এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ২ (৮)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ২ (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৩৫১. মি. রেদওয়ান ঝুঁকি আছে জেনেও লাভের আশায় স্থানীয় উৎপাদিত তলা থেকে সুতা তৈরির কারখানা স্থাপন করেন। তার এ কাজটিকে কী বলা হয়?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) ঝুঁকি গ্রহণ
Ο ঘ) উদ্যোক্তা উন্নয়ন
সঠিক উত্তর: (খ)

৩৫২. একজন উদ্যোক্তা হিসেবে জনাব ‘x’ যে কাজটি করে বিশেষ আনন্দ পাবেন তা হলো-
i . সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ
i i .চ্যালেঞ্জমূলক কাজে আত্মনিয়োগ
i i i . গবেষণাধর্মী কাজে আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৫৩. যেকোন শিল্প প্রতিষ্ঠান গঠন করার জন্যে কয় ধরণের শিক্ষার প্রসার বাড়াতে হবে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

৩৫৪. ব্যবসায় উদ্যোগের ফলে-
i . মানবসম্পদ উন্নয়ন হয়
i i . মূলধন গঠিত হয়
i i i . মোট উৎপাদন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৫৫. উদ্যোক্তাগণ অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে সীমিত সম্পদের মধ্যে কী তৈরি করেন?
Ο ক) যোগাযোগ
Ο খ) সম্পর্ক
Ο গ) পরিকল্পনা
Ο ঘ) সমন্বয়
সঠিক উত্তর: (গ)

৩৫৬. উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ায় নতুন কৌশল গ্রহণ করেন কীভাবে?
Ο ক) অধ্যবসায়ের মাধ্যমে
Ο খ) মূলধন গঠন করে
Ο গ) উদ্ভাবনী শক্তির বলে
Ο ঘ) প্রযুক্তির মাধ্যমে
সঠিক উত্তর: (খ)

৩৫৭. কোনটি ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়ক?
i. কর মওকুফ
ii. স্বল্প সুদে মুলধন সরবরাহ
iii. বিনা সূদে মূলধন সরবরাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৫৮. আফরোজার এই কর্ম প্রচেষ্টাকে কী বলে?
Ο ক) ঝুঁকি
Ο খ) শিল্প
Ο গ) উদ্যোগ
Ο ঘ) বিনিয়োগ
সঠিক উত্তর: (গ)

৩৫৯. শিল্প কারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে দেশে কী সৃষ্টি হয়?
Ο ক) সম্পদ
Ο খ) কর্মসংস্থান
Ο গ) মূলধন
Ο ঘ) উন্নয়ন
সঠিক উত্তর: (খ)

৩৬০. উদ্যোক্তারা প্রদত্ত সুযোগ-সুবধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেন?
Ο ক) দেনাদারদের
Ο খ) ক্রেতাদের
Ο গ) সরকারের
Ο ঘ) জনগণের
সঠিক উত্তর: (গ)

৩৬১. আশানুরূপ মুনাফা থেকে বাস্তবে কম মুনাফা অর্জিত হলে এটি কী ধরণের ঝুঁকির শামিল?
Ο ক) আর্থিক
Ο খ) অনার্থিক
Ο গ) বাবশায়িক
Ο ঘ) ফটকা
সঠিক উত্তর: (ক)

৩৬২. হেনরি ফোর্ড কোন দেশের শিল্পোদ্যোক্তা?
Ο ক) আমেরিকা
Ο খ) অস্ট্রেলিয়া
Ο গ) জাপান
Ο ঘ) জার্মান
সঠিক উত্তর: (ক)

৩৬৩. রূপদা প্রসাদ সাহা কোন দেশের শিল্পোদ্যোক্তা?
Ο ক) ভারত
Ο খ) বাংলাদেশ
Ο গ) পাকিস্তান
Ο ঘ) মায়ানমার
সঠিক উত্তর: (খ)

৩৬৪. সফল উদ্যোক্তা পরিতৃপ্তি ও অসীম আনন্দ পান কোন ক্ষেত্রে?
Ο ক) চ্যালেঞ্জমূলক কাজ করে
Ο খ) নতুন কিছু জানতে পেরে
Ο গ) তাদের কাজের সাফল্যে
Ο ঘ) ভুল অকপটে স্বীকার করে
সঠিক উত্তর: (গ)

৩৬৫. নতুন ও পুরাতন প্রযুক্তির সমন্বয়সাধন করা উদ্যোক্তার কোন ধরণের ধারণা?
Ο ক) সময়োপযোগী
Ο খ) গতানুগতিক
Ο গ) আধুনিক
Ο ঘ) সনাতন
সঠিক উত্তর: (ক)

৩৬৬. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূর করার উপায়?
Ο ক) স্থায়ী পরিকল্পনা
Ο খ) দীর্ঘমেয়াদি পরিকল্পনা
Ο গ) স্বল্পমেয়াদি পরিকল্পনা
Ο ঘ) বাস্তবভিত্তিক পরিকল্পনা
সঠিক উত্তর: (ঘ)

৩৬৭. নিচের কোনটি ঝুঁকিপূর্ণ কাজ?
Ο ক) অর্থসংগ্রহ
Ο খ) ব্যাংকিং ব্যবসায়
Ο গ) ঋণ গ্রহণ
Ο ঘ) ব্যবসায় স্থাপন
সঠিক উত্তর: (খ)

৩৬৮. কোনটি মানুষের সুপ্ত বাসনাকে বাস্তবায়িত করতে অনুপ্রাণিত করে?
Ο ক) উদ্যোগ
Ο খ) চাকরি
Ο গ) সমাজসেবা
Ο ঘ) রাজনীতি
সঠিক উত্তর: (ক)

৩৬৯. জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে কারা?
Ο ক) উদ্যোক্তা
Ο খ) পরিচালক
Ο গ) ব্যবস্থাপক
Ο ঘ) শ্রমিক
সঠিক উত্তর: (ক)

৩৭০. নিচের কোনটি উদ্যোক্তার গুণাবলি নয়?
i. সততা
ii. সাংগঠনিক অদক্ষতা
iii. ব্যর্থতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৭১. কিসের জন্য আমিনুল প্রশিক্ষণ নেয়?
Ο ক) পোল্ট্রি খামার করার জন্য
Ο খ) বাড়ির আঙিনায় গাছ লাগানোর জন্য
Ο গ) যানবাহন মেরামত দক্ষতা বৃদ্ধি
Ο ঘ) বিদ্যালয় স্থাপনের জন্য
সঠিক উত্তর: (গ)

৩৭২. বর্তমান সময়ে উদ্যোক্তা কীভাবে সৃষ্টি হয়?
Ο ক) ব্যক্তিগত নৈপুন্য দ্বারা
Ο খ) জন্মগতভাবে
Ο গ) শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে
Ο ঘ) সদিচ্ছার দ্বারা
সঠিক উত্তর: (গ)

৩৭৩. আমিনুলের কাহিনি গল্পে আমিনুলের শিক্ষাগত যোগ্যতা কতটুকু?
Ο ক) এস.এস.সি
Ο খ) এইচ.এস.সি
Ο গ) ডিগ্রি
Ο ঘ) অনার্স
সঠিক উত্তর: (গ)

৩৭৪. সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়-
i . নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে
i i . বেকার জনগণের প্রশিক্ষণের মাধ্যমে
i i i . মুনাফা অর্জনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৭৫. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উদ্যোক্তার প্রয়োজন কেন?
Ο ক) বৈদেশিক সুনাম অর্জনের জন্যে
Ο খ) অর্থনৈতিক উন্নয়নের জন্যে
Ο গ) ব্যবসায়ে অভিজ্ঞতার জন্যে
Ο ঘ) মূলধন সংগ্রহের জন্যে
সঠিক উত্তর: (খ)

৩৭৬. ব্যবসায় উদ্যোগের ঝুঁকি নিরসনে কোনটি প্রয়োজন?
Ο ক) সহায়তা
Ο খ) অধিক মুনাফা অর্জন
Ο গ) অধিক প্রতিযোগিতা
Ο ঘ) উন্নত পণ্য
সঠিক উত্তর: (ঘ)

৩৭৭. জনাব মনসুর আলী আসন্ন বৈশাখী মেলার চাহিদার কথা চিন্তা করে একটি জামদানি শাড়ির দোকান দেয়ার চিন্তা করলেন। এটি কী হিসেবে পরিচিত হবে?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) বৈশাখী উদ্যোগ
Ο ঘ) মৌসুমী উদ্যোগ
সঠিক উত্তর: (খ)

৩৭৮. যার উদ্যোগ আছে তিনিই-
Ο ক) শিল্পোদ্যোক্তা
Ο খ) উদ্যোক্তা
Ο গ) বিজ্ঞানী
Ο ঘ) কৌতুহলী
সঠিক উত্তর: (খ)

৩৭৯. আমাদের দেশে কোনটির ব্যাপক অভাব রয়েছে?
Ο ক) ভূমি
Ο খ) শ্রমিক
Ο গ) কাঁচামাল
Ο ঘ) সুপরিকল্পনা
সঠিক উত্তর: (ঘ)

৩৮০. একজন উদ্যোক্তা-
i . নতুন ধারণার উদ্ভাবন করেন
i i . আবিস্কৃত ধারণাকে কাজে প্রয়োগ করেন্
i i i . উদ্ভাবন ও প্রয়োগের সময়সাধন করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৮১. উদ্যোগ ও উদ্যোক্তা একে অপরের সাথে-
Ο ক) পরোক্ষভাবে জড়িত
Ο খ) বিপরীত
Ο গ) প্রত্যক্ষভাবে জড়িত
Ο ঘ) জড়িত নয়
সঠিক উত্তর: (গ)

৩৮২. কোনটি উদ্যোক্তার গুণ?
i. কৃতিত্ব অর্জনের আকাঙ্খা
ii. চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা
iii. ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহনের মানসিকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৮৩. ব্যবসায় উদ্যোগ সুযোগ সৃষ্টি করে-
i . কর্মসংস্থান
i i . অর্থ উপার্জন
i i i . নতুন সম্পদ তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৮৪. জনাব আসলাম শহরে একটি ইস্পাত কারখানা স্থাপন করলে তার ব্যবসায়টি কোন ক্ষেত্রে অবদান রাখবে?
Ο ক) জাতীয় আয় বৃদ্ধিতে
Ο খ) বৈদেশিক সাহায্য আনতে
Ο গ) সম্পদ গঠনে
Ο ঘ) ইস্পাতের চাহিদা বাড়াতে
সঠিক উত্তর: (ক)

৩৮৫. ব্যবসায় উদ্যোগ সহায়তা করে-
i . ঝুঁকি পরিমাপ করতে
i i . সরকারকে সহায়তা করতে
i i i . প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (খ)

৩৮৬. আমিনুল কত মাসের প্রশিক্ষণ নেন?
Ο ক) ২ মাস
Ο খ) ৩ মাস
Ο গ) ৪ মাস
Ο ঘ) ৫ মাস
সঠিক উত্তর: (খ)

৩৮৭. মিরাজ একজন বেকার যুবক। তিনি কারো অধনে না থেকে নিজেই ব্যবসায় করতে চান। সেক্ষেত্রে তাকে প্রথমে-
i . মূলথধন গঠন করতে হবে
i i . উদ্যোগ গ্রহণ করতে হবে
i i i . ঝুঁকি গ্রহণ করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৮৮. কোন গুণটি উদ্যোক্তার সুনাম অর্জনে সহায়তা করে?
Ο ক) ঝুঁকি গ্রহণের ক্ষমতা
Ο খ) চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা
Ο গ) ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ
Ο ঘ) আকর্ষণীয় ব্যক্তিত্ব
সঠিক উত্তর: (ঘ)

৩৮৯. নিজের অভিজ্ঞতা ও অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং নিজের কর্মক্ষেত্রে প্রয়োগ উদ্যোক্তার কেমন গুণ?
Ο ক) সাধারণ
Ο খ) বিশেষ
Ο গ) চিন্তনীয়
Ο ঘ) পছন্দনীয়
সঠিক উত্তর: (খ)

৩৯০. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগমূলক কার্যক্রম?
Ο ক) বিনোদনের উদ্দেশ্যে গান করা
Ο খ) জনসেবার উদ্দেশ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ
Ο গ) শিক্ষকতার মাধ্যমে অর্থ উপার্জন
Ο ঘ) লাভের আশায় ঝুঁকি থাকা সত্বেও মৎস চাষ
সঠিক উত্তর: (ঘ)

৩৯১. উদ্যোক্তারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন কী উদ্দেশ্যে?
Ο ক) ভবিষ্যতে সফলভাবে ব্যবসায় পরিচালনার জন্যে
Ο খ) ভবিষ্যতে কম ভুল হবে সেজন্যে
Ο গ) ভবিষ্যতে ব্যবসায়ের উন্নতির জন্যে
Ο ঘ) নিজেকে সংশোধন ও আত্মউন্নয়ন করার জন্যে
সঠিক উত্তর: (ক)

৩৯২. জনাব মুরাদকে আমরা কী হিসেবে অভিহিত করতে পারি?
Ο ক) মিতব্যয়ী
Ο খ) ব্যবসায় উদ্যোক্তা
Ο গ) স্বাধীনচেতা
Ο ঘ) পরিশ্রমী
সঠিক উত্তর: (খ)

৩৯৩. কোনটি উন্নত বিশ্বে অগ্রগতির প্রধান কারণ?
Ο ক) মেধা
Ο খ) মননশীলতা
Ο গ) প্রশিক্ষণ
Ο ঘ) অনুকূল পরিবেশ
সঠিক উত্তর: (খ)

৩৯৪. কোনটির মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব?
Ο ক) নতুন যন্ত্রপাতি ক্রয়
Ο খ) নতুন উদ্যোক্তা সৃষ্টি
Ο গ) নতুন শিল্প স্থাপন
Ο ঘ) ব্যাপক এলাকা বিদ্যুতায়ন
সঠিক উত্তর: (গ)

৩৯৫. যেকোন কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) উদ্যোক্তা
Ο ঘ) কর্মসংস্থান
সঠিক উত্তর: (ক)

৩৯৬. নিচে কোনটি উদ্যোক্তার উল্লেখযোগ্য দিক?
Ο ক) ঝুঁকি গ্রহণের ক্ষমতা
Ο খ) সততা
Ο গ) সাফল্য অর্জনের তীব্র আকাঙ্খা
Ο ঘ) সৃজনশীলতা
সঠিক উত্তর: (গ)

৩৯৭. ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনাকে কী বলে?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) আত্মকর্মসংস্থান
Ο ঘ) শিল্প
সঠিক উত্তর: (খ)

৩৯৮. প্রশিক্ষণ প্রদানের জন্য নিচের কোনটি গ্রহণ করতে হবে?
Ο ক) কর্মসূচী
Ο খ) প্রকল্প
Ο গ) পরিকল্পনা
Ο ঘ) খ+গ
সঠিক উত্তর: (ক)

৩৯৯. ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে কে গভীর জ্ঞান রাখেন?
Ο ক) উদ্যোক্তা
Ο খ) ব্যবসায় উদ্যোক্তা
Ο গ) শিল্প উদ্যোক্তা
Ο ঘ) সফল উদ্যোক্তা
সঠিক উত্তর: (ঘ)

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২টি প্রশ্নের উত্তর দাও। শ্রীপুরের জনাব শিমূল তার নিজ এলাকায় নজস্ব পুঁজি নিয়ে একটি মাছের খামার গড়ে তোলেন। কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা ও অধ্যবসায়ের ফলে তিনি সফলতা লাভ করেছেন।বছর দুইপরে তিনি আরও তিনটি মাছের খামার প্রতিষ্ঠা করে বেকার যুবকদের চাকরি দিয়েছেন। তিনি এখন বেশ স্বাবলম্বী।

৪০০. কঠোর পরিশ্রম জনাব শিমূলের কোন ধরণের বৈশিষ্ট্য?
Ο ক) ব্যক্তিগত বৈশিষ্ট্য
Ο খ) সামাজিক বৈশিষ্ট্য
Ο গ) মনস্তাত্বিক বৈশিষ্ট্য
Ο ঘ) অর্থনৈতিক বৈশিষ্ট্য
সঠিক উত্তর: (গ)

৪০১. জনাব শিমূল এলাকার যুবকদের চাকরি দেয়ার ফলে-
i . কর্মসংস্থান সৃষ্টি হয়েছে
i i . বেকারত্ব হ্রাস পেয়েছে
i i i . আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post