এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৪ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৪ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি সংক্রান্ত দলিল কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) প্রাইভেট লি. কোম্পানি
Ο খ) ঘরোয়া পরিমিত দায়সম্পন্ন কোম্পানি
Ο গ) পাবলিক লি. কোম্পানি
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

৫২. সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে কোথায়?
Ο ক) দক্ষিণ আমেরিকাতে
Ο খ) এশিয়াতে
Ο গ) অস্ট্রেলিয়াতে
Ο ঘ) ইঊরোপে
সঠিক উত্তর: (ঘ)

৫৩. সমবায় সমিতির একজন ব্যক্তির সর্বোচ্চ শেয়ার ক্রয়ের সীমা কত?
Ο ক) ৫,০০০ টাকা
Ο খ) ৬,০০০ টাকা
Ο গ) মোট মূলধনের ১৫%
Ο ঘ) মোট মূলধনের ২৫%
সঠিক উত্তর: (ঘ)

৫৪. জনাব সুমন সম্প্রতি অংশীদারি ব্যবসায়ের মালিকানা কোম্পানিতে পরিণত করার মাধামে জনগনের নিকট শেয়ার বিক্রয় করার উদ্যোগ নেন। কী কারণে তিনি কোম্পানি ব্যবসায় গঠন করেন?
Ο ক) অসীম দায়
Ο খ) মূলধনের সীমাবদ্ধতা
Ο গ) স্থায়িত্বহীনতা
Ο ঘ) আইনগত সুবিধা
সঠিক উত্তর: (খ)

৫৫. সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সং খ্যা দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে কী বলা হয়?
Ο ক) প্রাইভেট লিমিটেড কোম্পানি
Ο খ) পাবলিক লিমিটেড কোম্পানি
Ο গ) অসীম দায় সম্পন্ন কোম্পানি
Ο ঘ) সাধারণ পরিমিত যৌথ মূলধনী কোম্পানি
সঠিক উত্তর: (খ)

৫৬. বাংলাদেশ পর্যটন সংস্থা একটি রাষ্ট্রীয় ব্যবসায়। এ ব্যবসায়ের লাভ হলে তা কোন কাজে ব্যয় হবে?
Ο ক) সরকারি ভ্রমণে
Ο খ) মন্ত্রীদের পর্যটন খাতে
Ο গ) বিনিয়োগ খাতে
Ο ঘ) জনকল্যাণে
সঠিক উত্তর: (ঘ)

৫৭. চুক্তিতে উল্লেখ না থাকলে ব্যবসায় পরিচালনায় নিয়োজিত অংশীদার কত পারিশ্রমিক পাবে?
Ο ক) মাসিক ৫০০ টাকা হারে
Ο খ) বাৎসরিক ৫০০ টাকা হারে
Ο গ) অংশিদারের চাহিদানুযায়ী
Ο ঘ) কোনো পারিশ্রমিক দেয়া হয় না
সঠিক উত্তর: (ঘ)

৫৮. যৌথ মূলধনী কম্পানিতে সদস্যদের দায় কীসের দ্বারা সীমাবদ্ধ?
Ο ক) শেয়ার মূল্য দ্বারা
Ο খ) প্রতিশ্রুতি দ্বারা
Ο গ) কর্তব্য দ্বারা
Ο ঘ) মুনাফা দ্বারা
সঠিক উত্তর: (ক)

৫৯. অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা-
i. সাধারণ ব্যবসায়ের ২ থেকে ২০ জন
ii. সাধারণ ব্যবসায়ের ৭ থেকে ২০ জন
iii. সাধারণ ব্যবসায়ের ২ থেকে ১০ জন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬০. জীবন বীমা কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীনে?
Ο ক) শিল্প মন্ত্রণালয়
Ο খ) বাণিজ্য মন্ত্রণালয়
Ο গ) অর্থ মন্ত্রণালয়
Ο ঘ) তথ্য মন্ত্রণালয়
সঠিক উত্তর: (গ)

৬১. কোম্পানির অস্তিত্ব কোন ধরনের?
Ο ক) ক্ষণস্থায়ী প্রকৃতির
Ο খ) চিরস্থায়ী প্রকৃতির
Ο গ) অস্থায়ী প্রকৃতির
Ο ঘ) নির্দিষ্ট মেয়াদী
সঠিক উত্তর: (খ)

৬২. শ্রাবণী ও তার বন্ধুরা মিলে একটি ব্যবসায় শুরু করেছিলেন। গত বছরই তারা প্রতিষ্ঠানটিকে যৌথ মূলধনী ব্যবসায়ে রূপান্ত্র করেন। ঐ বছর তাদের লাভ হয়েছিল ৯৫,০০০ টাকা। এ লাভ তারা কীভাবে পাবেন?
Ο ক) চুক্তি অনুযায়ী
Ο খ) সমান হারে
Ο গ) শেয়ার অনুপাতে
Ο ঘ) আইন অনুযায়ী
সঠিক উত্তর: (গ)

৬৩. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রে কয়টি বিষয়ের উল্লেখ করতে হয়?
Ο ক) ৮টি
Ο খ) ১২টি
Ο গ) ১৪টি
Ο ঘ) ১৬টি
সঠিক উত্তর: (ক)

৬৪. একটি কোম্পানি প্রকৃতপক্ষে জন্মলাভ করে কখন?
Ο ক) নিবন্ধনপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে
Ο খ) নিবন্ধনপত্র পাওয়ার আগে
Ο গ) নিবন্ধনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে
Ο ঘ) নিবন্ধনপত্র পাওয়ার কিছু সময় পর
সঠিক উত্তর: (ক)

৬৫. কারা পাবলিক লিমিটেড কোম্পানির মালিক?
Ο ক) পরিচালকগণ
Ο খ) কর্মীগণ
Ο গ) শেয়ারহোল্ডারগণ
Ο ঘ) জনসাধারণ
সঠিক উত্তর: (খ)

৬৬. জনাব মনির সততা ট্রেডার্সের একজন সক্রিয় অংশীদার। তিনি ২০১০ সালে তার মূল ধন উত্তোলন না করে তা ব্যবসায় জমা রাখেন। এ অবস্থায় জনাগ মনিরকে কীরূপ অংশীদার হিসেবে চিহ্নিত করা যেতে পারে?
Ο ক) আপাতদৃষ্টিতে অংশীদার
Ο খ) সীমিত অংশীদার
Ο গ) সাধারণ অংশীদার
Ο ঘ) নামমাত্র অংশীদার
সঠিক উত্তর: (ক)

৬৭. একমালিকানা কারবারকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন বলা হয় কেন?
Ο ক) প্রাচীনকালে শুরু হয়েছিল বিধায়
Ο খ) পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল বিধায়
Ο গ) একক মালিকানা বিধায়
Ο ঘ) আধুনিক নয় বিধায়
সঠিক উত্তর: (খ)

৬৮. অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন ক্রার সময় যে আবেদনপত্র দাখিল করতে হয় উক্ত পত্রটিতে-
i. অংশীদারদের মনোনীত যে কোন একজন কর্তৃক স্বাক্ষর করতে হয়
ii.সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়
iii. যথাযথ পূরণপূর্বক তারিখ ও স্বাক্ষর প্রদান করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৬৯. অংশীদারদের মধ্যে লাভ-লোকসান বন্টনের অনুপাত থাকে কোথায়?
Ο ক) বিবরণপত্রে
Ο খ) স্মারকলিপিতে
Ο গ) চুক্তিপত্রে
Ο ঘ) পরিমেল নিয়মাবলীতে
সঠিক উত্তর: (গ)

৭০. বাংলাদেশে সর্বপ্রথম কোম্পানি আইন প্রচলিত ছিল কত সালের?
Ο ক) ১৮৪৪ সালের
Ο খ) ১৮৫০ সালের
Ο গ) ১৯১৩ সালের
Ο ঘ) ১৯৯৪ সালের
সঠিক উত্তর: (গ)

৭১. নিজস্ব ব্যবস্থাপনা কোন ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্য?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) যৌথমূলধনী
Ο ঘ) সমবায়
সঠিক উত্তর: (ক)

৭২. সমবায় সমিতি গঠনে উদ্যোগ গ্রহণকৃত কমিটির প্রধান কাজ কোনটি?
Ο ক) উপবিধি তৈরি
Ο খ) শেয়ার ক্রয় করা
Ο গ) মূলধন সংগ্রহ করা
Ο ঘ) নিবন্ধনপত্র সংগ্রহ করা
সঠিক উত্তর: (ক)

৭৩. একমালিকানা ব্যবসায়ের অসুবিধার মধ্যে পড়ে-
i. সীমিত দায়
ii. অধিক ব্যক্তিগত ঝুঁকি
iii. স্থায়িত্বের অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)

৭৪. একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কী সংগ্রহ করতে হয়?
Ο ক) অনুমতিপত্র
Ο খ) ট্রেড লাইসেন্স
Ο গ) আমদানি লাইসেন্স
Ο ঘ) রপ্তানি লাইসেন্স
সঠিক উত্তর: (খ)

৭৫. তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান কোনটি?
i. বাংলাদেশ টেলিভিশন
ii. বাংলাদেশ বেতার
iii. জীবন বীমা কর্পোরেশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৬. কোন ধরনের ব্যবসায় ক্ষেত্রে শেয়ার মালিকানা হস্তান্তরযোগ্য এবং সদস্যদের দায় সীমাবদ্ধ?
Ο ক) সমবায় সমিতি
Ο খ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
Ο গ) পাবলিক লিমিটেড কোম্পানি
Ο ঘ) অসীম দায়সম্পন্ন কোম্পানি
সঠিক উত্তর: (গ)

৭৭. সমবায় সমিতি নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালান প্রয়োজন হয়?
i. ৫০ অথবা ৩০০ টাকার
ii. ১০০০ অথবা ৫০০০ টাকার
iii. ৩,০০০ অথবা ১০,০০০ টাকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)

৭৮. কোন সময়কালকে সমবায় শতবর্ষ বলা হয়?
Ο ক) ১৮৪৪-১৯৪৪ সাল
Ο খ) ১৯০৪-২০০৪ সাল
Ο গ) ১৯০৮-২০০৮ সাল
Ο ঘ) ১৮৬৯-১৯৬৯ সাল
সঠিক উত্তর: (খ)

৭৯. রচডেল সমিতি কারা গড়ে তুলেছিল?
Ο ক) ছাত্ররা
Ο খ) বিজ্ঞানীরা
Ο গ) তাঁতিরা
Ο ঘ) কৃষকেরা
সঠিক উত্তর: (গ)

৮০. বাংলাদেশে ব্যবসায়কে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) দুই ভাগে
Ο খ) পাঁচ ভাগে
Ο গ) তিন ভাগে
Ο ঘ) সাত ভাগে
সঠিক উত্তর: (ক)

৮১. যেসব পণ্যের চাহিদা ক্রেতাদের পরিবর্তনশীল রুচি, আগ্রহ ও ফ্যাশনের ওপর নির্ভরশীল সেগুলোর জন্য বেশি উপযুক্ত কোনটি?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)

৮২. ‘পানি উন্নয়ন একাডেমী’ কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ড. আব্দুর রহিম
Ο খ) ইঞ্জিনিয়ার নাহিদ ভুঁইয়া
Ο গ) ড. আক্তার হামিদ
Ο ঘ) স্থপতি গাজী ওয়াশিক মাহী
সঠিক উত্তর: (গ)

৮৩. কর্মী অংশীদার হলো-
i. মূ্লধন বিনিয়োগ করে
ii. মূলধন বিনিয়োগ করে না
iii. নিজস্ব শ্রম ও দক্ষতা সক্রিয়ভাবে নিয়োজিত রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৮৪. আইনের মাধ্যমে ব্যবসায় সৃষ্টির জন্য উপযুক্ত সংগঠন হবে-
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) কোম্পানি
Ο ঘ) সম্পদ
সঠিক উত্তর: (গ)

৮৫. সমবায় সমিতি কখন কার্যারম্ভ হতে পারে?
Ο ক) উদ্যোগ গ্রহণ করার পর
Ο খ) উপবিধি সমবায় বিভাগে দাখিল করার পর
Ο গ) কমিশনারের অনুমতি নেয়ার পর
Ο ঘ) নিবন্ধনপত্র পাবার পর
সঠিক উত্তর: (ঘ)

৮৬. কোন প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ব্যবস্থাপনার চিত্র প্রতিফলিত হয়?
Ο ক) একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানে
Ο খ) অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে
Ο গ) যৌথমূলধনী ব্যবসায় প্রতিষ্ঠানে
Ο ঘ) পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠানে
সঠিক উত্তর: (গ)

৮৭. সাধারণ অংশীদারি ব্যবসায় বিলোপসাধন হয়-
i. সবাই একমত হয়ে বিলোপসাধন করলে
ii. বিজ্ঞপ্তি নিয়ে বিলোপসাধন করলে
iii. বাধ্যতামূলক বিলোপসাধন করলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৮. সোহান ও তার বন্ধুদের নিয়ে একটি সমবায় সমিতি গঠনের জন্যে সমবায় অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করল। আবেদনপত্রে কোন বিষয়টি অনুলিখিত থাকবে?
Ο ক) সমিতির সদস্যদের নাম
Ο খ) সমিতির ধরন/প্রকৃতি
Ο গ) সমিতির সিলমোহরের নমুনা
Ο ঘ) উদ্যোক্তাদের স্বাক্ষর
সঠিক উত্তর: (খ)

৮৯. সমবায় সমিতির উপবিধি কারা তৈরি করেন?
Ο ক) সমবায়ের সদস্যরা
Ο খ) স্থানীয় কমিশনার
Ο গ) সমবায় বিভাগ
Ο ঘ) সাংগঠনিক কমিটির সদস্যরা
সঠিক উত্তর: (গ)

৯০. সাধারণভাবে অংশীদারি ব্যবসায়ে অংশীদার কত ধরনের হয়ে থাকে?
Ο ক) ৯
Ο খ) ৭
Ο গ) ৬
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (গ)

৯১. কী কারণে আদালতের নির্দেশে বিলোপসাধন ঘটে?
i. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে
ii. কোনো অংশীদার দায়িত্বপালনে চিরতরে অসমর্থ হলে
iii. কোনো অংশীদার তার প্রাপ্য অংশ তৃতীয়পক্ষকে হস্তান্তরের মাধ্যমে চুক্তি ভঙ্গ করলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯২. চালের দোকান, ওষুধের দোকানের ক্ষেত্রে কোনটি অধিকতর উপযুক্ত?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) অংশীদারি কারবার
Ο গ) যৌথমূলধনী কারবার
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)

৯৩. সমবায়ের আরেকটি নীতি কী?
Ο ক) পারস্পরিক মূল্যবোধ
Ο খ) পারস্পরিক সহযোগিতা
Ο গ) পারস্পরিক আস্থা
Ο ঘ) পারস্পরিক বিশ্বাস
সঠিক উত্তর: (খ)

৯৪. বাংলাদেশে কত সালের কোম্পানি আইন প্রচলিত?
Ο ক) ১৯১৩ সালের
Ο খ) ১৯৩২ সালের
Ο গ) ১৯৯৪ সালের
Ο ঘ) ২০০১ সালের
সঠিক উত্তর: (গ)

৯৫. সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে?
Ο ক) ১৮৪০ সালে
Ο খ) ১৮৪২ সালে
Ο গ) ১৮৪৪ সালে
Ο ঘ) ১৮৪৬ সালে
সঠিক উত্তর: (গ)

৯৬. কোম্পানির পুঁজি সংগ্রহের উৎস-
i. শেয়ার বিক্রি
ii. ঋণপত্র বিক্রি
iii. মুনাফার সঞ্চিতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৭. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনে। এটি কোন ধরনের শিল্প?
Ο ক) সেবা
Ο খ) উৎপাদন
Ο গ) তথ্য
Ο ঘ) পরিবহন
সঠিক উত্তর: (ক)

৯৮. পাবলিক লি. কোম্পানীর সদস্যসংখ্যা কত?
Ο ক) সর্বোচ্চ ৭ জন
Ο খ) সর্বোচ্চ ৫০ জন
Ο গ) শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
Ο ঘ) গঠনতন্ত্র দ্বারা সীমাবদ্ধ
সঠিক উত্তর: (গ)

৯৯. বাংলাদেশের প্রেক্ষিতে সমবায় সমিতির অবস্থা কেমন?
Ο ক) যথেষ্ট ভালো
Ο খ) সন্তোষজনক
Ο গ) যথেষ্ট ভালো নয়
Ο ঘ) অধিক ভালো
সঠিক উত্তর: (গ)

১০০. সর্বাধিকসংখ্যক লোপকের কর্সংস্থানের সুযোগ সৃষ্টি করে-
i. একমালিকানা সংগঠন
ii. অংশীদারি সংগঠন
iii. কোম্পানি সংগঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post