এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৪ (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৪ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন - নয়।
Ο ক) ঐচ্ছিক
Ο খ) বাধ্যতামূলক
Ο গ) প্রয়োজন নেই
Ο ঘ) উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)

১৫২. মি. শাহজাহান ও কাসেম ২০০০০ টাকা মূলধন নিয়ে একটি মুদি দোকান স্থাপন করেন। ব্যবসায়টি কোন ধরনের?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) সমবায়
Ο ঘ) যৌথ মূলধনী
সঠিক উত্তর: (খ)

১৫৩. যুব ও যুব মহিলা বলতে কত বছর সময়কালকে বোঝানো হয়েছে?
Ο ক) ১৮-৩০ বছর
Ο খ) ১৬-৩০ বছর
Ο গ) ১৮-৩৫ বছর
Ο ঘ) ১৬-৩৫ বছর
সঠিক উত্তর: (গ)

১৫৪. কে যৌথ মূলধনী কোম্পানি পরিচালনা করে?
Ο ক) সরকার
Ο খ) দেনাদারগণ
Ο গ) পরিচালকগণ
Ο ঘ) পাওনাদারগণ
সঠিক উত্তর: (গ)

১৫৫. সমবায় সমিতি কোন আদর্শে অনুপ্রাণিত?
Ο ক) একতা
Ο খ) সাম্য
Ο গ) সহযোগিতা
Ο ঘ) সততা
সঠিক উত্তর: (খ)

১৫৬. ইউরোপে কতভাগ ব্যবসায় এক মালিকানার ভিত্তিতে গঠিত?
Ο ক) ৭০ ভাগ
Ο খ) ৮০ ভাগ
Ο গ) ৯০ ভাগ
Ο ঘ) ৯৫ ভাগ
সঠিক উত্তর: (খ)

১৫৭. যৌথমূলধনী কারবারের সদস্যদের দ্বারা সরবরাহকৃত পুঁজিকে বলে-
Ο ক) পুঁজি
Ο খ) বিনিয়োগ
Ο গ) শেয়ার
Ο ঘ) শেয়ার মূলধন
সঠিক উত্তর: (ঘ)

১৫৮. বাংলাদেশে কত সালের অংশীদারি আইন প্রচলিত?
Ο ক) ১৯১৩ সাল
Ο খ) ১৯২১ সাল
Ο গ) ১৯৩২ সাল
Ο ঘ) ১৯৩৯ সাল
সঠিক উত্তর: (গ)

১৫৯. রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠা করা হয় কেন?
Ο ক) জনকল্যাণের জন্যে
Ο খ) মুনাফা অর্জনের জন্যে
Ο গ) কর প্রদানের জন্যে
Ο ঘ) বিদেশি সাহায্যের জন্যে
সঠিক উত্তর: (ক)

১৬০. কোন দলিলে সমবায় সমিতির নাম, ঠিকানা, শেয়ার বিক্রয় পদ্ধতি প্রভৃতি উল্লেখ থাকে?
Ο ক) সংঘস্মারক
Ο খ) উপবিধি
Ο গ) নিবন্ধনপত্র
Ο ঘ) ট্রেড লাইসেন্স
সঠিক উত্তর: (খ)

১৬১. অংশীদারি ব্যবসায়ে দায় কেমন?
Ο ক) সীমিত
Ο খ) অসীম
Ο গ) বয়স ভিত্তিক
Ο ঘ) চুক্তি অনুযায়ী
সঠিক উত্তর: (খ)

১৬২. কোন অংশীদারের দায় ব্যবসায়ে নিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ?
Ο ক) আচরণে অনুমিত অংশীদার
Ο খ) নামমাত্র অংশীদার
Ο গ) সীমিত অংশীদার
Ο ঘ) সাধারণ অংশীদার
সঠিক উত্তর: (গ)

১৬৩. ২০০৯ সালের হিসাবমতে সমবায় সমিতির সদস্যসংখ্যা কত?
Ο ক) ৯৫,০৫,০৩৮ জন
Ο খ) ৮৫,০৫,০৪৮ জন
Ο গ) ৯৫,০৩,০৪৮ জন
Ο ঘ) ৮৫,০৫,০৩৮ জন
সঠিক উত্তর: (ঘ)

১৬৪. সমবায় সমিতির সর্বোচ্চ সদস্য সংখ্যা-
Ο ক) ১০ জন
Ο খ) ১৫ জন
Ο গ) সীমাহীন
Ο ঘ) ৭ জন
সঠিক উত্তর: (গ)

১৬৫. কোন ব্যবসায় প্রতিষ্ঠানের সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন হতে হয়?
Ο ক) অংশীদারি
Ο খ) সমবায়
Ο গ) প্রাইভেট লিমিটেড
Ο ঘ) পাবলিক লিমিটেড
সঠিক উত্তর: (গ)

১৬৬. জনাব জলিল সাহেব একজন সরকারি চাকরিজীবী। নিত্যপ্রয়েঅজনীয় দ্রব্য ন্যায্যমূল্যে ভোগের জন্য তিনি তার সমপেশাজীবী আরও ১০ জন ব্যক্তিকে নিয়ে একটি সমিতি গঠন করেন। তাদের প্রতিষ্ঠিত সমিতিটি কী ধরণের?
Ο ক) উৎপাদক সমবায় সমিতি
Ο খ) কৃষক সমবায় সমিতি
Ο গ) ভোক্তা সমবায় সমিতি
Ο ঘ) চাকরিজীবী সমবায় সমিতি
সঠিক উত্তর: (গ)

১৬৭. ঘরোয়া সীমিত দায়সম্পন্ন কোম্পানি কোনটি?
Ο ক) অংশীদারি
Ο খ) সমবায়
Ο গ) প্রাইভেট লিমিটেড
Ο ঘ) পাবলিক লিমিটেড
সঠিক উত্তর: (গ)

১৬৮. ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে কত টাকার পরিশোধিত শেয়ার মূলধন থাকতে হয়?
Ο ক) এক লক্ষ টাকা
Ο খ) দশ লক্ষ টাকা
Ο গ) পঞ্চাশ লক্ষ টাকা
Ο ঘ) এক কোটি টাকা
সঠিক উত্তর: (ঘ)

১৬৯. কোনটি সাধারণ অংশীদারের বৈশিষ্ট্য?
i. স্বয়ংক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে
ii. অংশীদারদের দায় অসীম
iii. চুক্তি অনুযায়ী লাভ-ক্ষতির অংশ দায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭০. সমবায়ের নীতিমালা হলো-
i. গণতন্ত্র
ii. সততা
iii. মিতব্যয়িতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৭১. বিশ্বের প্রথম অংশীদারি আইন কোনটি?
Ο ক) ব্রিটিশ অংশীদারি আইন ১৮৩০
Ο খ) ব্রিটিশ চুক্তি আইন ১৯৭২
Ο গ) অংশীদারি আইন ১৯৩২
Ο ঘ) অংশীদারি আইন ১৯৯৪
সঠিক উত্তর: (গ)

১৭২. দেউলিয়া অংশীদারের দায় কে বহন করে?
Ο ক) দেউলিয়া অংশীদার
Ο খ) অবশিষ্ট অংশীদাররা
Ο গ) সরকার
Ο ঘ) শর্তযুক্ত অংশীদার
সঠিক উত্তর: (খ)

১৭৩. কোন অংশীদারের দায় অসীম নয়?
Ο ক) ঘুমন্ত অংশীদার
Ο খ) নামমাত্র অংশীদার
Ο গ) সীমিত অংশীদার
Ο ঘ) আচরণে অনুমিত অংশীদার
সঠিক উত্তর: (খ)

১৭৪. লিখিত চুক্তিকে কী বলে?
Ο ক) নিবন্ধন
Ο খ) দলিল
Ο গ) সনদ
Ο ঘ) আজ্ঞাপত্র
সঠিক উত্তর: (খ)

১৭৫. শাহীন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি তার সহযোগীদের নিয়ে একটি সমবায় সমিতি গঠন করতে চান। তিনি কোন ধরনের সমবায় সমিতি গঠন করতে পারবেন?
Ο ক) আহত সমবায় সমিতি
Ο খ) মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
Ο গ) কল্যাণমুখী সমবায় সমিতি
Ο ঘ) মুক্তিযোদ্ধা সমবায় সমিতি
সঠিক উত্তর: (ঘ)

১৭৬. সমবায় সমিতি কোন মূলনীতির ওপর প্রতিষ্ঠিত?
Ο ক) একতা
Ο খ) সাম্য
Ο গ) সহযোগিতা
Ο ঘ) সততা
সঠিক উত্তর: (ক)

১৭৭. একমালিকানা ব্যবসায়ের আয়তন কীরূপ হয়?
Ο ক) বৃহৎ
Ο খ) মাঝারি
Ο গ) ছোট
Ο ঘ) মাঝারি ছোট
সঠিক উত্তর: (গ)

১৭৮. বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা সরকারকে কীসের মাধ্যমে জবাবদিহি করবে?
Ο ক) আবেদনপত্রের মাধ্যমে
Ο খ) মালিকের মাধ্যমে
Ο গ) সংসদের মাধ্যমে
Ο ঘ) পরিচালকের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)

১৭৯. সমবায় সমিতির জন্য কোনটি বাধ্যতামূলক?
Ο ক) ট্রেড লাইসেন্স
Ο খ) কার্যারম্ভের অনুমতিপত্র
Ο গ) নিবন্ধনপত্র
Ο ঘ) জেলা কমিশনারের সিলমোহর
সঠিক উত্তর: (গ)

১৮০. কোন ব্যবসায়ের প্রধান লক্ষ্য সদস্যদের কল্যাণ সাধন?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) যৌথ মূলধনী ব্যবসায়
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (ঘ)

১৮১. সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি ব্যবসায় বলে। - কথাটি অংশীদারি আইনের কততম ধারায় বলা হয়েছে?
Ο ক) ২নং ধারায়
Ο খ) ৪নং ধারায়
Ο গ) ৭নং ধারায়
Ο ঘ) ৩নং ধারায়
সঠিক উত্তর: (খ)

১৮২. রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়-
i. জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে
ii. সরকারি অধ্যাদেশ ব্যতীত জাতয়িকরণের মাধ্যমে
iii. রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৮৩. অন্যান্য কারবার সংগঠনের তুলনায় অংশীদারি কারবারের স্থায়িত্ব অনেকক কম, কারণ-
i. এতে জনগণের এবং নিজের পারস্পতিরক আস্থা ও বিশ্বাসের অভাব রয়েছে
ii. অংশীদারদের মতানৈক্য, দেউলিয়া কিংবা মৃত্যু হলে
iii. সিন্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল অংশীদারদের মতামতের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)

১৮৪. আইনের চোখে একমালিকানা ব্যবসায়ের-
i. বাধ্যবাধকতা নেই
ii. জবাবদিহিতা নেই
iii. নিয়ম-নীতি নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)

১৮৫. কীভাবে পুঁজিবাদী সমাজব্যবস্থার ভিত মজবুত হতে থাকে?
i. শিল্পবিপ্লবের ফলে
ii. প্রযুক্তিনির্ভর ব্যবসায়ের ফলে
iii. সমন্বয়যুক্ত ব্যবসায়ের ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৮৬. ‘চূড়ান্ত সদ্বিশ্বাস’ কথাটি যে ক্ষেত্রে প্রযোজ্য-
Ο ক) অংশীদারি কারবার
Ο খ) যৌথমূলধনী কোম্পানি
Ο গ) সমবায় সমিতি
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)

১৮৭. কোম্পানি ব্যবচসায়ের বিলোপসাধন হয় না-
i. শেয়ারহোল্ডারের মৃত্যুতে
ii. শেয়ারহোল্ডারের দেউলিয়াত্বে
iii. আইনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৮৮. Co-operative- এর বাংলা কী?
Ο ক) সমিতি
Ο খ) সমবায়
Ο গ) ধারণা
Ο ঘ) সহযোগী
সঠিক উত্তর: (খ)

১৮৯. কোন কোম্পানির বিবরণ পত্র প্রচারের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ক্রয়ের জন্যে আহবান জানাতে পারে?
Ο ক) অংশীদারি ব্যবসায়
Ο খ) পাবলিক লিমিটেড
Ο গ) প্রাইভেট লিমিটেড
Ο ঘ) একমালিকানা ব্যবসায়
সঠিক উত্তর: (খ)

১৯০. অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হলেও কোন সুবিধা লাভ করতে পারে না?
Ο ক) সরকারি সযোগ-সুবিধা
Ο খ) মামলা-মোকদ্দমা
Ο গ) আইনগত সত্ত্বা
Ο ঘ) বিলোপসাধন
সঠিক উত্তর: (গ)

১৯১. মি. হানিফ এবং তার ছয়জন সহযোগী চুক্তিবদ্ধ করেছিলেন। তারা এখন যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে চায়। মি. হানিফ তার সহযোগীদের নিয়ে কোন ব্যবসায় গঠন করেছিলেন?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) পাইকারি
Ο ঘ) কোম্পানি
সঠিক উত্তর: (খ)

১৯২. কৃত্রিম ও স্বাধীন সত্তার অধিকারী ব্যবসায় প্রতিষ্ঠান কোনটি?
Ο ক) অংশীদারি ব্যবসায়
Ο খ) একমালিকানা ব্যবসায়
Ο গ) ব্যবসায় জোট
Ο ঘ) যৌথমূলধনী ব্যবসায়
সঠিক উত্তর: (ঘ)

১৯৩. জনাব মমিনুল অংশীদারি ব্যবসায় গঠনের জন্য আগ্রহী। এ জন্য তাকে কমপক্ষে কতজন ব্যক্তির মধ্যে চুক্তি সম্পাদন করতে হবে?
Ο ক) ২ জন
Ο খ) ৪জন
Ο গ) ৬ জন
Ο ঘ) ৮ জন
সঠিক উত্তর: (ক)

১৯৪. নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের সুবিধা কোনটি?
Ο ক) চুক্তিজনিত অধিকার আদায়ে মামলা দায়ের
Ο খ) সম্পত্তি পুনরুদ্ধার
Ο গ) ব্যবসায়ের বিলোপসাধন
Ο ঘ) বিশ্বাস ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ
সঠিক উত্তর: (ক)

১৯৫. তুমি একটি যৌথ মূলধনী কোম্পানি গঠন করে শেয়ার বা মালিকানা পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাও। এক্ষেত্রে তুমি কোন ধরনের যৌথ মূল ধনী কোম্পানি গঠনে আগ্রহী হবে?
Ο ক) প্রাইভেট লিমিটেদ কোম্পানি
Ο খ) পাবলিক লিমিটেড কোম্পানি
Ο গ) সাধারণ পরিমিত যৌথ মূলধনী কোম্পানি
Ο ঘ) গ্যারান্টি দ্বারা সীমিত দায় কোম্পানি
সঠিক উত্তর: (ক)

১৯৬. প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কতজন?
Ο ক) ২ জন
Ο খ) ৩ জন
Ο গ) ৫ জন
Ο ঘ) ৭ জন
সঠিক উত্তর: (ক)

১৯৭. একটি সমবায় সমিতির ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়?
i. এটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নয়
ii. এর শেয়ার নির্বিঘ্নে হস্তান্তর করা যায় না
iii. এর উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৮. কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে যেসব উক্তি সত্য সেগুলো হলো-
i. এটি একটি সেচ্ছামূলক প্রতিষ্ঠান
ii. গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালক নিয়োগ দান
iii. আনুষ্ঠানিকভাবে বিলোপ ঘটানো হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৯. অংশীদারি ব্যবসায়ে দ্বন্দ্ব ও আস্থার সংকট দেখা দিতে পারে-
i. মুনাফা বন্টনে
ii. কর্ম বিভাজনে
iii. চুক্তি সম্পাদনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

২০০. কোন ধরনের ব্যবসায়ে প্রত্যক্ষ তত্ত্ববধান সম্ভব?
Ο ক) সমবায় সমিতি
Ο খ) রাষ্ট্রীয় ব্যবসায়
Ο গ) এক মালিকানা ব্যবসায়
Ο ঘ) অংশীদারি ব্যবসায়
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post