ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৪ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. অংশীদারি ব্যবসায় সংগঠনের ক্ষেত্রে কোনটি অত্যাবশ্যক?
Ο ক) মূলধন
Ο খ) অভিজ্ঞতা
Ο গ) চুক্তি
Ο ঘ) শিক্ষাগত যোগ্যতা
সঠিক উত্তর: (গ)
১০২. কোনটি পাবলিক লি. কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য?
i. সর্বনিম্ন সদস্য ৭ জন
ii. সর্বোচ্চ সদস্যসংখ্যা শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ
iii. সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৩. মি. জুয়েল ৩০ জন সদস্য নিয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের মাধ্যমে ‘জুয়েল সিমেন্ট কোং’ গঠন করেন। তার ব্যবসায়ে যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলো হলো-
i. মূলধনের প্রাচুর্য
ii. সীমিত দায়
iii. কৃত্রিম ব্যক্তিসত্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৪. রহিম ও করিম সম অংশীদারিত্বের ভিত্তিতে যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসায় শুরু করল। করিমের পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা থাকায় তা তার মূলধন সরূপ গ্ণ্য হবে। করিম শতকরা কত ভাগ মুনাফা পাবে?
Ο ক) শতকরা ৩০ ভাগ
Ο খ) শতকরা ৫০ ভাগ
Ο গ) শতকরা ৬০ ভাগ
Ο ঘ) শতকরা ৭০ ভাগ
সঠিক উত্তর: (খ)
১০৫. সমবায় সমিতি কৃত্রিম সত্তা হওয়ায় সকল কাজের বৈধতার জন্যে কী প্রয়োজন হয়?
Ο ক) পরিচালকদের স্বাক্ষর
Ο খ) সমবায় অফিসের সিল
Ο গ) সমিতির নিজ সিলমোহর ও নাম
Ο ঘ) সকল সদস্যদের মতামত সংবলিত স্বাক্ষর
সঠিক উত্তর: (গ)
১০৬. রহিম ও করীম সম অংশীদারিত্বের ভিত্তিতে যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে এক ব্যবসায় শুরু করল। করীমের পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা থাকায় তা তার মূলধনস্বরূপ গণ্য হবে। করীম শতকরা কতভাগ মুনাফা পাবে?
Ο ক) শতকরা ৩০ ভাগ
Ο খ) শতকরা ৫০ ভাগ
Ο গ) শতকরা ৬০ ভাগ
Ο ঘ) শতকরা ৭০ ভাগ
সঠিক উত্তর: (খ)
১০৭. কোন ব্যবসায়ের ওপর জনগণের আস্থা বেশি?
Ο ক) একমালিকানা ব্যবসায়ের
Ο খ) অংশীদারি ব্যবসায়ের
Ο গ) যৌথ মূলধনী ব্যবসায়ের
Ο ঘ) পাইকারি ব্যবসায়ের
সঠিক উত্তর: (গ)
১০৮. মি. করিম শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানির একজন শেয়ারহোল্ডার। তিনি প্রতিটি ১,০০০ টাকা দামের ৫টি শেয়ার ক্রয় করেন। কোম্পানিতে তার দায়ের সীমা কত?
Ο ক) ১,০০০ টাকা
Ο খ) ৫,০০০ টাকা
Ο গ) ১০,০০০ টাকা
Ο ঘ) ৫০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
১০৯. মারুফা একটি সমবায় সমিতির সদস্য। সমিতিতে তার দায় কীরূপ?
Ο ক) সম্পদ দ্বারা সীমাবদ্ধ
Ο খ) অসীম
Ο গ) শেয়ার দ্বারা সীমাবদ্ধ
Ο ঘ) কোনো দায় নেই
সঠিক উত্তর: (গ)
১১০. সমবায়ের উৎপত্তি ঘটে কোন ধরনের অনুপ্রেরণা থেকে?
Ο ক) একক প্রচেষ্টা
Ο খ) সম্মিলিত প্রচেষ্টা
Ο গ) রাজনৈতিক প্রচেষ্টা
Ο ঘ) জবরদখল
সঠিক উত্তর: (খ)
১১১. সমবায়ের মৌলিক আদর্শ কী?
