ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৩ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. জনাব রহিম বেকারির মালিক। তিনি কাঁচামালের অপচয় রোধে কোন পদক্ষেপটি নিতে পারেন?
Ο ক) নতুন কর্মী নিয়োগ
Ο খ) মূলধনের পরিমাণ বৃদ্ধি
Ο গ) বিক্রয় বৃদ্ধি করা
Ο ঘ) কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা
সঠিক উত্তর: (ক)
১০২. বাংলাদেশের অর্থনীতিতে শিল্পখাতের অবদান শতকরা কতভাগ?
Ο ক) ২০ ভাগ
Ο খ) ৩০ ভাগ
Ο গ) ৪০ ভাগ
Ο ঘ) ৫০ ভাগ
সঠিক উত্তর: (খ)
১০৩. কোন প্রকল্পের মাধ্যমে পল্লি অঞ্চলের মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়?
Ο ক) গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
Ο খ) যুব উন্নয়ন কেন্দ্র
Ο গ) নট্রামস
Ο ঘ) নিডাসা
সঠিক উত্তর: (ক)
১০৪. কোন প্রতিষ্ঠান গ্রামের দুগ্ধ ও ভুমিহীন নারী-পুরষদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে?
Ο ক) বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
Ο খ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο গ) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
Ο ঘ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
সঠিক উত্তর: (গ)
১০৫. বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কতভাগ লোক গ্রামে বাস করে?
Ο ক) ৫০ ভাগ
Ο খ) ৬০ ভাগ
Ο গ) ৭০ ভাগ
Ο ঘ) ৮০ ভাগ
সঠিক উত্তর: (গ)
১০৬. কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি করে কোনটি?
Ο ক) সংগঠন
Ο খ) প্রশিক্ষণ
Ο গ) প্রেষণা
Ο ঘ) নির্দেশনা
সঠিক উত্তর: (খ)
১০৭. কোনটি নিরূপণ ব্যবসায় সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত?
Ο ক) পণ্যের সঠিক চাহিদা
Ο খ) ঋণের উৎস নির্বাচন
Ο গ) সরকারি সাহায্য
Ο ঘ) বেসরকারি সাহায্য
সঠিক উত্তর: (ক)
১০৮. বাংলাদেশের জাতীয় আয়ে সেবাখাতের অবদান শতকরা কতভাগ?
Ο ক) ৩০ ভাগ
Ο খ) ৪০ ভাগ
Ο গ) ৫০ ভাগ
Ο ঘ) ৬০ ভাগ
সঠিক উত্তর: (গ)
১০৯. হাফিজুর জমিতে কী আবাদ করেন?
i. কুমড়া
ii. বেগুন
iii. চিচিঙ্গা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১০. হাফিজ প্রতিমণ করলা কত দরে বিক্রয় করেন?
Ο ক) ১,০০০ টাকা
Ο খ) ১,১০০ টাকা
Ο গ) ১,২০০ টাকা
Ο ঘ) ১,৫০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১১১. আত্মকর্মসংস্থান নয় কোনটি?
Ο ক) বিমা ব্যবসায়
Ο খ) লন্ড্রি
Ο গ) চুলকাটা
Ο ঘ) বৈদ্যুতিক মেরামত
সঠিক উত্তর: (ক)
১১২. বাংলাদেশের জন্যে নতুন ব্যবসায় স্থাপন করা প্রয়োজন। কারণ-
i. সরকারি চাকরির সুযোগ সীমিত
ii. ব্যবসায়ের মাধ্যমে সম্পদ কাজে লাগে
iii. ব্যবসায়ের মাধ্যমে বেকারত্ব দূর করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৩. সমাজের লোকজনের কর্মসংস্থানের কথা চিন্তা করেন কে?
Ο ক) আত্মকর্মসংস্থানকারী
Ο খ) ব্যবসায়ী
Ο গ) বিনিয়োগকারী
Ο ঘ) উদ্যোক্তা
সঠিক উত্তর: (ঘ)
১১৪. কোন কর্মক্ষেত্র থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম?
Ο ক) চাকরি
Ο খ) আত্মকর্মসংস্থান
Ο গ) শিক্ষা
Ο ঘ) ব্যবসায়
সঠিক উত্তর: (খ)
১১৫. জনাবা রুমানা মাখন তৈরির ব্যবসায়ে নিয়োজিত। তিনি সম্প্রতি ১০ জন মহিলাকে কর্মী হিসেবে নিয়োগ দিয়েছেন। তাদের কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে তিনি কোনটি করতে পারেন?
Ο ক) বেতন বৃদ্ধি
Ο খ) পেনশন বৃদ্ধি
Ο গ) প্রশিক্ষণ বৃদ্ধি
Ο ঘ) নিরাপত্তা
সঠিক উত্তর: (গ)
১১৬. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে হবে-
i. বৃত্তিমূলক শিক্ষাকে
ii. কারিগরি শিক্ষাকে
iii. কর্মমুখী শিক্ষাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৭. হাফিজুর রহমান কী পাস?
Ο ক) অষ্টম শ্রেণি
Ο খ) নবম শ্রেণি
Ο গ) এসএসসি
Ο ঘ) এইচএসসি
সঠিক উত্তর: (গ)
১১৮. বাংলাদেশের আত্ম কর্মসংস্থানে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো যেসব অবদান রাখেশ সেগুলো হলো-
i. দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দান
ii. ক্ষুদ্র ঋণ প্রদান
iii. ঋণ ব্যবহার তত্ত্বাবধান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৯. যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার পদক্ষেপ কয়টি?
Ο ক) ৫টি
Ο খ) ৬টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (গ)
১২০. জনাব গাজী একজন সিমেন্ট ব্যবসায়ী। ব্যবসায়ের অনিশ্চয়তা রোধে তিনি কোন ধরণের পদক্ষেপ নিতে পারেন?
Ο ক) মূলধন বৃদ্ধি করা
Ο খ) কর্মী সংখ্যা বৃদ্ধি করা
Ο গ) প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার কৌশল স্থির করা
Ο ঘ) কর্মীদের বেতন বৃদ্ধি করা
সঠিক উত্তর: (গ)
১২১. আত্মকর্মসংস্থান থেকে প্রথমদিকে প্রাপ্ত আয়-
i. সীমিত
ii. অসীম
iii. অনিশ্চিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২২. মি. মশিউল আলম একজন অর্থ উপদেষ্টা। দেশের বেকারত্ব রোধে কোন দিকটির প্রতি তার সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা উচিত?
Ο ক) সরকারি চাকরি
Ο খ) বেসরকারি চাকরি
Ο গ) আত্মকর্মসংস্থান
Ο ঘ) বেকার ভাতা
সঠিক উত্তর: (গ)
১২৩. প্রশিক্ষণ ব্যবস্থা নতুন কর্মীদের কোনটির সাথে পরিচয় করিয়ে দেয়?
Ο ক) কর্ম পরিবেশ
Ο খ) অর্থনৈতিক পরিবেশ
Ο গ) রাজনৈতিক পরিবেশ
Ο ঘ) অর্থনৈতিক পরিবেশ
সঠিক উত্তর: (ক)
১২৪. কোথায় কোথায় যুব প্রশিক্ষণ রয়েছে?
Ο ক) প্রতিটি জেলায়
Ο খ) প্রতিটি উপজেলায়
Ο গ) প্রতিটি থানায়
Ο ঘ) প্রতিটি ইউনিয়নে
সঠিক উত্তর: (গ)
১২৫. যৌথ ব্যবসায়ের সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ উপাদান কী?
Ο ক) ব্যক্তির সহযোগিতা
Ο খ) পারিবারক সহযোগিতা
Ο গ) সমাজের সহযোগতা
Ο ঘ) বন্ধুদের সহযোগিতা
সঠিক উত্তর: (খ)
১২৬. কীসের মাধ্যমে ব্যবসায়ের ঝুঁকি নিরূপণ করা যায়?
Ο ক) সঠিক পণ্য নির্বাচন
Ο খ) চাহিদা নিরূপণ
Ο গ) উপযুক্ত পদ্ধতি
Ο ঘ) বাজার জরিপ
সঠিক উত্তর: (গ)
১২৭. কোনটির মাধ্যমে ব্যবসায়ের অনিশ্চয়তাজনিত ক্ষতির হাত থেকে ব্যবসায়কে রক্ষা করা যায়?
Ο ক) ঝুঁকি নিরূপন করে মোকাবেলার কৌশল বের করা
Ο খ) বাজেট প্রণয়ন করে সে অনুযায়ী কাজ করা
Ο গ) শ্রমিক নিয়োগ করে যথাযথ তত্ত্বাবধান করা
Ο ঘ) অধিক উৎপাদন করে যথাযথভাবে বন্টন করা
সঠিক উত্তর: (ক)
১২৮. আবেগ দ্বারা তাড়িত হয়ে কোনটি করা উচিত নয়?
Ο ক) কর্মী নিয়োগ
Ο খ) কর্মী প্রশিক্ষণ
Ο গ) বিক্রয় প্রমোশন
Ο ঘ) ধারে ক্রয়
সঠিক উত্তর: (ক)
১২৯. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোন ধরণের প্রতিষ্ঠান?
Ο ক) সরকারি
Ο খ) বেসরকারি
Ο গ) স্বায়ত্বশাসিত
Ο ঘ) যৌথ মালিকানধীন
সঠিক উত্তর: (খ)
১৩০. বিশেষ করে গ্রামের দুস্থ, শিক্ষিত, অধর্শিক্ষিত মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া কোন মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য?
Ο ক) সমাজকল্যাণ
Ο খ) পরিবেশ
Ο গ) মহিলা বিষয়ক
Ο ঘ) শিক্ষা
সঠিক উত্তর: (গ)
১৩১. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প শুধুমাত্র কাদের ঋণ পাওয়ার বোগ্য বলে বিবেচনা করে?
Ο ক) শিক্ষিতদের
Ο খ) প্রশিক্ষণপ্রাপ্তদের
Ο গ) অশিক্ষিতদের
Ο ঘ) দুস্থদের
সঠিক উত্তর: (খ)
১৩২. সরকারি প্রতিষ্ঠানে চাকরির সংখ্যা কেমন?
Ο ক) নির্দিষ্ট
Ο খ) অনির্দিষ্ট
Ο গ) ইচ্ছামত বাড়ানো সম্ভব
Ο ঘ) বাড়ানো সম্ভব নয়
সঠিক উত্তর: (ক)
১৩৩. শিল্পোদ্যোক্তা কোন বিষয়ে সজাগ থাকলে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যায়?
Ο ক) দক্ষতা
Ο খ) নিজের দূর্বলতা
Ο গ) নিজের যোগ্যতা
Ο ঘ) নিজের পরিচয়
সঠিক উত্তর: (খ)
১৩৪. প্রশিক্ষণ প্রয়োজন-
i. নতুন কর্মীর
ii. পুরাতন কর্মীর
iii. উদ্যোক্তাদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. ‘বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান’ কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে?
Ο ক) শিক্ষা
Ο খ) শিল্প
Ο গ) সমাজকল্যাণ
Ο ঘ) পররাষ্ট্র
সঠিক উত্তর: (খ)
১৩৬. যেকোন দেশে কর্মসংস্থানের একটি প্রধান উৎস হল-
Ο ক) সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি
Ο খ) রাষ্ট্রায়ত্ত
Ο গ) কৃষি
Ο ঘ) শিক্ষা
সঠিক উত্তর: (ক)
১৩৭. বাংলাদেশের মোট শ্রম শক্তির কত অংশ যুবক-যুবতী?
Ο ক) ১/২
Ο খ) ১/৩
Ο গ) ২/৩
Ο ঘ) ২/৪
সঠিক উত্তর: (খ)
১৩৮. ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা ইনস্টিটিউটের প্রধান কাজ?
Ο ক) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο খ) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
Ο গ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট
Ο ঘ) নট্রামস
সঠিক উত্তর: (গ)
১৩৯. বাংলাদেশের বহুসংখ্যক যুবকের বেকার থাকার মূল কারণ কোনটি?
Ο ক) তারা অলস, যেকোন শারীরিক পরিশ্রমের কাজ করতে চায় না
Ο খ) তাদের পিতা-মাতা তাদেরকে কাজ করতে উৎসাহিত করেন না
Ο গ) অনেক সেক্টরেই যুবকদের কাজের সুযোগ অতি স্বল্প
Ο ঘ) তাদের বয়সউপযোগী বৃত্তিমূলক প্রশিক্ষণেরসুযোগ কম
সঠিক উত্তর: (ঘ)
১৪০. হাফিজুর জমিতে কী আবাদ করেন? i. করলা ii. পুঁইশাক iii. বরবটি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪১. আজাদ ভাড়ার বিনিময়ে রেনুকা বন্ত্রালয়ের একাংশে দর্জির কাজ করে। তার কাজটি আত্মকর্মসংস্থানমূলক কাজের আওতায় পড়ে। কারণ-
Ο ক) সে স্বীয় দক্ষতা বলে উপার্জন করে
Ο খ) সে বেতনের বিনিময়ে উপার্জন করে
Ο গ) সে রেনুকা বস্ত্রালয়ের শেয়ার হোল্ডার
Ο ঘ) স্বনির্ভর পেশায় নিয়োজিত থাকার মানসিকতা তার আছে
সঠিক উত্তর: (ক)
১৪২. ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা হচ্ছে-
Ο ক) দিকনির্দেশনা দলিল
Ο খ) চক্ষুস্বরূপ
Ο গ) হস্তস্বরূপ
Ο ঘ) কর্ণস্বরূপ
সঠিক উত্তর: (ক)
১৪৩. কর্মসংস্থানের প্রকারভেদ-
i. দু প্রকার, যথা- বেতন ও মজুরি
ii. তিন প্রকার, যথা- চাকরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়
iii. চার প্রকার, যথা- বেতন, মজুরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৪৪. কোনটির মধ্যে ব্যবসায়ের সাফল্য নিহিত?
Ο ক) অধিক উৎপাদন
Ο খ) সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা
Ο গ) ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ
Ο ঘ) শ্রমিকদের কাজে লাগানো
সঠিক উত্তর: (গ)
১৪৫. বাংলাদেশের আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো-
i. বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট
ii. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
iii. ঋণ ব্যবহার তত্ত্বাবধান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. কর্মসংস্থানের প্রধান উৎস-
i. সরকারি প্রতিষ্ঠান
ii. বেসরকারি প্রতিষ্ঠান
iii. আধা-সরকারি প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৭. ধর, তুমি পড়ালেখা শেষ করে ভালো কোনো চাকরি পেলে না, তাছাড়া তোমার বৃহৎ ব্যবসায় করার মতো পর্যাপ্ত পুঁজিও নেই। সেক্ষেত্রে তুমি কী করবে?
Ο ক) ভাগ্যের ওপর দোষ দিয়ে চুপচাপ বসে থাকবে
Ο খ) পড়ালেখা করা ঠিক হয়নি মনে করবে
Ο গ) সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে
Ο ঘ) আত্মকর্মসংস্থানমূলক কাজ করার চেষ্টা করবে
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. হাফিজুর হাইব্রিড টিয়া প্রজাতির করলা চাষ করেছেন কত একর জমিতে?
Ο ক) ১ একর
Ο খ) ২ একর
Ο গ) ৩ একর
Ο ঘ) ৪ একর
সঠিক উত্তর: (ক)
১৪৯. আত্মকর্মসংস্থানে প্রবেশের বয়স কত?
Ο ক) ১৬
Ο খ) ১৮
Ο গ) ২১
Ο ঘ) যেকোন বয়স
সঠিক উত্তর: (ঘ)
১৫০. মি. রাহাত পাট দিয়ে বিভিন্ন খেলনা, পুতুল তৈরি করে বিক্রি করেন। তিনি কোনটিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন?
Ο ক) কৌশল
Ο খ) দেশীয় সম্পদ
Ο গ) অর্থ
Ο ঘ) জনশক্তি
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. জনাব রহিম বেকারির মালিক। তিনি কাঁচামালের অপচয় রোধে কোন পদক্ষেপটি নিতে পারেন?
Ο ক) নতুন কর্মী নিয়োগ
Ο খ) মূলধনের পরিমাণ বৃদ্ধি
Ο গ) বিক্রয় বৃদ্ধি করা
Ο ঘ) কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা
সঠিক উত্তর: (ক)
১০২. বাংলাদেশের অর্থনীতিতে শিল্পখাতের অবদান শতকরা কতভাগ?
Ο ক) ২০ ভাগ
Ο খ) ৩০ ভাগ
Ο গ) ৪০ ভাগ
Ο ঘ) ৫০ ভাগ
সঠিক উত্তর: (খ)
১০৩. কোন প্রকল্পের মাধ্যমে পল্লি অঞ্চলের মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়?
Ο ক) গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
Ο খ) যুব উন্নয়ন কেন্দ্র
Ο গ) নট্রামস
Ο ঘ) নিডাসা
সঠিক উত্তর: (ক)
১০৪. কোন প্রতিষ্ঠান গ্রামের দুগ্ধ ও ভুমিহীন নারী-পুরষদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে?
Ο ক) বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
Ο খ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο গ) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
Ο ঘ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
সঠিক উত্তর: (গ)
১০৫. বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কতভাগ লোক গ্রামে বাস করে?
Ο ক) ৫০ ভাগ
Ο খ) ৬০ ভাগ
Ο গ) ৭০ ভাগ
Ο ঘ) ৮০ ভাগ
সঠিক উত্তর: (গ)
১০৬. কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি করে কোনটি?
Ο ক) সংগঠন
Ο খ) প্রশিক্ষণ
Ο গ) প্রেষণা
Ο ঘ) নির্দেশনা
সঠিক উত্তর: (খ)
১০৭. কোনটি নিরূপণ ব্যবসায় সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত?
Ο ক) পণ্যের সঠিক চাহিদা
Ο খ) ঋণের উৎস নির্বাচন
Ο গ) সরকারি সাহায্য
Ο ঘ) বেসরকারি সাহায্য
সঠিক উত্তর: (ক)
১০৮. বাংলাদেশের জাতীয় আয়ে সেবাখাতের অবদান শতকরা কতভাগ?
Ο ক) ৩০ ভাগ
Ο খ) ৪০ ভাগ
Ο গ) ৫০ ভাগ
Ο ঘ) ৬০ ভাগ
সঠিক উত্তর: (গ)
১০৯. হাফিজুর জমিতে কী আবাদ করেন?
i. কুমড়া
ii. বেগুন
iii. চিচিঙ্গা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১০. হাফিজ প্রতিমণ করলা কত দরে বিক্রয় করেন?
Ο ক) ১,০০০ টাকা
Ο খ) ১,১০০ টাকা
Ο গ) ১,২০০ টাকা
Ο ঘ) ১,৫০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১১১. আত্মকর্মসংস্থান নয় কোনটি?
Ο ক) বিমা ব্যবসায়
Ο খ) লন্ড্রি
Ο গ) চুলকাটা
Ο ঘ) বৈদ্যুতিক মেরামত
সঠিক উত্তর: (ক)
১১২. বাংলাদেশের জন্যে নতুন ব্যবসায় স্থাপন করা প্রয়োজন। কারণ-
i. সরকারি চাকরির সুযোগ সীমিত
ii. ব্যবসায়ের মাধ্যমে সম্পদ কাজে লাগে
iii. ব্যবসায়ের মাধ্যমে বেকারত্ব দূর করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৩. সমাজের লোকজনের কর্মসংস্থানের কথা চিন্তা করেন কে?
Ο ক) আত্মকর্মসংস্থানকারী
Ο খ) ব্যবসায়ী
Ο গ) বিনিয়োগকারী
Ο ঘ) উদ্যোক্তা
সঠিক উত্তর: (ঘ)
১১৪. কোন কর্মক্ষেত্র থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম?
Ο ক) চাকরি
Ο খ) আত্মকর্মসংস্থান
Ο গ) শিক্ষা
Ο ঘ) ব্যবসায়
সঠিক উত্তর: (খ)
১১৫. জনাবা রুমানা মাখন তৈরির ব্যবসায়ে নিয়োজিত। তিনি সম্প্রতি ১০ জন মহিলাকে কর্মী হিসেবে নিয়োগ দিয়েছেন। তাদের কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে তিনি কোনটি করতে পারেন?
Ο ক) বেতন বৃদ্ধি
Ο খ) পেনশন বৃদ্ধি
Ο গ) প্রশিক্ষণ বৃদ্ধি
Ο ঘ) নিরাপত্তা
সঠিক উত্তর: (গ)
১১৬. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে হবে-
i. বৃত্তিমূলক শিক্ষাকে
ii. কারিগরি শিক্ষাকে
iii. কর্মমুখী শিক্ষাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৭. হাফিজুর রহমান কী পাস?
Ο ক) অষ্টম শ্রেণি
Ο খ) নবম শ্রেণি
Ο গ) এসএসসি
Ο ঘ) এইচএসসি
সঠিক উত্তর: (গ)
১১৮. বাংলাদেশের আত্ম কর্মসংস্থানে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো যেসব অবদান রাখেশ সেগুলো হলো-
i. দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দান
ii. ক্ষুদ্র ঋণ প্রদান
iii. ঋণ ব্যবহার তত্ত্বাবধান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৯. যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার পদক্ষেপ কয়টি?
Ο ক) ৫টি
Ο খ) ৬টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (গ)
১২০. জনাব গাজী একজন সিমেন্ট ব্যবসায়ী। ব্যবসায়ের অনিশ্চয়তা রোধে তিনি কোন ধরণের পদক্ষেপ নিতে পারেন?
Ο ক) মূলধন বৃদ্ধি করা
Ο খ) কর্মী সংখ্যা বৃদ্ধি করা
Ο গ) প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার কৌশল স্থির করা
Ο ঘ) কর্মীদের বেতন বৃদ্ধি করা
সঠিক উত্তর: (গ)
১২১. আত্মকর্মসংস্থান থেকে প্রথমদিকে প্রাপ্ত আয়-
i. সীমিত
ii. অসীম
iii. অনিশ্চিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২২. মি. মশিউল আলম একজন অর্থ উপদেষ্টা। দেশের বেকারত্ব রোধে কোন দিকটির প্রতি তার সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা উচিত?
Ο ক) সরকারি চাকরি
Ο খ) বেসরকারি চাকরি
Ο গ) আত্মকর্মসংস্থান
Ο ঘ) বেকার ভাতা
সঠিক উত্তর: (গ)
১২৩. প্রশিক্ষণ ব্যবস্থা নতুন কর্মীদের কোনটির সাথে পরিচয় করিয়ে দেয়?
Ο ক) কর্ম পরিবেশ
Ο খ) অর্থনৈতিক পরিবেশ
Ο গ) রাজনৈতিক পরিবেশ
Ο ঘ) অর্থনৈতিক পরিবেশ
সঠিক উত্তর: (ক)
১২৪. কোথায় কোথায় যুব প্রশিক্ষণ রয়েছে?
Ο ক) প্রতিটি জেলায়
Ο খ) প্রতিটি উপজেলায়
Ο গ) প্রতিটি থানায়
Ο ঘ) প্রতিটি ইউনিয়নে
সঠিক উত্তর: (গ)
১২৫. যৌথ ব্যবসায়ের সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ উপাদান কী?
Ο ক) ব্যক্তির সহযোগিতা
Ο খ) পারিবারক সহযোগিতা
Ο গ) সমাজের সহযোগতা
Ο ঘ) বন্ধুদের সহযোগিতা
সঠিক উত্তর: (খ)
১২৬. কীসের মাধ্যমে ব্যবসায়ের ঝুঁকি নিরূপণ করা যায়?
Ο ক) সঠিক পণ্য নির্বাচন
Ο খ) চাহিদা নিরূপণ
Ο গ) উপযুক্ত পদ্ধতি
Ο ঘ) বাজার জরিপ
সঠিক উত্তর: (গ)
১২৭. কোনটির মাধ্যমে ব্যবসায়ের অনিশ্চয়তাজনিত ক্ষতির হাত থেকে ব্যবসায়কে রক্ষা করা যায়?
Ο ক) ঝুঁকি নিরূপন করে মোকাবেলার কৌশল বের করা
Ο খ) বাজেট প্রণয়ন করে সে অনুযায়ী কাজ করা
Ο গ) শ্রমিক নিয়োগ করে যথাযথ তত্ত্বাবধান করা
Ο ঘ) অধিক উৎপাদন করে যথাযথভাবে বন্টন করা
সঠিক উত্তর: (ক)
১২৮. আবেগ দ্বারা তাড়িত হয়ে কোনটি করা উচিত নয়?
Ο ক) কর্মী নিয়োগ
Ο খ) কর্মী প্রশিক্ষণ
Ο গ) বিক্রয় প্রমোশন
Ο ঘ) ধারে ক্রয়
সঠিক উত্তর: (ক)
১২৯. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোন ধরণের প্রতিষ্ঠান?
Ο ক) সরকারি
Ο খ) বেসরকারি
Ο গ) স্বায়ত্বশাসিত
Ο ঘ) যৌথ মালিকানধীন
সঠিক উত্তর: (খ)
১৩০. বিশেষ করে গ্রামের দুস্থ, শিক্ষিত, অধর্শিক্ষিত মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া কোন মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য?
Ο ক) সমাজকল্যাণ
Ο খ) পরিবেশ
Ο গ) মহিলা বিষয়ক
Ο ঘ) শিক্ষা
সঠিক উত্তর: (গ)
১৩১. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প শুধুমাত্র কাদের ঋণ পাওয়ার বোগ্য বলে বিবেচনা করে?
Ο ক) শিক্ষিতদের
Ο খ) প্রশিক্ষণপ্রাপ্তদের
Ο গ) অশিক্ষিতদের
Ο ঘ) দুস্থদের
সঠিক উত্তর: (খ)
১৩২. সরকারি প্রতিষ্ঠানে চাকরির সংখ্যা কেমন?
Ο ক) নির্দিষ্ট
Ο খ) অনির্দিষ্ট
Ο গ) ইচ্ছামত বাড়ানো সম্ভব
Ο ঘ) বাড়ানো সম্ভব নয়
সঠিক উত্তর: (ক)
১৩৩. শিল্পোদ্যোক্তা কোন বিষয়ে সজাগ থাকলে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যায়?
Ο ক) দক্ষতা
Ο খ) নিজের দূর্বলতা
Ο গ) নিজের যোগ্যতা
Ο ঘ) নিজের পরিচয়
সঠিক উত্তর: (খ)
১৩৪. প্রশিক্ষণ প্রয়োজন-
i. নতুন কর্মীর
ii. পুরাতন কর্মীর
iii. উদ্যোক্তাদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. ‘বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান’ কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে?
Ο ক) শিক্ষা
Ο খ) শিল্প
Ο গ) সমাজকল্যাণ
Ο ঘ) পররাষ্ট্র
সঠিক উত্তর: (খ)
১৩৬. যেকোন দেশে কর্মসংস্থানের একটি প্রধান উৎস হল-
Ο ক) সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি
Ο খ) রাষ্ট্রায়ত্ত
Ο গ) কৃষি
Ο ঘ) শিক্ষা
সঠিক উত্তর: (ক)
১৩৭. বাংলাদেশের মোট শ্রম শক্তির কত অংশ যুবক-যুবতী?
Ο ক) ১/২
Ο খ) ১/৩
Ο গ) ২/৩
Ο ঘ) ২/৪
সঠিক উত্তর: (খ)
১৩৮. ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা ইনস্টিটিউটের প্রধান কাজ?
Ο ক) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο খ) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
Ο গ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট
Ο ঘ) নট্রামস
সঠিক উত্তর: (গ)
১৩৯. বাংলাদেশের বহুসংখ্যক যুবকের বেকার থাকার মূল কারণ কোনটি?
Ο ক) তারা অলস, যেকোন শারীরিক পরিশ্রমের কাজ করতে চায় না
Ο খ) তাদের পিতা-মাতা তাদেরকে কাজ করতে উৎসাহিত করেন না
Ο গ) অনেক সেক্টরেই যুবকদের কাজের সুযোগ অতি স্বল্প
Ο ঘ) তাদের বয়সউপযোগী বৃত্তিমূলক প্রশিক্ষণেরসুযোগ কম
সঠিক উত্তর: (ঘ)
১৪০. হাফিজুর জমিতে কী আবাদ করেন? i. করলা ii. পুঁইশাক iii. বরবটি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪১. আজাদ ভাড়ার বিনিময়ে রেনুকা বন্ত্রালয়ের একাংশে দর্জির কাজ করে। তার কাজটি আত্মকর্মসংস্থানমূলক কাজের আওতায় পড়ে। কারণ-
Ο ক) সে স্বীয় দক্ষতা বলে উপার্জন করে
Ο খ) সে বেতনের বিনিময়ে উপার্জন করে
Ο গ) সে রেনুকা বস্ত্রালয়ের শেয়ার হোল্ডার
Ο ঘ) স্বনির্ভর পেশায় নিয়োজিত থাকার মানসিকতা তার আছে
সঠিক উত্তর: (ক)
১৪২. ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা হচ্ছে-
Ο ক) দিকনির্দেশনা দলিল
Ο খ) চক্ষুস্বরূপ
Ο গ) হস্তস্বরূপ
Ο ঘ) কর্ণস্বরূপ
সঠিক উত্তর: (ক)
১৪৩. কর্মসংস্থানের প্রকারভেদ-
i. দু প্রকার, যথা- বেতন ও মজুরি
ii. তিন প্রকার, যথা- চাকরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়
iii. চার প্রকার, যথা- বেতন, মজুরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৪৪. কোনটির মধ্যে ব্যবসায়ের সাফল্য নিহিত?
Ο ক) অধিক উৎপাদন
Ο খ) সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা
Ο গ) ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ
Ο ঘ) শ্রমিকদের কাজে লাগানো
সঠিক উত্তর: (গ)
১৪৫. বাংলাদেশের আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো-
i. বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট
ii. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
iii. ঋণ ব্যবহার তত্ত্বাবধান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. কর্মসংস্থানের প্রধান উৎস-
i. সরকারি প্রতিষ্ঠান
ii. বেসরকারি প্রতিষ্ঠান
iii. আধা-সরকারি প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৭. ধর, তুমি পড়ালেখা শেষ করে ভালো কোনো চাকরি পেলে না, তাছাড়া তোমার বৃহৎ ব্যবসায় করার মতো পর্যাপ্ত পুঁজিও নেই। সেক্ষেত্রে তুমি কী করবে?
Ο ক) ভাগ্যের ওপর দোষ দিয়ে চুপচাপ বসে থাকবে
Ο খ) পড়ালেখা করা ঠিক হয়নি মনে করবে
Ο গ) সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে
Ο ঘ) আত্মকর্মসংস্থানমূলক কাজ করার চেষ্টা করবে
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. হাফিজুর হাইব্রিড টিয়া প্রজাতির করলা চাষ করেছেন কত একর জমিতে?
Ο ক) ১ একর
Ο খ) ২ একর
Ο গ) ৩ একর
Ο ঘ) ৪ একর
সঠিক উত্তর: (ক)
১৪৯. আত্মকর্মসংস্থানে প্রবেশের বয়স কত?
Ο ক) ১৬
Ο খ) ১৮
Ο গ) ২১
Ο ঘ) যেকোন বয়স
সঠিক উত্তর: (ঘ)
১৫০. মি. রাহাত পাট দিয়ে বিভিন্ন খেলনা, পুতুল তৈরি করে বিক্রি করেন। তিনি কোনটিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন?
Ο ক) কৌশল
Ο খ) দেশীয় সম্পদ
Ο গ) অর্থ
Ο ঘ) জনশক্তি
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep