এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৩ (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৩ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২৫১. দেশের যুবশক্তিকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কারণ-
i. শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে
ii. সামাজিক অপরাধ হ্রাস করতে
iii. জনশক্তি রপ্তানি বৃদ্ধি করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৫২. পতিত জমি চাষের মাধ্যমে দেশের কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) পুঁজি
Ο খ) শিল্প
Ο গ) জমি
Ο ঘ) উৎপাদন
সঠিক উত্তর: (ঘ)

২৫৩. বাংলাদেশের যুবসমাজ জীবিকা বলতে চাকরিকে বুঝে থাকে কেন?
i. দীর্ঘদিনের সামাজিক মূল্যবোধের কারণে
ii. পুঁথিগত পড়াশুনার কারণে
iii. চাকরির মাধ্যমে অধিক উপার্জন করা যায় বিধায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৫৪. কোনটি ব্যবসায়ের দিক নির্দেশনার দলিল?
Ο ক) সংগঠন
Ο খ) পরিকল্পনা
Ο গ) নির্দেশনা
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (খ)

২৫৫. আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত ব্যবসায়-
i. রেডিও ও টেলিভিশন মেরামত
ii. মৌমাছি চাষ
iii. জাহাজ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৫৬. তুহিনের কাজটি কোন ধরণের?
Ο ক) বৃত্তিমূলক কাজ
Ο খ) কেনা-বেচা
Ο গ) খন্ডকালীন কর্মসংস্থান
Ο ঘ) আত্মকর্মসংস্থান
সঠিক উত্তর: (ঘ)

২৫৭. বাংলাদেশে খুব বেশি ঘাটতি নেই কোনটির?
i. মেধা
ii. মনন
iii. দক্ষতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫৮. অর্থনৈতিক রিভিউ ২০১১-এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান শতকরা কতভাগ?
Ο ক) ১০ ভাগ
Ο খ) ২০ ভাগ
Ο গ) ৩০ ভাগ
Ο ঘ) ৪০ ভাগ
সঠিক উত্তর: (ঘ)

২৫৯. বেকার যুবকসমাজের আগ্রহ সৃষ্টি এবং সাহায্য-সহযোগিতা প্রদানের মাধ্যমে কোনটি সম্ভব?
Ο ক) চাকরির ক্ষেত্র বৃদ্ধি
Ο খ) সামাজিক অপরাধ হ্রাস
Ο গ) বেকার সমস্যা সমাধান
Ο ঘ) শিল্প উন্নয়ন
সঠিক উত্তর: (গ)

২৬০. কী করলে অনিশ্চয়তাজনিত ক্ষতির হাত থেকে ব্যবসায়কে রক্ষা করা যায়?
Ο ক) অধিক ব্যয়
Ο খ) অধিক বিনিয়োগ
Ο গ) ঝুঁকি নিরূপণ
Ο ঘ) ম্যানেজার নিয়োগ
সঠিক উত্তর: (গ)

২৬১. মি. সুমন বৈদ্যুতিক মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করে। তার কাজকে তুমি কোন ধরনের কাজ হিসেবে মূল্যায়ন করবে?
i. ব্যবসায়
ii. ক্ষুদ্র শিল্প
iii. আত্মকর্মসংস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)

২৬২. ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা কীসের দলিল?
Ο ক) মূল দলিল
Ο খ) সহযোগী দলিল
Ο গ) দিক-নির্দেশনা দলিল
Ο ঘ) বিবরণপত্র
সঠিক উত্তর: (গ)

২৬৩. দরিদ্র ও উন্নয়নশীল বাংলাদেশের দারিদ্র ও বেকারত্ব নিরসেনকল্পে কী ধরণের পদক্ষেপ গ্রহণ যুক্তিযুক্ত হবে?
Ο ক) চাকরির সংখ্যা বৃদ্ধি করা
Ο খ) আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবশক্তিকে উন্নয়নকর্মকান্ডে সম্পৃক্ত করা
Ο গ) কৃষি উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা
Ο ঘ) অধিক পরিমাণে বিদেশি সাহায্য-সহযোগিতা গ্রহণ করা
সঠিক উত্তর: (খ)

২৬৪. আত্মকর্মসংস্থানের গুরুদায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার ওপর অর্পিত হয়েছে। এ ক্ষেত্রগুলো-
i. প্রশিক্ষণ কর্মসূচি চালূ করেছে
ii. ঋণ কর্মসূচি চালূ করেছে
iii. শিল্প কর্মসূচি চালূ করেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬৫. ব্যবসায়ে সফলতা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
Ο ক) ঝুঁকি গ্রহণ
Ο খ) বিমা গ্রহণ
Ο গ) ঋণ গ্রহণ
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (ঘ)