Ο ক) গণতান্ত্রিক মূল্যবোধ
Ο খ) গণতান্ত্রিক চেতনা
Ο গ) গণতান্ত্রিক সাধনা
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
১১২. একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব অনিশ্চিত, কারণ-
i. স্থায়িত্ব মালিকের কর্মক্ষমতার ওপর নির্ভরশীল
ii. মালিকের ইচ্ছার ওপর নির্ভরশীল
iii. যেকোনো মুহূর্তে বিলোপ ঘটতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৩. “গ্যাস জাতীয় সম্পদ। এর অপচয় রোধ করে জাতীয় দায়িত্ব পালন করুন।”- এটি এক ধরণের-
Ο ক) জনসচেতনতামূলক প্রচার
Ο খ) বাণিজ্যিক বিজ্ঞাপন
Ο গ) একটি মানবিক আবেদন
Ο ঘ) একটি গুরুত্বপূর্ণ স্লোগান
সঠিক উত্তর: (ক)
১১৪. যেসব পণ্যের চাহিদা বিশেষ বিশেষ এলাকায় সীমাবদ্ধ সেসব পণ্যের জ্য উপযুক্ত কোনটি?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)
১১৫. রহিম, শফিক, জাভেদ মিলে অংশীদারি ব্যবসায় শুরু করেছে। শফিক ও রহিম জাভেদকে না জানিয়ে তার অংশ ক্রিমের কাছে হস্তান্তর করল। এখন এ ব্যবসায়ের বিলোপসাধন হবে কোন উপায়ে?
Ο ক) সকলে এক মত হয়ে
Ο খ) বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে
Ο গ) বাধ্যতামূলকভাবে
Ο ঘ) আদালতের আদেশ অনুসারে
সঠিক উত্তর: (ঘ)
১১৬. মূলত অংশীদারি ব্যবসায় বলতে বোঝায়-
i. দুই বা ততোধিক ব্যক্তির মুনাফা অর্জনের সংগঠন
ii. অংশীদারদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক
iii. সব অংশীদার স্বতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৭. কোম্পানির জন্ম পত্রিকা বলা হয়-
Ο ক) স্মারকলিপিকে
Ο খ) নিবন্ধনপত্রকে
Ο গ) পরিমেল নিয়মাবলিকে
Ο ঘ) সংঘস্মারককে
সঠিক উত্তর: (খ)
১১৮. আদলতের নির্দেশে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হওয়ার কারণ হলো-
i. কোনো অংশীদারের মৃত্যু হলে
ii. কোনো অংশীদারে মস্তিষ্ক বিকৃতি ঘটলে
iii. কোনো অংশীদার কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৯. সুমন ও মিঠু অংশীদারি ব্যবসায় গঠন করলেন, অংশীদারি ব্রবসায়ের মূলধন সংগৃহীত হবে-
Ο ক) চুক্তি অনুসারে
Ο খ) সমহারে
Ο গ) অসমহারে
Ο ঘ) আইনানুসারে
সঠিক উত্তর: (ক)
১২০. দায়িত্ব বিভাজন কোন ধরনের ব্যবসায়ে সমস্যার সৃষ্টি করে?
Ο ক) সমবায় সমিতি
Ο খ) একমালিকানা ব্যবসায়
Ο গ) অংশীদারি ব্যবসায়
Ο ঘ) কোম্পানি সংগঠন
সঠিক উত্তর: (গ)
১২১. অংশীদারি আইনের কত ধারায় সকলে একমত হয়ে বিলোপসাধনের কথা বলা হয়েছে?
Ο ক) ৩৯ ধারায়
Ο খ) ৪০ ধারায়
Ο গ) ৪১ ধারায়
Ο ঘ) ৪২ ধারায়
সঠিক উত্তর: (খ)
১২২. সীমিত দায় কথাটির তাৎপর্য কী?
Ο ক) কোম্পানির দায় সীমিত
Ο খ) কোম্পানির সদস্যদের দায়িত্ব সীমিত
Ο গ) ব্যবসায়ের সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমিত
Ο ঘ) ব্যবসায়ের সদস্যদের দায় যৌথভাবে সীমিত
সঠিক উত্তর: (গ)
১২৩. একমালিকানা ব্যবসায় হল-
i. মুদি দোকান
ii. চায়ের দোকান
iii. সবজি দোকান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৪. ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের একের অধিক বলতে কতজন সদস্যকে বোঝায়?
Ο ক) সর্বনিম্ন ১ জন এবং সর্বোচ্চ ৫০ জন
Ο খ) সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ১০ জন
Ο গ) সর্বনিম্ন ১ জন এবং সর্বোচ্চ ২০ জন
Ο ঘ) সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন
সঠিক উত্তর: (ঘ)
১২৫. State- এর বাংলা রূপ কী?
Ο ক) অঙ্গরাজ্য
Ο খ) সোজাসুজি
Ο গ) রাষ্ট্র
Ο ঘ) একটি দেশের নাম
সঠিক উত্তর: (গ)
১২৬. বাংলাদেশের বর্তমান মোট ব্যবসায় সংগঠনের শতকরা কত ভাগেরও বেশি একমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত?
Ο ক) ৫০
Ο খ) ৬০
Ο গ) ৭০
Ο ঘ) ৮০
সঠিক উত্তর: (ঘ)
১২৭. উন্নত ও অনুন্নত প্রায় সকল দেশেই কোন ব্যবসায়ের জনপ্রিয়তা পরিলক্ষিত হয়?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) যৌথ মূলধনী
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)
১২৮. পাবলিক লি. কোম্পানির জন্যে ন্যূনতম কতজন প্রবর্তকের প্রয়োজন?
Ο ক) দুই জন
Ο খ) পাঁচ জন
Ο গ) সাত জন
Ο ঘ) দশ জন
সঠিক উত্তর: (গ)
১২৯. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র লিখিত ও নিবন্ধিত হওয়া প্রয়োজন কেন?
i. ভবিষ্যত ভুল বোঝাবুঝি দূর করতে
ii. মনোমালিন্য এড়াতে
iii. বিরোধ ও মামলা নিরসনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩০. সমবায় সমিতির মুখ্য উদ্দেশ্য-
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) মুনাফা বৃদ্ধি করা
Ο গ) সদস্যদের পাস্পরিক আর্থসামাজিক কল্যাণ সাধন
Ο ঘ) সদস্যদের পরিবারের ধনসম্পদ বৃদ্ধি করা
সঠিক উত্তর: (গ)
১৩১. ‘একতাই বল’ কোন সংগঠনের মূলমন্ত্র?
Ο ক) অংশীদারি সংগঠনের
Ο খ) সমবায় সংগঠনের
Ο গ) প্রাইভেট লিমিটেড কোম্পানির
Ο ঘ) পাবলিক লিমিটেড কোম্পানির
সঠিক উত্তর: (খ)
১৩২. বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. কী নামে পরিচিত?
Ο ক) আড়ং দুধ
Ο খ) ফার্মফ্রেস
Ο গ) মিল্কভিটা
Ο ঘ) আড়ং ডেইরি
সঠিক উত্তর: (গ)
১৩৩. সাধারণত কোনটি অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে উল্লেখ থাকে?
i. অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা
ii. ব্যবসায়ের প্রকৃতি উদ্দেশ্য ও আওতা
iii. ব্যবসায়ের কার্যকাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. সমবায় পরিচালনায় নীতি হিসেবে গৃহীত হয়-
i. গণতন্ত্র
ii. সততা
iii. আস্থা ও বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসায় পরিচালনা করা কার লক্ষ্য?
Ο ক) রাষ্ট্রের
Ο খ) সমাজের
Ο গ) ক্রেতার
Ο ঘ) ব্যবসায়ীর
সঠিক উত্তর: (ক)
১৩৬. যেসব পণ্যের চাহিদা বিশেষ বিশেষ এলাকায় সীমাবদ্ধ সেসব পণ্যের জ্য উপযুক্ত কোনটি?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)
১৩৭. কয়টি প্রক্রিয়ায় অংশীদারি ব্যবসায়ের বিলোপ হতে পারে?
Ο ক) ৩টি
Ο খ) ৫টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৯টি
সঠিক উত্তর: (খ)
১৩৮. রাষ্ট্রীয়ভাবে ব্যবসায় প্রতিষ্ঠার কারণ কী?
i. শিল্পায়ন বৃদ্ধি করা
ii. মুদ্রা ও ব্যাংকিং ব্যবসায় নিয়ন্ত্রণ করা
iii. বিদেশি বিনিয়োগ বাড়ানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৯. ইউরোপ ও আমেরিকার প্রায় কত ভাগ ব্যবসায় একমালিকানা অনুযায়ী পরিচালিত হচ্ছে?
Ο ক) ৪০%
Ο খ) ৭০%
Ο গ) ৮০%
Ο ঘ) ৬০%
সঠিক উত্তর: (গ)
১৪০. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ে সর্বনিম্ন কত জন সদস্য সংখ্যা প্রয়োজন?
Ο ক) ২ জন
Ο খ) ৫ জন
Ο গ) ১০ জন
Ο ঘ) ২০ জন
সঠিক উত্তর: (ক)
১৪১. লন্ড্রি, সেলুন, বিউটি পার্লারের জন্য কোন ধরণের ব্যবসায় বেশি উপযোগী?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)
১৪২. Co-operative Against Poverty- এর বাংলা রূপ কী?
Ο ক) দারিদ্র বিমোচন সমবায়
Ο খ) দারিদ্রের বিপক্ষে সমবায়
Ο গ) দারিদ্রের অনুকুলে সমবায়
Ο ঘ) দারিদ্র নির্মূলে সমবায়
সঠিক উত্তর: (ক)
১৪৩. বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠা হয় কখন?
Ο ক) ১৯১৮ সালে
Ο খ) ১৯২০ সালে
Ο গ) ১৯৪৪ সালে
Ο ঘ) ২০১২ সালে
সঠিক উত্তর: (ক)
১৪৪. একমালিকানা ব্যবসায়ের উদাহরণ কোনটি?
Ο ক) আগুরা
Ο খ) বহুশাখা বিপণি
Ο গ) সবজি দোকান
Ο ঘ) স্বপ্ন
সঠিক উত্তর: (গ)
১৪৫. এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-
i. আইন সৃষ্ট প্রতিষ্ঠান
ii. মালিকের স্বাধীনতা
iii. একক ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৬. পৃথিবীর প্রথম সমবায় সমিতি কোনটি?
Ο ক) ইচডল
Ο খ) স্যানডন
Ο গ) রচডেল
Ο ঘ) বেসল্যান
সঠিক উত্তর: (গ)
১৪৭. কোন কোম্পানির প্রবর্তনের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে?
Ο ক) অংশীদারি
Ο খ) সমবায়
Ο গ) যৌথমূলধনী
Ο ঘ) রাষ্ট্রীয়
সঠিক উত্তর: (গ)
১৪৮. কোনটির ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় সবচেয়ে উপযুক্ত?
Ο ক) রিয়েল এস্টেট
Ο খ) ফাইন্যান্সিয়াল
Ο গ) মৃৎশিল্প
Ο ঘ) চামড়া শিল্প
সঠিক উত্তর: (গ)
১৪৯. সমবায় সমিতিতে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন?
Ο ক) ১০ জন
Ο খ) ১২ জন
Ο গ) ১৮ জন
Ο ঘ) ২০ জন
সঠিক উত্তর: (ঘ)
১৫০. কোন ধরনের অংশীদারি ব্যবসায় বাদী পক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা দাবি করতে পারে?
Ο ক) লিখিত চুক্তির অংশীদারি ব্যবসায়
Ο খ) অলিখিত চুক্তির অংশীদারি ব্যবসায়
Ο গ) নিবন্ধিত অংশীদারি ব্যবসায়
Ο ঘ) অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. অংশীদারি ব্যবসায় সংগঠনের ক্ষেত্রে কোনটি অত্যাবশ্যক?
Ο ক) মূলধন
Ο খ) অভিজ্ঞতা
Ο গ) চুক্তি
Ο ঘ) শিক্ষাগত যোগ্যতা
সঠিক উত্তর: (গ)
১০২. কোনটি পাবলিক লি. কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য?
i. সর্বনিম্ন সদস্য ৭ জন
ii. সর্বোচ্চ সদস্যসংখ্যা শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ
iii. সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৩. মি. জুয়েল ৩০ জন সদস্য নিয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের মাধ্যমে ‘জুয়েল সিমেন্ট কোং’ গঠন করেন। তার ব্যবসায়ে যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলো হলো-
i. মূলধনের প্রাচুর্য
ii. সীমিত দায়
iii. কৃত্রিম ব্যক্তিসত্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৪. রহিম ও করিম সম অংশীদারিত্বের ভিত্তিতে যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসায় শুরু করল। করিমের পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা থাকায় তা তার মূলধন সরূপ গ্ণ্য হবে। করিম শতকরা কত ভাগ মুনাফা পাবে?
Ο ক) শতকরা ৩০ ভাগ
Ο খ) শতকরা ৫০ ভাগ
Ο গ) শতকরা ৬০ ভাগ
Ο ঘ) শতকরা ৭০ ভাগ
সঠিক উত্তর: (খ)
১০৫. সমবায় সমিতি কৃত্রিম সত্তা হওয়ায় সকল কাজের বৈধতার জন্যে কী প্রয়োজন হয়?
Ο ক) পরিচালকদের স্বাক্ষর
Ο খ) সমবায় অফিসের সিল
Ο গ) সমিতির নিজ সিলমোহর ও নাম
Ο ঘ) সকল সদস্যদের মতামত সংবলিত স্বাক্ষর
সঠিক উত্তর: (গ)
১০৬. রহিম ও করীম সম অংশীদারিত্বের ভিত্তিতে যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে এক ব্যবসায় শুরু করল। করীমের পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা থাকায় তা তার মূলধনস্বরূপ গণ্য হবে। করীম শতকরা কতভাগ মুনাফা পাবে?
Ο ক) শতকরা ৩০ ভাগ
Ο খ) শতকরা ৫০ ভাগ
Ο গ) শতকরা ৬০ ভাগ
Ο ঘ) শতকরা ৭০ ভাগ
সঠিক উত্তর: (খ)
১০৭. কোন ব্যবসায়ের ওপর জনগণের আস্থা বেশি?
Ο ক) একমালিকানা ব্যবসায়ের
Ο খ) অংশীদারি ব্যবসায়ের
Ο গ) যৌথ মূলধনী ব্যবসায়ের
Ο ঘ) পাইকারি ব্যবসায়ের
সঠিক উত্তর: (গ)
১০৮. মি. করিম শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানির একজন শেয়ারহোল্ডার। তিনি প্রতিটি ১,০০০ টাকা দামের ৫টি শেয়ার ক্রয় করেন। কোম্পানিতে তার দায়ের সীমা কত?
Ο ক) ১,০০০ টাকা
Ο খ) ৫,০০০ টাকা
Ο গ) ১০,০০০ টাকা
Ο ঘ) ৫০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
১০৯. মারুফা একটি সমবায় সমিতির সদস্য। সমিতিতে তার দায় কীরূপ?
Ο ক) সম্পদ দ্বারা সীমাবদ্ধ
Ο খ) অসীম
Ο গ) শেয়ার দ্বারা সীমাবদ্ধ
Ο ঘ) কোনো দায় নেই
সঠিক উত্তর: (গ)
১১০. সমবায়ের উৎপত্তি ঘটে কোন ধরনের অনুপ্রেরণা থেকে?
Ο ক) একক প্রচেষ্টা
Ο খ) সম্মিলিত প্রচেষ্টা
Ο গ) রাজনৈতিক প্রচেষ্টা
Ο ঘ) জবরদখল
সঠিক উত্তর: (খ)
১১১. সমবায়ের মৌলিক আদর্শ কী?
Ο ক) গণতান্ত্রিক মূল্যবোধ
Ο খ) গণতান্ত্রিক চেতনা
Ο গ) গণতান্ত্রিক সাধনা
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
১১২. একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব অনিশ্চিত, কারণ-
i. স্থায়িত্ব মালিকের কর্মক্ষমতার ওপর নির্ভরশীল
ii. মালিকের ইচ্ছার ওপর নির্ভরশীল
iii. যেকোনো মুহূর্তে বিলোপ ঘটতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৩. “গ্যাস জাতীয় সম্পদ। এর অপচয় রোধ করে জাতীয় দায়িত্ব পালন করুন।”- এটি এক ধরণের-
Ο ক) জনসচেতনতামূলক প্রচার
Ο খ) বাণিজ্যিক বিজ্ঞাপন
Ο গ) একটি মানবিক আবেদন
Ο ঘ) একটি গুরুত্বপূর্ণ স্লোগান
সঠিক উত্তর: (ক)
১১৪. যেসব পণ্যের চাহিদা বিশেষ বিশেষ এলাকায় সীমাবদ্ধ সেসব পণ্যের জ্য উপযুক্ত কোনটি?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)
১১৫. রহিম, শফিক, জাভেদ মিলে অংশীদারি ব্যবসায় শুরু করেছে। শফিক ও রহিম জাভেদকে না জানিয়ে তার অংশ ক্রিমের কাছে হস্তান্তর করল। এখন এ ব্যবসায়ের বিলোপসাধন হবে কোন উপায়ে?
Ο ক) সকলে এক মত হয়ে
Ο খ) বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে
Ο গ) বাধ্যতামূলকভাবে
Ο ঘ) আদালতের আদেশ অনুসারে
সঠিক উত্তর: (ঘ)
১১৬. মূলত অংশীদারি ব্যবসায় বলতে বোঝায়-
i. দুই বা ততোধিক ব্যক্তির মুনাফা অর্জনের সংগঠন
ii. অংশীদারদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক
iii. সব অংশীদার স্বতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৭. কোম্পানির জন্ম পত্রিকা বলা হয়-
Ο ক) স্মারকলিপিকে
Ο খ) নিবন্ধনপত্রকে
Ο গ) পরিমেল নিয়মাবলিকে
Ο ঘ) সংঘস্মারককে
সঠিক উত্তর: (খ)
১১৮. আদলতের নির্দেশে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হওয়ার কারণ হলো-
i. কোনো অংশীদারের মৃত্যু হলে
ii. কোনো অংশীদারে মস্তিষ্ক বিকৃতি ঘটলে
iii. কোনো অংশীদার কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৯. সুমন ও মিঠু অংশীদারি ব্যবসায় গঠন করলেন, অংশীদারি ব্রবসায়ের মূলধন সংগৃহীত হবে-
Ο ক) চুক্তি অনুসারে
Ο খ) সমহারে
Ο গ) অসমহারে
Ο ঘ) আইনানুসারে
সঠিক উত্তর: (ক)
১২০. দায়িত্ব বিভাজন কোন ধরনের ব্যবসায়ে সমস্যার সৃষ্টি করে?
Ο ক) সমবায় সমিতি
Ο খ) একমালিকানা ব্যবসায়
Ο গ) অংশীদারি ব্যবসায়
Ο ঘ) কোম্পানি সংগঠন
সঠিক উত্তর: (গ)
১২১. অংশীদারি আইনের কত ধারায় সকলে একমত হয়ে বিলোপসাধনের কথা বলা হয়েছে?
Ο ক) ৩৯ ধারায়
Ο খ) ৪০ ধারায়
Ο গ) ৪১ ধারায়
Ο ঘ) ৪২ ধারায়
সঠিক উত্তর: (খ)
১২২. সীমিত দায় কথাটির তাৎপর্য কী?
Ο ক) কোম্পানির দায় সীমিত
Ο খ) কোম্পানির সদস্যদের দায়িত্ব সীমিত
Ο গ) ব্যবসায়ের সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমিত
Ο ঘ) ব্যবসায়ের সদস্যদের দায় যৌথভাবে সীমিত
সঠিক উত্তর: (গ)
১২৩. একমালিকানা ব্যবসায় হল-
i. মুদি দোকান
ii. চায়ের দোকান
iii. সবজি দোকান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৪. ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের একের অধিক বলতে কতজন সদস্যকে বোঝায়?
Ο ক) সর্বনিম্ন ১ জন এবং সর্বোচ্চ ৫০ জন
Ο খ) সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ১০ জন
Ο গ) সর্বনিম্ন ১ জন এবং সর্বোচ্চ ২০ জন
Ο ঘ) সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন
সঠিক উত্তর: (ঘ)
১২৫. State- এর বাংলা রূপ কী?
Ο ক) অঙ্গরাজ্য
Ο খ) সোজাসুজি
Ο গ) রাষ্ট্র
Ο ঘ) একটি দেশের নাম
সঠিক উত্তর: (গ)
১২৬. বাংলাদেশের বর্তমান মোট ব্যবসায় সংগঠনের শতকরা কত ভাগেরও বেশি একমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত?
Ο ক) ৫০
Ο খ) ৬০
Ο গ) ৭০
Ο ঘ) ৮০
সঠিক উত্তর: (ঘ)
১২৭. উন্নত ও অনুন্নত প্রায় সকল দেশেই কোন ব্যবসায়ের জনপ্রিয়তা পরিলক্ষিত হয়?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) যৌথ মূলধনী
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)
১২৮. পাবলিক লি. কোম্পানির জন্যে ন্যূনতম কতজন প্রবর্তকের প্রয়োজন?
Ο ক) দুই জন
Ο খ) পাঁচ জন
Ο গ) সাত জন
Ο ঘ) দশ জন
সঠিক উত্তর: (গ)
১২৯. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র লিখিত ও নিবন্ধিত হওয়া প্রয়োজন কেন?
i. ভবিষ্যত ভুল বোঝাবুঝি দূর করতে
ii. মনোমালিন্য এড়াতে
iii. বিরোধ ও মামলা নিরসনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩০. সমবায় সমিতির মুখ্য উদ্দেশ্য-
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) মুনাফা বৃদ্ধি করা
Ο গ) সদস্যদের পাস্পরিক আর্থসামাজিক কল্যাণ সাধন
Ο ঘ) সদস্যদের পরিবারের ধনসম্পদ বৃদ্ধি করা
সঠিক উত্তর: (গ)
১৩১. ‘একতাই বল’ কোন সংগঠনের মূলমন্ত্র?
Ο ক) অংশীদারি সংগঠনের
Ο খ) সমবায় সংগঠনের
Ο গ) প্রাইভেট লিমিটেড কোম্পানির
Ο ঘ) পাবলিক লিমিটেড কোম্পানির
সঠিক উত্তর: (খ)
১৩২. বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. কী নামে পরিচিত?
Ο ক) আড়ং দুধ
Ο খ) ফার্মফ্রেস
Ο গ) মিল্কভিটা
Ο ঘ) আড়ং ডেইরি
সঠিক উত্তর: (গ)
১৩৩. সাধারণত কোনটি অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে উল্লেখ থাকে?
i. অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা
ii. ব্যবসায়ের প্রকৃতি উদ্দেশ্য ও আওতা
iii. ব্যবসায়ের কার্যকাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. সমবায় পরিচালনায় নীতি হিসেবে গৃহীত হয়-
i. গণতন্ত্র
ii. সততা
iii. আস্থা ও বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসায় পরিচালনা করা কার লক্ষ্য?
Ο ক) রাষ্ট্রের
Ο খ) সমাজের
Ο গ) ক্রেতার
Ο ঘ) ব্যবসায়ীর
সঠিক উত্তর: (ক)
১৩৬. যেসব পণ্যের চাহিদা বিশেষ বিশেষ এলাকায় সীমাবদ্ধ সেসব পণ্যের জ্য উপযুক্ত কোনটি?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)
১৩৭. কয়টি প্রক্রিয়ায় অংশীদারি ব্যবসায়ের বিলোপ হতে পারে?
Ο ক) ৩টি
Ο খ) ৫টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৯টি
সঠিক উত্তর: (খ)
১৩৮. রাষ্ট্রীয়ভাবে ব্যবসায় প্রতিষ্ঠার কারণ কী?
i. শিল্পায়ন বৃদ্ধি করা
ii. মুদ্রা ও ব্যাংকিং ব্যবসায় নিয়ন্ত্রণ করা
iii. বিদেশি বিনিয়োগ বাড়ানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৯. ইউরোপ ও আমেরিকার প্রায় কত ভাগ ব্যবসায় একমালিকানা অনুযায়ী পরিচালিত হচ্ছে?
Ο ক) ৪০%
Ο খ) ৭০%
Ο গ) ৮০%
Ο ঘ) ৬০%
সঠিক উত্তর: (গ)
১৪০. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ে সর্বনিম্ন কত জন সদস্য সংখ্যা প্রয়োজন?
Ο ক) ২ জন
Ο খ) ৫ জন
Ο গ) ১০ জন
Ο ঘ) ২০ জন
সঠিক উত্তর: (ক)
১৪১. লন্ড্রি, সেলুন, বিউটি পার্লারের জন্য কোন ধরণের ব্যবসায় বেশি উপযোগী?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)
১৪২. Co-operative Against Poverty- এর বাংলা রূপ কী?
Ο ক) দারিদ্র বিমোচন সমবায়
Ο খ) দারিদ্রের বিপক্ষে সমবায়
Ο গ) দারিদ্রের অনুকুলে সমবায়
Ο ঘ) দারিদ্র নির্মূলে সমবায়
সঠিক উত্তর: (ক)
১৪৩. বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠা হয় কখন?
Ο ক) ১৯১৮ সালে
Ο খ) ১৯২০ সালে
Ο গ) ১৯৪৪ সালে
Ο ঘ) ২০১২ সালে
সঠিক উত্তর: (ক)
১৪৪. একমালিকানা ব্যবসায়ের উদাহরণ কোনটি?
Ο ক) আগুরা
Ο খ) বহুশাখা বিপণি
Ο গ) সবজি দোকান
Ο ঘ) স্বপ্ন
সঠিক উত্তর: (গ)
১৪৫. এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-
i. আইন সৃষ্ট প্রতিষ্ঠান
ii. মালিকের স্বাধীনতা
iii. একক ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৬. পৃথিবীর প্রথম সমবায় সমিতি কোনটি?
Ο ক) ইচডল
Ο খ) স্যানডন
Ο গ) রচডেল
Ο ঘ) বেসল্যান
সঠিক উত্তর: (গ)
১৪৭. কোন কোম্পানির প্রবর্তনের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে?
Ο ক) অংশীদারি
Ο খ) সমবায়
Ο গ) যৌথমূলধনী
Ο ঘ) রাষ্ট্রীয়
সঠিক উত্তর: (গ)
১৪৮. কোনটির ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় সবচেয়ে উপযুক্ত?
Ο ক) রিয়েল এস্টেট
Ο খ) ফাইন্যান্সিয়াল
Ο গ) মৃৎশিল্প
Ο ঘ) চামড়া শিল্প
সঠিক উত্তর: (গ)
১৪৯. সমবায় সমিতিতে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন?
Ο ক) ১০ জন
Ο খ) ১২ জন
Ο গ) ১৮ জন
Ο ঘ) ২০ জন
সঠিক উত্তর: (ঘ)
১৫০. কোন ধরনের অংশীদারি ব্যবসায় বাদী পক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা দাবি করতে পারে?
Ο ক) লিখিত চুক্তির অংশীদারি ব্যবসায়
Ο খ) অলিখিত চুক্তির অংশীদারি ব্যবসায়
Ο গ) নিবন্ধিত অংশীদারি ব্যবসায়
Ο ঘ) অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep