ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৩ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. আত্মকর্মসংস্থানে উদ্বুব্ধকরণে করণীয় হলো-
Ο ক) চাকরির অভাব তুলে ধরা
Ο খ) শিল্পপতির জীবনী ব্যাখ্যা
Ο গ) আত্মকর্মসংস্থানের কারণ জানা
Ο ঘ) প্রশিক্ষণ ও ঋণদান
সঠিক উত্তর: (ঘ)
২০২. প্রশিক্ষণ শেষে সানজিদা ইসলাম কত একর জমিতে ফুল চাষ করেন?
Ο ক) ১ একর
Ο খ) ২ একর
Ο গ) ৩ একর
Ο ঘ) ৪ একর
সঠিক উত্তর: (ক)
২০৩. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয়-
i. সঠিক পণ্য
ii. মুনাফার নিশ্চয়তা
iii. পণ্যের চাহিদা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৪. নিচের কোনটি উদ্যোক্তা বা কর্মচারীদের মনোভাবের উন্নতি সাধন করে?
Ο ক) প্রদক্ষিণ
Ο খ) প্রমোশন
Ο গ) প্রশিক্ষণ
Ο ঘ) প্রণোদনা
সঠিক উত্তর: (গ)
২০৫. বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশে কাজের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ কী?
Ο ক) জনসংখ্যার দ্রুত বৃদ্ধি
Ο খ) অর্থনৈতিক পশ্চাৎপদতা
Ο গ) অপরিকল্পিত উন্নয়ন
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২০৬. নিচের কোনটি বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট কর্মসূচির আওতাভূক্ত?
Ο ক) নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ
Ο খ) নতুন যন্ত্রপাতি উদ্ভাবন
Ο গ) নতুন পদ্ধতি আবিষ্কার
Ο ঘ) নিবন্ধন প্রদান
সঠিক উত্তর: (ক)
২০৭. ব্যবসায় শুরু করার পূর্বে উদ্যোক্তাদের কোন বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন?
Ο ক) উদ্যোক্তাদের সংখ্যা
Ο খ) সঠিক প্রযুক্তি ব্যবহার
Ο গ) উদ্যোক্তাদের নাম
Ο ঘ) উৎপাদিত পণ্য রপ্তানি
সঠিক উত্তর: (খ)
২০৮. পণ্যের চাহিদা নির্ধারণের পূর্বেই নিরূপণ করতে হবে-
i. পণ্যের বাজার পরিধি
ii. বাজারজাতকরণের কৌশল
iii. পণ্যের গ্রহণযোগ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০৯. মহিলা বিষয়ক মন্ত্রণালয় আগ্রহী মহিলাদের কোন ধরণের প্রশিক্ষণ প্রদান করে?
Ο ক) কারিগরি
Ο খ) প্রযুক্তিগত
Ο গ) তথ্যগত ও কারিগরি
Ο ঘ) কারিগরি ও প্রযুক্তিগত
সঠিক উত্তর: (ঘ)
২১০. উন্নত বিশ্বের অগ্রগতির প্রধান কারণ কোনটি?
i. ব্যবসায় প্রতিষ্ঠানের অনকুল পরিবেশ
ii. ব্যবসায় পরিচালনার অনুকূল পরিবেশ
iii. ব্যবসায় সম্প্রসারণের অনকুল পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১১. হাফিজ পতিত জমিতে কী চাষ শুরু করেন?
Ο ক) ধান
Ο খ) পাঠ
Ο গ) আখ
Ο ঘ) করলা
সঠিক উত্তর: (ঘ)
২১২. পণ্যের সঠিক চাহিদা নিরূপণে কোনটি প্রয়োজন?
Ο ক) মূল্য নির্ধারণ
Ο খ) যোগান নির্ধারণ
Ο গ) বাজার জরিপ
Ο ঘ) উৎপাদন
সঠিক উত্তর: (ঘ)
২১৩. কোন ধরণের কর্মিগণ অধিকতর দক্ষতা ও মিতব্যয়িতার সাথে কার্য সম্পাদন করতে পারে?
Ο ক) স্বাস্থ্যবান
Ο খ) শিক্ষিত
Ο গ) প্রশিক্ষিত
Ο ঘ) প্রেষিত
সঠিক উত্তর: (গ)
২১৪. বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠিকে কাজে লাগানোর জন্যে কোনটি প্রয়োজন?
Ο ক) চাকরি
Ο খ) শিল্প
Ο গ) ব্যবসায়
Ο ঘ) আত্মকর্মসংস্থান
সঠিক উত্তর: (ঘ)
২১৫. বাংলাদেশের লোকসংখ্যা ১৫ কোটি ২৫ লক্ষ কত সালের আদমশুমারি ও গৃহ গণনা অনুযায়ী?
Ο ক) ২০১১
Ο খ) ২০০১
Ο গ) ১৯৯১
Ο ঘ) ২০০৭
সঠিক উত্তর: (ক)
২১৬. প্রশিক্ষণ একান্ত প্রয়োজন কেন?
Ο ক) কর্মীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্যে
Ο খ) কর্মীর সাহসিকতা বৃদ্ধির জন্যে
Ο গ) কর্মীর অভিজ্ঞতা অর্জনের জন্যে
Ο ঘ) কর্মীর চাকরির নিরাপত্তার জন্যে
সঠিক উত্তর: (ক)
২১৭. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্বাচনে নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে কোনটি নির্ধারণের পথ খুঁজে পাওয়া যাবে?
Ο ক) সঠিক লক্ষ্য
Ο খ) ঝুঁকি
Ο গ) মূলধন
Ο ঘ) পণ্য
সঠিক উত্তর: (ক)
২১৮. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোন মন্ত্রণালয়ের অধীনে?
Ο ক) অর্থ
Ο খ) শিল্প
Ο গ) পররাষ্ট্র
Ο ঘ) যোগাযোগ
সঠিক উত্তর: (খ)
২১৯. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
i. সুষ্ঠু পরিকল্পনার অভাব
ii. চাকরির প্রতি অধিক আগ্রহ
iii. বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২০. কর্মীর কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করে নিচের কোনটি?
Ο ক) শিক্ষা
Ο খ) প্রশিক্ষণ
Ο গ) কার্যদক্ষতা
Ο ঘ) অভিজ্ঞতা
সঠিক উত্তর: (খ)
২২১. বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তির কী বৃদ্ধি পেয়েছে?
Ο ক) ব্যক্তি মর্যাদা
Ο খ) সামাজিক মর্যাদা
Ο গ) রাষ্ট্রীয় মর্যাদা
Ο ঘ) ধর্মীয় মর্যাদা
সঠিক উত্তর: (খ)
২২২. কোয়েল লালন-পালনে আত্মকর্মসংস্থানেসাকিব সফল হওয়ার কারণ-
i. কেয়েলের দ্রুত বৃদ্ধি ঘটায়
ii. কেয়েলের মাংসের চাহিদা বেশি হওয়ায়
iii. কেয়েলের রোগ-ব্যধি কম বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৩. প্রশিক্ষণ কর্মীদের মধ্যে সৃষ্টি করে-
i. সহযোগিতা
ii. সমন্বয়
iii. চাকরির নিরাপত্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৪. আদমশুমারি ও গৃহ গননা ২০১১-এর হিসাব মতে আমাদের দেশের লোকসংখ্যা কত?
Ο ক) ১৪,৭২,৯৭,৩৬৪ জন
Ο খ) ১৪,৯৭,৭২,৩৬৪ জন
Ο গ) ১৫,২৫,১৮,০১৫ জন
Ο ঘ) ১৫,৭২,৯৭,৩৬৪ জন
সঠিক উত্তর: (গ)
২২৫. আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফলতা সম্ভব হয়-
i. কঠোর পরিশ্রমের কারণে
ii. অধিক পুঁজি বিনিয়োগের কারণে
iii. সুযোগের সঠিক ব্যবহারের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৬. আমাদের দেশে কোন ধরণের বেকারত্বের সংখ্যা প্রকট?
Ο ক) সাময়িক
Ο খ) পূর্ণকালীন
Ο গ) মৌসুমি
Ο ঘ) দীর্ঘকালীন
সঠিক উত্তর: (গ)
২২৭. আত্মকর্মসংস্থানের জন্য কোনটি প্রয়োজন?
i. ব্যক্তিগত দক্ষতা
ii. স্বনির্ভর পেশায় নিয়োজিত থাকার প্রবল ইচ্ছা
iii. প্রচুর পুঁজি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৮. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন-
i. স্বল্প পুঁজি
ii. নিজস্ব চিন্তা ও জ্ঞান
iii. বুদ্ধিমত্তা ও দক্ষতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৯. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয় কতটি?
Ο ক) ১০টি
Ο খ) ১১টি
Ο গ) ১২টি
Ο ঘ) ১৩টি
সঠিক উত্তর: (ঘ)
২৩০. কোন প্রতিষ্ঠান কুটিরশিল্পের কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে?
Ο ক) নট্রামস্
Ο খ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
Ο গ) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
Ο ঘ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
সঠিক উত্তর: (খ)
২৩১. আত্মকর্মসংস্থানের মানসিকতা যুব সমাজের ওপর কীরূপ প্রভাব ফেলে?
i. দেশপ্রেমে উদ্বুদ্ধ করে
ii. স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে
iii. সমাজবিরোধী কাজে লিপ্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩২. স্বনির্ভর পেশায় নিয়োজিত থেকে জীবিকা অর্জনের মানসিকতা সৃষ্টি করা যায়-
i. ব্যবসায়ের মাধ্যমে
ii. চাকরির মাধ্যমে
iii. বেসরকারি চাকরির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৩. কোনটি স্বাধীন পেশা হিসেবে স্বীকৃত?
Ο ক) সরকারি চাকরি
Ο খ) বেসরকারি চাকরি
Ο গ) আত্মকর্মসংস্থান
Ο ঘ) বহুজাতিক কোম্পানির চাকরি
সঠিক উত্তর: (গ)
২৩৪. আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে নানা ধরণের কর্মকান্ড পরিচালনা করে-
Ο ক) যুব উন্নয়ন অধিদপ্তর
Ο খ) বি ডি এল
Ο গ) বিসিক
Ο ঘ) বিটাক
সঠিক উত্তর: (গ)
২৩৫. যে দেশে উদ্যোক্তার সংখ্যা যত বেশি সে দেশ- ভাবে তত উন্নত।
Ο ক) সামাজিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) ধর্মীয়
সঠিক উত্তর: (গ)
২৩৬. কোনটি মহিলাদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে?
Ο ক) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο খ) অর্থ মন্ত্রণালয়
Ο গ) যুব মন্ত্রণালয়
Ο ঘ) বাণিজ্য মন্ত্রণালয়
সঠিক উত্তর: (ক)
২৩৭. কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া কোন প্রতিষ্ঠানের কাজ?
Ο ক) বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
Ο খ) পল্লী উন্নয়ন বোর্ড
Ο গ) গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প
Ο ঘ) নট্রামস
সঠিক উত্তর: (ঘ)
২৩৮. রুহিন ও মুহিন দুই ভাই। রুহিন ব্যবসায় করে এবং মুহিন সরকারি চাকরি করে জীবিকা নির্বাহ করে। রুহিন ও মুহিনের পেশাকে একত্রে কী বলে?
Ο ক) আত্মকর্মসংস্থান
Ο খ) কর্মসংস্থান
Ο গ) ব্যবসায়
Ο ঘ) চাকরি
সঠিক উত্তর: (খ)
২৩৯. আত্মকর্মসংস্থানে সবচেয়ে বড় মূলধন কোনটি?
Ο ক) মনোবল
Ο খ) নিজের দক্ষতা
Ο গ) উদ্যোগ
Ο ঘ) সাহসিকতা
সঠিক উত্তর: (খ)
২৪০. আত্মকর্মসংস্থান ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে কীসের ওপর নির্ভর করে?
Ο ক) উপযুক্ত ক্ষেত্র
Ο খ) উপযুক্ত শিক্ষা
Ο গ) পর্যাপ্ত পুঁজি
Ο ঘ) পর্যাপ্ত শ্রমিক
সঠিক উত্তর: (ক)
২৪১. কোনটির মাধ্যমে শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ করা যায়?
Ο ক) আত্মকর্মসংস্থানের মাধ্যমে
Ο খ) প্রশিক্ষণের মাধ্যমে
Ο গ) জনশক্তি রপ্তানি করে
Ο ঘ) জনসংখ্যা হ্রাস করার মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
২৪২. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত নয়?
Ο ক) খুচরা বিক্রেতা
Ο খ) রেডিও টেলিভিশন মেকানিকস্
Ο গ) ডাক্তারি
Ο ঘ) শিক্ষকতা
সঠিক উত্তর: (ঘ)
২৪৩. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নয়?
Ο ক) পিতল দ্রব্যাদি প্রস্তুত
Ο খ) কাঁসার দ্রব্যাদি প্রস্তুত
Ο গ) ঝিনুক দ্রব্যাদি প্রস্তুত
Ο ঘ) চা শিল্প
সঠিক উত্তর: (ঘ)
২৪৪. জনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি, অর্থনীতির অনগ্রসরতা এবং পরিকল্পনাহীন উন্নয়ন প্রভৃতির প্রধান শিকার হয়-
Ο ক) ছাত্রসমাজ
Ο খ) শিশুরা
Ο গ) সরকার
Ο ঘ) যুবসমাজ
সঠিক উত্তর: (ঘ)
২৪৫. ব্যবসায় শুরু করার পূর্বেই কোন কাজ কখন ও কীভাবে করা হবে তা ঠিক করাকে কী বলে?
Ο ক) পরিচালনা
Ο খ) পরিকল্পনা
Ο গ) সিদ্ধান্ত
Ο ঘ) সংগঠন
সঠিক উত্তর: (খ)
২৪৬. কোন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভবনা অসীম?
Ο ক) আত্মকর্মসংস্থান
Ο খ) ব্যবসায়
Ο গ) সরকারি চাকরি
Ο ঘ) বেসরকারি চাকরি
সঠিক উত্তর: (ক)
২৪৭. মি. সজল মাস্টার্স পাস করার পর বুঝতে পারল সরকারি বা বেসরকারি চাকরির মাধ্যমে কর্মসংস্থান সহজ নয়। বিকল্প হিসেবে তিনি নিচের কোনটি করতে পারেন?
Ο ক) বিদেশ গমন
Ο খ) আত্মকর্মসংস্থান
Ο গ) ফ্যাশন ডিজাইন
Ο ঘ) চারু ও কারুকলা
সঠিক উত্তর: (খ)
২৪৮. কোন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল?
Ο ক) সরকারি চাকরি
Ο খ) বেসরকারি চাকরি
Ο গ) আত্মকর্মসংস্থান
Ο ঘ) আধা-সরকারি চাকরি
সঠিক উত্তর: (গ)
২৪৯. নট্রামস কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়?
Ο ক) শিক্ষা
Ο খ) স্বাস্থ্য
Ο গ) যুব ও ক্রীড়া
Ο ঘ) মহিলা বিষয়ক
সঠিক উত্তর: (ক)
২৫০. আত্মকর্মসংস্থানের জন্য বয়স কীরূপ সমস্যা?
Ο ক) মারাত্মক
Ο খ) সমস্যা নয়
Ο গ) অল্পজ্ঞান
Ο ঘ) মোটামুটি
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. আত্মকর্মসংস্থানে উদ্বুব্ধকরণে করণীয় হলো-
Ο ক) চাকরির অভাব তুলে ধরা
Ο খ) শিল্পপতির জীবনী ব্যাখ্যা
Ο গ) আত্মকর্মসংস্থানের কারণ জানা
Ο ঘ) প্রশিক্ষণ ও ঋণদান
সঠিক উত্তর: (ঘ)
২০২. প্রশিক্ষণ শেষে সানজিদা ইসলাম কত একর জমিতে ফুল চাষ করেন?
Ο ক) ১ একর
Ο খ) ২ একর
Ο গ) ৩ একর
Ο ঘ) ৪ একর
সঠিক উত্তর: (ক)
২০৩. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয়-
i. সঠিক পণ্য
ii. মুনাফার নিশ্চয়তা
iii. পণ্যের চাহিদা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৪. নিচের কোনটি উদ্যোক্তা বা কর্মচারীদের মনোভাবের উন্নতি সাধন করে?
Ο ক) প্রদক্ষিণ
Ο খ) প্রমোশন
Ο গ) প্রশিক্ষণ
Ο ঘ) প্রণোদনা
সঠিক উত্তর: (গ)
২০৫. বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশে কাজের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ কী?
Ο ক) জনসংখ্যার দ্রুত বৃদ্ধি
Ο খ) অর্থনৈতিক পশ্চাৎপদতা
Ο গ) অপরিকল্পিত উন্নয়ন
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২০৬. নিচের কোনটি বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট কর্মসূচির আওতাভূক্ত?
Ο ক) নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ
Ο খ) নতুন যন্ত্রপাতি উদ্ভাবন
Ο গ) নতুন পদ্ধতি আবিষ্কার
Ο ঘ) নিবন্ধন প্রদান
সঠিক উত্তর: (ক)
২০৭. ব্যবসায় শুরু করার পূর্বে উদ্যোক্তাদের কোন বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন?
Ο ক) উদ্যোক্তাদের সংখ্যা
Ο খ) সঠিক প্রযুক্তি ব্যবহার
Ο গ) উদ্যোক্তাদের নাম
Ο ঘ) উৎপাদিত পণ্য রপ্তানি
সঠিক উত্তর: (খ)
২০৮. পণ্যের চাহিদা নির্ধারণের পূর্বেই নিরূপণ করতে হবে-
i. পণ্যের বাজার পরিধি
ii. বাজারজাতকরণের কৌশল
iii. পণ্যের গ্রহণযোগ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০৯. মহিলা বিষয়ক মন্ত্রণালয় আগ্রহী মহিলাদের কোন ধরণের প্রশিক্ষণ প্রদান করে?
Ο ক) কারিগরি
Ο খ) প্রযুক্তিগত
Ο গ) তথ্যগত ও কারিগরি
Ο ঘ) কারিগরি ও প্রযুক্তিগত
সঠিক উত্তর: (ঘ)
২১০. উন্নত বিশ্বের অগ্রগতির প্রধান কারণ কোনটি?
i. ব্যবসায় প্রতিষ্ঠানের অনকুল পরিবেশ
ii. ব্যবসায় পরিচালনার অনুকূল পরিবেশ
iii. ব্যবসায় সম্প্রসারণের অনকুল পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১১. হাফিজ পতিত জমিতে কী চাষ শুরু করেন?
Ο ক) ধান
Ο খ) পাঠ
Ο গ) আখ
Ο ঘ) করলা
সঠিক উত্তর: (ঘ)
২১২. পণ্যের সঠিক চাহিদা নিরূপণে কোনটি প্রয়োজন?
Ο ক) মূল্য নির্ধারণ
Ο খ) যোগান নির্ধারণ
Ο গ) বাজার জরিপ
Ο ঘ) উৎপাদন
সঠিক উত্তর: (ঘ)
২১৩. কোন ধরণের কর্মিগণ অধিকতর দক্ষতা ও মিতব্যয়িতার সাথে কার্য সম্পাদন করতে পারে?
Ο ক) স্বাস্থ্যবান
Ο খ) শিক্ষিত
Ο গ) প্রশিক্ষিত
Ο ঘ) প্রেষিত
সঠিক উত্তর: (গ)
২১৪. বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠিকে কাজে লাগানোর জন্যে কোনটি প্রয়োজন?
Ο ক) চাকরি
Ο খ) শিল্প
Ο গ) ব্যবসায়
Ο ঘ) আত্মকর্মসংস্থান
সঠিক উত্তর: (ঘ)
২১৫. বাংলাদেশের লোকসংখ্যা ১৫ কোটি ২৫ লক্ষ কত সালের আদমশুমারি ও গৃহ গণনা অনুযায়ী?
Ο ক) ২০১১
Ο খ) ২০০১
Ο গ) ১৯৯১
Ο ঘ) ২০০৭
সঠিক উত্তর: (ক)
২১৬. প্রশিক্ষণ একান্ত প্রয়োজন কেন?
Ο ক) কর্মীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্যে
Ο খ) কর্মীর সাহসিকতা বৃদ্ধির জন্যে
Ο গ) কর্মীর অভিজ্ঞতা অর্জনের জন্যে
Ο ঘ) কর্মীর চাকরির নিরাপত্তার জন্যে
সঠিক উত্তর: (ক)
২১৭. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্বাচনে নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে কোনটি নির্ধারণের পথ খুঁজে পাওয়া যাবে?
Ο ক) সঠিক লক্ষ্য
Ο খ) ঝুঁকি
Ο গ) মূলধন
Ο ঘ) পণ্য
সঠিক উত্তর: (ক)
২১৮. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোন মন্ত্রণালয়ের অধীনে?
Ο ক) অর্থ
Ο খ) শিল্প
Ο গ) পররাষ্ট্র
Ο ঘ) যোগাযোগ
সঠিক উত্তর: (খ)
২১৯. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
i. সুষ্ঠু পরিকল্পনার অভাব
ii. চাকরির প্রতি অধিক আগ্রহ
iii. বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২০. কর্মীর কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করে নিচের কোনটি?
Ο ক) শিক্ষা
Ο খ) প্রশিক্ষণ
Ο গ) কার্যদক্ষতা
Ο ঘ) অভিজ্ঞতা
সঠিক উত্তর: (খ)
২২১. বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তির কী বৃদ্ধি পেয়েছে?
Ο ক) ব্যক্তি মর্যাদা
Ο খ) সামাজিক মর্যাদা
Ο গ) রাষ্ট্রীয় মর্যাদা
Ο ঘ) ধর্মীয় মর্যাদা
সঠিক উত্তর: (খ)
২২২. কোয়েল লালন-পালনে আত্মকর্মসংস্থানেসাকিব সফল হওয়ার কারণ-
i. কেয়েলের দ্রুত বৃদ্ধি ঘটায়
ii. কেয়েলের মাংসের চাহিদা বেশি হওয়ায়
iii. কেয়েলের রোগ-ব্যধি কম বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৩. প্রশিক্ষণ কর্মীদের মধ্যে সৃষ্টি করে-
i. সহযোগিতা
ii. সমন্বয়
iii. চাকরির নিরাপত্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৪. আদমশুমারি ও গৃহ গননা ২০১১-এর হিসাব মতে আমাদের দেশের লোকসংখ্যা কত?
Ο ক) ১৪,৭২,৯৭,৩৬৪ জন
Ο খ) ১৪,৯৭,৭২,৩৬৪ জন
Ο গ) ১৫,২৫,১৮,০১৫ জন
Ο ঘ) ১৫,৭২,৯৭,৩৬৪ জন
সঠিক উত্তর: (গ)
২২৫. আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফলতা সম্ভব হয়-
i. কঠোর পরিশ্রমের কারণে
ii. অধিক পুঁজি বিনিয়োগের কারণে
iii. সুযোগের সঠিক ব্যবহারের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৬. আমাদের দেশে কোন ধরণের বেকারত্বের সংখ্যা প্রকট?
Ο ক) সাময়িক
Ο খ) পূর্ণকালীন
Ο গ) মৌসুমি
Ο ঘ) দীর্ঘকালীন
সঠিক উত্তর: (গ)
২২৭. আত্মকর্মসংস্থানের জন্য কোনটি প্রয়োজন?
i. ব্যক্তিগত দক্ষতা
ii. স্বনির্ভর পেশায় নিয়োজিত থাকার প্রবল ইচ্ছা
iii. প্রচুর পুঁজি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২৮. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন-
i. স্বল্প পুঁজি
ii. নিজস্ব চিন্তা ও জ্ঞান
iii. বুদ্ধিমত্তা ও দক্ষতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৯. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয় কতটি?
Ο ক) ১০টি
Ο খ) ১১টি
Ο গ) ১২টি
Ο ঘ) ১৩টি
সঠিক উত্তর: (ঘ)
২৩০. কোন প্রতিষ্ঠান কুটিরশিল্পের কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে?
Ο ক) নট্রামস্
Ο খ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
Ο গ) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
Ο ঘ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
সঠিক উত্তর: (খ)
২৩১. আত্মকর্মসংস্থানের মানসিকতা যুব সমাজের ওপর কীরূপ প্রভাব ফেলে?
i. দেশপ্রেমে উদ্বুদ্ধ করে
ii. স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে
iii. সমাজবিরোধী কাজে লিপ্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩২. স্বনির্ভর পেশায় নিয়োজিত থেকে জীবিকা অর্জনের মানসিকতা সৃষ্টি করা যায়-
i. ব্যবসায়ের মাধ্যমে
ii. চাকরির মাধ্যমে
iii. বেসরকারি চাকরির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৩. কোনটি স্বাধীন পেশা হিসেবে স্বীকৃত?
Ο ক) সরকারি চাকরি
Ο খ) বেসরকারি চাকরি
Ο গ) আত্মকর্মসংস্থান
Ο ঘ) বহুজাতিক কোম্পানির চাকরি
সঠিক উত্তর: (গ)
২৩৪. আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে নানা ধরণের কর্মকান্ড পরিচালনা করে-
Ο ক) যুব উন্নয়ন অধিদপ্তর
Ο খ) বি ডি এল
Ο গ) বিসিক
Ο ঘ) বিটাক
সঠিক উত্তর: (গ)
২৩৫. যে দেশে উদ্যোক্তার সংখ্যা যত বেশি সে দেশ- ভাবে তত উন্নত।
Ο ক) সামাজিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) ধর্মীয়
সঠিক উত্তর: (গ)
২৩৬. কোনটি মহিলাদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে?
Ο ক) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο খ) অর্থ মন্ত্রণালয়
Ο গ) যুব মন্ত্রণালয়
Ο ঘ) বাণিজ্য মন্ত্রণালয়
সঠিক উত্তর: (ক)
২৩৭. কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া কোন প্রতিষ্ঠানের কাজ?
Ο ক) বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
Ο খ) পল্লী উন্নয়ন বোর্ড
Ο গ) গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প
Ο ঘ) নট্রামস
সঠিক উত্তর: (ঘ)
২৩৮. রুহিন ও মুহিন দুই ভাই। রুহিন ব্যবসায় করে এবং মুহিন সরকারি চাকরি করে জীবিকা নির্বাহ করে। রুহিন ও মুহিনের পেশাকে একত্রে কী বলে?
Ο ক) আত্মকর্মসংস্থান
Ο খ) কর্মসংস্থান
Ο গ) ব্যবসায়
Ο ঘ) চাকরি
সঠিক উত্তর: (খ)
২৩৯. আত্মকর্মসংস্থানে সবচেয়ে বড় মূলধন কোনটি?
Ο ক) মনোবল
Ο খ) নিজের দক্ষতা
Ο গ) উদ্যোগ
Ο ঘ) সাহসিকতা
সঠিক উত্তর: (খ)
২৪০. আত্মকর্মসংস্থান ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে কীসের ওপর নির্ভর করে?
Ο ক) উপযুক্ত ক্ষেত্র
Ο খ) উপযুক্ত শিক্ষা
Ο গ) পর্যাপ্ত পুঁজি
Ο ঘ) পর্যাপ্ত শ্রমিক
সঠিক উত্তর: (ক)
২৪১. কোনটির মাধ্যমে শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ করা যায়?
Ο ক) আত্মকর্মসংস্থানের মাধ্যমে
Ο খ) প্রশিক্ষণের মাধ্যমে
Ο গ) জনশক্তি রপ্তানি করে
Ο ঘ) জনসংখ্যা হ্রাস করার মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
২৪২. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত নয়?
Ο ক) খুচরা বিক্রেতা
Ο খ) রেডিও টেলিভিশন মেকানিকস্
Ο গ) ডাক্তারি
Ο ঘ) শিক্ষকতা
সঠিক উত্তর: (ঘ)
২৪৩. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নয়?
Ο ক) পিতল দ্রব্যাদি প্রস্তুত
Ο খ) কাঁসার দ্রব্যাদি প্রস্তুত
Ο গ) ঝিনুক দ্রব্যাদি প্রস্তুত
Ο ঘ) চা শিল্প
সঠিক উত্তর: (ঘ)
২৪৪. জনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি, অর্থনীতির অনগ্রসরতা এবং পরিকল্পনাহীন উন্নয়ন প্রভৃতির প্রধান শিকার হয়-
Ο ক) ছাত্রসমাজ
Ο খ) শিশুরা
Ο গ) সরকার
Ο ঘ) যুবসমাজ
সঠিক উত্তর: (ঘ)
২৪৫. ব্যবসায় শুরু করার পূর্বেই কোন কাজ কখন ও কীভাবে করা হবে তা ঠিক করাকে কী বলে?
Ο ক) পরিচালনা
Ο খ) পরিকল্পনা
Ο গ) সিদ্ধান্ত
Ο ঘ) সংগঠন
সঠিক উত্তর: (খ)
২৪৬. কোন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভবনা অসীম?
Ο ক) আত্মকর্মসংস্থান
Ο খ) ব্যবসায়
Ο গ) সরকারি চাকরি
Ο ঘ) বেসরকারি চাকরি
সঠিক উত্তর: (ক)
২৪৭. মি. সজল মাস্টার্স পাস করার পর বুঝতে পারল সরকারি বা বেসরকারি চাকরির মাধ্যমে কর্মসংস্থান সহজ নয়। বিকল্প হিসেবে তিনি নিচের কোনটি করতে পারেন?
Ο ক) বিদেশ গমন
Ο খ) আত্মকর্মসংস্থান
Ο গ) ফ্যাশন ডিজাইন
Ο ঘ) চারু ও কারুকলা
সঠিক উত্তর: (খ)
২৪৮. কোন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল?
Ο ক) সরকারি চাকরি
Ο খ) বেসরকারি চাকরি
Ο গ) আত্মকর্মসংস্থান
Ο ঘ) আধা-সরকারি চাকরি
সঠিক উত্তর: (গ)
২৪৯. নট্রামস কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়?
Ο ক) শিক্ষা
Ο খ) স্বাস্থ্য
Ο গ) যুব ও ক্রীড়া
Ο ঘ) মহিলা বিষয়ক
সঠিক উত্তর: (ক)
২৫০. আত্মকর্মসংস্থানের জন্য বয়স কীরূপ সমস্যা?
Ο ক) মারাত্মক
Ο খ) সমস্যা নয়
Ο গ) অল্পজ্ঞান
Ο ঘ) মোটামুটি
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep