এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৩ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৩ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. মি. রহিম একজন ফটোস্ট্যাট ব্যবসায়ের মালিক। তিনি তার কর্মীদের নিয়োগদানের সাথে সাথে প্রশিক্ষণের ব্যবস্থা করলে কোন সুবিধাটি লাভ করবেন?
Ο ক) ঝুঁকি-হ্রাসকরণ
Ο খ) মোকাবেলা কৌশল নির্ণয়
Ο গ) সম্পদের সদ্ব্যবহার
Ο ঘ) সুনাম বৃদ্ধি
সঠিক উত্তর: (গ)

৫২. আমাদের দেশে আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প পথ নেই। কারণ-
i. চাকরির সংখ্যা অত্যন্ত সীমিত
ii. সরকারি চাকরির সংখ্যা অসীম
iii. সরকারি ও বেসরকারি খাতের সামর্থ্য সীমিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫৩. ব্যবসায়সংক্রান্ত কোনটি আগে নিরূপণ করা উচিত?
Ο ক) নিট লাভ
Ο খ) ঝুঁকি
Ο গ) মূলধনের সুদ
Ο ঘ) উত্তোলণের সুদ
সঠিক উত্তর: (খ)

৫৪. জীবিকার্জনে বিভিন্ন পেশার মধ্যে কোনটি জনপ্রিয় পেশা?
Ο ক) চাকরি
Ο খ) ব্যবসায়
Ο গ) শিল্প
Ο ঘ) আত্মকর্মসংস্থান
সঠিক উত্তর: (ঘ)

৫৫. কোন ধরনের কাজে আয়ের ধারাবাহিকতা অনিশ্চিত?
Ο ক) সরকারি চাকরি
Ο খ) ব্যবসায় শিল্পে চাকরি
Ο গ) আত্মকর্মসংস্থান
Ο ঘ) ক+খ+গ
সঠিক উত্তর: (গ)

৫৬. বেতন ও মজুরি হল-
i. একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিশ্চিত অর্থপ্রাপ্তি
ii. চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত অর্থ
iii. অন্যের অধীনে কাজ করার পারিশ্রমিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৭. বাংলাদেশ ব্যবস্থাপনা ইন্সটিটিউট কোন মন্ত্রণালয়ের অধীন?
Ο ক) শিল্প
Ο খ) বাণিজ্য
Ο গ) অর্থ
Ο ঘ) ধর্ম
সঠিক উত্তর: (ক)

৫৮. হাফিজুরের পরিবারের সদস্যসংখ্যা কতজন?
Ο ক) ১২ জন
Ο খ) ৩ জন
Ο গ) ৫ জন
Ο ঘ) ৬ জন
সঠিক উত্তর: (ঘ)

৫৯. ব্যবসায়ের কাজ কখন এবং কীভাবে করা হবে তা অগ্রিম চিন্তাভাবনা করাকে কী বলে?
Ο ক) ঝুঁকি
Ο খ) বিমা
Ο গ) পরিচালনা
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (ঘ)

৬০. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র-
i. ওয়েল্ডিং
ii. ব্লক ও বাটিক
iii. গ্রামীণ ফোন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬১. কোন পুঁজির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানার উৎপাদন ব্যহত হচ্ছে?
Ο ক) চলতি
Ο খ) স্থায়ী
Ο গ) নিজস্ব
Ο ঘ) ঋণ
সঠিক উত্তর: (ক)

৬২. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
i. প্রচার-প্রচারণার অভাব
ii. প্রয়োজনীয় অর্থসংস্থানের অভাব
iii. কারিগরি শিক্ষার অপর্যাপ্ততা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৩. সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকান্ড পরিচালনার জন্য প্রয়োজন হয়-
i. উচ্চ পর্যায়ের কর্মীর
ii. মধ্য পর্যায়ের কর্মীর
iii. নিম্ন পর্যায়ের কর্মীর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৪. কে সম্প্রতি তার জেলার সেরা নারী উদ্যোক্তার পুরস্কার পান?
Ο ক) সাইফুল ইসলাম
Ο খ) মনিরুল ইসলাম
Ο গ) রফিকুল ইসলামৎ
Ο ঘ) সানজিদা ইসলাম
সঠিক উত্তর: (ঘ)

৬৫. কর্মী নির্বাচনে বিবেচনা করে-
i. শিক্ষাগত যোগ্যতা
ii. পেশাগত দক্ষতা
iii. বিশ্বস্ততা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৬. আত্মকর্মসংস্থান হচ্ছে মজুরি/বেতনভিত্তিক চাকরির-
Ο ক) অনুরূপ পেশা
Ο খ) বিকল্প পেশা
Ο গ) অনুরূপ পেশা নয়
Ο ঘ) সাধারণ পেশা
সঠিক উত্তর: (খ)

৬৭. প্রশিক্ষণ ব্যবস্থা নতুন কর্মীদের কোন পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেয়?
Ο ক) প্রাকৃতিক পরিবেশ
Ο খ) সামাজিক পরিবেশ
Ο গ) কর্ম পরিবেশ
Ο ঘ) রাজনৈতিক পরিবেশ
সঠিক উত্তর: (গ)

৬৮. ব্যবসায় নির্বাচনে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি?
Ο ক) বাজার
Ο খ) পণ্য
Ο গ) শ্রমিক
Ο ঘ) যোগান
সঠিক উত্তর: (খ)

৬৯. বেকার সমস্যা বৃদ্ধির ফলে এ সমস্যা জাতীয় জীবনে কীরূপ অবস্থা ধারণ করে?
Ο ক) স্বাভাবিক রূপ
Ο খ) ভয়াবহ রূপ
Ο গ) অস্বাভাবিক রূপ
Ο ঘ) সুন্দর রূপ
সঠিক উত্তর: (খ)

৭০. ব্যবসায়ের ব্যর্থতার প্রধান কারণ কোনটি?
Ο ক) অর্থের অভাব
Ο খ) কৌশলের অভাব
Ο গ) সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব
Ο ঘ) প্রশিক্ষণের অভাব
সঠিক উত্তর: (গ)

৭১. কীভাবে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যায়?
Ο ক) উদ্যোক্তার শিক্ষা ও অভিজ্ঞতা দ্বারা
Ο খ) উদ্যোক্তার শক্তিমত্তা দ্বারা
Ο গ) উদ্যোক্তার গুণাবলি দ্বারা
Ο ঘ) উদ্যোক্তার সাহসিকতা দ্বারা
সঠিক উত্তর: (খ)

৭২. কোন প্রতিষ্ঠানটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
Ο ক) যুব প্রশিক্ষণ কেন্দ্র
Ο খ) নট্রামস্
Ο গ) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
Ο ঘ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট
সঠিক উত্তর: (খ)

৭৩. হাফিজ কেন চাকরিতে ইস্তফা দিলেন?
Ο ক) ভালো চাকরি পাওয়ায়
Ο খ) বেতন অনেক কম হওয়ায়
Ο গ) কাজ অনেক কঠিন বিধায়
Ο ঘ) অনেক কষ্টের কাজ বিধায়
সঠিক উত্তর: (খ)

৭৪. সফলতার সাথে ব্যবসায় পরিচালনার জন্যে প্রয়োজন-
i. স্থায়ী মূলধন
ii. জনশক্তি
iii. চলতি মূলধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৭৫. যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কী কী বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়?
i. সেলাইয়ের কাজ
ii. কুটিরশিল্পের কাজ
iii. কম্পিউটার চালনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৬. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য প্রয়োজন?
i. অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি
ii. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
iii. প্রশিক্ষণের সুযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৭. কোনটির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানা কাঙ্খিত মাত্রা উৎপাদনে ব্যর্থ হয়?
Ο ক) স্থায়ী মূলধন
Ο খ) চলতি মূলধন
Ο গ) বিনিয়োগ সুবিধা
Ο ঘ) স্থায়ী সম্পদ
সঠিক উত্তর: (খ)

৭৮. আত্মকর্মসংস্থানের জন্য অপরিহার্য কী?
Ο ক) নৈপুণ্য ও আন্তরিকতা
Ο খ) অনেক পুঁজি
Ο গ) অনেক অভিজ্ঞতা
Ο ঘ) অনেক পুঁজি ও আন্তরিকতা
সঠিক উত্তর: (ক)

৭৯. সপ্তাহে হাফিজের ক্ষেতে কত মন করলা ফলে?
Ο ক) ২ মন
Ο খ) ৩ মন
Ο গ) ৪ মন
Ο ঘ) ৭ মন
সঠিক উত্তর: (ঘ)

৮০. বাংলাদেশে কর্মসংস্থানের প্রধান উৎস হচ্ছে-
Ο ক) আত্মকর্মসংস্থান
Ο খ) বেসরকারি খাত
Ο গ) সরকারিক খাত
Ο ঘ) বেসরকারি উন্নয়ন সংস্থা
সঠিক উত্তর: (ক)

৮১. পাট থেকে তৈরি করা সম্ভব-
i. ম্যাট
ii. খেলনা
iii. সৌখিন দ্রব্যাদি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮২. দেশের প্রতিটি থানায় কোন প্রতিষ্ঠানের কেন্দ্র রয়েছে?
Ο ক) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο খ) পল্লী উন্নয়ন বোর্
Ο গ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
Ο ঘ) নট্রামস
সঠিক উত্তর: (গ)

৮৩. ২০১২ সালের ১৬ই জুলাই দেশের অনুমিত লোকসংখ্যা কত ছিল?
Ο ক) ১৪ কোটি ২০ লক্ষ
Ο খ) ১৪ কোটি ২৫ লক্ষ
Ο গ) ১৫ কোটি ২০ লক্ষ
Ο ঘ) ১৫ কোটি ২৫ লক্ষ
সঠিক উত্তর: (ঘ)

৮৪. আত্মকর্মসংস্থান বেছে নেওয়ার পূর্বে কী নির্ধারণ করা আবশ্যক?
Ο ক) মূলধন
Ο খ) পণ্য
Ο গ) লক্ষ্য
Ο ঘ) ঝুঁকি
সঠিক উত্তর: (ক)

৮৫. মিস সাজিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে অধিক আয় করতে পারবেন এ রকম কাজ খুঁজছেন। তর জন্যে নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত?
Ο ক) সরকারি চাকরি
Ο খ) বেসরকারি চাকরি
Ο গ) আত্মকর্মসংস্থান
Ο ঘ) সামাজিক কর্মকান্ড
সঠিক উত্তর: (গ)

৮৬. ২০১২ সালের ১৬ জুলাই দেশের অনুমিত লোকসংখ্যা কত?
Ο ক) ১৪ কোটি ২৫ লক্ষ
Ο খ) ১৫ কোটি ২৫ লক্ষ
Ο গ) ১৬ কোটি ২৫ লক্ষ
Ο ঘ) ১৭ কোটি ২৫ লক্ষ
সঠিক উত্তর: (খ)

৮৭. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্টের প্রধান প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে কোনটি?
i. ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা
ii. নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ
iii. মহিলা উদ্যোক্তা উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৮. দেশের কোন অবস্থা ব্যবসায়ের সাফল্যকে প্রভাবিত করে?
Ο ক) সাংস্কৃতিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) সামাজিক
সঠিক উত্তর: (খ)

৮৯. আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের কাজ কী?
i. বিত্তহীন জনগণকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ
ii. দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণদান
iii. ক্ষুদ্র ঋণ প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯০. জনাব আলম স্বাধীনচেতা মনোভাবের কারণে আত্মকর্মসংস্থানের মাধ্যমে জীবিকা অর্জনে আগ্রহী। তার জন্যে উপযুক্ত ক্ষেত্র কোনটি?
Ο ক) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
Ο খ) প্রিন্টিং এন্ড পাবলিশিং
Ο গ) পার্টনারশিপ
Ο ঘ) ফাইন্যান্সিং কর্পোরেশন
সঠিক উত্তর: (খ)

৯১. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন-২০১০ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা হচ্ছে-
Ο ক) ৬ লক্ষ
Ο খ) ১৬ লক্ষ
Ο গ) ২৬ লক্ষ
Ο ঘ) ৩৬ লক্ষ
সঠিক উত্তর: (গ)

৯২. নট্রামস এর প্রধান কাজ কী?
i. কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষা দেওয়া
ii. কম্পিউটার চালনা শিক্ষা দেওয়া
iii. সেলাইয়ের কাজ শিক্ষা দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯৩. যুব প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত?
Ο ক) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
Ο খ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
Ο গ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
Ο ঘ) শিল্প মন্ত্রণালয়
সঠিক উত্তর: (ক)

৯৪. কর্মীদের দক্ষতা বাড়ে কীভাবে?
Ο ক) প্রেষণার মাধ্যমে
Ο খ) পরিশ্রমের মাধ্যমে
Ο গ) শিক্ষার মাধ্যমে
Ο ঘ) প্রশিক্ষণের মাধ্যমে
সঠিক উত্তর: (ঘ)

৯৫. জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য কোনটি একান্ত প্রয়োজন?
Ο ক) প্রশিক্ষণ
Ο খ) অভিজ্ঞতা
Ο গ) শিক্ষাগত যোগ্যতা
Ο ঘ) আত্মবিশ্বাস
সঠিক উত্তর: (ক)

৯৬. জগদীস চন্দ্র একজন সফল উদ্যোক্তা। তনি সমাজ ও দেশের জন্যে কোনটি করেন?
Ο ক) বৈদেশিক মুদ্রা অর্জন
Ο খ) অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত
Ο গ) রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন
Ο ঘ) নগরায়নে ভূমিকা পালন
সঠিক উত্তর: (খ)

৯৭. পণ্য উৎপাদন ও বিক্রয় করে অর্থোপার্জন করা যায় কীসের মাধ্যমে?
Ο ক) চাকরির মাধ্যমে
Ο খ) ব্যবসায়ের মাধ্যমে
Ο গ) আত্মকর্মসংস্থানের মাধ্যমে
Ο ঘ) ইন্টারনেটের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)

৯৮. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত?
i. শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা
ii. সফল আত্মকর্মীর জীবনকাহিনী শোনা
iii. প্রশিক্ষণ ও ঋণদানের ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৯. আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে কীসের ওপর?
Ο ক) উপযুক্ত শিক্ষা
Ο খ) উপযুক্ত ক্ষেত্র
Ο গ) পর্যাপ্ত পুঁজি
Ο ঘ) দক্ষ শ্রমিক
সঠিক উত্তর: (খ)

১০০. কোনটির মাধ্যমে সম্পদের সদ্ব্যবহার সম্ভব?
Ο ক) প্রদক্ষিণ
Ο খ) প্রমোশন
Ο গ) প্রণোদনা
Ο ঘ) প্রশিক্ষণ
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post