২৬৬. বাংলদেশে কোনটির সুযোগ সীমিত?
Ο ক) চাকরি
Ο খ) আত্মকর্মসংস্থান
Ο গ) ব্যবসায়
Ο ঘ) বাণিজ্য
সঠিক উত্তর: (ক)

২৬৭. কোনটি কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি করে?
Ο ক) প্রশিক্ষণ
Ο খ) সাধারণ শিক্ষা
Ο গ) কারিগরি শিক্ষা
Ο ঘ) সাংস্কৃতিক পরিবেশ
সঠিক উত্তর: (ক)

২৬৮. কর্মীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য কী প্রয়োজন?
Ο ক) প্রশিক্ষণ
Ο খ) শিক্ষা
Ο গ) অভিজ্ঞতা
Ο ঘ) কার্যদক্ষতা
সঠিক উত্তর: (ক)

২৬৯. কোনটিতে অধিকতর পেশাগত উন্নতি হয়?
Ο ক) ক্ষুদ্র ব্যবসায়
Ο খ) ক্ষুদ্র শিল্প
Ο গ) অংশীদারি ব্যবসায়
Ο ঘ) যৌথ কোম্পানি
সঠিক উত্তর: (ক)

২৭০. কর্মসংস্থানের প্রধান উৎস হচ্ছে-
Ο ক) মজুরি বা বেতনভিত্তিক কর্সংস্থান
Ο খ) বেসরকারি খাত
Ο গ) সরকারি খাত
Ο ঘ) আত্মকর্মসংস্থানের সুযোগ
সঠিক উত্তর: (খ)

২৭১. নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে কী বলা হয়?
Ο ক) কর্মসংস্থান
Ο খ) আত্মকর্মসংস্থান
Ο গ) ব্যবসায়
Ο ঘ) বাণিজ্য
সঠিক উত্তর: (খ)

২৭২. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয় নয়?
Ο ক) সঠিক পণ্য নির্বাচন
Ο খ) প্রাথমিক মুলধন
Ο গ) পণ্যের চাহিদা নির্ধারণ
Ο ঘ) আন্তর্জাতিক বাজার
সঠিক উত্তর: (ঘ)

২৭৩. কোন প্রতিষ্ঠান যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে ঋনদানের ব্যবস্থা করে?
Ο ক) বাংলাদেশ ব্যাংক
Ο খ) যুব উন্নয়ন ব্যাংক
Ο গ) গ্রামীণ ব্যাংক
Ο ঘ) সোনালী ব্যাংক
সঠিক উত্তর: (খ)

২৭৪. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের ক্ষেত্র বহির্ভূত?
Ο ক) লবন উৎপাদন
Ο খ) নৌকা তৈরি
Ο গ) বাঁশজাত দ্রব্য প্রস্তুতকরণ
Ο ঘ) সিটিসেল
সঠিক উত্তর: (ঘ)

২৭৫. কোনটি বাঁশ বা কাঠ থেকে তৈরি করা যায়?
Ο ক) প্যাড
Ο খ) ম্যাট
Ο গ) প্রিন্টিং দ্রব্য
Ο ঘ) টুথ পিক
সঠিক উত্তর: (ঘ)

২৭৬. তোমার মতে একটি দেশের জাতীয় অর্থনীতির মূল লক্ষ্য-
i. বেকার সমস্যা সমাধান
ii. উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি
iii. জনশক্তি রপ্তানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)

২৭৭. ব্যবসায় সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
Ο ক) ব্যবসায় পরিকল্পনা
Ο খ) চলতি পুঁজির যোগান
Ο গ) ঋণ সরবরাহ
Ο ঘ) নিজস্ব পুঁজি
সঠিক উত্তর: (ক)

২৭৮. কীসের মাধ্যমে কর্মীদের মনোভাব উন্নত হয়?
Ο ক) প্রশিক্ষণ
Ο খ) প্রশিক্ষক
Ο গ) পরিবেশ
Ο ঘ) পেষণা
সঠিক উত্তর: (ক)

২৭৯. নিয়োগকৃত কর্মীকে কোনটি প্রদান করতে হবে?
Ο ক) প্রশিক্ষণ
Ο খ) স্থায়ীকরণ
Ο গ) পুঁজি
Ο ঘ) কাঁচামাল
সঠিক উত্তর: (ক)

২৮০. মিস রাশিদা বেগম ৩ মাসের দর্জি প্রশিক্ষণ শেষ করলে সেলাই মেশিন কেনার জন্যে কোন প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে পারে?
Ο ক) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο খ) গ্রামীন মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
Ο গ) বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
Ο ঘ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
সঠিক উত্তর: (খ)

২৮১. বাংলাদেশের বেকার সমস্যা দিন দিন বেড়েই চলেছে-
i. জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধির প্রবণতার জন্যে
ii. অর্থনৈতিক অনগ্রসরতার জন্যে
iii. কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৮২. গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এ পেশা কারও জন্য প্রচুর অর্থ উপার্জনের পথ সুগম করে দেয়, পেশাটি কী?
Ο ক) চাকরি
Ο খ) বেসরকারি চাকরি
Ο গ) আত্মকর্মসংস্থান
Ο ঘ) ব্যবসায়
সঠিক উত্তর: (গ)

২৮৩. যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে কোন প্রতিষ্ঠান ঋণ প্রদান করে?
Ο ক) সোনালী ব্যাংক
Ο খ) রূপালী ব্যাংক
Ο গ) গ্রামীণ ব্যাংক
Ο ঘ) যুব উন্নয়ন ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)

২৮৪. যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কী কী বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়?
i. হাঁস মুরগির খামার তৈরি
ii. মৎস্য চাষ
iii. নার্সারি করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৮৫. কোনো কিছু হাতেনাতে শিখানোকে সাধারণত কী বলে?
Ο ক) শিক্ষা
Ο খ) কার্যদক্ষতা
Ο গ) প্রশিক্ষণ
Ο ঘ) অভিজ্ঞতা
সঠিক উত্তর: (গ)

২৮৬. নিজের দক্ষতা ও গুণাবলি দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করাকে কী বলা হয়?
Ο ক) আত্মনির্ভরতা
Ο খ) আত্মকর্মসংস্থান
Ο গ) আত্মপ্রত্যয়
Ο ঘ) আত্মপ্রতিষ্ঠা
সঠিক উত্তর: (খ)

২৮৭. ব্যবসায়ের সাফল্যকে প্রভাবিত করে-
Ο ক) রাজনৈতিক অবস্থা
Ο খ) প্রাকৃতিক অবস্থা
Ο গ) অর্থনৈতিক অবস্থা
Ο ঘ) সামাজিক অবস্থা
সঠিক উত্তর: (গ)

২৮৮. হাফিজ কোথায় চাকরি নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন?
Ο ক) প্রকাশনীতে
Ο খ) ওষুধ কোম্পানিতে
Ο গ) বিমান বাহিনীতে
Ο ঘ) সেনাবাহিনীতে
সঠিক উত্তর: (খ)

২৮৯. শিল্পোদ্যোক্তা হিসেবে শফিক কোনটি সম্পর্কে সজাগ থাকলে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়াতে পারবেন?
Ο ক) নিজের দূর্বলতা
Ο খ) নিজের দক্ষতা
Ο গ) নিজের যোগ্যতা
Ο ঘ) নিজের পরিচয়
সঠিক উত্তর: (ক)

২৯০. ক্ষুদ্র ব্যবসায়ী মি. তুহিন ব্যবসায়ের ধারাবহিকতা রক্ষা করতে চান। এক্ষেত্রে তাকে কোন অবস্থা সম্পর্কে অবহিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে?
Ο ক) আর্থ-সামাজিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) সাংস্কৃতিক
Ο ঘ) সামাজিক
সঠিক উত্তর: (ক)

২৯১. নিচের কোনটি কর্ম দক্ষতা বৃদ্ধি করে?
Ο ক) প্রশিক্ষণ
Ο খ) সংগঠন
Ο গ) পুরস্কার প্রদান
Ο ঘ) ধন্যবাদ জ্ঞাপন
সঠিক উত্তর: (ক)

২৯২. বেতনভিত্তিক চাকরির বিকল্প পেশার অন্যতম কোনটি?
Ο ক) ব্যবসায়
Ο খ) কৃষি
Ο গ) শিল্প
Ο ঘ) আত্মকর্মসংস্থান
সঠিক উত্তর: (ঘ)

২৯৩. নতুন কর্মীদের কর্ম পরিবেশের সাথে পরিচয় করে দেয় কোনটি?
Ο ক) শিক্ষা
Ο খ) অভিজ্ঞতা
Ο গ) প্রশিক্ষণ
Ο ঘ) কার্য দক্ষতা
সঠিক উত্তর: (গ)

২৯৪. মহিলা উদ্যোক্তা উন্নয়ন কোন প্রতিষ্ঠানের কাজ?
Ο ক) বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট
Ο খ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο গ) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
Ο ঘ) গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
সঠিক উত্তর: (ক)

২৯৫. দেশের কোন অবস্থা ব্যবসায়ের সাফল্যকে সবচেয়ে বেশি প্রভাবিত করে?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) কারিগরি
Ο গ) সাংস্কৃতিক
Ο ঘ) প্রাকৃতিক
সঠিক উত্তর: (ক)

২৯৬. নিচের কোনটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান?
Ο ক) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
Ο খ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο গ) বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট
Ο ঘ) নট্রামস
সঠিক উত্তর: (গ)

২৯৭. আত্মকর্মসংস্থান কোন ধরণের পেশা?
Ο ক) স্বাধীন
Ο খ) পরাধীন
Ο গ) ব্যয়বহুল
Ο ঘ) সৃজনশীল
সঠিক উত্তর: (ক)

২৯৮. কর্মসংস্থানকে কয়টি ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর: (খ)

২৯৯. উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ হল-
i. জনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি
ii. অর্থনীতির অনগ্রসরতা
iii. পরিকল্পনাহীন উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩০০. পণ্য নির্বাচনের পূর্বে নিরূপণ করতে হবে-
i. চাহিদা
ii. গ্রহণযোগ্যতা
iii. সহজ প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩০১. যুবসমাজ জীবিকা বলতে চাকরিকে বুঝে থাকে। কারণ-
i. সামাজিক মূল্যবোধ
ii. পুঁথিগত পড়াশোনা
iii. আত্মকর্সংস্থানের অস্বচ্ছ ধারণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩০২. ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যা কোন উপায়ে?
Ο ক) উদ্যোক্তার দূরদর্শিতার দ্বারা
Ο খ) উদ্যোক্তার গুণাবলি দ্বারা
Ο গ) উদ্যোক্তার শক্তিমত্তা দ্বারা
Ο ঘ) উদ্যোক্তার সাহসিকতার দ্বারা
সঠিক উত্তর: (খ)

৩০৩. বেকার সমস্যা লাঘবের অন্যতম খাত-
Ο ক) বৈদেশিক অনুদান
Ο খ) বেসরকারি খাত
Ο গ) বৈদেশিক সাহায্য
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)

৩০৪. আত্মকর্মসংস্থানের জন্য কোনটি সমস্যা নয়?
Ο ক) বয়স
Ο খ) অদক্ষতা
Ο গ) পুঁজির অভাব
Ο ঘ) নিজস্ব চিন্তার অভাব
সঠিক উত্তর: (ক)

৩০৫. নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ কোন প্রতিষ্ঠানের কাজ?
Ο ক) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
Ο খ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট
Ο গ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
Ο ঘ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
সঠিক উত্তর: (খ)

৩০৬. কোনটি আত্মকর্সংস্থানের আওতাভুক্ত?
Ο ক) শিক্ষকতা
Ο খ) ডাক্তারি
Ο গ) চাকরি
Ο ঘ) মৌমাছি চাষ
সঠিক উত্তর: (ঘ)

৩০৭. আত্মকর্মসংস্থানের মোধ্যমে নিশ্চিত করা যায়-
i. শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ
ii. বেকারত্ব দূরীকরণ
iii. অর্থনৈতিক উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩টি প্রশ্নের উত্তর দাও: আবু সায়েম একজন বেকার যুবক। সে ভালো কোনো চাকরি না পেয়ে অবশেষে ১,০০,০০০ টাকা পুঁজি নিয়ে কম্পিউটার কম্পোজের দোকান দিল। প্রথম দিকে ব্যবসায়ে ক্ষতি এবং বিভিন্ন সমস্যাদেখা দিলেও পরবর্তীতে ব্যবসায় ভালোই চলতে লাগলো।

৩০৮. আবু সায়েমের উদ্যোগটি-
i. একটি আত্মকর্মসংস্থান
ii. একটি মাঝারি ব্যবসায়
iii. একটি মালিকানা ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

৩০৯. আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে উপার্জন-
i. অনিশ্চিত আয়
ii. নির্দিষ্ট নয়
iii. একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রাপ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)

৩১০. আবু সয়েম সন্তুষ্ট কারণ-
i. সে স্বাধীনভাবে উপার্জন করতে পারছে
ii একটি নির্দিষ্ট সময় পর পর্যাপ্ত উপার্জন করছে
iii. সে নিজের দক্ষতা ব্যবহারের সুযোগ পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post