ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৪ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে বেকার সমস্যা প্রকট। মজুরি ও বেতন ভিত্তিক অধিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কোন ব্যবসায় প্রতিষ্ঠানটি গঠন করা যেতে পারে?
Ο ক) একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান
Ο খ) অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান
Ο গ) যৌথ মূলধনী ব্যবসায় প্রতিষ্ঠান
Ο ঘ) সমবায় ব্যবসায় প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)
২০২. কোম্পানি নিজ নামে অন্যের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারে কীভাবে?
Ο ক) মূলধন বেশি বলে
Ο খ) সদস্য বেশি বলে
Ο গ) আইনগত অস্তিত্বের কারণে
Ο ঘ) বৃহৎ সংগঠন বলে
সঠিক উত্তর: (গ)
২০৩. অংশীদারি ব্যবসায় পরিচালনা দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) সদ্বিশ্বাস
Ο খ) চুক্তিপত্র
Ο গ) সদস্যদের যোগ্যতা
Ο ঘ) সুসম্পর্ক
সঠিক উত্তর: (খ)
২০৪. কত সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাস হয়?
Ο ক) ১৯১৩ সালে
Ο খ) ১৯৩২ সালে
Ο গ) ১৯৩৫ সালে
Ο ঘ) ১৯১৭ সালে
সঠিক উত্তর: (ক)
২০৫. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি?
i. ছোট খাবারের দোকান
ii. মৃৎশিল্পের দোকান
iii. ব্যাংক ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০৬. দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালানের প্রয়োজন হয়?
Ο ক) ৫০০ টাকা
Ο খ) ২০০ টাকা
Ο গ) ১০০ টাকা
Ο ঘ) ৫০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
২০৭. অংশীদারিত্বের বাধ্যতামূলক সমাপ্তি ঘটার কারণ-
i. একজন ব্যতীত সকল অংশীদারের দেউলিয়া হওয়া
ii. এমন কিছু ঘটে যার ফলে ব্যবসায় বেআইনী হয়ে যায়
iii. ব্যবসায়ের পর পর কয়েক বছর ক্ষতি হওয়ার ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৮. অংশীদারি ব্যবসায়ের ভিত্তি কোনটি?
Ο ক) চুক্তি
Ο খ) স্বারকলিপি
Ο গ) ট্রেড লাইসেন্স
Ο ঘ) নিবন্ধন
সঠিক উত্তর: (ক)
২০৯. আর্থিক প্রতিষ্ঠানের ওপর নতুন আইন জারি করলে ভাগ্য অংশীদারি প্রতিষ্ঠানটির কার্যক্রম অবৈধ হয়ে যায়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিলোপসাধন ঘটবে কিভাবে?
Ο ক) বাধ্যতামূলক বিলোপসাধন
Ο খ) বিজ্ঞপ্তির দ্বারা বিলোপসাধন
Ο গ) আদালতের নির্দেশে বিলোপসাধন
Ο ঘ) সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপসাধন
সঠিক উত্তর: (ক)
২১০. বাংলাদেশের রেলওয়ে কোন ধরনের সংগঠনের অন্তর্গত?
Ο ক) একমালিকানা সংগঠন
Ο খ) অংশীদারি সংগঠন
Ο গ) সমবায় সংগঠন
Ο ঘ) রাষ্ট্রীয় সংগঠন
সঠিক উত্তর: (ঘ)
২১১. কোনটি বহুজাতিক কোম্পানির অন্তর্ভুক্ত?
Ο ক) কেয়া
Ο খ) কিউট
Ο গ) লাক্স
Ο ঘ) প্রাণ
সঠিক উত্তর: (গ)
২১২. শাকসবজি ও ফলমূলের ক্ষেত্রে কোন ধরনের ব্যবসায় উপযুক্ত?
Ο ক) অংশীদারি
Ο খ) একমালিকানা
Ο গ) পারিবারিক ব্যবসায়
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (খ)
২১৩. বিভিন্ন ধর্ম এবং গোত্রের ১০ জন নিম্ন আয়ের কৃষক নিজেদের ভাগ্যোন্নয়ের লক্ষ্যে একটি সমবায় সমিতি গঠন করেন। এখানে কোন নীতিটি বাশি ভূমিকা রাখছে?
Ο ক) নিরপেক্ষতা
Ο খ) সততা
Ο গ) একতা
Ο ঘ) সাম্য
সঠিক উত্তর: (ক)
২১৪. কত সালে বাংলাদেশে নতুন কোম্পানি আইন প্রবর্তন করা হয়?
Ο ক) ১৯৩২
Ο খ) ১৯৪৪
Ο গ) ১৯৮৫
Ο ঘ) ১৯৯৪
সঠিক উত্তর: (ঘ)
২১৫. প্রাইভেট লি. কোম্পানি-
i. সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ
ii. শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়
iii. শেয়ারহোল্ডারদের দায় অসীম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৬. সমবায়ের সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হল-
i. পারস্পরিক আস্থা
ii. পারস্পরিক বিশ্বাস
iii. পারস্পরিক সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১৭. প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
Ο ক) ৪৯ জন
Ο খ) ৫০ জন
Ο গ) ৬০ জন
Ο ঘ) ৭০ জন
সঠিক উত্তর: (খ)
২১৮. ‘কার্যারম্ভ’ কোম্পানি গঠন প্রক্রিয়ার কততম পর্যায়?
Ο ক) তৃতীয়
Ο খ) চতুর্থ
Ο গ) পঞ্চম
Ο ঘ) ষষ্ঠ
সঠিক উত্তর: (খ)
২১৯. তুমি একটি অংশীদারি ফার্মে নামমাত্র অংশীদার হতে চাও। নামমাত্র অংশীদার হিসেবে তোমার বৈশিষ্ট্য হলো –
i. মূ্লধন বিনিয়োগ করবে
ii. পরিচালনায় অংশগ্রহণ করবে
iii. লাভ-ক্ষতি বন্টনে অংশগ্রহণ করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২০. পরিবর্তনশীল রুচি ও চাহিদার পণ্যের জন্য কোন ধরনের ব্যবসায় উপযুক্ত?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) কোম্পানি সংগঠন
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (ক)
২২১. তিতাস গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
Ο ক) ঢাকা
Ο খ) নসিংদি
Ο গ) কুমিল্লা
Ο ঘ) ব্রাহ্মণবাড়িয়া
সঠিক উত্তর: (ঘ)
২২২. কোম্পানি গঠনের পর্যায় কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)
২২৩. অংশীদারি ব্যবসায় শুরু করতে কী প্রয়োজন?
Ο ক) ট্রেড লাইসেন্স
Ο খ) চুক্তিপত্র
Ο গ) বৈদেশিক অনুদান
Ο ঘ) দেশীয় অনুদান
সঠিক উত্তর: (খ)
২২৪. “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” দ্বারা বুঝানো হয়-
Ο ক) পারস্পরিক সহযোগিতা
Ο খ) ঘৃণা
Ο গ) শৃঙ্খলা
Ο ঘ) শান্তি
সঠিক উত্তর: (ক)
২২৫. অংশীদারি ব্যবসায়ের দিকনির্দেশক হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) নিবন্ধনপত্র
Ο খ) প্রত্যয়নপত্র
Ο গ) চুক্তিপত্র
Ο ঘ) দলিলপত্র
সঠিক উত্তর: (গ)
২২৬. মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোন ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন যোগাড় করে কোন ব্যবসায় গঠন ও পরিচালনা করে তখন তাকে কি বলে?
Ο ক) অংশীদারি ব্যবসায়
Ο খ) একমালিকানা ব্যবসায়
Ο গ) কোম্পানি সংগঠন
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (খ)
২২৭. সমবায় সংগঠনের বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) ৪ টি
Ο খ) ৬টি
Ο গ) ৮টি
Ο ঘ) ১০টি
সঠিক উত্তর: (খ)
২২৮. Sleeping Partner কী?
Ο ক) সাধারণ অংশীদার
Ο খ) ঘুমন্ত অংশীদার
Ο গ) সীমিত অংশীদার
Ο ঘ) নামমাত্র অংশীদার
সঠিক উত্তর: (খ)
২২৯. ব্যবসায়ের পরিধি বৃদ্ধির জন্যে কোন ধরনের ব্যবসায়ের উদ্ভব হয়?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) কোম্পানি সংগঠন
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (খ)
২৩০. কয়টি পর্যায়ে সমবায় সমিতি গঠন প্র্রক্রিয়া সম্পন্ন করা যায়?
Ο ক) ৫ টি
Ο খ) ৩ টি
Ο গ) ৭ টি
Ο ঘ) ৪ টি
সঠিক উত্তর: (গ)
২৩১. ‘ফেরিওয়ালা ও ভ্রাম্যমাণ দোকান’- কোন ব্যবসায়ের অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয়?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) যৌথমূলধনী ব্যবসায়
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (ক)
২৩২. মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ে সদস্য হতে হলে কীসের প্রয়োজন হবে?
Ο ক) দক্ষতার
Ο খ) অভিজ্ঞতার
Ο গ) সুনামের
Ο ঘ) অংশীদারদের সম্মতি
সঠিক উত্তর: (ঘ)
২৩৩. সরকার জনগণের নিকট থেকে রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন সংগ্রহ করতে পারেন কীভাবে?
Ο ক) শেয়ার বিক্রি করে
Ο খ) চাঁদা আদায় করে
Ο গ) কর আদায় করে
Ο ঘ) ঋণপত্র ক্রয় করে
সঠিক উত্তর: (ক)
২৩৪. যে অবস্থার প্রেক্ষিতে সমবায় সংগঠনের উদ্ভব হয়-
i. শিল্প বিপ্লবের ফলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার উদ্ভব এবং মুষ্টিমেয় লোকের হাতে ধনসম্পদ কুক্ষিগত হওয়া
ii. ধনিক শ্রেণি কর্তৃক সমাজের দূর্বল ও শ্রমিক শ্রেণিকে শোষণ
iii. সমাজের দূর্বল ও শ্রমিক শ্রেণির আর্থসামাজিক কল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৫. অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধ কত টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না?
Ο ক) ১০০০
Ο খ) ১০০
Ο গ) ১০,০০০
Ο ঘ) ৫০,০০০
সঠিক উত্তর: (খ)
২৩৬. সমবায় সমিতি গঠনের কয়টি ধাপ?
Ο ক) ২ টি
Ο খ) ৩ টি
Ο গ) ৪ টি
Ο ঘ) ৫ টি
সঠিক উত্তর: (খ)
২৩৭. একটি গ্রামে ১২ জন কৃষক মিলে এক একর জমি ক্রয় করে ধান উৎপাদন করে এবং উৎপাদিত ধান নিজেদের মধ্যে ভাগ করে নেয়। কৃষকদের কাজটি অংশীদারি বহির্ভূত কেন?
Ο ক) চুক্তিবদ্ধ সম্পর্কের অভাব
Ο খ) আইনগত সত্তার অভাব
Ο গ) পারস্পরিক আস্থার অভাব
Ο ঘ) পারস্পরিক প্রতিনিধিত্বের অভাব
সঠিক উত্তর: (খ)
২৩৮. কোন ব্যবসায়ের ব্যবস্থানায় নিয়তই নবতর দক্ষতার সংযোগ ঘটে?
Ο ক) যৌথমূলধনী ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) সমবায় ব্যবসায়
Ο ঘ) একমালিকানা ব্যবসায়
সঠিক উত্তর: (ক)
২৩৯. ১৯০৪ সালে ভারত উপমহাদেশে কীভাবে সমবায়ের উদ্যোগ নেওয়া হয়?
Ο ক) বেসরকারিভাবে
Ο খ) সরকারিভাবে
Ο গ) আধা- সরকারিভাবে
Ο ঘ) সংগঠনের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
২৪০. মি. রনি, মি. হানি এবং মি. জনি একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। মি. রনি অবসর গ্রহণের পর তার ছেলে রাফি (নাবালক) ঐ প্রতিষ্ঠানের সকলের সম্মতিক্রমে কোন ধরণের অংশীদার হিসেবে পরিগণিত হবে?
Ο ক) সীমিত অংশীদার
Ο খ) ঘুমন্ত অংশীদার
Ο গ) সাধারণ অংশীদার
Ο ঘ) নামমাত্র অংশীদার
সঠিক উত্তর: (ক)
২৪১. ‘বাংলাদেশ পর্যটন সংস্থা’ কোন ধরণের ব্যবসায়?
Ο ক) পরিবহন
Ο খ) শিল্প
Ο গ) সেবা
Ο ঘ) ব্যাংকিং
সঠিক উত্তর: (গ)
২৪২. বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধন-
Ο ক) ঐচ্ছিক
Ο খ) বাধ্যতামূলক
Ο গ) বাধ্যতামূলক নয়
Ο ঘ) নিষ্প্রয়োজন
সঠিক উত্তর: (খ)
২৪৩. এক মালিকানার ব্যবসায়ের স্থায়িত্ব কার ওপর নির্ভরশীল?
Ο ক) সরকারের
Ο খ) মালিকের
Ο গ) নেতার
Ο ঘ) আইনের
সঠিক উত্তর: (খ)
২৪৪. অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) ৮টি
Ο খ) ৭টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর: (গ)
২৪৫. বাংলাদেশে শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয় মূলত কখন থেকে?
Ο ক) ১৯৪৭ সালের দেশ ভাগের পর থেকে
Ο খ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর থেকে
Ο গ) দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির পর থেকে
Ο ঘ) ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে
সঠিক উত্তর: (খ)
২৪৬. সালাম, আবুল ও মারুফ চুক্তিবদ্ধ হয়ে একটি অংশীদারি ব্যবসায় শুরু করে। বছর শেষে ব্যবসায়ে ৫০,০০০ টাকা লাভ হয়। এ লাভ কিভাবে বন্টিত হবে?
Ο ক) অংশীদারদের মধ্যে সমান ভাগে
Ο খ) আলাপ-আলোচনার মাধ্যমে
Ο গ) অংশীদারদের মূলধনের অনুপাতে
Ο ঘ) চুক্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী
সঠিক উত্তর: (ঘ)
২৪৭. ২০০১ সমবায় আইনে বর্ণিত সমবায় সমিতি হল-
i. প্রাথমিক সমবায় সমিতি
ii. কেন্দ্রীয় সমবায় সমিতি
iii. জাতীয় সমবায় সমিতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৮. যেসব ব্যবসায় ঝুঁকি একেবারেই কম সেগুলো জন্য কোনটি বেশি উপযুক্ত?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)
২৪৯. পচনজাতীয় পণ্য হল-
i. ফল-মূল ও শাক-সবজি
ii. চাল-ডাল ও ডিম
iii. মাছ-মাংস ও শাক-সবজি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৫০. কোন কারবারের জন্য নিবন্ধন বাধ্যতামূলক?
Ο ক) একমালিকানা
Ο খ) রাষ্ট্রীয়
Ο গ) যৌথমূলধনী
Ο ঘ) অংশীদারি
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে বেকার সমস্যা প্রকট। মজুরি ও বেতন ভিত্তিক অধিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কোন ব্যবসায় প্রতিষ্ঠানটি গঠন করা যেতে পারে?
Ο ক) একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান
Ο খ) অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান
Ο গ) যৌথ মূলধনী ব্যবসায় প্রতিষ্ঠান
Ο ঘ) সমবায় ব্যবসায় প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)
২০২. কোম্পানি নিজ নামে অন্যের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারে কীভাবে?
Ο ক) মূলধন বেশি বলে
Ο খ) সদস্য বেশি বলে
Ο গ) আইনগত অস্তিত্বের কারণে
Ο ঘ) বৃহৎ সংগঠন বলে
সঠিক উত্তর: (গ)
২০৩. অংশীদারি ব্যবসায় পরিচালনা দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) সদ্বিশ্বাস
Ο খ) চুক্তিপত্র
Ο গ) সদস্যদের যোগ্যতা
Ο ঘ) সুসম্পর্ক
সঠিক উত্তর: (খ)
২০৪. কত সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাস হয়?
Ο ক) ১৯১৩ সালে
Ο খ) ১৯৩২ সালে
Ο গ) ১৯৩৫ সালে
Ο ঘ) ১৯১৭ সালে
সঠিক উত্তর: (ক)
২০৫. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি?
i. ছোট খাবারের দোকান
ii. মৃৎশিল্পের দোকান
iii. ব্যাংক ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০৬. দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালানের প্রয়োজন হয়?
Ο ক) ৫০০ টাকা
Ο খ) ২০০ টাকা
Ο গ) ১০০ টাকা
Ο ঘ) ৫০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
২০৭. অংশীদারিত্বের বাধ্যতামূলক সমাপ্তি ঘটার কারণ-
i. একজন ব্যতীত সকল অংশীদারের দেউলিয়া হওয়া
ii. এমন কিছু ঘটে যার ফলে ব্যবসায় বেআইনী হয়ে যায়
iii. ব্যবসায়ের পর পর কয়েক বছর ক্ষতি হওয়ার ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৮. অংশীদারি ব্যবসায়ের ভিত্তি কোনটি?
Ο ক) চুক্তি
Ο খ) স্বারকলিপি
Ο গ) ট্রেড লাইসেন্স
Ο ঘ) নিবন্ধন
সঠিক উত্তর: (ক)
২০৯. আর্থিক প্রতিষ্ঠানের ওপর নতুন আইন জারি করলে ভাগ্য অংশীদারি প্রতিষ্ঠানটির কার্যক্রম অবৈধ হয়ে যায়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিলোপসাধন ঘটবে কিভাবে?
Ο ক) বাধ্যতামূলক বিলোপসাধন
Ο খ) বিজ্ঞপ্তির দ্বারা বিলোপসাধন
Ο গ) আদালতের নির্দেশে বিলোপসাধন
Ο ঘ) সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপসাধন
সঠিক উত্তর: (ক)
২১০. বাংলাদেশের রেলওয়ে কোন ধরনের সংগঠনের অন্তর্গত?
Ο ক) একমালিকানা সংগঠন
Ο খ) অংশীদারি সংগঠন
Ο গ) সমবায় সংগঠন
Ο ঘ) রাষ্ট্রীয় সংগঠন
সঠিক উত্তর: (ঘ)
২১১. কোনটি বহুজাতিক কোম্পানির অন্তর্ভুক্ত?
Ο ক) কেয়া
Ο খ) কিউট
Ο গ) লাক্স
Ο ঘ) প্রাণ
সঠিক উত্তর: (গ)
২১২. শাকসবজি ও ফলমূলের ক্ষেত্রে কোন ধরনের ব্যবসায় উপযুক্ত?
Ο ক) অংশীদারি
Ο খ) একমালিকানা
Ο গ) পারিবারিক ব্যবসায়
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (খ)
২১৩. বিভিন্ন ধর্ম এবং গোত্রের ১০ জন নিম্ন আয়ের কৃষক নিজেদের ভাগ্যোন্নয়ের লক্ষ্যে একটি সমবায় সমিতি গঠন করেন। এখানে কোন নীতিটি বাশি ভূমিকা রাখছে?
Ο ক) নিরপেক্ষতা
Ο খ) সততা
Ο গ) একতা
Ο ঘ) সাম্য
সঠিক উত্তর: (ক)
২১৪. কত সালে বাংলাদেশে নতুন কোম্পানি আইন প্রবর্তন করা হয়?
Ο ক) ১৯৩২
Ο খ) ১৯৪৪
Ο গ) ১৯৮৫
Ο ঘ) ১৯৯৪
সঠিক উত্তর: (ঘ)
২১৫. প্রাইভেট লি. কোম্পানি-
i. সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ
ii. শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়
iii. শেয়ারহোল্ডারদের দায় অসীম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৬. সমবায়ের সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হল-
i. পারস্পরিক আস্থা
ii. পারস্পরিক বিশ্বাস
iii. পারস্পরিক সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১৭. প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
Ο ক) ৪৯ জন
Ο খ) ৫০ জন
Ο গ) ৬০ জন
Ο ঘ) ৭০ জন
সঠিক উত্তর: (খ)
২১৮. ‘কার্যারম্ভ’ কোম্পানি গঠন প্রক্রিয়ার কততম পর্যায়?
Ο ক) তৃতীয়
Ο খ) চতুর্থ
Ο গ) পঞ্চম
Ο ঘ) ষষ্ঠ
সঠিক উত্তর: (খ)
২১৯. তুমি একটি অংশীদারি ফার্মে নামমাত্র অংশীদার হতে চাও। নামমাত্র অংশীদার হিসেবে তোমার বৈশিষ্ট্য হলো –
i. মূ্লধন বিনিয়োগ করবে
ii. পরিচালনায় অংশগ্রহণ করবে
iii. লাভ-ক্ষতি বন্টনে অংশগ্রহণ করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২০. পরিবর্তনশীল রুচি ও চাহিদার পণ্যের জন্য কোন ধরনের ব্যবসায় উপযুক্ত?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) কোম্পানি সংগঠন
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (ক)
২২১. তিতাস গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
Ο ক) ঢাকা
Ο খ) নসিংদি
Ο গ) কুমিল্লা
Ο ঘ) ব্রাহ্মণবাড়িয়া
সঠিক উত্তর: (ঘ)
২২২. কোম্পানি গঠনের পর্যায় কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)
২২৩. অংশীদারি ব্যবসায় শুরু করতে কী প্রয়োজন?
Ο ক) ট্রেড লাইসেন্স
Ο খ) চুক্তিপত্র
Ο গ) বৈদেশিক অনুদান
Ο ঘ) দেশীয় অনুদান
সঠিক উত্তর: (খ)
২২৪. “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” দ্বারা বুঝানো হয়-
Ο ক) পারস্পরিক সহযোগিতা
Ο খ) ঘৃণা
Ο গ) শৃঙ্খলা
Ο ঘ) শান্তি
সঠিক উত্তর: (ক)
২২৫. অংশীদারি ব্যবসায়ের দিকনির্দেশক হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) নিবন্ধনপত্র
Ο খ) প্রত্যয়নপত্র
Ο গ) চুক্তিপত্র
Ο ঘ) দলিলপত্র
সঠিক উত্তর: (গ)
২২৬. মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোন ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন যোগাড় করে কোন ব্যবসায় গঠন ও পরিচালনা করে তখন তাকে কি বলে?
Ο ক) অংশীদারি ব্যবসায়
Ο খ) একমালিকানা ব্যবসায়
Ο গ) কোম্পানি সংগঠন
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (খ)
২২৭. সমবায় সংগঠনের বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) ৪ টি
Ο খ) ৬টি
Ο গ) ৮টি
Ο ঘ) ১০টি
সঠিক উত্তর: (খ)
২২৮. Sleeping Partner কী?
Ο ক) সাধারণ অংশীদার
Ο খ) ঘুমন্ত অংশীদার
Ο গ) সীমিত অংশীদার
Ο ঘ) নামমাত্র অংশীদার
সঠিক উত্তর: (খ)
২২৯. ব্যবসায়ের পরিধি বৃদ্ধির জন্যে কোন ধরনের ব্যবসায়ের উদ্ভব হয়?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) কোম্পানি সংগঠন
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (খ)
২৩০. কয়টি পর্যায়ে সমবায় সমিতি গঠন প্র্রক্রিয়া সম্পন্ন করা যায়?
Ο ক) ৫ টি
Ο খ) ৩ টি
Ο গ) ৭ টি
Ο ঘ) ৪ টি
সঠিক উত্তর: (গ)
২৩১. ‘ফেরিওয়ালা ও ভ্রাম্যমাণ দোকান’- কোন ব্যবসায়ের অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয়?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) যৌথমূলধনী ব্যবসায়
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (ক)
২৩২. মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ে সদস্য হতে হলে কীসের প্রয়োজন হবে?
Ο ক) দক্ষতার
Ο খ) অভিজ্ঞতার
Ο গ) সুনামের
Ο ঘ) অংশীদারদের সম্মতি
সঠিক উত্তর: (ঘ)
২৩৩. সরকার জনগণের নিকট থেকে রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন সংগ্রহ করতে পারেন কীভাবে?
Ο ক) শেয়ার বিক্রি করে
Ο খ) চাঁদা আদায় করে
Ο গ) কর আদায় করে
Ο ঘ) ঋণপত্র ক্রয় করে
সঠিক উত্তর: (ক)
২৩৪. যে অবস্থার প্রেক্ষিতে সমবায় সংগঠনের উদ্ভব হয়-
i. শিল্প বিপ্লবের ফলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার উদ্ভব এবং মুষ্টিমেয় লোকের হাতে ধনসম্পদ কুক্ষিগত হওয়া
ii. ধনিক শ্রেণি কর্তৃক সমাজের দূর্বল ও শ্রমিক শ্রেণিকে শোষণ
iii. সমাজের দূর্বল ও শ্রমিক শ্রেণির আর্থসামাজিক কল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৩৫. অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধ কত টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না?
Ο ক) ১০০০
Ο খ) ১০০
Ο গ) ১০,০০০
Ο ঘ) ৫০,০০০
সঠিক উত্তর: (খ)
২৩৬. সমবায় সমিতি গঠনের কয়টি ধাপ?
Ο ক) ২ টি
Ο খ) ৩ টি
Ο গ) ৪ টি
Ο ঘ) ৫ টি
সঠিক উত্তর: (খ)
২৩৭. একটি গ্রামে ১২ জন কৃষক মিলে এক একর জমি ক্রয় করে ধান উৎপাদন করে এবং উৎপাদিত ধান নিজেদের মধ্যে ভাগ করে নেয়। কৃষকদের কাজটি অংশীদারি বহির্ভূত কেন?
Ο ক) চুক্তিবদ্ধ সম্পর্কের অভাব
Ο খ) আইনগত সত্তার অভাব
Ο গ) পারস্পরিক আস্থার অভাব
Ο ঘ) পারস্পরিক প্রতিনিধিত্বের অভাব
সঠিক উত্তর: (খ)
২৩৮. কোন ব্যবসায়ের ব্যবস্থানায় নিয়তই নবতর দক্ষতার সংযোগ ঘটে?
Ο ক) যৌথমূলধনী ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) সমবায় ব্যবসায়
Ο ঘ) একমালিকানা ব্যবসায়
সঠিক উত্তর: (ক)
২৩৯. ১৯০৪ সালে ভারত উপমহাদেশে কীভাবে সমবায়ের উদ্যোগ নেওয়া হয়?
Ο ক) বেসরকারিভাবে
Ο খ) সরকারিভাবে
Ο গ) আধা- সরকারিভাবে
Ο ঘ) সংগঠনের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
২৪০. মি. রনি, মি. হানি এবং মি. জনি একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। মি. রনি অবসর গ্রহণের পর তার ছেলে রাফি (নাবালক) ঐ প্রতিষ্ঠানের সকলের সম্মতিক্রমে কোন ধরণের অংশীদার হিসেবে পরিগণিত হবে?
Ο ক) সীমিত অংশীদার
Ο খ) ঘুমন্ত অংশীদার
Ο গ) সাধারণ অংশীদার
Ο ঘ) নামমাত্র অংশীদার
সঠিক উত্তর: (ক)
২৪১. ‘বাংলাদেশ পর্যটন সংস্থা’ কোন ধরণের ব্যবসায়?
Ο ক) পরিবহন
Ο খ) শিল্প
Ο গ) সেবা
Ο ঘ) ব্যাংকিং
সঠিক উত্তর: (গ)
২৪২. বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধন-
Ο ক) ঐচ্ছিক
Ο খ) বাধ্যতামূলক
Ο গ) বাধ্যতামূলক নয়
Ο ঘ) নিষ্প্রয়োজন
সঠিক উত্তর: (খ)
২৪৩. এক মালিকানার ব্যবসায়ের স্থায়িত্ব কার ওপর নির্ভরশীল?
Ο ক) সরকারের
Ο খ) মালিকের
Ο গ) নেতার
Ο ঘ) আইনের
সঠিক উত্তর: (খ)
২৪৪. অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) ৮টি
Ο খ) ৭টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর: (গ)
২৪৫. বাংলাদেশে শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয় মূলত কখন থেকে?
Ο ক) ১৯৪৭ সালের দেশ ভাগের পর থেকে
Ο খ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর থেকে
Ο গ) দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির পর থেকে
Ο ঘ) ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে
সঠিক উত্তর: (খ)
২৪৬. সালাম, আবুল ও মারুফ চুক্তিবদ্ধ হয়ে একটি অংশীদারি ব্যবসায় শুরু করে। বছর শেষে ব্যবসায়ে ৫০,০০০ টাকা লাভ হয়। এ লাভ কিভাবে বন্টিত হবে?
Ο ক) অংশীদারদের মধ্যে সমান ভাগে
Ο খ) আলাপ-আলোচনার মাধ্যমে
Ο গ) অংশীদারদের মূলধনের অনুপাতে
Ο ঘ) চুক্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী
সঠিক উত্তর: (ঘ)
২৪৭. ২০০১ সমবায় আইনে বর্ণিত সমবায় সমিতি হল-
i. প্রাথমিক সমবায় সমিতি
ii. কেন্দ্রীয় সমবায় সমিতি
iii. জাতীয় সমবায় সমিতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪৮. যেসব ব্যবসায় ঝুঁকি একেবারেই কম সেগুলো জন্য কোনটি বেশি উপযুক্ত?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)
২৪৯. পচনজাতীয় পণ্য হল-
i. ফল-মূল ও শাক-সবজি
ii. চাল-ডাল ও ডিম
iii. মাছ-মাংস ও শাক-সবজি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৫০. কোন কারবারের জন্য নিবন্ধন বাধ্যতামূলক?
Ο ক) একমালিকানা
Ο খ) রাষ্ট্রীয়
Ο গ) যৌথমূলধনী
Ο ঘ) অংশীদারি
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep