এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৩ (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৩ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
Ο ক) বিআরডিবি
Ο খ) বিপিউবি
Ο গ) বিপিডিবি
Ο ঘ) বিআরভিপি
সঠিক উত্তর: (ক)

১৫২. আত্মকর্মসংস্থানের মানসিকতা যুব সমাজকে-
i. দেশপ্রেমে উদ্বুদ্ধ করে
ii. স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে
iii. সামাজিক অপরাধ নির্মূলে উৎসাহিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫৩. কোনটি ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা?
i. প্রশিক্ষণের অভাব
ii. রাজনৈতিক অস্থিরতা
iii. ধর্মীয় অনুভূতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫৪. কোনটির সঠিক ব্যবহার উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন বাড়ানোর কাজকে সুগম করে?
Ο ক) পুঁজি
Ο খ) কাঁচামাল
Ο গ) শ্রমিক
Ο ঘ) প্রযুক্তি
সঠিক উত্তর: (ঘ)

১৫৫. কোনটির অভাবে শিল্পকারখানা উৎপাদন ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিচালিত হতে পারে না?
Ο ক) চলতি পুঁজি
Ο খ) স্থায়ী পুঁজি
Ο গ) বাজার
Ο ঘ) ঋণের
সঠিক উত্তর: (ক)

১৫৬. প্রথম মৌসুমে সানজিদা ইসলামের কত টাকা আয় হল?
Ο ক) ১০,০০০ টাকা
Ο খ) ২০,০০০ টাকা
Ο গ) ৪০,০০০ টাকা
Ο ঘ) ৫০,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)

১৫৭. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য প্রয়োজন?
i. উন্নত অবকাঠামোগত উপাদান
ii. সরকারি পৃষ্ঠপোষকতা
iii. আর্থসামাজিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫৮. যুব প্রশিক্ষণ কেন্দ্র দেশের যুব সমাজকে যেসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে সেগুলো হলো-
i. হাঁস-মুরগরি খামার তৈরি
ii. সফট্ওয়্যার তৈরি
iii. নার্সারি করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৫৯. ব্যবসায় ও শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে কিসের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে?
Ο ক) ব্যব্সায়
Ο খ) কৃষি
Ο গ) শিল্প
Ο ঘ) আত্মকর্মসংস্থান
সঠিক উত্তর: (ঘ)

১৬০. কোনটি ব্যবসায় উদ্যোগের অনুকুল পরিবেশ সৃষ্টিতে সহায়ক?
i. কর মওকুফ
ii. স্বল্প সুদে মূলধন সরবরাহ
iii. বিনাসুদে মূলধন সরবরাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬১. উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ কোনটি?
Ο ক) জনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি
Ο খ) অর্থনীতির অনগ্রসরতা
Ο গ) পরিকল্পনাবিহীন উন্নয়ন
Ο ঘ) জনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি, অর্থনীতির অনগ্রসরতা এবং পরিকল্পনাবিহীন উন্নয়ন
সঠিক উত্তর: (ঘ)

১৬২. বাংলাদেশে কোন ধরণের সমস্যা প্রকট?
Ο ক) পূর্ণকালীন
Ο খ) দীর্ঘকালীন
Ο গ) মৌসুমি
Ο ঘ) সাময়িক
সঠিক উত্তর: (গ)

১৬৩. নিচের কোনটি কর্মীদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আনয়নে সহায়তা করে?
Ο ক) প্রদক্ষিণ
Ο খ) প্রমোশন
Ο গ) প্রশিক্ষণ
Ο ঘ) প্রণোদনা
সঠিক উত্তর: (গ)

১৬৪. জনাব সুমন পাট দিয়ে বিভিন্ন খেলনা, পুতুল তৈরি করে বিক্রি করেন। তিনি কোনটিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন?
Ο ক) কৌশল
Ο খ) দেশীয় সম্পদ
Ο গ) জনশক্তি
Ο ঘ) অর্থ
সঠিক উত্তর: (খ)

১৬৫. ক্ষুদ্র শিল্পস্থাপন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা কোন প্রতিষ্ঠানের কাজ?
Ο ক) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
Ο খ) বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট
Ο গ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
Ο ঘ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
সঠিক উত্তর: (খ)

১৬৬. ছাত্র-ছাত্রীরা যাতে ক্ষুদ্র ব্যবসায়ে উদ্যোগ গ্রহণ করতে পারে সেজন্য কীসের ব্যবস্থা করতে হবে?
Ο ক) প্রয়োজনীয় ঋণদানের ব্যবস্থা করতে হবে
Ο খ) প্রয়োজনীয় ভূমির ব্যবস্থা করতে হবে
Ο গ) ট্রেড লইসেন্সের ব্যবস্থা করতে হবে
Ο ঘ) সম্পদ সংগ্রহের ব্যবস্থা করতে হবে
সঠিক উত্তর: (ক)

১৬৭. ব্যক্তিগত দক্ষতা ও জীবিকা অর্জনের জন্য প্রবল ইচ্ছাশক্তি কোনটির জন্য প্রয়োজন?
Ο ক) ব্যবসায়
Ο খ) চাকরি
Ο গ) আত্মকর্মসংস্থানের
Ο ঘ) মজুরিভিত্তিক চাকরি
সঠিক উত্তর: (গ)

১৬৮. বাংলাদেশের মোট শ্রম শক্তির পরিমাণ কত?
Ο ক) ৩ কোটি ৬৭ লক্ষ
Ο খ) ৪ কোটি ৯০ লক্ষ
Ο গ) ৫ কোটি ৬৭ লক্ষ
Ο ঘ) ৬ কোটি ৬৭ লক্ষ
সঠিক উত্তর: (গ)

১৬৯. কোনটি যত বেশি সমৃদ্ধ হবে ব্যবসায়ে সফল হওয়ার নিশ্চয়তাও তার বেশি হবে?
Ο ক) অর্থায়ন
Ο খ) পরিকল্পনা প্রণয়ন
Ο গ) মূল্যায়ন
Ο ঘ) সংগঠন উন্নয়ন
সঠিক উত্তর: (খ)

১৭০. সফল হওয়ার জন্য কী প্রয়োজন?
Ο ক) মূলধন
Ο খ) শ্রমিক
Ο গ) উদ্যম
Ο ঘ) সাহস
সঠিক উত্তর: (গ)

১৭১. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র-
i. হস্তচালিত তাঁত
ii. মাদুর তৈরি
iii. লবন উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭২. কীসের মাধ্যমে কর্মী কর্তৃক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের যন্ত্রপাতি সাজ-সরঞ্জাম ও অন্যান্য সম্পদের উৎকৃষ্ঠ ব্যবহার সম্ভব হয়?
Ο ক) পরিবেশ
Ο খ) প্রশিক্ষক
Ο গ) প্রশিক্ষণ
Ο ঘ) সরকার
সঠিক উত্তর: (গ)

১৭৩. সানজিদা ইসলাম কী পাস?
Ο ক) এসএসসি
Ο খ) এইচএসসি
Ο গ) স্নাতক
Ο ঘ) স্নাতকোত্তর
সঠিক উত্তর: (গ)

১৭৪. ব্যবসায় ঝুঁকি মোকাবিলায় উপায় কী?
i. ব্যবসায়সংক্রান্ত ঝুঁকি আগেই নিরূপণ করা
ii. ঝুঁকি মোকাবিলা করার কৌশল স্থির করে রাখা
iii. ঝুঁকিহীন প্রকল্প গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭৫. দেশের কোন অবস্থা ব্যবসায়ের সাফল্যকে প্রভাবিত করে?
i. অর্থনৈতিক অবস্থা
ii. সামাজিক অবস্থা
iii. রাজনৈতিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭৬. বর্তমানে দেশের কর্মসংস্থানের প্রধান উৎস কী?
Ο ক) আত্মকর্মসংস্থান
Ο খ) কৃষিকাজ
Ο গ) সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি
Ο ঘ) কর্মসংস্থানের জন্য বিদেশে গমন
সঠিক উত্তর: (গ)

১৭৭. বাংলাদেশের মৌসুমি বেকার সমস্যা সমাধানে কোনটি ভূমিকা রাথতে পারে?
Ο ক) বেসরকারি চাকরি
Ο খ) বহুজাতিক কোম্পানি
Ο গ) দেশীয় কোম্পানি
Ο ঘ) আত্মকর্মসংস্থান
সঠিক উত্তর: (ঘ)

১৭৮. ব্যবসায়ের সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে-
i. পারিবারিক সহযোগিতা
ii. যৌথ উদ্যোগ
iii. সমাজের সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭৯. সানজিদা ইসলাম কোনটির প্রশিক্ষণ নেন?
Ο ক) মৎস্য চাষ
Ο খ) হাঁস-মুরগির চাষ
Ο গ) গবাধি পশু পালন
Ο ঘ) ফুল চাষ
সঠিক উত্তর: (ঘ)

১৮০. ব্যবসায়ে সফল হতে সাহায্য করে-
i. ব্যবসায় সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা
ii. ব্যবস্থাপনা বিষয়ে উপযুক্ত শিক্ষা
iii. বিদেশি যন্ত্রপাতির সমাবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৮১. দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) দক্ষতা
Ο খ) অভিজ্ঞতা
Ο গ) প্রশিক্ষণ
Ο ঘ) শিক্ষা
সঠিক উত্তর: (গ)

১৮২. এ বছর করলা বিক্রি করে কত টাকা আয় করবেন বলে আশাবাদী?
Ο ক) প্রায় ১ লাখ টাকা
Ο খ) প্রায় ২ লাখ টাকা
Ο গ) প্রায় ৩ লাখ টাকা
Ο ঘ) প্রায় ৪ লাখ টাকা
সঠিক উত্তর: (গ)

১৮৩. কোন প্রতিষ্ঠান পল্লি অঞ্চলের মহিলাদের প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ঋণ বিতরণ করে?
Ο ক) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
Ο খ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
Ο গ) গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
Ο ঘ) নট্রামস
সঠিক উত্তর: (খ)

১৮৪. হাফিজুর কত একর জমিতে নানা ধরনের সবজির আবাদ করেছেন?
Ο ক) ২ একর
Ο খ) ৩ একর
Ο গ) ৪ একর
Ο ঘ) ৫ একর
সঠিক উত্তর: (ক)

১৮৫. আলম লন্ড্রি দোকানে মাসিক ৩,০০০ টাকা বেতনে কাজ করে। এটা আত্মকর্মসংস্থানমূলক কাজ নয়। করণ-
i. লন্ড্রি দোকানের কাজ আত্মকর্মসংস্থানমূলক নয়
ii. আলম বেতনের বিনিময়ে কাজ করে
iii. আলমের স্বনির্ভর পেশায় নিয়োজিত থাকার মানসিকতা নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)

১৮৬. ব্যবসায়ের ঝুঁকি নিরূপণ করা যায় কোনটির মাধ্যমে?
Ο ক) পণ্য নির্বাচনের মাধ্যমে
Ο খ) বাজার জরিপের মাধ্যমে
Ο গ) উপযুক্ত পদ্ধতির মাধ্যমে
Ο ঘ) চাহিদা নিরূপণের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)

১৮৭. কর্মসংস্থানের প্রধান উৎস কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৪টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (ক)

১৮৮. বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড আত্মকর্মসংস্থানের জন্য কোন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে?
Ο ক) মৎস্য চাষ
Ο খ) সবজি চাষ
Ο গ) বৃত্তিমূলক প্রশিক্ষণ
Ο ঘ) প্রযুক্তিগত প্রশিক্ষণ
সঠিক উত্তর: (গ)

১৮৯. দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের অপ্রতুলতা দূরীকরণ কিসের মাধ্যমে সম্ভব?
Ο ক) প্রদক্ষিণ
Ο খ) প্রমোশন
Ο গ) প্রণোদনা
Ο ঘ) প্রশিক্ষণ
সঠিক উত্তর: (ঘ)

১৯০. বেতন ও মজুরিভিত্তিক কর্মসংস্থানের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে-
i. আত্মকর্মসংস্থানের
ii. সেবা শিল্পের
iii. ক্ষুদ্র ব্যবসায়ের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৯১. ব্যবসায় ঝুঁকি কীভাবে নিরূপণ করা যায়?
Ο ক) উপযুক্ত পদ্ধতির মাধ্যমে
Ο খ) বাজার জরিপের মাধ্যমে
Ο গ) চাহিদা নিরূপণের মাধ্যমে
Ο ঘ) সঠিক পণ্য নির্বাচনের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

১৯২. হাফিজুর পেশায় কী?
Ο ক) কৃষক
Ο খ) জেলে
Ο গ) শিক্ষক
Ο ঘ) শিল্প উদ্যোক্তা
সঠিক উত্তর: (ক)

১৯৩. মহিলাদেরকে স্বকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া কোন মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য?
Ο ক) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο খ) যুব মন্ত্রণালয়
Ο গ) অর্থ মন্ত্রণালয়
Ο ঘ) বাণিজ্য মন্ত্রণালয়
সঠিক উত্তর: (ক)

১৯৪. আত্মকর্মসংস্থানমূলক কাজ হলো-
i. কাঠের আসবাবপত্র তৈরি
ii. টেইলারিং
iii. রবার চাষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৫. মি. আনিস পড়াশোনা শেষ করে ব্যবসায়ের মাধ্যমে জীবিকা উপার্জনে আগ্রহী। এজন্য প্রথমেই কোন বিষয়টি বিবেচনার প্রয়োজন পড়ে?
Ο ক) শেয়ারবাজার
Ο খ) অর্থনৈতিক নীতি
Ο গ) সঠিক পণ্য নির্বাচন
Ο ঘ) রাজনৈতিক পরিস্থিতি
সঠিক উত্তর: (গ)

১৯৬. মি. শরীফ মৎস চাষ ও সবজি বাগান তৈরির ওপর প্রশিক্ষণ নিতে চান। কোন প্রতিষ্ঠান তাকে সাহায্য করতে পারে?
Ο ক) পল্লী উন্নয়ন বোর্ড
Ο খ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο গ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
Ο ঘ) গ্রামীন কর্মসংস্থান প্রকল্প
সঠিক উত্তর: (গ)

১৯৭. কোনো ব্যক্তি যখন নিজের কর্মসংস্থানের পাশপাশি আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা করেন এবং এ লক্ষ্যে প্রতিষ্ঠান গড়ে তোলেন তখন তাকে কী বলা হয়?
Ο ক) চিন্তাবিদ
Ο খ) অর্থনীতিবিদ
Ο গ) উদ্যোক্তা
Ο ঘ) গবেষক
সঠিক উত্তর: (গ)

১৯৮. বাংলাদেশের যুবসমাজের নিকট আত্মকর্মসংস্থানের ধারণা কেমন?
i. স্বচ্ছ নয়
ii. যথেষ্ট নয়
iii. নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৯৯. পণ্যের চাহিদা নিরূপণ করা যায় কীসের মাধ্যমে?
Ο ক) মূল্য নির্ধারণ
Ο খ) যোগান জরিপ
Ο গ) উৎপাদন
Ο ঘ) বাজার জরিপ
সঠিক উত্তর: (ঘ)

২০০. বিদ্যালয় বা কলেজ থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানের জন্য কী করতে হবে?
Ο ক) ভূমির ব্যবস্থা
Ο খ) ট্রেড লাইসেন্সের ব্যবস্থা
Ο গ) সম্পদ সংগ্রহের ব্যবস্থা
Ο ঘ) ঋণদানের ব্যবস্থা
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post