিণ আমেরিকা
Ο গ) কোরিয়া
Ο ঘ) জাপান
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৫. পৃথিবীতে সর্বপ্রথম কোন ধরণের ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল?
Ο ক) অংশীদারি ব্যবসায়
Ο খ) একমালিকানা ব্যবসায়
Ο গ) সমবায় সমিতি
Ο ঘ) কোম্পানি সংগঠন
 সঠিক উত্তর: (খ)

 ২৮৬. একমালিকানা ব্যবসায় পরিচালনা করা সম্ভব যেসব ক্ষেত্রে, তা হলো-
i. বিউটি পার্লার
ii. সেলুন
iii. রেস্টুরেন্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৭. উদ্বুদ্ধ পরিস্থিতিতে উদ্দীপকের ব্যবসায়টির কীরূপ বিলোপসাধন ঘটবে?
Ο ক) বাধ্যতামূলক
Ο খ) বিজ্ঞপ্তির দ্বারা
Ο গ) ঘটনা সাপেক্ষে
Ο ঘ) আদালতের নির্দেশে
 সঠিক উত্তর: (গ)

 ২৮৮. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রের সাথে কোনটি উল্লেখ করতে হয়?
i. ব্যবসায়ের উদ্দেশ্য
ii. ব্যবসায় শুরুর তারিখ
iii. ব্যবসায়ের মোট কার্যকাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৯. কোম্পানির মূলধনের ক্ষুদ্র একককে কী বলে?
Ο ক) অংশ
Ο খ) বিভাগ
Ο গ) শেয়ার
Ο ঘ) হিসাব
 সঠিক উত্তর: (গ)

 ২৯০. যৌথমূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) ৭টি
Ο খ) ৮টি
Ο গ) ৯টি
Ο ঘ) ১০টি
 সঠিক উত্তর: (গ)

 ২৯১. মুনাফা অর্জন বা বৃদ্ধি রাষ্ট্রীয় ব্যবসায়ের কী?
Ο ক) মূল উদ্দেশ্য
Ο খ) প্রধান উদ্দেশ্য
Ο গ) মূল উদ্দেশ্য নয়
Ο ঘ) প্রধান উদ্দেশ্য নয়
 সঠিক উত্তর: (গ)

 ২৯২. মি. শিহাব, মি. আতিক ও মি. ইমন একটি ব্যবসায় করার জন্যে চুক্তিবদ্ধ হন। মি. শিহাব, মি. আতিক ও মি. ইমনের ব্যবসায় কী ধরনের ব্যবসায়?
Ο ক) একমালিকান
Ο খ) যৌথ মূলধনী
Ο গ) সমবায়
Ο ঘ) অংশীদারি
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৩. কোম্পানি নিবন্ধনের জন্য করণীয় কী?
i. নিবন্ধকের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ
ii. আবেদনপত্র পূরণ করে নির্ধারিত ফিসহ জমাদান
iii. প্রয়োজনীয় দলিলপত্র নিবন্ধকের নিকট জমাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৪. কোম্পানি ব্যবসায়ের পরিচালনা ও ব্যবস্থাপনায় অনুসরণ করা হয়-
i. গণতান্ত্রিক রীতিনীতি
ii. মূল্যবোধ
iii. শিক্ষাব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৯৫. একমালিকানা ও অংশীদারি ব্যবসাওয়ের সীমাবদ্ধতা কাটিয়ে কোন ব্যবসায়ের উৎপত্তি ঘটে?
Ο ক) যৌথমূলধনী ব্যবসায়
Ο খ) সমবায়
Ο গ) রাষ্ট্রীয় ব্যবসায়
Ο ঘ) বিশেষায়িত ব্যবসায়
 সঠিক উত্তর: (ক)

 ২৯৬. অংশীদারগণ নিজেদের সুবিদার্থে তৃতীয় কোনো ব্যক্তিকে অংশীদার বলে প্রচার করলে তাকে কী বলে?
Ο ক) প্রতিবন্ধ অংশীদার
Ο খ) নামমাত্র অংশীদার
Ο গ) সীমিত অংশীদার
Ο ঘ) সীমাবদ্ধ অংশীদার
 সঠিক উত্তর: (ক)

 ২৯৭. কোম্পানি ব্যবসায় কোন বৈশিষ্ট্যের কারণে নিজ নামে অপর প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির সাথে লেনদেন, চুক্তি ও মামলা করতে পারে?
Ο ক) আইনসৃষ্ট প্রতিষ্ঠান
Ο খ) কৃত্রিম ব্যক্তিসত্তা
Ο গ) চিরন্তন অস্তিত্ব
Ο ঘ) সীমাবদ্ধ দায়
 সঠিক উত্তর: (খ)

 ২৯৮. আন্দুলিয়া গ্রামের নিম্নবিত্তরা নিজেদের ভাগ্যোন্নয়নের স্বার্থে একটি সংগঠন গড়তে চায়। এক্ষেত্রে সংগঠনটির প্রকৃতি হবে কোনটি?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) কোম্পানি
Ο ঘ) সমবায়
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৯. অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু হল-
i. ব্যবসায়ের সুনাম মূল্যায়ন সম্পর্কিত বিধি-বিধান
ii.ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তি
iii. ব্যবসায়ের লাভ-লোক সান বন্টন পদ্ধতি ও হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০০. জয়া, টয়া ও রিয়া মিলে জামদানি শাড়ির ব্যবসায় শুরু করল। তাদের ব্যবসায় কিসের ভিত্তিতে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে?
Ο ক) অংশীদারদের ইচ্ছার ভিত্তিতে
Ο খ) আইনের ভিত্তিতে
Ο গ) চুক্তির ভিত্তিতে
Ο ঘ) আওতার ভিত্তিতে
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post